UK BANGLA News Site Wed, 30 Nov 2022 08:21:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png UK BANGLA 32 32 টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8-%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%2582%25e0%25a6%25ac%25e0%25a6%25be-%25e0%25a6%259f%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81/#respond Wed, 30 Nov 2022 08:21:34 +0000 https://ukbangla.live/?p=18339 ২০১৮ সালের কথা। বিদ্যুৎ–চালিত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা তখন তাদের মডেল-থ্রি গাড়ির উৎপাদন বাড়ানো নিয়ে হিমশিম খাচ্ছিল। টেসলার প্রধান ইলন মাস্ক তখন কাজের চাপ সামলাতে প্রতিষ্ঠানটির কারখানার কনফারেন্স রুমে ঘুমাতে শুরু করেন। তিনি তখন বিনা নোটিশে কোম্পানির কর্মী এবং নির্বাহীদের বরখাস্ত করেছিলেন। ইলন মাস্ক কর্মীদের বারবার সতর্ক করছিলেন যে কোম্পানি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। সম্প্রতি মাস্কের […]

The post টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের first appeared on UK BANGLA.

The post টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের appeared first on UK BANGLA.

]]>
২০১৮ সালের কথা। বিদ্যুৎ–চালিত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা তখন তাদের মডেল-থ্রি গাড়ির উৎপাদন বাড়ানো নিয়ে হিমশিম খাচ্ছিল। টেসলার প্রধান ইলন মাস্ক তখন কাজের চাপ সামলাতে প্রতিষ্ঠানটির কারখানার কনফারেন্স রুমে ঘুমাতে শুরু করেন। তিনি তখন বিনা নোটিশে কোম্পানির কর্মী এবং নির্বাহীদের বরখাস্ত করেছিলেন। ইলন মাস্ক কর্মীদের বারবার সতর্ক করছিলেন যে কোম্পানি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে।

সম্প্রতি মাস্কের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান টুইটারে সেসব দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেছে। টুইটারের নতুন মালিক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাস্ক কোম্পানিটির পুনর্গঠনের কাজে বেশি সময় দিচ্ছেন। সান ফ্রান্সিসকোতে কোম্পানির বিভিন্ন কার্যালয়ে ঘুমাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পরই মাস্ক কোম্পানিটির কর্মী ছাঁটাই করেছেন, কর্মীদের কাজের ঘণ্টা বাড়িয়ে দিয়েছেন, দেউলিয়াত্বের ঝুঁকির কথা বলছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কর্মী ছাঁটাই, দেউলিয়াত্বের আশঙ্কা, কর্মীদের কঠোরভাবে কাজের নির্দেশ দেওয়া—এগুলো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের জন্য নতুন কিছু নয়। ইলন মাস্ক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা ও রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সে এসব নীতিমালা অনুসরণ করে আসছেন। শুধু টেসলা বা স্পেসএক্স নয়, নিজের মালিকানাধীন অন্য কোম্পানিগুলোতেও তাঁকে বারবার এসব কৌশল খাটাতে দেখা গেছে। সম্প্রতি তাঁর মালিকানায় আসা সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি টুইটারও এ থেকে বাদ যাচ্ছে না।

অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলার মূল্যে টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর পরই কোম্পানিটির পুনর্গঠনের কাজ শুরু করেন ইলন মাস্ক। এরপর কোম্পানির আর্থিক সংকটের কথা বলতে থাকেন। টুইটারের মালিকানা নেওয়ার এক সপ্তাহের মাথায় জনবলের প্রায় অর্ধেক অর্থাৎ ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করেন মাস্ক।

এখানেই শেষ নয়। মাস্ক কর্মীদের বলে দিয়েছেন হয় কঠোর পরিশ্রম করতে হবে, নয়তো কোম্পানি ছাড়তে হবে। কর্মীদের কাছে ইলন মাস্কের পাঠানো এক ই–মেইলে বলা হয়েছে, ‘সামনের রাস্তা কঠিন এবং সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে।’ তাঁর হুঁশিয়ারির পর কর্মীদের অনেকে পদত্যাগ করেছেন।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, টুইটারের আগের মালিকানায় কর্মীরা কথা বলা কিংবা কোম্পানির সমালোচনা করার ক্ষেত্রে যে স্বাধীনতা ভোগ করেছেন, তা এখন আর তাঁরা পাচ্ছেন না। এখন সমালোচনাকারী ব্যক্তিদের চাকরি হারাতে হচ্ছে।

অন্য কোম্পানিতে ইলন মাস্কের আচরণ যেমন
মাস্কের মালিকানাধীন কোম্পানিগুলোতে একটি প্রবণতা প্রায়ই দেখা যায়। তা হলো প্রায়ই মালিকপক্ষ থেকে হুঁশিয়ার করা হয় কোম্পানি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে।
কর্মীদের প্রতি বিরূপ আচরণের কারণে মাস্ককে বারবার মামলার মুখোমুখি হতে হয়েছে। গত জুনে টেসলার বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মী। তাঁরা বলেন, নেভাদা অঙ্গরাজ্যের স্পার্কস শহরে টেসলার গিগাফ্যাক্টরিতে তাঁরা কাজ করতেন। গত জুনে তাঁদের অপসারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, নেভাদায় টেসলার ওই কারখানার পাঁচ শতাধিক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কর্মীদের অভিযোগ, গণহারে কর্মীদের অব্যাহতি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন মানেনি টেসলা। ফেডারেল আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান তার কর্মীদের এভাবে চাকরিচ্যুত করতে চাইলে অন্তত ৬০ দিন আগে বিষয়টি তাঁদের জানাতে হবে। টেসলা সেটা না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন তাঁরা।

২০১৮ সালে টেসলার কর্মীদের নতুন এক গোপনীয় চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী টেসলার কর্মীদের গণমাধ্যমে কথা বলা নিষিদ্ধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন সংস্থা ন্যাশনাল লেবার বোর্ড (এসএলআরবি) ও চুক্তিটি নিয়ে আইনি চ্যালেঞ্জ জানায়। তাদের অভিযোগ ছিল, চুক্তিটি কর্মীদের অধিকার ক্ষুণ্ন করছে।

সাবেক এক স্পেসএক্স কর্মী ইলন মাস্কের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা নিউইয়র্ক টাইমসকে বলেন। ২০১৭ সালে মাস্ক বলেছিলেন, দুই সপ্তাহ অন্তর স্পেসএক্সকে রকেট উৎক্ষেপণ করতে হবে, না হলে কোম্পানি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়বে।

স্পেসএক্সের সাবেক ওই নির্বাহী মনে করেন, বিভিন্ন গ্রহে মানুষের বসতি স্থাপনের লক্ষ্য নিয়ে যে কোম্পানি পরিচালিত হচ্ছে, সেটি দেউলিয়াত্বের হুমকিতে আছে বলাটা আসলে কর্মীদের উদ্বুদ্ধ করার কৌশল ছিল। এরপর স্পেসএক্স সফলভাবে মহাকাশে অনেক রকেট পাঠিয়েছে। এগুলো আবার নিরাপদে পৃথিবীতে অবতরণও করেছে।

তবে এরপরও মাস্কের কণ্ঠে একই সুর শোনা গেছে। গত বছর এক টুইটার পোস্টে তিনি বলেন, যদি বিশ্বমন্দা দেখা দেয়, মূলধন সংকট হয়, তবে রকেট কোম্পানিটির দেউলিয়া হওয়া অসম্ভব কিছু নয়।

The post টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের first appeared on UK BANGLA.

The post টেসলা, স্পেসএক্স কিংবা টুইটার: সবখানে কি একই আচরণ ইলন মাস্কের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%81/feed/ 0
সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a6%25e0%25a6%25be-%25e0%25a6%25af%25e0%25a7%258b%25e0%25a6%2597-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%2586 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86/#respond Wed, 30 Nov 2022 08:10:59 +0000 https://ukbangla.live/?p=18335 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে। ১০ ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশ যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে ‌‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব […]

The post সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে। ১০ ডিসেম্বর যদি খালেদা জিয়া সমাবেশ যোগ দেন তাহলে আদালত ব্যবস্থা নেবেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগে ‌‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন-২০২২ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দু’টি জায়গার কথা বলেছে— সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবনের সামনে)। তাদের দাবির বিষয়টি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে।

যদি সমাবেশে খালেদা জিয়া যোগদান করেন, তার জামিন বাতিল হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে আদালত জামিন দিয়েছেন। তিনি যদি সমাবেশে যান, সে বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন।

The post সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সমাবেশে খালেদা যোগ দিলে আদালত ব্যবস্থা নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86/feed/ 0
হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%a2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a4-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%2596-%25e0%25a6%25a2%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2596%25e0%25a6%25be-%25e0%25a6%25b0%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%a2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9/#respond Wed, 30 Nov 2022 07:36:20 +0000 https://ukbangla.live/?p=18331 দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার কাছে একটি উপকূলবর্তী প্রাচীন সমাধিস্থলে খনন চালিয়ে ৮০০-১২০০ বছরের পুরনো মমির সন্ধান পেয়েছেন দেশটির একদল প্রত্নতাত্ত্বিক। মৃতদেহটি ১৮-২২ বছর বয়সি একজন ব্যক্তির বলে মনে করা হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। মমিটি পুরুষের, নাকি নারীর তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। হাত দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছিল। […]

The post হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো first appeared on UK BANGLA.

The post হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার কাছে একটি উপকূলবর্তী প্রাচীন সমাধিস্থলে খনন চালিয়ে ৮০০-১২০০ বছরের পুরনো মমির সন্ধান পেয়েছেন দেশটির একদল প্রত্নতাত্ত্বিক। মৃতদেহটি ১৮-২২ বছর বয়সি একজন ব্যক্তির বলে মনে করা হচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মমিটি পুরুষের, নাকি নারীর তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। হাত দিয়ে মুখ ঢেকে রাখা হয়েছিল। রাজধানী লিমা থেকে প্রায় ২৪ কিলোমিটার পূর্বে কাজামারকুইলার খননস্থলে প্রায় তিন মিটার (১০ ফুট) লম্বা এবং প্রায় ১.৪ মিটার গভীরতায় একটি সমাধি কক্ষে পাওয়া গেছে মমিটি। আশ্চর্যজনকভাবে, মমিটি দড়ি দিয়ে বাঁধা ছিল।

কাজামারকুইলা প্রকল্পের দায়িত্বে থাকা প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন এই সন্ধানটিকে অদ্ভুত এবং অনন্য বলেছেন। তিনি বলেন, “মমিটি কমপক্ষে ৮০০ বছরের পুরনো হবে। আমরা যখন প্রথম মমিটি আবিষ্কার করি, তখন দেখতে পাই সেটির হাত-পা ছিল গোটানো, শরীর দড়ি দিয়ে বাঁধা ও হাতের তালু দিয়ে মুখঢাকা। মনে হচ্ছে এই এলাকায় এক সময় এভাবেই মৃতদেহের সৎকার করা হতো।”

সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, মমির একপাশে একটি কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছে, যা কুকুরের বলে মনে হচ্ছে। কক্ষে ভুট্টা ও অন্যান্য সবজির চিহ্ন পাওয়া গেছে। কাজামারকুইলা ছিল একটি শহুরে কেন্দ্র, যেখানে একসময় ২০ হাজার লোকের বাসস্থান ছিল। শহরটি প্রায় ২০০ খ্রিস্টপূর্বাব্দে পথ চলা শুরু করেছিল।

The post হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো first appeared on UK BANGLA.

The post হাত দিয়ে মুখ ঢেকে রাখা রহস্যজনক মমিটি ১২০০ বছরের পুরনো appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96-%e0%a6%a2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%b9/feed/ 0
ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ab/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a7%2581%25e0%25a6%259f%25e0%25a6%25ac%25e0%25a6%25b2-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa-%25e0%25a7%25aa%25e0%25a7%25a6%25e0%25a7%25a6-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a7%25ab https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ab/#respond Wed, 30 Nov 2022 07:17:23 +0000 https://ukbangla.live/?p=18328 বিশ্বকাপ ফুটবল-২০২২ এর আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আর সেই প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে গিয়ে ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা এবার স্বীকার করেছেন দেশটির কর্মকর্তারা। ফুটবল বিশ্বকাপের মতো বড় এই খেলার আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াদি এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন। তবে হতাহতের সংখ্যা কত তা সঠিক ভাবে জানাতে পারেননি […]

The post ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার first appeared on UK BANGLA.

The post ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার appeared first on UK BANGLA.

]]>
বিশ্বকাপ ফুটবল-২০২২ এর আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেয় মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আর সেই প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে গিয়ে ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা এবার স্বীকার করেছেন দেশটির কর্মকর্তারা।

ফুটবল বিশ্বকাপের মতো বড় এই খেলার আয়োজক কমিটির প্রধান হাসান আল-থাওয়াদি এক সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেন। তবে হতাহতের সংখ্যা কত তা সঠিক ভাবে জানাতে পারেননি তিনি।

যুক্তরাজ্যের সাংবাদিক পিয়ার্স মরগ্যানের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রবাসী শ্রমিকের মৃত্যুর সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংখ্যা ৪০০ থেকে ৫০০ জনের মধ্যে হবে। তবে একেবারে সঠিক তথ্য আমার জানা নেই।’ সোমবার তার ওই সাক্ষাৎকার সম্প্রচার করা হয়।

তিনি বলেন, ‘একজনের মৃত্যুই অনেক কিছু, এটি খুব স্বাভাবিক। প্রতিবছর আমাদের দিক থেকে আমরা স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়গুলোর উন্নতি করেছি। বিশেষ করে বিশ্বকাপ আয়োজনে আমরা যে জায়গাগুলোতে দায়বদ্ধ।

মঙ্গলবার কাতারের সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির (এসসি) একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে কাতারজুড়ে সব কর্মস্থলের (৪১৪) সব খাতের ও সব কর্মীদের মৃত্যুর আলাদা পরিসংখ্যান রয়েছে।’

থাওয়াদির ওই সাক্ষাত্কারের পরে ফেয়ার স্কয়ারের অ্যাডভোকেসি গ্রুপের নিকোলাস ম্যাকগিহান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিডিয়া সাক্ষাত্কারের মাধ্যমে ঘোষণা করা অস্পষ্ট পরিসংখ্যান নয়, আমাদের সঠিক তথ্য ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত দরকার। ফিফা ও কাতারের কাছে এখনও অনেক প্রশ্নের উত্তর রয়েছে। কোথায়, কখন, এবং কীভাবে ওই শ্রমিকরা মারা গেছেন এবং তাদের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে কিনা এসব বিষয় নিয়ে তো প্রশ্ন আছেই।’

যদিও আয়োজনকারী কমিটি দেখিয়ে আসছে, ২০১৪ সালে টুর্নামেন্টের জন্য নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকে অভিবাসী শ্রমিকদের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পে কাজ করার সময় তিন জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং কাজে না থাকা অবস্থায় মারা গেছেন ৩৭ জন।

২০২১ সালে গার্ডিয়ান একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে যেখানো হয়, ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা, এই পাঁচটি দেশ থেকে যাওয়া ৬ হাজার ৫০০ শ্রমিক মারা গেছে ২০১১ সালে দেশটি বিশ্বকাপ আয়োজনের অনুমতি পাওয়ার পর থেকে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারবিষয়ক প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতিতে মারা যাওয়া শ্রমিকের সংখ্যাকে ঘিরে বিতর্ক এখনও জরম বাস্তবতাকে প্রকাশ করছে। শোকাহত পরিবারগুলো এখনও সত্য ও ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছে। গত এক দশকে, হাজার হাজার শ্রমিক কফিনে বাড়ি ফিরেছে, তাদের প্রিয়জনকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।’

সূত্র: দ্য গার্ডিয়ান

The post ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার first appeared on UK BANGLA.

The post ফুটবল বিশ্বকাপ: ৪০০ থেকে ৫০০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা জানালো কাতার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ab/feed/ 0
সিইসি-ইসির সম্মানী কমাতে চায় সরকার https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25bf-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2580-%25e0%25a6%2595%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/#respond Wed, 30 Nov 2022 06:06:13 +0000 https://ukbangla.live/?p=18323 দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার ঘোষিত ব্যয় সংকোচন নীতিতে এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) সম্মানী কর্তন করছে সরকার। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে দেড় ঘণ্টার সেশন বাবদ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা ৭ হাজার ৫০০ টাকা পেয়ে আসলেও সে টাকা দিতে নারাজ অর্থ মন্ত্রণায়। সাংবিধানিক দায়িত্ব পালনে প্রিভিলাইজ অ্যাক্ট অনুযায়ী সুবিধাপ্রাপ্ত হন […]

The post সিইসি-ইসির সম্মানী কমাতে চায় সরকার first appeared on UK BANGLA.

The post সিইসি-ইসির সম্মানী কমাতে চায় সরকার appeared first on UK BANGLA.

]]>
দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার ঘোষিত ব্যয় সংকোচন নীতিতে এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের (ইসি) সম্মানী কর্তন করছে সরকার।

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে দেড় ঘণ্টার সেশন বাবদ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা ৭ হাজার ৫০০ টাকা পেয়ে আসলেও সে টাকা দিতে নারাজ অর্থ মন্ত্রণায়। সাংবিধানিক দায়িত্ব পালনে প্রিভিলাইজ অ্যাক্ট অনুযায়ী সুবিধাপ্রাপ্ত হন বিধায় তাদের এই সম্মানীতে অসম্মতি দিয়েছে মন্ত্রণালয়।

তবে বিদায়ী কে এম নূরুল হুদা কমিশনের সবাই এ বাবদ সম্মানী পেয়েছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, অর্থ মন্ত্রণালয় ভুলবশত এই চিঠি দিয়েছে। হাইকোর্টের বিচারকরা যেমন সম্মানী পেয়ে থাকেন ঠিক তেমনি নির্বাচন কমিশনাররা এটা পাবেন।

এছাড়া আরও বিভিন্ন খাতে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা অর্ধেক কমিয়ে ১ হাজার টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক ও সহযোগী কর্মচারীদের ক্ষেত্রে রুটিন কাজ হওয়ায় টাকা ছাড় করতে রাজি হয়নি মন্ত্রণালয়।

সম্প্রতি নির্বাচন কমিশনে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব নারগিস মুরশিদ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ সব তথ্য জানা যায়। ভোটগ্রহণ কাজে কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রশিক্ষক সম্মানী ও প্রশিক্ষণ ভাতা নির্ধারণের জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল ইসি। তারই জবাবে এ চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নিউজবাংলাকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের এ রকম একটি চিঠি আসছে। ওরা ভুলবশত দিয়েছে। কমিশনাররা সম্মানী পাবেন। অর্ডার সংশোধনের জন্য আমরা আরেকটা চিঠি দিয়েছি।’

তিনি বলেন, ‘হাইকোর্টের বিচারকরা যেমন সম্মানী পান৷ কমিশনাররাও তেমন সম্মানী পাবে। আমরা আবার চিঠি দেব অর্থ মন্ত্রণালয়ে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে।’

ব্যয় সংকোচনের কারণে এমন সিদ্ধান্ত প্রশিক্ষণ দেয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে কি না জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘বাংলাদেশে সার্বিক অবস্থা বিবেচনা করেই হয়তো বা এমন হয়েছে। তবে এতে প্রশিক্ষণ বাধাগ্রস্থ হবে না। আনুষাঙ্গিক খরচ কিছুটা কমতে পারে।’

প্রতি দেড়ঘণ্টা সেশনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের জন্য প্রশিক্ষক সম্মানী ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও সেক্ষেত্রে কোনো অর্থ খরচ করতে চায় না অর্থ মন্ত্রণালয়। এছাড়া জ্যেষ্ঠ সচিব, সচিব ও অতিরিক্ত সচিবদের প্রতি দেড়ঘণ্টা সেশনে সম্মানী বাবদ নির্বাচন কমিশন ৫ হাজার টাকা চাইলেও অর্থ মন্ত্রণালয় দুই হাজার টাকা কেটে তা তিন হাজার টাকা করে দিয়েছে।

যুগ্মসচিব বা সমপর্যায়ের কর্মচারীদের তিন হাজার টাকার জায়গায় এক হাজার কমিয়ে দুই হাজার টাকা করা হয়েছে। এছাড়া উপ-সচিব ও সমপর্যায়ের কর্মীদের দুই হাজার টাকা থেকে কমিয়ে দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা অর্ধেক কমিয়ে এক হাজার টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক ও সহযোগী কর্মচারীদের ক্ষেত্রে রুটিন কাজ হওয়ায় টাকা ছাড় করতে রাজি হনি অর্থ মন্ত্রণালয়।

অন্যদিকে নির্বাচন কমিশন তাদের চিঠিতে কোর্স পরিচালকের সম্মানী ছয় হাজার টাকা, সমন্বয়কদের পাঁচ হাজার টাকা চায়। সহযোগীদের দিনপ্রতি ৫০০ টাকা চেয়েছিল তারা।

প্রশিক্ষণার্থীদের চা নাস্তা বাবদ খরচ না কমালেও দুপুরের খাবার বাবদ ১০০ টাকা কমাতে চায় অর্থ মন্ত্রণালয়। এছাড়া প্রশিক্ষণ সামগ্রী বাবদ জনপ্রতি ১০০ টাকা খরচের জায়গায় ৫০ টাকা, উদ্বোধনী অনুষ্ঠানের খরচ ৫ হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়৷

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণে সহায়ক কর্মচারীদের সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের ক্ষেত্রে সিস্টেম ম্যানেজারদের প্রশিক্ষণ সম্মানী আড়াই হাজার থেকে কমিয়ে দুই হাজার টাকা, সিনিয়র সিস্টেম এনালিস্টদের ক্ষেত্রে দুই হাজার থেকে কমিয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের চা নাস্তা বাবদ খরচ না কমালেও দুপুরের খাবার বাবদ ১০০ টাকা কমাতে চায় অর্থ মন্ত্রণালয়।

যেসব শর্ত অর্থ মন্ত্রণালয়ের
প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ব্যালট এবং ইভিএমের ভোটগ্রহণের বিষয়ে একত্রে বা আলাদাভাবে ভোটগ্রহণ করা যাবে।
একজন প্রশিক্ষক একাধিক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিলেও দিনে দুইটার বেশি সম্মানী পাবেন না।

এ খাতে বরাদ্দ অর্থ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। এ অর্থ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধান যথাযথভাবে পালন করতে হবে। প্রাপ্যতা নিশ্চিত হয়ে সম্মানী প্রদান করতে হবে। ব্যয়ে কোনো অনিয়ম দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে। আদেশ জারির পর থেকে এ হার কার্যকর হবে।

The post সিইসি-ইসির সম্মানী কমাতে চায় সরকার first appeared on UK BANGLA.

The post সিইসি-ইসির সম্মানী কমাতে চায় সরকার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/feed/ 0
খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য https://ukbangla.live/2022/11/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ad%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%259b%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae/#respond Wed, 30 Nov 2022 05:39:44 +0000 https://ukbangla.live/?p=18320 হত্যার শিকার হওয়ার ভয় ঢুকেছিল রোমান সম্রাট ও স্পেনের রাজা পঞ্চম চার্লসের মনে, একটি চিঠিতে ওই আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। ১৫৪৭ সালে সই করা ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর সম্রাটের চিঠিটির গোপন কোড বা সংকেত উদ্ধার করেছে ফ্রান্সের একদল গবেষক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। পঞ্চম চার্লসের ধারণা হয়েছিল, ইতালির কোনো হামলাকারী তাকে […]

The post খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য first appeared on UK BANGLA.

The post খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য appeared first on UK BANGLA.

]]>
হত্যার শিকার হওয়ার ভয় ঢুকেছিল রোমান সম্রাট ও স্পেনের রাজা পঞ্চম চার্লসের মনে, একটি চিঠিতে ওই আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।

১৫৪৭ সালে সই করা ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর সম্রাটের চিঠিটির গোপন কোড বা সংকেত উদ্ধার করেছে ফ্রান্সের একদল গবেষক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। পঞ্চম চার্লসের ধারণা হয়েছিল, ইতালির কোনো হামলাকারী তাকে হত্যা করতে পারেন।

ফ্রান্সের ন্যান্সিতে একটি নৈশভোজের আয়োজনে ২০১৯ সালে লরিয়ার ক্রিপ্টোগ্রাফার সিসিল পিয়েরট চিঠিটির অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন। এক পর্যায়ে ২০২১ সালে তা শহরের ঐতিহাসিক গ্রন্থাগারে খুঁজে পান তিনি।

সিসিল জানান, প্রথম ব্যাপারটি ছিল প্রতীকগুলোকে শ্রেণিবদ্ধ করা এবং নিদর্শনগুলোর সন্ধান করা। তবে এটি কেবল অক্ষরের প্রতিনিধিত্বকারী প্রতীক ছিল না। বিষয়টি আরও জটিল ছিল।

জ্যন ডে সেইন্ট মাউরিসের কাছে লেখা তিন পৃষ্ঠার চিঠিতে ৭০টি লাইন রয়েছে। এতে সংকেত ব্যবহার করা হয়েছিল ১২০টি। এই সাংকেতিক চিঠি সংরক্ষিত ছিল বহু বছর ধরে। ছয় মাসের চেষ্টা উদ্ধার হয়েছে এর অর্থ। পুরো চিঠিতে কি লেখা আছে তা এখনও প্রকাশ করা হয়নি। শুধু এর সারমর্ম জানানো হয়েছে।

পঞ্চম চার্লস তার প্রতিনিধিকে বেশ সতর্ক থাকতে বলেছিলেন বলে জানানো হয় এতে। চিঠির তথ্যানুযায়ী, পঞ্চম চার্লস একটি গুজব নিয়ে ভাবতেন। তার ধারণা ছিল একজন ইতালীয় সম্রাটকে হত্যার চেষ্টা করবেন।

ষোড়শ শতকে সম্রাট পঞ্চম চার্লস শাসন করেছেন ৪০ বছরেরও বেশি সময় ধরে। পশ্চিম ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সাম্রাজ্য।

The post খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য first appeared on UK BANGLA.

The post খুনের ভয়ে ছিলেন রোমান সম্রাট, ৫০০ বছর আগের চিঠিতে তথ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae/feed/ 0
ফিফার টুইটে এবার বাংলাদেশে ব্রাজিল উদযাপন https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%25ab%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259f%25e0%25a7%2581%25e0%25a6%2587%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/#respond Wed, 30 Nov 2022 05:22:14 +0000 https://ukbangla.live/?p=18317 কাতার বিশ্বকাপেও বাংলাদেশ নেই। কিন্তু না থেকেও ফিফার আলোচনায় প্রতিদিনই উঠে আসছে বাংলাদেশের নাম। এইতো কিছু দিন আগেই বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপের ম্যাচের উন্মাদনা নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করেছিল বিশ্ব ফুটবল সংস্থা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একবার বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নজর কাড়ল ফিফার। এর আগে আর্জেন্টিনা বনাম ম্যাক্সিকোর ম্যাচের দৃশ্য ভাইরাল হলেও এবারে […]

The post ফিফার টুইটে এবার বাংলাদেশে ব্রাজিল উদযাপন first appeared on UK BANGLA.

The post ফিফার টুইটে এবার বাংলাদেশে ব্রাজিল উদযাপন appeared first on UK BANGLA.

]]>
কাতার বিশ্বকাপেও বাংলাদেশ নেই। কিন্তু না থেকেও ফিফার আলোচনায় প্রতিদিনই উঠে আসছে বাংলাদেশের নাম। এইতো কিছু দিন আগেই বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপের ম্যাচের উন্মাদনা নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করেছিল বিশ্ব ফুটবল সংস্থা।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একবার বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নজর কাড়ল ফিফার। এর আগে আর্জেন্টিনা বনাম ম্যাক্সিকোর ম্যাচের দৃশ্য ভাইরাল হলেও এবারে হয়েছে ব্রাজিল ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের সময়কার খণ্ড মুহূর্ত।

ফিফা তাদের টুইটারে ব্রাজিল ও সুইজারল্যান্ডের ম্যাচের সময় তোলা চারটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘ফুটবলের মতো কোনো কিছুই এত মানুষকে এক করতে পারে না। সুইজাল্যান্ডকে ব্রাজিলের হারিয়ে দেয়ার মুহূর্তটি উপভোগে গতরাতে ঢাকায় বিপুল জনসমাগম হয়েছিল।’

দিন দুয়েক আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জায়ান্ট স্ক্রিনে খেলার দেখার ভিডিও শেয়ার করে ফিফা। টুইটারে ভিডিওটি ১২ লাখেরও বেশি মানুষ দেখে।

ফিফা ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখে, ‘এটাই ফুটবলের শক্তি।’

এর আগে ২০১৮ সালেও রাশিয়া বিশ্বকাপেও ফিফার ভেরিফাড ফেসবুক পেজে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার ছবি।

The post ফিফার টুইটে এবার বাংলাদেশে ব্রাজিল উদযাপন first appeared on UK BANGLA.

The post ফিফার টুইটে এবার বাংলাদেশে ব্রাজিল উদযাপন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%81%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/feed/ 0
করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ https://ukbangla.live/2022/11/30/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%a6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5-%25e0%25a6%25a1%25e0%25a7%258b%25e0%25a6%259c-%25e0%25a6%25a6 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%a6/#respond Wed, 30 Nov 2022 05:18:27 +0000 https://ukbangla.live/?p=18314 করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে […]

The post করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ first appeared on UK BANGLA.

The post করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ appeared first on UK BANGLA.

]]>
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কারিগরি কমিটি প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

শামসুল হক বলেন, আমরা সারা দেশে ৭ দিনের বিশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ উপলক্ষ্যে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ডোজ। ক্যাম্পেইনে মোট ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে।

তিনি আরও বলেন, দেশে এই পর্যন্ত শিশুসহ মোট জনসংখ্যার ৮৭ শতাংশ প্রথম ডোজ পেয়েছে। আর দুই ডোজ টিকা নিয়েছেন ৭৩ শতাংশ।

The post করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ first appeared on UK BANGLA.

The post করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%a6/feed/ 0
বাংলাদেশের পতাকা হাতে মেসির ছবি কীভাবে? https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87/#respond Wed, 30 Nov 2022 05:01:29 +0000 https://ukbangla.live/?p=18310 বাংলাদেশি ফুটবল-ভক্তদের মাঝে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। ডিয়েগো ম্যারাডোনার কারণে আর্জেন্টিনার প্রতি বিপুল সমর্থন তৈরি হয়। সেটা বহু গুণে বেড়েছে ২০০৬ সালে মেসির প্রথম বিশ্বকাপ থেকে। ২০২২ সালে ফিফা বিশ্বকাপেও আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে বাংলাদেশি ভক্তদের মাঝে রয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনার ম্যাচ ঘিরে টান টান উত্তেজনায় ভরপুর সমর্থকরা। আর্জেন্টিনার সমর্থনে […]

The post বাংলাদেশের পতাকা হাতে মেসির ছবি কীভাবে? first appeared on UK BANGLA.

The post বাংলাদেশের পতাকা হাতে মেসির ছবি কীভাবে? appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশি ফুটবল-ভক্তদের মাঝে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। ডিয়েগো ম্যারাডোনার কারণে আর্জেন্টিনার প্রতি বিপুল সমর্থন তৈরি হয়। সেটা বহু গুণে বেড়েছে ২০০৬ সালে মেসির প্রথম বিশ্বকাপ থেকে।

২০২২ সালে ফিফা বিশ্বকাপেও আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে বাংলাদেশি ভক্তদের মাঝে রয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। আর্জেন্টিনার ম্যাচ ঘিরে টান টান উত্তেজনায় ভরপুর সমর্থকরা। আর্জেন্টিনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে পতাকা মিছিল।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের বিপুল ভালোবাসার স্বীকৃতি দিচ্ছে ফুটবল-বিশ্বও। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর দর্শকদের উচ্ছ্বাসের ভিডিও নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে ফিফা। সেটি রি-টুইট করেছেন গ্যারি লিনেকারের মতো ফুটবল কিংবদন্তিসহ অনেকে।

বহু দূরের ও সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির একটি দেশে আর্জেন্টিনাকে নিয়ে এমন উচ্ছ্বাসে আর্জেন্টাইনরাও মুগ্ধ। আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগ সোমবার টুইটার ও ফেসবুকে একটি বিশেষ পোস্টের সম্মান জানিয়েছে বাংলাদেশি ভক্তদের।

তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির গোল উদযাপনের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে ফটোশপের মাধ্যমে মেসির প্রসারিত দুই হাতে বসিয়ে দেয়া হয়েছে বাংলাদেশের পতাকা। পোস্টটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের ভক্তদের পাশাপাশি দেশের বাইরের অনেকেও সেটি শেয়ার করেছেন।

দেখা গেছে আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগ সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫২ মিনিটে তাদের টুইটার হ্যান্ডলে প্রথম আলোচিত পোস্টটি দেয়। এরপর তাদের ফেসবুক পেজে একই ছবিযুক্ত পোস্টটি দেয়া হয় রাত ১০টা ৫৩ মিনিটে।

দুটি পোস্টের ক্যাপশনেই লেখা হয়,

‘Lionel Messi Bangladesh

That’s it. That’s the tweet.’

অনেক জনপ্রিয় ফ্যানপেজও শেয়ার করেছে পোস্টটি। স্পেন ও বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভির ফেসবুক ফ্যানপেজ থেকে পোস্টটি শেয়ার করা হয় রাত ১টা ৯ মিনিটে। তাদের পোস্টটি মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত শেয়ার হয়েছে ৫ হাজার ৬০০ বার।

ফটোশপের মাধ্যমে মেসির হাতে বাংলাদেশের পতাকা বসানো ছবিটির উৎস সন্ধান করে দেখা গেছে এটি তুলেছেন ফটোসাংবাদিক জেনস ফার্নান্দো। আর্জেন্টিনার সরকারি প্রচারমাধ্যম টেলাম-এর ফটোসাংবাদিক ফার্নান্দো ছবিটি তোলেন মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পরপর।

টেলাম ছবিটি প্রকাশের সময় ক্যাপশনে লিখেছে, ‘ফিফা বিশ্বকাপে গ্রুপ-সি এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রোসারিওর তারকা লিওনেল মেসি মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।’

টেলাম-এর ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করা হয় গত শনিবার আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম ওই দিন তাদের বিভিন্ন প্রতিবেদনে টেলম-এর ছবিটি ব্যবহার করে।

একই ছবিতে মেসির হাতে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি বসিয়ে সোমবার বাংলাদেশি ভক্তদের সম্মান জানায় আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লিগ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে এই কর্তৃপক্ষ দেশটির ঘরোয়া লিগ পরিচালনার দায়িত্বে রয়েছে।

The post বাংলাদেশের পতাকা হাতে মেসির ছবি কীভাবে? first appeared on UK BANGLA.

The post বাংলাদেশের পতাকা হাতে মেসির ছবি কীভাবে? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87/feed/ 0
জিতলে নকআউট হারলে বিদায়, ড্র করলে সমীকরণ মেলাতে হবে আর্জেন্টিনাকে https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%86%e0%a6%89%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a6%2586%25e0%25a6%2589%25e0%25a6%259f-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%86%e0%a6%89%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Wed, 30 Nov 2022 04:38:59 +0000 https://ukbangla.live/?p=18307 প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারই আর্জেন্টিনাকে বড় এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। আজ তারা গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পোল্যান্ডের। যে ম্যাচটিতে জিততেই হবে লিওনেল মেসিদের। হারলে বিদায়, ড্র করলে পড়বে মহাবিপদে। ‘সি’ গ্রুপে চার দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। আর্জেন্টিনা আর সৌদি আরবের পয়েন্ট সমান ৩। […]

The post জিতলে নকআউট হারলে বিদায়, ড্র করলে সমীকরণ মেলাতে হবে আর্জেন্টিনাকে first appeared on UK BANGLA.

The post জিতলে নকআউট হারলে বিদায়, ড্র করলে সমীকরণ মেলাতে হবে আর্জেন্টিনাকে appeared first on UK BANGLA.

]]>
প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারই আর্জেন্টিনাকে বড় এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। আজ তারা গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পোল্যান্ডের। যে ম্যাচটিতে জিততেই হবে লিওনেল মেসিদের। হারলে বিদায়, ড্র করলে পড়বে মহাবিপদে।

‘সি’ গ্রুপে চার দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। আর্জেন্টিনা আর সৌদি আরবের পয়েন্ট সমান ৩। মেক্সিকোর পয়েন্ট ১।

সমীকরণ সহজ করে হিসেব করলে, পোল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনার। তাহলে আর কোনো সমীকরণের দরকার পড়বে না। ৬ পয়েন্ট নিয়ে তারা চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। কিন্তু পোল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয়? তবে তাদের ৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে বিদায় হবে আর্জেন্টিনার। মেক্সিকো-সৌদি আরবের যে কোনো একটি দল যাবে নকআউটে। ওই ম্যাচে যদি সৌদি আরব জিতে যায়, তবে তাদের ৬ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পোল্যান্ড আর সৌদি আরব নাম লেখাবে দ্বিতীয়পর্বে। ড্র করলেও পোল্যান্ডের সাথে সৌদিই উঠবে।

আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ড্র করলেও পোল্যান্ডের শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে পোলিশদের পয়েন্ট হবে ৫, আর্জেন্টিনার ৪। শেষ ম্যাচে সৌদি যদি মেক্সিকোর কাছে হারে, তবে মেক্সিকো আর আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে গোল ব্যবধান হিসেবে আসবে। তবে সৌদি জিতে গেলে বাদ পড়বে আর্জেন্টিনা।

যদি আর্জেন্টিনা-পোল্যান্ড আর মেক্সিকো-সৌদির দুটি ম্যাচই ড্র হয়? সেক্ষেত্রে পোল্যান্ড তো দ্বিতীয়পর্বে যাবেই। আর্জেন্টিনা আর সৌদি আরবের পয়েন্ট হবে সমান ৪ করে। এক্ষেত্রেও গোল ব্যবধানের হিসেবে দ্বিতীয়পর্বে যাবে একটি দল।

যার অর্থ, আর্জেন্টিনা ড্র করলে তাদের অনেক সমীকরণ মিলিয়ে তবেই দ্বিতীয়পর্বে যেতে হবে। কিন্তু জিতলে আর কোনো সমীকরণের দরকার পড়বে না, নকআউট নিশ্চিত হয়ে যাবে মেসিদের।

The post জিতলে নকআউট হারলে বিদায়, ড্র করলে সমীকরণ মেলাতে হবে আর্জেন্টিনাকে first appeared on UK BANGLA.

The post জিতলে নকআউট হারলে বিদায়, ড্র করলে সমীকরণ মেলাতে হবে আর্জেন্টিনাকে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/30/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%86%e0%a6%89%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0