আপিল বিভাগ - UK BANGLA News Site Mon, 21 Nov 2022 05:47:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png আপিল বিভাগ - UK BANGLA 32 32 শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ https://ukbangla.live/2022/11/21/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a7%2580-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a3-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d-2 https://ukbangla.live/2022/11/21/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d-2/#respond Mon, 21 Nov 2022 05:47:02 +0000 https://ukbangla.live/?p=18010 চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি […]

The post শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত।

এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

এর আগে গত ১৩ নভেম্বর নিপুণের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

গত ১৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে আদেশ দেন আপিল বিভাগ।

এর আগে ৮ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করা হয়।

গত ৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার।

এর আগে ২ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এছাড়া গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

The post শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/21/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d-2/feed/ 0
৮৫ নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত পাবেন না: আপিল বিভাগ https://ukbangla.live/2022/09/01/%e0%a7%ae%e0%a7%ab-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25ae%25e0%25a7%25ab-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%259a%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/01/%e0%a7%ae%e0%a7%ab-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be/#respond Thu, 01 Sep 2022 07:07:43 +0000 https://ukbangla.live/?p=15054 ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দেয়া সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আজ এই রায় দেন। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। গত ২৮ আগস্ট আপিলের […]

The post ৮৫ নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত পাবেন না: আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post ৮৫ নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত পাবেন না: আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দেয়া সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আজ এই রায় দেন।

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।

গত ২৮ আগস্ট আপিলের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আপিল বিভাগ আজ ১ সেপ্টেম্বর রায়ের জন্য দিন ধার্য রাখেন। সে অনুযায়ী আজ রায় দেয়া হলো।

২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ৮৫ কর্মকর্তার আপিল মঞ্জুর করে চাকরিতে পুনর্বহালের পক্ষে রায় দেন। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পৃথক চারটি লিভ টু আপিল করে।

এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ২০১০ সালের ২৯ এপ্রিল আপিল ট্রাইব্যুনালের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত এটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।

চাকরিচ্যুত কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ, প্রবীর নিয়োগী, সালাহ উদ্দিন দোলন ও কামরুল হক সিদ্দিকী।

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের এই নিয়োগ নিয়ে বিতর্ক ওঠে। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২৭ জনের মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়। তাদের মধ্যে ৮৫ জনকে একই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এর বিরুদ্ধে চাকরিচ্যুতগণ মামলা করেন। ২০০৯ সালের ২৩ মার্চ মামলা খারিজ করে রায় দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে চাকরিচ্যুত প্রার্থীরা আপিল করেন। এই আপিল মঞ্জুর করে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল রায় দেন।

The post ৮৫ নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত পাবেন না: আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post ৮৫ নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত পাবেন না: আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/01/%e0%a7%ae%e0%a7%ab-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be/feed/ 0
সংসদ ভবন চত্বরে স্পিকার-ডেপুটি স্পিকারের ভবন বৈধ: আপিল বিভাগ https://ukbangla.live/2022/08/16/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%25b8%25e0%25a6%25a6-%25e0%25a6%25ad%25e0%25a6%25ac%25e0%25a6%25a8-%25e0%25a6%259a%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a1 https://ukbangla.live/2022/08/16/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1/#respond Tue, 16 Aug 2022 04:32:28 +0000 https://ukbangla.live/?p=14177 লুই আইকানের নকশার বাইরে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণকে বৈধ বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বিষয়টি নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে মঙ্গলবার (১৬ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত […]

The post সংসদ ভবন চত্বরে স্পিকার-ডেপুটি স্পিকারের ভবন বৈধ: আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post সংসদ ভবন চত্বরে স্পিকার-ডেপুটি স্পিকারের ভবন বৈধ: আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
লুই আইকানের নকশার বাইরে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণকে বৈধ বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

বিষয়টি নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে মঙ্গলবার (১৬ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিব উল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে ২০০২ সালে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হলে ২০০৩ সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস।

সে রিট আবেদনে বলা হয়, লুই আই কানের মূল নকশা লঙ্ঘন করে সংসদ ভবন এলাকায় এসব আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে ২০০৪ সালের ২১ জুন হাইকোর্ট ওই রিট আবেদনের ওপর রায়ে বলেন, সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ কার্যক্রম অবৈধ। সেই সঙ্গে রায়ে সংসদ ভবন এলাকাকে জাতীয় ঐতিহ্য ঘোষণার নির্দেশ দেন।

তবে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এই স্থগিত আদেশের মধ্যেই স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ শেষ হয়ে যায়। অবশেষে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে দেশের সর্বোচ্চ আদালত আজ হাইকোর্টের রায়টি (স্যাটাসাইড) বাতিল করে রায় দেয়।

The post সংসদ ভবন চত্বরে স্পিকার-ডেপুটি স্পিকারের ভবন বৈধ: আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post সংসদ ভবন চত্বরে স্পিকার-ডেপুটি স্পিকারের ভবন বৈধ: আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/16/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1/feed/ 0
১৮ দিন পর বসেছেন আপিল বিভাগ https://ukbangla.live/2022/05/16/%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25ae-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%2586%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b2-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ad%25e0%25a6%25be https://ukbangla.live/2022/05/16/%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/#respond Mon, 16 May 2022 07:25:39 +0000 https://ukbangla.live/?p=9469 ঈদ ও অবকাশকালীন ছুটি শেষে ১৮ দিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ শুরু হয়েছে। সোমবার (১৬ মে) সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ ও জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ শুরু হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. […]

The post ১৮ দিন পর বসেছেন আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post ১৮ দিন পর বসেছেন আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
ঈদ ও অবকাশকালীন ছুটি শেষে ১৮ দিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ শুরু হয়েছে।

সোমবার (১৬ মে) সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ ও জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ শুরু হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

The post ১৮ দিন পর বসেছেন আপিল বিভাগ first appeared on UK BANGLA.

The post ১৮ দিন পর বসেছেন আপিল বিভাগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/16/%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/feed/ 0
আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি নাজমুল আহাসান আর নেই https://ukbangla.live/2022/02/04/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b2-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%258b%25e0%25a6%2597-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%2593%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/02/04/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac/#respond Fri, 04 Feb 2022 03:59:30 +0000 https://ukbangla.live/?p=1205 আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফ আর এম […]

The post আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি নাজমুল আহাসান আর নেই first appeared on UK BANGLA.

The post আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি নাজমুল আহাসান আর নেই appeared first on UK BANGLA.

]]>
আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আপিল বিভাগে নিয়োগ পান। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন তিনি শপথ নিতে পারেননি।

৯ জানুয়ারি আপিল বিভাগের এজলাস কক্ষে নতুন বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছিলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান করোনা আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি সুস্থ হলে শপথ নেবেন।

এদিকে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

The post আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি নাজমুল আহাসান আর নেই first appeared on UK BANGLA.

The post আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি নাজমুল আহাসান আর নেই appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/04/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac/feed/ 0