অন্যান্য - UK BANGLA News Site Fri, 11 Nov 2022 05:46:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png অন্যান্য - UK BANGLA 32 32 ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25aa-2 https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/#respond Fri, 11 Nov 2022 05:40:56 +0000 https://ukbangla.live/?p=17682 জ্বালানি সংকটের মুখোমুখি ইউরোপসহ আশপাশের দেশগুলো। জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় ক্ষণ গুনছে পশ্চিমা দেশগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপদান কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতি নজর পশ্চিমাদের। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের আগে ইউরোপে গ্যাসের ৪০ শতাংশই আসত রাশিয়া থেকে। তবে যুদ্ধ […]

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ first appeared on UK BANGLA.

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
জ্বালানি সংকটের মুখোমুখি ইউরোপসহ আশপাশের দেশগুলো। জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় ক্ষণ গুনছে পশ্চিমা দেশগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপদান কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতি নজর পশ্চিমাদের।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের আগে ইউরোপে গ্যাসের ৪০ শতাংশই আসত রাশিয়া থেকে। তবে যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞায় পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট। নিষেধাজ্ঞা বাড়তে থাকায় জ্বালানি সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। সেই থেকেই জ্বালানি ঘাটতি দেখা দেয় পশ্চিমা দেশগুলোতে।

তবে কেবল ইউরোপ নয়, যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়েই জ্বালানির সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে উল্টোপথে হাঁটে আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস। সংস্থাটি দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এতে আরও জটিল আকার ধারণ করে জ্বালানি সংকট।

এ পরিস্থিতিতে হন্যে হয়ে নতুন জ্বালানি রফতানিকারক খুঁজছে ইউরোপ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে ইউরোপ। পশ্চিমা বিশ্বের নজর এখন মরক্কো ও নাইজেরিয়ার গ্যাস পাইপলাইনের দিকে। পশ্চিম আফ্রিকার ১৩টি দেশের ওপর দিয়ে ইউরোপে যাওয়া এই পাইপলাইনে এরই মধ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইইউ। এ ছাড়া চলতি বছরই উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় নতুন তেল-গ্যাস ক্ষেত্র খুঁজতে ইইউর সঙ্গে আড়াই কোটি ইউরোর প্রাথমিক চুক্তি করেছে মরক্কো।

তবে বিলিয়ন ডলারের এই পাইপলাইন থেকে গ্যাস পেতে ইউরোপকে অপেক্ষা করতে হবে বেশ কয়েক বছর। অদূর ভবিষ্যতে মস্কো সরবরাহ আরও কমিয়ে দিতে পারে–এ আশঙ্কায় দীর্ঘমেয়াদি জ্বালানি উৎস হিসেবে মরক্কো ও নাইজেরিয়ার গ্যাস পাইপলাইনকেই লাভজনক মনে করছে ইইউ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকা থেকে জ্বালানি পেতে যে সময় লাগবে, তা নেই ইউরোপের কাছে। কারণ, খুব দ্রুতই ফুরিয়ে আসছে ইউরোপের জ্বালানির মজুত। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক সংস্থার তথ্য বলছে, জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় পড়েছে পশ্চিমা দেশগুলো।

অন্যদিকে নিজেদের জ্বালানি চাহিদা মেটাতে আগে থেকেই যুক্তরাষ্ট্রের তেল আমদানি করছে ব্রিটেন। তবে ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণার পর রিজার্ভে টান পড়েছে যুক্তরাষ্ট্রের। যদিও ২০২৪ সালে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণেই বাইডেন প্রশাসন তেল রফতানি বন্ধ করতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘদিন ব্রিটেনে তেল রফতানি করা যুক্তরাষ্ট্রের পক্ষেও সম্ভব হবে না বলে আশঙ্কা তাদের। ফলে ইউরোপের জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাস পাইপলাইন নির্মাণ, পারমাণবিক চুল্লি এবং এনএলজি আমদানির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ first appeared on UK BANGLA.

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/feed/ 0
ব্রুনাই থেকে গ্যাস আনতে প্রতিনিধিদল পাঠাবে সরকার https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa/#respond Fri, 11 Nov 2022 05:39:28 +0000 https://ukbangla.live/?p=17680 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ব্রুনাই থেকে দীর্ঘমেয়াদে গ্যাস আনতে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ব্রুনাইতে টিম পাঠাচ্ছি। দীর্ঘমেয়াদি গ্যাস কীভাবে নিয়ে আসা যায়; তাদের নিমন্ত্রণের অপেক্ষায় আছি। এখন তো সব জায়গাতেই সংকট। যে যেভাবে […]

The post ব্রুনাই থেকে গ্যাস আনতে প্রতিনিধিদল পাঠাবে সরকার first appeared on UK BANGLA.

The post ব্রুনাই থেকে গ্যাস আনতে প্রতিনিধিদল পাঠাবে সরকার appeared first on UK BANGLA.

]]>
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ব্রুনাই থেকে দীর্ঘমেয়াদে গ্যাস আনতে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ব্রুনাইতে টিম পাঠাচ্ছি। দীর্ঘমেয়াদি গ্যাস কীভাবে নিয়ে আসা যায়; তাদের নিমন্ত্রণের অপেক্ষায় আছি। এখন তো সব জায়গাতেই সংকট। যে যেভাবে পাচ্ছে সেভাবেই নেয়ার চেষ্টা করছে। সেখানে যাওয়ার প্রস্তুতিও শেষ হয়েছে। আমাদের কী প্রয়োজন জানিয়েছি।

সমুদ্র থেকে গ্যাস পাওয়ার বিষয়ে তিনি বলেন, সাগর থেকে গ্যাস তোলার জন্য দুবার টেন্ডার দেয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারিতে আবারও এখানে টেন্ডার দেয়া হবে। সাগর থেকে গ্যাস তোলা কষ্টসাধ্য। বিনিয়োগ করেও সফলতা পাওয়ার শতভাগ সম্ভাবনা থাকে না। বাপেক্সকে দিয়ে এটা করা যাবে না। তবে বাপেক্স বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করে কাজ করতে পারে।

নসরুল হামিদ বলেন, বৃহস্পতিবার সৌদি অ্যাম্বাসেডরের সঙ্গে আলোচনা হয়েছে; তাদের মন্ত্রী আসছেন। ২০২৮-২৯ সালের দিকে সৌদি আরব থেকে গ্যাস নিতে পারব। আমাদের এখানে সোলারের ক্ষেত্রে বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারেও কথা হয়েছে। তারা সোলারের ক্ষেত্রে ১০০০ মেগাওয়াট এমওইউ করার কথা জানিয়েছে।

এ সময় জ্বালানি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের কোনো কথা হয়নি বলেও জানান তিনি।

বিদ্যুতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের অবস্থা ভালো আছে। খুব ভালো না হলেও ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বিদ্যুতের দাম অনেক বেশি।

The post ব্রুনাই থেকে গ্যাস আনতে প্রতিনিধিদল পাঠাবে সরকার first appeared on UK BANGLA.

The post ব্রুনাই থেকে গ্যাস আনতে প্রতিনিধিদল পাঠাবে সরকার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa/feed/ 0
‘যুগান্তকারী’ আবিষ্কারের পথে দম্পতি, ২০৩০-এ মিলবে ক্যানসারের টিকা https://ukbangla.live/2022/10/17/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/17/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/#respond Mon, 17 Oct 2022 04:47:07 +0000 https://ukbangla.live/?p=16775 করোনাভাইরাসের ভ্যাকসিনের সফল আবিষ্কারক এক দম্পতি এবার প্রাণঘাতী আরেক ব্যাধি ক্যানসারের টিকা নিয়ে আশার বাণী শুনিয়েছেন। তারা বলছেন, আগামী এক দশকের মধ্যেই ক্যানসারের ভ্যাকসিন রোগীদের জন্য সহজলভ্য হতে পারে। জার্মান বিজ্ঞানী দম্পতি অধ্যাপক উগুর সাহিন ও ওজলেম তুরেসি বলেছেন, ক্যানসারের ভ্যাকসিন খুঁজে পেতে পারেন বলতে দ্বিধাবোধ করলেও তারা ‘যুগান্তকারী’ আবিষ্কারের পথে রয়েছেন। আর এটি নিয়ে […]

The post ‘যুগান্তকারী’ আবিষ্কারের পথে দম্পতি, ২০৩০-এ মিলবে ক্যানসারের টিকা first appeared on UK BANGLA.

The post ‘যুগান্তকারী’ আবিষ্কারের পথে দম্পতি, ২০৩০-এ মিলবে ক্যানসারের টিকা appeared first on UK BANGLA.

]]>
করোনাভাইরাসের ভ্যাকসিনের সফল আবিষ্কারক এক দম্পতি এবার প্রাণঘাতী আরেক ব্যাধি ক্যানসারের টিকা নিয়ে আশার বাণী শুনিয়েছেন। তারা বলছেন, আগামী এক দশকের মধ্যেই ক্যানসারের ভ্যাকসিন রোগীদের জন্য সহজলভ্য হতে পারে।

জার্মান বিজ্ঞানী দম্পতি অধ্যাপক উগুর সাহিন ও ওজলেম তুরেসি বলেছেন, ক্যানসারের ভ্যাকসিন খুঁজে পেতে পারেন বলতে দ্বিধাবোধ করলেও তারা ‘যুগান্তকারী’ আবিষ্কারের পথে রয়েছেন। আর এটি নিয়ে তারা কাজ চালিয়ে যাবেন।

তারা বলেছেন, মহামারিতে ব্যাপকভাবে প্রয়োগ করা ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনের আবিষ্কার এবং সাফল্যই ‘আমাদের ক্যানসারের কাজে ফিরিয়ে নিয়েছে’।

২০০৮ সালে জার্মানির মেইঞ্জ শহরে প্রতিষ্ঠিত বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা উগুর সাহিন ও ওজলেম তুরেসি দম্পতি। রোগীদের জন্য ক্যানসারের ইমিউনোথেরাপি আবিষ্কারের পথিকৃত হিসাবে কাজ করছেন তারা। তাদের এমআরএনএ প্রযুক্তির ব্যবহার করোনা মহামারীতে ব্যাপক সাফল্য দেখিয়েছে। এই দম্পতি বলেছেন, করোনা টিকা আবিষ্কারের সেই অভিজ্ঞতা তাদের কাজে উৎসাহ জুগিয়েছে।

প্রচলিত সব ভ্যাকসিন ভাইরাসের দুর্বল একটি সংস্করণকে ব্যবহার করে উৎপাদিত হলেও এমআরএনএ প্রযুক্তিতে ভাইরাসের কেবল জেনেটিক কোড ব্যবহার করা হয়।

বিবিসির সানডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান এই দম্পতি কথা বলেছেন ক্যানসারের ভ্যাকসিন আবিষ্কারের আদ্যোপান্ত নিয়ে।

কবে নাগাদ বিশ্বের সব রোগীর কাছে ক্যানসারের টিকা সহজলভ্য হতে পারে, এমন এক প্রশ্নের জবাবে অধ্যাপক সাহিন বলেছেন, ২০৩০ সালের আগেই এটি হতে পারে।

বিবিসির কুয়েনসবার্গকে তুরেসি বলেছেন, ক্যানসারের ভ্যাকসিন তৈরির জন্য আমরা কয়েক দশক ধরে যা তৈরি করেছি, তা কোভিড-১৯ ভ্যাকসিন তৈরিতে হাওয়া দিয়েছে। এখন কোভিড-১৯ ভ্যাকসিন এবং এটি তৈরি করতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তা ক্যানসারের ভ্যাকসিন আবিষ্কারের কাজকে গতিশীল করছে।

‘আমরা শিখেছি কীভাবে আরও ভালো, আরও দ্রুত ভ্যাকসিন তৈরি করা যায়। আমরা বিপুলসংখ্যক মানুষের মাঝে ইমিউন সিস্টেম কীভাবে এমআরএনএর প্রতি প্রতিক্রিয়া দেখায় সেটি শিখেছি।’

তিনি বলেন, করোনা ভ্যাকসিনের আবিষ্কার নিয়ন্ত্রকদের এমআরএনএ ভ্যাকসিন এবং কীভাবে সেগুলো ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানতে সাহায্য করেছে।

তুরেসি বলেছেন, এটি অবশ্যই আমাদের ক্যানসারের টিকা তৈরির গতিকেও ত্বরান্বিত করবে। এই দম্পতি ক্যানসারের টিকা আবিষ্কারের ব্যাপারে আশাবাদী হলেও সতর্কতা উচ্চারণ করেছেন। অধ্যাপক তুরেসি বলেছেন, আমাদের কাছে ক্যানসারের টিকা থাকবে, বিজ্ঞানী হিসাবে আমরা এভাবে বলতে সবসময় দ্বিধাবোধ করি।

‘আমাদের অনেক সফলতা রয়েছে এবং আমরা সেগুলোর ওপর কাজ চালিয়ে যাব।’

The post ‘যুগান্তকারী’ আবিষ্কারের পথে দম্পতি, ২০৩০-এ মিলবে ক্যানসারের টিকা first appeared on UK BANGLA.

The post ‘যুগান্তকারী’ আবিষ্কারের পথে দম্পতি, ২০৩০-এ মিলবে ক্যানসারের টিকা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/17/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী https://ukbangla.live/2022/08/30/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%2597%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/08/30/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac/#respond Tue, 30 Aug 2022 03:52:55 +0000 https://ukbangla.live/?p=14900 দক্ষিণ আফ্রিকায় নিজ বাসায় থেকে শান্তা ইসলাম (২২) নামে প্রবাসী বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার প্রাথমিক আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সুমন মিয়া পলাতক। দেশটির পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গে এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সুমন মিয়ার সঙ্গে বসবাস করতেন শান্তা ইসলাম। সিনথিয়া শিকদার নামে […]

The post দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ আফ্রিকায় নিজ বাসায় থেকে শান্তা ইসলাম (২২) নামে প্রবাসী বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার প্রাথমিক আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সুমন মিয়া পলাতক।

দেশটির পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গে এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সুমন মিয়ার সঙ্গে বসবাস করতেন শান্তা ইসলাম। সিনথিয়া শিকদার নামে এক টিকটক আইডিতে তিনি বেশ সবর ছিলেন।

রোববার (২৮ আগস্ট) ঘরের দরজা ভেঙে শান্তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

জানা গেছে, শান্তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার ফলপাড়া গ্রামে। সুমন মিয়ার বাড়ি একই জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামে।

নিহত শান্তার এক আত্মীয়ের বরাত দিয়ে কমিউনিটি নেতা শফিকুর রহমান জানান, শান্তা তার বাবা-মায়ের একমাত্র সন্তান। সুমনের সঙ্গে তার মোবাইল ফোনে বিয়ে হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় সুমনের কাছে চলে আসেন শান্তা।

নিহতের পরিবারের অভিযোগ, দক্ষিণ আফ্রিকা যাওয়ার কয়েক মাস পর থেকেই শান্তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন সুমন। বিভিন্ন সময় শান্তার পরিবার থেকে ব্যবসার জন্য মোটা অংকের টাকা পাঠাতে বাধ্য করেন সুমন। ওই অর্থ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন সুমন।

শফিকুর রহমান বলেন, শান্তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক আত্মীয়কে খোঁজ নিতে পাঠায় তার পরিবার। শান্তার ওই আত্মীয় বাসার দরজা তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে মেঝেতে পড়ে থাকা শান্তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, কী কারণে এ হত্যা তা এখনো স্পষ্ট নয়। ঘটনা উদঘাটনে তদন্ত করছে স্থানীয় প্রশাসন। ঘটনার পর থেকে সুমন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে ধরতে দক্ষিণ আফ্রিকার পুলিশ কাজ করছে।

The post দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/30/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac/feed/ 0
জিম্বাবুয়ের চারটি সেঞ্চুরি, বাংলাদেশের শূন্য: তামিম https://ukbangla.live/2022/08/08/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2581%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/08/08/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81/#respond Mon, 08 Aug 2022 04:45:50 +0000 https://ukbangla.live/?p=13765 ২০১৩ সালের পর গতরাতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেলো বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতে এই পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। প্রথম ম্যাচের মত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৫ উইকেটে হারে টাইগাররা। এমনকি প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচেও দু’টি সেঞ্চুরি আসে জিম্বাবুয়ের ব্যাটারদের কাছ থেকে। দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের ব্যাটারদের যেখানে চারটি সেঞ্চুরি সেখানে বাংলাদেশের নেই কোন […]

The post জিম্বাবুয়ের চারটি সেঞ্চুরি, বাংলাদেশের শূন্য: তামিম first appeared on UK BANGLA.

The post জিম্বাবুয়ের চারটি সেঞ্চুরি, বাংলাদেশের শূন্য: তামিম appeared first on UK BANGLA.

]]>
২০১৩ সালের পর গতরাতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের লজ্জা পেলো বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতে এই পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের। প্রথম ম্যাচের মত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৫ উইকেটে হারে টাইগাররা। এমনকি প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচেও দু’টি সেঞ্চুরি আসে জিম্বাবুয়ের ব্যাটারদের কাছ থেকে।

দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের ব্যাটারদের যেখানে চারটি সেঞ্চুরি সেখানে বাংলাদেশের নেই কোন সেঞ্চুরি। এমন বড় পার্থক্যই সিরিজ হারের কারন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ২ উইকেটে ৩০৩ রান করেছিলো বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেছিলেন ওপেনার লিটন দাস। জবাবে ১০ বল বাকি রেখে ৩০৪ রানের টার্গেট স্পর্শ করে ফেলে জিম্বাবুয়ে। ঐ ম্যাচে জিম্বাবুয়ের পক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা। কাইয়া ১১০ ও রাজা অপরাজিত ১৩৫ রান করেন।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের হাত ধরে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ৯ উইকেটে ২৯০ রান তুলেছিলো টাইগাররা। সর্বোচ্চ ৮০ রান আসে মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে।

জবাবে অধিনায়ক রেগিস চাকাভা ও রাজার জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৯১ রানের টার্গেট স্পর্শ করে ফেলে জিম্বাবুয়ে। চাকাভা ১০২ ও রাজা অপরাজিত ১১৭ রান করেন।

দুই ওয়ানডেতে চারটি সেঞ্চুরি করে জিম্বাবুয়ে। সেখানে বাংলাদেশের কোন ব্যাটাররা সেঞ্চুরির ধারে কাছেও যেতে পারেননি। সিরিজে এই চার সেঞ্চুরিতেই বাংলাদেশের বিপক্ষে দাপটের সাথে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ পকেটে ভরে নেয় জিম্বাবুয়ে। সেঞ্চুরি না থাকলেও ছয়টি হাফ সেঞ্চুরি আছে বাংলাদেশের।

তবে জিম্বাবুয়ের চারটি সেঞ্চুরির বিপরীতে বাংলাদেশের সেঞ্চুরির ভান্ডার শূন্য হওয়ায় সিরিজ হারের পেছনে বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তামিম। ম্যাচ শেষে তামিম বলেন, ‘সিরিজ হারের পার্থক্য হচ্ছে তারা চারটি সেঞ্চুরি পেয়েছে এবং আমরা একটিও পাইনি। এ কারনেই আমরা ভালো সংগ্রহ দাঁড় করাতে পারি। ভালো শুরু পেয়েছি, কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।’

উইকেট ভালো থাকলেও নিজেদের সেরাটা খেলতে পারেননি বলে জানান তামিম। জিম্বাবুয়ে ভালো খেলে সিরিজ জিতেছে এমনটা স্বীকার করলেন তামিম, ‘শুরু থেকেই উইকেট ভালো ছিল। স্পিনারদের বিপক্ষে খেলা সহজ ছিল না। জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে। এই সিরিজে সেরা দল ছিলো তারা। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা সেরা ক্রিকেট খেলতে পারিনি এবং এজন্য আমরা এই অবস্থানে।’

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৯টি দ্বিপাক্ষীক সিরিজ খেলে বাংলাদেশ। এরমধ্যে মাত্র ২টিতে হারে টাইগাররা। ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে বাংলাদেশ। ১৮ ম্যাচ থেকে ১২০ পয়েন্ট টাইগারদের। আকাশে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনলো ওয়ানডে র‌্যাংকিংয়ের ১৫তম দল জিম্বাবুয়ে।

The post জিম্বাবুয়ের চারটি সেঞ্চুরি, বাংলাদেশের শূন্য: তামিম first appeared on UK BANGLA.

The post জিম্বাবুয়ের চারটি সেঞ্চুরি, বাংলাদেশের শূন্য: তামিম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/08/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%81/feed/ 0
যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলি, নিহত ৩ https://ukbangla.live/2022/07/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%2582%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%258b https://ukbangla.live/2022/07/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b/#respond Mon, 18 Jul 2022 03:27:14 +0000 https://ukbangla.live/?p=12637 যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া অভিযুক্ত হামলাকারীও প্রাণ হারিয়েছেন। বেসামরিক এক বন্দুকধারীর গুলিতে মারা যান তিনি। স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে […]

The post যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলি, নিহত ৩ first appeared on UK BANGLA.

The post যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলি, নিহত ৩ appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া অভিযুক্ত হামলাকারীও প্রাণ হারিয়েছেন। বেসামরিক এক বন্দুকধারীর গুলিতে মারা যান তিনি।

স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির শিকার হয়েছি।’

তিনি আরও বলেন, গোলাগুলিতে আমাদের তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। মায়ার্সের দাবি, গোলাগুলির পর অভিযুক্ত বন্দুকধারীকে ‘একজন সশস্ত্র ব্যক্তি’ গুলি করে হত্যা করেছেন।

গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে গোলাগুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীদেরকে তথ্য দেওয়ার জন্য পুলিশ বিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সর্বশেষ এই হামলার মতো প্রায় সব সহিংসতার ঘটনায়ই প্রাণহানির মতো ঘটনা ঘটে থাকে। গান ভায়োলেন্স আর্কাইভ-এর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার কারণে বছরে প্রায় ৪০ হাজার মানুষের প্রাণহানি হয়ে থাকে।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে এবং উত্তর আমেরিকার এই দেশটি বিশেষ এই মহামারির ভয়ঙ্কর অধ্যায়ের মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের মধ্যে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।

The post যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলি, নিহত ৩ first appeared on UK BANGLA.

The post যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলি, নিহত ৩ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b/feed/ 0
বন্যা পরিস্থিতিতে যা করবেন আর যা করবেন না https://ukbangla.live/2022/06/18/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a6%25be-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/06/18/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac/#respond Sat, 18 Jun 2022 10:00:50 +0000 https://ukbangla.live/?p=11271 বন্যায় সিলেটসহ দেশের কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। বন্যায় মানুষ ও পশুপাখি ভয়াবহ দুর্গতির আশঙ্কায় রয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গবাহিত রোগের সংখ্যাই বেশি। বন্যার সময় ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মলমূত্র এবং পয়োনিষ্কাশনব্যবস্থা একাকার হয়ে এসব উৎস থেকে জীবাণু বন্যার […]

The post বন্যা পরিস্থিতিতে যা করবেন আর যা করবেন না first appeared on UK BANGLA.

The post বন্যা পরিস্থিতিতে যা করবেন আর যা করবেন না appeared first on UK BANGLA.

]]>
বন্যায় সিলেটসহ দেশের কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। বন্যায় মানুষ ও পশুপাখি ভয়াবহ দুর্গতির আশঙ্কায় রয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গবাহিত রোগের সংখ্যাই বেশি। বন্যার সময় ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মলমূত্র এবং পয়োনিষ্কাশনব্যবস্থা একাকার হয়ে এসব উৎস থেকে জীবাণু বন্যার পানিতে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে। এভাবে বন্যায় সংক্রামক ব্যাধির বিস্তার বেড়ে যায়।

বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশে চার ধরনের বন্যা হয়, এগুলো হচ্ছে:

(১) মৌসুমী জলবায়ুর প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি জনিত বর্ষাকালীন বন্যা।

(২) আকস্মিক (পাহাড়ি ঢল) বন্যা। এই বন্যা বাংলাদেশের উত্তরের কিছু এলাকা, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাংশের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে। এই বন্যার পানি দ্রুত বাড়ে এবং দ্রুতই আবার কমেও যায়। একই সঙ্গে পানি প্রবাহের গতিবেগ বেশি হয় এবং বন্যা হয় স্বল্প মেয়াদী।

(৩) অপ্রতুল নিষ্কাশন ব্যবস্থা জনিত বন্যা । এ ধরনের বন্যা সাধারণত পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের ফলে পানি জমে কোন কোন এলাকায় বন্যা দেখা দেয়। এই বন্যার পানি খুব ধীরে কমে এবং বন্যা দীর্ঘ মেয়াদী হয়।

(৪) সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঝড়-সৃষ্ট জলোচ্ছ্বাস বা জোয়ারের উচ্চতা জনিত বন্যা।

বন্যার সময় যেসব স্বাস্থ্য সমস্যা দেখা দেয়:

• বন্যার সময় পানিবাহিত রোগগুলো বেশি হয়। কারণ, তখন পানির উৎসগুলো সংক্রমিত হয়। নলকূপ ডুবে যায়। বিশুদ্ধ পানির অভাব, দূষিত পানির কারণে এ রকম হয়।

আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস হয় সবচেয়ে বেশি। তাই এই রোগগুলো থেকে সতর্ক থাকতে হবে।

• কিছু মশাবাহিত রোগ হয়, যেমন—ম্যালেরিয়া, ডেঙ্গু। আটকে থাকা পানিতে এই রোগের জীবাণুগুলো সহজেই বংশবিস্তার করতে পারে। 

• ফাঙ্গাসজনিত রোগের প্রকোপ বেড়ে যায়, বিশেষ করে বন্যা-পরবর্তী সময়টাতে। এ সময় নানা রকম চর্মরোগ, চোখের অসুখ হয়। স্ক্যাবিস, আঙুলের মাঝখানে ঘা, টিনিয়া ইনফেকশন এ সময়ে খুব বেশি দেখা যায়। 

• কৃমির প্রকোপ বাড়ে এ সময়ে। 

• আবহাওয়া ও তাপমাত্রার তারতম্যজনিত কারণে নানা রকম ভাইরাসজনিত অসুখ, ইনফ্লুয়েঞ্জা, সর্দি-কাশি, গলাব্যথা, সাইনোসাইটিস ইত্যাদি দেখা দেয়। 

বন্যায় করণীয়

বিশুদ্ধ পানি:

বন্যার সময় পানির উৎস দূষিত হয়ে যায়। তাই পানি ভালোমতো ফুটিয়ে ঠাণ্ডা করে পান করাসহ গৃহস্থালির অন্যান্য কাজেও ব্যবহার করতে হবে। বন্যার পানিতে টিউবওয়েল তলিয়ে গেলে এক কলস পানিতে তিন-চার চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে টিউবওয়েলের ভেতর এই পানি ঢেলে আধা ঘণ্টা রেখে এরপর একটানা আধা ঘণ্টা চেপে পানি বের করে ফেলে দিলে সেই পানি খাওয়ার উপযোগী হতে পারে। ব্লিচিং পাউডার না থাকলে এক ঘণ্টা টিউবওয়েলের পানি চেপে বের করে ফেলতে হবে। তবে নিরাপত্তার জন্য টিউবওয়েলের পানিও ভালোমতো ফুটিয়ে নেয়া উচিত। পানি ছেঁকে জ্বলন্ত চুলায় একটানা ৩০ মিনিট টগবগিয়ে ফুটিয়ে তারপর ঠাণ্ডা করতে হবে।

পানি ফোটানোর ব্যবস্থা না থাকলে প্রতি দেড় লিটার খাওয়ার পানিতে ৭.৫ মিলিগ্রাম হ্যালোজেন ট্যাবলেট (হ্যালো ট্যাব), তিন লিটার পানিতে ১৫ মিলিগ্রাম ট্যাবলেট এবং ১০ লিটার পানিতে ৫০ মিলিগ্রাম ট্যাবলেট আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়।

বাসার পানির ট্যাংকের প্রতি এক হাজার লিটার পানিতে ২৫০ গ্রাম ব্লিচিং পাউডার এক ঘণ্টা রাখলে পানি বিশুদ্ধ হবে। এ ক্ষেত্রে অবশ্য ভাইরাস জীবাণু ধ্বংস হয় না।

ডায়রিয়া প্রতিরোধে করণীয়:

বন্যায় প্রধান স্বাস্থ্য সমস্যা ডায়রিয়া। এ জন্য খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। পায়খানা করার পর হাত একইভাবে পরিষ্কার করতে হবে। ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরু হলে পরিমাণমতো খাওয়ার স্যালাইন খেতে হবে। দুই বছরের কম শিশুকে প্রতিবার পাতলা পায়খানার পর ১০-১২ চা চামচ এবং ২ থেকে ১০ বছরের শিশুকে ২০ থেকে ৪০ চা চামচ খাওয়ার স্যালাইন দিতে হবে। খাওয়ার স্যালাইন বা ওআরএস না থাকলে বিকল্প হিসেবে লবণ-গুড়ের শরবত খাওয়াতে হবে। পাশাপাশি ভাতের মাড়, চিঁড়ার পানি, ডাবের পানি, কিছু পাওয়া না গেলে শুধু নিরাপদ পানি খাওয়ানো যেতে পারে। এ সময় শিশুর পুষ্টিহীনতা রোধে খিচুড়ি খাওয়ানো যেতে পারে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো যেতে পারে। যদি পাতলা পায়খানা ও বমির মাত্রা বেড়ে যায়, তাহলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

খাবার গ্রহণে সতর্কতা:

বন্যায় পচা-বাসি খাবার খেতে বাধ্য হয় অসংখ্য মানুষ। ফলে ছড়িয়ে পড়ে ডায়রিয়াসহ অন্যান্য আন্ত্রিক রোগ। খিচুড়ি খাওয়া এ সময় স্বাস্থ্যোপযোগী। খাবার প্লেট সাবান ও নিরাপদ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি বেশি খরচ হয় বলে অনেকে প্রথমে একবার স্বাভাবিক পানিতে থালাবাসন ধুয়ে তারপর ফুটানো পানিতে ধুয়ে নেন। কিন্তু এটা ঠিক নয়। এতে থালাবাসনে অনেক ধরনের জীবাণু ছড়িয়ে পড়ে, যা পরে পরিষ্কার পানিতে ধুলেও দূর হতে চায় না। তাই খাবার গ্রহণের আগে থালাবাসন পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

মলত্যাগে সতর্কতা:

বন্যার সময় মলত্যাগে সতর্কতা অবলম্বন খুব জরুরি। যেখানে-সেখানে মলত্যাগ করা উচিত নয়। এতে পেটের পীড়া ও কৃমির সংক্রমণ বেড়ে যায়। সম্ভব হলে একটি নির্দিষ্ট স্থানে মলত্যাগ করতে হবে এবং মলত্যাগের পরে সাবান বা ছাই দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে। মলত্যাগের সময় কখনো খালি পায়ে থাকা চলবে না। কেননা বক্রকৃমির জীবাণু খালি পায়ের পাতার ভেতর দিয়ে শরীরে সংক্রমিত হয়। এ সময় বাসার সবাইকে কৃমির ওষুধ খাওয়ানো উচিত। তবে দুই বছর বয়সের নিচের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

দুর্ঘটনা থেকে সতর্কতা:

বন্যার সময় ঘটে আকস্মিক নানা দুর্ঘটনা। সাধারণত বৈদ্যুতিক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, সাপ ও পোকামাকড়ের কামড়ের ঘটনাগুলো বেশি ঘটে। এ বছরের বন্যায় সাপের কামড়ে মারা গেছে অনেক মানুষ। এ ছাড়া পানির নিচে বহু বৈদ্যুতিক টাওয়ার, খুঁটি, ট্রান্সফরমার লাইনের তার ডুবে থাকে। এসব  বৈদ্যুতিক লাইনের নিচ দিয়ে নৌকা বা ভেলা চালানোর ক্ষেত্রে বা চলাচলের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে। বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে বা পানিতে পড়ে থাকতে দেখলে তা স্পর্শ না করে বিদ্যুৎকর্মীদের জরুরিভাবে খবর দিতে হবে।

বন্যার আগে যেসব খাবার সংরক্ষণ করবেন:

বন্যা চলাকালীন ও তার পরবর্তী সময়ে বিভিন্নরকম সংকট দেখা দিতে পারে। খাদ্য সংকট তার মধ্যে অন্যতম। আমরা সচেতন হলেই এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো সংরক্ষণ করবেন-

১. চাল, ২. ডাল, ৩. আলু, ৪.লবন, ৫. মুড়ি, ৬. চিড়া, ৭. খই, ৮. নারিকেল, ৯. খেজুর, ১০. বিস্কুট, ১১. গুড়, ১২. বাদাম, ১৩. বিশুদ্ধ পানি, ১৪. স্যালাইন, ১৫. ওষুধ।

বন্যা-পরবর্তী সতকর্তা:

বন্যা-পরবর্তী সময়ে মানুষ (দুই বছরের নিচের শিশু ব্যতীত) ও গবাদিপশুকে কৃমিনাশক খাওয়াতে হবে। শামুক মানুষ ও পশুপাখির বিভিন্ন পরজীবীর বা কৃমির মধ্যবর্তী পোষক হিসেবে কাজ করে। এসব শামুক হাঁসের খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে অথবা এগুলোকে নিধন করতে হবে। এ ছাড়া কৃমিনাশক ওষুধ নিয়মিতভাবে চার থেকে ছয় মাস অন্তর খাওয়াতে হবে।

বন্যার সময় সাপ ও ইঁদুর তাদের আবাস হারিয়ে শুকনো স্থানে মানুষ ও গবাদি পশুপাখির সঙ্গে অবস্থান নেয়। এ জন্য সাপ ও ইঁদুরে কাটার পরিমাণ বেড়ে যায়। বিষহীন সাপে কাটলে ভয়ের কিছু নেই। তবে বিষধর সাপে কাটলে সাপে কাটা স্থানের সামনে মোটা কাপড় বা গামছা বা রশি দিয়ে দিয়ে গিঁট দিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। হাসপাতালে জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম এবং টিটেনাস প্রতিষেধক দিতে হবে। ইঁদুরে কাটলেও অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

The post বন্যা পরিস্থিতিতে যা করবেন আর যা করবেন না first appeared on UK BANGLA.

The post বন্যা পরিস্থিতিতে যা করবেন আর যা করবেন না appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/18/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac/feed/ 0
বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার https://ukbangla.live/2022/06/18/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2596%25e0%25a7%258b%25e0%25a6%2581%25e0%25a6%259c-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/06/18/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac/#respond Sat, 18 Jun 2022 09:42:14 +0000 https://ukbangla.live/?p=11265 নেত্রকোণায় দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজের ২১ ঘণ্টা পর নিখোঁজ যুবক আক্কাস মিয়ার (২৭) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানি থেকে তার লাশটি উদ্ধার করে। শুক্রবার (১৭ জুন) বিকেল ৪টায়  উপজেলার […]

The post বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
নেত্রকোণায় দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে নিখোঁজের ২১ ঘণ্টা পর নিখোঁজ যুবক আক্কাস মিয়ার (২৭) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানি থেকে তার লাশটি উদ্ধার করে। শুক্রবার (১৭ জুন) বিকেল ৪টায়  উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

জানা গেছে, নিহত যুবক দুর্গাপুর পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  বন্যায় চণ্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে— এমন খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হন। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে প্রবল স্রোতে সঙ্গে থাকা তিনজনসহ তিনি নিজেও বন্যার পানিতে পড়ে যান।

পরে সঙ্গের তিনজন সাঁতার কেটে ডাঙ্গায় উঠলেও নিখোঁজ হন আক্কাস আলী। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শিবিরুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/18/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac/feed/ 0
আসছে এম ই টিভি https://ukbangla.live/2022/06/04/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b8%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25ae-%25e0%25a6%2587-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25ad%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/06/04/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf/#respond Sat, 04 Jun 2022 20:14:01 +0000 https://ukbangla.live/?p=10522 বাংলাদেশ এখন একটি পরিপূর্ণ ডিজিটাল দেশ। বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে ডিজিটাল শব্দটি নিবিড়ভাবে জড়িত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিনোদনসহ সব ক্ষেত্রেই বেড়েছে ডিজিটাল ডিভাইসের ব্যবহার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় প্রথম ধাপে (১৪) টি আইপিটিভির লাইসেন্স প্রদান করেন। প্রথম ধাপের অনুমোদন প্রাপ্ত আইপি টিভি গুলোর মধ্যে অন্যতম এম ই টিভি বিডি। এম ই টিভি […]

The post আসছে এম ই টিভি first appeared on UK BANGLA.

The post আসছে এম ই টিভি appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশ এখন একটি পরিপূর্ণ ডিজিটাল দেশ। বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে ডিজিটাল শব্দটি নিবিড়ভাবে জড়িত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিনোদনসহ সব ক্ষেত্রেই বেড়েছে ডিজিটাল ডিভাইসের ব্যবহার।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় প্রথম ধাপে (১৪) টি আইপিটিভির লাইসেন্স প্রদান করেন। প্রথম ধাপের অনুমোদন প্রাপ্ত আইপি টিভি গুলোর মধ্যে অন্যতম এম ই টিভি বিডি।

এম ই টিভি বিডির চেয়ারম্যান বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী মিরাজ খান বলেন, আই পি টিভি বাংলাদেশের মানুষের কাছে একদম নতুন প্রযুক্তি হলেও এটি অনেক সহজভাবে কাজ করে যা গতানুগতিক টেলিভিশনের ঐতিহ্য থেকে আমাদের বেরিয়ে আসতে সাহায্য করবে। পাশাপাশি ৩০ কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছনো অনেক সহজ হবে।

তিনি আরও বলেন, এম ই টিভি সত্য-ভিত্তিক, গভীর সংবাদের পাশাপাশি হার্ড-হিটিং প্রোগ্রামিং সম্প্রচার করবে যা সম্প্রচারিত সব কিছু কে গভীরে নিয়ে যাবে এবং সরাসরি দর্শকদের হৃদয়ে পৌঁছাবে।

এম ই টিভি বিডির এক্সিকিউটিভ ডাইরেক্টর মেজর এস এম মুজাহিদ মনির (অবঃ) বলেন, এম ই টিভি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একাধিক দেশ এবং শহর জুড়ে বিস্তৃত দর্শকদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন বিষয়বস্তু সম্প্রচার করার চেষ্টা করছে। অল্প সময়ের মধ্যে এম ই টিভি মানুষের কাছে জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। এম ই টিভি সত্য শেয়ার করতে বিশ্বাস করে এবং দর্শকের মাঝে এটি সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে।

উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারের লেভেল ১২ এ রয়েছে এমইটিভি বিডির সুবিশাল ও সুসজ্জিত অফিস। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলা ভাষা ভাষী দর্শকদের সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনের কন্টেন্ট তৈরি করতে এম ই টিভি বিডিতে নিয়োজিত রয়েছে এক ঝাঁক অভিজ্ঞ মিডিয়া কর্মী।

The post আসছে এম ই টিভি first appeared on UK BANGLA.

The post আসছে এম ই টিভি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/04/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf/feed/ 0
প্রথম গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট কোর্স নিয়ে আসছে আইলার্নিং বাংলাদেশ https://ukbangla.live/2022/06/03/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a5%25e0%25a6%25ae-%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%2597%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/06/03/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8/#respond Fri, 03 Jun 2022 08:54:16 +0000 https://ukbangla.live/?p=10453 দেশে প্রথমবারের মতো বিশ্বের আইসিটি খাতের জায়ান্ট গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট কোর্স নিয়ে আসছে আইলার্নিং বাংলাদেশ। গুগলের মোট ১৫৯টি কোর্সের মধ্যে তিন ক্যাটাগরির ১৮টি বিশেষজ্ঞ কোর্ন করাবে দেশীয় এই প্রতিষ্ঠানটি। এই তিনটি ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রফেশনাল সার্টিফিকেট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিশেষজ্ঞ সার্টিফিকেট ও আইটি সাপোর্ট বিশেষজ্ঞ সার্টিফিকেট। অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল […]

The post প্রথম গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট কোর্স নিয়ে আসছে আইলার্নিং বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post প্রথম গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট কোর্স নিয়ে আসছে আইলার্নিং বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
দেশে প্রথমবারের মতো বিশ্বের আইসিটি খাতের জায়ান্ট গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট কোর্স নিয়ে আসছে আইলার্নিং বাংলাদেশ।

গুগলের মোট ১৫৯টি কোর্সের মধ্যে তিন ক্যাটাগরির ১৮টি বিশেষজ্ঞ কোর্ন করাবে দেশীয় এই প্রতিষ্ঠানটি। এই তিনটি ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রফেশনাল সার্টিফিকেট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিশেষজ্ঞ সার্টিফিকেট ও আইটি সাপোর্ট বিশেষজ্ঞ সার্টিফিকেট।

অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট করে দক্ষ জনশক্তি গড়ে তোলাই মুল লক্ষ্য বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল বাশর।

তিনি বলেন, নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেম এর ফাউন্ডেশন থেকে শুরু করে গুগলের কোর্সগুলোতে শেখানো হবে কোড ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করা হয়।

এইসব কোর্স কর্মসংস্থানে কিভাবে ভুমিকা রাখবে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি চাকুরি করে থাকেন বা নতুন চাকুরিতে ঢুকবেন, তাদের জন্য গুগলের আইটি সাপোর্ট বিশেষজ্ঞ সার্টিফিকেট বা ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রফেশনাল সার্টিফিকেটসহ যেকোন কোর্সই বাড়তি সম্ভাবনা তৈরি করে দেবে।

তিনি জানান. ছোট থেকে বড় সব ধরনের প্রতিষ্ঠানই এখন ডিজিটাল বিভিন্ন ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। এতে করে কাজের গতি ও ভলিউম বাড়ছে। যে কারণে গুগলের সার্টিফিকেট কোর্স গুলোর গুরুত্ব ও চাহিদা রয়েছে। বাংলাদেশে একমাত্র আইলার্নিং বাংলাদেশ’ই গুগলের সার্টিফিকেশন কোর্স প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি গুগলে পরীক্ষা দেওয়ার সুযোগ।

আইলার্নিং বাংলাদেশ দেশের শিক্ষিত বেকার তরুণদের এইসব কোর্স করানোর মাধ্যমে আইসিটি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

আইলানিং বাংলাদেশ গুগলের যেসব কোর্স করাচ্ছে, এগুলোর প্রশিক্ষক সকলেই মাস্টার অব গুগল অথবা গুগল কারিকুলাম সংশ্লিষ্ট বিশেষজ্ঞ। এসকল প্রশিক্ষকরা দেশের বিভিন্ন বড় বড় গ্রুপ অব কোম্পানীতে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।

যেকেউ আইটি বিশেষজ্ঞ হিসেবে ক্যারিয়ার গড়তে গুগলের আইটি সাপোর্ট বিশেষজ্ঞ সার্টিফিকেট নিতে পারেন। তবে এজন্য আইটি সম্পর্কে নূন্যতম জ্ঞান থাকতে হবে। ইংরেজি ভাষা জানা থাকলে কোর্স করা সহজ হবে।

আইলার্নিং বাংলাদেশ গুগলের কোর্স ছাড়া ফেসবুক মার্কেটিং কোর্সসহ আরও অনেক কোর্সই করাচ্ছে। আইলার্নিং বাংলাদেশের গুগলের ক্যারিয়ার সার্টিফিকেটে ভর্তি এই লিংকে রেজিষ্ট্রেশন করুন।

ট্রেনিং প্লাস সার্টিফিকেট এর জন্য নিচের লিংকটি ক্লিক করুন এবং ফর্মটি পূরণ করুন।

https://forms.gle/4SLDqGgn2pDrt1Do6

The post প্রথম গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট কোর্স নিয়ে আসছে আইলার্নিং বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post প্রথম গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট কোর্স নিয়ে আসছে আইলার্নিং বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/03/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0