ফুশিউপ এর নতুন কমিটিতে সভাপতি আশরাফুল ও সম্পাদক ইকবাল

সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নিবন্ধিত সংগঠন গোয়াইনঘাটের ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ (ফুশিউপ) এর দুইবছর মেয়াদি নতুন কমিটিতে মো. আশরাফুল ইসলাম’কে সভাপতি ও মো. ইকবাল হোসেন’কে সাধারনসম্পাদক মনোনীত করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১০:০০ ফুলতৈলছগাম অস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২০২৫-০২৬ অর্থ বছরের নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারনপরিষদের উপস্থিত সকল সদস্যদের […]