Uk Bangla Live News

অবরোধ শাহবাগ, তীব্র যানজটে জনসাধারনে ভোগান্তি সৃষ্টি

ডেস্ক সংবাদ

সকাল থেকে চাকরি জাতীয় করনের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছে। এতে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টার পর থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা আন্দোলনে নামেন।
শাহবাগ মোড়ে জড়ো হয়ে মোড় অবরোধ করতে দেখা যায়। এতে আশপাশের সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনের সমম্বয়ক আব্দুর রাকিব সনেট বলেন, জনগণের সেবা প্রদানের জন্য সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীরা সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এটি আউটসোর্সিং নীতিমালা ২০১৮ -এর প্রতিষ্ঠিত, যা একটি কালো আইন।
তিনি বলেন, এর দ্বারা সরকার এবং কর্মরতদের আর্থিক ক্ষতি হচ্ছে। অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো টেন্ডার ব্যবসার মাধ্যমে মূল্যবান অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। জনবল সরবরাহের নামে তারা কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
তাই সরকারি অর্থ অপচয় না করে আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং এ সকল কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করে রাজস্বভুক্ত করার দাবি জানান তিনি।
আরেক সমম্বয়ক দেলোয়ার হোসেন বলেন, রাজস্বকরণ করলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে না। প্রতিমাসে যে পরিমাণ টাকা ঠিকাদারকে দেওয়া হচ্ছে, তা বন্ধ হলেই সরকারের সঞ্চয় হবে। যার আসল ও লভ্যাংশ থেকে রাজস্বকৃতদের অতিরিক্ত যাবতীয় ব্যয় বহন করা সম্ভব।

Print
Email

সম্পর্কিত খবর

রোজার আগে ১১ পণ্যে ন্যূনতম এলসি মার্জিন রাখার নির্দেশ
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ারওয়েজের দরজা
লেবানন ফেরত ১৮৩ বাংলাদেশি
চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত
খাগড়াছড়ি ও সাজেকে আজ থেকে যেতে পারছেন পর্যটক
সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল
পেঁয়াজ আমদানিতে কর-শুল্কে ছাড় দেয়ার উদ্যোগ
আজ থেকে কমলো স্বর্ণের দাম
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
স্কুলে ভর্তির আবেদন ১২ নভেম্বর শুরু