প্রযুক্তিতে নারীর উন্নয়নকে সমর্থন জানিয়ে আইএফআইসি ব্যাংক “প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে” শীর্ষক বিশেষ ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করছে। এর অংশ হিসেবে সম্প্রতি বরিশাল সরকারি মহিলা কলেজে দুটি কম্পিউটার উপহার দিয়েছে ব্যাংকটি।
এই উদ্যোগের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সহায়তা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর মোসা. সালমা বেগম, আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার, বরিশাল শাখার ব্যবস্থাপক মো. জোবায়ের হোসেন এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।