Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে আসায় ক্যান্সার শনাক্তের পর প্রথমবার জনসম্মুখে রাজা চার্লস

ডেস্ক সংবাদ

ক্যান্সার রোগের শনাক্তের পর, রাজা চার্লসকে দেখতে ডিউক অফ সাসেক্স যুক্তরাজ্যে পৌঁছান এবং এটি ছিল রাজা ও রানীকে জনসম্মুখে দেখা যাওয়ার প্রথম ঘটনা। লন্ডনের ক্ল্যারেন্স হাউজ থেকে বের হওয়ার সময় তাদের গাড়িতে দেখা যায়, এরপর তারা নরফোকের সান্ড্রিংঅ্যামে চলে যান। প্রিন্স হ্যারি যুক্তরাষ্ট্র থেকে রাতে ফ্লাইট নিয়ে লন্ডনে এসে পৌঁছান।

বাকিংহাম প্রাসাদ জানায়, ৭৫ বছর বয়সী রাজা একটি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা চলাকালে তিনি জনসম্মুখে দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তবে, ক্যান্সারের ধরন সম্পর্কে প্রাসাদ খুব বেশি তথ্য প্রকাশ করেনি, কেবলমাত্র এটুকু নিশ্চিত করা হয়েছে যে, প্রোস্টেটের চিকিৎসা চলাকালে এই রোগের সন্ধান মিলেছে।

রাজপরিবারের সদস্যদের, বিশেষত তার দুই ছেলেকে ক্যান্সার শনাক্তের খবর আগেই জানানো হয়। মঙ্গলবার, রাজা ও রানী যখন ক্ল্যারেন্স হাউজ ছেড়ে বের হচ্ছিলেন, তখন তারা হাস্যোজ্জ্বলভাবে হাত নেড়ে জনতার দিকে ইঙ্গিত করেন। রাজা ও প্রিন্স হ্যারি প্রায় ৪৫ মিনিট একসাথে সাক্ষাৎ করেন, তারপর রাজা সান্ড্রিংঅ্যামের উদ্দেশ্যে রওনা দেন।

ডাচেস অব সাসেক্স, মেগান মার্কেল, তাদের দুই সন্তানসহ যুক্তরাষ্ট্রে থাকবেন বলে আশা করা হচ্ছে, তবে প্রিন্স হ্যারি তার ভাই প্রিন্স অফ ওয়েলসের সাথে কোনো সাক্ষাৎ করবেন না বলে মনে হচ্ছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক, বিবিসি রেডিও ফাইভ-এ বলেছিলেন যে, রাজা চার্লসের ক্যান্সার গুরুতর অবস্থায় রয়েছে এবং তিনি এখনও নিয়মিতভাবে রাজাকে চিকিৎসার বিষয়ক পরামর্শ প্রদান করছেন।

রাজা ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে জনসম্মুখে এসে বলেছিলেন, যে কেউ ক্যান্সার সম্পর্কে সন্দেহ করেন, তারা যেন চিকিৎসকের সাথে যোগাযোগ করেন এবং চেকআপ করান।

এছাড়া, রাজা তার শাসনকালে বেশ কিছু দাতব্য প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন যা ক্যান্সার গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করছে।

Print
Email

সম্পর্কিত খবর

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে
যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রালের কাউন্সিলর হলেন সিলেটের মুবিন
লন্ডনে রাইটস অব দ্যা পিপলের বিক্ষোভ সমাবেশ
অক্টোবরে রেমিট্যান্স এলো সাড়ে ১৮ হাজার কোটি টাকা
তুমুল প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে লন্ডনের জনপ্রিয় "LBPC MEDIA CUP"
প্রবাসীদের জন্য বাড়ল ঋণ সুবিধা
যুক্তরাজ্যে UBM Marketplace এর মাধ্যমে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো ২০২৪
রাজা চার্লসের ক্যান্সার শনাক্ত, জানিয়েছে বাকিংহাম প্যালেস
প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে আসায় ক্যান্সার শনাক্তের পর প্রথমবার জনসম্মুখে রাজা চার্লস