ইরান - UK BANGLA News Site Fri, 28 Oct 2022 05:27:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ইরান - UK BANGLA 32 32 ইরান: নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৮ বিক্ষোভকারী নিহত https://ukbangla.live/2022/10/28/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%2597 https://ukbangla.live/2022/10/28/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97/#respond Fri, 28 Oct 2022 05:27:56 +0000 https://ukbangla.live/?p=17165 ইরানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনির গ্রেপ্তার ও মৃত্যু ঘিরে দেশটিতে টানা ছয় সপ্তাহের নারী-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই নতুন করে প্রাণহানির এই ঘটনা ঘটল বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার সংস্থাটি এই তথ্য জানায় বলে শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। অ্যামনেস্টি […]

The post ইরান: নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৮ বিক্ষোভকারী নিহত first appeared on UK BANGLA.

The post ইরান: নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৮ বিক্ষোভকারী নিহত appeared first on UK BANGLA.

]]>
ইরানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনির গ্রেপ্তার ও মৃত্যু ঘিরে দেশটিতে টানা ছয় সপ্তাহের নারী-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই নতুন করে প্রাণহানির এই ঘটনা ঘটল বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার সংস্থাটি এই তথ্য জানায় বলে শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রায় ছয় সপ্তাহের নারী-নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই এবার মারাত্মক দমন-পীড়ন চালিয়ে বুধবার সন্ধ্যা থেকে ইরানের নিরাপত্তা বাহিনী অন্তত আটজনকে হত্যা করেছে।

‘আগ্নেয়াস্ত্রের বেপরোয়া এবং বেআইনি ব্যবহারের’ নিন্দা জানিয়ে বৃহস্পতিবার অ্যামনেস্টি জানায়, ‘ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গতকাল রাত থেকে অন্তত আটজন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মীরা শোকপ্রকাশকারী এবং বিক্ষোভকারীদের ওপর আবারও গুলিবর্ষণ করলে প্রাণহানির এই ঘটনা ঘটে।’

সংবাদমাধ্যম বলছে, ইরানে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর কারণে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা এখনও অব্যাহত রয়েছে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাহাবাদে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। মূলত আগের রাতে সেখানে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বিক্ষোভকারীর ‘সন্দেহজনক’ মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ব্যাংক, কর অফিস এবং অন্যান্য সরকারি ভবনের জানালা ভেঙে ফেলে বিক্ষোভকারীরা।

এদিকে ইরানে একটি মাজারে বোমা হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি যারা ইরানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবারের ওই হামলার ঘটনার পর বৃহস্পতিবার ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হামলাকারীদের ‘অবশ্যই শাস্তি দেওয়া হবে’। এদিন রাষ্ট্রীয় টেলিভিশনে পড়া এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘শত্রু এবং বিশ্বাসঘাতক বা তাদের এজেন্টদের মোকাবিলা করা আমাদের সকলের কর্তব্য।’

The post ইরান: নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৮ বিক্ষোভকারী নিহত first appeared on UK BANGLA.

The post ইরান: নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ৮ বিক্ষোভকারী নিহত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/28/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97/feed/ 0
যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের https://ukbangla.live/2022/10/20/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/20/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/#respond Thu, 20 Oct 2022 03:52:18 +0000 https://ukbangla.live/?p=16877 সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উসকে দেওয়া ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয়জন ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ‘পাল্টা জবাব’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো। বিবৃতিতে বলা হয়েছে, […]

The post যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের appeared first on UK BANGLA.

]]>
সন্ত্রাসবাদে সমর্থন, সহিংসতা উসকে দেওয়া ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নয়জন ব্রিটিশ নাগরিক ও তিনটি ব্রিটিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ‘পাল্টা জবাব’ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো।

বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন, সহিংসতা সৃষ্টি ও উসকে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এসব ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গা সৃষ্টি ও তা উসকে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিষেধাজ্ঞার শিকার ব্রিটিশ ব্যক্তিরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না ও তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

সন্ত্রাসবাদ, ঘৃণা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ভূমিকা রাখার ব্যাপারে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো প্রধান ভূমিকা পালন করেছে।

ইউরোপীয় ইউনিয়ন গত সোমবার ইরানের ১১ কর্মকর্তা ও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের পক্ষ থেকে ব্রিটেনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বাধ্যতামূলক হিজাব পরিধান আইন লঙ্ঘনের দায়ে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির নিরাপত্তা হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে ইরানে যে সহিংসতা চলছে তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে ইরানের এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্র: প্রেসটিভি, পার্সটুডে

The post যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/20/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/feed/ 0
ইরানে বিক্ষোভকারী নারীকে পুলিশের যৌন নিপীড়ন: বিবিসি https://ukbangla.live/2022/10/15/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%258b%25e0%25a6%25ad%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%2595%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/15/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/#respond Sat, 15 Oct 2022 08:38:01 +0000 https://ukbangla.live/?p=16753 ইরানে ভিডিওতে এক নারী বিক্ষোভকারীকে গ্রেপ্তারের চেষ্টার সময় পুলিশকে যৌন নিপীড়ন করতে দেখা গেছে। খবর বিবিসির। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এ নিয়ে ক্ষোভ জানাচ্ছেন। অনেকে এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন। পুলিশপ্রধানের পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ। সরকারপন্থীদের কেউ কেউ এ ঘটনায় নিন্দা জানাচ্ছেন। ইরানে কঠোর হিজাববিধি লঙ্ঘনের অপরাধে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী ইরানি তরুণী মাসা […]

The post ইরানে বিক্ষোভকারী নারীকে পুলিশের যৌন নিপীড়ন: বিবিসি first appeared on UK BANGLA.

The post ইরানে বিক্ষোভকারী নারীকে পুলিশের যৌন নিপীড়ন: বিবিসি appeared first on UK BANGLA.

]]>
ইরানে ভিডিওতে এক নারী বিক্ষোভকারীকে গ্রেপ্তারের চেষ্টার সময় পুলিশকে যৌন নিপীড়ন করতে দেখা গেছে। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এ নিয়ে ক্ষোভ জানাচ্ছেন। অনেকে এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছেন। পুলিশপ্রধানের পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ। সরকারপন্থীদের কেউ কেউ এ ঘটনায় নিন্দা জানাচ্ছেন।

ইরানে কঠোর হিজাববিধি লঙ্ঘনের অপরাধে পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী ইরানি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে এক মাস ধরে বিক্ষোভ চলছে। তরুণী এমনকি স্কুলশিক্ষার্থীদেরও বিক্ষোভের সামনের সারিতে দেখা যাচ্ছে। পরিবারের অভিযোগ, নীতি পুলিশের পিটুনির শিকার হয়ে মাসার মৃত্যু হয়েছে। অপর দিকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, অসুস্থতার কারণে মাসার মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু টুল ব্লক করে রাখা সত্ত্বেও ইরানিরা বেশ কিছু বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

ইরানের ভেতরে ও বাইরে বিক্ষোভের অসংখ্য ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সবশেষ ভিডিওটি ধারণ করা হয়েছে তেহরানের আর্জেন্টিনা স্কয়ার থেকে। ওই ভিডিওতে দেখা গেছে, বুলেটরোধী পোশাক ও হেলমেট পরা একদল নিরাপত্তা কর্মকর্তা প্রধান সড়কে এক নারীকে ঘিরে রেখেছেন।

এরপর দেখা যায়, ওই কর্মকর্তাদের একজন ওই নারীর ঘাড় চেপে ধরে পুলিশ সদস্যদের ভিড়ের মধ্যে টেনে নিয়ে যাচ্ছেন। সেখানে প্রায় ২৪ জন পুলিশ ছিলেন। তাঁদের বেশির ভাগই মোটরসাইকেলে ছিলেন। ভিডিওতে দেখা যায়, ওই নারীকে যখন টেনে একটি বাইকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কর্মকর্তাদের একজন পেছন থেকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করছেন।

এরপর ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। তখন আরও কিছু পুলিশ কর্মকর্তা চারপাশ থেকে তাঁকে ঘিরে ধরেন। এ সময় ক্যামেরার পেছন থেকে এক নারীকে বলতে শোনা যায়: ‘তাঁরা তাঁর চুল টানছে।’

ওই সময় ঘটনাস্থলের কাছে অবস্থানকারী গাড়ির চালকেরা তাঁদের হর্ন বাজাতে শুরু করেন। কিছুদিন ধরে ইরানজুড়ে চলমান বিক্ষোভের অংশ হিসেবে অনেকে গাড়ি থামিয়ে রেখে হর্ন বাজিয়ে থাকেন।

ভিডিওতে যে নারীকে পুলিশ ঘেরাও করে রেখেছিল, তাঁর মাথায় কোনো হিজাব ছিল না। ওই নারী পরে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে চলে যান।

এমন অবস্থায় ক্যামেরার পেছন থেকে আবার এক নারী বলে ওঠেন: ‘তাঁকে (নিরাপত্তা কর্মকর্তা) দেখুন, তিনি হাসছেন।’

বিবিসির পারসি সংস্করণ বলছে, ভিডিওটির সত্যতা যাচাই করেছে তারা। তেহরান পুলিশের জনসংযোগ কার্যালয়ের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ঠিক কী ঘটেছিল, তা নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে তারা বলেছে, শত্রুরা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি এবং সহিংসতা উসকে দেওয়ার চেষ্টায় মনস্তাত্ত্বিক যুদ্ধকে ব্যবহার করছে।

বিক্ষোভকারী নিপীড়নের ভিডিওটি নিয়ে ইরানিদের অনেকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন। তাঁরা বলছেন, এ ঘটনায় তাঁদের বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠবে।

The post ইরানে বিক্ষোভকারী নারীকে পুলিশের যৌন নিপীড়ন: বিবিসি first appeared on UK BANGLA.

The post ইরানে বিক্ষোভকারী নারীকে পুলিশের যৌন নিপীড়ন: বিবিসি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/15/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%87/feed/ 0
ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২৩ শিশুর মৃত্যু https://ukbangla.live/2022/10/15/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a7%25e0%25a7%2580-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%258b https://ukbangla.live/2022/10/15/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b/#respond Sat, 15 Oct 2022 07:03:57 +0000 https://ukbangla.live/?p=16734 ইরানের চলমান হিজাববিরোধী বিক্ষোভ-আন্দোলন দমনে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত ২৩ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একটি বিশদ বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ চলাকালে বেআইনি বল প্রয়োগের ফলে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত এই শিশুদের নাম প্রকাশের পাশাপাশি কিভাবে কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে সেটিও তুলে […]

The post ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২৩ শিশুর মৃত্যু first appeared on UK BANGLA.

The post ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২৩ শিশুর মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
ইরানের চলমান হিজাববিরোধী বিক্ষোভ-আন্দোলন দমনে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত ২৩ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

একটি বিশদ বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ চলাকালে বেআইনি বল প্রয়োগের ফলে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত এই শিশুদের নাম প্রকাশের পাশাপাশি কিভাবে কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে সেটিও তুলে ধরেছে অ্যামনেস্টি।

অ্যামনেস্টি বলছে নিহত শিশুদের মধ্যে ১১ থেকে ১৭ বছর বয়সী ২০ জন ছেলে ও তিনজন মেয়ে। এই শিশুদের বেশিরভাগ নিহত হয়েছে তাদের লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলিতে। এছাড়া চার শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

অন্যদিকে বিক্ষোভের নামে ইরানি গার্ড এবং নিরাপত্তাবাহিনীর সদসদের হত্যা করা হচ্ছে বলে পালটা অভিযোগ এনেছে ইব্রাহিম রাইসির সরকার। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ’র দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পুলিশ, সেনা ও আধা সেনা মিলিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে বিক্ষোভকারীরা। এদের মধ্যে দু’জন অফিসারকে শুক্রবার গুলি করে হত্যা করা হয়। আততায়ীরা মোটর সাইকেলে করে এসে ওই দুই অফিসারের মাথা এবং বুকে গুলি করে পালিয়ে যায় বলে দাবি করা হচ্ছে।

তেহেরানের দাবি, এসবের নেপথ্যে রয়েছে বিদেশি শত্রুর হাত। এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

যদিও হিজাব আন্দোলনকারীদের একটা বড় অংশই ইরান সরকারের যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, বিক্ষোভ থামানোর নামে নির্যাতন করার জন্যেই জনগণের রোষের মুখে পড়তে হচ্ছে ইরানি গার্ডকে। এক আন্দোলনকারীর বলেন, গত ৩০ সেপ্টেম্বর বিক্ষোভে সামিল থাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে ইরানি গার্ডের কমান্ডাররা। এরপরই স্থানীয়রা ছয় গার্ডকে পিটিয়ে মারে।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে হাসপাতালে নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহসা আমিনি।

পুলিশি নির্যাতনে আমিনির প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করে তার পরিবার। এই ঘটনার পর ইরানে গত তিন বছরের মধ্যে বৃহত্তম বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলের শিক্ষার্থীরাও। আন্দোলনকারী তরুণ-তরুণীরা হিজাব খুলে প্রায় প্রত্যেক দিনই আইনশৃঙ্খলাবাহিনীর মুখোমুখি হচ্ছে।

The post ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২৩ শিশুর মৃত্যু first appeared on UK BANGLA.

The post ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২৩ শিশুর মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/15/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8b/feed/ 0
ইরানে ৮ দিনে নিহত অর্ধশতাধিক https://ukbangla.live/2022/09/24/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25ae-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b9%25e0%25a6%25a4-%25e0%25a6%2585%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25b6%25e0%25a6%25a4%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/24/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be/#respond Sat, 24 Sep 2022 04:56:27 +0000 https://ukbangla.live/?p=15910 ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ গড়িয়েছে অষ্টম দিনে। এই ৮ দিনের প্রতিদিনই দেশজুড়ে বিভিন্ন স্থানে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে এবং এখনও হচ্ছে। সরকারি হিসেবে বলা হয়েছে—দু’পক্ষের সংঘাতে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। […]

The post ইরানে ৮ দিনে নিহত অর্ধশতাধিক first appeared on UK BANGLA.

The post ইরানে ৮ দিনে নিহত অর্ধশতাধিক appeared first on UK BANGLA.

]]>
ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ গড়িয়েছে অষ্টম দিনে।

এই ৮ দিনের প্রতিদিনই দেশজুড়ে বিভিন্ন স্থানে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে এবং এখনও হচ্ছে। সরকারি হিসেবে বলা হয়েছে—দু’পক্ষের সংঘাতে এ পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। তবে নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের তিনগুণ; অর্থাৎ ৫১ জনেরও বেশি বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।

মাথায় হিজাব না থাকায় গত ১২ সেপ্টেম্বর রাজধানী তেহরানে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গেপ্তার হন মাশা আমিনি নামের ২২ বছরের এক তরুণী। গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে হাসপাতালে নিয়ে যাওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাশার। সরকারি ভাষ্য অনুযায়ী, হেফাজতে জিজ্ঞাসাবাদের সময়ে হৃদরোগে আক্রান্ত হওয়াই তার মৃত্যুর কারণ; তবে বিক্ষোভকারী, মাশার পরিবার ও স্বজনদের অভিযোগ— হেফাজতে মাথায় গুরুতর আঘাত করার পরই জীবনসংকটে পড়েন তিনি এবং ‍ওই আঘাতের জেরেই তার মৃত্যু হয়।

ইরানের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী পড়াশোনা সূত্রে ইরানের কুর্দিস্তান প্রদেশে থাকতেন মাশা, গত সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তেহরান এসেছিলেন।

তার মৃত্যুর খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু হয়েছিল কুর্দিস্তানে। পরে দ্রুততার সঙ্গে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ। আইএইচআরের তথ্য অনুযায়ী, ইসফাহান, মাশহাদ, শিরাজ, তাবরিজসহ ইরানের অন্তত ৮০টি শহরে বর্তমানে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের প্রধান দাবি— মাশা আমিনির মৃত্যুর জন্য দায়ীদের বিচারের আওতায় আনা এবং নারীদের কঠোর পোষাকনীতি ও নৈতিক পুলিশ বাতিল করা।

বিক্ষোভের তেজ কমাতে ইতোমধ্যে দেশে ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছে ইরানের সরকার, দেশটির সামরিক বাহনী মাঠে নামার হুমকি দিয়েছে এবং ইতোমধ্যে সরকারপন্থীরা হিজাবের পক্ষে আন্দোলন শুরু করেছেন। শুক্রবার থেকে শুরু হয়েছে তাদের আন্দোলন।

কিন্তু সরকারের এসব পদক্ষেপ তেমন কাজে আসছে না। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে—শুক্রবার সারাদিন রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের সড়ক দখল করে আন্দোলন করেছেন সরকারপন্থীরা, সন্ধ্যার পর তারা সরে গেলে ফের সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন সরকারবিরোধীরা।

ইতোমধ্যে তেহরানসহ বিভিন্ন শহরে একাধিক পুলিশস্টেশন ও সরকারি স্থাপনা বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, শুক্রবার ইরানের বাবল শহরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি সম্বলিত একটি বিশাল বিলবোর্ড পুড়িয়ে দিয়েছেন সরকারবিরোধীরা।

এছাড়া রাজধানী তেহরানে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ মিলিশিয়ার একটি ঘাঁটি পুড়িয়ে দেওয়ার চিত্রও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

নিরাপত্তা বাহিনীর আঘাতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের রক্তাক্ত হওয়ার কয়েকটি ছবি ও ভিডিও ফুটেজও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইরানের সরকার অবশ্য বিক্ষোভ দমনে বেশ কঠোর মনোভাব নিয়েই এগোচ্ছে। শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ইরানের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই আন্দোলন ও ধংসাত্মক কার্যক্রমের পার্থক্য বুঝতে হবে। আন্দোলনের নামে ধংসাত্মক কর্মকাণ্ড আমরা সহ্য করব না।’

সূত্র : এএফপি

The post ইরানে ৮ দিনে নিহত অর্ধশতাধিক first appeared on UK BANGLA.

The post ইরানে ৮ দিনে নিহত অর্ধশতাধিক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/24/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be/feed/ 0
ইরানে পুতিন-এরদোগানের আলোচনা https://ukbangla.live/2022/07/19/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%258f%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%258b%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%25b2 https://ukbangla.live/2022/07/19/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2/#respond Tue, 19 Jul 2022 05:12:33 +0000 https://ukbangla.live/?p=12708 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির বিশেষ কৌশল নিয়ে মঙ্গলবার তেহরানে আলোচনা করবেন। সোমবার ক্রেমলিন সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। ইউক্রেন সংঘাতের ফলে খাদ্য পণ্য রপ্তানি করা বিভিন্ন জাহাজের শিপমেন্ট ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় এ দুই নেতা তা নিয়ে ইরানের রাজধানী তেহরানে আলোচনা করবেন। গম ও অন্যান্য […]

The post ইরানে পুতিন-এরদোগানের আলোচনা first appeared on UK BANGLA.

The post ইরানে পুতিন-এরদোগানের আলোচনা appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির বিশেষ কৌশল নিয়ে মঙ্গলবার তেহরানে আলোচনা করবেন। সোমবার ক্রেমলিন সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউক্রেন সংঘাতের ফলে খাদ্য পণ্য রপ্তানি করা বিভিন্ন জাহাজের শিপমেন্ট ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় এ দুই নেতা তা নিয়ে ইরানের রাজধানী তেহরানে আলোচনা করবেন। গম ও অন্যান্য খাদ্য শস্যের বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশগুলোর অন্যতম একটি দেশ হচ্ছে ইউক্রেন।

দেশটিতে রাশিয়ার আগ্রাসনের কারণে বৈশ্বিক খাদ্য ঘাটতির আশংকা ছড়িয়ে পড়েছে।

The post ইরানে পুতিন-এরদোগানের আলোচনা first appeared on UK BANGLA.

The post ইরানে পুতিন-এরদোগানের আলোচনা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/19/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2/feed/ 0
৬১ মার্কিন কর্মকর্তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করল ইরান https://ukbangla.live/2022/07/18/%e0%a7%ac%e0%a7%a7-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25ac%25e0%25a7%25a7-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/07/18/%e0%a7%ac%e0%a7%a7-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8/#respond Mon, 18 Jul 2022 04:02:06 +0000 https://ukbangla.live/?p=12642 ইরানের পিপল’স মুজাহিদিন অর্গানাইজেশন (এমইকে)-কে সমর্থন দেওয়ার অভিযোগে ৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে আসছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ৬১ জন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার তালিকাটি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, মুজাহিদিন-ই খালক (এমইকে) সংগঠনকে ইচ্ছাকৃত সমর্থন দিয়ে আসছেন তারা। এটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে দেখে […]

The post ৬১ মার্কিন কর্মকর্তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করল ইরান first appeared on UK BANGLA.

The post ৬১ মার্কিন কর্মকর্তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করল ইরান appeared first on UK BANGLA.

]]>
ইরানের পিপল’স মুজাহিদিন অর্গানাইজেশন (এমইকে)-কে সমর্থন দেওয়ার অভিযোগে ৬১ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে আসছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ৬১ জন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার তালিকাটি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে, মুজাহিদিন-ই খালক (এমইকে) সংগঠনকে ইচ্ছাকৃত সমর্থন দিয়ে আসছেন তারা। এটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে দেখে তেহরান। প্রকাশ্যে ইরানের ইসলামি বিপ্লবী সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে সংগঠনটি।

তালিকায় রয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন মেকার্থি, সিনেটের টেড ক্রুজ এবং কোরি বুকার। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিংকন ব্লুমফিল্ডও রয়েছেন। তেহরানের দাবি, তালিকায় যাদের নাম এসেছে তারা বিভিন্ন অনুষ্ঠানে সন্ত্রাসবাদী সংগঠন এমইকে’র প্রতি সমর্থন জানায়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে নারী শিশুসহ অন্তত ১৭ হাজার নিরীহ ইরানের নাগরিককে হত্যা করেছে।

সূত্র: আল জাজিরা।

The post ৬১ মার্কিন কর্মকর্তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করল ইরান first appeared on UK BANGLA.

The post ৬১ মার্কিন কর্মকর্তাকে নিষিদ্ধ তালিকাভুক্ত করল ইরান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/18/%e0%a7%ac%e0%a7%a7-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8/feed/ 0
ইরানে ৬ মাত্রার জোড়া ভূমিকম্প, নিহত ৫ https://ukbangla.live/2022/07/02/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25ac-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25be%25e0%25a7%259c%25e0%25a6%25be-%25e0%25a6%25ad%25e0%25a7%2582%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/07/02/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae/#respond Sat, 02 Jul 2022 06:28:42 +0000 https://ukbangla.live/?p=12030 ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমোজগানে পর পর ৬ মাত্রার দু’টি ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১২ জন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হরমোজগান প্রাদেশিক শাখার প্রধান মেহরদাদ হাসানজাদেহ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমাদের উদ্ধার তৎপরতা চলছে। বিভিন্ন এলাকায় ধ্বংসস্তুপ […]

The post ইরানে ৬ মাত্রার জোড়া ভূমিকম্প, নিহত ৫ first appeared on UK BANGLA.

The post ইরানে ৬ মাত্রার জোড়া ভূমিকম্প, নিহত ৫ appeared first on UK BANGLA.

]]>
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমোজগানে পর পর ৬ মাত্রার দু’টি ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১২ জন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হরমোজগান প্রাদেশিক শাখার প্রধান মেহরদাদ হাসানজাদেহ দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘আমাদের উদ্ধার তৎপরতা চলছে। বিভিন্ন এলাকায় ধ্বংসস্তুপ থেকে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ ও ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

৫.৭ মাত্রার কম্পনের মাত্র এক মিনিট পরেই ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত নভেম্বরে হরমোজান প্রদেশে ৬.৪ এবং ৬.৩ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে একজন নিহত হয়।

ইরান বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থিত এবং বিভিন্ন ফল্ট লাইন অতিক্রম করায় দেশটি ভূমিকম্প প্রবণ এলাকায় পরিণত হয়েছে।

ইরানে ১৯৯০ সালে সবচেয়ে মারাত্মক ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ৪০ হাজার মানুষ মারা যায়।

The post ইরানে ৬ মাত্রার জোড়া ভূমিকম্প, নিহত ৫ first appeared on UK BANGLA.

The post ইরানে ৬ মাত্রার জোড়া ভূমিকম্প, নিহত ৫ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/02/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae/feed/ 0
এবার গ্রিসের ২টি তেল ট্যাংকার আটক করল ইরান https://ukbangla.live/2022/05/28/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a7%25a8%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be https://ukbangla.live/2022/05/28/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Sat, 28 May 2022 06:29:51 +0000 https://ukbangla.live/?p=10122 ইরানের বিপ্লবী গার্ড শুক্রবার উপসাগরে গ্রীসের তেলবাহী দুইটি ট্যাঙ্কার জাহাজ আটক করেছে। রাশিয়ার একটি ট্যাঙ্কার থেকে জব্দ করা ইরানের তেল ওয়াশিংটনে পাঠানোর কথা এথেন্স নিশ্চিত করার কয়েকদিন পর এ দুই জাহাজা আটক করা হলো। খবর এএফপি’র। শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, […]

The post এবার গ্রিসের ২টি তেল ট্যাংকার আটক করল ইরান first appeared on UK BANGLA.

The post এবার গ্রিসের ২টি তেল ট্যাংকার আটক করল ইরান appeared first on UK BANGLA.

]]>
ইরানের বিপ্লবী গার্ড শুক্রবার উপসাগরে গ্রীসের তেলবাহী দুইটি ট্যাঙ্কার জাহাজ আটক করেছে। রাশিয়ার একটি ট্যাঙ্কার থেকে জব্দ করা ইরানের তেল ওয়াশিংটনে পাঠানোর কথা এথেন্স নিশ্চিত করার কয়েকদিন পর এ দুই জাহাজা আটক করা হলো। খবর এএফপি’র।

শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ-বিভাগ আইন লঙ্ঘনের অপরাধে শুক্রবার পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটক করেছে।

এর আগে শুক্রবার ইরানের বার্তাসংস্থা নূর নিউজ জানিয়েছিল, গ্রিসের হাতে ইরানি তেল ট্যাংকার আটকের ঘটনায় দেশটির বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেবে তেহরান। অবশ্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে সে সম্পর্কে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বার্তাসংস্থাটি কোনো ইঙ্গিত দেয়নি।

এর আগে গ্রিসে ইরানি তেল ট্যাংকার আটক করার পর তেহরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানায় দেশটি। ইরানের পক্ষ থেকে ট্যাংকারটিকে ছেড়ে দেওয়ারও আহ্বান জানানো হয়। কিন্তু বার্তাসংস্থা রয়টার্স বলছে, গ্রিস সরকার ইরানি তেল ট্যাংকারটির তেল অন্য একটি ট্যাংকারে স্থানান্তর করে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে।

এর আগে গত বুধবার ইরানের পোর্টস এন্ড মেরিটাইম অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছিল, গ্রিসের জলসীমায় ইরানি তেল আটক করে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘটনাটি ‘সম্পূর্ণ জলদস্যুতা’ এবং এতে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘিত হয়েছে।

এদিকে পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটকের সত্যতা নিশ্চিত করেছে এথেন্স। গ্রিস বলেছে, শুক্রবার ইরানের নৌবাহিনীর হেলিকপ্টার থেকে ট্যাংকার দু’টিতে সৈন্য নামানো হয় এবং তারা ট্যাংকারগুলোকে ইরান উপকূলে নিয়ে যায়।

The post এবার গ্রিসের ২টি তেল ট্যাংকার আটক করল ইরান first appeared on UK BANGLA.

The post এবার গ্রিসের ২টি তেল ট্যাংকার আটক করল ইরান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/28/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
ইইউ পরমাণু সমন্বয়ক এ সপ্তাহে তেহরান সফর করবেন: ইরান https://ukbangla.live/2022/05/10/%e0%a6%87%e0%a6%87%e0%a6%89-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%8f-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2587%25e0%25a6%2589-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a3%25e0%25a7%2581-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a7%259f%25e0%25a6%2595-%25e0%25a6%258f-%25e0%25a6%25b8%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/05/10/%e0%a6%87%e0%a6%87%e0%a6%89-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%8f-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4/#respond Tue, 10 May 2022 06:04:29 +0000 https://ukbangla.live/?p=9017 ইউরোপীয় ইউনিয়নের পরমাণু সমন্বয়ক চলতি সপ্তাহে তেহরান সফর করবেন। ভেঙ্গে যাওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তি ফের রক্ষা করতে ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আলোচনার জন্য তিনি এ সফরে যাচ্ছেন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। সমন্বয়ক এনরিক মোরা ভিয়েনায় এক বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একজন […]

The post ইইউ পরমাণু সমন্বয়ক এ সপ্তাহে তেহরান সফর করবেন: ইরান first appeared on UK BANGLA.

The post ইইউ পরমাণু সমন্বয়ক এ সপ্তাহে তেহরান সফর করবেন: ইরান appeared first on UK BANGLA.

]]>
ইউরোপীয় ইউনিয়নের পরমাণু সমন্বয়ক চলতি সপ্তাহে তেহরান সফর করবেন। ভেঙ্গে যাওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তি ফের রক্ষা করতে ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আলোচনার জন্য তিনি এ সফরে যাচ্ছেন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সমন্বয়ক এনরিক মোরা ভিয়েনায় এক বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একজন মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেখানে ওইসব আলোচনায় এ চুক্তি ফের রক্ষার চেষ্টা করা হয়।

মোরার ইরানের রাজধানী পৌঁছানোর তারিখ নিশ্চিত করা না হলেও স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, তিনি মঙ্গলবার তেহরান সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদাহ বলেন, ‘তেহরানে আলোচনার এজেন্ডা প্রায় চূড়ান্ত করা হয়েছে।’

এ সফরকালে মোরা ‘ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাঘারির সাথে সাক্ষাত করবেন।’

২০১৫ সালের এ চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার নিশ্চয়তার বিনিময়ে তেহরানের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেয়া হয়। এ চুক্তিতে বলা হয়, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। তবে দেশটি এমন অস্ত্র তৈরি করার কথা বরাবরই প্রত্যাখান করে আসছে।

ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি দেশ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং জার্মানির মধ্যে এ চুক্তি হয়।

তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন একতরফাভাবে এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর পরই ইরান তাদের নিজেদের দেয়া প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসা শুরু করে। ফলে চুক্তিটি ভেঙ্গে যায়।

The post ইইউ পরমাণু সমন্বয়ক এ সপ্তাহে তেহরান সফর করবেন: ইরান first appeared on UK BANGLA.

The post ইইউ পরমাণু সমন্বয়ক এ সপ্তাহে তেহরান সফর করবেন: ইরান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/10/%e0%a6%87%e0%a6%87%e0%a6%89-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%95-%e0%a6%8f-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0