কবি কাজী রোজী - UK BANGLA News Site Sun, 20 Feb 2022 03:51:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png কবি কাজী রোজী - UK BANGLA 32 32 কবি কাজী রোজী আর নেই https://ukbangla.live/2022/02/20/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25ac%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%2580-%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%259c%25e0%25a7%2580-%25e0%25a6%2586%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%2587 https://ukbangla.live/2022/02/20/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#respond Sun, 20 Feb 2022 03:51:40 +0000 https://ukbangla.live/?p=2833 একুশে পদকপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য কাজী রোজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে অবশেষে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার (২০ ফেব্রুয়ারি) মৃত্যুর বিষয়টি জানিয়েছেন কাজী রোজীর কন্যা সুমী সিকান্দার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

The post কবি কাজী রোজী আর নেই first appeared on UK BANGLA.

The post কবি কাজী রোজী আর নেই appeared first on UK BANGLA.

]]>
একুশে পদকপ্রাপ্ত কবি, সাবেক সংসদ সদস্য কাজী রোজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে অবশেষে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (২০ ফেব্রুয়ারি) মৃত্যুর বিষয়টি জানিয়েছেন কাজী রোজীর কন্যা সুমী সিকান্দার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সুমী সিকান্দার জানান, একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার মস্তিক কাজ করছিল না। মাল্টি অর্গান প্রবলেম। ফলে, ওষুধও কোনো কাজে আসছে না। একই অবস্থাতে মারা যান।

পরিবার থেকে জানানো হয়, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপুরে দাফন করা হতে পারে।

গত ৩০ জানুয়ারি কবি কাজী রোজী শারীরিক অবস্থা খাপার হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কবি কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে অবসর নেন। পরে রাজনীতিতে আসেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

গত শতাব্দির ষাটের দশকে কবিতা লেখা শুরু করেছিলেন কাজী রোজী। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— ‘লড়াই’, ‘পথঘাট মানুষের নাম’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’ প্রভৃতি।

The post কবি কাজী রোজী আর নেই first appeared on UK BANGLA.

The post কবি কাজী রোজী আর নেই appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/20/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/feed/ 0