কানাডা - UK BANGLA News Site Mon, 05 Sep 2022 03:54:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png কানাডা - UK BANGLA 32 32 কানাডায় সিরিজ ছুরি হামলায় নিহত ১০ https://ukbangla.live/2022/09/05/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%259b%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/05/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be/#respond Mon, 05 Sep 2022 03:52:11 +0000 https://ukbangla.live/?p=15213 কানাডার সাসকাচোয়ান প্রদেশে একের পর এক ছুরি দিয়ে হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর আমেরিকার এই দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। কানাডার পুলিশের বরাত দিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) এক […]

The post কানাডায় সিরিজ ছুরি হামলায় নিহত ১০ first appeared on UK BANGLA.

The post কানাডায় সিরিজ ছুরি হামলায় নিহত ১০ appeared first on UK BANGLA.

]]>
কানাডার সাসকাচোয়ান প্রদেশে একের পর এক ছুরি দিয়ে হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর আমেরিকার এই দেশটির মধ্যাঞ্চলীয় দু’টি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

কানাডার পুলিশের বরাত দিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি এবং আলজাজিরা।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোববার জরুরি ফোন কল পেয়ে জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে ১০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, ‘ছুরি হামলায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, আরও বেশ কয়েকজন ভুক্তভোগী নিজে থেকেই হাসপাতালে গেছেন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ছুরি নিয়ে পৃথক পৃথক এই হামলাগুলো ‘ভয়াবহ এবং হৃদয়বিদারক’ এবং সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। টুইটারে তিনি লেখেন, ‘হামলায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন; আমি এখন তাদের কথা ভাবছি।’

এদিকে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তির নাম ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসন বলে জানিয়েছে।

কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত এই দুই ব্যক্তির বয়স ৩০-এর ঘরের শুরুর দিকে। এই দুই ব্যক্তিকে সর্বশেষ একটি কালো নিসান গাড়িতে ভ্রমণ করতে দেখা গেছে এবং সেটিও প্রাদেশিক রাজধানী রেজিনাতে। যেখানে হামলা হয়েছে সেই অঞ্চলটি প্রাদেশিক এই রাজধানী থেকে প্রায় ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণে অবস্থিত।

হামলার পর সাসকাচোয়ানের পুলিশ প্রদেশজুড়ে বিপজ্জনক ব্যক্তিদের সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে। পরে প্রতিবেশী আলবার্টা এবং ম্যানিটোবার কর্তৃপক্ষও একই পদক্ষেপ নেয়।

এছাড়া আড়াই হাজার জনসংখ্যার জেমস স্মিথ ক্রি নেশন অঞ্চলেও স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এদিকে সাসকাচোয়ানের প্রধান স্কট মো এক বিবৃতিতে এই হামলাকে ‘অর্থহীন সহিংসতা’ বলে বর্ণনা করেছেন। রোববার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এই অনর্থক সহিংসতার কারণে যে ব্যথা এবং ক্ষতি হয়েছে তা যথাযথভাবে বর্ণনা করার মতো কোনও শব্দ নেই। সাসকাচোয়ানের সকলেই ভুক্তভোগী এবং তাদের পরিবারের সাথে শোকাহত।’

The post কানাডায় সিরিজ ছুরি হামলায় নিহত ১০ first appeared on UK BANGLA.

The post কানাডায় সিরিজ ছুরি হামলায় নিহত ১০ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/05/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
পুতিন যোগ দিলেও জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিবে কানাডা https://ukbangla.live/2022/07/01/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%258b%25e0%25a6%2597-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%2593-%25e0%25a6%259c%25e0%25a6%25bf-%25e0%25a7%25a8%25e0%25a7%25a6-%25e0%25a6%25b6%25e0%25a7%2580%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/07/01/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d/#respond Fri, 01 Jul 2022 08:30:23 +0000 https://ukbangla.live/?p=11987 কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিলেও কানাডা নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে অংশ নিবে। ইন্দোনেশিয়া জি-২০ এর পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে এবং জাকার্তা এপ্রিলে পুতিনকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর ঘোষণা সত্ত্বেও সম্মেলন থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে বাদ দেয়ার জন্য পশ্চিমা চাপের মধ্যে রয়েছে। মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ […]

The post পুতিন যোগ দিলেও জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিবে কানাডা first appeared on UK BANGLA.

The post পুতিন যোগ দিলেও জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিবে কানাডা appeared first on UK BANGLA.

]]>
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিলেও কানাডা নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে অংশ নিবে।

ইন্দোনেশিয়া জি-২০ এর পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে এবং জাকার্তা এপ্রিলে পুতিনকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর ঘোষণা সত্ত্বেও সম্মেলন থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে বাদ দেয়ার জন্য পশ্চিমা চাপের মধ্যে রয়েছে।

মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে জি-২০ তে পুতিন উপস্থিত থাকলে অটোয়া এতে অংশ নিবে কি-না এমন প্রশ্নের জবাবে ট্রুডো বলেন, আমরা আশা করি কানাডা এবং জি-৭ এর সমস্ত সদস্যরা জি-২০ সম্মেলনে যোগ দেবে।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া সম্ভবত যে বক্তব্য দেবে এবং মিথ্যাচার করবে তা প্রতিহত করার জন্য আমাদের সেখানে থাকা জরুরি। এখনো সম্মেলনের বেশ কয়েক মাস বাকি আছে এবং এরমধ্যে কিছু ঘটতে পারে।

জি-৭ গ্রুপে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে।

বেশীর ভাগ প্রধান উদীয়মান অর্থনীতির মতো ইন্দোনেশিয়া একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শান্তিপূর্ণ সমাধানের আহবান জানিয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার একদিন পর বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেন।

উইদোদো জেলেনস্কিকে বালিতে ১৫ থেকে ১৬ নভেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বুধবার উইদোদোকে বলেছেন, সম্মেলনে অন্য কে উপস্থিত থাকবেন তার ওপর নির্ভর করে তিনি যোগ দেবেন কি-না।

The post পুতিন যোগ দিলেও জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিবে কানাডা first appeared on UK BANGLA.

The post পুতিন যোগ দিলেও জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিবে কানাডা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/01/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
কানাডায় ইতিহাস গড়লেন বাংলাদেশি ডলি বেগম https://ukbangla.live/2022/06/04/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%97%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%2597%25e0%25a7%259c%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582 https://ukbangla.live/2022/06/04/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%97%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/#respond Sat, 04 Jun 2022 05:59:15 +0000 https://ukbangla.live/?p=10480 কানাডার রাজনৈতিক ইতিহাসে টানা দ্বিতীয় বারের মতো অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের এমপিপি হলেন বাংলাদেশি মেয়ে ডলি বেগম। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুন) অন্টারিও প্রদেশের ৪৩তম নির্বাচনে টরন্টোস্থ স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে তিনি নির্বাচিত হন। ডলি প্রথম কোন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিবিদ যিনি টানা দুইবার এমপিপি নির্বাচিত হলেন। এনডিপি দলের প্রার্থী ডলি মোট ১৫ হাজার ৯৫৪ ভোট পান। […]

The post কানাডায় ইতিহাস গড়লেন বাংলাদেশি ডলি বেগম first appeared on UK BANGLA.

The post কানাডায় ইতিহাস গড়লেন বাংলাদেশি ডলি বেগম appeared first on UK BANGLA.

]]>
কানাডার রাজনৈতিক ইতিহাসে টানা দ্বিতীয় বারের মতো অন্টারিও প্রভিন্সিয়াল সরকারের এমপিপি হলেন বাংলাদেশি মেয়ে ডলি বেগম। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুন) অন্টারিও প্রদেশের ৪৩তম নির্বাচনে টরন্টোস্থ স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে তিনি নির্বাচিত হন। ডলি প্রথম কোন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিবিদ যিনি টানা দুইবার এমপিপি নির্বাচিত হলেন।

এনডিপি দলের প্রার্থী ডলি মোট ১৫ হাজার ৯৫৪ ভোট পান। শতকরা হিসেবে ৪৭ দশমিক ১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ব্রেট স্নাইডার পেয়েছেন ৯ হাজার ৪৩৬ ভোট। লিবারেল পার্টির লিসা প্যাটেল পেয়েছেন ৬ হাজার ৩৫৬ ভোট।

ডলি বেগম তার বিজয় সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, ২৩ বছর আগে কানাডা এসেছিলাম। তখন ইংরেজি জানতাম না। তাই স্কুলে যেতে চাইতাম না। কিন্তু সময়ের পরিক্রমায় আপনারাই আমাকে তৈরি করেছেন।

তিনি বলেন, কানাডায় রাজনীতি করতে আমার মা সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন, সহায়তা দিয়েছেন। এ কারণেই আমি রাজনীতিতে কিছু করতে পারছি।

বৃহস্পতিবার অন্টারিও প্রদেশের স্কারবো সাউথওয়েস্ট আসন থেকে তার নির্বাচিত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রভিন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও দুই বাংলাদেশি কানাডিয়ান প্রার্থী। বাংলাদেশি বংশোদ্ভূত ফারহিন আলিম ইটোবিকো-লেকশোতে নির্বাচনী লড়াই করেছেন। তিনি এনডিপির প্রার্থী ছিলেন। তার প্রাপ্ত ভোট ৮ হাজার ৫৯৫। তিনি তার আসনে তৃতীয় হয়েছেন। এছাড়া ওকভিল নর্থ বারলিংটন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানিজ মৌলি। তিনি ১৫ হাজার ৭৬২ ভোট পেয়েছেন। বিজয়ী কনজারভেটিভ পার্টির প্রার্থীর চেয়ে পাঁচ হাজার ভোট কম পেয়েছেন তিনি।

ডলি বেগম মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ২০১২ সালে টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর করেন। পড়ালেখা শেষ করার পর সিটি অব টরেন্টোতে প্রায় ১০ মাস কাজ করেন। তিনি রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন দ্য সোসাইটি অব এনার্জি প্রফেশনালসে।

ফোর্ড দ্বিতীয় বারের মতো প্রিমিয়ার নির্বাচিত হওয়ায় কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় বলেন, ‘আমি প্রিমিয়ার ফোর্ড এবং তার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। গত কয়েক বছর ধরে ফেডারেল ও প্রাদেশিক সরকারের একসঙ্গে আমরা কাজ করছি। আগামীতেও করবো।’

উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে কনজারভেটিভ পার্টির ১২৪টি আসনের মধ্যে ৮৩ আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে। ২৯টি আসন পেয়ে এনডিপি দ্বিতীয় স্থানে এবং মাত্র ৮টি আসন পায় লিবারেল পার্টি।

The post কানাডায় ইতিহাস গড়লেন বাংলাদেশি ডলি বেগম first appeared on UK BANGLA.

The post কানাডায় ইতিহাস গড়লেন বাংলাদেশি ডলি বেগম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/04/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%97%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/feed/ 0
কানাডায় বিরল ‘মাঙ্কিপক্স’ ভাইরাস শনাক্ত https://ukbangla.live/2022/05/19/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25b2-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/05/19/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/#respond Thu, 19 May 2022 07:52:20 +0000 https://ukbangla.live/?p=9657 কানাডার কুইবেক প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক ডজনেরও বেশী লোকের সন্দেহজনক ‘মাঙ্কিপক্স’ ভাইরাস সংক্রমনের ঘটনার তদন্ত করছে। এটি বিরল প্রজাতির এবং ভয়ংকর ভাইরাস। বুধবার সরকারি ব্রডকাস্টার সিবিসি’র রিপোর্টে এ কথা জানানো হয়। ইউরোপীয় স্বাস্থ্য কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে কয়েক ডজন মাঙ্কিপক্স শনাক্ত নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্র বুধবার বলেছে, সম্প্রতি কানাডা ভ্রমণ করা এক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত […]

The post কানাডায় বিরল ‘মাঙ্কিপক্স’ ভাইরাস শনাক্ত first appeared on UK BANGLA.

The post কানাডায় বিরল ‘মাঙ্কিপক্স’ ভাইরাস শনাক্ত appeared first on UK BANGLA.

]]>
কানাডার কুইবেক প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক ডজনেরও বেশী লোকের সন্দেহজনক ‘মাঙ্কিপক্স’ ভাইরাস সংক্রমনের ঘটনার তদন্ত করছে। এটি বিরল প্রজাতির এবং ভয়ংকর ভাইরাস। বুধবার সরকারি ব্রডকাস্টার সিবিসি’র রিপোর্টে এ কথা জানানো হয়।

ইউরোপীয় স্বাস্থ্য কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে কয়েক ডজন মাঙ্কিপক্স শনাক্ত নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্র বুধবার বলেছে, সম্প্রতি কানাডা ভ্রমণ করা এক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, মুখ ও শরীরে ‘গুটি বসন্তের’ মতো ফুসকুড়ি হওয়ার আগে অসুস্থতাটি প্রায়শই ফ্লুর মতো উপসর্গ যেমন জ্বর, পেশীতে ব্যথা এবং নাসিকা গ্রন্থি ফুলে ওঠার মাধ্যমে প্রকাশ পায়।

মন্ট্রিয়লের কুইবেক শহরের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ কমপক্ষে ১৩ টি সংক্রমণের ঘটনার তদন্ত করছে। সিবিসি জানিয়েছে, যৌন এবং রক্তবাহিত সংক্রমণ বিশেষজ্ঞ বেশ কয়েকটি ক্লিনিকে রোগ নির্ণয় করার পর তাদের আলাদাভাবে চিহ্নিত করে রাখা হয়। আগামীকাল বিষয়টি নিশ্চিত করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং সিডিসি বুধবার এই বছরের প্রথম এই সংক্রমণের ঘটনাটি নিশ্চিত করেছে।

ম্যাসাচুসেটস স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘কেসটি জনসাধারণের জন্য কোন ঝুঁকি তৈরি করে না এবং ব্যক্তিটি হাসপাতালে ভর্তি এবং ভালো অবস্থায় আছে।’

সিডিসি জানায়, সংক্রমিত ব্যক্তির শারিরীক তরল, ঘা কিংবা ব্যবহৃত জিনিসিপত্র’র (যেমন পোশাক এবং বিছানা) সংস্পর্শে এই রোগ ছড়াতে পারে। ঘরে ব্যবহৃত জীবাণুনাশক এই ভাইরাস মেরে ফেলতে পারে।

সিডিসি’র পক্স ভাইরাস বিশেষজ্ঞ ইনগার ডেমন এক বিবৃতিতে বলেছেন, পর্তুগাল, স্পেন এবং ব্রিটেনে গত দুই সপ্তাহে শনাক্ত হওয়া অনেক গুচ্ছ সংক্রমণের রিপোর্টে বলা হয়েছে, সেখানে নির্বিচারে ‘যৌনাচারের মধ্যে’ এই সংক্রমণ ঘটেছে। ‘একাধিক ইউরোপীয় সংক্রমণের ঘটনায় পুরুষদের মধ্যে সমকামী সম্পর্ককে দায়ী করা হয়েছে। যৌন সম্পর্কের নির্বিশেষে যে কেউ মাঙ্কিপক্স ছড়াতে পারে।’

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) বুধবার জানিয়েছে, ৬ মে থেকে যুক্তরাজ্যে মাঙ্কি পক্সের নয়টি সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

স্পেন এবং পর্তুগাল বুধবার ঘোষণা করেছে যে তারা ৪০টির বেশী সন্দেহজনক মাঙ্কিপক্স শনাক্ত করেছে।

The post কানাডায় বিরল ‘মাঙ্কিপক্স’ ভাইরাস শনাক্ত first appeared on UK BANGLA.

The post কানাডায় বিরল ‘মাঙ্কিপক্স’ ভাইরাস শনাক্ত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/19/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/feed/ 0
তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25a3%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/#respond Wed, 13 Apr 2022 06:14:31 +0000 https://ukbangla.live/?p=7179 বাংলাদেশি বাবা-মায়ের সন্তান ১৯ বছরের কানাডিয়ান তরুণীর বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা, থাকা-খাওয়ার খরচ বহনসহ সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা সরকার। হাইকোর্টকে লিখিতভাবে কানাডা হাইকমিশনের পক্ষে এ তথ্য জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। বুধবার (১৩ এপ্রিল) কানাডিয়ান তরুণীকে গৃহবন্দি রাখার অভিযোগের রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো […]

The post তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা first appeared on UK BANGLA.

The post তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশি বাবা-মায়ের সন্তান ১৯ বছরের কানাডিয়ান তরুণীর বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা, থাকা-খাওয়ার খরচ বহনসহ সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা সরকার। হাইকোর্টকে লিখিতভাবে কানাডা হাইকমিশনের পক্ষে এ তথ্য জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।

বুধবার (১৩ এপ্রিল) কানাডিয়ান তরুণীকে গৃহবন্দি রাখার অভিযোগের রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) হাইকোর্ট বলেছিলেন, ১৯ বছরের প্রাপ্ত বয়স্ক তরুণী বাবা-মা ছেড়ে কানাডা যেতে চান, তাকে আটকে রাখা যাবে না। তবে তরুণীর নিরাপত্তা ২০০ শতাংশ কানাডা সরকারকেই নিশ্চিত করতে হবে।

গত ১১ এপ্রিল আদালত কানাডিয়ান ওই তরুণীর ল্যাপটপে ইন্টারনেট সংযোগ এবং তাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দিতে নির্দেশ দেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই তরুণী বাবা-মায়ের সঙ্গে থাকবেন বলে আদেশে বলা হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন। তরুণীর বাবা-মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ওজিউল্লাহ।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি আবুল কালাম খান দাউদ। এছাড়া কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ৫ এপ্রিল রাজধানীর উত্তর মুগদায় ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় গৃহবন্দি থাকা ১৯ বছরের কানাডিয়ান তরুণীকে হাজির করতে নির্দেশ দেন হাইকোর্ট। মুগদা থানার পুলিশ ও তার বাবা-মাকে তরুণীকে হাজির করতে বলা হয়।

একইসঙ্গে ১৯ বছরের তরুণীর অসম্মতিতে তাকে ১০ মাস ধরে আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিটের নথি থেকে জানা যায়, ১৯ বছরের ওই তরুণীর জন্ম কানাডায়। তিনি জন্মসূত্রে কানাডার নাগরিক। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার বাবা-মাও কানাডায় থাকতেন। ১০ মাস আগে তার বাবা-মা বেড়ানোর কথা বলে তাকে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থানায় কানাডিয়ান হাইকমিশন থেকে সাধারণ ডায়েরি করা হয়। তারপর হাইকমিশনের পক্ষে মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র হাইকোর্টে রিট করে। রিটে পুলিশের আইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মুগদা থানার ওসি, ওই তরুণীর বাবা-মাকে বিবাদী করা হয়।

The post তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা first appeared on UK BANGLA.

The post তরুণীর সব ধরনের নিরাপত্তা দেবে কানাডা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
কানাডা উপকূলে স্প্যানিশ ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু https://ukbangla.live/2022/02/16/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25be-%25e0%25a6%2589%25e0%25a6%25aa%25e0%25a6%2595%25e0%25a7%2582%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b6 https://ukbangla.live/2022/02/16/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6/#respond Wed, 16 Feb 2022 03:29:52 +0000 https://ukbangla.live/?p=2489 কানাডার পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার করা গেছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে এনেছেন। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল […]

The post কানাডা উপকূলে স্প্যানিশ ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু first appeared on UK BANGLA.

The post কানাডা উপকূলে স্প্যানিশ ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
কানাডার পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এ ঘটনায় তিন জনকে জীবিত উদ্ধার করা গেছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে এনেছেন। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

স্পেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন স্পেনের, পাঁচজন পেরুর এবং তিনজন ঘানার নাগরিক রয়েছেন।

উপকূল থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরের পানিতে ডুবে যায় স্পেনের মাছ ধরার নৌকাটি। বিপদসংকেত পেয়ে কানাডা ও স্পেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

২০০৪ সালে নিবন্ধিত নৌকাটিতে ২৪ জন আরোহী ছিলেন এবং তাঁদের ১৬ জন স্পেনের। বাকিরা পেরু এবং ঘানার নাগরিক বলে জানা গেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানের সার্বক্ষণিক খবর রাখছেন বলে জানিয়েছেন।

The post কানাডা উপকূলে স্প্যানিশ ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু first appeared on UK BANGLA.

The post কানাডা উপকূলে স্প্যানিশ ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/16/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6/feed/ 0
কানাডার নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ https://ukbangla.live/2022/02/13/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/13/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/#respond Sun, 13 Feb 2022 05:59:37 +0000 https://ukbangla.live/?p=2241 ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জয় এ নির্দেশনা জারি করেন। মেলানি […]

The post কানাডার নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ first appeared on UK BANGLA.

The post কানাডার নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কানাডার নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জয় এ নির্দেশনা জারি করেন।

মেলানি জয় বলেছেন, যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে তাই ইউক্রেনে অবস্থানরত কানাডার সব নাগরিককে দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হলো। খবর আনাদোলুর।

এক বিবৃতিতে মেলানি জয় আরও বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের কূটনীতিকরা সাধারণ নাগরিকদের দেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য ইউক্রেনে অপেক্ষা করছেন।

এদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইসরাইল তাদের নাগরিকদের ইউক্রেন থেকে দেশে ফিরত নিয়ে গেছে।

The post কানাডার নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ first appeared on UK BANGLA.

The post কানাডার নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/13/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
কানাডার বিভিন্ন প্রদেশে শিথিল হচ্ছে কোভিড নিয়ম https://ukbangla.live/2022/02/09/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/09/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/#respond Wed, 09 Feb 2022 08:23:57 +0000 https://ukbangla.live/?p=1607 কানাডায় ট্রাক চালকদের বিক্ষোভ আরো কঠোর হয়েছে। আন্দোলনে রাজধানী অচল হয়ে পড়লেও তাদের পিছু হটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।কিন্তু দেশটির বিভিন্ন প্রদেশে কোভিড নিয়ম শিথিল করার ঘোষণা দেয়া হয়েছে। পশ্চিমাঞ্চলীয় সাসকাচোয়ান কর্তৃপক্ষ বলছে, মহামারী নিয়ন্ত্রণে আরোপ করা সকল বিধিনিষেধ তুলে নিতে তারা প্রস্তুত। এছাড়া কুইবেক ও আলবার্টাও নিষেধাজ্ঞা শিথিলের আভাস দিয়েছে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী […]

The post কানাডার বিভিন্ন প্রদেশে শিথিল হচ্ছে কোভিড নিয়ম first appeared on UK BANGLA.

The post কানাডার বিভিন্ন প্রদেশে শিথিল হচ্ছে কোভিড নিয়ম appeared first on UK BANGLA.

]]>
কানাডায় ট্রাক চালকদের বিক্ষোভ আরো কঠোর হয়েছে। আন্দোলনে রাজধানী অচল হয়ে পড়লেও তাদের পিছু হটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
কিন্তু দেশটির বিভিন্ন প্রদেশে কোভিড নিয়ম শিথিল করার ঘোষণা দেয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় সাসকাচোয়ান কর্তৃপক্ষ বলছে, মহামারী নিয়ন্ত্রণে আরোপ করা সকল বিধিনিষেধ তুলে নিতে তারা প্রস্তুত।

এছাড়া কুইবেক ও আলবার্টাও নিষেধাজ্ঞা শিথিলের আভাস দিয়েছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও তার স্বর পরিবর্তন করে বলেছেন, সবাই কতোটা হতাশ। নিষেধাজ্ঞা শিথিল করার সময় আসছে। যদিও একদিন আগে তিনি কড়া সুরে আন্দোলন বন্ধের কথা বলেছিলেন।

ট্রুডো বলেন, বিধিনিষেধে আমরা সকলেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু টিকা বাধ্যতামূলক হলো আরো বিধিনিষেধ এড়ানোর উপায়।

করোনায় আক্রান্ত হওয়ায় সপ্তাহ ধরে আইসোলেশনে ছিলেন জাস্টিন ট্রুডো। আইসোলেশন থেকে হাউজ অব কমন্সে ফিরে এক জরুরি বিতর্কে ট্রুডো বলেন, এটি বন্ধ করতে হবে।

তিনি বলেন, এই মহামারি সকল কানাডিয়ানকে চুষে খাচ্ছে। কিন্তু কানাডিয়ানরা জানে বিজ্ঞান মেনে কিভাবে একে প্রতিহত করা যায়।

তিনি রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর সরকার গত ১৫ জানুয়ারি আন্ত:সীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। এর আওতায় কানাডার যে ট্রাকচালকেরা টিকা নেননি, তাঁদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টিনে থাকতে হবে।

এতে ট্রাকচালকেরা ক্ষুব্ধ হয়ে অটোয়ায় তুমুল বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের দ্বিতীয় সপ্তাহ চলছে।

এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অটোয়ার মেয়র রোববার শহরটিতে জরুরি অবস্থা জারি করে।

তবে জরুরি অবস্থা সত্ত্বেও মঙ্গলবার বিক্ষোভকারীদের কানডার পতাকা ও ট্রুডো বিরোধী পতাকা হাতে প্রতিবাদ করতে দেখা গেছে।

অটোয়ার ডেপুটি পুলিশ প্রধান স্টিভ বেল সাংবাদিকদের জানিয়েছেন, তার এজেন্টরা ২২ জনকে আটক করেছে।

The post কানাডার বিভিন্ন প্রদেশে শিথিল হচ্ছে কোভিড নিয়ম first appeared on UK BANGLA.

The post কানাডার বিভিন্ন প্রদেশে শিথিল হচ্ছে কোভিড নিয়ম appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/09/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/feed/ 0