
কেন পৃথিবীর গভীরে ১০ কিলোমিটার গর্ত খুঁড়ছে চীন?
চীনের বিজ্ঞানীরা পৃথিবীর বুকে ১০ হাজার মিটার (১০ কিলোমিটার) গভীর একটি গর্ত বা বোরহোল খোঁড়া শুরু করেছেন। তাদের দাবি, পৃথিবীর ভূভাগের আরও গভীর থেকে খনিজ সম্পদ উত্তোলনের সম্ভাবনা যাচাই করতেই এই গর্ত খোঁড়া হচ্ছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ মে) চীনের তেল সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে এই বোরহোলের খনন কাজ শুরু করেছে। পৃথিবীর গভীরে মানুষ নির্মিত সরু ও গভীর গর্তকে বোরহোল বলা হয়। সাধারণত, তেল বা পানি এবং অন্যান্য খনিজ সম্পদ আহরণের জন্য এই গর্ত করা হয়।
গভীর এই বোরহোলটি পৃথিবীর অভ্যন্তরে ১০টিরও বেশি মহাদেশীয় স্তর বা শিলার স্তর ভেদ করবে এবং পৃথিবীর ভূত্বকের ক্রিটেসাস সিস্টেমে পৌঁছে যাবে। যা প্রায় সাড়ে ১৪ কোটি বছর আগে গঠিত শিলার বৈশিষ্ট্যযুক্ত।
খননের বিষয়ে চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী সান জিনশেং সিনহুয়াকে বলেছেন, ‘এই খননকাজের জটিলতাকে স্টিলের তৈরি সরু তারের ওপর দিয়ে একটি বড় ও ভারী ট্রাক চালানোর সঙ্গে তুলনা করা যেতে পারে।’
এর আগে, ২০২১ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের নেতৃস্থানীয় বিজ্ঞানীদের সামনে দেয়া এক ভাষণে পৃথিবীর আরও গভীরের গবেষণার ক্ষেত্রে আরও অগ্রগতির আহ্বান জানান। তার মতে, এ ধরনের কাজ খনিজ ও জ্বালানি সম্পদ শনাক্ত করতে পারে এবং ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিগুলি মূল্যায়ন করতে সহায়তা করতে পারে।
উল্লেখ্য, পৃথিবীতে মানুষ নির্মিত সবচেয়ে দীর্ঘ বা গভীর বোরহোল হলো কোলা সুপারডিপ বোরহোল। ১৯৮৯ সালে রাশিয়ার নরওয়ে সীমান্তের কোলা উপদ্বীপের পেচেংস্কি জেলার একটি অঞ্চলে বিজ্ঞানীরা এই বোরহোলটির খননকাজ শেষ করেন। খননকাজ শুরু হয়েছিল তারও ২০ বছর আগে। কোলা সুপারডিপ বোরহোলটির গভীরতা ১২ হাজার ২৬২ মিটার বা ১২ কিলোমিটার ২৬২ মিটার। যা কিনা পৃথিবীর ব্যাসের চেয়ে মাত্র ৫০০ মিটার কম। বর্তমানে রুশ কর্তৃপক্ষ বোরহোলটি সিল করে দিয়েছে।