ইউক্রেন ইস্যু - UK BANGLA News Site Tue, 10 May 2022 06:58:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ইউক্রেন ইস্যু - UK BANGLA 32 32 ইউক্রেন ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক https://ukbangla.live/2022/05/10/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%2583%25e0%25a6%25b9%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/05/10/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf/#respond Tue, 10 May 2022 06:58:21 +0000 https://ukbangla.live/?p=9033 ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিষয়ে মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সোমবার কূটনীতিকরা এ কথা জানান। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরে এটি হবে নিরাপত্তা পরিষদের ১৬তম বৈঠক। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর চাপ প্রয়োগের অংশ হিসেবে ফ্রান্স ও মেক্সিকোর অনুরোধে এই বৈঠক […]

The post ইউক্রেন ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক first appeared on UK BANGLA.

The post ইউক্রেন ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিষয়ে মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সোমবার কূটনীতিকরা এ কথা জানান।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরে এটি হবে নিরাপত্তা পরিষদের ১৬তম বৈঠক। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর চাপ প্রয়োগের অংশ হিসেবে ফ্রান্স ও মেক্সিকোর অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও পরিষদের স্থায়ী সদস্য হিসেবে পরিষদের সিদ্ধান্তের বিরোধীতা ও প্রত্যাখান করার ক্ষমতা রাশিয়ার রয়েছে।

ফ্রান্স এবং মেক্সিকো জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগ অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এবং জাতিসংঘ শিশু তহবিলকে (ইউনিসেফ) বৈঠক ডাকার আহবান জানায়। কূটনীতিকরা এ কথা জানান। চলতি সপ্তাহের শেষ দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি স্কুলে বোমা হামলার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিয়েভ বলেছে এই হামলায় ৬০ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

একই দিনে ইউক্রেনের অনুরোধে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

‘একটি শান্তিপূর্ণ সমাধান’ খুঁজে বের করার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি নরওয়ে ও মেক্সিকোর ‘জোরালো সমর্থনে’ বৃহস্পতিবারের উন্মুক্ত এই বৈঠকের পরে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্ব সম্মত এক বিবৃতি প্রকাশ করবে।

The post ইউক্রেন ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক first appeared on UK BANGLA.

The post ইউক্রেন ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/10/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf/feed/ 0
নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়া যে কোন অবরোধ হবে ‘একতরফা’: জাতিসংঘে রাশিয়া-চীন https://ukbangla.live/2022/02/08/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/02/08/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8/#respond Tue, 08 Feb 2022 07:54:27 +0000 https://ukbangla.live/?p=1520 ইউক্রেন বিষয়ে পশ্চিমা শাস্তির হুমকির মুখে থাকা রাশিয়া এবং চীন সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়া দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপকে “একতরফা” বলে অভিহিত করেছে। জাতিসংঘে রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, “শুধু নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বৈধ।” এধরণের অবরোধ “বৈশ্বিক চ্যালেঞ্জের প্রতিক্রিয়ার জন্য একটি হাতিয়ার।” ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ না করে পলিয়ানস্কি বলেন, আক্রমনের পরিকল্পনা করছে এমন অভিযোগে রাশিয়ার […]

The post নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়া যে কোন অবরোধ হবে ‘একতরফা’: জাতিসংঘে রাশিয়া-চীন first appeared on UK BANGLA.

The post নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়া যে কোন অবরোধ হবে ‘একতরফা’: জাতিসংঘে রাশিয়া-চীন appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন বিষয়ে পশ্চিমা শাস্তির হুমকির মুখে থাকা রাশিয়া এবং চীন সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়া দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপকে “একতরফা” বলে অভিহিত করেছে।

জাতিসংঘে রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, “শুধু নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বৈধ।” এধরণের অবরোধ “বৈশ্বিক চ্যালেঞ্জের প্রতিক্রিয়ার জন্য একটি হাতিয়ার।”

ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ না করে পলিয়ানস্কি বলেন, আক্রমনের পরিকল্পনা করছে এমন অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে “একতরফা” পদক্ষেপের তিনি নিন্দা জানান।

তিনি বলেন, এতে শান্তি প্রচেষ্টা ব্যহত হয়, এভাবে তারা সিরিয়া, বেলারুশ, কিউবা, ভেনিজুয়েলা, ইরান, আফগানিস্তান, বার্মা এবং মালির মতো দেশগুলোর সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, “জোরপূর্বক একতরফা নিষেধাজ্ঞা উদ্বেগের একটি বড় কারণ।”

বেইজিংয়ের মিত্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ঝাং বলেন, অবরোধের কারণে “সেখানে গুরুতর মানবিক বিপর্যয় হয়েছে।”

তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড জোর দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির জন্য দেশটি নিজেই দায়ী।

থমাস গ্রিনফিল্ড বলেন, উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে এক নন্বর বাধা হলো দেশটির স্ব-আরোপিত সীমান্ত বন্ধ করা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নয়।

উত্তর কোরিয়া একটি স্ব-আরোপিত করোনাভাইরাস অবরোধের অধীনে বসবাস করছে- যা দেশটির পারমাণবিক কর্মসূচির জন্য যে কোন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চেয়ে ব্যাপক।

The post নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়া যে কোন অবরোধ হবে ‘একতরফা’: জাতিসংঘে রাশিয়া-চীন first appeared on UK BANGLA.

The post নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়া যে কোন অবরোধ হবে ‘একতরফা’: জাতিসংঘে রাশিয়া-চীন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/08/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a8/feed/ 0
ইউক্রেন ইস্যু: এবার গ্যাস লাইন বন্ধের হুঁশিয়ারি জো বাইডেনের https://ukbangla.live/2022/02/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581-%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/02/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8/#respond Tue, 08 Feb 2022 04:08:40 +0000 https://ukbangla.live/?p=1478 রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে তাহলে রাশিয়ার প্রধান একটি গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ চলছে। এর আগে রাশিয়াকে সেই গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল জার্মানি। যুক্তরাষ্ট্রে সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) […]

The post ইউক্রেন ইস্যু: এবার গ্যাস লাইন বন্ধের হুঁশিয়ারি জো বাইডেনের first appeared on UK BANGLA.

The post ইউক্রেন ইস্যু: এবার গ্যাস লাইন বন্ধের হুঁশিয়ারি জো বাইডেনের appeared first on UK BANGLA.

]]>
রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে তাহলে রাশিয়ার প্রধান একটি গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ চলছে। এর আগে রাশিয়াকে সেই গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল জার্মানি।

যুক্তরাষ্ট্রে সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন একথা বলেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক টুইট বার্তায় জার্মান চ্যান্সেলরকে প্রথমবার হোয়াইট হাউজে স্বাগত জানান বাইডেন। টুইটারে তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে কূটনৈতিক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, একই সঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন সংকট ইস্যুতে একসঙ্গে কাজ করবেন তারা।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

ইউক্রেনের পশ্চিমা মিত্ররা বরাবরই বলে আসছে যে, পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা হলে তারা রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আর যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই বক্তব্যের মাধ্যমে তাদের রুশ-বিরোধী কঠোর অবস্থান আরও স্পষ্ট হলো। কারণ রাশিয়ার জন্য এই গ্যাস পাইপলাইন খুবই গুরুত্বপূর্ণ।

অবশ্য জার্মান চ্যান্সেলর যখন ওয়াশিংটন সফর করছেন তখন ইউরোপে সম্ভাব্য কোনো যুদ্ধের ঝুঁকি এড়াতে মস্কো সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন।

রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহের জন্য চলছে ‘নর্ড স্ট্রিম-টু’ পাইপলাইন প্রকল্পের কাজ। এই লাইনের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার কথা। ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনটি এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ। যা নির্মাণে সময় লেগেছে পাঁচ বছর, ব্যয় হয়েছে ১১০০ কোটি মার্কিন ডলার। গত বছরের সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম ২ গ্যাসলাইন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু এ লাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি এখনো শুরু হয়নি। জার্মানির কাছ থেকে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় গ্যাস সরবরাহ থেমে আছে। এই গ্যাসলাইনের মালিক রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান গাজপ্রোম।

জার্মানিতে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে রাশিয়া। মূলত এ অঞ্চলে গ্যাস রপ্তানি দ্বিগুণ করতে নর্ড স্ট্রিম ২ পাইপলাইন স্থাপন করা হয়েছে। কয়লা ও পারমাণবিক শক্তিনির্ভর বিদ্যুৎ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার কাছ থেকে গ্যাস নিচ্ছে জার্মানি।

ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে, ১৯৭০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে ইউরোপ প্রাকৃতিক গ্যাস আমদানি শুরু করে। সম্প্রতি কয়েক বছর ধরে সেই নির্ভরতা আরও বেড়েছে। বছরে এখন ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ করে রাশিয়া।

সূত্র: রয়টার্স, এএফপি

The post ইউক্রেন ইস্যু: এবার গ্যাস লাইন বন্ধের হুঁশিয়ারি জো বাইডেনের first appeared on UK BANGLA.

The post ইউক্রেন ইস্যু: এবার গ্যাস লাইন বন্ধের হুঁশিয়ারি জো বাইডেনের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/08/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8/feed/ 0
ইউক্রেন ইস্যুতে বৈঠক, জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিবাদ https://ukbangla.live/2022/02/01/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%2588%25e0%25a6%25a0%25e0%25a6%2595-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/02/01/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/#respond Tue, 01 Feb 2022 04:07:05 +0000 https://ukbangla.live/?p=881 জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেছিল নিরাপত্তা পরিষদ। এ বৈঠকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনকে কেন্দ্র করেই আলোচনার জন্য ওই বৈঠক ডেকেছিল যুক্তরাষ্ট্র। বৈঠকে মার্কিন দূত লিন্ডা […]

The post ইউক্রেন ইস্যুতে বৈঠক, জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিবাদ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন ইস্যুতে বৈঠক, জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিবাদ appeared first on UK BANGLA.

]]>
জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেছিল নিরাপত্তা পরিষদ। এ বৈঠকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনকে কেন্দ্র করেই আলোচনার জন্য ওই বৈঠক ডেকেছিল যুক্তরাষ্ট্র।

বৈঠকে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে যে পরিমাণ সেনা মোতায়েন করেছে তা গত কয়েক দশকের মধ্যে দেখেনি ইউরোপ। ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা, ট্যাঙ্ক, আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিশেষ দূত অভিযোগ করেছেন যে, রাশিয়ার বিষয়ে উম্মাদ এবং অগ্রহণযোগ্য হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তবে তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেন, ক্রেমলিনের ঘনিষ্ট ব্যক্তি এবং ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে বর্তমানের তুলনায় আরও বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন আইনপ্রণেতারা।

ভ্যাসিলি নেবেনজ্যা বলেন, ‘রাশিয়া যে ইউক্রেনে সামরিক হামলার পরিকল্পনা করছে, এমন বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ নেই এবং সেনা মোতায়েনের বিষয়টিও জাতিসংঘ নিশ্চিত করেনি। রাশিয়া যেকোনো সময় নিজের ভূমিতে যেকোনো জায়গায় সেনা মোতায়েন করতে পারে, সেটি ওয়াশিংটনের দেখার বিষয় নয়।’

রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজ্যা বলেন, ‘বাইডেন প্রশাসনই বিভিন্ন উসকানিমূলক কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করছে। এটা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে শুধু অগ্রহণযোগ্য হস্তক্ষেপই নয়, বিশ্ববাসীকে এ অঞ্চলের সত্যিকার পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তও করছে।’

নিরাপত্তা পরিষদের এই বৈঠক রাশিয়া শুধু আলোচনায় সীমাবদ্ধ রেখেই শেষ করতে চাইলেও শেষমেষ তা ভোটে গড়ায় এবং সেখানে ১০ ভোট রাশিয়ার বিপক্ষে যায়। মাত্র দুটি ভোট পড়ে রাশিয়ার পক্ষে।

সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় লাখখানেক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। একইসঙ্গে ওই এলাকায় ট্যাংক, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রও মজুদ করা হয়েছে। কিন্তু, শুরু থেকেই যুদ্ধ বা আগ্রাসনের পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। তবে, স্নায়ুযুদ্ধের সময়ের পর ওই অঞ্চলে আর কখনোই এত পরিমাণ সামরিক শক্তি জমায়েত করেনি রাশিয়া।

ইউক্রেন ন্যাটো জোটের সদস্য দেশ নয়। রাশিয়া চায় ইউক্রেন যেন ন্যাটো জোটের অন্তর্ভুক্ত হতে না পারে। তবে, রাশিয়ার সীমান্তবর্তী দেশ এবং সাবেক সোভিয়েত রাষ্ট্র লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া ন্যাটো জোটে রয়েছে।

গত মাসে রাশিয়া ন্যাটোর কাছে তিনটি দাবি জানিয়েছে। প্রথমত, ইউক্রেনকে যেন সামরিক জোটটির সদস্য না করা হয়। দ্বিতীয়ত, পূর্ব ইউরোপে ন্যাটো যেন কোনো সামরিক কার্যক্রম না চালায় এবং তৃতীয় দাবিটি হচ্ছে—রাশিয়ার সীমান্তবর্তী কোনো দেশে যেন ক্ষেপণাস্ত্র না বসানো হয়।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপত্যকা ক্রিমিয়া দখল করে নেয়। এ সময় সংঘাতে সেখানে ১৪ হাজারের মতো মানুষের মৃত্যু হয়।

The post ইউক্রেন ইস্যুতে বৈঠক, জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিবাদ first appeared on UK BANGLA.

The post ইউক্রেন ইস্যুতে বৈঠক, জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিবাদ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/01/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/feed/ 0