সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জকিগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন।
তিনি বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মাইজকান্দিতে কুশিয়ারা নদীর ভাঙ্গন পরিদর্শন, বরাক মোহনা (তিন নদীর মিলনস্থল) পরিদর্শন, গঙ্গাজল মালটা বাগান পরিদর্শন, জকিগঞ্জ পৌরসভা ও পৌর ডিজিটাল সেন্টার, জকিগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, সমাজসেবা কর্মকর্তার কার্যালয় দর্শন, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে
ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের এইচপিভি টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
পরে তিনি জকিগঞ্জ থানা পরিদর্শন এবং জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। বিকেলে তিনি আটগ্রাম ইউনিয়ন ভূমি অফিস ও বারহাল ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
জেলা প্রশাসকের সাথে সফরসঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোঃ আল জুনায়েদ, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিম মিতু, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) অর্ণব দত্ত ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।