রাজনীতি - UK BANGLA News Site Tue, 29 Nov 2022 05:35:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png রাজনীতি - UK BANGLA 32 32 ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? https://ukbangla.live/2022/11/28/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25a6-%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a7%2580-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/28/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/#respond Mon, 28 Nov 2022 06:50:14 +0000 https://ukbangla.live/?p=18236 বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচিত বিষয় হয়ে উঠেছে ১০ ডিসেম্বরের দিনটি। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি এ দিন তাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের ইতি টানবে ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে। ১০ ডিসেম্বরের এই সমাবেশে বিপুল লোকসমাগম করতে চায় বিএনপি। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকেও পাড়া-মহল্লায় সতর্ক প্রহরাসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হচ্ছে। গত […]

The post ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? first appeared on UK BANGLA.

The post ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচিত বিষয় হয়ে উঠেছে ১০ ডিসেম্বরের দিনটি। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি এ দিন তাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের ইতি টানবে ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে।

১০ ডিসেম্বরের এই সমাবেশে বিপুল লোকসমাগম করতে চায় বিএনপি। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকেও পাড়া-মহল্লায় সতর্ক প্রহরাসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হচ্ছে।

গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিএনপির বিভাগীয় সমাবেশে নেতা-কর্মীদের বিপুল সমাগম ঘটে, যা দলটির এত দিনকার রাজনৈতিক কর্মসূচিগুলোর তুলনায় ছিল ব্যতিক্রম। এরপর ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেটে ও ২৬ নভেম্বর কুমিল্লায় গণসমাবেশ করে বিএনপি। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশের পর ১০ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ।

দিনটি উপলক্ষে একদিকে বিএনপি নেতাদের হুঁশিয়ারি, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর বার্তায় আমানউল্লাহ আমান বলেন, ‘১০ ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে।’

এ সমাবেশকে ঘিরে রাজধানীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিসহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনায় দিনটি ভিন্ন মাত্রা পাচ্ছে। অনেকে রাজনৈতিক সংঘাতের শঙ্কাও করছেন। ফলে ১০ ডিসেম্বর এলেই ঢাকায় কী হতে যাচ্ছে, তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।

১০ ডিসেম্বর তারা কী করতে যাচ্ছেন, জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঢাকায় সমাবেশ হবে, যেমনটা হয়েছে চট্টগ্রামে, যেমনটা হয়েছে সিলেটে। বিস্তারিত পলিসির অন্তর্ভুক্ত। সময়মতো জানতে পারবেন।’

দলীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবে বিএনপি। সেখানে ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে বিএনপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বলেন, ‘সমাবেশ শান্তিপূর্ণভাবেই হবে। তবে ঢাকা দেশের মূল কেন্দ্র। তাই এটা নিয়ে আওয়াজও বেশি। আর বাকি বিভাগে জনস্রোত দেখে সরকার ভয় পেয়েছে। তাদের মন্ত্রী-আমলারাই এটাকে রণক্ষেত্র বানিয়ে তুলছে। তবে বাধা এলে বিএনপি বসে থাকবে না, পিছুও হটবে না।’

পাল্টাপাল্টি হুঁশিয়ারি
খালেদা জিয়ার নির্দেশে দেশ চলা সংক্রান্ত আমানউল্লাহ আমানের বক্তব্যের ধারাবাহিক সুর শোনা যায় দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কণ্ঠে। এ্যানি বলেন, ‘১০ ডিসেম্বর থেকেই সরকার আর কাজ করবে না। দেশ চলবে বিএনপির শীর্ষ নেতার কথায়।’

পরদিন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবে ‘আটলান্টিক মহাসাগরের’ মতো। এই সমাবেশে খালেদা জিয়া যাবেন।’

এর আগে গত ২ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপ শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, ‘চমক আছে সামনে।’

বিএনপি ও তার সমমনা দলের নেতাদের এসব বক্তব্যকে সামনে এনে কথা বলা শুরু করেন ক্ষমতাসীন দলের মন্ত্রী-নেতারা। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে সমাবেশ এবং পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় থাকার ঘোষণা দেয়া হয় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে।

‘১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে’ বলে হুঁশিয়ার করে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ৩১ অক্টেবর গাজীপুরে যুব মহিলা লীগের সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৪ নভেম্বর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে।’

৫ নভেম্বর রাজধানীর বাড্ডায় আরেক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে আর ছাড় দেয়া হবে না। ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান।’

৩১ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউতে এক সভায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে। আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ।’

আওয়ামী লীগের এমন কঠোর হুঁশিয়ারি প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, ‘কে কী বলল, সেটা এখন আমরা ভাবছি না, আমলে নিচ্ছি না। আমাদের আট বিভাগে ইতিমধ্যে সমাবেশ হয়ে গেছে। এগুলোতে আওয়ামী লীগ নানাভাবে বাধা দিয়েছে। গণপরিবহন বন্ধ করে দেয়া থেকে শুরু করে গ্রেপ্তার, মিথ্যা মামলাসহ সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু এসব উপেক্ষা করেই প্রতিটি বিভাগীয় সমাবেশে জনস্রোত দেখিয়েছি। ঢাকার সমাবেশের আগেও এমন নানা চাল চালতে পারেন। তবে সেসব উপেক্ষা করেই নয়াপল্টনে লাখো মানুষের সমাগম হবে।’

তবে ঢাকায় নয়াপল্টনে সমাবেশের অনুমোদন এখনো পায়নি দলটি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি চাইলে তাদের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি দেয়া হবে।

নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পেলে কী করবেন জানতে চাইলে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারকে সব কিছু বলে এসেছি। অনেক কিছু স্মরণ করিয়ে দিয়েছি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়ে আসছি। আশা করি সমাবেশের অনুমতি দিবেন। কোনো রাজনৈতিক দলের হুমকি, হুঁশিয়ারি আমরা তোয়াক্কা করি না।’

অনুমিত না পেলেও সমাবেশ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই অনুমতি দেবে। আমরা সমাবেশ করব। সমাবেশে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে, সে বিষয়ে পুলিশের সার্বিক সহযোগিতা চেয়েছি।’

The post ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? first appeared on UK BANGLA.

The post ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/feed/ 0
আওয়ামী লীগে ‘সম্মেলন যাত্রা’ শুরু হচ্ছে স্বাচিপ দিয়ে https://ukbangla.live/2022/11/25/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2580-%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/25/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be/#respond Fri, 25 Nov 2022 05:16:05 +0000 https://ukbangla.live/?p=18150 আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আজ। এ সম্মেলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগে সম্মেলনের যাত্রা শুরু হচ্ছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হবে। শুধু স্বাচিপের নয়, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের জাতীয় কাউন্সিলও অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক মাঠে। প্রায় সাত […]

The post আওয়ামী লীগে ‘সম্মেলন যাত্রা’ শুরু হচ্ছে স্বাচিপ দিয়ে first appeared on UK BANGLA.

The post আওয়ামী লীগে ‘সম্মেলন যাত্রা’ শুরু হচ্ছে স্বাচিপ দিয়ে appeared first on UK BANGLA.

]]>
আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আজ। এ সম্মেলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগে সম্মেলনের যাত্রা শুরু হচ্ছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হবে। শুধু স্বাচিপের নয়, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের জাতীয় কাউন্সিলও অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক মাঠে।

প্রায় সাত বছর পর স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এম এ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।

আজকের সম্মেলন ঘিরে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শীর্ষ পদে স্থান পেতে চিকিৎসকদের অনেকেই নিয়মিত আ.লীগের প্রভাবশালী রাজনীতিবিদ ও দলীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন।

স্বাচিপের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতাসীন দলের আরেক সহযোগী সংগঠন মহিলা লীগের সম্মেলন আগামীকাল ২৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। প্রায় ২০ হাজার মহিলা নেত্রী সম্মেলনে অংশ নেবেন সারা দেশ থেকে। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৮ ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার সম্মেলন ২ ডিসেম্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলন আগামী ৩ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের জাতীয় সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর।

আর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর (শনিবার)। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা বিবেচনায় নিয়ে জাঁকজমক আয়োজনের পরিবর্তে সাদামাটাভাবে সম্মেলন করবে ক্ষমতাসীন দলটি। এছাড়া প্রতিবার দুদিনব্যাপী হলেও এবার সোহরাওয়ার্দী উদ্যানে একদিনেই শেষ হবে সম্মেলন। সকালে উদ্বোধনী অনুষ্ঠান, বিকালে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

The post আওয়ামী লীগে ‘সম্মেলন যাত্রা’ শুরু হচ্ছে স্বাচিপ দিয়ে first appeared on UK BANGLA.

The post আওয়ামী লীগে ‘সম্মেলন যাত্রা’ শুরু হচ্ছে স্বাচিপ দিয়ে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a6%af%e0%a6%be/feed/ 0
গণসমাবেশের পর বিএনপির কর্মসূচি কী, জানালেন নেতারা https://ukbangla.live/2022/11/21/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25a3%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/21/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/#respond Mon, 21 Nov 2022 05:04:08 +0000 https://ukbangla.live/?p=18007 বিভাগীয় সমাবেশ শেষে আগামী মাসে বিএনপি আন্দোলনের গতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি গণমাধ্যমকে এমনটি জানান এ দুই নেতা। তাদের দাবি, এসব কর্মসূচি থেকে সরকার পতনের বার্তা দিয়েছেন জনগণ। এবার জাতীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। আন্দোলনের গতি কোন […]

The post গণসমাবেশের পর বিএনপির কর্মসূচি কী, জানালেন নেতারা first appeared on UK BANGLA.

The post গণসমাবেশের পর বিএনপির কর্মসূচি কী, জানালেন নেতারা appeared first on UK BANGLA.

]]>
বিভাগীয় সমাবেশ শেষে আগামী মাসে বিএনপি আন্দোলনের গতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি গণমাধ্যমকে এমনটি জানান এ দুই নেতা।

তাদের দাবি, এসব কর্মসূচি থেকে সরকার পতনের বার্তা দিয়েছেন জনগণ। এবার জাতীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

আন্দোলনের গতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে প্রশ্ন ছিল দলের নেতাদের কাছে। এমন প্রশ্নের জবাবে তারা জানান, ১০ ডিসেম্বর লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা জানান, সরকার পতনের এক দফা লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি আরও কঠোর হতে পারে।

এসব বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এ সম্মেলনগুলো সরকারকে বার্তা দিয়েছে যে, তোমরা ক্ষমতা ত্যাগ কর। ফসল ঘরে কেটে না আনা পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না।’

টুকু আরও বলেন, আমাদের আন্দোলনের রূপটা পরিবর্তন হবে; তবে সেটা শান্তিপূর্ণভাবে। মহাসচিব ঘোষণা করবেন কী রূপে হবে আন্দোলন। এখন আমরা জাতীয়ভাবে কী প্রোগ্রাম দেবো, সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।

এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে বিপ্লবে রূপ নিয়েছে। সমাবেশে যে জনগণ সমবেত হচ্ছে, এটিই বড় সফলতা।

খসরু আরও বলেন, কঠোরতা তো নির্ভর করবে আন্দোলনের গতি-প্রকৃতির ওপর। আন্দোলন তার গতি-প্রকৃতি নিজেই বেছে নেয়; অবস্থার পরিপ্রেক্ষিতে নেতারা সিদ্ধান্ত নেয়। যুগপৎ আন্দোলনে নেমেছি, আমাদের লক্ষ্য একটাই – সরকার পতন।

এছাড়া আগামী ১০ ডিসেম্বর থেকেই সরকারবিরোধী সব দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের সূচনা হতে পারে বলে মনে করেন দলটির অনেক নেতা।

এরই মধ্যে ১০টি বিভাগীয় সমাবেশের মধ্যে ৬টি সম্পন্ন করেছে দলটি। এককভাবে কর্মসূচি পালন করে নিজেদের শক্তির জানান দেয়া হচ্ছে বলে দাবি করছেন নেতারা। বিএনপি নেতারা বলছেন, জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না; বিভাগীয় সমাবেশে গণজোয়ার দেখে এমন বার্তা মিলেছে।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান এক সমাবেশে বলেছিলেন, আগামী ১০ ডিসেম্বরের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় দেশ চলবে। তাই বিএনপির ডেটলাইন ১০ ডিসেম্বর যত সামনে আসছে, ততই উত্তাপ বাড়ছে রাজনীতিতে। ওইদিন কী হবে, বিএনপি কী করবে, সেদিকে নজর এখন রাজনৈতিক মহলসহ সর্বসাধারণের।

The post গণসমাবেশের পর বিএনপির কর্মসূচি কী, জানালেন নেতারা first appeared on UK BANGLA.

The post গণসমাবেশের পর বিএনপির কর্মসূচি কী, জানালেন নেতারা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/21/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/feed/ 0
বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25b6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2581-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%2596 https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96/#respond Fri, 18 Nov 2022 09:17:55 +0000 https://ukbangla.live/?p=17935 বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যার জন্য এতো ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনা বেঁচে আছেন এবং এত চক্রান্তের পরও ক্ষমতায় আছেন, এটাই বিএনপির অন্তর্জ্বালা। শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের বক্তব্য […]

The post বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের first appeared on UK BANGLA.

The post বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের appeared first on UK BANGLA.

]]>
বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যার জন্য এতো ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনা বেঁচে আছেন এবং এত চক্রান্তের পরও ক্ষমতায় আছেন, এটাই বিএনপির অন্তর্জ্বালা।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের বক্তব্য দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। বারবার হত্যার চক্রান্তের পরও মাথা নত করেননি শেখ হাসিনা।

শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা নির্বাচনে টের পাবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর নিয়ে এখন আবার বিএনপির ডিফেন্সিভ মুড কেন? মনে হয় এই তো ক্ষমতায় এসে যাবো- এমন একটা ভাব ছিল! এখন সে ভাব কোথায় গেল? বলেছিল বিজয় মিছিল করবে ঢাকায়। এখন ভিন্ন সুর। জানি না এটা আবার কোন কৌশল!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখে রক্ষণাত্মক, কিন্তু অন্তরে আক্রমণাত্মক শোডাউন। কাজেই আমরা প্রস্তুত আছি। খেলা হবে, ডিসেম্বরেই খেলা হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক বিশ্বাসঘাতকতা না করলে খুনিদের সাহস হতো না সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার।

ওবায়দুল কাদের বলেন, পলাশীর মীরজাফরের মতো ৭৫-এর মোশতাকও তিন মাস ক্ষমতায় থাকতে পারেনি। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

তিনি বলেন, জিয়া খুনিদের বিদেশে পাঠিয়েছে, পুরস্কৃত করেছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে বড় অপরাধ করেছে ইমডেমনিটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এর জবাব বিএনপি নেতারা দিতে পারেন না। প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি, তাদের নেতা জিয়া এর সূচনা করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল এখন বলছেন দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্র-চক্রান্তেও দেশ অনিশ্চয়তার দিকে যাবে না; বরং বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।’

The post বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের first appeared on UK BANGLA.

The post বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96/feed/ 0
ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর https://ukbangla.live/2022/11/17/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a7%ae-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25a8-%25e0%25a7%25ae-%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/11/17/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a7%ae-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/#respond Thu, 17 Nov 2022 03:09:42 +0000 https://ukbangla.live/?p=17867 আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এর আগে ৩ ডিসেম্বর এ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারিত হয়েছে। জানা গেছে, […]

The post ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর first appeared on UK BANGLA.

The post ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর appeared first on UK BANGLA.

]]>
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এর আগে ৩ ডিসেম্বর এ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারিত হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন। ৩ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এ কারণে ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনে অংশ নেয়া সম্ভব হবে না। এ জন্য সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে ছাত্রলীগকে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন।

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। একই স্থানে ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগ, ৮ ডিসেম্বর ছাত্রলীগ ও ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন হবে।

The post ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর first appeared on UK BANGLA.

The post ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/17/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a7%ae-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/feed/ 0
সিলেট আ.লীগ নেতাদের তলব প্রধানমন্ত্রীর https://ukbangla.live/2022/11/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f-%25e0%25a6%2586-%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%2597-%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a4%25e0%25a6%25b2%25e0%25a6%25ac-%25e0%25a6%25aa%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d/#respond Tue, 15 Nov 2022 03:32:48 +0000 https://ukbangla.live/?p=17814 সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঢাকায় জরুরি তলব করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সিলেট জেলা ও মহানগরীর অন্তর্ভুক্ত শাখা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব-সংঘাতের প্রেক্ষাপটে চার নেতাকে গণভবনে তলব করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারা। এ ব্যাপারে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক […]

The post সিলেট আ.লীগ নেতাদের তলব প্রধানমন্ত্রীর first appeared on UK BANGLA.

The post সিলেট আ.লীগ নেতাদের তলব প্রধানমন্ত্রীর appeared first on UK BANGLA.

]]>
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঢাকায় জরুরি তলব করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সিলেট জেলা ও মহানগরীর অন্তর্ভুক্ত শাখা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব-সংঘাতের প্রেক্ষাপটে চার নেতাকে গণভবনে তলব করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারা।

এ ব্যাপারে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য তাদের ডাকা হয়েছে। দলের ঐক্য প্রয়োজন। সামনে জাতীয় সম্মেলন রয়েছে। সে বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন যুগান্তরকে ঢাকায় জরুরি তলবের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ বেলা ১১টায় তাদের দেখা করতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা জানায়, সিলেটে কমিটি গঠন নিয়ে সংঘাতের ঘটনা ঘটছে। এ ছাড়া সংবাদ সম্মেলন করে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন পদবঞ্চিতরা। এই দ্বিধাবিভক্তি এমন সময় প্রকাশ্যে এসেছে যখন বিএনপি সিলেটে বড় ধরনের জমায়েতের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় বিশৃঙ্খলার লাগাম টেনে ধরতেই জরুরিভাবে চার নেতাকে ঢাকায় তলব করা হয়েছে।

এদিকে সিলেট জেলা ও মহানগর নেতারা দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য অনেক আগেই তারা আবেদন করেছিলেন। হঠাৎ সোমবার সন্ধ্যায় তাদের ঢাকায় যেতে বলা হয়েছে। সন্ধ্যায় শফিকুর রহমান চৌধুরী জানান, সাংগঠনিক বিষয়ে নির্দেশনার প্রত্যাশায় তারা ঢাকায় যাচ্ছেন। রাতেই বিমানে তারা ঢাকায় পৌঁছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় সিলেটের শীর্ষ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকে বসার কথা রয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, মনে হয় জরুরি তলবের কারণ সম্পূর্ণ ভিন্ন। আমার মনে হচ্ছে-উদ্ভূত সার্বিক পরিস্থিতির কারণেই তলব করা হয়েছে। সুনামগঞ্জের দিরাই সম্মেলনে দলের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের আক্রান্ত হওয়া, হতাহতের ঘটনায় সংগঠনের সবাই ক্ষুব্ধ। এ নিয়ে হাইকমান্ড উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। তিনি বলেন, শুধু সুনামগঞ্জ নয়, পুরো বিভাগের ব্যাপারেই নির্দেশনা থাকতে পারে দলীয় সভাপতির। দলীয় প্রধান যখন ডেকেছেন, সাক্ষাৎ যখন হচ্ছে তখন সাংগঠনিক বিষয়ে সিলেটসহ পুরো বিভাগের বিষয়ে অবতারণা করতেই পারেন। চলমান পরিস্থিতিতে তার নির্দেশনা খুবই জরুরি।

জানা গেছে, উপজেলা কমিটি গঠন নিয়ে সম্প্রতি সিলেট জেলা কমিটির নেতারা সমালোচনার মুখে পড়েন। ওয়ার্ড কমিটি গঠন করতে গিয়ে চরম তোপের মুখে পড়েন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। ক’দিন পরপর মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদককে তৃণমূল নেতাকর্মীরা তুলোধনা করছেন। ফলে মহানগরীর পরিধি বৃদ্ধির পর নতুন ১৫ ওয়ার্ডে কমিটি গঠন নিয়ে ফের জাকিরকে ঘিরে বিদ্রোহের আশঙ্কা করছেন দলের নেতারা। আওয়ামী লীগের সভায়ও অধ্যাপক জাকিরের তীব্র সমালোচনা করা হয়।

সিলেট সিটি করপোরেশনের পরিধি বর্ধিত হওয়ায় মহানগর আওয়ামী লীগ নতুন ১৫ ওয়ার্ডে কমিটি গঠনের উদ্যোগ নেয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকমণ্ডলী বিশেষ সভায় বসে। তারা ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেন। আগ্রহীদের রাজনৈতিক জীবনবৃত্তান্তসহ আগামী ১০ দিনের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

জানতে চাইলে অধ্যাপক জাকির হোসেন বলেন, মহানগরীর ১২টি কমিটি হয়েছিল। এর মধ্যে ৩-৪টি ছাড়া অন্য কমিটিগুলোরও মেয়াদ শেষ। তাই মহানগরীর বর্ধিত এলাকাসহ মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর স্থলে নতুন কমিটি শিগগিরই করা হবে। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমিটি করার সব চেষ্টা চলছে। গঠন করে দেওয়া হয়েছে সাংগঠনিক কমিটিও।

সিলেটে তৃণমূল কমিটি গঠনের শুরু থেকে নানা প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হয়েছে আওয়ামী লীগকে। কমিটি গঠন নিয়ে সমালোচনা, বিক্ষোভ, বিদ্রোহ তো আছেই। কোথাও কোথাও নেতাকর্মীরা হামলার শিকারও হয়েছে। হতাহতের ঘটনাও ঘটছে।

সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষে একজন মারা গেছেন। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন। এই সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পক্ষের দাবি-অসুস্থতার কারণে আজমল হোসেন চৌধুরীর আকস্মিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চরম উদ্বিগ্ন দলের হাইকমান্ড। এমন প্রেক্ষাপটে আগামীকাল সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেও দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে অপ্রীতিকর ঘটনার। দু’পক্ষের একদিকে রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের অনুসারীরা এবং অপরদিকে প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডনের অনুসারীরা রয়েছেন।

প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি তলবের খবর পৌঁছানোর পর অনেকটা হুড়োহুড়ি শুরু হয়েছে দলবাজ, গ্রুপিংয়ে জড়ানো সিলেটের নেতাদের মধ্যে। দলীয় সভাপতি শেখ হাসিনা চার নেতাকে এক দিনেরও কম সময়ের নোটিশে ঢাকায় ডেকেছেন। বিষয়টি ইতিবাচক নয় বলেই মনে করছেন সিলেটের আওয়ামী লীগের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এসব আওয়ামী লীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিষয়ে খোঁজ-খবর রাখেন। পরিস্থিতি অনুকূলে নয় বলেই তিনি জেলা ও মহানগরের চার নেতাকে জরুরিভাবে ঢাকায় তলব করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী তাকে শপথ পড়িয়েছেন। ঢাকা থেকে ফেরার আগেই দলীয় প্রধানের জরুরি তলবের খবর পেয়ে তিনি ঢাকায় থেকে যান। সোমবার রাতে কথা বলার জন্য নাসির উদ্দিন খানকে ফোন করা হয়। ফোন রিসিভ করেই তিনি তাড়াহুড়োর মধ্যে সংক্ষিপ্ত কথা শেষ করেন।

মঞ্চে না তোলার সাহস সুনামগঞ্জের কারও নেই : আমাকে মঞ্চে উঠতে দেবে না এমন কোনো নেতা সুনামগঞ্জে এখনো পয়দা হয়নি। সুনামগঞ্জ জেলা পরিষদে দলীয় মনোনয়ন প্রতীক না পাওয়ায় বিদ্রোহ করে নির্বাচনে জয়ী হন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নুরুল হুদা মুকুট। মুকুট সোমবার প্রধানমন্ত্রীর কাছে শপথ নেওয়ার পর রাতে বলেন, দিরাইয়ে ত্যাগীদের বাদ দিয়ে হাইব্রিডদের নিয়ে সম্মেলন করায় এমন ঘটনা ঘটেছে। অসৎ উদ্দেশ্যে আমার শপথের দিনে সম্মেলনের আয়োজন করেছে। দলের বিদ্রোহী বলে আমাকে মঞ্চে না তোলা, অতিথি না করার কথা হাইব্রিডরা বাজারে রটিয়েছে। আমি চ্যালেঞ্জ দিলাম আমাকে মঞ্চে উঠতে দেবে না এমন কোনো নেতা সুনামগঞ্জে এখনো পয়দা হয়নি। তিনি বলেন, হাইব্রিডরা হাওয়ায় থাকে, হাওয়ায় চলে। দল ক্ষমতায় না থাকলে একজন আমেরিকা চলে যাবেন, আরেকজন ঢাকায় গিয়ে কোট পরে চুপ করে বসে থাকবেন। তাদের নিয়ে আওয়ামী লীগের রাজনীতি চলে না।

The post সিলেট আ.লীগ নেতাদের তলব প্রধানমন্ত্রীর first appeared on UK BANGLA.

The post সিলেট আ.লীগ নেতাদের তলব প্রধানমন্ত্রীর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/15/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
সাবেক আমলাদের সঙ্গে বিএনপির বৈঠক, মুখ খুললেন না কেউ https://ukbangla.live/2022/11/12/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%2595-%25e0%25a6%2586%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/11/12/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8/#respond Sat, 12 Nov 2022 06:52:33 +0000 https://ukbangla.live/?p=17724 সাবেক আমলাদের সঙ্গে বৈঠক করে নিজেদের দূরত্ব ঘুচানোর চেষ্টা করছে বিএনপি। এরই অংশ হিসেবে বেশ কয়েকজন সাবেক আমলা ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এদিকে বিএনপির মিডিয়া […]

The post সাবেক আমলাদের সঙ্গে বিএনপির বৈঠক, মুখ খুললেন না কেউ first appeared on UK BANGLA.

The post সাবেক আমলাদের সঙ্গে বিএনপির বৈঠক, মুখ খুললেন না কেউ appeared first on UK BANGLA.

]]>
সাবেক আমলাদের সঙ্গে বৈঠক করে নিজেদের দূরত্ব ঘুচানোর চেষ্টা করছে বিএনপি। এরই অংশ হিসেবে বেশ কয়েকজন সাবেক আমলা ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বৈঠক সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, এ ধরনের অনানুষ্ঠানিক বৈঠক নিয়মিত হয়।

বৈঠকে উপস্থিত সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, আমরা অনেকে এক সঙ্গে হই না। তাই অনেকদিন পর এক অপরের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। আর কিছু নয়। করোনার কারণে দীর্ঘদিন আমাদের নিজেদের মাঝে একটি গ্যাপ সৃষ্টি হয়েছিল, বৈঠকের মাধ্যমে এ গ্যাপ পূরণ করা।

বৈঠকে উপস্থিত আরেক সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার বলেন, আমরা অনেকদিন পর আমাদের ব্যাচের কলিগদের সঙ্গে মিলিত হয়েছি। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হলে গণমাধ্যমকে আমরা জানাতাম। আমাদের নিজস্ব এ বৈঠকে আমরা সাবেক আমলা ছাড়া কাউকেই বলিনি।

জানা গেছে, আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান। এসময় তিনি তাদের সঙ্গে চলমান বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তবে বৈঠক শেষে বের হয়ে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেতে রাজি হননি।

The post সাবেক আমলাদের সঙ্গে বিএনপির বৈঠক, মুখ খুললেন না কেউ first appeared on UK BANGLA.

The post সাবেক আমলাদের সঙ্গে বিএনপির বৈঠক, মুখ খুললেন না কেউ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/12/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8/feed/ 0
আইএমএফের ঋণ নেব, কঠিন শর্তে নয়: কাদের https://ukbangla.live/2022/11/09/%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%2587%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%258f%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%258b%25e0%25a6%25a3-%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25ac-%25e0%25a6%2595%25e0%25a6%25a0%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%25b6%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/11/09/%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/#respond Wed, 09 Nov 2022 06:52:12 +0000 https://ukbangla.live/?p=17593 সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ চাইলেও সংস্থাটির কঠিন শর্ত মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ঋণ নেব। কঠিন শর্ত মেনে নেব না। যেটা যৌক্তিক সেটাই হবে।’ বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের পরিপ্রেক্ষিতে অর্থনীতিতে […]

The post আইএমএফের ঋণ নেব, কঠিন শর্তে নয়: কাদের first appeared on UK BANGLA.

The post আইএমএফের ঋণ নেব, কঠিন শর্তে নয়: কাদের appeared first on UK BANGLA.

]]>
সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ চাইলেও সংস্থাটির কঠিন শর্ত মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ঋণ নেব। কঠিন শর্ত মেনে নেব না। যেটা যৌক্তিক সেটাই হবে।’

বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের পরিপ্রেক্ষিতে অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ওয়াশিংটনভিত্তিক ঋণদানকারী সংস্থা আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার বেশি।

এ বিষয়ে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। তারই অংশ হিসেবে ঋণ দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করতে আইএমএফের দক্ষিণ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল গত ২৬ অক্টোবর ঢাকায় আসে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ঋণের টাকা পেলে বৈদেশিক লেনদেনের ভারসাম্য, বাজেট সহায়তা ও জলবায়ুর প্রভাব মোকাবিলায় ব্যয় করা হবে।

আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে সরকারের চলমান আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে শেষে হচ্ছে তাদের এই সফর।

ঋণের শর্ত নিয়ে টানা ১৫ দিন সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে দর-কষাকষির পর বুধবার একটি বিৃবতি দেয়ার কথা সফররত আইএমএফ মিশনের। সফরের আগের দিন মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন আইএমএফ কর্মকর্তারা।

বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে শেষ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে আইএমএফ প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খানসহ অর্থ বিভাগের নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিতি থাকবেন।

The post আইএমএফের ঋণ নেব, কঠিন শর্তে নয়: কাদের first appeared on UK BANGLA.

The post আইএমএফের ঋণ নেব, কঠিন শর্তে নয়: কাদের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8b%e0%a6%a3-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর https://ukbangla.live/2022/11/05/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25a8-%25e0%25a7%25a9-%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/11/05/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/#respond Sat, 05 Nov 2022 05:39:43 +0000 https://ukbangla.live/?p=17446 ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ মে। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও […]

The post ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর first appeared on UK BANGLA.

The post ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর appeared first on UK BANGLA.

]]>
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ মে। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। হিসাব অনুযায়ী- ২০২০ সালের ১০ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা।

তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একবছর পর শোভন-রব্বানীকে সরিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন বছরের বেশি সময় তারা ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহান খান বলেন, দীর্ঘদিন পর হলেও নতুন সম্মেলনের তারিখ আসায় আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার প্রতি আমরা কৃতজ্ঞ।

The post ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর first appeared on UK BANGLA.

The post ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/05/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8-%e0%a7%a9-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/feed/ 0
বিএনপির সমাবেশ ঘিরে বিচ্ছিন্ন বরিশাল https://ukbangla.live/2022/11/04/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6-%25e0%25a6%2598%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%259a%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/04/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d/#respond Fri, 04 Nov 2022 06:10:05 +0000 https://ukbangla.live/?p=17420 চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনার পর আগামীকাল শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এদিকে বিএনপির এই সমাবেশের আগে সব ধরনের গণপরিবহন ও লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়েছে বরিশাল। আগের বিভাগীয় সমাবেশগুলোর অভিজ্ঞতায় এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার সমাবেশ হলেও সেজন্য আগেই বৃহস্পতিবার দিবাগত রাতেই সমাবেশস্থলে […]

The post বিএনপির সমাবেশ ঘিরে বিচ্ছিন্ন বরিশাল first appeared on UK BANGLA.

The post বিএনপির সমাবেশ ঘিরে বিচ্ছিন্ন বরিশাল appeared first on UK BANGLA.

]]>
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনার পর আগামীকাল শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এদিকে বিএনপির এই সমাবেশের আগে সব ধরনের গণপরিবহন ও লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়েছে বরিশাল।

আগের বিভাগীয় সমাবেশগুলোর অভিজ্ঞতায় এমন পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার সমাবেশ হলেও সেজন্য আগেই বৃহস্পতিবার দিবাগত রাতেই সমাবেশস্থলে পৌঁছেছেন বহু নেতাকর্মী। মাটিতে ত্রিপল আর বস্তা বিছিয়ে রাত কাটিয়েছেন তারা।

পরিবহন ধর্মঘটের ডাকার পর বিভাগের বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে যোগদানের জন্য উপযুক্ত সময় ছিল বৃহস্পতিবার। এই দিন কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন পরিবহনে করে বঙ্গবন্ধু উদ্যানে এসে উপস্থিত হন।

ভোলার বিএনপি কর্মী মোস্তফা বলেন, ভোলা থেকেই কয়েকশ মানুষ এখানে আছি। আমাদের উপজেলার নেতারা আমাদের খাওয়াচ্ছেন। ট্রলার ভাড়া দিয়েছেন। কাউখালীর আরেক যুবদল কর্মী রাসেল আকন বলেন, আমাদের জন্য নেতারা পর্যাপ্ত কম্বলের ব্যবস্থা করেছেন। কিন্তু যত মানুষ সবাইকে কম্বল দেওয়া সম্ভব হয়নি। এতে অনেকেই কষ্ট করছেন।

ছাত্রদলকর্মী রায়হান বলেন, আমরা গলাচিপা থেকে এক সঙ্গে এক হাজারের বেশি মানুষ এসেছি।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মাইনকা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন সিকদার বলেন, অসম্ভব দুর্ভোগ-দুর্দশা সহ্য করে সমাবেশস্থলে এসেছি। সরকার সব বন্ধ করে দিয়েছে। আমরা ট্রলার ভাড়া করে কয়েক হাজার মানুষ এসেছি। এতো কষ্ট করছি শুধু ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। ১৫ বছর ধরে ভোট দিতে পারি না। অথচ দেশ স্বাধীন হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই।

৭ নং ওয়ার্ড যুবদলের সম্পাদক আব্দুর রহিম সরদার বলেন, কষ্ট করছি আরও করব। কিন্তু ভোট না দিয়ে মেম্বার-চেয়ারম্যান-এমপি নির্বাচনের খেলা আর দেখতে চাই না।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বরগুনা থেকে ৪১টি ট্রলার নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করেন দলের কর্মীরা। তাদের দাবি, সড়কপথে কোনোভাবেই বরিশাল যেতে না পেরে শেষে এ পথ বেছে নেন তারা।

বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা বলেন, সরকার ও সরকারি দলের দুরভিসন্ধি আমরা আগেই আঁচ করতে পেরেছিলাম। এ কারণে যুবদলের নেতা-কর্মীদের নৌপথে বরিশাল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছিল।

বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান টিটু বলেন, হঠাৎ করে ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বরগুনা জেলা বাস মালিক সমিতি। এ কারণে সড়কপথে মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে ইতোমধ্যে জেলা বিএনপির অনেক নেতাকর্মী বরিশালে পৌঁছেছেন। যারা বাকি ছিলেন তারা বৃহস্পতিবার রাতে ট্রলারযোগে বরিশাল রওনা দিয়েছেন।

বরিশাল থেকে অভ্যান্তরীণ ও দূর পাল্লার বাস, ইজিবাইক চলাচল আগেই বন্ধ ঘোষণা করেন মালিক-শ্রমিকরা। এরপর বুধবার রাতে বন্ধ করা হয় স্পিডবোট সার্ভিস। আর বৃহস্পতিবার সকালে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচলও বন্ধ করা হয়। আর বিকেলে ভাড়ায় চালিত মাইক্রোবাস ও প্রাইভেটকার চলাচলও দু’দিন বন্ধ রাখার ঘোষণা আসে। জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুজ্জামান জলিল বলেন, শহরে একটি রাজনৈতিক কর্মসূচি থাকায় মাইক্রো চালকদের মধ্যে আতঙ্ক কাজ করে, যদি হামলা হয় তাহলে আমাদের ব্যাপক ক্ষতি হবে। এই ক্ষতির মুখে যেন না পড়তে হয় এজন্যই আপাতত না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল মূলত পূর্বঘোষণা ছাড়াই বন্ধ হয়। লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় ব‌রিশাল-‌ভোলা রুটে যাতায়াতাকারী নিয়‌মিত যাত্রীদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভাগের প‌রিদর্শক ক‌বির হোসেন জানান, ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে বুধবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে ব‌রিশালের লঞ্চ মা‌লিক স‌মি‌তি লঞ্চ বন্ধের কারণ জানাতে পারেনি।

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আবু জাফর দিদার বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকায় কোনো রকম নৌকা দিয়ে ফেরিতে পার হয়ে বরিশাল পৌঁছেছি। তাও আমাদের অনেক নেতা-কর্মীকে ফেরির স্টাফরা জোর করে নামিয়ে দিয়েছে।

লঞ্চের মতো স্পিডবোট বন্ধেরও সঠিক কারণ জানা যায়নি। বুধবার রাতে ভোলা-বরিশাল রুটের লাইন সুপারভাইজার তারেক শাহ বলেছিলেন, স্পিডবোট চলাচল বন্ধ করার ঘোষণা আমরা দিইনি। ভোলা মালিক সমিতির লোকজন এ ঘোষণা দিয়েছেন।

হোটেলে হোটেলে যাচ্ছে পুলিশ
বরিশাল নগরীর আবাসিক হোটেলগুলোর ‘খোঁজ-খবর’ নিচ্ছে পুলিশ। হোটেল মালিকরা বলছেন, নতুন করে বোর্ডার বা অতিথি তোলার ক্ষেত্রে প্রশাসন থেকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে।

হোটেল শামস-এর ব্যবস্থাপক মানিক হাওলাদার বলেন, নতুন বোর্ডার নিতে পারব না এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে প্রশাসন থেকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, কক্ষ ভাড়া দেওয়ার যে নীতিমালা রয়েছে তা যেন অনুসরণ করা হয়। ভাড়া যিনি নেবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি তুলে রাখাসহ হালনাগাদ তথ্য লিপিবদ্ধ করে রাখতে বলা হয়েছে।

হোটেল আলী ইন্টারন্যাশনালের উপ-ব্যবস্থাপক আনিসুর রহমান লিটন বলেন, নগরীর ভালো হোটেলগুলো বোর্ডার ভাড়ার নীতিমালা অনুসরণ করে, আমরাও করি।

হোটেল স্যাডোনা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক জহির বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে আমাদের হোটেলে বোর্ডারের চাপ বেশি। তবে ১ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত একটি সিটও খালি নেই।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, হোটেল তদারকি আমাদের নিয়মিত কাজের অংশ। হোটেল কর্তৃপক্ষ সঠিকভাবে নিয়ম অনুসরণ করছেন কি না এসব খোঁজখবর নিতেই হোটেলে যাওয়া হচ্ছে। একটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে।

The post বিএনপির সমাবেশ ঘিরে বিচ্ছিন্ন বরিশাল first appeared on UK BANGLA.

The post বিএনপির সমাবেশ ঘিরে বিচ্ছিন্ন বরিশাল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/04/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d/feed/ 0