ক্রিকেট - UK BANGLA News Site Mon, 25 Jul 2022 05:11:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ক্রিকেট - UK BANGLA 32 32 ভারতের ঘাম ঝরিয়ে আবারও হারল উইন্ডিজ https://ukbangla.live/2022/07/25/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%259d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25b9%25e0%25a6%25be https://ukbangla.live/2022/07/25/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be/#respond Mon, 25 Jul 2022 05:11:41 +0000 https://ukbangla.live/?p=13032 ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপের সেঞ্চুরি ম্লান করে ভারতকে দুর্দান্ত জয় উপহার দিলেন লোয়ার-অর্ডার ব্যাটার অক্ষর প্যাটেল। প্যাটেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১২তম ওয়ানডে সিরিজ জয়ে বিশ^ রেকর্ড গড়লো […]

The post ভারতের ঘাম ঝরিয়ে আবারও হারল উইন্ডিজ first appeared on UK BANGLA.

The post ভারতের ঘাম ঝরিয়ে আবারও হারল উইন্ডিজ appeared first on UK BANGLA.

]]>
ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপের সেঞ্চুরি ম্লান করে ভারতকে দুর্দান্ত জয় উপহার দিলেন লোয়ার-অর্ডার ব্যাটার অক্ষর প্যাটেল। প্যাটেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত ২ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১২তম ওয়ানডে সিরিজ জয়ে বিশ^ রেকর্ড গড়লো ভারত। বিশ্ব ক্রিকেটে একটি দেশের বিপক্ষে টানা সিরিজ জয়ের রেকর্ডে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তানকে পেছনে ফেললো ভারত। পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছিলো।

গতরাতে পোর্ট অব স্পেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মায়ার্সের মারমুখী ব্যাটিংয়ে ৯ ওভারেই ৬৫ রান তুলে ফেলে ক্যারিবীয়রা। দশম ওভারের প্রথম বলে মায়ার্সকে ফিরিয়ে ভারতের প্রথম সাফল্য এনে দেন স্পিনার দীপক হুদা। ২৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন মায়ার্স।

মায়ার্স ফেরার পর ক্রিজে আরেক ওপেনার হোপের সঙ্গী হন শামারাহ ব্রুকস। এই জুটি থেকে ৭৪ বলে ৬২ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২১ ওভার শেষে ভালো অবস্থায় ছিলো ক্যারিবীয়রা। কিন্তু ২১ ও ২২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটের পতন ঘটিয়ে ম্যাচে ফেরার পথ তৈরি করেছিলো ভারত। ব্রুকসকে ৩৫ রানে প্যাটেল এবং চার নম্বরে নামা ব্রান্ডন কিংকে খালি হাতে বিদায় দেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল। ১৩০ রানে তৃতীয় উইকেট পতনের পর ওয়েস্ট ইন্ডিজের পালে রানের হাওয়া দিয়েছেন হোপ ও অধিনায়ক নিকোলাস পুরান। দু’জনে সেঞ্চুরির জুটি গড়েন। ১২৬ বল খেলে ১১৭ তুলেন তারা। জুটিতে ৭৭ বলে ৭৪ রান করে আউট হন পুরান। তার ইনিংসে ১টি চার ও ৬টি ছক্কা ছিলো।

৪৪তম ওভারে পুরান যখন ফিরেন তখন ৯৩ রানে ছিলেন হোপ। চাহালের পরের ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে শততম ওয়ানডে ম্যাচে ১৩তম সেঞ্চুরির দেখা পান হোপ। ১২৫ বলে সেঞ্চুরি করেন তিনি। বিশে^র দশম ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচে সেঞ্চুরি দেখা পেলেন হোপ।

ওয়েস্ট ইন্ডিজের রান ৩’শতে রেখে ৪৯তম ওভারে আউট হন হোপ। ৮টি চার ও ৩টি ছক্কায় ১৩৫ বলে ১১৫ রান করেন হোপ। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের শারদুল ঠাকুর ৫৪ রানে ৩ উইকেট নেন।

৩১২ রানের বড় টার্গেটে ভালো শুরু হলেও ১১তম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। ১৩ রান করে আউট অধিনায়ক শিখর ধাওয়ান। ইনিংসের শুরুতে ভারতের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার শুভমান গিল। কিন্তু ব্যক্তিগত ৪৩ রানে থামতে হয় তাকে। চার নম্বরে নেমে ৯ রানের বেশি করতে পারেননি সূর্যকুমার যাদব। এতে ৭৯ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে ৯৪ বলে ৯৯ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আইয়ার। তবে দলীয় ২০৫ রানের মধ্যে বিদায় নেন দু’জনই। আইয়ার ৭১ বলে ৬৩ ও স্যামসন ৫১ বলে ৫৪ রান করেন।

শেষ ১০ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে ১০০ রান দরকার ছিলো ভারতের। ষষ্ঠ উইকেটের প্যাটেলের মারমুখী ব্যাটিংয়ে ৩৩ বলে ৫১ রান পায় টিম ইন্ডিয়া। দলীয় ২৫৬ রানে হুদা থামলে, ধাক্কা খায় ভারত। তবে হাল ছাড়েননি প্যাটেল। হুদা ৩৩ রান করেন। লোয়ার-অর্ডার ব্যাটারদের সাথে ঝড়ো গতিতে রান তুলেছেন প্যাটেল। মাত্র ২৫ বলে ৪০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান প্যাটেল। সপ্তম উইকেটে শারদুলকে নিয়ে ১২ বলে ২৪ ও অষ্টম উইকেটে আভাস খানকে নিয়ে ১৯ বলে ২৪ রান তুলেন প্যাটেল। তাতে শেষ ওভারে জয়ের জন্য মাত্র ৮ রানের প্রয়োজন পড়ে ভারতের। শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ভারতকে দারুন এক জয় উপহার দেন প্যাটেল। ৩টি চার ও ৫টি ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৬৪ রান করেন প্যাটেল। ম্যাচ সেরাও হয়েছেন প্যাটেল।

একই ভেন্যুতে ২৭ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

The post ভারতের ঘাম ঝরিয়ে আবারও হারল উইন্ডিজ first appeared on UK BANGLA.

The post ভারতের ঘাম ঝরিয়ে আবারও হারল উইন্ডিজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/25/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be/feed/ 0
আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ https://ukbangla.live/2022/07/13/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%259c%25e0%25a6%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a6%25bf%25e0%25a6%25a4-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%259a%25e0%25a6%25be https://ukbangla.live/2022/07/13/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be/#respond Wed, 13 Jul 2022 11:05:23 +0000 https://ukbangla.live/?p=12425 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিষ্পত্তি করতে চায় বাংলাদেশ। সিরিজ নিষ্পত্তির জন্য তৃতীয় ও শেষ ওয়ানডে পর্যন্ত দল অপেক্ষা করতে চায় না বলে জানালেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বৃষ্টি বিঘ্নিত প্রথম […]

The post আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিষ্পত্তি করতে চায় বাংলাদেশ। সিরিজ নিষ্পত্তির জন্য তৃতীয় ও শেষ ওয়ানডে পর্যন্ত দল অপেক্ষা করতে চায় না বলে জানালেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডের আগে মিরাজ বলেন, ‘আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চাইনা। যেহেতু আমাদের বড় একটা সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা নিশ্চিত হতে পারবো যে, আমার সিরিজ জিতেছি। অবশ্যই আমাদের ম্যাচ জিততে হবে, অবশ্যই আমাদের ম্যাচ জেতার জন্যই খেলতে হবে। তবে আরও বেশি ফোকাসড থাকবো আমরা।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ শক্তভাবে ফিরে আসতে চাইবে। আমরাও চেষ্টা করবো ওরা ফিরে আসলেও, কিভাবে আসতে পারে, সগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা সেগুলো নিয়ে এরইমধ্যে কথা বলেছি। অধিনায়ক আমাদের সাথে আলোচনা করেছেন এবং আমাদের যে মিটিংয়ে হয়েছে, সেখানেও কথা হয়েছে কিভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। দিন শেষে ভালো খেলা গুরুত্বপূর্ণ, সবার পারফর্ম করা গুরুত্বপূর্ণ। নিজেদের কাজটা করতে পারলেই জিততে পারব।’

প্রথম ওয়ানডেতে মিরাজ ও পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় পেয়েছিলো বাংলাদেশ। শরিফুল ৩৪ রানে ৪টি ও মিরাজ ৩৬ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছিলেন মিরাজই।

বল হাতে সাফল্যের পেছনের ঘটনা জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘গায়ানার উইকেট আমরা প্রথম দিকে অনেক সহায়তা পেয়েছি। আসলে আমরা সেভাবে অনুশীলন করতে পারিনি। তবে ছোট একটি অভিজ্ঞতা ছিলো। এর আগে যখন গায়ানাতে খেলেছিলাম ২০১৮ সালে। ওখানে কিভাবে বল করেছি, সেটি আমি উপলব্ধি করেছি, সেই ভিডিও দেখেছি। আমি মানসিকভাবে শক্তিশালী ছিলাম যে আমার কি করতে হবে। আমি আমার দায়িত্বে ব্যাপারে পরিস্কার ছিলাম। আমার দায়িত্বটা কিভাবে পালন করতে হবে। আমি উইকেট নেয়ার জন্য বল করিনি। আমি চেষ্টা করেছি, উইকেট যেহেতু আমাদের সহায়তা করছে, ব্যাটাররা যেন কষ্ট করে রান করে। তারা যেন ভুল করে, আমি যেন ভুল না করি। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সবসময় বিগ শট খেলতে পছন্দ করে, এক-দুইটা বল ডট হলেই, তারা মারার চেষ্টা করে। আমি ওইটাই খেয়াল করেছি, দুই-তিনটা বল যদি ডট হয়, ওরা যেন ঝুঁকি নিয়ে আমাকে মারে, তবেই আমার সুযোগ থাকবে উইকেট পাওয়ার। আমি এই সহজ বিষয়টাই চিন্তা করেছি, তাই আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি।’

দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। সেই সাথে অধিনায়ক হিসেবে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতবেন তামিম ইকবাল। অধিনায়ক তামিমের প্রশংসাও করেছেন মিরাজ, ‘তামিম ভাই তো খুব ভালো অধিনায়কত্ব করছেন এবং সফলও হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে আমরা সিরিজ জিতেছি। চার-পাঁচটি সিরিজ জিতেছি আমরা তার নেতৃত্ব। খুব ভালো অধিনায়কত্ব করছেন তিনি এবং সবচেয়ে বড় কথা হলো, তাকে সবাই সাপোর্ট করছেন। ফিল্ডার বলেন বা বোলার-ব্যাটসম্যান, সবাই সাপোর্ট করায় তার কাজ সহজ হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সবাই যার যার ভূমিকা পালন করলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। আমরা মনে করি, খেলোয়াড়রা সবাই তার পাশে আছি, সবাই চেষ্টা করছি নিজের ভূমিকা পালন করতে।’

এই সিরিজে দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম খেলছেন না। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব বেড়ে যায় মিরাজের, এমনটাই মনে করেন এই অফ-স্পিনার, ‘সাকিব ভাই খেললে আমাদের জন্য বাড়তি সুবিধা। কিন্তু তার না খেলাটা আবার সবার জন্যই সুযোগ। তার অনুপস্থিতিতে আমাদের অন্য পথ খুঁজে বের করতে হয়। হয়তো আমাকেই একটু বেশি দায়িত্ব নিতে হবে। শেষ দিকে ব্যাটিং করি বলে আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। যদি দল আমার কাছে ৩০-৪০টা রান আশা করে, আমি যদি দিতে পারি, সেটা দলের জন্য সুবিধাজনক হবে।’

The post আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/13/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be/feed/ 0
দুঃস্বপ্নের সেশন বাংলাদেশের https://ukbangla.live/2022/05/23/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2583%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/05/23/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/#respond Mon, 23 May 2022 07:55:24 +0000 https://ukbangla.live/?p=9837 আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকা টেস্টের প্রথম সেশনটি দুঃস্বপ্নের মত কাটলো বাংলাদেশের। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে টাইগাররা। ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাসের প্রতিরোধে ২৩ ওভারে ৫ উইকেটে ৬৬ রান […]

The post দুঃস্বপ্নের সেশন বাংলাদেশের first appeared on UK BANGLA.

The post দুঃস্বপ্নের সেশন বাংলাদেশের appeared first on UK BANGLA.

]]>
আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকা টেস্টের প্রথম সেশনটি দুঃস্বপ্নের মত কাটলো বাংলাদেশের। ২৪ রানে ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে টাইগাররা। ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিম ও লিটন দাসের প্রতিরোধে ২৩ ওভারে ৫ উইকেটে ৬৬ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।

ধসের শুরুটা হয় তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়কে দিয়ে। ম্যাচের দ্বিতীয় বলেই ফেরেন এই ডানহাতি। লঙ্কান একাদশে সুযোগ পাওয়া কাসুন রাজিথার বলে বোল্ড হন জয়। লেংথ বলটি পেছনে গিয়ে খেলতে চান তিনি, কিন্তু পা আটকে থাকে ক্রিজেই। একটু দেরিও করেন খেলতে। তার ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে। ধারাভাষ্যকার আতহার আলি খান চিৎকার করে বলেন; নাথিং, নো মুভমেন্ট অ্যাট অল। জয় ফেরেন শূন্য রানে।

দ্বিতীয় ওভারেই সাজঘরে আরেক ওপেনার তামিম ইকবাল। তিনিও খুলতে পারেননি রানের খাতা। আসিথা ফার্নান্দোর লেগ-মিডলে থাকা বলটিতে ফ্লিক করার চেষ্টা করেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু শরীরের ভারসাম্য খানিকটা হারিয়ে ব্যাট চালিয়ে দেন আগেই। ব্যাটের কানায় লেগে বল যায় পয়েন্টের দিকে। ডানদিকে ফুল লেংথ ডাইভে দারুণ ক্যাচ নেন প্রাভিন জয়াবিক্রমা। অথচ চট্টগ্রামে তামিম-জয়ের ওপেনিং জুটি থেকেই এসেছিল ১৬২ রান।

দুই ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ায় লজ্জার রেকর্ডের সঙ্গী হয় বাংলাদেশ। ২০১৪ সালের পর আবার টেস্টে দুই ওপেনার ফেরেন কোনো রান না করেই। বাংলাদেশ দল এমন ঘটনার সাক্ষী হলো তৃতীয়বার। তিনবারই নাম আছে তামিমের। আজকের আগে সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ০ রানে আউট হয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তার আগের ঘটনাটি ছিল ২০১০ সালে।

দুই ওপেনারের ব্যর্থতায় যেখানে দায়িত্ব নিয়ে খেলার উচিৎ ছিল অধিনায়ক মুমিনুলের, সেখানে আবার ব্যর্থ তিনি। ফিরলেন ৯ রানে। ফার্নান্দোর অফ স্টাম্পে পিচ করে অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বলটি অনায়াসেই ছেড়ে দিতে পারতেন মুমিনুল। খেলবেন কী ছাড়বেন এ ভেবে শেষ মুহূর্তে ব্যাট পেতে দিলেন। ব্যাটের নিচের অংশে আলতো চুমু দিয়ে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। এ নিয়ে টানা ৬ ইনিংসে দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরলেন মুমিনুল।

আক্ষেপে বাড়িয়েছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। রাজিথার রাউন্ড দ্য উইকেট থেকে ছোড়া বলে বিভ্রান্ত হন শান্ত। পা বাড়িয়ে খেলতে গিয়ে বলের লাইন হারান এই বাঁহাতি, ব্যাট-প্যাডের মাঝের ফাঁক গলিয়ে বল গিয়ে আঘাত করে স্টাম্পে, ৮ রানে ফেরেন শান্ত। পরের বলেই সাজঘরে সাকিব আল হাসান। ইনিংসের সপ্তম ওভারে রাজিথার অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা বল সাকিবের পায়ে গিয়ে আঘাত করে। রিভিউ নিয়েও ফেরেন সাকিব।

৪০ মিনিট না যেতেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ দল। স্বাগতিকদের দলীয় সংগ্রহে তখন মোটে ২৪ রান। এরপর ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর লিটন দাস। দায়িত্ব নিয়ে খেলে মধাহ্নভোজের বিরতির আগে দলকে আর বিপদে পড়তে দেননি দুজন। তাদের ৪২ রানের অবিচ্ছেদ্য জুটিতে সেশন শেষে দলের সংগ্রহ ৬৬ রান। মুশফিক ২২ এবং লিটন ২৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শুরু করবেন।

The post দুঃস্বপ্নের সেশন বাংলাদেশের first appeared on UK BANGLA.

The post দুঃস্বপ্নের সেশন বাংলাদেশের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/23/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/feed/ 0
তামিমের ফিফটি, দাপুটে ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ https://ukbangla.live/2022/05/17/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%25ab%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af https://ukbangla.live/2022/05/17/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#respond Tue, 17 May 2022 05:00:42 +0000 https://ukbangla.live/?p=9506 অবশেষে উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেলো বাংলাদেশ দল। দীর্ঘদিন পর প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়লেন বাংলাদেশের দুই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এরই মধ্যে ১০৯ রান যোগ করে ফেলেছেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। নিজ শহরের মাঠে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নিয়েছেন তামিম। জয়ও এগোচ্ছেন ফিফটির দিকে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই চালিয়ে […]

The post তামিমের ফিফটি, দাপুটে ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post তামিমের ফিফটি, দাপুটে ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
অবশেষে উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেলো বাংলাদেশ দল। দীর্ঘদিন পর প্রথম উইকেটে ১০০ রানের জুটি গড়লেন বাংলাদেশের দুই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এরই মধ্যে ১০৯ রান যোগ করে ফেলেছেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

নিজ শহরের মাঠে ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নিয়েছেন তামিম। জয়ও এগোচ্ছেন ফিফটির দিকে।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে শুরু থেকেই চালিয়ে খেলেছেন তামিম। ৫২ বলে ৩৫ রান নিয়ে দিন শুরু করা তামিম এদিন মাত্র ২১ বল খেলেই ফিফটি স্পর্শ করেন। ইনিংসের ২৪ তম ওভারের প্রথম বলেই লেট কাটে রমেশ মেন্ডিসকে সীমানাছাড়া করে ব্যক্তিগত পঞ্চাশ রান পূর্ণ করেন তামিম।

অপরপ্রান্তে সাবধানী শুরু করেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। ৩১ রান নিয়ে দিন শুরু করা জয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ বল খেলে যোগ করেছেন আরও ৬ রান।

টেস্টে ৬১ ইনিংস পর উদ্বোধনী জুটিতে এই প্রথম ১০০ রান তুলেছে বাংলাদেশ। তামিম-জয়ের এই জুটির পূর্বে ২০১৭ সালের মার্চে সর্বশেষ উদ্বোধনী জুটিতে শতরান তুলেছিল বাংলাদেশ, সেটাও ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ২৫ ওভারে ১০৪ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে এখনো ২৯৩ রান পিছিয়ে আছে বাংলাদেশ।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের লড়াকু ইনিংসে চড়ে প্রথম ইনিংসে ৩৯৭ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। ১৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ ছোঁয়ার আগে বেঁধে ফেলতে অবদান রেখেছিলেন অফ স্পিনার নাঈম হাসান।

The post তামিমের ফিফটি, দাপুটে ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post তামিমের ফিফটি, দাপুটে ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/17/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা https://ukbangla.live/2022/02/10/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25a8-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259a-%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/02/10/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8/#respond Thu, 10 Feb 2022 06:33:03 +0000 https://ukbangla.live/?p=1756 আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ বছর (১২ মার্চ) বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর আগেই ঠিক করা ছিল। তিনটি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ওয়ানডে সুপার লিগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে। ক্রিকেট সাউথ আফ্রিকা বুধবার সিরিজ চূড়ান্ত করেছে। আফগানিস্তানের বিপক্ষে […]

The post ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা first appeared on UK BANGLA.

The post ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা appeared first on UK BANGLA.

]]>
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ বছর (১২ মার্চ) বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর আগেই ঠিক করা ছিল। তিনটি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ওয়ানডে সুপার লিগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে।

ক্রিকেট সাউথ আফ্রিকা বুধবার সিরিজ চূড়ান্ত করেছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর।

১৮ মার্চ সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট।

২০০৩ বিশ্বকাপে এই ভেন্যুতে কানাডার কাছে হেরেছিল বাংলাদেশ। ১৯ বছর পর সেখানে বাংলাদেশ প্রথম খেলবে। ৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে গবেরহার সেন্ট জর্জেস পার্কে।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দশম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৩৯ পয়েন্ট। ১০ ম্যাচে মাত্র তিন জয় তাদের। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা চতুর্থ এবং বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। বছরের শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছে। বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি তাদের মাঠে।

The post ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা first appeared on UK BANGLA.

The post ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/10/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8/feed/ 0
ভারতের টানা দ্বিতীয় জয় https://ukbangla.live/2022/02/10/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2580%25e0%25a7%259f-%25e0%25a6%259c%25e0%25a7%259f https://ukbangla.live/2022/02/10/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%9f/#respond Thu, 10 Feb 2022 04:58:49 +0000 https://ukbangla.live/?p=1732 লক্ষ্যটা ছিলো বেশ ছোট, মাত্র ২৩৮ রান। এ রান তাড়া করতে নেমে ভালো শুরু করেও ভারতের বোলিংয়ের কাছে পারল না ক্যারিবীয়রা। প্রসিধ কৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। দ্বিতীয় ওয়ানডেতে গতকাল বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়েছে ভারত। এ জয়ে সিরিজও নিশ্চিত করল স্বাগতিকেরা। […]

The post ভারতের টানা দ্বিতীয় জয় first appeared on UK BANGLA.

The post ভারতের টানা দ্বিতীয় জয় appeared first on UK BANGLA.

]]>
লক্ষ্যটা ছিলো বেশ ছোট, মাত্র ২৩৮ রান। এ রান তাড়া করতে নেমে ভালো শুরু করেও ভারতের বোলিংয়ের কাছে পারল না ক্যারিবীয়রা। প্রসিধ কৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

দ্বিতীয় ওয়ানডেতে গতকাল বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়েছে ভারত। এ জয়ে সিরিজও নিশ্চিত করল স্বাগতিকেরা।

তিন ম‍্যাচের সিরিজে ২-০ ব‍্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এদিন আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি ভারত। নির্ধারিত ৫০ ওভারে ২৩৮ রান তোলে রোহিতের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন যাদব। ৪৯ রান করেন লোকেশ রাহুল। বাকিরা ছোট ছোট ইনিংসে ভূমিকা রাখেন। কোহলি করেন ১৮ রান।

এ রান তাড়া করতে নেমে ১৯৩ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের থামাতে বড় ভূমিকা রাখেন প্রসিধ। ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্রেফ ১২ রানে ৪ উইকেট নিলেন তিনি। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন প্রসিধ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৫০ ওভারে ২৩৭/৯ (রোহিত ৯, পান্ত ১৮, কোহলি ১৮, রাহুল ৪৯, সূর্যকুমার ৬৪, ওয়াশিংটন ২৪, হুডা ২৯, শার্দুল ৮, সিরাজ ৩, চেহেল ১১, প্রসিধ ০; রোচ ৮-০-৪২-১, জোসেফ ১০-০-৩৬-২, স্মিথ ৭-০-২৯-২, হোল্ডার ৯-২-৩৭-১, আকিল ৬-০-৩৯-১, অ্যালেন ১০-০-৫০-১)

ওয়েস্ট ইন্ডিজ : ৪৬ ওভারে ১৯৩ (হোপ ২৭, কিং ১৮, ব্রাভো ১, ব্রুকস ৪৪, পুরান ৯, হোল্ডার ২, আকিল ৩৪, অ্যালেন ১৩, স্মিথ ২৪, জোসেফ ৭, রোচ ০; সিরাজ ৯-১-৩৮-১, শার্দুল ৯-১-৪১-২, প্রসিধ ৯-৩-১২-৪, চেহেল ১০-০-৪৫-১, ওয়াশিংটন ৫-০-২৮-১, হুডা ৪-০-২৪-১)

ফল: ৪৪ রানে জয়ী ভারত।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে ভারত।

ম্যান অব দ্য ম্যাচ : প্রসিধ কৃষ্ণা।

The post ভারতের টানা দ্বিতীয় জয় first appeared on UK BANGLA.

The post ভারতের টানা দ্বিতীয় জয় appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/10/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%9f/feed/ 0
আইপিএল নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার https://ukbangla.live/2022/02/01/%e0%a6%86%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%2587%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25b2-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/02/01/%e0%a6%86%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/#respond Tue, 01 Feb 2022 12:27:36 +0000 https://ukbangla.live/?p=948 আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম তালিকায় আছেন বাংলাদেশী পাঁচ ক্রিকেটার। যদিও মেগা নিলামের জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছিল, সেখানে রাখা হয়েছিল ৯ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। কিন্তু যাছাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৪ জন। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল পঞ্চদশ আসরের নিলাম। মেগা নিলামের জন্য মোট […]

The post আইপিএল নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার first appeared on UK BANGLA.

The post আইপিএল নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার appeared first on UK BANGLA.

]]>
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম তালিকায় আছেন বাংলাদেশী পাঁচ ক্রিকেটার। যদিও মেগা নিলামের জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছিল, সেখানে রাখা হয়েছিল ৯ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। কিন্তু যাছাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৪ জন।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল পঞ্চদশ আসরের নিলাম।

মেগা নিলামের জন্য মোট ৫৯০ ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৫৯০ ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ২২৮ জনের। ৩৫৫ ক্রিকেটার রয়েছেন যারা এখনও আন্তর্জাতিক অঙ্গনে খেলেননি। আইসিসির সহযোগি সদস্য দেশের ৭ ক্রিকেটারও রয়েছেন সেই তালিকায়।

তালিকায় আছেন বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিলামে বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ সর্বোচ্চ ভিত্তিমূল্যে ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন। ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন লিটন, তাসকিন ও শরিফুল।

৫৯০ জনের চূড়ান্ত তালিকায় ৩৭০ জন ভারতীয়, ২২০ জন বিদেশী ক্রিকেটার আছেন। সবচেয়ে বেশি ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে। এরপর ৩৪ জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও ৩৩ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার।

এই ৫৯০ জন ক্রিকেটারকে দলে ভেড়াতে লড়াই করবে নতুন নেওয়া দুইটিসহ আইপিএলের ১০ দশ।

দলগুলো হলো- চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কোলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর, সানরাইজার্স হায়দারাবাদ এবং টিম আহমেদাবাদ।

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন ৪৮ জন ক্রিকেটার। ১.৫ কোটি রুপির ভিত্তিমূল্যে ২০ জন খেলোয়াড়। ১ কোটির ভিত্তিমূল্যে ৩৪ জন খেলোয়াড় রয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি নিবন্ধনকৃত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছিল আইপিএল কর্তৃপক্ষ। নিবন্ধনে বিশে^র সর্বমোট ১২১৪ জন ক্রিকেটারের নাম ছিলো। এরমধ্যে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার ছিলেন। আজ ঘোষিত চূড়ান্ত তালিকা থেকে ৪ বাংলাদেশি ক্রিকেটার বাদ পড়েছেন। সর্বমোট বাদ পড়েছেন ৬৬৮ জন ক্রিকেটার।

The post আইপিএল নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার first appeared on UK BANGLA.

The post আইপিএল নিলামে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/01/%e0%a6%86%e0%a6%87%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0/feed/ 0