ইন্দোনেশিয়া - UK BANGLA News Site Tue, 04 Oct 2022 06:59:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ইন্দোনেশিয়া - UK BANGLA 32 32 ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে প্রাণ গেল ১৭৪ জনের https://ukbangla.live/2022/10/03/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ab%25e0%25a7%2581%25e0%25a6%259f%25e0%25a6%25ac%25e0%25a6%25b2-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/03/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87/#respond Mon, 03 Oct 2022 04:03:01 +0000 https://ukbangla.live/?p=16281 ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচ শেষে দুই দলের ভক্তদের সংঘর্ষ ও পদদলনে অন্তত ১৭৪ জন নিহত হয়েছেন। ফুটবল ইতিহাসের নজিরবিহীন এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮০ জন। রোববার দেশটির কর্তৃপক্ষ বলছে, দাঙ্গায় লিপ্ত ভক্তদের মাঠ থেকে পালানোর চেষ্টার সময় হতাহতের এই ঘটনা ঘটেছে। এদিকে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়ে, এ ঘটনায় নিহতের সংখ্যা আগে ১৭৪ জন বলা […]

The post ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে প্রাণ গেল ১৭৪ জনের first appeared on UK BANGLA.

The post ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে প্রাণ গেল ১৭৪ জনের appeared first on UK BANGLA.

]]>
ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচ শেষে দুই দলের ভক্তদের সংঘর্ষ ও পদদলনে অন্তত ১৭৪ জন নিহত হয়েছেন। ফুটবল ইতিহাসের নজিরবিহীন এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮০ জন। রোববার দেশটির কর্তৃপক্ষ বলছে, দাঙ্গায় লিপ্ত ভক্তদের মাঠ থেকে পালানোর চেষ্টার সময় হতাহতের এই ঘটনা ঘটেছে।

এদিকে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়ে, এ ঘটনায় নিহতের সংখ্যা আগে ১৭৪ জন বলা হলেও পরবর্তীতে কর্তৃপক্ষ তা সংশোধন করে ১২৫ জন মারা গেছে বলে জানিয়ে।

ইন্দোনেশিয়ার শীর্ষ লিগের ম্যাচে আরেমা এফসি ও পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা শেষে পুলিশের সাথে সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে আরেমা এফসি এবং পারসেবায়া সুরাবায়ার মধ্যে ফুটবল ম্যাচ শুরু হয়। ১০টার পরপর এই দুই দলের খেলা শেষ হয়। এতে স্থানীয় ফুটবল দল আরেমা এফসি ৩-২ গোলে পারসেবায়া সুরাবায়ার কাছে হেরে যায়।

ম্যাচের রেফারি বাঁশিতে চূড়ান্ত ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে আরেমা এফসির ক্ষুব্ধ সমর্থকরা চারদিক থেকে মাঠে ঢুকে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠের মাঝেই পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আরেমার ভক্তরা।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আতঙ্কিত ভক্তরা বহির্গমন গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছোটাছুটির সময় পদদলন ও দম বন্ধ হয়ে ভক্তদের প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশের এই প্রধান বলেছেন, স্টেডিয়ামের ১০ নম্বর গেটে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। আরেমা এফসির এক ভক্তের পোস্ট করা টুইটে বলা হয়েছে, ভক্তরা যখন গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন পদদলনের ঘটনা ঘটে। এ সময় অনেক নারী ও শিশুর চিৎকার শোনা যায়।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠে সংজ্ঞা হারিয়ে ফেলা ভক্তদের স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

এছাড়া স্টেডিয়ামের বাইরে সমর্থক ও পুলিশের মধ্যে ফের সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ও ছবিতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ফুটবল ভক্তদের দেওয়া আগুনে পুড়ছে পুলিশের গাড়ি।

দেশটির প্রধান নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, ধারণক্ষমতার চেয়ে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল অনেক বেশি। তিনি বলেন, স্টেডিয়ামে ৩৮ হাজার দর্শকের ধারণক্ষমতা থাকলেও টিকিট বিক্রি করা হয়েছিল ৪২ হাজার।

রোববার সকালের দিকে এক ভিডিও বার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, ফুটবল অ্যাসোসিয়েশনকে দেশের শীর্ষ লীগ বিআরআই লিগা-১ এর সব ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। ফুটবল ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিতের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই লীগ মাঠে গড়াবে না বলে জানিয়েছেন তিনি।

The post ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে প্রাণ গেল ১৭৪ জনের first appeared on UK BANGLA.

The post ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে প্রাণ গেল ১৭৪ জনের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/03/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87/feed/ 0
জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25bf-%25e0%25a7%25a8%25e0%25a7%25a6-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81/#respond Fri, 08 Jul 2022 05:47:35 +0000 https://ukbangla.live/?p=12392 ইন্দোনেশিয়া শুক্রবার ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের নেতৃত্বে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দেশটি এমন আহ্বান জানায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। খবর এএফপি’র। বালিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে এ যুদ্ধ দ্রুত বন্ধ করা। এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা, যুদ্ধ ক্ষেত্রে না।’ তিনি বলেন, […]

The post জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার first appeared on UK BANGLA.

The post জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার appeared first on UK BANGLA.

]]>
ইন্দোনেশিয়া শুক্রবার ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের নেতৃত্বে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দেশটি এমন আহ্বান জানায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। খবর এএফপি’র।

বালিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে এ যুদ্ধ দ্রুত বন্ধ করা। এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা, যুদ্ধ ক্ষেত্রে না।’

তিনি বলেন, বিশ্ব সবেমাত্র কোভিড-১৯ মহামারি থেকে বেরিয়ে আসা শুরু করেছে। আর এই সময় তাদেরকে আরেকটি সংকট ইউক্রেন যুদ্ধের মুখোমুখী হতে হচ্ছে।

তিনি বলেন, এ যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে সারাবিশ্বে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ইতোমধ্যে অনেক বেড়ে গেছে।

এ ধরনের পরিস্থিতির ক্ষেত্রে সর্বদা উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশ গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ইন্দোনেশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মস্কোকে আন্তর্জাতিকত অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে পশ্চিমাবিশ্বকে চাপ সৃষ্টি করা ছাড়াই এ যুদ্ধ বন্ধে এর আগেও আহ্বান জানায়।

The post জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার first appeared on UK BANGLA.

The post জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81/feed/ 0
ইন্দোনেশিয়ায় ধ্যানরত ১০ জনের প্রাণ গেল ঢেউয়ে https://ukbangla.live/2022/02/14/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%a4-%e0%a7%a7%e0%a7%a6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25b0%25e0%25a6%25a4-%25e0%25a7%25a7%25e0%25a7%25a6 https://ukbangla.live/2022/02/14/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%a4-%e0%a7%a7%e0%a7%a6/#respond Mon, 14 Feb 2022 10:52:57 +0000 https://ukbangla.live/?p=2361 ইন্দোনেশিয়ায় সমুদ্র সৈকতে রোববার ভোররাতে ধ্যানরত একদল লোক জোয়ারের ঢেউয়ে ভেসে যাওয়ায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। পূর্ব জাভা প্রদেশের পায়ানগান সৈকতে ২৩ জনের দলটি মধ্যরাতের পরপর হাত ধরাধরি করে ধ্যান করছিল বলে জানা গেছে। খবর এএফপি’র। স্থানীয় পুলিশ প্রধান হেরি পুরনোমো টিভি ওয়ানকে বলেছেন, “তারা সমুদ্রের খুব কাছাকাছি ছিল এবং জোয়ারের ঢেউ এসে তাদের […]

The post ইন্দোনেশিয়ায় ধ্যানরত ১০ জনের প্রাণ গেল ঢেউয়ে first appeared on UK BANGLA.

The post ইন্দোনেশিয়ায় ধ্যানরত ১০ জনের প্রাণ গেল ঢেউয়ে appeared first on UK BANGLA.

]]>
ইন্দোনেশিয়ায় সমুদ্র সৈকতে রোববার ভোররাতে ধ্যানরত একদল লোক জোয়ারের ঢেউয়ে ভেসে যাওয়ায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। পূর্ব জাভা প্রদেশের পায়ানগান সৈকতে ২৩ জনের দলটি মধ্যরাতের পরপর হাত ধরাধরি করে ধ্যান করছিল বলে জানা গেছে। খবর এএফপি’র।

স্থানীয় পুলিশ প্রধান হেরি পুরনোমো টিভি ওয়ানকে বলেছেন, “তারা সমুদ্রের খুব কাছাকাছি ছিল এবং জোয়ারের ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে গেলে তারা আত্মরক্ষা করতে পারেনি।”

সমুদ্র থেকে ১০টি মৃতদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ বছর বয়সী আরো একব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে।

পূর্ণোমো বলেন, মুসলিম প্রধান অঞ্চলে এই দলটি কি ধরনের আচার-অনুষ্ঠান পালন করছিল তা স্পষ্ট নয়।

তবে, এই আচার অনুষ্ঠানের নেতৃত্বদানকারী আধ্যাত্মিক গুরু এই ঘটনায় বেঁচে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আঞ্চলিক সামরিক কমান্ডার বাটারা পাঙ্গারিবুয়ান টিভি ওয়ানকে বলেছেন, সৈকতটি সাধারণত পাহারা দেওয়া হয় এবং অন্ধকার নেমে এলে তা বন্ধ রাখা হয়। তবে এই দলটি কোনো উপায়ে সেখানে প্রবেশ করেছিল।

ইন্দোনেশিয়ার সমুদ্র্র সৈকতে অধিক উচ্চতার জোয়ার ও শক্তিশালী ঢেউ সাধারণ ঘটনা হলেও সেখানে আগত লোকজনের নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে।

গত বছর পূর্ব জাভার মালাং জেলার একটি সমুদ্র সৈকতে ঢেউয়ের কবলে পড়ে দুই স্থানীয় পর্যটক মারা যায়।

২০১৯ সালে, ল্যাম্পুং প্রদেশের একটি সমুদ্র সৈকতে অবকাশ যাপন করতে গিয়ে পাঁচজন ঢেউয়ের কবলে পড়ে মারা গিয়েছিল।

The post ইন্দোনেশিয়ায় ধ্যানরত ১০ জনের প্রাণ গেল ঢেউয়ে first appeared on UK BANGLA.

The post ইন্দোনেশিয়ায় ধ্যানরত ১০ জনের প্রাণ গেল ঢেউয়ে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/14/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%a4-%e0%a7%a7%e0%a7%a6/feed/ 0