জাতীয় স্লোগান - UK BANGLA News Site Sun, 20 Feb 2022 10:34:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png জাতীয় স্লোগান - UK BANGLA 32 32 ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত https://ukbangla.live/2022/02/20/%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%97/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2580%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a7%258b%25e0%25a6%2597 https://ukbangla.live/2022/02/20/%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%97/#respond Sun, 20 Feb 2022 10:34:07 +0000 https://ukbangla.live/?p=2899 ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ সিদ্ধান্ত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের […]

The post ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত first appeared on UK BANGLA.

The post ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত appeared first on UK BANGLA.

]]>
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ সিদ্ধান্ত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে জয় বাংলাকে জাতীয় স্লোগান করার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। ফলে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, জয় বাংলাকে জাতীয় স্লোগান করার।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর জয় বাংলাকে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত কার্যকর করা হবে।

নোটিফিকেশন করতে কতদিন লাগবে- জানতে চাইলে তিনি বলেন, ‘দু-একদিন, তিনদিন, চারদিন, এর বেশি তো লাগার কথা নয়।’

কোথায় কোথায় ‘জয় বাংলা’ বলতে হবে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “তিন-চারটি ক্যাটাগরির কথা জাজমেন্টে আছে। সাংবিধানিক পদধারীগণ, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানের শেষে এটা বলবেন। সব শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাসহ তাদের কোনো সভা-সেমিনার যদি হয়, অ্যাসেম্বলি বা যে কোনো ধরনের সমাবেশ হলে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে।”

‘যদি কোনো অনুষ্ঠান হয়, অ্যাসেম্বলি হয় সরকারি-বেসরকারি যারা থাকবেন জয় বাংলা স্লোগান ব্যবহার করবেন। এটা কেবিনেটের সিদ্ধান্ত’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।

The post ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত first appeared on UK BANGLA.

The post ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/20/%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%97/feed/ 0