
যুক্তরাজ্যকে রাশিয়ার ‘চিরন্তন শত্রু’ বললেন মেদভেদেভ
যুক্তরাজ্যকে আবারও একহাত নিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। যুক্তরাজ্যকে তিনি রাশিয়ার চিরন্তন শত্রু বলে আখ্যা দিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার (৩১ মে) যুক্তরাজ্যকে রাশিয়ার চিরন্তন শত্রু আখ্যা দিয়ে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট সতর্ক কর বলেছেন, ‘যেসব ব্রিটিশ কর্মকর্তা ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তারাও রাশিয়ার জন্য হামলার বৈধ লক্ষ্যবস্তু।’
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করা এক টুইটে মেদভেদেভ আরও বলেছেন, ‘আজ, যুক্তরাজ্য ইউক্রেনের মিত্র হিসেবে কাজ করছে। যারা ইউক্রেনকে সামরিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞ পাঠিয়ে প্রশিক্ষণসহ বিভিন্ন ধরনের সামরিক সহায়তা প্রদান করছে অর্থাৎ তারা রাশিয়ার বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। এক্ষেত্রে রাশিয়া যুক্তরাজ্যের যেকোনো সরকারি কর্মকর্তাকে আক্রমণের বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারে।’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যার মাত্র কয়েকদিন আগেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এস্তোনিয়ায় গিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আত্মরক্ষার স্বার্থে নিজের সীমানার বাইরে গিয়েও ইউক্রেনের বল প্রদর্শনের অধিকার রয়েছে।’
এর আগে, গত ১৯ মে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানসিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছিলেন, আগামী সাত বছরের মধ্যেই চীন এবং রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারে যুক্তরাজ্য। তাই তিনি সম্ভাব্য হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা বাজেট বা সামরিক ব্যয় বাড়ানোর কথা বলেছেন।
বেন ওয়ালেস বলেন, ‘কর্মকর্তার বলছেন যে, এই দশকের শেষ নাগাদ পৃথিবী আরও বেশি বিপজ্জনক এবং অস্থিতিশীল জায়গা হয়ে উঠবে এবং আমাদের জীবনে প্রতিরক্ষার বিষয়টি আরও জটিল হয়ে উঠবে।’
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব বর্তমানে একটি অস্বাভাবিক শান্তিপূর্ণ সময়ের শেষ পর্যায়ে রয়েছে। সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে বহুমুখী সংঘাত আসন্ন।’