রংপুর - UK BANGLA News Site Wed, 09 Nov 2022 05:36:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png রংপুর - UK BANGLA 32 32 লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত https://ukbangla.live/2022/11/09/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259f-%25e0%25a6%25b8%25e0%25a7%2580%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/11/09/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8/#respond Wed, 09 Nov 2022 05:36:00 +0000 https://ukbangla.live/?p=17566 লালমনিরহাটেরর আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮) ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াচকুরুনী (৩০)। আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ […]

The post লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত first appeared on UK BANGLA.

The post লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত appeared first on UK BANGLA.

]]>
লালমনিরহাটেরর আদিতমারী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮) ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াচকুরুনী (৩০)।

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মহিষতুলি সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। সীমান্তের ৯২১ মেইন পিলারের অধীন ৬নং নম্বর সাব–পিলার এলাকায় পৌঁছালে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দিকে গুলি ছোড়ে।

এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান আয়নাল হক ও ওয়াচকুরুনী। সঙ্গে থাকা কয়েকজন দুজনের মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

লালমনিরহাট ১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে গরু পারাপারের চেষ্টাকালে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি আহত হন। সঙ্গে থাকা অন্যরা দুজনকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

The post লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত first appeared on UK BANGLA.

The post লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8/feed/ 0
করতোয়ায় নৌকাডুবি: মৃত বেড়ে ৬১ https://ukbangla.live/2022/09/27/%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%258b%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25a8%25e0%25a7%258c%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a7%2581%25e0%25a6%25ac%25e0%25a6%25bf-%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4-%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a7%259c https://ukbangla.live/2022/09/27/%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/#respond Tue, 27 Sep 2022 07:35:34 +0000 https://ukbangla.live/?p=15997 পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনে ফায়ার সার্ভিস আরও ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে তিন দিনে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে। তৃতীয় দিন মঙ্গলবার নদীর পানি কমতে শুরু করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এতে কিছুটা সুবিধাও হয়েছে নিখোঁজদের সন্ধান করা। এ দিন বেলা ১২টা পর্যন্ত তারা নতুন ১১টি মরদেহ […]

The post করতোয়ায় নৌকাডুবি: মৃত বেড়ে ৬১ first appeared on UK BANGLA.

The post করতোয়ায় নৌকাডুবি: মৃত বেড়ে ৬১ appeared first on UK BANGLA.

]]>
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনে ফায়ার সার্ভিস আরও ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে তিন দিনে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে।

তৃতীয় দিন মঙ্গলবার নদীর পানি কমতে শুরু করেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এতে কিছুটা সুবিধাও হয়েছে নিখোঁজদের সন্ধান করা। এ দিন বেলা ১২টা পর্যন্ত তারা নতুন ১১টি মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ভাটির ৩০ কিলোমিটার অংশে ফায়ার সার্ভিসের ডুডুরি দলের সদস্যরা স্থানীয়দের সহায়তায় সাঁড়াশি অভিযান চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মঞ্জিল হক সরাসরি এই উদ্ধার কাজের তদারকি করছেন। উদ্ধার মরদেহগুলো শনাক্ত করে স্বজনদের হাতে বুঝিয়ে দিচ্ছে প্রশাসন।

তিনি বলেন, ‘বেলা ১২টা পর্যন্ত নতুন করে ১১ মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কতজন নিখোঁজ আছে সেটা সঠিকভাবে বরা যাচ্ছে না। অনেকেই অনেক নাম বলেছেন যে, তারা নিখোঁজ। কিন্তু তারা আর পরে কোনো যোগাযোগ করেননি। তাই সঠিক হিসাব করা কঠিন।’

তবে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের তথ্যে বলা হচ্ছে, এখনও ১১ জন নিখোঁজ রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে।

মঙ্গলবার আবহাওয়া ভালো থাকায় উদ্ধার কাজ সফল হবে বলে আশা করছে উদ্ধারকারী দল।

তৃতীয় দিনে সকাল ৬টা থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

গত রোববার শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে দুপুরে আউলিয়া ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পরই ডুবে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অপরপাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ধর্মসভার আয়োজন করা হয়। রোববার দুপুরের দিকে মূলত ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মালম্বীরা নৌকায় নদী পার হচ্ছিলেন।

ছোট নৌকায় ধারণ ক্ষমতার অনেক বেশি যাত্রী ওঠায় তা ডুবে যায়। অনেকে সাঁতরিয়ে তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়।

The post করতোয়ায় নৌকাডুবি: মৃত বেড়ে ৬১ first appeared on UK BANGLA.

The post করতোয়ায় নৌকাডুবি: মৃত বেড়ে ৬১ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/27/%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/feed/ 0
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬ https://ukbangla.live/2022/09/27/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a6%2597%25e0%25a7%259c%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a7%258c%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a7%2581%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a6%259f%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a7%259f-2 https://ukbangla.live/2022/09/27/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-2/#respond Tue, 27 Sep 2022 04:29:31 +0000 https://ukbangla.live/?p=15976 পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ফের উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় এ উদ্ধার অভিযান শুরু হয়। এ সময় নদীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনের মরদেহ পাওয়া যায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী- উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত […]

The post পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬ first appeared on UK BANGLA.

The post পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬ appeared first on UK BANGLA.

]]>
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ফের উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় এ উদ্ধার অভিযান শুরু হয়। এ সময় নদীর বিভিন্ন এলাকা থেকে ছয়জনের মরদেহ পাওয়া যায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী- উপ-পরিচালক শেখ মো. মাহাবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় আমাদের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ ভোরে আবারো অভিযান শুরু হয়। এখনো যারা নিখোঁজ আছেন তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলবে।

নৌকাডুবিতে মৃত ব্যক্তিদের মধ্যে হাশেম আলী (৭০), শ্যামলী রানি (১৪), লক্ষ্মী রানি (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানি (২৭), দিপঙ্কর (৩), পিয়ন্ত (আড়াই বছর), রুপালি ওরফে খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানি (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী, জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানি (২৫), সানেকা রানি (৬০), সফলতা রানি (৪০), বিলাশ চন্দ্র (৪৫), শ্যামলী রানি ওরফে শিমুলি (৩৫), উশোশি (৮), তনুশ্রী (৫), ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সুচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (২), জগদীশ (৩৫), যতি মৃন্ময় (১৫), গেন্দা রানী, কনিকা রানী, আদুরী (৫০), পুষ্পা রানী, প্রতিমা রানী (৫০), সূর্যনাথ বর্মন (১২), হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (১), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ রায় (৩০) এবং পারুল রানীর (৩২) নাম জানা গেছে। তাদের সবার বাড়ি পঞ্চগড়ে।

মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৩০ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর একজন, পঞ্চগড় সদরের একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার একজন রয়েছেন। ৫১ জনের মধ্যে নারী ২৬ জন এবং পুরুষ ১২ জন। বাকি ১৩টি শিশু রয়েছে।

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, এখন পযর্ন্ত ৫১ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কাছে থাকা তথ্য মতে আরও ৪০ জনের মতো লোক নিখোঁজ রয়েছে। তবে নিখোঁজের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আজ সকাল থেকে ৪ জনের লাশ পাওয়া গেছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে কাজ চলছে।

গত রোববার দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বী। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি করতোয়া নদীর আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়। এ পরপরই এসব হতাহতের ঘটনা ঘটে।

The post পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬ first appeared on UK BANGLA.

The post পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৫৬ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/27/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-2/feed/ 0
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৮ https://ukbangla.live/2022/09/05/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%2582%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%2596%25e0%25a7%258b%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%2596 https://ukbangla.live/2022/09/05/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96/#respond Mon, 05 Sep 2022 02:57:52 +0000 https://ukbangla.live/?p=15204 রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং তিনজন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। রমেক হাসপাতালের জরুরি বিভাগের […]

The post রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৮ first appeared on UK BANGLA.

The post রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৮ appeared first on UK BANGLA.

]]>
রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং তিনজন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন।

রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজন ও ভোরে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, রাতে প্রচণ্ড বৃষ্টি হয় ওই এলাকায়। রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

The post রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৮ first appeared on UK BANGLA.

The post রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৮ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/05/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96/feed/ 0
বড়পুকুরিয়া খনির ৫২ শ্রমিক করোনা আক্রান্ত, কয়লা তোলা বন্ধ https://ukbangla.live/2022/07/30/%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%96%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a8-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%259c%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%2596%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a7%25ab%25e0%25a7%25a8-%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/07/30/%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%96%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a8-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf/#respond Sat, 30 Jul 2022 07:43:28 +0000 https://ukbangla.live/?p=13374 পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করার তিন দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৫২ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে কয়লা উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার। এর আগে গত বুধবার (২৭ জুলাই) খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। পেট্রোবাংলার চেয়ারম্যান […]

The post বড়পুকুরিয়া খনির ৫২ শ্রমিক করোনা আক্রান্ত, কয়লা তোলা বন্ধ first appeared on UK BANGLA.

The post বড়পুকুরিয়া খনির ৫২ শ্রমিক করোনা আক্রান্ত, কয়লা তোলা বন্ধ appeared first on UK BANGLA.

]]>
পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করার তিন দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৫২ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে কয়লা উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার।

এর আগে গত বুধবার (২৭ জুলাই) খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ। পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হাসান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কয়লা উত্তোলন কাজের উদ্বোধন করেন।

খনি সূত্রে জানা গেছে, গত (১ মে) খনির ১৩১০ নম্বর ফেজ (কূপ) থেকে কয়লা উত্তোলন শেষ হলে, ওই কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে পরিত্যক্ত ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কার কাজ শেষ করে আগস্টের মাঝামাঝি খনির নতুন ১৩০৬ নম্বর ফেজ থেকে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যা নির্ধারিত সময়ের ২০ দিন আগেই গত বুধবার সকালে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হাসান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কয়লা উত্তোলন কাজের উদ্বোধন করেন।

The post বড়পুকুরিয়া খনির ৫২ শ্রমিক করোনা আক্রান্ত, কয়লা তোলা বন্ধ first appeared on UK BANGLA.

The post বড়পুকুরিয়া খনির ৫২ শ্রমিক করোনা আক্রান্ত, কয়লা তোলা বন্ধ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/30/%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%96%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%ab%e0%a7%a8-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf/feed/ 0
লালমনিরহাটে বিপদসীমার ওপরে তিস্তা-ধরলা নদীর পানি https://ukbangla.live/2022/06/17/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a6%25b8%25e0%25a7%2580%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2593%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/06/17/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa/#respond Fri, 17 Jun 2022 09:02:32 +0000 https://ukbangla.live/?p=11191 পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে জেলায় প্রবাহিত তিস্তা ও ধরলা নদীর পানি শুক্রবার ভোররাত থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো, তবে বেলা ১২টা থেকে পানি কমতে শুরু করলেও রাতে ফের বাড়ার সম্ভবনা আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভোরে তিস্তা নদীর পানি ১৪ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এতে […]

The post লালমনিরহাটে বিপদসীমার ওপরে তিস্তা-ধরলা নদীর পানি first appeared on UK BANGLA.

The post লালমনিরহাটে বিপদসীমার ওপরে তিস্তা-ধরলা নদীর পানি appeared first on UK BANGLA.

]]>
পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে জেলায় প্রবাহিত তিস্তা ও ধরলা নদীর পানি শুক্রবার ভোররাত থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো, তবে বেলা ১২টা থেকে পানি কমতে শুরু করলেও রাতে ফের বাড়ার সম্ভবনা আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

ভোরে তিস্তা নদীর পানি ১৪ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এতে জেলার ৫ উপজেলার তিস্তা ও ধরলা নদীর কূলবর্তী নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি প্রত্যাহার করা হচ্ছে।

শুক্রবার বেলা ১২টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ও ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করেছে। তবে রাতে পুনরায় পানির প্রবাহ বাড়তে পারে। এদিকে তিস্তা ও ধরলা পাড়ের কূলবর্তী গ্রামগুলোতে পানি ডুকে পড়ায় মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। উঠতি ফসল বাদাম, ভূট্টা, শাকসব্জি ফসলের ক্ষতি হয়েছে।

জেলা সদরের ধরলা নদীর ব-দ্বীপ চর ফলিমারীতে পানি উঠেছে। এই চরের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। চরের জনসাধারণকে অন্যত্র উচু জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উজানের ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তিস্তার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার রাস্তা-ঘাট ডুবে গিয়ে চরাঞ্চলের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো।

পানিবন্দি পরিবার গুলো ঘর-বাড়ি ছেড়ে অনেকে উঁচু বাঁধ বা পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিয়েছে। বৃদ্ধ, বৃদ্ধা, নারী, শিশু, গবাদি পশু-পাখি নিয়েও পানিবন্দি মানুষ পড়েছে চরম বিপাকে।

জেলা প্রশাসক, জেলা ত্রাণ ও পুর্নবাসন দপ্তর সূত্রে জানা গেছে, তিস্তা নদীর বাম তীরে পাটগ্রাম উপজেলা দহগ্রাম ইউনিয়ন। হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিংগিমারী, সির্ন্দুনা, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি ইউনিয়ন। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন, নামুড়ি, ভাদাই।

সদর উপজেলার খুনিগাছ ও রাজপুর, গোকুন্ডা, মোগলহাট, কুলাঘাট ইউনিয়নে নদীর পানি প্রবেশ করছে। পানি বন্দি মানুষের খোঁজ খবর রাখছে প্রশাসন হচ্ছে। ইতোমধ্যে শুকনো খাবার ও চাল সরকারি সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে।

The post লালমনিরহাটে বিপদসীমার ওপরে তিস্তা-ধরলা নদীর পানি first appeared on UK BANGLA.

The post লালমনিরহাটে বিপদসীমার ওপরে তিস্তা-ধরলা নদীর পানি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/17/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa/feed/ 0
দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ https://ukbangla.live/2022/06/07/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/06/07/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/#respond Tue, 07 Jun 2022 04:00:58 +0000 https://ukbangla.live/?p=10608 দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (০৬ জুন) রাতে সদর উপজেলার রামডুবি ব্যাংকালি বাজারের সামনে রংপুর-পঞ্চগড় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন পুরুষ যাত্রী, যার নাম জানা […]

The post দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ first appeared on UK BANGLA.

The post দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ appeared first on UK BANGLA.

]]>
দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (০৬ জুন) রাতে সদর উপজেলার রামডুবি ব্যাংকালি বাজারের সামনে রংপুর-পঞ্চগড় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন পুরুষ যাত্রী, যার নাম জানা যায়নি।

স্থানীরা জানান, দ্রুতগামী বাসটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর বিকট শব্দ হয়। শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন।

দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

১০ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিনাজপুর সদর উপজেলার রামডুব ব্যাংকালি বাজারের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা আহসান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ১০ মাইল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে দুজন ও রাত ১১টার দিকে আরেকজন মারা যায়।

মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আহত ১৮জনের চিকিৎসা একই হাসপাতালে চলছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

The post দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ first appeared on UK BANGLA.

The post দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/07/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
দিনাজপুরে সড়কে ঝড়লো ইউপি সদস্যসহ ৩ জনের প্রাণ https://ukbangla.live/2022/05/16/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a7%259c%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%259d%25e0%25a7%259c%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25aa%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/05/16/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf/#respond Mon, 16 May 2022 03:39:56 +0000 https://ukbangla.live/?p=9414 দিনাজপুরের বিরল উপজেলার রঘুনাথপুর চেয়ারম্যান রোডে রোববার দিনগত রাত ১২টার পর ট্রাকচাপায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। নিহতেরা হলেন- বোচাগঞ্জে উপজেলার ইউপি সদস্য মো. রাকিব হাসান (৩০), বিরলের সাদ বিন ওসমান (২৪) ও ঠাকুরগাঁওয়ের তাসিম উদ্দিন (২০)। তাঁরা সবাই দিনাজপুর থেকে বিরলের দিকে ফিরছিলেন। মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ […]

The post দিনাজপুরে সড়কে ঝড়লো ইউপি সদস্যসহ ৩ জনের প্রাণ first appeared on UK BANGLA.

The post দিনাজপুরে সড়কে ঝড়লো ইউপি সদস্যসহ ৩ জনের প্রাণ appeared first on UK BANGLA.

]]>
দিনাজপুরের বিরল উপজেলার রঘুনাথপুর চেয়ারম্যান রোডে রোববার দিনগত রাত ১২টার পর ট্রাকচাপায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন।

নিহতেরা হলেন- বোচাগঞ্জে উপজেলার ইউপি সদস্য মো. রাকিব হাসান (৩০), বিরলের সাদ বিন ওসমান (২৪) ও ঠাকুরগাঁওয়ের তাসিম উদ্দিন (২০)। তাঁরা সবাই দিনাজপুর থেকে বিরলের দিকে ফিরছিলেন।

মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দিবাগত রাত ১২টার পরে ইউপি সদস্য মো. রাকিব হাসানহ চার জন একটি ব্যক্তিগত গাড়ি করে শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিরল উপজেলার মঙ্গলপুর নামক স্থানে তাঁদের গাড়ির তেল ফুরিয়ে যায়।

এরপর রাকিব ও তাসিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশন থেকে তেল আনার পথে মোটরসাইকেলআরোহী সাদের সাহায্য চান। মোটরসাইকেলে করে তেল নিয়ে প্রাইভেটকারের কাছে আসার পথে রঘুনাথপুর চেয়ারম্যান রোডে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিন জন নিহত হন।

মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, এ ঘটনার পর ঘাতক ট্রাকচালক ট্রাকসহ পালিয়ে গেছেন। মরদেহগুলো মঙ্গলপুর ফাঁড়িতে রয়েছে বলেও জানান তিনি।

The post দিনাজপুরে সড়কে ঝড়লো ইউপি সদস্যসহ ৩ জনের প্রাণ first appeared on UK BANGLA.

The post দিনাজপুরে সড়কে ঝড়লো ইউপি সদস্যসহ ৩ জনের প্রাণ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/16/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9d%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf/feed/ 0
মাদক মামলায় ফাঁসির আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে https://ukbangla.live/2022/05/11/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%2595-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ab%25e0%25a6%25be%25e0%25a6%2581%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/05/11/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/#respond Wed, 11 May 2022 07:57:00 +0000 https://ukbangla.live/?p=9132 গাইবান্ধায় মাদক মামলায় ফাঁসি হওয়া পারভীন বেগম শায়লার (৩৮) মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে এসেছে। মঙ্গলবার (১১ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৩ এপ্রিল পারভীন বেগম শায়লার ডেথ রেফারেন্স গাইবান্ধার আদালত থেকে হাইকোর্টে এসেছে। এখন নিয়মানুযায়ী ডেথ রেফারেন্স শাখা মামলার পরবর্তী প্রক্রিয়া শুরু […]

The post মাদক মামলায় ফাঁসির আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে first appeared on UK BANGLA.

The post মাদক মামলায় ফাঁসির আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে appeared first on UK BANGLA.

]]>
গাইবান্ধায় মাদক মামলায় ফাঁসি হওয়া পারভীন বেগম শায়লার (৩৮) মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে এসেছে।

মঙ্গলবার (১১ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩ এপ্রিল পারভীন বেগম শায়লার ডেথ রেফারেন্স গাইবান্ধার আদালত থেকে হাইকোর্টে এসেছে। এখন নিয়মানুযায়ী ডেথ রেফারেন্স শাখা মামলার পরবর্তী প্রক্রিয়া শুরু করবে।

এর আগে, গত ৩১ মার্চ গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম শায়লার মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস দেন আদালত।

মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়না পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

The post মাদক মামলায় ফাঁসির আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে first appeared on UK BANGLA.

The post মাদক মামলায় ফাঁসির আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/11/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/feed/ 0
হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী https://ukbangla.live/2022/05/08/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%2595%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25af https://ukbangla.live/2022/05/08/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af/#respond Sun, 08 May 2022 06:23:30 +0000 https://ukbangla.live/?p=8853 লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে ঢাকা নিয়ে যাওয়ার কথা থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রোববার (০৮ মে) সকালে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী একান্ত সচিব (এপিএস) মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (০৭ মে) রাত আড়াইটার […]

The post হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী first appeared on UK BANGLA.

The post হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে ঢাকা নিয়ে যাওয়ার কথা থাকলেও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

রোববার (০৮ মে) সকালে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী একান্ত সচিব (এপিএস) মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (০৭ মে) রাত আড়াইটার দিকে তাকে রমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

রমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আহসান হাবীব জাগো নিউজকে বলেন, শনিবার দিনগত রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জাগো নিউজকে বলেন, মন্ত্রীর আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। শনিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া শুরু করেন। বর্তমানে তিনি ভালো আছেন। তবে তার উন্নত চিকিৎসার জন্য আজই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হবে।

ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

The post হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী first appeared on UK BANGLA.

The post হাসপাতালে ভর্তি সমাজকল্যাণমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/08/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af/feed/ 0