এলপিজি - UK BANGLA News Site Thu, 03 Mar 2022 07:52:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png এলপিজি - UK BANGLA 32 32 আবারও বাড়ল এলপিজির দাম https://ukbangla.live/2022/03/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a7%259c%25e0%25a6%25b2-%25e0%25a6%258f%25e0%25a6%25b2%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/03/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae/#respond Thu, 03 Mar 2022 07:50:17 +0000 https://ukbangla.live/?p=3840 বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে। এতে দেশে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। […]

The post আবারও বাড়ল এলপিজির দাম first appeared on UK BANGLA.

The post আবারও বাড়ল এলপিজির দাম appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে। এতে দেশে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দাম আজ (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি গ্যাসে কেজি প্রতি ৮ টাকা বেড়েছে। বেসরকারি পর্যায়ে মার্চ মাসের জন্য এলপিজি মূসকসহ কেজি প্রতি ১০৩ টাকা ৩১ পয়সা থেকে বাড়িয়ে ১১৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছে। সে হিসেবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৩৯১ টাকা। ফলে ফেব্রুয়ারিরে তুলনায় মার্চে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের এলপিজিতে ১৫১ টাকা বেশি দিতে হবে।

ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৫৭ দশমিক ৮১ টাকা থেকে বাড়িয়ে ৬৪ দশমিক ৭৮ টাকা করা হয়েছে।

প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ মূল্য ১১৫ টাকা ৮৮ পয়সা ধরে মার্চে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৬৩৭ টাকা, ১২ কেজির দাম ১৩৯১ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১৪৪৯ টাকা, ১৫ কেজির দাম ১৭৩৮ টাকা, ১৬ কেজির দাম ১৮৫৪ টাকা, ১৮ কেজির দাম ২০৮৬ টাকা, ২০ কেজির দাম ২৩১৮ টাকা, ২২ কেজির দাম ২৫৪৯ টাকা, ২৫ কেজির দাম ১৮৯৭ টাকা, ৩০ কেজির দাম ৩৪৭৬ টাকা, ৩৩ কেজির দাম ৩৮২৪ টাকা, ৩৫ কেজির দাম ৪০৫৫ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।

এর আগে গত ডিসেম্বরে বেসরকারি খাতে ১২ কেজি প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন প্রতিটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২২৮ টাকা।

গত নভেম্বরে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। ফলস্বরূপ ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকায় পৌঁছায়।

তার আগে একই বছরের অক্টোবর মাসেই এ গ্যাসের দাম প্রতি কেজি ৮৬ দশমিক ৭ টাকা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছিল। সে হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা।

The post আবারও বাড়ল এলপিজির দাম first appeared on UK BANGLA.

The post আবারও বাড়ল এলপিজির দাম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
আবারও বাড়লো এলপিজির দাম https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a7%259c%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%258f%25e0%25a6%25b2%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae/#respond Thu, 03 Feb 2022 07:43:21 +0000 https://ukbangla.live/?p=1159 আরেক দফা দাম বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ২৪০ টাকায়। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘোষণা দেয় বিইআরসি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর […]

The post আবারও বাড়লো এলপিজির দাম first appeared on UK BANGLA.

The post আবারও বাড়লো এলপিজির দাম appeared first on UK BANGLA.

]]>
আরেক দফা দাম বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ২৪০ টাকায়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘোষণা দেয় বিইআরসি।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৬ দশমিক ৮৬ টাকা। মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ দশমিক ৩৪ টাকায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য দাঁড়াচ্ছে এক হাজার ২৪০ টাকা।

গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ে। এতে সবশেষ ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়। টানা দাম বাড়ার কারণে গেল বছর আলোচনায় ছিল এলপিজি। এবছর জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও আবার ৬২ টাকা দাম বাড়ালো সরকার।

এদিকে, টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়েছে ভারত। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডার প্রতি কমানো হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি। বছরের শুরুতে দিল্লিতে দুই হাজার ১০১ রুপি থেকে কমে জানুয়ারিতে এলিপিজির দাম হয়েছিল এক হাজার ৯৯৮ রুপি। ফেব্রুয়ারিতে আরও কমে এক হাজার ৯০৭ রুপিতে দাঁড়িয়েছে এলপিজির দাম।

The post আবারও বাড়লো এলপিজির দাম first appeared on UK BANGLA.

The post আবারও বাড়লো এলপিজির দাম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae/feed/ 0