
ভারতে একদিকে নতুন সংসদ ভবন, অন্যদিকে কফিনের ছবি, প্রশ্ন এটা কী
ভারতে নতুন সংসদ ভবন ও বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। রোববার ধুমধাম করে নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন মাথাচাড়া দিল নতুন বিতর্ক। বিহারের ক্ষমতাসীন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এই বিতর্ক তুলেছে। আরজেডি বলছে, নতুন সংসদ ভবনের আকৃতি তাদের চোখে ঠিক যেন মরদেহ রাখার কফিন! টুইটে সংসদ ভবনের পাশে কফিনের ছবি দিয়ে তাদের জিজ্ঞাসা ‘এটা কী?’ ওই টুইটে সংসদ ভবনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কথায়, এই মনোভাব রাষ্ট্রদ্রোহের শামিল।
গতকাল যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করছেন, গণমাধ্যমজুড়ে যখন শুধুই এই প্রচার, ঠিক তখন আরজেডি টুইটে দুটি ছবি ও একটি প্রশ্ন দিয়ে টুইট করে। টুইটারে একদিকে নতুন সংসদ ভবনের ছবি, অন্যদিকের কফিনের ছবি। দুইয়ের ওপরে ছোট্ট প্রশ্ন, ‘এটা কী?’
ওই টুইটে ক্ষুব্ধ হন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। বিহার বিজেপির শীর্ষ নেতা ও রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি সংবাদ সম্মেলন ডেকে ওই টুইটের জন্য আরজেডিকে তুলাধোনা করে বলেন, তারা যে মনোভাবের প্রকাশ ঘটিয়েছে, তা রাষ্ট্রদ্রোহের শামিল। তিনি বলেন, ‘এর চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে? এতটুকু বুদ্ধিও এদের নেই যে এই নতুন সংসদ ভবন জনতার টাকায় তৈরি। আজ যারা ওই অনুষ্ঠান বর্জন করেছে, কাল তাদের সবাইকে ওখানেই বসতে হবে।’

সুশীল মোদি আরও বলেন, সংসদের কাজকর্ম ওখানেই চলবে। আরজেডিকেও যেতে হবে, যদি না তারা পাকাপাকিভাবে সংসদ বর্জনের সিদ্ধান্ত নেয়। তা সত্ত্বেও কেন তাঁরা সংসদ ভবনের সঙ্গে কফিনের ছবি দিয়েছে, এমন প্রশ্ন তোলেন তিনি। গণতন্ত্রের এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেন। ক্ষুব্ধ সুশীল মোদি বলেন, ‘দেশের গৌরবের দিন নতুন সংসদ ভবনকে তারা শবদেহ বহনকারী কফিনের সঙ্গে তুলনা করছে, এর চেয়ে জঘন্য মনোবৃত্তি আর কী হতে পারে? এসব যারা করেছে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু করা উচিত।’
লালু প্রসাদের দলের নেতা শক্তি সিং যাদব এই টুইটের ব্যাখ্যায় বলেছেন, ‘মোদি জমানায় দেশের গণতন্ত্রকে কবরে পাঠানো হচ্ছে। সেটা বোঝাতেই কফিনের ছবি। রাষ্ট্রপতিকে দিয়ে এর উদ্বোধন না করানো তার আরও একটা প্রমাণ। দেশবাসী তা মানবে না। সংসদ হলো গণতন্ত্রের মন্দির। আলোচনার পীঠস্থান। প্রধানমন্ত্রীদের কাছে আমাদের অনুরোধ, গণতন্ত্রকে কফিনবন্দী করে কবরে পাঠাবেন না।’
সুশীল মোদির সঙ্গে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। আরজেডির উদ্দেশে তিনি বলেছেন, ‘নতুন সংসদ ভবনে ঢোকার কোনো সুযোগই দেশবাসী আপনাদের দেবে না। মানুষ এটা ঠিক করেই ফেলেছে, নতুন সংসদ ভবন দেশের সম্পত্তি, কফিন আপনাদের।’