ক্রেমলিন - UK BANGLA News Site Mon, 19 Sep 2022 05:54:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ক্রেমলিন - UK BANGLA 32 32 রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন https://ukbangla.live/2022/09/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%2593-%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac-%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/09/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/#respond Mon, 19 Sep 2022 05:51:37 +0000 https://ukbangla.live/?p=15756 বিশ্ব নেত্বত্বের আসনে বসার কোন আকাঙ্কা রাশিয়া ও চীনের নেই, যা অন্যান্য দেশের রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রোববার রশিয়া-১ টিভি চ্যানেলকে এমন কথা বলেন। খবর তাস’র। সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাতকারে পেসকভ বলেন, ‘রাশিয়া ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যকর করার চেষ্টা করলেও এক্ষেত্রে তারা কোনভাবেই বিশ্ব চালকের আসনে বসার চেষ্টা করছে না। […]

The post রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
বিশ্ব নেত্বত্বের আসনে বসার কোন আকাঙ্কা রাশিয়া ও চীনের নেই, যা অন্যান্য দেশের রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রোববার রশিয়া-১ টিভি চ্যানেলকে এমন কথা বলেন। খবর তাস’র।

সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাতকারে পেসকভ বলেন, ‘রাশিয়া ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যকর করার চেষ্টা করলেও এক্ষেত্রে তারা কোনভাবেই বিশ্ব চালকের আসনে বসার চেষ্টা করছে না। তবে আপনারা জানেন কতিপয় দেশের মধ্যে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।’

রোববার সাক্ষাতকারটি প্রচার করা হয়।

তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের বিরুদ্ধে উস্কানিমূলক বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে ‘একেবারে একই ধরনের মনোভাব দেখানোর’ বিষয়ে মুখপাত্র দৃষ্টি আকর্ষণ করেন। এ ধরনের কাজের মূল হোতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। মস্কো ও বেইজিং ‘এমন অস্থিতিশীলতামূলক অগ্রহণযোগ্য আচরণ’ মূল্যায়নের ক্ষেত্রে একত্রে কাজ করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচানায় মিলিত হন। এছাড়া সেখানে তারা মঙ্গোলিয় প্রেসিডেন্টের অংশগ্রহণে ত্রিপাক্ষিক বৈঠক করেন। তারা এসসিও’র রাষ্ট্র প্রধানদের পরিষদের বৈঠকেও অংশগ্রহণ করেন।

পরে ক্রেমলিন সহকারী উরি উশাকভ জানান, সেখানে গুরুত্বপূর্ণ সকল বিষয়ে আলোচনা হয়। চীনের নেতা জোরদিয়ে বলেন, তার দেশ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানে রাশিয়ার সাথে একত্রে কাজ করার ব্যাপারে প্রস্তুত রয়েছে।

The post রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব: ক্রেমলিন https://ukbangla.live/2022/06/10/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%2585 https://ukbangla.live/2022/06/10/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85/#respond Fri, 10 Jun 2022 07:07:33 +0000 https://ukbangla.live/?p=10827 রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এমন কি প্রযুক্তিগত দিক থেকেও না। অবন্ধুসুলভ দেশগুলোর নানা ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও তা সম্ভব হবে না। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদকিদের একথা বলেন। খবর তাস’র। তিনি বলেন, ‘বিচ্ছিন্নতার ব্যাপারে কেউ কথা বলছেন না। অবন্ধুসুলভ বা শত্রুতাপূর্ণ দেশগুলো রাশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাদ দেওয়ার চেষ্টা […]

The post রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এমন কি প্রযুক্তিগত দিক থেকেও না। অবন্ধুসুলভ দেশগুলোর নানা ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও তা সম্ভব হবে না। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদকিদের একথা বলেন। খবর তাস’র।

তিনি বলেন, ‘বিচ্ছিন্নতার ব্যাপারে কেউ কথা বলছেন না। অবন্ধুসুলভ বা শত্রুতাপূর্ণ দেশগুলো রাশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাদ দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও এ অঙ্গন থেকে আমাদের বিচ্ছিন্ন করা অসম্ভব। এক্ষেত্রে তারা সফল হতে পারবে না। কারণ আজকের বিশ্ব ব্যবস্থায় কোন দেশকে বিচ্ছিন্ন করা অসম্ভব, বিশেষ করে রাশিয়ার মতো একটি বিশাল ও শক্তিশালী দেশকে।’

ক্রেমলিন জোরদিয়ে আরও বলেছে, কোন দেশ নিজেরা নিজেদের বিচ্ছিন্ন করতে চায় না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দেশ দুটির টানা তিন মাসের লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ সব অঞ্চল। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের বহু নাগরিক।

কয়েক বার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও নিজ অবস্থানে অনড় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন পশ্চিমাদের সহযোগিতায় রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। ইউক্রেন সেনাদের প্রতিরোধের মুখে কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। তবে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে রুশ সেনারা।

The post রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post রাশিয়াকে বিচ্ছিন্ন করা অসম্ভব: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/10/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85/feed/ 0
আজভস্তাল থেকে বেসামরিক নাগরিক চলে যেতে পারে: ক্রেমলিন https://ukbangla.live/2022/04/29/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ad%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%259c%25e0%25a6%25ad%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b2-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/04/29/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ad%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8/#respond Fri, 29 Apr 2022 05:38:49 +0000 https://ukbangla.live/?p=8427 ক্রেমলিন মনে করছে মারিউপোলের আজভস্তাল প্লান্টের পরিস্থিতি কেমন তা আলোচনার কোন বিষয় না। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে বলেছেন যে বেসামরিক নাগরিকরা এ প্লান্ট থেকে অবাধে বেরিয়ে যেতে পারেন। সেখানে থাকা ইউক্রেন যোদ্ধাদের অবশ্যই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ একথা জানিয়েছেন। খবর তাস’র। আজভস্তাল থেকে লোকজন সরিয়ে নেয়া […]

The post আজভস্তাল থেকে বেসামরিক নাগরিক চলে যেতে পারে: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post আজভস্তাল থেকে বেসামরিক নাগরিক চলে যেতে পারে: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
ক্রেমলিন মনে করছে মারিউপোলের আজভস্তাল প্লান্টের পরিস্থিতি কেমন তা আলোচনার কোন বিষয় না। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে বলেছেন যে বেসামরিক নাগরিকরা এ প্লান্ট থেকে অবাধে বেরিয়ে যেতে পারেন। সেখানে থাকা ইউক্রেন যোদ্ধাদের অবশ্যই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ একথা জানিয়েছেন। খবর তাস’র।

আজভস্তাল থেকে লোকজন সরিয়ে নেয়া বিষয়ে দ্রুত আলোচনার জন্য কিয়েভ প্রস্তুত রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট এটা স্পষ্ট করেন যে সেখানের বেসামরিক নাগরিকরা তাদের ইচ্ছে মতো যে কোন স্থানে চলে যেতে পারেন। তবে যোদ্ধারা তাদের হাতে থাকা অস্ত্র জমা দিয়ে সেখান থেকে চলে যেতে পারবেন। তাদের জীবন যাপন সুরক্ষিত করা হবে। আহত ও অসুস্থ সকলকে চিকিৎসা সুবিধা দেয়া হবে। এ ব্যাপারে আর কি আলোচনার আছে?’

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৃহস্পতিবার আলোচনার পর আজভস্তাল থেকে লোকজনকে সরিয়ে নেয়া বিষয়ে আলোচনার জন্য জেলেনস্কি কিয়েভের প্রস্তুত থাকার কথা বলেন।

এদিকে মঙ্গলবার গুতেরেস মস্কোতে পুতিনের সাথে আলোচনা করেন। এ সময় খোলামেলা আলোচনা চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সকল বেসামরিক নাগরিক অবাধে আজভস্তাল প্লান্ট এলাকা থেকে বেরিয়ে যেতে পারে, যদি তারা আসলেই সেখানে অবস্থান করে থাকেন এবং ইউক্রেনের সৈন্যদের অবশ্যই অস্ত্র জমা দিয়ে যেতে হবে।

প্রেসিডেন্ট বলেন, মারিউপোল থেকে লোকজনকে চলে যাওয়ার সুযোগ করে দিতে নির্ধারিত মানবিক করিডোরগুলো সক্রিয় রয়েছে। প্রায় এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার মানুষ এসব করিডোরের সুযোগ ব্যবহার করে অন্যত্র চলে গেছেন।

The post আজভস্তাল থেকে বেসামরিক নাগরিক চলে যেতে পারে: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post আজভস্তাল থেকে বেসামরিক নাগরিক চলে যেতে পারে: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/29/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%ad%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a8/feed/ 0
ক্ষমতায় কে থাকবে এ বিষয়ে রুশ জনগণ সিদ্ধান্ত নেবে, বাইডেন নয়: ক্রেমলিন https://ukbangla.live/2022/03/27/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25ae%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25a5%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%258f-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/03/27/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b0/#respond Sun, 27 Mar 2022 08:15:06 +0000 https://ukbangla.live/?p=5802 রাশিয়ায় কে ক্ষমতায় থাকবে সে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেবেন না, এটি নেবে রাশিয়ার জনগণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না -পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রাশিয়ার জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, এটি বাইডেনের […]

The post ক্ষমতায় কে থাকবে এ বিষয়ে রুশ জনগণ সিদ্ধান্ত নেবে, বাইডেন নয়: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post ক্ষমতায় কে থাকবে এ বিষয়ে রুশ জনগণ সিদ্ধান্ত নেবে, বাইডেন নয়: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ায় কে ক্ষমতায় থাকবে সে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেবেন না, এটি নেবে রাশিয়ার জনগণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না -পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রাশিয়ার জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।

এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, এটি বাইডেনের সিদ্ধান্ত নেয়ার বিষয় নয়। রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হন রাশিয়ার জনগণের দ্বারা।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, বাইডেন শাসনক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি। তিনি বলতে চেয়েছেন, পুতিনকে তাঁর প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেয়া যাবে না।

বাইডেন ওয়ারশতে ইউক্রেন সরকারের মন্ত্রী ও পোল্যান্ডে সীমান্ত পেরিয়ে আসা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেনকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, ‘আপনি প্রতিদিন ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের ওপর নজর রাখেন। খেয়াল করেন, তিনি এই মানুষগুলোর (শরণার্থী) সঙ্গে কী করছেন। আপনি কী ভাবছেন? জবাবে বাইডেন বলেন, ‘তিনি (পুতিন) একটা কসাই।’

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রুশ হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। তাঁদের বেশির ভাগই আশ্রয় নিয়েছেন ইউক্রেনের পশ্চিমে প্রতিবেশী দেশগুলোতে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর ওপর শক্তিশালী আঘাত হেনেছে ইউক্রেনের সেনারা। এতে রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্পুতনিক নিউজ বলছে, রাশিয়ার স্বল্প পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বাক নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। রুশ সেনারা আরও সামনে এগিয়েছে। দোনেৎস্ক ও লুহানস্কের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলের পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া মারিওপোলে লড়াই চলছে।

স্পুতনিক আরও বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি দনবাসে আট বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে অভিযান শুরু করে রুশ বাহিনী।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, দখল নয়, রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা।

The post ক্ষমতায় কে থাকবে এ বিষয়ে রুশ জনগণ সিদ্ধান্ত নেবে, বাইডেন নয়: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post ক্ষমতায় কে থাকবে এ বিষয়ে রুশ জনগণ সিদ্ধান্ত নেবে, বাইডেন নয়: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/27/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b0/feed/ 0
ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত উন্মত্ততা’র নিন্দা ক্রেমলিনের https://ukbangla.live/2022/02/13/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d https://ukbangla.live/2022/02/13/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/#respond Sun, 13 Feb 2022 04:44:43 +0000 https://ukbangla.live/?p=2235 ক্রেমলিন শনিবার ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত উন্মত্ততা’র তীব্র নিন্দা জানিয়েছে। রুশ প্র্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিনপ্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়। তবে রাশিয়া দাবি করেছে, ইউক্রেন ইস্যুতে নানা মতবিরোধ থাকার পরও ফোনালাপে পুতিন ও বাইডেন সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপ চালু রাখার বিষয়ে একমত হয়েছেন। পুতিন ও বাইডেন শনিবার […]

The post ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত উন্মত্ততা’র নিন্দা ক্রেমলিনের first appeared on UK BANGLA.

The post ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত উন্মত্ততা’র নিন্দা ক্রেমলিনের appeared first on UK BANGLA.

]]>
ক্রেমলিন শনিবার ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত উন্মত্ততা’র তীব্র নিন্দা জানিয়েছে।

রুশ প্র্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিনপ্রেসিডেন্ট জো বাইডেনের ফোনালাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।

তবে রাশিয়া দাবি করেছে, ইউক্রেন ইস্যুতে নানা মতবিরোধ থাকার পরও ফোনালাপে পুতিন ও বাইডেন সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপ চালু রাখার বিষয়ে একমত হয়েছেন।

পুতিন ও বাইডেন শনিবার ফোনে কথা বলেন। তাদের ফোনালাপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা ইউরি উশাকভ সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অমূলক আশঙ্কা চূড়ায় পৌছেছে।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে উভয় নেতা শনিবার ফোনালাপে অংশ নেন। যদিও প্রাথমিকভাবে তাদের ফোনালাপ হওয়ার কথা ছিল সোমবার।

রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে যে কোন দিন- যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার পর দু’নেতা কথা বলেন।

এ প্রসঙ্গে ইউরি উশাকভ বলেন, অবাক করা বিষয়, রাশিয়া কবে ইউক্রেনে হামলা চালাতে পারে এমন দিন-তারিখ যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমের কাছে বলে দিচ্ছে। আমরা আসলে জানি না, এমন মিথ্যা তথ্য যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তারা কোথায় পেয়েছেন।

এ সময় উশাকভ আরও বলেন, ‘পুতিন ও বাইডেনের মধ্যকার ফোনালাপ বেশ ভারসাম্য পূর্ণ ছিল। এই সংকটে সকল স্তরে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে দু’নেতা একমত হয়েছেন।’

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ভিডিও কলে কথা বলেন বাইডেন ও পুতিন। তাঁদের মধ্যে প্রায় ঘণ্টা খানেক কথা হয়। এ সময় বাইডেন পুতিনের উদ্দেশে বলেন, ‘সামরিক আগ্রাসনের ফলে ইউক্রেনে বড় ধরনের মানবিক সংকট দেখা দিতে পারে। এর ফলে রাশিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। আর হামলা চালালে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা দ্রুত এর কড়া জবাব দেবে। রাশিয়াকে এজন্য চড়া মূল্য দিতে হবে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। যে কোনো সময় ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারে দেশটি। তবে রাশিয়া বরাবরই পশ্চিমাদের তোলা এ অভিযোগ অস্বীকার করে আসছে।

দেশটি বলছে, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

The post ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত উন্মত্ততা’র নিন্দা ক্রেমলিনের first appeared on UK BANGLA.

The post ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত উন্মত্ততা’র নিন্দা ক্রেমলিনের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/13/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/feed/ 0