রাজশাহী - UK BANGLA News Site Thu, 10 Nov 2022 06:43:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png রাজশাহী - UK BANGLA 32 32 শত বছরের পুরোনো গাড়ি নিয়ে পাবনায় ইউরোপের পর্যটক দল https://ukbangla.live/2022/11/10/%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25a4-%25e0%25a6%25ac%25e0%25a6%259b%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a7%258b-%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25bf-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25af https://ukbangla.live/2022/11/10/%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/#respond Thu, 10 Nov 2022 06:43:33 +0000 https://ukbangla.live/?p=17626 প্রায় শত বছরের পুরোনো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ১৬টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন ইউরোপের একদল পর্যটক। কয়েকটি জেলা ঘুরে তিন দিন পর বুধবার (৯ নভেম্বর) দুপুরে তারা উত্তরের জেলা পাবনায় পৌঁছান। এখানে এক রাত অবস্থান করে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে তারা যশোরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। জানা গেছে, গত রোববার (৬ নভেম্বর) সকালে ভারতের […]

The post শত বছরের পুরোনো গাড়ি নিয়ে পাবনায় ইউরোপের পর্যটক দল first appeared on UK BANGLA.

The post শত বছরের পুরোনো গাড়ি নিয়ে পাবনায় ইউরোপের পর্যটক দল appeared first on UK BANGLA.

]]>
প্রায় শত বছরের পুরোনো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ১৬টি গাড়ি নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন ইউরোপের একদল পর্যটক। কয়েকটি জেলা ঘুরে তিন দিন পর বুধবার (৯ নভেম্বর) দুপুরে তারা উত্তরের জেলা পাবনায় পৌঁছান। এখানে এক রাত অবস্থান করে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে তারা যশোরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

জানা গেছে, গত রোববার (৬ নভেম্বর) সকালে ভারতের ডাউকি সীমান্ত হয়ে সিলেটের তামাবিল ইমিগ্রেশন সম্পন্ন করে বাংলাদেশ আসেন ৪৩ জনের বিদেশি পর্যটক দল। এরপর মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে এসে পৌঁছান। সারাহ রিসোর্টে রাত্রিযাপন শেষে বুধবার সকালে তারা পাবনার উদ্দেশ্যে রওনা হন। পাবনায় এক রাত থেকে যশোরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন এই পর্যটক দল। যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে কলকাতার যাবেন তারা। ভ্রমণকালে বাংলাদেশের মানুষ, প্রকৃতি, শিল্প, সংস্কৃতি, খাবারের সঙ্গে পরিচিত হচ্ছেন তারা। পাবনার মানুষের আচার-আচরণ, প্রাকৃতিক রুপ, রস, আর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তারা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরতলীর সদরের দোগাছী ইউনিয়নের বাংলাবাজার এলাকার রুপকথা ইকো রিসোর্টে গিয়ে দেখা যায়, সেখানকর মাঠে বাহারি রং আর নামিদামি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

পর্যটকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এক নম্বর লেখা গাড়িটির বয়স ৮৮ বছর। আর দুই নম্বর লেখা গাড়িটির বয়স ৭০ থেকে ৭২ বছরের ওপরে। বয়স অনুসারে গাড়িগুলোকে এভাবে সাজানো আছে। অথচ দেখে বোঝার উপায় নেই গাড়িগুলো এত বছরের পুরোনো।

নানা ডিজাইন আর বাহারি রঙের দীর্ঘ বছরের পুরোনো ১৬টি গাড়ি ও দুটি মোটরসাইকেল নিয়ে তিনটি দেশ ভ্রমণে বের হয়েছেন ইউরোপের এক দল পর্যটক। এই দলে রয়েছেন মোট ৪৩ জন। যাদের সবার বয়সও কমবেশি ৫০ বছরের ঊর্ধ্বে। বেলজিয়াম, পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ অন্তত ৯টি দেশের নাগরিক নিজেদের খরচে এই ভ্রমণ বের হয়েছেন।

পর্যটক দলের কো-অর্ডিনেটর ও দ্য জার্নি ওয়ালেটের সহ-ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজ আহমেদ জানান, বাংলাদেশে এই প্রথম কার র‌্যালির আয়োজন করা হয়েছে। বেলজিয়ামের নাগরিক ব্রুনো বাংলাদেশে এসে আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করে বিশেষভাবে পারমিশন নেওয়া হয়। আমরা বাংলাদেশে তাদের আয়োজনে সহযোগিতা করছি। তারা বিভিন্ন দেশেই ভ্রমণ করে থাকেন। এবার তারা ভারত, ভুটান ও বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন। গত ৬ নভেম্বর সকালে সিলেটের তামাবিল থেকে আমরা তাদে রিসিভ করে নিয়ে আসছি। আগামীকাল ১১ নভেম্বর ভারত যাবেন তারা।

তিনি বলেন, গত ২১ অক্টোবর থেকে ভারত ভ্রমণ শুরু করেন তারা। তারপর ভুটান ভ্রমণ শেষ করে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশ ভ্রমণে আসেন। তারপর কয়েকটি জেলা ঘুরে বুধবার দুপুর ১২টার দিকে পাবনায় আসেন তারা। পাবনার রুপকথা ইকো রিসোর্টে ভাড়া নিয়ে সেখানে রাত্রিযাপন করেন। নিজেদের প্রিয় ও পুরোনো গাড়ি নিজেরাই চালিয়ে ভ্রমণ করছেন তারা। গাড়িগুলোর খুব যত্ন নেন তারা। তাদের সঙ্গে রয়েছেন ৯ জন সাপোর্টিং স্টাফসহ গাড়ি মেরামতের সকল সরঞ্জাম। যে কোনো সমস্যায় তাৎক্ষণিক মেরামত করা সম্ভব। যে কারণে এখনো গাড়িগুলো চলছে। তাদের সঙ্গে আইসিইউ বেড সম্বলিত অ্যাম্বুলেন্সও রয়েছে। যাতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। তাদের সঙ্গে চিকিৎসকও রয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিজেদের চিকিৎসক দিয়ে থাকেন।

রিয়াজ আহমেদ জানান, গাড়িগুলো ব্রাসেলস থেকে প্রথমে জাহাজের মাধ্যমে কলকাতা পোর্টে আনা হয়। সেখানকার এজেন্ট গাড়িগুলো খালাস করে প্রয়োজনীয় দেখভালের পর নির্ধারিত হোটেলে নিয়ে যান। তারপর পর্যটক দলের সদস্যরা নিজেরাই গাড়ি চালিয়ে ভ্রমণে বের হন। আর ভ্রমণের পথে পথেই মানুষ, প্রকৃতি, শিল্প, সংস্কৃতি, খাবারের সঙ্গে পরিচিত হন তারা।

আলাপ হয় পর্যটক দলের বেলজিয়াম, পর্তুগাল ও জার্মানির কয়েকজনের সঙ্গে। তারা জানান, ভারত ও ভুটান ভ্রমণ শেষে বাংলাদেশে এসে মুগ্ধ তারা। এদেশের মানুষ, প্রকৃতিতে সবুজের সমারোহ, সংস্কৃতি ও আতিথেয়তায় খুশি হয়েছেন। তাদের অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করলেও, বাংলাদেশে প্রথম এসেছেন। ইউরোপের শিল্প-সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিস্তর পার্থক্য রয়েছে। এখানকার মানুষ খুব বন্ধুবৎসল। আচার- আচরণ খুবই চমৎকার। এদেশের খাবারও মজাদার।

পাবনার বিষয়ে তারা বলেন, পাবনা খুব সুন্দর একটি জেলা। এখানে এসে খুব ভালো লেগেছে। এখানকার পরিবেশটাও দারুন। খাবারের মানও ভালো।

রুপকথা ইকো রিসোর্টের অপারেশন অফিসার শফিকুল আলম বলেন, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ইউরোপের একদল পর্যটক এই রিসোর্টে আসেন। দিনভর আনন্দ উল্লাস করেন। বিভিন্ন এলাকা ঘুড়ে বেড়ান। এরপর রাত্রিযাপন করে আজ সকালের নাস্তা করে যশোরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। তাদের আচরণ খুবই ভালো ছিল। যা আমাদের মুগ্ধ করেছে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে তাদের সার্ভিসটা সুন্দরভাবে দিয়েছি। আমাদের ভিআইপি রুমগুলোই তাদের জন্য দেওয়া হয়েছিল। এখানকর ফুড অ্যান্ড বেভারেজ খুবই চমৎকার ছিল। তারাও অমাদের আচরণে ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। এরপর তারা বাংলাদেশ ভ্রমণে আসলে আমাদের পাবনায় আসার কথা জানিয়েছেন।

The post শত বছরের পুরোনো গাড়ি নিয়ে পাবনায় ইউরোপের পর্যটক দল first appeared on UK BANGLA.

The post শত বছরের পুরোনো গাড়ি নিয়ে পাবনায় ইউরোপের পর্যটক দল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/10/%e0%a6%b6%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%97%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/feed/ 0
সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার https://ukbangla.live/2022/10/19/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%2597%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a6%25a6%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/10/19/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0/#respond Wed, 19 Oct 2022 04:13:58 +0000 https://ukbangla.live/?p=16844 নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলামের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাইওয়ের পাটধারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইউপি সদস্য ফরিদুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং সুকাশ ইউনিয়নের ১ […]

The post সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলামের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাইওয়ের পাটধারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইউপি সদস্য ফরিদুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে এবং সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলে আসছিল। তার একটি গ্রুপের নেতৃত্ব দিতেন ইউপি সদস্য ফরিদুল ইসলাম। প্রায় দুই দশকের বেশি সময় ধরে দুই পক্ষের চলা সংঘর্ষে প্রায় ১২ জন নিহত হয়েছেন। সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার পর বামিহাল গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন ফরিদুল ইসলাম। পাশাপাশি তিনি ওই দুইজন নিহতের ঘটনায় আসামি ছিলেন।

The post সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/19/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩০ https://ukbangla.live/2022/09/26/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a6%2597%25e0%25a7%259c%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a7%258c%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a7%2581%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a6%259f%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a7%259f https://ukbangla.live/2022/09/26/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/#respond Mon, 26 Sep 2022 04:17:12 +0000 https://ukbangla.live/?p=15940 পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবং আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহগুলোর […]

The post পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩০ first appeared on UK BANGLA.

The post পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩০ appeared first on UK BANGLA.

]]>
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবং আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা মরদেহগুলোর নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কা‌ন্তি রায়। তিনি বলেন, আজ সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জের করতোয়ায় দুটি, দিনাজপুরের খানসামার আত্রাই নদীতে একটি এবং আরও দুটি মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের জানালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, ভোর ৬টা থেকে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি ডুবুরি ইউ‌নিট উদ্ধার কাজ করছে। ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। অতীত অ‌ভিজ্ঞতা ও নদীর প্রবাহ দে‌খে ম‌নে হ‌চ্ছে, ভুক্ত‌ভোগী‌দের কেউ দুর্ঘটনাস্থ‌লে নেই। তারপরও প্রত্যেক ভুক্ত‌ভোগী‌কে উদ্ধা‌রে আমা‌দের চেষ্টা অব্যাহত থাক‌বে।

এদিকে এ ঘটনায় জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। তথ্যকেন্দ্রের তথ্য মতে, প্রতিনিয়ত নিখোঁজ ব্যক্তির সংখ্যা বাড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী এখনও ৬৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় মৃত ২৫ জনের নাম ও পরিচয় জানানো হয়েছে। এদের মধ্যে ১২ নারী, আট শিশু ও পাঁচ পুরুষ রয়েছেন। তাদের বাড়ি পঞ্চগড় জেলার বোদা, দেবীগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায়।

নৌকাডুবিতে এখন পর্যন্ত মৃতরা হলেন- শ্যামলী রানী (১৪), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রুপালী ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানী (২৫), সনেকা রানী (৬০), সফলতা রানী (৪০), হাশেম আলী (৭০), বিলাস চন্দ্র (৪৫), শ্যfমলী রানী ওরফে শিমুলি (৩৫), উষশী (৮), তনুশ্রী (৫), শ্রেয়শী, প্রিয়ন্তী (৮), সনেকা রানী (৬০) ও ব্রজেন্দ্রনাথ (৫৫)। তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এর আগে রোববার পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবে শিশু, নারীসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহালয়া উপলক্ষে জেলার বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপর পাড়ে) যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী থাকায় নদীর মাঝ পথে উল্টে যায় নৌকাটি। কিছু মানুষ সাঁতরে নদীর তীরে আসলেও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং নৌকায় থাকা ৬৫ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। পরে উল্টে যাওয়া সেই নৌকা উদ্ধার করে তীরে রাখেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস আসার পরে আশপাশে কোনো বড় নৌকা না পাওয়ায় দুর্ঘটনাকবলিত সেই নৌকা দিয়েই উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, এ জেলার ইতিহাসে ভয়াবহ নৌকাডুবি এটি। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপঙ্কর রায়কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবগুলো মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সৎকারের জন্য পরিবারগুলোকে দেওয়া হয়েছে ২০ হাজার করে টাকা।

নৌকাডুবিতে হতাহতের বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ ভবনে। তথ্যকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা স্থানীয় ভূমি অফিসের সহকারী জাকির হোসেন বলেন, মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা ও নিখোঁজদের সন্ধানের উদ্দেশ্যে তথ্যকেন্দ্র খোলা হয়েছে। স্বজনরা তাদের সন্ধানে এসে তথ্য দিয়েছেন। এখন পর্যন্ত ৬৫ জন নিখোঁজ বলে জানা গেছে।

The post পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩০ first appeared on UK BANGLA.

The post পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় মৃত বেড়ে ৩০ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/26/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/feed/ 0
পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা https://ukbangla.live/2022/09/23/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a6%2597%25e0%25a7%259c-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%2596%25e0%25a6%25be-%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/09/23/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95/#respond Fri, 23 Sep 2022 08:26:26 +0000 https://ukbangla.live/?p=15901 উত্তরের আকাশে উঁকি দিচ্ছে সাদা মেঘের শুভ্র কাঞ্চনজঙ্ঘা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এ সময় স্থানীয়রা স্মার্টফোনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। পর্যটক সেবা প্রতিষ্ঠান তেঁতুলিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের রবিউল ইসলাম রতন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে তেঁতুলিয়ার উত্তরের আকাশে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়েছে। আমরা পর্যটকদের জানান দিতে স্মার্টফোনে ছবি তুলে সোশ্যাল মিডিয়া […]

The post পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা first appeared on UK BANGLA.

The post পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা appeared first on UK BANGLA.

]]>
উত্তরের আকাশে উঁকি দিচ্ছে সাদা মেঘের শুভ্র কাঞ্চনজঙ্ঘা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এ সময় স্থানীয়রা স্মার্টফোনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

পর্যটক সেবা প্রতিষ্ঠান তেঁতুলিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের রবিউল ইসলাম রতন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে তেঁতুলিয়ার উত্তরের আকাশে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা উঁকি দিয়েছে। আমরা পর্যটকদের জানান দিতে স্মার্টফোনে ছবি তুলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছি। তারপর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।

স্থানীয় হুমায়ুন কবির বলেন, এ বছর গতকাল প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। পর্যটকদের জন্য এটি আনন্দের সংবাদ। কারণ হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রতি বছর পাসপোর্ট-ভিসা করে নেপালে গিয়ে দেখতে হয়। আর সেখানে কোনো পাসপোর্ট-ভিসা ছাড়াই তেঁতুলিয়ায় এসে জেলা পরিষদ ঐতিহাসিক ডাকবাংলোর পিকনিক কর্নার থেকে খালি চোখে দেখা যাচ্ছে।

ডাকবাংলো পিকনিক কর্নারে ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী আফিয়া জান্নাত স্বর্ণা ও সাদিয়া আক্তার মিম জানায়, খুব ভালো লাগলো কাঞ্চনজঙ্ঘা দেখে। এ বছরের প্রথমেই দেখতে পেলাম। খুব ভালো লাগলো। এখন যে কেউ আসতে পারেন দেখতে।

স্থানীয়রা জানায়, প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়। ছবির মতো ভেসে উঠা শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য ছাড়াও দেখা মেলে প্রতিবেশী দেশ ভারতের দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ি অঞ্চল।

কেন এত কাছে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা?
পঞ্চগড়ের চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর থেকে নেপালের দূরত্ব মাত্র ৬১ কিলোমিটার, এভারেস্ট শৃঙ্গের দূরত্ব ৭৫ কিলোমিটার, ভুটানের দূরত্ব ৬৪ কিলোমিটার, চীনের দূরত্ব ২০০ কিলোমিটার, ভারতের দার্জিলিংয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার, শিলিগুড়ির দূরত্ব ৮ কিলোমিটার আর কাঞ্চনজঙ্ঘার দূরত্ব মাত্র (আকাশ পথে) ১১ কিলোমিটার। এত বেশি কাছে থাকার কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন স্থানে অবস্থান করে কাছ থেকে উপভোগ করা যায় কাঞ্চজঙ্ঘার সৌন্দর্য।

জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট ও কেটু’র পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। যার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার (২৮ হাজার ১৬৯ ফুট)। এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। হিমালয় পর্বতের এই অংশটিকে কঞ্চনজঙ্ঘা হিমাল বলা হয়। কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের ১২৫ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। এটা হিমালয়ের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।

তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে বহুল কাঙ্ক্ষিত একটি বিষয়। যারা পাসপোর্ট-ভিসা ছাড়া কাছ থেকে হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, এ সময়টা তাদের জন্য উপযুক্ত সময়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই যুগল পর্বতশৃঙ্গ দেখতে পঞ্চগড়ে ভ্রমণ করে থাকেন। এ বছরও অনেকে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে দেখছি। আমরা পর্যটকদের নিরাপত্তা, অবকাশ যাপনকেন্দ্র ও স্যানিটেশনসহ আকর্ষণীয় কিছু অবকাঠামো নির্মাণ করেছি।

The post পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা first appeared on UK BANGLA.

The post পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/23/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a7%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95/feed/ 0
নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার https://ukbangla.live/2022/09/03/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2596%25e0%25a7%258b%25e0%25a6%2581%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a7%25aa%25e0%25a7%25a6-%25e0%25a6%2598%25e0%25a6%25a3%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/09/03/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b8/#respond Sat, 03 Sep 2022 07:55:39 +0000 https://ukbangla.live/?p=15191 নিখোঁজের ৪০ ঘণ্টা পর সাতক্ষীরার সেই সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবু বকর। […]

The post নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
নিখোঁজের ৪০ ঘণ্টা পর সাতক্ষীরার সেই সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের গাজীপুর এলাকার কঁচা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবু বকর।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নিখোঁজের পর রাজস্ব কর্মকর্তার মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। পিরোজপুর সদর উপজেলার গাজীপুর এলাকা থেকে স্থানীয়রা মরদেহটি কঁচা নদীতে ভাসতে দেখে। স্থানীয়ভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করেছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আবু বকর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করেছি। এর আগে আমাদের চারজনের একটি ডুবুরি দল কঁচা নদীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় প্রায় ৩০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা রাজস্ব কর্মকর্তার মরদেহটি হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলছি। পরে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সার্কেল ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ হীল কাফি কঁচা নদীতে বেকুটিয়া ফেরিঘাটে এলাকায় পানিতে পড়ে নিখোঁজ হন।

The post নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post নিখোঁজের ৪০ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/03/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b8/feed/ 0
মেয়ের বান্ধবীর সঙ্গে শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা শিক্ষক https://ukbangla.live/2022/08/24/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25ac%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/08/24/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0/#respond Wed, 24 Aug 2022 05:22:59 +0000 https://ukbangla.live/?p=14635 চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন এক শিক্ষক। পরে স্থানীয়রা ওই শিক্ষক ও ছাত্রীকে পুলিশের হাতে তুলে দেন। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ছত্রাজিতপুর উচ্চ বিদ্যলয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ও ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের মৃত তাজেমুল হকের ছেলে গোলাম কবির (৪৫)। স্থানীয় বাসিন্দা, […]

The post মেয়ের বান্ধবীর সঙ্গে শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা শিক্ষক first appeared on UK BANGLA.

The post মেয়ের বান্ধবীর সঙ্গে শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা শিক্ষক appeared first on UK BANGLA.

]]>
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন এক শিক্ষক। পরে স্থানীয়রা ওই শিক্ষক ও ছাত্রীকে পুলিশের হাতে তুলে দেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষক ছত্রাজিতপুর উচ্চ বিদ্যলয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ও ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের মৃত তাজেমুল হকের ছেলে গোলাম কবির (৪৫)।

স্থানীয় বাসিন্দা, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী, বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষক গোলাম কবির ও ওই ছাত্রীকে বিকেল সাড়ে ৩টার দিকে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যলয়ে প্রবেশ করতে দেখে স্থানীয় কয়েকজন যুবক। পরে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীকে স্থানীয়রা একটি কক্ষে দেখতে পায়। বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের সরঞ্জাম রাখার কক্ষ থেকে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে এর প্রতিবাদে স্কুলে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা তাদের দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করে। নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাবেক শিক্ষার্থী বলেন, আমরা স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘ দিন ধরে তাদের অনুসরণ করছি। প্রায় সময়ই দেখতে পাই, স্কুল ছুটির পর বিকেলে তারা দুইজন স্কুলে প্রবেশ করে। শরীরচর্চা বিভাগের শিক্ষক গোলাম কবিরের কাছে বিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন কক্ষের চাবি থাকায়, প্রবেশের পর বাইরের তালা দেওয়া হয়। যাতে মনে হয়, কেউ ভেতরে নেই। আজ সুযোগ মতো পেয়েছি বলে ধরতে সক্ষম হয়েছি।

ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. সাদিকুল ইসলাম বলেন, বিকেলে হঠাৎ আমার মোবাইলে কল আসে, একটি রুমে শিক্ষক গোলাম কবির ও এক ছাত্রীকে আটক করা হয়েছে। পরে এসে সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। একই রুমে দুইজনকে পাওয়া গেলেও কী অবস্থায় পাওয়া গেছে, তা আমরা নিশ্চিত নয়। ১৯৯৫ সালে যোগদানের পর থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি।

স্থানীয় যুবক নয়ন আলী বলেন, আটকের পর ওই শিক্ষার্থী আমাদের জানায়, দীর্ঘ দিন আগে তাকে স্কাউটের পোশাক দিয়েছিলেন শিক্ষক গোলাম কবির। এ সময় একটি কক্ষে পোশাক পরিধান করার সময় কিছু আপত্তিকর ছবি ধারণ করে সেই শিক্ষক। পরে এই ছবির কথা বলে ব্ল্যাকমেইল করে কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে শিক্ষক গোলাম কবির।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ছত্রাজিতপুর স্কুলে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উত্তেজিত জনতার হাত থেকে ওই শিক্ষক ও ছাত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ করছেন স্থানীয়রা।

The post মেয়ের বান্ধবীর সঙ্গে শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা শিক্ষক first appeared on UK BANGLA.

The post মেয়ের বান্ধবীর সঙ্গে শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ধরা শিক্ষক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/24/%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
ইউটিউব ভিডিও করতে কবরে এক ভাই, বাইরে আরেকজন https://ukbangla.live/2022/08/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2589%25e0%25a6%25ac-%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%2593-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/08/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95/#respond Tue, 23 Aug 2022 01:29:39 +0000 https://ukbangla.live/?p=14550 বগুড়ার শাহাজাহানপুরে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে কবর খুঁড়ে রাত কাটানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে সহায়তা ও ভিডিও করেন তারই বড় ভাই। এ ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ার পর দুজনকে আটক করেছে পুলিশ। দুই ভাইকে সোমবার বিকেলে শাজাহানপুর আমলি আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে সকাল ১০টার দিকে […]

The post ইউটিউব ভিডিও করতে কবরে এক ভাই, বাইরে আরেকজন first appeared on UK BANGLA.

The post ইউটিউব ভিডিও করতে কবরে এক ভাই, বাইরে আরেকজন appeared first on UK BANGLA.

]]>
বগুড়ার শাহাজাহানপুরে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে কবর খুঁড়ে রাত কাটানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে সহায়তা ও ভিডিও করেন তারই বড় ভাই। এ ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ার পর দুজনকে আটক করেছে পুলিশ।

দুই ভাইকে সোমবার বিকেলে শাজাহানপুর আমলি আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই ভাই হলেন- ওই গ্রামের মোকছেদ আলীর ছেলে মিলন ও মিজানুর রহমান রনি। মিলনের বয়স ২৬, আর রনির ২৪ বছর। এর মধ্যে কবরে রাত কাটানো রনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, দুই ভাই নিজেদের বাড়ির উঠানেই খবর খনন করেন। রোববার রাত ১১টার দিকে ক্যামেরা ও পানির বোতলসহ রনি কবরে প্রবেশ করেন। তার বড় ভাই মিলন মাটি চাপা দিয়ে কবরের উপরের অংশ ঢেকে ভিডিও ধারণ করেন।

অক্সিজেন ও আলো-বাতাস সরবারহ স্বাভাবিক রাখতে তারা কবরের মধ্যে বৈদ্যুতিক বাল্ব এবং একটি ফ্যান লাগিয়েছিলেন।

শামীম হাসান বলেন, ‘সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের পাশাপাশি সমালোচনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ রনি ও তার বড় ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে আসে।’

স্থানীয়রা জানান, রনি দীর্ঘদিন ধরে তার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন। এর আগে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেছেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় তাদের শাজাহানপুর আমলি আদালতে পাঠানো হয়েছে। এর আগে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে তারা পুলিশ মুচলেকা দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তাদের আদালতের জিম্মায় দেয়া হয়েছে।’

The post ইউটিউব ভিডিও করতে কবরে এক ভাই, বাইরে আরেকজন first appeared on UK BANGLA.

The post ইউটিউব ভিডিও করতে কবরে এক ভাই, বাইরে আরেকজন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/23/%e0%a6%87%e0%a6%89%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%ac-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95/feed/ 0
হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার https://ukbangla.live/2022/08/03/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%89%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2589%25e0%25a6%25a5-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d https://ukbangla.live/2022/08/03/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%89%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/#respond Wed, 03 Aug 2022 03:48:52 +0000 https://ukbangla.live/?p=13534 বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) সকালে বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি বরগুনার বামনার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম […]

The post হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার first appeared on UK BANGLA.

The post হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ আগস্ট) সকালে বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি বরগুনার বামনার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম (২৪)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তিনি কেন বগুড়া এসেছিলেন, সে ব্যাপারে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ কোন তথ্য জানাতে পারেনি।

জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শ্যামলীর আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে ওঠেন তানভীরুল। পরে দুপুর পর্যন্ত তার রুম থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে রুমের দরজা ভাঙে এবং ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঝুলন্ত অবস্থায় তানভীরুলের মরদেহ উদ্ধার করা হয়। সে কোন উদ্দেশ্যে বগুড়ায় এসেছিল এবং কেন আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত চলছে।

The post হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার first appeared on UK BANGLA.

The post হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/03/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%89%e0%a6%a5-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/feed/ 0
বিবাহ ও বিচ্ছেদ দুটোতেই এগিয়ে রাজশাহী https://ukbangla.live/2022/07/29/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b9-%25e0%25a6%2593-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25a6-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%259f%25e0%25a7%258b%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%258f https://ukbangla.live/2022/07/29/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f/#respond Fri, 29 Jul 2022 06:13:53 +0000 https://ukbangla.live/?p=13292 সদ্য প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি তথ্য অনুযায়ী, বিবাহ কিংবা তালাক দুটোতেই এগিয়ে রাজশাহী। বিবাহ ও তালাক রেজিস্ট্রার দপ্তর থেকে পাওয়া তথ্যে ২০২১ সালে তালাকের সংখ্যা ছিল ১৬৯টি। এই দপ্তরে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিয়ের রেজিস্ট্রি হয়েছে ৪৭৭টি। সমীক্ষা অনুযায়ী, পুরুষের পক্ষ থেকেই তালাক ও বহুবিবাহের প্রবণতা সবচেয়ে বেশি। দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ […]

The post বিবাহ ও বিচ্ছেদ দুটোতেই এগিয়ে রাজশাহী first appeared on UK BANGLA.

The post বিবাহ ও বিচ্ছেদ দুটোতেই এগিয়ে রাজশাহী appeared first on UK BANGLA.

]]>
সদ্য প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি তথ্য অনুযায়ী, বিবাহ কিংবা তালাক দুটোতেই এগিয়ে রাজশাহী। বিবাহ ও তালাক রেজিস্ট্রার দপ্তর থেকে পাওয়া তথ্যে ২০২১ সালে তালাকের সংখ্যা ছিল ১৬৯টি। এই দপ্তরে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিয়ের রেজিস্ট্রি হয়েছে ৪৭৭টি। সমীক্ষা অনুযায়ী, পুরুষের পক্ষ থেকেই তালাক ও বহুবিবাহের প্রবণতা সবচেয়ে বেশি।

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী ও ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গ। এবারই প্রথম দেশের পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেড়েছে।

প্রতি ১০০ জনের মধ্যে বর্তমানে বিবাহিত ৬৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ৬৮ দশমিক ৯৭ শতাংশ বিবাহিত নিয়ে সবচেয়ে এগিয়ে রাজশাহী। অবিবাহিতের সংখ্যা ২৪.৩৮ শতাংশ। বিধবা বা বিপত্নীক রয়েছে ৫.৬৬ শতাংশ, তবে তালাকের হারও বেশি রাজশাহীতে, যা ০.৬১ শতাংশ এবং দাম্পত্য বিচ্ছিন্ন ০.৩৭ শতাংশ মানুষ।

নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার মো. জহিরুল ইসলাম বলেন, সাংসারিক জটিলতার কারণে তালাকের পরিমাণটা বেশি হচ্ছে। বিয়েটাকে হালকা করে ফেলছে অনেকেই। পারিবারিক বন্ধন আগের মতো না থাকার ফলে বাড়ছে বিয়ে ও তালাকের সংখ্যা।

The post বিবাহ ও বিচ্ছেদ দুটোতেই এগিয়ে রাজশাহী first appeared on UK BANGLA.

The post বিবাহ ও বিচ্ছেদ দুটোতেই এগিয়ে রাজশাহী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/29/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f/feed/ 0
৪ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর https://ukbangla.live/2022/07/01/%e0%a7%aa-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25aa-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%25a5%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b8%25e0%25a6%259c%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/07/01/%e0%a7%aa-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf/#respond Fri, 01 Jul 2022 04:17:54 +0000 https://ukbangla.live/?p=11951 ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চারদিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি বলেন, আমদানি করা কিছু পচনশীল পণ্যের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভারতীয় মহিদপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৯ জুলাই […]

The post ৪ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর first appeared on UK BANGLA.

The post ৪ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর appeared first on UK BANGLA.

]]>
ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চারদিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।

তিনি বলেন, আমদানি করা কিছু পচনশীল পণ্যের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভারতীয় মহিদপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম চালু হবে।

The post ৪ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর first appeared on UK BANGLA.

The post ৪ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/01/%e0%a7%aa-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf/feed/ 0