কারিকুলামের পাইলটিং - UK BANGLA News Site Fri, 18 Feb 2022 03:35:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png কারিকুলামের পাইলটিং - UK BANGLA 32 32 শুরু হচ্ছে নতুন কারিকুলামের পাইলটিং, সপ্তাহে দুদিন ছুটি https://ukbangla.live/2022/02/18/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2581-%25e0%25a6%25b9%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/18/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/#respond Fri, 18 Feb 2022 03:35:52 +0000 https://ukbangla.live/?p=2684 আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামে পাইলটিং (পরীক্ষামূলক) ক্লাস শুরু হবে। এদিন থেকে মাধ্যমিক স্তরে পাইলটিং শুরু হলেও প্রাথমিকে তা শুরু হবে মার্চ থেকে। নতুন কারিকুলাম অনুযায়ী, শিক্ষার্থী ও শিক্ষকরা দুই দিন সাপ্তাহিক ছুটি কাটাতে পারবেন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের ১০০টি বিদ্যালয়ে […]

The post শুরু হচ্ছে নতুন কারিকুলামের পাইলটিং, সপ্তাহে দুদিন ছুটি first appeared on UK BANGLA.

The post শুরু হচ্ছে নতুন কারিকুলামের পাইলটিং, সপ্তাহে দুদিন ছুটি appeared first on UK BANGLA.

]]>
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নতুন কারিকুলামে পাইলটিং (পরীক্ষামূলক) ক্লাস শুরু হবে। এদিন থেকে মাধ্যমিক স্তরে পাইলটিং শুরু হলেও প্রাথমিকে তা শুরু হবে মার্চ থেকে। নতুন কারিকুলাম অনুযায়ী, শিক্ষার্থী ও শিক্ষকরা দুই দিন সাপ্তাহিক ছুটি কাটাতে পারবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের ১০০টি বিদ্যালয়ে পাইলটিং ক্লাস শুরু করার কথা থাকেলও ৬২টিতে শুরু করা হবে। এছাড়া নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন ছুটি থাকবে। আগে শুধু শুক্রবার ছিল, এখন শনিবারও ছুটি থাকবে।

দীপু মনি বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হলেও যাদের দুই ডোজ করোনা টিকা নেওয়া হয়েছে তারা স্কুলে যাবে। বাকিরা বাড়িতে থেকে অনলাইন ও টিভিতে ক্লাস করবে। তবে আশার কথা হলো, মাধ্যমিকস্তরের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থীর অধিকাংশ প্রথম ডোজ নিয়েছে। পাশাপাশি ৩৬ লাখের মতো শিক্ষার্থী দ্বিতীয় ডোজের আওতায় এসেছে। ২২ ফেব্রুয়ারির মধ্যে বাকিদের দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে নতুন শিক্ষাক্রমের পাইলটিং করার কথা। আর ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে। উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে ২০২৬ ও ২০২৭ সালে। নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে।

মহামারির ছুটির আগে ও পরে শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছুটিগুলো এখনও আছে। সাপ্তাহিক ছুটিও দুদিন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিকে শনিবার ছুটি রাখেন না। এখন থেকে রাখবেন, সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটো দিন ব্রেক দরকার আছে।’

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখের কথা জানিয়ে তিনি বলেন, ‘জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে।’ তবে কোন কোন বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে এইচএসসি পরীক্ষার ফলপ্রকাশ অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

The post শুরু হচ্ছে নতুন কারিকুলামের পাইলটিং, সপ্তাহে দুদিন ছুটি first appeared on UK BANGLA.

The post শুরু হচ্ছে নতুন কারিকুলামের পাইলটিং, সপ্তাহে দুদিন ছুটি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/18/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/feed/ 0