ইউরোপ - UK BANGLA News Site Fri, 11 Nov 2022 05:46:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ইউরোপ - UK BANGLA 32 32 ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25aa-2 https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/#respond Fri, 11 Nov 2022 05:40:56 +0000 https://ukbangla.live/?p=17682 জ্বালানি সংকটের মুখোমুখি ইউরোপসহ আশপাশের দেশগুলো। জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় ক্ষণ গুনছে পশ্চিমা দেশগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপদান কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতি নজর পশ্চিমাদের। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের আগে ইউরোপে গ্যাসের ৪০ শতাংশই আসত রাশিয়া থেকে। তবে যুদ্ধ […]

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ first appeared on UK BANGLA.

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
জ্বালানি সংকটের মুখোমুখি ইউরোপসহ আশপাশের দেশগুলো। জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় ক্ষণ গুনছে পশ্চিমা দেশগুলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপদান কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতি নজর পশ্চিমাদের।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের আগে ইউরোপে গ্যাসের ৪০ শতাংশই আসত রাশিয়া থেকে। তবে যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞায় পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট। নিষেধাজ্ঞা বাড়তে থাকায় জ্বালানি সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। সেই থেকেই জ্বালানি ঘাটতি দেখা দেয় পশ্চিমা দেশগুলোতে।

তবে কেবল ইউরোপ নয়, যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়েই জ্বালানির সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে উল্টোপথে হাঁটে আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস। সংস্থাটি দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এতে আরও জটিল আকার ধারণ করে জ্বালানি সংকট।

এ পরিস্থিতিতে হন্যে হয়ে নতুন জ্বালানি রফতানিকারক খুঁজছে ইউরোপ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণার পর তেল-গ্যাসের চাহিদা ও জোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে ইউরোপ। পশ্চিমা বিশ্বের নজর এখন মরক্কো ও নাইজেরিয়ার গ্যাস পাইপলাইনের দিকে। পশ্চিম আফ্রিকার ১৩টি দেশের ওপর দিয়ে ইউরোপে যাওয়া এই পাইপলাইনে এরই মধ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইইউ। এ ছাড়া চলতি বছরই উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় নতুন তেল-গ্যাস ক্ষেত্র খুঁজতে ইইউর সঙ্গে আড়াই কোটি ইউরোর প্রাথমিক চুক্তি করেছে মরক্কো।

তবে বিলিয়ন ডলারের এই পাইপলাইন থেকে গ্যাস পেতে ইউরোপকে অপেক্ষা করতে হবে বেশ কয়েক বছর। অদূর ভবিষ্যতে মস্কো সরবরাহ আরও কমিয়ে দিতে পারে–এ আশঙ্কায় দীর্ঘমেয়াদি জ্বালানি উৎস হিসেবে মরক্কো ও নাইজেরিয়ার গ্যাস পাইপলাইনকেই লাভজনক মনে করছে ইইউ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকা থেকে জ্বালানি পেতে যে সময় লাগবে, তা নেই ইউরোপের কাছে। কারণ, খুব দ্রুতই ফুরিয়ে আসছে ইউরোপের জ্বালানির মজুত। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক সংস্থার তথ্য বলছে, জ্বালানির মজুত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় পড়েছে পশ্চিমা দেশগুলো।

অন্যদিকে নিজেদের জ্বালানি চাহিদা মেটাতে আগে থেকেই যুক্তরাষ্ট্রের তেল আমদানি করছে ব্রিটেন। তবে ওপেক প্লাসের উৎপাদন কমানোর ঘোষণার পর রিজার্ভে টান পড়েছে যুক্তরাষ্ট্রের। যদিও ২০২৪ সালে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণেই বাইডেন প্রশাসন তেল রফতানি বন্ধ করতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘদিন ব্রিটেনে তেল রফতানি করা যুক্তরাষ্ট্রের পক্ষেও সম্ভব হবে না বলে আশঙ্কা তাদের। ফলে ইউরোপের জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাস পাইপলাইন নির্মাণ, পারমাণবিক চুল্লি এবং এনএলজি আমদানির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ first appeared on UK BANGLA.

The post ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa-2/feed/ 0
সারা বিশ্বের তুলনায় ইউরোপের তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ হারে https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0/#respond Thu, 03 Nov 2022 05:18:29 +0000 https://ukbangla.live/?p=17372 গত তিন দশকে যে হারে বিশ্বের তাপমাত্রা বেড়েছে সে তুলনায় ইউরোপের তাপমাত্রা দ্বিগুণ হারে বেড়েছে এবং অন্যান্য মহাদেশের তুলনায় ইউরোপেই তাপমাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে । জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে এমন তথ্য। বিশ্ব আবহাওয়া সংস্থা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কোপার্নিকাস আবহাওয়া পরিবর্তন সেবার প্রকাশিত যৌথ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯১ সাল থেকে প্রতি দশকে গড়ে ইউরোপিয়ান […]

The post সারা বিশ্বের তুলনায় ইউরোপের তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ হারে first appeared on UK BANGLA.

The post সারা বিশ্বের তুলনায় ইউরোপের তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ হারে appeared first on UK BANGLA.

]]>
গত তিন দশকে যে হারে বিশ্বের তাপমাত্রা বেড়েছে সে তুলনায় ইউরোপের তাপমাত্রা দ্বিগুণ হারে বেড়েছে এবং অন্যান্য মহাদেশের তুলনায় ইউরোপেই তাপমাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে । জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে এমন তথ্য।

বিশ্ব আবহাওয়া সংস্থা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কোপার্নিকাস আবহাওয়া পরিবর্তন সেবার প্রকাশিত যৌথ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯১ সাল থেকে প্রতি দশকে গড়ে ইউরোপিয়ান অঞ্চলগুলোর তাপমাত্রা বেড়েছে ০.৫ ডিগ্রি সেলসিয়াস (০.৯ ডিগ্রি ফারেনহাইট)।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব পাত্তেরি তালাস এক বিবৃতিতে বলেছেন, উষ্ণায়ন বিশ্বের বাস্তব চিত্র দেখায় ইউরোপ এবং আমাদের মনে করিয়ে দিচ্ছে, যারা জলবায়ু পরিবর্তনের বিষয়টি মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে তারাও আবহাওয়ার চরম পরিণতির বাইরে নেই।

ইউরোপে গত কয়েক বছরে কয়েকবার তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অঞ্চলটি তাপপ্রবাহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

১৯৯৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে আলপিন হিমবাহের পুরুত্ব কমেছে ৩০ মিটার (১০০ ফুট থেকে একটু কম)। অন্যদিকে গ্রিনল্যান্ডের বরফ চাদর দ্রুত গলে যাচ্ছে যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ত্বরান্বিত করছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব তালাস আরও বলেছেন, ২০২১ সালের মতো এ বছর ইউরোপের বড় একটি অংশ তাপপ্রবাহ এবং খরায় আক্রান্ত হয়েছে। যার ফলে সৃষ্টি হয়েছে দাবানল। তাছাড়া গত বছরের ব্যতিক্রমী বন্যায় নিহত ও সম্পদ বিনষ্ট হওয়ার কথাটিও উল্লেখ করেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আর আবহাওয়ার এ পরিবর্তনের কারণে গত বছর ইউরোপে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইউরোপজুড়ে তাপমাত্রা সম্ভবত বাড়তেই থাকবে।

ইউরোপের বড় একটি অংশ সাব-আর্কটিক এবং আর্কটিক অঞ্চলে অবস্থিত, যেটি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উষ্ণায়ন অঞ্চল।

১৯৯০ সাল থেকে ২০২০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রা ৩১ ভাগ কমিয়েছে। তাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এ মাত্রা ৫৫ কমিয়ে ফেলা।

প্রতিবেদনে বলা হয়েছে বৈশ্বিক জলবায়ু মোকাবেলায় আন্তঃসীমান্ত কার্যক্রমে সবার চেয়ে এগিয়ে আছে ইউরোপই।

এদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলন সিওপি ২৭ শুরু হওয়ার কয়েকদিন আগে এ প্রতিবেদনটি প্রকাশ করা হলো। ৬ নভেম্বর মিশরে শুরু হবে এ সম্মেলন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যান উরসুলা ভন দার লিয়েনের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। কিভাবে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনা যায় এ নিয়ে আলোচনা করবেন তারা।

সূত্র: আল জাজিরা

The post সারা বিশ্বের তুলনায় ইউরোপের তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ হারে first appeared on UK BANGLA.

The post সারা বিশ্বের তুলনায় ইউরোপের তাপমাত্রা বাড়ছে দ্বিগুণ হারে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0/feed/ 0
ইউরোপে সিফিলিসের প্রকোপ, যৌনকর্মীদের মাথায় হাত https://ukbangla.live/2022/10/06/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8b%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/10/06/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8b%e0%a6%aa/#respond Thu, 06 Oct 2022 07:00:33 +0000 https://ukbangla.live/?p=16420 ইউরোপে ব্যাপক মাত্রায় ছড়িয়েছে যৌনবাহিত রোগ- সিফিলিস। সংক্রমণ থেকে বাঁচতে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন যুক্তরাজ্যের যৌনকর্মীরা। এই অবস্থায় দেশটিতে হুমকিতে পড়েছে পৃথিবীর সবচেয়ে পুরোনো পেশাটি। সিফিলিস মূলত পেলিডাম দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত রোগ। সংক্রমণের প্রাথমিক পথ যৌন সংস্পর্শ; এ ছাড়া রক্ত পরিসঞ্চালন, চুম্বন, চামড়ায় আঘাত এবং গর্ভাবস্থায় বা জন্মের সময় মায়ের কাছ থেকে ভ্রূণে […]

The post ইউরোপে সিফিলিসের প্রকোপ, যৌনকর্মীদের মাথায় হাত first appeared on UK BANGLA.

The post ইউরোপে সিফিলিসের প্রকোপ, যৌনকর্মীদের মাথায় হাত appeared first on UK BANGLA.

]]>
ইউরোপে ব্যাপক মাত্রায় ছড়িয়েছে যৌনবাহিত রোগ- সিফিলিস। সংক্রমণ থেকে বাঁচতে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন যুক্তরাজ্যের যৌনকর্মীরা। এই অবস্থায় দেশটিতে হুমকিতে পড়েছে পৃথিবীর সবচেয়ে পুরোনো পেশাটি।

সিফিলিস মূলত পেলিডাম দ্বারা সৃষ্ট একটি যৌনবাহিত রোগ। সংক্রমণের প্রাথমিক পথ যৌন সংস্পর্শ; এ ছাড়া রক্ত পরিসঞ্চালন, চুম্বন, চামড়ায় আঘাত এবং গর্ভাবস্থায় বা জন্মের সময় মায়ের কাছ থেকে ভ্রূণে সংক্রমিত হতে পারে।

যৌনকর্মী থেকে যৌন শিক্ষাবিদ বনে যাওয়া লিয়ান ইয়ং বলেন, ‘যদিও এটা ভয়ঙ্কর, তবে এই দুর্যোগে যুক্তরাজ্যের যৌনকর্মীদের এক হওয়ার সুযোগ রয়েছে। তাদের এখন পেশাদার আরচণ করা উচিত। সেক্স ইন্ড্রাস্টির নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আওয়াজ তুলতে হবে।’

ইয়াং আটজন যৌনকর্মীর সঙ্গে কথা বলেছেন এই রোগ নিয়ে, যারা সিফিলিস আতঙ্কে কাজ ছেড়ে দিয়েছেন।

ইয়াং বলেন, ‘তারা রোজগার হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হতে সবাইকে একত্রিত হতে হবে। এতেই মিলবে সমাধান।

‘কয়েক বছর ধরেই একটি ইউনিয়ন চাইছে এ পেশায় জড়িতরা। যুক্তরাজ্যে এ ধরনের একটি ইউনিয়ন গড়ে তুলতে ইউএস ইউনিয়ন দ্য অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্ট গিল্ডের প্রেসিডেন্ট অ্যালানা ইভান্সের সঙ্গেও যোগাযোগ করেছি।’

ঢালাও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পেশাদার যৌনকর্মীদের সুরক্ষা দেয়া সবচেয়ে সহজ সমাধান। আমেরিকা ও ইউরোপের যৌনকর্মীদের ৭ বা ১৪ দিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে যুক্তরাজ্যে ২৮ দিন পর পর এই পরীক্ষা হয়।

ইউরোপের দেশটিতে সিফিলিস দ্রুত ছড়িতে পড়তে পারে বলে উদ্বেগে আছেন লিয়ান ইয়ং। তিনি বলেন, ‘যৌনকর্মীরাও মানুষ। তাদের উচিত, পাবলিক হেলথ ইংল্যান্ড এবং পুলিশের সঙ্গে শক্ত যোগাযোগ স্থাপন করা। আর এ জন্য প্রয়োজন একটি ইউনিয়ন।’

যুক্তরাষ্ট্রের যৌনকর্মীর স্বাস্থ্যের তথ্য সংগ্রহে রাখে পাস নামে একটি সংস্থা। এটি জানায়, ইউরোপে সিফিলিসে আক্রান্ত কয়েকজন যৌনকর্মীর তথ্য পেয়েছে তারা। সেক্স ইন্ড্রাস্টির খবর ছাপানো প্রকাশনা সংস্থা Xbiz-এ গত সপ্তাহে একটি সতর্কতাও দেয়া হয়েছিল।

ইউরোপে এসটিডি পরীক্ষার মান অতোটা ভালো না। অন্যদিকে পাস আনুষ্ঠানিকভাবে ইউরোপে কাজ করে না। এ জন্য তাদের কাছে যৌনরোগে আক্রান্তদের সঠিক হিসাব রাখা সম্ভব হয় না।

ইউনিয়ন গড়ে অবশ্য এসটিডি প্রাদুর্ভাব ঠেকানোর নিশ্চয়তা নেই। কারণ যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিএসডি) সেপ্টেম্বরে জানায়, গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেড়েছে তাদের দেশে সিফিলিসে আক্রান্ত।

The post ইউরোপে সিফিলিসের প্রকোপ, যৌনকর্মীদের মাথায় হাত first appeared on UK BANGLA.

The post ইউরোপে সিফিলিসের প্রকোপ, যৌনকর্মীদের মাথায় হাত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/06/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8b%e0%a6%aa/feed/ 0
গ্যাস সংকটে ‘ভয়াবহ’ শীতের মুখোমুখি হবে ইউরোপ https://ukbangla.live/2022/08/29/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b9-%25e0%25a6%25b6%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/08/29/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/#respond Mon, 29 Aug 2022 09:05:26 +0000 https://ukbangla.live/?p=14886 ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকে হু হু করে বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দাম। এতে ধুঁকছে ইউরোপ। আসন্ন শীতে তা প্রকট আকার নিতে পারে। এমন সতর্কবার্তা দিয়ে বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর উপায় না পেলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে আগামী পাঁচ অথবা দশটি ভয়াবহ শীতের মুখোমুখি হতে হবে। সোমবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে […]

The post গ্যাস সংকটে ‘ভয়াবহ’ শীতের মুখোমুখি হবে ইউরোপ first appeared on UK BANGLA.

The post গ্যাস সংকটে ‘ভয়াবহ’ শীতের মুখোমুখি হবে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকে হু হু করে বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দাম। এতে ধুঁকছে ইউরোপ। আসন্ন শীতে তা প্রকট আকার নিতে পারে। এমন সতর্কবার্তা দিয়ে বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর উপায় না পেলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে আগামী পাঁচ অথবা দশটি ভয়াবহ শীতের মুখোমুখি হতে হবে। সোমবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইউরোপজুড়ে জ্বালানি সংকটে দাম আকাশছোঁয়া। রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বেশ ঝামেলায় পড়লো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইইউ’র দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রুশ গ্যাস কোম্পানি। অথচ গত বছরেই রাশিয়া ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল ইউরোপের দেশগুলোয়। এখন বিকল্প উপায়ের সন্ধানে। জার্মানি বলছে, তারা দ্রুত সমাধানের পথ খুঁজছে।

বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী টিনে ভ্যান ডের স্ট্রেটেন রবিবার টুইট বার্তা বলেন, ইউরোপের দেশগুলোর উচিত অবিলম্বে গ্যাসের মূল্য কমানো। গ্যাস ও বিদ্যুতের দাম সংশোধনের প্রয়োজন। আমরা যদি এ বিষয়ে পদক্ষেপ না নিই আগামী পাঁচ অথবা দশটি শীত হবে ভয়াবহ। আমাদের অবশ্যই উৎস খুঁজতে হবে, এ নিয়ে কাজ করতে হবে।

শুধু গ্যাস নয়, বিদ্যুতের দামও নাগালের বাইরে চলে যাচ্ছে ইউরোপে, চলতি সপ্তাহে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গ্যাস হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, জ্বালানির বাজারে এই মুহূর্তে যা ঘটছে তা আমাদের বন্ধ করতে হবে।

এদিকে সরবরাহ কমে যাওয়ার মধ্যেও প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়াচ্ছে রাশিয়া। মস্কো সরবরাহ না কমালে এসব গ্যাস ইউরোপে রফতানি হত। জার্মানির অভিযোগ, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গ্যাস নিয়ে রাজনীতি শুরু করেছে।

The post গ্যাস সংকটে ‘ভয়াবহ’ শীতের মুখোমুখি হবে ইউরোপ first appeared on UK BANGLA.

The post গ্যাস সংকটে ‘ভয়াবহ’ শীতের মুখোমুখি হবে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/29/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87/feed/ 0
জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগে ইউরোপ https://ukbangla.live/2022/07/21/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/07/21/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8/#respond Thu, 21 Jul 2022 08:17:22 +0000 https://ukbangla.live/?p=12869 রাশিয়া থেকে গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের নির্ধারিত সংস্কার কাজ শেষে করে ইউরোপ উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিবার থেকে রাশিয়ান গ্যাস সরবরাহে ফেরার জন্য অপেক্ষা করছে। রাশিয়ান গ্যাসের ওপর ব্যাপক নির্ভরশীল জার্মানি জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের জন্য ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। নর্ড স্ট্রিম ১ পাইপলাইন ১০ দিনের বার্ষিক মেরামতের পরে গ্রীনিচ মান সময় ০৪০০ […]

The post জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগে ইউরোপ first appeared on UK BANGLA.

The post জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
রাশিয়া থেকে গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের নির্ধারিত সংস্কার কাজ শেষে করে ইউরোপ উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিবার থেকে রাশিয়ান গ্যাস সরবরাহে ফেরার জন্য অপেক্ষা করছে। রাশিয়ান গ্যাসের ওপর ব্যাপক নির্ভরশীল জার্মানি জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের জন্য ক্রেমলিনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে।

নর্ড স্ট্রিম ১ পাইপলাইন ১০ দিনের বার্ষিক মেরামতের পরে গ্রীনিচ মান সময় ০৪০০ টায় জার্মানি পুনরায় পাইপলাইন খুলে দিয়েছে, তবে জার্মানি আশঙ্কা করছে রাশিয়া আপাত আংশিক বন্ধ রাখা ট্যাপগুলো সম্পূর্ণ বা পুরোপুরি বন্ধ রাখার সুযোগটি ব্যবহার করবে, যা মহাদেশটিকে তীব্র জ্বালানি সংকটে নিমজ্জিত করবে।

ইউক্রেনে আগ্রাসন নিয়ে কয়েক বছরের মধ্যে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সবচেয়ে খারাপ এই পরিস্থিতির সৃষ্টি হয়।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, ‘মস্কো শস্য এবং জ্বালানি সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পিছপা হবে না।’

তিনি অভিযোগ করেন, ‘মস্কো ইচ্ছাকৃতভাবে ইউক্রেন থেকে খাদ্য রফতানি বন্ধ দিচ্ছে।’

চ্যান্সেলর বলেন, ‘আমাদের নিজেদের রক্ষা করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।’

তবে রাশিয়ান গ্যাসের ওপর জার্মান নির্ভরতা এবং মস্কো থেকে নেতিবাচক সংকেতগুলো ইউরোপের শীর্ষ অর্থনীতি জার্মানির উপর চাপ বাড়াবে।

বুধবার আইএমএফ সতর্ক করে দিয়ে বলেছে, গ্যাস সরবরাহ বন্ধ হলে ২০২২ সালের জিডিপি ১.৫ শতাংশ হ্রাস পেতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গ্রাজপ্রম বাল্টিক সাগরের নিচ দিয়ে যাওয়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাস সরবরাহের সক্ষমতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিমেন্স গ্যাস টারবাইনের অনুপস্থিতির জন্য প্রায় ৪০ শতাংশ কমিয়ে দিয়েছে। এই গ্যাস টারবাইন সংস্কারের জন্য কানাডায় পাঠানো হয়েছে। মেরামত করা এই টারবাইন কানাডা থেকে রাশিয়ার পথে রয়েছে এবং রবিবার এটি রাশিয়ায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, গ্যাজপ্রম তার সমস্ত সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করবে।

ইরান ও তুরস্কের নেতাদের সঙ্গে আলোচনার পর পুতিন তেহরানে সাংবাদিকদের বলেছেন, ‘গ্যাজপ্রম তার দায়বদ্ধতা পূরণ করেছে, পূরণ করছে এবং সম্পূর্ণভাবে পালন করবে।’

তবে তিনি সতর্ক করে দিয়েছেন, এই মাসের শেষের দিকে রক্ষণাবেক্ষণের জন্য আরেকটি গ্যাস টারবাইন পাঠানোর জন্য আগামী সপ্তাহ থেকে গ্যাসের প্রবাহ কমে ২০ শতাংশ দাঁড়াতে পারে।

The post জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগে ইউরোপ first appeared on UK BANGLA.

The post জার্মানিতে রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগে ইউরোপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/21/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8/feed/ 0
মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87/#respond Sat, 02 Jul 2022 06:31:45 +0000 https://ukbangla.live/?p=12033 বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ইউরোপে মাঙ্কিপক্ষের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এদিকে তারা জানায়, গত দুই সপ্তাহে ইউরোপে এ পক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। খবর এএফপি’র। ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের […]

The post মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র appeared first on UK BANGLA.

]]>
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ইউরোপে মাঙ্কিপক্ষের বিস্তার রোধে ‘জরুরি’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এদিকে তারা জানায়, গত দুই সপ্তাহে ইউরোপে এ পক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। খবর এএফপি’র।

ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ‘ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আজ আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এ ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।’

গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি সনাক্ত হয়। উল্লেখ্য, পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি।

ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী সকল আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগি ইউরোপের বাসিন্দা।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৩১টি দেশে এ রোগের বিস্তার লক্ষ্য করা গেছে।

ক্লাগ বলেন, বর্তমানে এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।

The post মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র first appeared on UK BANGLA.

The post মাঙ্কিপক্স বিষয়ে ইউরোপে ‘জরুরি’ পদক্ষেপের আহ্বান ডব্লিউএইচও’র appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87/feed/ 0
ইউরোপে ১০ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ https://ukbangla.live/2022/06/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a7%25a7%25e0%25a7%25a6-%25e0%25a6%25b6%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2580-%25e0%25a6%2595%25e0%25a7%258d https://ukbangla.live/2022/06/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8d/#respond Wed, 29 Jun 2022 03:42:33 +0000 https://ukbangla.live/?p=11804 ইউরোপে ১০ শতাংশেরও বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ। ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি মঙ্গলবার এক রিপোর্টে এ কথা জানায়। এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, এই রোগের বেশীর ভাগই প্রতিরোধযোগ্য। ‘বায়ু দূষণ, কার্সিনোজেনিক(ক্যান্সার সৃষ্টিকারী) রাসায়নিক, রেডন (রাসায়নিক উপাদান), ইউভি (আল্ট্রাভায়োলেট) এক্সপোজার বিকিরণ এবং একসাথে একজনের ধুমপান থেকে অন্যের শ্বাসতস্ত্রে ধুঁয়া গ্রহন ইউরোপে ১০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী।’ তবে […]

The post ইউরোপে ১০ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ first appeared on UK BANGLA.

The post ইউরোপে ১০ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ appeared first on UK BANGLA.

]]>
ইউরোপে ১০ শতাংশেরও বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ। ইউরোপিয়ান এনভারমেন্ট এজেন্সি মঙ্গলবার এক রিপোর্টে এ কথা জানায়।

এজেন্সির এক বিবৃতিতে বলা হয়, এই রোগের বেশীর ভাগই প্রতিরোধযোগ্য। ‘বায়ু দূষণ, কার্সিনোজেনিক(ক্যান্সার সৃষ্টিকারী) রাসায়নিক, রেডন (রাসায়নিক উপাদান), ইউভি (আল্ট্রাভায়োলেট) এক্সপোজার বিকিরণ এবং একসাথে একজনের ধুমপান থেকে অন্যের শ্বাসতস্ত্রে ধুঁয়া গ্রহন ইউরোপে ১০ শতাংশ ক্যান্সারের জন্য দায়ী।’

তবে ইইএ বিশেষজ্ঞ জেরার্ডো সানচেজ বলেছেন, ‘সমস্ত পরিবেশগত এবং পেশাগত ক্যান্সারের ঝুঁকি কমানো যায়।’

ক্যান্সার ও পরিবেশের মধ্যে এই সংযোগ নিয়ে এজেন্সির রিপোর্ট প্রকাশের আগে গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিকিরণ বা রাসায়নিক কার্সিনোজোনের কারণে পরিবেশগতভাবে একেবারেই নিম্ন পর্যায়ে কমিয়ে আনা যেতে পারে।’

ইউরোপিয়ান ইউনিয়নে প্রতিবছর ২.৭ মিলিয়ন লোক ক্যান্সারে আক্রান্ত হয় এবং ১.৩ মিলিয়ন লোক মারা যায়। ইউরোপে প্রায় এক শতাংশ ক্যান্সারের কারন বায়ু দূষণ।

The post ইউরোপে ১০ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ first appeared on UK BANGLA.

The post ইউরোপে ১০ শতাংশের বেশী ক্যান্সারের জন্য দায়ী দূষণ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
ইউরোপে ঢুকতে ভিসা নিতে হবে ব্রিটিশদের https://ukbangla.live/2022/05/30/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%a2%e0%a7%81%e0%a6%95%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%25a2%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a6%25be-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/05/30/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%a2%e0%a7%81%e0%a6%95%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac/#respond Mon, 30 May 2022 07:31:33 +0000 https://ukbangla.live/?p=10216 আগামী বছর থেকে ব্রিটেনে থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গেলে ইউরোপীয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইজেশন সিস্টেমের মাধ্যমে ব্রিটিশদের ভিসা নিতে হবে। আর এজন্য গুনতে হবে অতিরিক্ত অর্থ। বর্তমানে এসব দেশে যেতে ব্রিটিশদের শুধুমাত্র তাদের পাসপোর্ট বর্ডার কন্ট্রোল অফিসারদের সিল নিতে হয়। কিন্তু সামনের বছর থেকে পুরোপুরি ভিসা সিস্টেম চালু হচ্ছে। ব্রিটিশ হলিডে এজেন্সি গুলোকে ২০২৩ সাল […]

The post ইউরোপে ঢুকতে ভিসা নিতে হবে ব্রিটিশদের first appeared on UK BANGLA.

The post ইউরোপে ঢুকতে ভিসা নিতে হবে ব্রিটিশদের appeared first on UK BANGLA.

]]>
আগামী বছর থেকে ব্রিটেনে থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গেলে ইউরোপীয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইজেশন সিস্টেমের মাধ্যমে ব্রিটিশদের ভিসা নিতে হবে। আর এজন্য গুনতে হবে অতিরিক্ত অর্থ। বর্তমানে এসব দেশে যেতে ব্রিটিশদের শুধুমাত্র তাদের পাসপোর্ট বর্ডার কন্ট্রোল অফিসারদের সিল নিতে হয়। কিন্তু সামনের বছর থেকে পুরোপুরি ভিসা সিস্টেম চালু হচ্ছে।

ব্রিটিশ হলিডে এজেন্সি গুলোকে ২০২৩ সাল থেকে ১৮০ দিনের সময়সীমার মধ্যে ৯০ দিনের কম সময় ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশে ভ্রমণ করতে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে ভ্রমণকারীরা বিমান, বোট কিংবা সড়ক, যে ভাবেই ভ্রমণ করুক না কেন তাদের এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। ভ্রমণের ৯৬ ঘন্টা আগে ব্রিটিশদের ভিসা আবেদন করতে হবে। আর এজন্য তাদের দিতে হবে ৫ কিংবা ৭ পাউন্ড। তবে ১৮ বছরের নিচে এবং ৭০ বছরের উপরের বয়সী মানুষদের ক্ষেত্রে এই প্রক্রিয়া কার্যকর হবেনা।

এছাড়াও ভিসা আবেদনের সময় আবেদন প্রার্থীকে তার আইডেন্টিটি, পাসপোর্ট, সদ্য ভ্রমণ রেকর্ড, এডুকেশন, জব এবং ক্রিমিনাল কনভিকশনের রেকর্ড জমা দিতে হবে। আর এই ভিসার মেয়াদ হবে ৩ বছর।

জানা গেছে, এ বছরেই ভিসার এই নিয়ম-কানুন চালু হওয়ার কথা ছিল। কিন্তু ইউরোপীয়ান ইউনিয়ন এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম পুরোপুরি প্রস্তুত না হওয়ায় তা আগামী বছর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এদিকে গত ২৬ মে থেকে ব্রিটিশদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র যেতে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন এর ফি ১১-১৪ পাউন্ড থেকে বাড়িয়ে ১৭-২১ পাউন্ড করা হয়েছে।

The post ইউরোপে ঢুকতে ভিসা নিতে হবে ব্রিটিশদের first appeared on UK BANGLA.

The post ইউরোপে ঢুকতে ভিসা নিতে হবে ব্রিটিশদের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/30/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%a2%e0%a7%81%e0%a6%95%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac/feed/ 0
ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার https://ukbangla.live/2022/02/04/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/02/04/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/#respond Fri, 04 Feb 2022 04:53:50 +0000 https://ukbangla.live/?p=1214 সাইবার আক্রমণের মুখে পড়েছে ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহণ ও মজুদকারী প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। জার্মানির ‘অয়েলট্যাঙ্কিং’, বেলজিয়ামে ‘এসইএ-ইনভেস্ট’ এবং নেদারল্যান্ডসের ‘ইভোস’ কোম্পানির তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে তেল মজুদকারী, পরিবহণ প্রতিষ্ঠানসহ কয়েক ডজন টার্মিনাল সাইবার হামলার শিকার হয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো বলছে—সপ্তাহান্তে এসব হামলার ঘটনা ঘটেছে। তবে, বিশেষজ্ঞেরা এসব সাইবার-হামলাকে […]

The post ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার first appeared on UK BANGLA.

The post ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার appeared first on UK BANGLA.

]]>
সাইবার আক্রমণের মুখে পড়েছে ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহণ ও মজুদকারী প্রতিষ্ঠান। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জার্মানির ‘অয়েলট্যাঙ্কিং’, বেলজিয়ামে ‘এসইএ-ইনভেস্ট’ এবং নেদারল্যান্ডসের ‘ইভোস’ কোম্পানির তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷

বিবিসি জানিয়েছে, বিশ্বজুড়ে তেল মজুদকারী, পরিবহণ প্রতিষ্ঠানসহ কয়েক ডজন টার্মিনাল সাইবার হামলার শিকার হয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো বলছে—সপ্তাহান্তে এসব হামলার ঘটনা ঘটেছে।

তবে, বিশেষজ্ঞেরা এসব সাইবার-হামলাকে সমন্বিত বলে ধরে নেওয়ার বিপক্ষে।

বিবিসি বলছে—উল্লিখিত তিনটি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে কিংবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

বেলজিয়ামের কৌঁসুলিরা বলছেন—তাঁরা ‘এসইএ-ইনভেস্ট’-এর টার্মিনালগুলোকে বাধাগ্রস্ত করা সাইবার-আক্রমণের তদন্ত করছেন।

‘এসইএ-ইনভেস্ট’-এর একজন মুখপাত্র বলেছেন, গত রোববার ইউরোপ ও আফ্রিকায় তাঁদের প্রতিটি পোর্ট সাইবার-হামলার শিকার হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে বিকল্প তথ্যপ্রযুক্তি ব্যবস্থা চালু করার চেষ্টা করছে।

‘এসইএ-ইনভেস্ট’-এর মুখপাত্র আরও জানান, তাঁদের প্রতিষ্ঠান অন্যান্য কোম্পানিতেও সাইবার-আক্রমণের বিষয়ে ওয়াকিবহাল। তবে, সেসব হামলার সঙ্গে ‘এসইএ-ইনভেস্ট’-এ হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, নেদারল্যান্ডসের ‘ইভোস’-এর এক মুখপাত্র বিবিসিকে বলেছেন—সাইবার-হামলায় টারনিউজেন, ঘেন্ট ও মাল্টার টার্মিনালগুলোতে তাঁদের তথ্যপ্রযুক্তি পরিষেবা ‘দিতে কিছুটা দেরি হয়েছে।’

The post ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার first appeared on UK BANGLA.

The post ইউরোপের একাধিক তেল পরিবহণ-মজুদকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/04/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9/feed/ 0