করোনা টিকা - UK BANGLA News Site Tue, 26 Jul 2022 06:43:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png করোনা টিকা - UK BANGLA 32 32 নভেম্বরের পর বন্ধ করোনা টিকার প্রথম-দ্বিতীয় ডোজ https://ukbangla.live/2022/07/26/%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25ad%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%259f https://ukbangla.live/2022/07/26/%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f/#respond Tue, 26 Jul 2022 06:43:18 +0000 https://ukbangla.live/?p=13109 বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেবার কার্যক্রম। নভেম্বরর পর আর দেয়া হবে না এই টিকা। কারণ ওই সময়ে শেষ হবে টিকার মেয়াদ। তবে চলমান থাকবে বুস্টার ডোজ কার্যক্রম। স্বাস্থ্য বিভাগের কাছে এখনো প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, […]

The post নভেম্বরের পর বন্ধ করোনা টিকার প্রথম-দ্বিতীয় ডোজ first appeared on UK BANGLA.

The post নভেম্বরের পর বন্ধ করোনা টিকার প্রথম-দ্বিতীয় ডোজ appeared first on UK BANGLA.

]]>
বন্ধ হচ্ছে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেবার কার্যক্রম। নভেম্বরর পর আর দেয়া হবে না এই টিকা। কারণ ওই সময়ে শেষ হবে টিকার মেয়াদ। তবে চলমান থাকবে বুস্টার ডোজ কার্যক্রম।

স্বাস্থ্য বিভাগের কাছে এখনো প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।

মঙ্গলবার (২৬ জুলাই) চ্যানেল টোয়েন্টিফোরকে এই তথ্য জানিয়েছেন করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক।

তিনি আরও জানান, আগামী মাসে শুরু হবে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দান কার্যক্রম।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৭ কোটি ৩ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে জনসংখ্যার ৭৬ শতাংশ করোনার টিকার প্রথম ডোজ এবং ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। আর ২৩ শতাংশ পেয়েছে বুস্টার ডোজ।

করোনা সংক্রমণ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২২ সালের জুনের মধ্যে কোনো দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশকে পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আনার কথা বলেছিল। জুন মাস শেষ হওয়ার আগেই বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

তবে বুস্টার ডোজের জন্য ক্যাম্পেইন করা হলেও তেমন সারা মেলেনি। বুস্টার ডোজ নেবারে ক্ষেত্রে এগিয়ে আছে বাগেরহাট আর নড়াইল জেলা। তবে পিছিয়ে আছে ভোলা জেলা।

The post নভেম্বরের পর বন্ধ করোনা টিকার প্রথম-দ্বিতীয় ডোজ first appeared on UK BANGLA.

The post নভেম্বরের পর বন্ধ করোনা টিকার প্রথম-দ্বিতীয় ডোজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/26/%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f/feed/ 0
করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড https://ukbangla.live/2022/03/20/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5-%25e0%25a6%25a1%25e0%25a7%258b%25e0%25a6%259c-%25e0%25a6%25a6%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/03/20/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%87/#respond Sun, 20 Mar 2022 06:50:17 +0000 https://ukbangla.live/?p=5333 ইংল্যান্ড চলতি সপ্তাহে করোনার চতুর্থ ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে। রোববার ন্যাশনাল হেলথ সার্ভিস(এনএইচএস) এ ঘোষণা দেয়। করোনার সর্বশেষ এই বুস্টার ডোজ কেয়ার হোমের বাসিন্দা এবং যাদের বয়স ৭৫ বছরের বেশি প্রথমে তাদের দেয়া হবে। এনএইচএস বলছে, প্রায় ৫০ লাখকে এই ডোজ দেয়া হবে। এছাড়া ছয় লাখ লোককে আগামী সপ্তাহে টিকা নেয়ার বুকিং দেয়ার আহ্বান […]

The post করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড first appeared on UK BANGLA.

The post করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড appeared first on UK BANGLA.

]]>
ইংল্যান্ড চলতি সপ্তাহে করোনার চতুর্থ ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে।

রোববার ন্যাশনাল হেলথ সার্ভিস(এনএইচএস) এ ঘোষণা দেয়।

করোনার সর্বশেষ এই বুস্টার ডোজ কেয়ার হোমের বাসিন্দা এবং যাদের বয়স ৭৫ বছরের বেশি প্রথমে তাদের দেয়া হবে।

এনএইচএস বলছে, প্রায় ৫০ লাখকে এই ডোজ দেয়া হবে। এছাড়া ছয় লাখ লোককে আগামী সপ্তাহে টিকা নেয়ার বুকিং দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘আমাদের ব্যাপক টিকাদান কর্মসূচির কারনে অসংখ্য জীবন বেঁচে গেছে। এটি একটি প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছে যা আমাদেরকে কোভিডের সাথে বাঁচতে শিখিয়েছে।’

এদিকে ওমিক্রন ধরনের কারনে ব্রিটেনজুড়ে আবারো সংক্রমণ বাড়ছে। বর্তমানে প্রতি ২০ জনে একজন করোনায় আক্রান্ত হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার বলেছেন, আমরা চতুর্থ ডোজ দেয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনের কারনে এটি দিচ্ছি।

উল্লেখ্য, করোনার সংক্রমণ বিশ্বের যে কটি দেশে সবচেয়ে বেশি হয়েছে ব্রিটেন তার একটি।

The post করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড first appeared on UK BANGLA.

The post করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/20/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%87/feed/ 0
জানুয়ারিতে করোনায় প্রাণ হারানো ৭৩ শতাংশ ভ্যাকসিন নেননি https://ukbangla.live/2022/02/02/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2581%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a3 https://ukbangla.live/2022/02/02/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3/#respond Wed, 02 Feb 2022 12:30:29 +0000 https://ukbangla.live/?p=1086 গত জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৭৩ জনই করোনা টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি জানান, গত ডিসেম্বরে করোনায় মারা গিয়েছিলেন ৯১ জন। আর জানুয়ারি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। জানুয়ারি মাসে মৃতদের ৭৩ শতাংশই করোনার টিকা […]

The post জানুয়ারিতে করোনায় প্রাণ হারানো ৭৩ শতাংশ ভ্যাকসিন নেননি first appeared on UK BANGLA.

The post জানুয়ারিতে করোনায় প্রাণ হারানো ৭৩ শতাংশ ভ্যাকসিন নেননি appeared first on UK BANGLA.

]]>
গত জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ৭৩ জনই করোনা টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি জানান, গত ডিসেম্বরে করোনায় মারা গিয়েছিলেন ৯১ জন। আর জানুয়ারি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। জানুয়ারি মাসে মৃতদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি।

তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে কারা ভ্যাকসিন পেয়েছেন এবং কারা পাননি সেই সম্পর্কে খুঁজে বের করার চেষ্টা চলছে। তার মধ্যে গত জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত মোট যে মৃত্যু দেখেছি, তার প্রায় ৭৩ শতাংশ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেননি। বাকিরা সবাই ভ্যাকসিন পেয়েছেন। এছাড়া, প্রথম ডোজের ভ্যাকসিন পেয়েছিলেন ১৮ জন এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পেয়েছেন ৬১ জন।

ডা. নাজমুল আরও বলেন, ওমিক্রনের নতুন যে ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে, তারও একটি সাব-ভ্যারিয়েন্ট বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। বিভিন্ন গবেষণাকে উদ্ধৃত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে জানিয়েছে, এই সাব-ভ্যারিয়েন্টটি কিন্তু আগের তুলনায় বেশি সংক্রামক হতে পারে। আর বেশি সংক্রামক হলে ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়।

ডা. নাজমুল বলেন, আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। রোগীর সংখ্যা কোনোভাবেই যাতে না বাড়ে সে জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। আমরা যদি বয়স অনুপাতে মৃত্যুর হার দেখি তাহলে দেখা যাবে, সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ বছর থেকে ৭০ বছর পর্যন্ত বয়সীরা। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগটিতে ১২ হাজার ৪৫১ জনের মৃত্যু হয়েছে। শতকরা হিসেবে সেটি প্রায় ৪৩ দশমিক ৮০ শতাংশের বেশি।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩০ শতাংশের আশপাশে রয়েছে। দৈনিক ১০ থেকে ১৫ হাজার রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে রোগী বাড়তে শুরু করেছে। এভাবে রোগী বাড়তে থাকলে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ তৈরি হবে।

ওমিক্রনের নতুন উপধরন আরও বেশি সংক্রামক
করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রনের একটি উপধরন (বিএ.২) বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

আজকের বুলেটিনে তিনি বলেন, কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, ওমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন ‘বিএ.২’ অনেক বেশি সংক্রামক হতে পারে। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। তাই আত্মতুষ্টির সুযোগ নেই। রোগীর সংখ্যা যেন না বাড়ে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

The post জানুয়ারিতে করোনায় প্রাণ হারানো ৭৩ শতাংশ ভ্যাকসিন নেননি first appeared on UK BANGLA.

The post জানুয়ারিতে করোনায় প্রাণ হারানো ৭৩ শতাংশ ভ্যাকসিন নেননি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/02/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3/feed/ 0