ইউনিস - UK BANGLA News Site Mon, 21 Feb 2022 05:51:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ইউনিস - UK BANGLA 32 32 ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ১৬ জনের https://ukbangla.live/2022/02/21/%e0%a6%98%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9d%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2598%25e0%25a7%2582%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a3%25e0%25a6%25bf%25e0%25a6%259d%25e0%25a7%259c%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%2596%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/02/21/%e0%a6%98%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9d%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d/#respond Mon, 21 Feb 2022 05:51:26 +0000 https://ukbangla.live/?p=2951 বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ইউনিসে’ লণ্ডভণ্ড জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের স্থাপনাসহ অনেক কিছু। ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ১৬ জনের। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৫০ জনের উপরে। এছাড়াও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে অনেক এলাকা। যোগাযোগ ব্যবস্থাতেও দেখা দিয়েছে বিশৃঙ্খলা। ইমার্জেন্সি সার্ভিসগুলো বলছে, ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানী ও পোল্যান্ডে ঘণ্টায় ১৯৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া […]

The post ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ১৬ জনের first appeared on UK BANGLA.

The post ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ১৬ জনের appeared first on UK BANGLA.

]]>
বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ইউনিসে’ লণ্ডভণ্ড জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের স্থাপনাসহ অনেক কিছু। ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ১৬ জনের। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ৫০ জনের উপরে। এছাড়াও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে অনেক এলাকা। যোগাযোগ ব্যবস্থাতেও দেখা দিয়েছে বিশৃঙ্খলা।

ইমার্জেন্সি সার্ভিসগুলো বলছে, ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানী ও পোল্যান্ডে ঘণ্টায় ১৯৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডবে গাছপালাসহ বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ১৬ জনের।

এ প্রেক্ষিতে জরুরি ক্রু দল বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জার্মান দূর্যোগ মোকাবিলা মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় ইউনিসের কারণে বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটসহ বাজার ও সুপারমার্কেট। জলোচ্ছ্বাসে ডুবে গেছে বন্দরনগরী হামবুর্গের বেশ কয়েকটি মার্কেট। প্রায় ৯০ কোটি ইউরো ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। ঝড়ের কারণে চারশরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে সব মিলিয়ে দুই লাখ মানুষ আটকে পড়েন।

এদিকে ব্রিটেনে ট্রেন পরিচালকরা লোকজনকে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। কারন ইউনিসের কারনে অধিকাংশ ট্রেন নেটওয়ার্ক বন্ধ করে দিতে হয়েছে।

বলা হচ্ছে, ঝড় ইউনিস খুব সম্ভবত গত তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়ংকর ঝড়।

এছাড়া ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিস্টলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাজ্যে ঝড়ে ক্ষতির পরিমাণ ৪১ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

The post ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ১৬ জনের first appeared on UK BANGLA.

The post ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ১৬ জনের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/21/%e0%a6%98%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9d%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0