বিশ্ব - UK BANGLA News Site Wed, 30 Nov 2022 08:21:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png বিশ্ব - UK BANGLA 32 32 টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8-%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%2582%25e0%25a6%25ac%25e0%25a6%25be-%25e0%25a6%259f%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81/#respond Wed, 30 Nov 2022 08:21:34 +0000 https://ukbangla.live/?p=18339 ২০১৮ সালের কথা। বিদ্যুৎ–চালিত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা তখন তাদের মডেল-থ্রি গাড়ির উৎপাদন বাড়ানো নিয়ে হিমশিম খাচ্ছিল। টেসলার প্রধান ইলন মাস্ক তখন কাজের চাপ সামলাতে প্রতিষ্ঠানটির কারখানার কনফারেন্স রুমে ঘুমাতে শুরু করেন। তিনি তখন বিনা নোটিশে কোম্পানির কর্মী এবং নির্বাহীদের বরখাস্ত করেছিলেন। ইলন মাস্ক কর্মীদের বারবার সতর্ক করছিলেন যে কোম্পানি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। সম্প্রতি মাস্কের […]

The post টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের first appeared on UK BANGLA.

The post টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের appeared first on UK BANGLA.

]]>
২০১৮ সালের কথা। বিদ্যুৎ–চালিত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা তখন তাদের মডেল-থ্রি গাড়ির উৎপাদন বাড়ানো নিয়ে হিমশিম খাচ্ছিল। টেসলার প্রধান ইলন মাস্ক তখন কাজের চাপ সামলাতে প্রতিষ্ঠানটির কারখানার কনফারেন্স রুমে ঘুমাতে শুরু করেন। তিনি তখন বিনা নোটিশে কোম্পানির কর্মী এবং নির্বাহীদের বরখাস্ত করেছিলেন। ইলন মাস্ক কর্মীদের বারবার সতর্ক করছিলেন যে কোম্পানি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে।

সম্প্রতি মাস্কের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান টুইটারে সেসব দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেছে। টুইটারের নতুন মালিক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাস্ক কোম্পানিটির পুনর্গঠনের কাজে বেশি সময় দিচ্ছেন। সান ফ্রান্সিসকোতে কোম্পানির বিভিন্ন কার্যালয়ে ঘুমাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পরই মাস্ক কোম্পানিটির কর্মী ছাঁটাই করেছেন, কর্মীদের কাজের ঘণ্টা বাড়িয়ে দিয়েছেন, দেউলিয়াত্বের ঝুঁকির কথা বলছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কর্মী ছাঁটাই, দেউলিয়াত্বের আশঙ্কা, কর্মীদের কঠোরভাবে কাজের নির্দেশ দেওয়া—এগুলো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের জন্য নতুন কিছু নয়। ইলন মাস্ক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা ও রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সে এসব নীতিমালা অনুসরণ করে আসছেন। শুধু টেসলা বা স্পেসএক্স নয়, নিজের মালিকানাধীন অন্য কোম্পানিগুলোতেও তাঁকে বারবার এসব কৌশল খাটাতে দেখা গেছে। সম্প্রতি তাঁর মালিকানায় আসা সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি টুইটারও এ থেকে বাদ যাচ্ছে না।

অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর পরই কোম্পানিটির পুনর্গঠনের কাজ শুরু করেন ইলন মাস্ক। এরপর কোম্পানির আর্থিক সংকটের কথা বলতে থাকেন। টুইটারের মালিকানা নেওয়ার এক সপ্তাহের মাথায় জনবলের প্রায় অর্ধেক অর্থাৎ ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করেন মাস্ক।

এখানেই শেষ নয়। মাস্ক কর্মীদের বলে দিয়েছেন হয় কঠোর পরিশ্রম করতে হবে, নয়তো কোম্পানি ছাড়তে হবে। কর্মীদের কাছে ইলন মাস্কের পাঠানো এক ই–মেইলে বলা হয়েছে, ‘সামনের রাস্তা কঠিন এবং সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে।’ তাঁর হুঁশিয়ারির পর কর্মীদের অনেকে পদত্যাগ করেছেন।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, টুইটারের আগের মালিকানায় কর্মীরা কথা বলা কিংবা কোম্পানির সমালোচনা করার ক্ষেত্রে যে স্বাধীনতা ভোগ করেছেন, তা এখন আর তাঁরা পাচ্ছেন না। এখন সমালোচনাকারী ব্যক্তিদের চাকরি হারাতে হচ্ছে।

অন্য কোম্পানিতে ইলন মাস্কের আচরণ যেমন
মাস্কের মালিকানাধীন কোম্পানিগুলোতে একটি প্রবণতা প্রায়ই দেখা যায়। তা হলো প্রায়ই মালিকপক্ষ থেকে হুঁশিয়ার করা হয় কোম্পানি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে।
কর্মীদের প্রতি বিরূপ আচরণের কারণে মাস্ককে বারবার মামলার মুখোমুখি হতে হয়েছে। গত জুনে টেসলার বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মী। তাঁরা বলেন, নেভাদা অঙ্গরাজ্যের স্পার্কস শহরে টেসলার গিগাফ্যাক্টরিতে তাঁরা কাজ করতেন। গত জুনে তাঁদের অপসারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, নেভাদায় টেসলার ওই কারখানার পাঁচ শতাধিক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কর্মীদের অভিযোগ, গণহারে কর্মীদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন মানেনি টেসলা। ফেডারেল আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের এভাবে চাকরিচ্যুত করতে চাইলে অন্তত ৬০ দিন আগে বিষয়টি তাঁদের জানাতে হবে। টেসলা সেটা না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন তাঁরা।

২০১৮ সালে টেসলার কর্মীদের নতুন এক গোপনীয় চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী টেসলার কর্মীদের গণমাধ্যমে কথা বলা নিষিদ্ধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন সংস্থা ন্যাশনাল লেবার বোর্ড (এসএলআরবি) ও চুক্তিটি নিয়ে আইনি চ্যালেঞ্জ জানায়। তাদের অভিযোগ ছিল, চুক্তিটি কর্মীদের অধিকার ক্ষুণ্ন করছে।

সাবেক এক স্পেসএক্স কর্মী ইলন মাস্কের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা নিউইয়র্ক টাইমসকে বলেন। ২০১৭ সালে মাস্ক বলেছিলেন, দুই সপ্তাহ অন্তর স্পেসএক্সকে রকেট উৎক্ষেপণ করতে হবে, না হলে কোম্পানি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়বে।

স্পেসএক্সের সাবেক ওই নির্বাহী মনে করেন, বিভিন্ন গ্রহে মানুষের বসতি স্থাপনের লক্ষ্য নিয়ে যে কোম্পানি পরিচালিত হচ্ছে, সেটি দেউলিয়াত্বের হুমকিতে আছে বলাটা আসলে কর্মীদের উদ্বুদ্ধ করার কৌশল ছিল। এরপর স্পেসএক্স সফলভাবে মহাকাশে অনেক রকেট পাঠিয়েছে। এগুলো আবার নিরাপদে পৃথিবীতে অবতরণও করেছে।

তবে এরপরও মাস্কের কণ্ঠে একই সুর শোনা গেছে। গত বছর এক টুইটার পোস্টে তিনি বলেন, যদি বিশ্বমন্দা দেখা দেয়, মূলধন সংকট হয়, তবে রকেট কোম্পানিটির দেউলিয়া হওয়া অসম্ভব কিছু নয়।

The post টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের first appeared on UK BANGLA.

The post টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81/feed/ 0
হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%a2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a4-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%2596-%25e0%25a6%25a2%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2596%25e0%25a6%25be-%25e0%25a6%25b0%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%a2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9/#respond Wed, 30 Nov 2022 07:36:20 +0000 https://ukbangla.live/?p=18331 দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার কাছে একটি উপকূলবর্তী প্রাচীন সমাধিস্থলে খনন চালিয়ে ৮০০-১২০০ বছরের পুরনো মমির সন্ধান পেয়েছেন দেশটির একদল প্রত্নতাত্ত্বিক। মৃতদেহটি ১৮-২২ বছর বয়সি একজন ব্যক্তির বলে মনে করা হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। মমিটি পুরুষের, নাকি নারীর তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। হাত দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছিল। […]

The post হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো first appeared on UK BANGLA.

The post হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার কাছে একটি উপকূলবর্তী প্রাচীন সমাধিস্থলে খনন চালিয়ে ৮০০-১২০০ বছরের পুরনো মমির সন্ধান পেয়েছেন দেশটির একদল প্রত্নতাত্ত্বিক। মৃতদেহটি ১৮-২২ বছর বয়সি একজন ব্যক্তির বলে মনে করা হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মমিটি পুরুষের, নাকি নারীর তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। হাত দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছিল। রাজধানী লিমা থেকে প্রায় ২৪ কিলোমিটার পূর্বে কাজামারকুইলার খননস্থলে প্রায় তিন মিটার (১০ ফুট) লম্বা এবং প্রায় ১.৪ মিটার গভীরতায় একটি সমাধি কক্ষে পাওয়া গেছে মমিটি। আশ্চর্যজনকভাবে, মমিটি দড়ি দিয়ে বাঁধা ছিল।

কাজামারকুইলা প্রকল্পের দায়িত্বে থাকা প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন এই সন্ধানটিকে অদ্ভুত এবং অনন্য বলেছেন। তিনি বলেন, “মমিটি কমপক্ষে ৮০০ বছরের পুরনো হবে। আমরা যখন প্রথম মমিটি আবিষ্কার করি, তখন দেখতে পাই সেটির হাত-পা ছিল গোটানো, শরীর দড়ি দিয়ে বাঁধা ও হাতের তালু দিয়ে মুখঢাকা। মনে হচ্ছে এই এলাকায় এক সময় এভাবেই মৃতদেহের সৎকার করা হতো।”

সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, মমির একপাশে একটি কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছে, যা কুকুরের বলে মনে হচ্ছে। কক্ষে ভুট্টা ও অন্যান্য সবজির চিহ্ন পাওয়া গেছে। কাজামারকুইলা ছিল একটি শহুরে কেন্দ্র, যেখানে একসময় ২০ হাজার লোকের বাসস্থান ছিল। শহরটি প্রায় ২০০ খ্রিস্টপূর্বাব্দে পথ চলা শুরু করেছিল।

The post হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো first appeared on UK BANGLA.

The post হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%a2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9/feed/ 0
ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ab/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a7%2581%25e0%25a6%259f%25e0%25a6%25ac%25e0%25a6%25b2-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa-%25e0%25a7%25aa%25e0%25a7%25a6%25e0%25a7%25a6-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a7%25ab https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ab/#respond Wed, 30 Nov 2022 07:17:23 +0000 https://ukbangla.live/?p=18328 বিশ্বকাপ ফুটবল-২০২২ এর আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আর সেই প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে গিয়ে ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা এবার স্বীকার করেছেন দেশটির কর্মকর্তারা। ফুটবল বিশ্বকাপের মতো বড় এই খেলার আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াদি এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন। তবে হতাহতের সংখ্যা কত তা সঠিক ভাবে জানাতে পারেননি […]

The post ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার first appeared on UK BANGLA.

The post ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার appeared first on UK BANGLA.

]]>
বিশ্বকাপ ফুটবল-২০২২ এর আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আর সেই প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে গিয়ে ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা এবার স্বীকার করেছেন দেশটির কর্মকর্তারা।

ফুটবল বিশ্বকাপের মতো বড় এই খেলার আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াদি এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন। তবে হতাহতের সংখ্যা কত তা সঠিক ভাবে জানাতে পারেননি তিনি।

যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগ্যানের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রবাসী শ্রমিকের মৃত্যুর সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংখ্যা ৪০০ থেকে ৫০০ জনের মধ্যে হবে। তবে একেবারে সঠিক তথ্য আমার জানা নেই।’ সোমবার তার ওই সাক্ষাৎকার সম্প্রচার করা হয়।

তিনি বলেন, ‘একজনের মৃত্যুই অনেক কিছু, এটি খুব স্বাভাবিক। প্রতিবছর আমাদের দিক থেকে আমরা স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়গুলোর উন্নতি করেছি। বিশেষ করে বিশ্বকাপ আয়োজনে আমরা যে জায়গাগুলোতে দায়বদ্ধ।

মঙ্গলবার কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির (এসসি) একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে কাতারজুড়ে সব কর্মস্থলের (৪১৪) সব খাতের ও সব কর্মীদের মৃত্যুর আলাদা পরিসংখ্যান রয়েছে।’

থাওয়াদির ওই সাক্ষাত্কারের পরে ফেয়ার স্কয়ারের অ্যাডভোকেসি গ্রুপের নিকোলাস ম্যাকগিহান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিডিয়া সাক্ষাত্কারের মাধ্যমে ঘোষণা করা অস্পষ্ট পরিসংখ্যান নয়, আমাদের সঠিক তথ্য ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত দরকার। ফিফা ও কাতারের কাছে এখনও অনেক প্রশ্নের উত্তর রয়েছে। কোথায়, কখন, এবং কীভাবে ওই শ্রমিকরা মারা গেছেন এবং তাদের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে কিনা এসব বিষয় নিয়ে তো প্রশ্ন আছেই।’

যদিও আয়োজনকারী কমিটি দেখিয়ে আসছে, ২০১৪ সালে টুর্নামেন্টের জন্য নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে অভিবাসী শ্রমিকদের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পে কাজ করার সময় তিন জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং কাজে না থাকা অবস্থায় মারা গেছেন ৩৭ জন।

২০২১ সালে গার্ডিয়ান একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে যেখানো হয়, ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা, এই পাঁচটি দেশ থেকে যাওয়া ৬ হাজার ৫০০ শ্রমিক মারা গেছে ২০১১ সালে দেশটি বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়ার পর থেকে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারবিষয়ক প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতিতে মারা যাওয়া শ্রমিকের সংখ্যাকে ঘিরে বিতর্ক এখনও জরম বাস্তবতাকে প্রকাশ করছে। শোকাহত পরিবারগুলো এখনও সত্য ও ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছে। গত এক দশকে, হাজার হাজার শ্রমিক কফিনে বাড়ি ফিরেছে, তাদের প্রিয়জনকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।’

সূত্র: দ্য গার্ডিয়ান

The post ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার first appeared on UK BANGLA.

The post ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ab/feed/ 0
খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য https://ukbangla.live/2022/11/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ad%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%259b%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae/#respond Wed, 30 Nov 2022 05:39:44 +0000 https://ukbangla.live/?p=18320 হত্যার শিকার হওয়ার ভয় ঢুকেছিল রোমান সম্রাট ও স্পেনের রাজা পঞ্চম চার্লসের মনে, একটি চিঠিতে ওই আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। ১৫৪৭ সালে সই করা ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর সম্রাটের চিঠিটির গোপন কোড বা সংকেত উদ্ধার করেছে ফ্রান্সের একদল গবেষক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। পঞ্চম চার্লসের ধারণা হয়েছিল, ইতালির কোনো হামলাকারী তাকে […]

The post খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য first appeared on UK BANGLA.

The post খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য appeared first on UK BANGLA.

]]>
হত্যার শিকার হওয়ার ভয় ঢুকেছিল রোমান সম্রাট ও স্পেনের রাজা পঞ্চম চার্লসের মনে, একটি চিঠিতে ওই আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।

১৫৪৭ সালে সই করা ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর সম্রাটের চিঠিটির গোপন কোড বা সংকেত উদ্ধার করেছে ফ্রান্সের একদল গবেষক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। পঞ্চম চার্লসের ধারণা হয়েছিল, ইতালির কোনো হামলাকারী তাকে হত্যা করতে পারেন।

ফ্রান্সের ন্যান্সিতে একটি নৈশভোজের আয়োজনে ২০১৯ সালে লরিয়ার ক্রিপ্টোগ্রাফার সিসিল পিয়েরট চিঠিটির অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন। এক পর্যায়ে ২০২১ সালে তা শহরের ঐতিহাসিক গ্রন্থাগারে খুঁজে পান তিনি।

সিসিল জানান, প্রথম ব্যাপারটি ছিল প্রতীকগুলোকে শ্রেণিবদ্ধ করা এবং নিদর্শনগুলোর সন্ধান করা। তবে এটি কেবল অক্ষরের প্রতিনিধিত্বকারী প্রতীক ছিল না। বিষয়টি আরও জটিল ছিল।

জ্যন ডে সেইন্ট মাউরিসের কাছে লেখা তিন পৃষ্ঠার চিঠিতে ৭০টি লাইন রয়েছে। এতে সংকেত ব্যবহার করা হয়েছিল ১২০টি। এই সাংকেতিক চিঠি সংরক্ষিত ছিল বহু বছর ধরে। ছয় মাসের চেষ্টা উদ্ধার হয়েছে এর অর্থ। পুরো চিঠিতে কি লেখা আছে তা এখনও প্রকাশ করা হয়নি। শুধু এর সারমর্ম জানানো হয়েছে।

পঞ্চম চার্লস তার প্রতিনিধিকে বেশ সতর্ক থাকতে বলেছিলেন বলে জানানো হয় এতে। চিঠির তথ্যানুযায়ী, পঞ্চম চার্লস একটি গুজব নিয়ে ভাবতেন। তার ধারণা ছিল একজন ইতালীয় সম্রাটকে হত্যার চেষ্টা করবেন।

ষোড়শ শতকে সম্রাট পঞ্চম চার্লস শাসন করেছেন ৪০ বছরেরও বেশি সময় ধরে। পশ্চিম ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সাম্রাজ্য।

The post খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য first appeared on UK BANGLA.

The post খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae/feed/ 0
সৌদি যুবরাজের কাছ থেকে রোলস-রয়েস উপহার পাচ্ছেন না ফুটবলাররা https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a6%25e0%25a6%25bf-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%259b-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a7%258b https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b/#respond Wed, 30 Nov 2022 04:06:25 +0000 https://ukbangla.live/?p=18301 গত সপ্তাহে খবর রটিয়েছিল, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি উপহার পাচ্ছেন সৌদি আরবের জাতীয় ফুটবল দলের সদস্যরা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ উপহার দেবেন। কিন্তু সৌদি রাজপরিবারের কাছ থেকে এমন কোনো উপহার পাচ্ছেন না দেশটির জাতীয় ফুটবল দলের সদস্যরা। সৌদি ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ড এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার […]

The post সৌদি যুবরাজের কাছ থেকে রোলস-রয়েস উপহার পাচ্ছেন না ফুটবলাররা first appeared on UK BANGLA.

The post সৌদি যুবরাজের কাছ থেকে রোলস-রয়েস উপহার পাচ্ছেন না ফুটবলাররা appeared first on UK BANGLA.

]]>
গত সপ্তাহে খবর রটিয়েছিল, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি উপহার পাচ্ছেন সৌদি আরবের জাতীয় ফুটবল দলের সদস্যরা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ উপহার দেবেন।

কিন্তু সৌদি রাজপরিবারের কাছ থেকে এমন কোনো উপহার পাচ্ছেন না দেশটির জাতীয় ফুটবল দলের সদস্যরা। সৌদি ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৮ নভেম্বর) গণমাধ্যমকর্মীরা হার্ভে রেনার্ডের কাছে রোলস-রয়েস উপহার পাওয়ার বিষয়টি সত্য কি না জানতে চেয়েছিলেন। জবাবে তিনি বলেন, তথ্যটি সত্য নয়, এখন কিছু পাওয়ার সময় নয়।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, হার্ভে রেনার্ড বলেছেন, সৌদি ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয় খেলা নিয়েই বেশি ভাবছে। এ মুহূর্তে দামী উপহার পাওয়াটা গুরুত্বপূর্ণ কিছু নয়।

রোলস রয়েস প্রসঙ্গে সৌদি ফুটবলার সালেহ আল শেহেরিও বলেছেন, বিষয়টি সত্যি নয়। আমরা এখানে এসেছি নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেশের হয়ে খেলতে। দেশের জন্য ভালো খেলাটাই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার।

২২ নভেম্বর কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় সৌদি আরব। দুর্দান্ত খেলে বিশ্বকে তাক লাগিয়ে দেয় মধ্যপ্রাচ্যের দেশটি।

সেদিন উৎসবে মেতে ওঠে পুরো সৌদি আরব। বিজয় উদ্‌যাপনে ২৩ নভেম্বর দেশটিতে ছুটি ঘোষণা করা হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ ছুটির প্রস্তাব দিলে, বাদশাহ সালমান তার অনুমোদন দেন।

পরে গুজব রটে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাতীয় ফুটবল দলের সদস্যদের বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি রোলস-রয়েস ব্র্যান্ডের গাড়ি উপহার দেবেন।

এদিকে, ফিফা র‌্যাংকিংয়ে ৫১ নম্বর দলের কাছে লিওলেন মেসিদের এমন পরাজয়কে বিশ্বকাপ ফুটবল ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে দাবি করছেন অনেকেই।

সূত্র: ডেইলি মেইল

The post সৌদি যুবরাজের কাছ থেকে রোলস-রয়েস উপহার পাচ্ছেন না ফুটবলাররা first appeared on UK BANGLA.

The post সৌদি যুবরাজের কাছ থেকে রোলস-রয়েস উপহার পাচ্ছেন না ফুটবলাররা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b/feed/ 0
আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b2-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b7%25e0%25a6%25a3-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/#respond Tue, 29 Nov 2022 07:50:15 +0000 https://ukbangla.live/?p=18294 ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভারসাম্য বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে নয়াদিল্লির অনন্য অবস্থানে, রাশিয়া ও পশ্চিমাদের বন্ধু হিসাবে, একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসাবে আবির্ভূত হতে পারে ভারত। গত ২৪ ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয় তখন দিল্লি ইউক্রেনে মানবিক সহায়তার হাত বাড়াতে দেরি করেনি। কিন্তু পরবর্তীতে ভারত জাতিসংঘে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানো থেকে […]

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত first appeared on UK BANGLA.

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভারসাম্য বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে নয়াদিল্লির অনন্য অবস্থানে, রাশিয়া ও পশ্চিমাদের বন্ধু হিসাবে, একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসাবে আবির্ভূত হতে পারে ভারত।

গত ২৪ ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয় তখন দিল্লি ইউক্রেনে মানবিক সহায়তার হাত বাড়াতে দেরি করেনি। কিন্তু পরবর্তীতে ভারত জাতিসংঘে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। একটি ভারসাম্যের নীতি অবলম্বন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন, যা ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে ধরা হয়।

গত নভেম্বরে ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, তিনি ‘অন্যান্যদের’ দাবি পূরণ করার চেষ্টা করছেন না। এখন ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি নিয়ে চলার কথাও উল্লেখ করেন তিনি।

কিন্তু যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য ঘাটতি ভারতকে রাশিয়ার প্রতি তার সীমাবদ্ধ অবস্থান পুনর্মূলায়ন করতে প্ররোচিত করেছিল।

উজবেকিস্তানের সমরখন্দে গত সেপ্টেম্বরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, ‘আমি জানি, আজকের যুগ যুদ্ধের যুগ নয় এবং আমি আপনার সঙ্গে এটা নিয়ে ফোনেও কথা বলেছি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক সপ্তাহ আগে বালিতে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে এই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি আরও বলেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতির উপায় সবাইকেই খুঁজতে হবে। সেই দায়িত্ব আজ আমাদের প্রত্যেকের ওপরই।’

নয়াদিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এর ফেলো বিবেক মিশ্রা আল-জাজিরাকে বলেন, ভারতের অবস্থান একটি পরিবর্তনের মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, ‘গত ১০ মাসে, আমরা যুদ্ধে ভারতের মধ্যস্থতার বর্ণচ্ছটা দেখেছি। নয়াদিল্লি পরোক্ষভাবে মস্কোকে বলেছিল যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে এটি আরও স্পষ্ট হয়ে ওঠে। আগামী বছরে থেকে, ভারত জি-২০-এর নেতৃত্ব দেওয়ার অর্থ, যুদ্ধ সমাপ্তিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে নয়াদিল্লির ভূমিকা আরও বেশি প্রাধান্য পাবে। এটি ভারতের নেতৃত্বের লক্ষণও ধরে নেওয়া যায়।’

আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত জি-২০-র সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে ভারত। বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।

জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনের একজন সহযোগী ফেলো জন-জোসেফ উইলকিন্স বলেন, ‘নতুন দায়িত্বগ্রহণের সঙ্গে ভারত সম্ভবত কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষায় মনোযোগ দেবে।’ তিনি আরও বলেন, ভারতের বিশ্বে একটি ভারসাম্যের পররাষ্ট্রনীতি বজায় রাখার ঐতিহ্য রয়েছে। কিন্তু এ বছর আমরা দেখছি দেশটির পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা সম্ভবত একটি অন্যন্য উচ্চতায় পৌঁছেছে। এর ফলে দিল্লির বিশ্বব্যাপী প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে ভারতের ক্রমবর্ধমান অবস্থান কি রাশিয়ার সঙ্গে চলমান বাণিজ্যকে প্রভাবিত করবে? ভ্লাদিমির পুতিন যুদ্ধ সম্পর্কে ভারতের সাম্প্রতিক উদ্বেগের কথা স্বীকার করেন এবং উজবেকিস্তান বৈঠকে মোদীকে আশ্বস্ত করেন মস্কো ‘যত তাড়াতাড়ি সম্ভব’ যুদ্ধ বন্ধ করার জন্য সবকিছু করবে। যদিও তিনি সংঘাত দীর্ঘায়িত হওয়ার জন্য ইউক্রেনকেই দায়ী করেন। তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে পুতিন বাণিজ্য সম্পর্ক জোরদার করে ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে আগ্রহী।

রুশ প্রেসিডেন্ট পুতিন নরেন্দ্র মোদীকে বলেন, ‘আমাদের বাণিজ্য বাড়ছে, ভারতীয় বাজারে, রাশিয়ার সারের অতিরিক্ত সরবরাহের জন্য ধন্যবাদ, যা আট গুণেরও বেশি বেড়েছে। আমি আশাবাদী এটি ভারতের কৃষিখাতের জন্য সহায়ক।’

উজবেকিস্তান আলোচনার আগে, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত দেনিস আলিপভ ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রশংসা করেন। মস্কোর সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, ‘২০২২ সালের প্রথমার্ধে, আমরা বাণিজ্যিক লেনদের প্রসার দেখেছি। জুলাই মাসে তা ১১ বিলিয়ন ডলারের আরও বেশি হয়েছে। ২০২৫ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের মাত্রা ৩০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জনের সম্ভাবনার কথাও বলেন তিনি।’

স্নায়ুযুদ্ধের পর থেকে ভারত ও রাশিয়ার মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। মস্কো এশিয়ার সবচেয়ে বড় অস্ত্র ও অপরিশোধিত তেল সরবরাহকারী হিসেবে এখনও বিদ্যমান। স্টকহোমের পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য বলছে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে, রাশিয়া ভারতে ৬০ শতাংশ অস্ত্র রপ্তানি করেছে। গত অক্টোবরে মস্কো অপরিশোধিত তেলের ২২ শতাংশ সরবরাহ করে দিল্লিকে। তবে ওআরএফের মিশ্রা বলেন, দিল্লির ক্রমবর্ধমান অবস্থান বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করার সম্ভাবনা কম।

একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভারতের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করতে চায়। তবে দিল্লির লক্ষ্য শুধু ইইউর সঙ্গে নয়, আগামী বছর যুক্তরাজ্য ও কানাডার সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে দেশটির। চলতি বছর অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতের।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ইউক্রেন যুদ্ধ বিশ্ব মঞ্চে ভারতের প্রাধান্য বাড়াতে ভূমিকা রেখেছে। কিন্তু মিশ্রা যুক্তি দিয়েছেন, এই তত্ত্ব ভারতের অর্জনকে ক্ষুণ্ন করে। তিনি বলেন, একটি স্থিতিশীল বাজার হিসেবে ভারতের সম্ভাবনা এটিকে প্ররোচিত করেছে। ভারতের অর্থনীতি সম্প্রতি ব্রিটিশ অর্থনীতিকে ছাড়িয়ে গেছে। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, পশ্চিমা ও রাশিয়ার মিত্র হিসেবে নয়াদিল্লির অনন্য অবস্থানের কারণে ইউক্রেন যুদ্ধ ভারতকে স্পটলাইটে নিয়ে এসেছে।

মিশ্রা আরও বলেন, যদিও ইউক্রেন- রাশিয়ার যুদ্ধ বন্ধের এখনও লক্ষণ নেই, তবে শান্তিপূর্ণ উপসংহারে পৌঁছার জন্য আলোচনা বেড়েছে। ‘সামগ্রিকভাবে, ভারত দুই পক্ষের মধ্যে ‘সেতু’ হয়ে থাকবে। তবে যুদ্ধের অবসান ঘটাতেও একটি ‘ভাল অবস্থানে’ থাকবে।

সূত্র: আল-জাজিরা

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত first appeared on UK BANGLA.

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
সহিংসতার নতুন ‘রেকর্ড’ যুক্তরাষ্ট্রে https://ukbangla.live/2022/11/29/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2582%25e0%25a6%25b8%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a1-%25e0%25a6%25af https://ukbangla.live/2022/11/29/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%af/#respond Tue, 29 Nov 2022 07:02:31 +0000 https://ukbangla.live/?p=18279 যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা এখন প্রায় নিয়মিত। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও প্রাণ ঝরছে গুলিতে। ফলে ভয় আর আতঙ্কই যেন হয়ে উঠছে মার্কিনিদের নিত্যসঙ্গী। অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা মার্কিন গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৬শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। সংস্থাটি বলছে, ২০২২ সাল হতে পারে যুক্তরাষ্ট্রে […]

The post সহিংসতার নতুন ‘রেকর্ড’ যুক্তরাষ্ট্রে first appeared on UK BANGLA.

The post সহিংসতার নতুন ‘রেকর্ড’ যুক্তরাষ্ট্রে appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা এখন প্রায় নিয়মিত। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও প্রাণ ঝরছে গুলিতে। ফলে ভয় আর আতঙ্কই যেন হয়ে উঠছে মার্কিনিদের নিত্যসঙ্গী। অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা মার্কিন গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৬শ’র বেশি মানুষ নিহত হয়েছেন। সংস্থাটি বলছে, ২০২২ সাল হতে পারে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনার দ্বিতীয় সর্বোচ্চ বছর।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যের বরাত দিয়ে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ বছরের ২২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬০৭টি বন্দুক হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তিন হাজার ১৭৯ জন। এর মধ্যে ৬৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি।

তবে গত বছর একই সময়ে এ সংখ্যা কিছুটা বেশি ছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬৯০টি বন্দুক হামলার ঘটনায় ৩ হাজার ২৬৭ জন গুলিবিদ্ধ হন। এতে নিহত হন ৬৪৫ জন। আর ২০২০ সালে ৬১০টি হামলায় ২ হাজার ৮৭৩ জন গুলিবিদ্ধ হন, মৃত্যু হয় ৪৬৩ জনের। চলতি বছর শেষ হতে আরও এক মাস বাকি থাকায়, ২০২২ সাল বন্দুক সহিংসতার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ বছরের তালিকায় নাম লেখাতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।

গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, বছরের এখন পর্যন্ত মোট দিনের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা অনেক বেশি। ২০১৯ সাল থেকেই এই প্রবণতা অব্যাহত রয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে মাত্র এক সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে বন্দুক সহিংসতায় ২৪ জন নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন।

এছাড়া ১-২২ নভেম্বর পর্যন্ত দেশটিতে অন্তত ৩২টি বন্দুক হামলা হয়েছে, যাতে গুলিবিদ্ধ হয়েছেন ১৭৭ জন। নিহত হয়েছেন ৪৩ জন। গত বছরের একই সময়ে ৩৬টি হামলায় ১৬০ জন গুলিবিদ্ধ ও ৩৪ জন নিহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রে লাগাতার বন্দুক সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন দেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে বেশ কয়েকটি দেশ। এ তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এমনকি ইসরাইলও।

অস্ট্রেলিয়া থেকে যারা যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী তাদের স্থানীয় নির্দেশনা ও নিয়মকানুন মেনে চলার তাগিদ দিয়েছে দেশটির সরকার। নিজ দেশের নাগরিকদের রাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে কানাডা সরকার। একই নির্দেশনা দিয়ে নির্জন এলাকায় একা চলাচল না করার পরামর্শ দিয়েছে ব্রিটেন সরকার।
পর্যটন খাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে জার্মানিও তার নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার কথা জানিয়েছে। একই পরামর্শ দিয়েছে জাপান, নিউজিল্যান্ড ও মেক্সিকো। এছাড়া দৃঢ় সম্পর্ক থাকা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ইসরাইল।

গত এপ্রিলে প্রকাশিত ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক প্রতিবেদনে বলা হয়, আইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার সুযোগ অনেকটা অবাধ হওয়ায় যুক্তরাষ্ট্রের ৩২ কোটি নাগরিকের হাতে রয়েছে ৩৯ কোটি আগ্নেয়াস্ত্র। বিভিন্ন সময়ে এসব আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠলেও অস্ত্র উৎপাদক ও ব্যবসায়ীদের চাপে তাতে কোনো কাজ হয়নি। উল্টো করোনা মহামারির মধ্যে বন্দুক সহিংসতা আরও বেড়ে যায়।

সিডিসি বলছে, ২০২০ সালে আগ্নেয়াস্ত্রের কারণে ১ থেকে ১৯ বছর বয়সী শিশুর মৃত্যু আগের বছরের চেয়ে ৩৩.৪ শতাংশ বৃদ্ধি পায়। বিগত বছরগুলোতে তরুণ আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ ছিল গাড়ি দুর্ঘটনা। এরপরই ছিল বন্দুক হামলা সংক্রান্ত মৃত্যু।

সিডিসির গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রে শিশু-কিশোরদের সার্বিক প্রাণহানির হার ২৯.৫ শতাংশ। গুলিতে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে হত্যার পাশাপাশি রয়েছে আত্মহত্যা, ‘অবহেলাজনিত’ ও ‘অনিচ্ছাকৃত’ মৃত্যু। এর আগে গত ফেব্রুয়ারিতে অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত পৃথক এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো আগ্নেয়াস্ত্র কিনেছেন যুক্তরাষ্ট্রের ৭৫ লাখ প্রাপ্তবয়স্ক নাগরিক, যা জনসংখ্যার ৩ শতাংশের মতো।

The post সহিংসতার নতুন ‘রেকর্ড’ যুক্তরাষ্ট্রে first appeared on UK BANGLA.

The post সহিংসতার নতুন ‘রেকর্ড’ যুক্তরাষ্ট্রে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%af/feed/ 0
মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%258f%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%ae/#respond Tue, 29 Nov 2022 05:39:39 +0000 https://ukbangla.live/?p=18270 আফ্রিকার পর ইউরোপ ও আমেরিকাতেও এবছর ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। এ নিয়ে সতর্কবার্তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এবার সংস্থাটি মাঙ্কিপক্স ভাইরাসের নতুন নাম ঘোষণা করলো। এই ভাইরাসটি এখন থেকে এমপক্স নামে পরিচিত হবে। মাঙ্কিপক্স নামটি বর্ণবাদী বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তনের দাবি করা হচ্ছিল। এই নামটি আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করা […]

The post মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
আফ্রিকার পর ইউরোপ ও আমেরিকাতেও এবছর ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। এ নিয়ে সতর্কবার্তা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এবার সংস্থাটি মাঙ্কিপক্স ভাইরাসের নতুন নাম ঘোষণা করলো। এই ভাইরাসটি এখন থেকে এমপক্স নামে পরিচিত হবে।

মাঙ্কিপক্স নামটি বর্ণবাদী বলে অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তনের দাবি করা হচ্ছিল। এই নামটি আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও দাবি করা হয়। অবশেষে ডব্লিউএইচও নাম পরিবর্তনের সিদ্ধান্তে পৌঁছালো।

ডব্লিউএইচও জানিয়েছে, এই রোগ এখন এমপক্স নামে পরিচিত হবে। তবে আপাতত সুবিধার জন্য দুটোই ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে মাঙ্কিপক্স শব্দটি বাদ দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিবৃতিতে জানায়, এ বছরের শুরুতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব প্রসারিত হচ্ছিল, তখন অনলাইনে এবং অন্যান্য মাধ্যমে বর্ণবাদী ও কলঙ্কজনক ভাষা পর্যবেক্ষণ করা হয় এবং এ নিয়ে রিপোর্টও করা হয়। গত আগস্টে, জাতিসংঘের সংস্থাটি মাঙ্কিপক্স সংক্রমণের জেরে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করার পরপরই নাম পরিবর্তনের বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা শুরু করে। বিশেষজ্ঞ, দেশ ও সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এখন এই রোগের নাম এমপক্স রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এই নামটি ইংরেজি ভাষাসহ অন্যান্য ভাষায়ও সহজেই ব্যবহার করা যাবে।

ডব্লিউএইচওর এ ঘোষণার বিষয়ে মন্তব্য করে, টেরেন্স হিগিন্স ট্রাস্টের সমতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির পরিচালক গ্লেন্দা বন্দে বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবার কথা শুনেছে এবং এখন এটি কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘কলঙ্ক এবং বৈষম্যকে চিরস্থায়ী করার ক্ষেত্রে ভাষার একটি বড় প্রভাব রয়েছে, এবং এমপক্স ব্যবহারের সিদ্ধান্ত সঠিক হয়েছে।’

১৯৫৮ সালে বিজ্ঞানীরা এই রোগটি প্রথম শনাক্ত করেন। তারা তখন গবেষণায় বানরদের মধ্যে ‘পক্স-সদৃশ’ রোগের অস্তিত্ব টের পান এবং পরে এটি মাঙ্কিপক্স নামকরণ হয়। মানব শরীরে এর সংক্রমণ ঘটে ১৯৭০ সালে। কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে একটি নয় বছর বয়সী ছেলের মধ্যে ঘটে এ সংক্রমণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতি বছর আফ্রিকার প্রায় ডজনখানেক দেশে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসে। বেশিরভাগই কঙ্গোতে, যেখানে বছরে প্রায় ছয় হাজার রোগী শনাক্তের রিপোর্ট পাওয়া যায় এবং নাইজেরিয়ায় এ সংখ্যা কমপক্ষে তিন হাজার।

এবছর যুক্তরাজ্যে এর সংক্রমণ হঠাৎই বেড়ে যায় এবং গত মে মাস থেকে ৩ হাজার ৭২০ জন মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়। দ্রুত টিকা কার্যক্রম চালু করায় ধনী দেশগুলোতে আক্রান্তের খবর পাওয়া গেলেও বেশিরভাগই রোগটিকে নিয়ন্ত্রণে এনেছে।

জ্বর, গায়ে ব্যথা, আকারে বড় বসন্তের মতো গায়ে গুটি বের হওয়াকে মাঙ্কিপক্সের উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়। মাঙ্কিপক্সের একটি রূপ এতটাই ভয়ংকর যে আক্রান্ত ব্যক্তিদের ১০ শতাংশ মারাও যেতে পারেন। তবে এ ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। বৈশিষ্ট্যের দিক থেকে এটি অনেকটা জল বসন্তের ভাইরাসের মতো। পশ্চিম ও মধ্য আফ্রিকার নিরক্ষীয় বনাঞ্চলে এ রোগের প্রাদুর্ভাব বেশি।

সূত্র: দ্য মিরর

The post মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্সের নতুন নাম এমপক্স: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%ae/feed/ 0
ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2585%25e0%25a6%25b8%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/#respond Tue, 29 Nov 2022 04:50:24 +0000 https://ukbangla.live/?p=18260 সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়া আসন্ন শীত মৌসুমে সাধারণ ইউক্রেনীয়দের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে অনেকটা একই অভিযোগ এনেছে সামরিক জোট ন্যাটো। জোটটির অভিযোগ, ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য […]

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো appeared first on UK BANGLA.

]]>
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়া আসন্ন শীত মৌসুমে সাধারণ ইউক্রেনীয়দের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে অনেকটা একই অভিযোগ এনেছে সামরিক জোট ন্যাটো। জোটটির অভিযোগ, ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সম্ভবত ইউক্রেনের পাওয়ার গ্রিড, গ্যাস অবকাঠামো এবং জনগণের জন্য মৌলিক পরিষেবাগুলোতে আক্রমণ চালিয়ে যাবে বলে সোমবার বলেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের সম্মেলনের আগে বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন শীত মৌসুমে প্রবেশ করছি, তখন ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য অবকাঠামোতে রাশিয়ার এই হামলা এটাই প্রমাণ করে যে, প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র হিসাবে শীতকে ব্যবহার করার চেষ্টা করছেন।’

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জোর দিয়ে বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তার সুবিধার জন্য শীত মৌসুম, তুষার এবং বরফকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং এটা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও।

বুখারেস্টে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকের প্রাক্কালে তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এখন শীতকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, এবং এটি ভয়াবহ। আর তাই আমাদের আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ কারণেই ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’

এর আগে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা গণহত্যার সমান বলে দাবি করেছিল ইউক্রেন। দেশটির দাবি, প্রধান প্রধান স্থাপনায় রাশিয়ার এই হামলা ‘সমগ্র ইউক্রেনীয় জাতিকে’ লক্ষ্য করে চালানো হয়েছে এবং এটি কিয়েভকে আত্মসমর্পণ করতে বাধ্য করার একটি প্রচেষ্টা।

সংবাদমাধ্যম বলছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

এর মধ্যে গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

বিবিসি বলছে, যুদ্ধ শুরুর পর সম্প্রতি ইউক্রেনে সবচেয়ে ভারী বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায়ও ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মূলত সম্মুখসারির যুদ্ধে ব্যর্থতার পর রাশিয়ার সাম্প্রতিক এসব হামলা একটি বিস্তৃত কৌশলের অংশ এবং শীত শুরু হওয়ার সাথে সাথে ইউক্রেনে রুশ এই কৌশলের প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হতে শুরু করেছে।

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন https://ukbangla.live/2022/11/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25b2%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580 https://ukbangla.live/2022/11/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/#respond Sat, 26 Nov 2022 06:53:09 +0000 https://ukbangla.live/?p=18209 ইউক্রেন যুদ্ধে লড়াইরত এবং কিছু নিহত রুশ সেনার মায়েদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। গতকাল শুক্রবার হওয়া ওই বৈঠকে তিনি তাঁদের সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইউক্রেনে পুতিনের অভিযান নিয়ে রাশিয়ায় ক্রমাগত তাঁর বিরোধিতা বাড়ছে। সেনাদের মায়েদের কেউ কেউ প্রকাশ্যে […]

The post ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন যুদ্ধে লড়াইরত এবং কিছু নিহত রুশ সেনার মায়েদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। গতকাল শুক্রবার হওয়া ওই বৈঠকে তিনি তাঁদের সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইউক্রেনে পুতিনের অভিযান নিয়ে রাশিয়ায় ক্রমাগত তাঁর বিরোধিতা বাড়ছে। সেনাদের মায়েদের কেউ কেউ প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাঁদের ছেলেদের সামান্য প্রশিক্ষণ দিয়েই যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হয়নি। শীতকালে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গরম কাপড়ও দেওয়া হয়নি।

এমন অবস্থায় গতকাল কয়েকজন সেনার মায়ের সঙ্গে বৈঠক করেন পুতিন। মস্কোর কাছে রুশ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে গতকাল বৈঠকটি হয়। ভিডিও ফুটেজে এদিন পুতিনকে ১৭ জন মায়ের সঙ্গে বসে কথা বলতে দেখা গেছে। ওই মায়েদের কেউ কেউ শোকের প্রতীক হিসেবে মাথায় কালো রঙের ওড়না জড়িয়ে রেখেছিলেন।
উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, ‘সন্তান হারানোর শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।’ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যটি প্রচার করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ওই সব মাকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের জানাতে চাই, ব্যক্তিগতভাবে আমি এবং দেশের সব নেতৃত্ব মিলে আমরা এ ব্যথা বোধ করতে পারছি।’ যুদ্ধে সন্তান হারানো একজন মাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কিছু মানুষ ভদকা খেয়ে মারা যান এবং অগোচরে জীবন কাটিয়ে দেন, কিন্তু আপনার ছেলে সত্যিকারের জীবন কাটিয়েছে এবং লক্ষ্য অর্জন করেছে। তার মৃত্যু বৃথা যাবে না।’ তিনি আরও বলেন, মাঝেমধ্যেই তিনি যুদ্ধক্ষেত্রে নিযুক্ত রুশ সেনাদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসব সেনাকে বীর বলে উল্লেখ করেন তিনি।

যুদ্ধ নিয়ে টিভি ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া ও বানোয়াট তথ্য বিশ্বাস না করার জন্য ওই সব নারীর প্রতি রুশ প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন।

বৈঠকটি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের পক্ষ থেকে আলোচ্য বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। সেখানে ওই সব নারীকে পুতিনপন্থী মুভমেন্টের অংশ বলে উল্লেখ করা হয়েছে। সমালোচকেরা বলছেন, ইচ্ছা করেই এ মায়েদের বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে।

ওই নারীরা রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। এর মধ্যে অন্তত একজন নারী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ঘোষিত লুহানস্ক প্রজাতন্ত্র থেকে এসেছেন। চলতি বছরের শুরুর দিকে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করে মস্কো।

শুক্রবারের বৈঠকে ক্রেমলিন–সমর্থিত অল রাশান পপুলার ফ্রন্টের এক সদস্য ছিলেন। রুশ সেনাদের জন্য মানবিক সহায়তা সংগ্রহকারী সংগঠন কমব্যাট ব্রাদারহুডের একজন সদস্যও সেখানে ছিলেন।

জ্যেষ্ঠ মার্কিন জেনারেল মার্ক মিলির ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধে প্রায় এক লাখ রুশ সেনা এবং এক লাখ ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন।

The post ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে লড়াইকারী সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে যা বললেন পুতিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/26/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/feed/ 0