ইউক্রেন - UK BANGLA News Site Tue, 22 Nov 2022 07:11:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ইউক্রেন - UK BANGLA 32 32 ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/11/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2596-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2596-%25e0%25a6%259c%25e0%25a7%2580%25e0%25a6%25ac%25e0%25a6%25a8-%25e0%25a6%25b9%25e0%25a7%2581%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae/#respond Tue, 22 Nov 2022 07:11:33 +0000 https://ukbangla.live/?p=18063 টানা ৯ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে উভয়পক্ষ যুদ্ধে লিপ্ত থাকলেও আসন্ন শীতকাল হতে পারে ইউক্রেনীয়দের জন্য বিপদের কারণ। একই কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, আসন্ন শীতে ইউক্রেনে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। মঙ্গলবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে […]

The post ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
টানা ৯ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে উভয়পক্ষ যুদ্ধে লিপ্ত থাকলেও আসন্ন শীতকাল হতে পারে ইউক্রেনীয়দের জন্য বিপদের কারণ। একই কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, আসন্ন শীতে ইউক্রেনে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। মঙ্গলবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ডক্টর হ্যান্স হেনরি পি ক্লুজ বলেছেন, ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো হয় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে ১০ মিলিয়ন মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এমনকি ইউক্রেনের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে (-20C) পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের স্বাস্থ্য অবকাঠামোতে ৭০৩টি হামলা নথিভুক্ত করেছে ডব্লিউএইচও।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

এর মধ্যে গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

বিবিসি বলছে, যুদ্ধ শুরুর পর গত সপ্তাহেই ইউক্রেনে সবচেয়ে ভারী বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায়ও ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মূলত সম্মুখসারির যুদ্ধে ব্যর্থতার পর রাশিয়ার সাম্প্রতিক এসব হামলা একটি বিস্তৃত কৌশলের অংশ এবং শীত শুরু হওয়ার সাথে সাথে ইউক্রেনে রুশ এই কৌশলের প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হতে শুরু করেছে।

সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ডক্টর ক্লুজ বলেন, ‘সহজভাবে বললে, এই শীতকালে লক্ষ্য হবে কেবল বেঁচে থাকা।’

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই সেখানকার বর্তমান পরিস্থিতিতে এই শীত মানুষের বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তার ভাষায়, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা ‘এখন সবচেয়ে অন্ধকার দিনগুলোর মুখোমুখি’ হয়েছে এবং সংঘাতের অবসানের জন্য সর্বোত্তম সমাধান শেষ হতে চলেছে।

ডক্টর ক্লুজ বলেন, হামলার কারণে ইউক্রেনের শত শত হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা অবকাঠামো এখন ‘আর পুরোপুরি চালু নেই। কারণ মৌলিক চাহিদা মেটাতে জ্বালানি, পানি ও বিদ্যুতের অভাব রয়েছে’।

প্রসূতি ওয়ার্ডের জন্য ইনকিউবেটর প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ব্লাড ব্যাংকের জন্য রেফ্রিজারেটর প্রয়োজন এবং নিবিড় পরিচর্যার বিছানায় ভেন্টিলেটর প্রয়োজন। আর তাই সকলেরই জ্বালানি প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উষ্ণতা ও নিরাপত্তার খোঁজে আসন্ন শীতে ৩০ লাখ পর্যন্ত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে পারেন।

ডা. ক্লুজ বলেছেন, তিনি দোনেতস্কের ১৭ হাজার এইচআইভি রোগীর জন্য ‘খুবই উদ্বিগ্ন’। কারণ শিগগিরই এসব রোগীদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের সংকট দেখা দিতে পারে। মূলত এই ওষুধটিই এইচআইভি রোগীদের বাঁচিয়ে রাখতে সহায়তা করে।

ইউরোপে ডব্লিউএইচওর আঞ্চলিক এই পরিচালক বলছেন, দোনেতস্কের বেশিরভাগ অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। যার কারণে জরুরিভাবে এই অঞ্চলের সকল এলাকায় মানবিক স্বাস্থ্য করিডোর তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়েও উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। হ্যান্স হেনরি পি ক্লুজ বলেছেন, টিকার বুস্টার ডোজের কথাই ছেড়ে দিন। করোনার মৌলিক টিকাদনের কম হারের কারণে লাখ লাখ ইউক্রেনীয় নাগরিকের কোভিডের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বা নেই।

The post ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে লাখ লাখ জীবন হুমকির মুখে: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/22/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae/feed/ 0
তলে তলে ইউক্রেনকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে বলছে যুক্তরাষ্ট্র https://ukbangla.live/2022/11/07/%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25a4%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/07/%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/#respond Mon, 07 Nov 2022 05:57:38 +0000 https://ukbangla.live/?p=17495 ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ভবিষ্যতে অন্য দেশগুলো যেন কিয়েভকে সহায়তা অব্যাহত রাখে সে জন্য ইউক্রেনকে কৌশলী হতে পরামর্শ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনের নেতাদের উৎসাহিত করছে, কিয়েভ যেন রাশিয়াকে ইঙ্গিত দেয় যে তারা শান্তি আলোচনায় আগ্রহী। তবে প্রকাশ্যে অন্য কথা বলতে বলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পরামর্শ, প্রকাশ্যে ইউক্রেন […]

The post তলে তলে ইউক্রেনকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে বলছে যুক্তরাষ্ট্র first appeared on UK BANGLA.

The post তলে তলে ইউক্রেনকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে বলছে যুক্তরাষ্ট্র appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে ভবিষ্যতে অন্য দেশগুলো যেন কিয়েভকে সহায়তা অব্যাহত রাখে সে জন্য ইউক্রেনকে কৌশলী হতে পরামর্শ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনের নেতাদের উৎসাহিত করছে, কিয়েভ যেন রাশিয়াকে ইঙ্গিত দেয় যে তারা শান্তি আলোচনায় আগ্রহী। তবে প্রকাশ্যে অন্য কথা বলতে বলছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পরামর্শ, প্রকাশ্যে ইউক্রেন যেন বলে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতা থেকে অপসারণ না করা পর্যন্ত আলোচনায় বসবে না তারা। ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এসব কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কিয়েভের নেতাদের এমন পরামর্শের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে, ইউক্রেন প্রশ্নে বাইডেন প্রশাসন একটা জটিল অবস্থান নিয়েছে। একদিকে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে যত দিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দিতে চাইছেন, অপরদিকে আট মাসের এ যুদ্ধ বন্ধের আশাও রয়েছে বাইডেন প্রশাসনের।

ইউক্রেনের যুদ্ধ নিয়ে মার্কিন কর্মকর্তাদের যে মূল্যায়ন, সেটা তাঁরা ইউক্রেনের কর্মকর্তাদের জানিয়েছেন। তাঁদের মতে, পুতিন আলোচনার ব্যাপারে এখন অতটা আগ্রহী নন। কিন্তু তাঁরা স্বীকার করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে পুতিনের সঙ্গে আলোচনায় না বসার কথা বলছেন, তা ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার কিছু দেশে উদ্বেগ তৈরি করেছে। কারণ, এ যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে এসব দেশকে ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘ইউক্রেন নিয়ে আমাদের অনেক মিত্রদেশ যে ক্লান্ত হয়ে পড়েছে, এটা সত্যিকার উদ্বেগের বিষয়।’ তবে ওয়াশিংটন পোস্ট-এর ওই প্রতিবেদন নিয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনে এক রুশ জেনারেলকে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দিয়েছে ক্রেমলিন। এত দিন রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন কর্নেল জেনারেল আলেক্সান্দার লাপিন। মেজর জেনারেল আলেক্সান্দার লিনকভকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে। নেতৃত্ব দিতে ব্যর্থতার কারণে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দফায় দফায় সামরিক কমান্ডার বদলেছে রাশিয়া, যার সর্বশেষ উদাহরণ হচ্ছেন মেজর জেনারেল লিনকভ।

The post তলে তলে ইউক্রেনকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে বলছে যুক্তরাষ্ট্র first appeared on UK BANGLA.

The post তলে তলে ইউক্রেনকে পুতিনের সঙ্গে সমঝোতা করতে বলছে যুক্তরাষ্ট্র appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/07/%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/feed/ 0
খুনি-মাদক কারবারীদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন https://ukbangla.live/2022/11/05/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%2595-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/11/05/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95/#respond Sat, 05 Nov 2022 05:43:22 +0000 https://ukbangla.live/?p=17449 ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান পরিচালনায় এখন জেলফেরত খুনি ও মাদক কারবারীদের সেনাবাহিনীতে যুক্ত করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সামরিক অভিযান চালাতে গত ফেব্রুয়ারিতে নিজের সেনাদের ইউক্রেনে পাঠান পুতিন। এরপর কেটে গেছে প্রায় সাড়ে আট মাস। কিন্তু এখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামেনি। বিবিসি বলেছে, অপরাধীদের সেনাবাহিনীতে যুক্ত করতে প্রেসিডেন্ট পুতিন […]

The post খুনি-মাদক কারবারীদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন first appeared on UK BANGLA.

The post খুনি-মাদক কারবারীদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান পরিচালনায় এখন জেলফেরত খুনি ও মাদক কারবারীদের সেনাবাহিনীতে যুক্ত করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামরিক অভিযান চালাতে গত ফেব্রুয়ারিতে নিজের সেনাদের ইউক্রেনে পাঠান পুতিন। এরপর কেটে গেছে প্রায় সাড়ে আট মাস। কিন্তু এখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামেনি।

বিবিসি বলেছে, অপরাধীদের সেনাবাহিনীতে যুক্ত করতে প্রেসিডেন্ট পুতিন আইন সংশোধন করেছেন। সংশোধিত আইনে দণ্ডপ্রাপ্ত অপরাধীদেরও সেনাবাহিনীতে (রিজার্ভ ফোর্সে) যুক্ত করার বিষয়টি রাখা হয়েছে। তবে জঙ্গিবাদ ও শিশু যৌন নির্যাতনের অপরাধে জেলখাটাদের এ আইনের বাইরে রাখা হয়েছে।

এদিকে সেপ্টেম্বরে জাতিসংঘের গঠিত একটি কমিশন জানায়, রাশিয়ার সেনারা ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত করেছেন। যার মধ্যে রয়েছে বেসামরিকদের হত্যা এবং যৌন নির্যাতন। ইউক্রেনও দাবি করেছে, রুশ সেনারা হাজার হাজার যুদ্ধাপরাধ করেছে। এখন দণ্ডপ্রাপ্তদের সেনাবাহিনীতে যুক্ত করে ইউক্রেন যুদ্ধে পাঠানোয় এ ধরনের অপরাধ আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সেপ্টেম্বরেই খবর বের হয় রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ জেলবন্দিদের ইউক্রেনে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করছে। একটি ভিডিওতে দেখা গিয়েছিল ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিন জেলবন্দিদের প্রস্তাব দিচ্ছেন- যদি তারা ছয় মাস ইউক্রেনে যুদ্ধ করে তাহলে তাদের সাজা মওকুফ করে দেওয়া হবে।

যদিও রাশিয়ার আইনে ‘যুদ্ধ করার বদলে শাস্তি মওকুফের’ কোনো সুযোগ নেই। তবুও জেলবন্দিদের এমন প্রস্তাব দেওয়া হয়েছিল।

আগে ওয়াগনার গ্রুপ গোপনে তাদের কার্যক্রম চালালেও এখন প্রকাশ্যে তারা সদস্য সংগ্রহ করছে। এ শুক্রবারই সেন্ট পিটার্সবার্গে নিজেদের অফিস খুলেছে ওয়াগনার।

এদিকে এর আগে ২২ সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এরপর পুরো রাশিয়াজুড়ে সেনা সমাবেশের কার্যক্রম চলে। সেপ্টেম্বরের শেষে এ কার্যক্রম শেষ হয়।

প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যেসব সেনা সমাবেশ করা হয়েছিল তার মধ্যে ইতিমধ্যে ৪৯ হাজার সেনা ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিতে চলে গেছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সেনা সমাবেশের ঘোষণা দেওয়ার বিষয়টি ইঙ্গিত করছে ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ সেনারা। এ কারণে পুতিনকে বাধ্য হয়ে নতুন করে সেনা সমাবেশ করতে হয়েছে।

সূত্র: বিবিসি

The post খুনি-মাদক কারবারীদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন first appeared on UK BANGLA.

The post খুনি-মাদক কারবারীদের ইউক্রেন যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/05/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95/feed/ 0
ফের ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার অবরোধ, বাড়ছে উদ্বেগ https://ukbangla.live/2022/10/31/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%25b0%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/31/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/#respond Mon, 31 Oct 2022 06:24:03 +0000 https://ukbangla.live/?p=17264 ইউক্রেনের বন্দরগুলোতে ফের অবরোধ কার্যক্রম শুরু করেছে রাশিয়া। ফলে ইউক্রেন থেকে শস্য রপ্তানি ফের অচল হওয়ার পথে। এর আগে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি থেকে সরে দাঁড়ায় রাশিয়া। খবর এপির। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বৈশ্বিক ক্ষুধা ঝুঁকি […]

The post ফের ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার অবরোধ, বাড়ছে উদ্বেগ first appeared on UK BANGLA.

The post ফের ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার অবরোধ, বাড়ছে উদ্বেগ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনের বন্দরগুলোতে ফের অবরোধ কার্যক্রম শুরু করেছে রাশিয়া। ফলে ইউক্রেন থেকে শস্য রপ্তানি ফের অচল হওয়ার পথে। এর আগে কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি থেকে সরে দাঁড়ায় রাশিয়া। খবর এপির।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া চুক্তি থেকে সরে দাঁড়ানোয় বৈশ্বিক ক্ষুধা ঝুঁকি বাড়ছে। কারণ বিশ্বের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউক্রেন।

বাইডেন নিজের নির্বাচনী এলাকা ডেলাওয়্যারের উইলমিংটনে বলেন, এটা সত্যিই ভয়ঙ্কর। রাশিয়া যা করছে, তার কোনো সঠিকতা নেই।

জানা গেছে, কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার পর ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি থেকে সরে দাঁড়ায় রাশিয়া। কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য রপ্তানি ফের চালু করেছিল রাশিয়া ও ইউক্রেন। গত ২২ জুলাই ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় সই হয় বহুল প্রত্যাশিত সেই চুক্তি। এবার সেই চুক্তি থেকে সরে এলো রাশিয়া।

শনিবার (২৯ অক্টোবর) ক্রিমিয়া উপকূলে হামলার পর এ চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে বিশ্বে ইউক্রেনের শস্য রপ্তানির পথ সহজ করার প্রক্রিয়া আপাতত বন্ধ হয়ে গেলো।

চুক্তির আওতায় এরইমধ্যে ৯০ লাখ টনেরও বেশি ইউক্রেনীয় শস্য রপ্তানি করার অনুমোদন হয় এবং আগামী ১৯ নভেম্বর চুক্তিটি নবায়ন করার কথা ছিল।

The post ফের ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার অবরোধ, বাড়ছে উদ্বেগ first appeared on UK BANGLA.

The post ফের ইউক্রেনের শস্য রপ্তানিতে রাশিয়ার অবরোধ, বাড়ছে উদ্বেগ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/31/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/feed/ 0
ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/#respond Sat, 29 Oct 2022 06:35:07 +0000 https://ukbangla.live/?p=17217 ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে ফের কিয়েভ ও ওয়াশিংটনের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী মস্কো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে টেলিফোন বৈঠক হয়েছে। সেই বৈঠকে ল্যাভরভ মস্কোর এই অবস্থান নিশ্চিত করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ওয়েনবিন। […]

The post ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন first appeared on UK BANGLA.

The post ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে ফের কিয়েভ ও ওয়াশিংটনের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী মস্কো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে টেলিফোন বৈঠক হয়েছে। সেই বৈঠকে ল্যাভরভ মস্কোর এই অবস্থান নিশ্চিত করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ওয়েনবিন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘চীন বিশ্বাস করে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে সেসব কূটনৈতিক আলোচনা, সংলাপ ও রাজনৈতিক তৎপরতার মাধ্যমে দূর করা সম্ভব। তাছাড়া বর্তমানে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে, এটি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে।’

‘বৃহস্পতিবারের টেলিফোন বৈঠকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারটি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানানোর পর তিনিও তা মেনে নেন এবং বলেন, মস্কো কিয়েভ ও ওয়াশিংটনের সঙ্গে ফের শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মস্কোর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন।’

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিৃবতিতে ওয়াং ই বলেন, সাবেক সোভিয়েত আমলে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি বলে রাশিয়ার যে পরিচিতি ছিল, তা ফিরে পেতে মস্কোর প্রতি সবসয়ই ‘দৃঢ় সমর্থন’ থাকবে বেইজিংয়ের।

‘প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রুশ জনগণের একত্রিত হওয়া, যাবতীয় সংকট ও চ্যালেঞ্জ অতিক্রম করে কৌশলগত লক্ষ্য অর্জন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশে রাশিয়ার প্রতি বরাবরই চীনের দৃঢ় সমর্থন থাকবে,’ বিবৃতিতে উল্লেখ করেন ওয়াং ই।

২০১৪ সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া হারানোর পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবির শুরু করে ইউক্রেন। এই নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে প্রতিবেশী এই দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন।

যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর বেলারুশে শান্তি সংলাপ শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে। পরে এই সংলাপ স্থানান্তরিত হয় তুরস্কে; কিন্তু গত জুন মাসে সেই সংলাপ থেমে যায়। এখন পর্যন্ত সেটি স্থবির অবস্থাতেই রয়েছে।

রাশিয়ার অন্যতম ঘনিষ্ট মিত্র চীন গোড়া থেকেই এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে। বেইজিংয়ের দাবি, মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উস্কানির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এবং যুদ্ধ শুরুর পর গত ৯ মাসে ব্যাপক আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের জন্য কোথাও, কোনো ফোরামে এক বারও রাশিয়ার নিন্দা করেনি চীন। এমনকি জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে এ পর্যন্ত যত গণভোট হয়েছে—সেসবের প্রত্যেকটিতেই হয় মস্কোর পক্ষে ভোট দিয়েছে চীন, নয়তো ভোটদান থেকে বিরত থেকেছে।

সূত্র : এপি

The post ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন first appeared on UK BANGLA.

The post ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25ae%25e0%25a7%25a8-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/#respond Sat, 29 Oct 2022 05:29:19 +0000 https://ukbangla.live/?p=17201 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণার পরে রাশিয়া ইউক্রেনে আরও ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানিয়ে বলেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তিন লাখ […]

The post ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণার পরে রাশিয়া ইউক্রেনে আরও ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানিয়ে বলেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তিন লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে। নতুন কোনো পরিকল্পনা নেই।’

গত সেপ্টেম্বরে পুতিন ইউক্রেনে আংশিক সেনা সমাবেশ করার ঘোষণা দেন। তখন ক্রেমলিন জানায়, নতুন করে তিন লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হবে।

প্রতিরক্ষামন্ত্রী সোইগু পুতিনকে জানিয়েছেন, তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ১৮ হাজার প্রশিক্ষণ নিচ্ছেন এবং ৮২ হাজার সেনা ইউক্রেনে পাঠানো হয়েছে।

ইউক্রেনে যুদ্ধের জন্য যেসব রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে তাঁদের উদ্দেশে পুতিন বলেন, ‘কর্তব্যের প্রতি তাঁদের আত্মত্যাগ, তাঁদের দেশপ্রেম, আমাদের দেশ রক্ষা, তাঁদের বাড়িঘর, তাঁদের পরিবার, দেশের নাগরিক ও আমাদের জনগণকে রক্ষা করার জন্য তাঁদের যে দৃঢ়সংকল্প এর জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাতে চাই।’

এদিকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, ‘রাশিয়ার কয়েক লাখ রিজার্ভ সেনা রয়েছে। তবে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের জন্য এবার আর রিজার্ভ সেনা না ডেকে বরং সেচ্ছ্বাসেবী এবং পেশাদার সৈনিক নেওয়া হবে।’ এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার রিজার্ভ সেনাদের পাঠানোর কর্মসূচির সমাপ্তি ঘটছে বলে ধারণা।

The post ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
পুতিনের বক্তব্যের জবাবে কিয়েভ বলল ‘ঝড় আসছে’ https://ukbangla.live/2022/10/28/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/28/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/#respond Fri, 28 Oct 2022 06:26:13 +0000 https://ukbangla.live/?p=17185 রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গতকাল বৃহস্পতিবারের বক্তব্য নাকচ করেছে ইউক্রেন। জবাবে কিয়েভ বলেছে, ঝড় আসছে। খবর রয়টার্স ও বিবিসির গতকাল মস্কোয় এক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন পুতিন। তাঁর বক্তব্যে ইউক্রেনে হামলার জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। উল্টো পুতিন ইউক্রেনে রাশিয়ার হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন। ইউক্রেনে যুদ্ধের উসকানির জন্য তিনি পশ্চিমাদের দায়ী […]

The post পুতিনের বক্তব্যের জবাবে কিয়েভ বলল ‘ঝড় আসছে’ first appeared on UK BANGLA.

The post পুতিনের বক্তব্যের জবাবে কিয়েভ বলল ‘ঝড় আসছে’ appeared first on UK BANGLA.

]]>
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গতকাল বৃহস্পতিবারের বক্তব্য নাকচ করেছে ইউক্রেন। জবাবে কিয়েভ বলেছে, ঝড় আসছে। খবর রয়টার্স ও বিবিসির

গতকাল মস্কোয় এক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন পুতিন। তাঁর বক্তব্যে ইউক্রেনে হামলার জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি।

উল্টো পুতিন ইউক্রেনে রাশিয়ার হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন। ইউক্রেনে যুদ্ধের উসকানির জন্য তিনি পশ্চিমাদের দায়ী করেন।

পুতিন বলেন, পশ্চিমারা একটি বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা খেলা খেলছে, যা বিশ্বজুড়ে বিশৃঙ্খলার বীজ বপন করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি বলে সতর্ক করেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক সীমায় দাঁড়িয়ে আছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামনে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত, একই সঙ্গে গুরুত্বপূর্ণ দশক।’

পশ্চিমাদের প্রতিপক্ষ অভিহিত করেন পুতিন। তিনি বলেন, বিশ্বে পশ্চিমাদের আধিপত্যের দিন শেষ হয়ে আসছে।

পুতিন বলেন, বিশ্বের ভবিষ্যৎ নিয়ে পশ্চিমাদের রাশিয়াসহ অন্যান্য বড় শক্তির সঙ্গে কথা বলতে হবে।

রুশ প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে পাল্টা জবাব দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক টুইটে বলেন, যিনি অন্য একটি দেশ আক্রমণ করেছেন, দেশটির ভূমি দখল করেছেন, গণহত্যা চালিয়েছেন, সেই তিনি অন্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন, অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করছেন?

পুতিনকে ইঙ্গিত করে মাইখাইলো পোডোলিয়াক বলেন, যিনি হাওয়ার সূত্রপাত করেছেন, তিনি ঝড় দেখতে পাবেন। ঝড় আসছে।

পুতিনের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। তারা বলছে, পুতিনের এমন বক্তব্য খুব নতুন কিছু নয়। ইউক্রেনসহ অন্যান্য ব্যাপারে পুতিনের কৌশলগত লক্ষ্যে পরিবর্তনের ইঙ্গিত তাঁর বক্তব্যে পাওয়া যায়নি।

The post পুতিনের বক্তব্যের জবাবে কিয়েভ বলল ‘ঝড় আসছে’ first appeared on UK BANGLA.

The post পুতিনের বক্তব্যের জবাবে কিয়েভ বলল ‘ঝড় আসছে’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/28/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
বাঁধ উড়িয়ে ইউক্রেনের দক্ষিণাংশ তলিয়ে দিতে চান পুতিন? https://ukbangla.live/2022/10/22/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2581%25e0%25a6%25a7-%25e0%25a6%2589%25e0%25a7%259c%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d https://ukbangla.live/2022/10/22/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d/#respond Sat, 22 Oct 2022 06:44:01 +0000 https://ukbangla.live/?p=16988 রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের অতিগুরুত্বপূর্ণ একটি বাঁধ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছে কিয়েভ। এরই মধ্যে বাঁধটির গায়ে বিস্ফোরক বসানো হয়েছে বলে দাবি তাদের। এই বাঁধ ধ্বংস করা হলে ইউক্রেনের বিশাল এলাকা পানির নিচে তলিয়ে যাবে। তাতে অগণিত মানুষের প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। বাঁধটিকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির […]

The post বাঁধ উড়িয়ে ইউক্রেনের দক্ষিণাংশ তলিয়ে দিতে চান পুতিন? first appeared on UK BANGLA.

The post বাঁধ উড়িয়ে ইউক্রেনের দক্ষিণাংশ তলিয়ে দিতে চান পুতিন? appeared first on UK BANGLA.

]]>
রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলের অতিগুরুত্বপূর্ণ একটি বাঁধ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছে কিয়েভ। এরই মধ্যে বাঁধটির গায়ে বিস্ফোরক বসানো হয়েছে বলে দাবি তাদের। এই বাঁধ ধ্বংস করা হলে ইউক্রেনের বিশাল এলাকা পানির নিচে তলিয়ে যাবে। তাতে অগণিত মানুষের প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। বাঁধটিকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।

টেলিভিশনের এক ভাষণে জেলেনস্কি বলেছেন, নোভা কাখোভকা বাঁধে বিস্ফোরক বসিয়েছে রুশ বাহিনী এবং সেটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, এখন রাশিয়ার একটি নতুন ‘সন্ত্রাসী হামলা’ ঠেকাতে বিশ্বের সবাইকে শক্তিশালীভাবে এবং দ্রুত কাজ করতে হবে। বাঁধটি ধ্বংস করার মানে হবে বড় মাত্রার বিপর্যয়।

সুদীর্ঘ দিনিপ্রো নদী ইউক্রেনকে দুইভাগে বিভক্ত করেছে এবং কিছু কিছু জায়গায় এটি কয়েক কিলোমিটার প্রশস্ত। এই নদীর ওপর তৈরি বাঁধটি ধ্বংস হয়ে গেলে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হবে। এতে ইউক্রেনের দক্ষিণাংশে পানি সেচ ব্যবস্থাও ভেঙে পড়বে।

বাঁধটির গুরুত্ব

  • ৩০ মিটার উঁচু ও ৩ দশমিক ২ কিলোমিটার লম্বা বাঁধটি তৈরি হয় ১৯৫৬ সালে। কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে নির্মিত হয়েছিল এটি।
  • এতে ১৮ কিমি আয়তনের বিশাল জলাধার রয়েছে, যা ক্রিমিয়া উপদ্বীপ ও জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পানি সরবরাহ করে। এ তিনটিই বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
  • জলাধারে থাকা পানির পরিমাণ যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের গ্রেট সল্ট লেকের সমান। সোভিয়েত আমলের বাঁধটি উড়িয়ে দিলে খেরসন অঞ্চলের বেশিরভাগ অংশে ভয়াবহ বন্যা সৃষ্টি হবে।
  • কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্র ধ্বংস হলে ইউক্রেনের বিদ্যুৎ সমস্যাও আরও প্রকট হয়ে উঠবে। অভিযোগ-পাল্টা অভিযোগ
    সম্প্রতি জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্ককে নিজেদের অংশ বলে ঘোষণা করেছে রাশিয়া। তবে খেরসনে এখনো তীব্র লড়াই চলছে। সেখানে রুশ বাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনে রুশ বাহিনীর কমান্ডার সের্গেই সুরোভিকিন গত মঙ্গলবার বলেছেন, তার কাছে তথ্য রয়েছে, ইউক্রেনীয় বাহিনী বাঁধের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা এরই মধ্যে একটি বড় হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

সুরোভিকিন বলেন, কিয়েভ সরকার খেরসনে যুদ্ধে নিষিদ্ধ পদ্ধতি ব্যবহার এবং কাখোভকা বাঁধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতির বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে।

তবে ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, বাঁধটি মস্কো নিজেই উড়িয়ে দিয়ে এর দায়ভার কিয়েভের ঘাড়ে চাপানোর চেষ্টা করতে পারে।

জেলেনস্কি বলেছেন, আমি ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে পরবর্তী সন্ত্রাসী হামলা সম্পর্কে জানিয়েছি। রাশিয়া কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে খেরসন অঞ্চলের রুশপন্থি উপপ্রধান কিরিল স্ট্রেমাসভ বলেছেন, বাঁধটিতে রাশিয়া বিস্ফোরক বসিয়েছে বলে কিয়েভ যে অভিযোগ করেছে, তা মিথ্যা।

The post বাঁধ উড়িয়ে ইউক্রেনের দক্ষিণাংশ তলিয়ে দিতে চান পুতিন? first appeared on UK BANGLA.

The post বাঁধ উড়িয়ে ইউক্রেনের দক্ষিণাংশ তলিয়ে দিতে চান পুতিন? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/22/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
ইউক্রেন নিয়ে উদ্বিগ্ন রুশ কমান্ডার সের্গেই সরুভিকিন https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2589%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25a8-%25e0%25a6%25b0%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%81/#respond Wed, 19 Oct 2022 07:42:47 +0000 https://ukbangla.live/?p=16871 ইউক্রেনের খারসন অঞ্চলের সার্বিক সামরিক অভিযান জটিল, উদ্বেগজনক ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রুশ কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন। বিবিসির খবরে বলা হয়েছে, খেরসনের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে ওঠছে। ইউক্রেনে নিযুক্ত রুশ কমান্ডার আরও জানান, ইউক্রেনীয় বাহিনী হিমার্স ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামোতে আঘাত হানছে। […]

The post ইউক্রেন নিয়ে উদ্বিগ্ন রুশ কমান্ডার সের্গেই সরুভিকিন first appeared on UK BANGLA.

The post ইউক্রেন নিয়ে উদ্বিগ্ন রুশ কমান্ডার সের্গেই সরুভিকিন appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনের খারসন অঞ্চলের সার্বিক সামরিক অভিযান জটিল, উদ্বেগজনক ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রুশ কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন।

বিবিসির খবরে বলা হয়েছে, খেরসনের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে ওঠছে। ইউক্রেনে নিযুক্ত রুশ কমান্ডার আরও জানান, ইউক্রেনীয় বাহিনী হিমার্স ব্যবহার করে খেরসন শহরের অবকাঠামোতে আঘাত হানছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে হবে।

এর আগে ইউক্রেনের খেরসন অঞ্চল নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। আর তা পুনরুদ্ধারে মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

খেরসনের পাশাপাশি দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া অঞ্চলকেও সম্প্রতি রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সরুভিকিন বলেন, ইউক্রেনের রকেট হামলা খেরসনের আন্তোনিভস্কি ব্রিজ এবং কাখোভকা জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত করেছে। এতে শহরের কেন্দ্রস্থলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে পৌঁছে দেয়া যাচ্ছে না।

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাচ্ছে রাশিয়া। মূলত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।

ইউক্রেন দাবি করছে, আসন্ন শীতে ইউক্রেনের সাধারণ মানুষ যেন নিজেদের উষ্ণ রাখতে না পারে, সে জন্য জ্বালানি স্থাপনার ওপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলায় তারা ব্যবহার করছে ইরানের তৈরি কামিকাজে ড্রোন এবং বিভিন্ন ধরনের মিসাইল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (১৮ অক্টোবর) বলেছেন, গত ১০ অক্টোবর থেকে শুরু করে মাত্র আট দিনে ইউক্রেনের ৩০ ভাগ বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দিয়েছে রাশিয়া।

The post ইউক্রেন নিয়ে উদ্বিগ্ন রুশ কমান্ডার সের্গেই সরুভিকিন first appeared on UK BANGLA.

The post ইউক্রেন নিয়ে উদ্বিগ্ন রুশ কমান্ডার সের্গেই সরুভিকিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%81/feed/ 0
ইরানি ড্রোনের ব্যবহার রাশিয়ার ‘সামরিক দেউলিয়াত্ব’: জেলেনস্কি https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25a1%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25ac%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be/#respond Wed, 19 Oct 2022 05:00:13 +0000 https://ukbangla.live/?p=16848 ইরানের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কোকে অস্ত্র দেওয়ার বিষয়টি প্রথম দিকে অস্বীকার করলেও পরে স্বীকার করেছে ইরান। এতে চটেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ইউক্রেনীয় ভূখণ্ডে হামলায় ইরানের ড্রোন ব্যবহার রাশিয়ার ‘সামরিক দেউলিয়াত্বকে’ তুলে ধরেছে। বুধবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, […]

The post ইরানি ড্রোনের ব্যবহার রাশিয়ার ‘সামরিক দেউলিয়াত্ব’: জেলেনস্কি first appeared on UK BANGLA.

The post ইরানি ড্রোনের ব্যবহার রাশিয়ার ‘সামরিক দেউলিয়াত্ব’: জেলেনস্কি appeared first on UK BANGLA.

]]>
ইরানের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কোকে অস্ত্র দেওয়ার বিষয়টি প্রথম দিকে অস্বীকার করলেও পরে স্বীকার করেছে ইরান। এতে চটেছে ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ইউক্রেনীয় ভূখণ্ডে হামলায় ইরানের ড্রোন ব্যবহার রাশিয়ার ‘সামরিক দেউলিয়াত্বকে’ তুলে ধরেছে। বুধবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সাম্প্রতিক হামলায় ইরানের তৈরি ড্রোনের ব্যাপক ব্যবহার রাশিয়ার ‘সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বের’ প্রতীক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার জেলেনস্কি তার ভাষণে বলেন, ‘ইরানের কাছে এই ধরনের সহায়তার জন্য রাশিয়ার আবেদনের বাস্তবতা হলো ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকৃতি।’

কিন্তু জেলেনস্কির দাবি, ‘কৌশলগতভাবে, এটি তাদের (রাশিয়াকে) কোনোভাবেই সাহায্য করবে না।’

জেলেনস্কির ভাষায়, ‘এটি বিশ্বের কাছে এটাই প্রমাণ করে যে, রাশিয়া পরাজয়ের পথে রয়েছে এবং অন্য দেশকে সন্ত্রাসের সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।’

এদিকে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তবে পররাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবে এখনও সায় দেননি জেলেনস্কি। ইরানি ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অবশ্যই এর জন্য উপযুক্ত আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিশ্চিত করব।’

এএফপি বলছে, ইউক্রেন এবং দেশটির পশ্চিমা মিত্ররা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় ভূখণ্ডে হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। ক্রেমলিন মঙ্গলবার বলেছে, তাদের সেনাবাহিনী এই ধরনের অস্ত্র ব্যবহার করছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

অন্যদিকে তেহরান প্রথমে জানায়, ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে এমন ‘ভিত্তিহীন’ দাবি স্পষ্ট করতে কিয়েভের সাথে আলোচনার জন্য প্রস্তুত তেহরান। তবে পরে রাশিয়াকে অস্ত্র দিতে রাজি হওয়ার কথা জানিয়েছে পশ্চিম এশিয়ার এই দেশটি।

বুধবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন আরাশ ২ এবং স্বল্পপাল্লার সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফগার ও ফাতেহ কিনতে সম্প্রতি তেহরানের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছে মস্কো।

গত ৬ অক্টোবর মস্কো সফরে গিয়েছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের এবং ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট ফোর্স রেভোল্যুশনারি গার্ডের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা। সে সময়ই এই সমরাস্ত্র বিক্রয় সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়।

The post ইরানি ড্রোনের ব্যবহার রাশিয়ার ‘সামরিক দেউলিয়াত্ব’: জেলেনস্কি first appeared on UK BANGLA.

The post ইরানি ড্রোনের ব্যবহার রাশিয়ার ‘সামরিক দেউলিয়াত্ব’: জেলেনস্কি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/19/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be/feed/ 0