যুক্তরাজ্যের রোথামের কাছে একটি সেতুতে দুর্ঘটনার পর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকাল ১১টা ২০ মিনিটের দিকে A227 সেতুর ওপর একটি ট্রাক্টর ও একটি লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক্টরটি নিচে M20 সড়কে পড়ে যায়।
এই ঘটনায় ট্রাক্টরের চালক গুরুতর আঘাত পান। তাকে হেলিকপ্টারে করে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার পর, ট্রাক্টরটি সড়কের মাঝের বিভাজক অংশে পড়ে যায়, যা M20 সড়কের দুই ও তিন নম্বর জংশনের মাঝখানে।
পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স ও বিশেষ চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
এই দুর্ঘটনার কারণে M20 ও A227 সড়কের কিছু অংশ বন্ধ রাখা হয় এবং রাস্তায় যানজট তৈরি হয়। রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত সড়ক বন্ধ ছিল।