জাপান - UK BANGLA News Site Tue, 04 Oct 2022 04:46:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png জাপান - UK BANGLA 32 32 জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া https://ukbangla.live/2022/10/04/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a3%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2593%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%2587%25e0%25a6%25aa%25e0%25a6%25a3%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/04/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a3%e0%a6%be/#respond Tue, 04 Oct 2022 04:46:28 +0000 https://ukbangla.live/?p=16322 জাপানের ওপর দিয়ে একটি মধ্যম পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এরই প্রেক্ষিতে দ্বীপদেশটির অনেক অঞ্চলে সতর্কতা সিস্টেমও চালু করা হয়। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো। জাপান সরকার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে। এর আগে ২০১৭ সালেও একবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র […]

The post জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া first appeared on UK BANGLA.

The post জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া appeared first on UK BANGLA.

]]>
জাপানের ওপর দিয়ে একটি মধ্যম পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এরই প্রেক্ষিতে দ্বীপদেশটির অনেক অঞ্চলে সতর্কতা সিস্টেমও চালু করা হয়।

গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।

জাপান সরকার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।

এর আগে ২০১৭ সালেও একবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উন শাসিত দেশটি।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের একটি সরকারি সূত্রের বরাতে জানা গেছে, উত্তর কোরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি (হোয়াসং-১২) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭ টা ৪৪ মিনিটে জাপানের উপকূল থেকে ৩ হাজার কিলোমিটার (১ হাজার ৮৬০ মাইল) পূর্বে সমুদ্রে পড়েছিল। ক্ষেপণাস্ত্রটির ফ্লাইটের সময়সীমা ছিল ২২ মিনিট।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় জাপান সরকার মঙ্গলবার সকালে দেশটির উত্তরের প্রধান দ্বীপ হোক্কাইডো এবং উত্তর-পূর্ব আওমোরি প্রিফেকচারের বাসিন্দাদের জন্য এলার্ট সিস্টেম সক্রিয় করে।

এমন কি অঞ্চলগুলোর ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

সতর্কতা বার্তায় বলা হয়, ‘উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে মনে হচ্ছে। দয়া করে ভবনে ও বেসমেন্টে আশ্রয় নিন।’

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার কর্মকাণ্ডকে আপত্তিকর বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন সরকার এ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ চালিয়ে যাবে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, উত্তর কোরিয়া থেকে বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মুখে জাপান তার প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য পাল্টা-আক্রমণ ক্ষমতাও পরীক্ষা করবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এই ঘটনায় দৃঢ় প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছেন।

ইউন জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিল।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, পিয়ং ইয়ং-এর উস্কানি কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাই জোরদার করবে।

The post জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া first appeared on UK BANGLA.

The post জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/04/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%aa%e0%a6%a3%e0%a6%be/feed/ 0
চীনা মিসাইল পড়ল জাপানে, উত্তেজনা https://ukbangla.live/2022/08/05/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25aa%25e0%25a7%259c%25e0%25a6%25b2-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2589%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/08/05/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a4/#respond Fri, 05 Aug 2022 04:15:59 +0000 https://ukbangla.live/?p=13645 আমেরিকান রাজনীতিবিদ ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর সামরিক মহড়ার অংশ হিসেবে দ্বীপটির কাছে মিসাইল ছুড়েছে চীন। তাইওয়ান বলছে, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম উপকূলে ১১টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বেইজিং। এদিকে জাপান বলছে, পাঁচটি চীনা মিসাইল তাদের জলসীমায় আছড়ে পড়েছে। নিন্দা জানিয়ে মহড়াটি ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছে টোকিও। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার পেলোসির এই সফরকে তাইওয়ানের সার্বভৌমত্বের […]

The post চীনা মিসাইল পড়ল জাপানে, উত্তেজনা first appeared on UK BANGLA.

The post চীনা মিসাইল পড়ল জাপানে, উত্তেজনা appeared first on UK BANGLA.

]]>
আমেরিকান রাজনীতিবিদ ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর সামরিক মহড়ার অংশ হিসেবে দ্বীপটির কাছে মিসাইল ছুড়েছে চীন। তাইওয়ান বলছে, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম উপকূলে ১১টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বেইজিং।

এদিকে জাপান বলছে, পাঁচটি চীনা মিসাইল তাদের জলসীমায় আছড়ে পড়েছে। নিন্দা জানিয়ে মহড়াটি ‘অবিলম্বে বন্ধ’ করার আহ্বান জানিয়েছে টোকিও।

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার পেলোসির এই সফরকে তাইওয়ানের সার্বভৌমত্বের দাবির চ্যালেঞ্জ হিসেবে দেখেছে চীন।

তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে বেইজিং। তারা সাফ জানিয়ে দিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রয়োজনে বল প্রয়োগ করবে তারা।

যুক্তরাষ্ট্র অবশ্য তাইওয়ানকে চীনের বিচ্ছিন্ন দ্বীপের স্বীকৃতি দেয়নি। ১৯৫০ সাল থেকে দ্বীপটি চীনের অংশ হিসেবে থাকলেও, স্বাধীনতার দাবিতে দ্বীপের নেতারা পশ্চিমাঘেঁষা অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র এই সুযোগ কাজে লাগিয়ে দ্বীপটিকে সামরিক সহায়তা দিয়ে আসছে বহু আগে থেকেই।

চীনা সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘এই মহড়ায় যৌথ অবরোধ, সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, স্থল লক্ষ্যবস্তুতে হামলা, আকাশপথ নিয়ন্ত্রণ অভিযানসহ মূল প্রশিক্ষণ সেশনের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।’

তাইওয়ান উপকূলে ব্যালিস্টিক মিসাইলের অভূতপূর্ব উৎক্ষেপণ এবং সামরিক মহড়া পরিচালনা করে যুক্তরাষ্ট্রের দূতের সফরের প্রতিক্রিয়া জানাচ্ছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অবস্থা বিবেচনায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে তারা। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘অন্যান্য দেশের কাছাকাছি জলসীমায় ইচ্ছাকৃতভাবে মিসাইল পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়ার পথ অনুসরণ করছে চীন।’ চীনের শক্তিশালী মিত্র উত্তর কোরিয়া। সাম্প্রতিক মাসগুলোতে বারবার মিসাইল পরীক্ষা চালিয়ে অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য পিয়ংইয়ংকে দায়ী করা হচ্ছে।

চীনের মিসাইল উৎক্ষেপণের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নোবুও কিশি বলেন, ‘আমরা এই কাজের তীব্র নিন্দা করছি। কারণ এটি জাপানের সার্বভৌম এবং জাপানি জনগণের নিরাপত্তার জন্য একটি গুরুতর সমস্যা।’

চীনের মিসাইল উৎক্ষেপণের ফলে তাইওয়ানের শিপিং লেন এবং বিমান চলাচল ব্যাহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

The post চীনা মিসাইল পড়ল জাপানে, উত্তেজনা first appeared on UK BANGLA.

The post চীনা মিসাইল পড়ল জাপানে, উত্তেজনা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/05/%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a4/feed/ 0
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান https://ukbangla.live/2022/07/25/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2582%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/07/25/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/#respond Mon, 25 Jul 2022 02:55:43 +0000 https://ukbangla.live/?p=13005 বাংলাদেশ ও জাপান উভয় দেশই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো এবং জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিতো আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে […]

The post রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশ ও জাপান উভয় দেশই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়।

জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো এবং জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিতো আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছেন।

‘রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে এবং তারা এখন আমাদের জন্য বোঝা হয়ে উঠেছে,’ তিনি যোগ করেন।

জবাবে জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো বলেন, তাঁরাও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবাসন চান।

তিনি যোগ করেন, ‘জাপান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় এবং তাঁরা (জাপান) এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করছে।’

বাংলাদেশ ও জাপানের উভয় নেতাই দুই দেশের মধ্যকার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

জাপানের নেতা ও জাইকা প্রেসিডেন্ট নিজস্ব অর্থায়নে বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, সেতুটি বাংলাদেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু ও যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলকে দেশের অবশিষ্ট অংশের সঙ্গে যুক্ত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের তিনটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, মহেশখালীতে কয়লাচালিত মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল, যা বাংলাদেশের উন্নয়নে বিশেষভাবে সহায়ক হবে।

জবাবে, জাইকা তিনটি মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহায়তার প্রশংসা করে।

জাপানের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তোরণেরও প্রশংসা করেন।

বাংলাদেশি ও জাপানি উভয় নেতৃবৃন্দই ২০১৪ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশে সফরের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা শিনজো আবের হত্যাকা-ের নিন্দা করেন এবং তাঁকে বাংলাদেশের একজন মহান বন্ধু হিসেবে বর্ণনা করেন।

জাপানের নেতা বলেন, শিনজো আবের বাংলাদেশ সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালের অক্টোবরে জাপান সফর আজকের বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধু জাপানের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির একজন প্রশংসক ছিলেন এবং তিনি একটি কৃষিভিত্তিক দেশকে শিল্পোন্নত দেশে রূপান্তরের জন্য জাপানি মডেলের অনুকরণ করতে চেয়েছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন।

The post রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/25/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%2595-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#respond Fri, 08 Jul 2022 03:19:54 +0000 https://ukbangla.live/?p=12359 জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের নারা শহরে বক্তৃতার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ঢলে পড়েন। তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে থাকতে […]

The post জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ first appeared on UK BANGLA.

The post জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ appeared first on UK BANGLA.

]]>
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার (৮ জুলাই) জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের নারা শহরে বক্তৃতার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ঢলে পড়েন। তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে থাকতে পারেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যম এনএইচকে’র একজন প্রতিবেদক বন্দুক থেকে গুলিবর্ষণের মতো শব্দ শুনেছেন এবং এরপরই সাবেক প্রধানমন্ত্রী আবের শরীর থেকে রক্তপাত হতে দেখেছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, গুলির ঘটনায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পৃথক একটি জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, অসুস্থতার কারণে ২০২০ সালের আগস্টের শেষে জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিনজো আবে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা থাকলেও এক বছর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

৬৭ বছর বয়সী শিনজো আবে সেসময় জানিয়েছিলেন, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। তিনি বহু বছর থেকে আলসারেটিভ কোলাইটিস রোগে ভুগছেন।

২০১২ সালে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা জাপানি প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে ২০০৭ সালেও প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি আলসারেটিভ কোলাইটিসে ভুগতে থাকায় হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। মূলত কৈশোর থেকেই এই রোগে ভুগছেন আবে।

The post জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ first appeared on UK BANGLA.

The post জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সুযোগ নিতে চায় জাপান https://ukbangla.live/2022/06/22/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2580%25e0%25a7%259f-%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a7%2581-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/06/22/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/#respond Wed, 22 Jun 2022 09:23:41 +0000 https://ukbangla.live/?p=11470 জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকো বলেছেন, তার দেশ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টায় অংশগ্রহণের সুযোগ নিতে আগ্রহী। তিনি এমন এক সময় এ কথা বললেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি এবং রাজনৈতিক বিচক্ষণতার কারণে প্রথম পদ্মা সেতু নির্মিত হয়েছে। মঙ্গলবার রাজধানীতে তার বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এক সময় দ্বিতীয় পদ্মা সেতু […]

The post দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সুযোগ নিতে চায় জাপান first appeared on UK BANGLA.

The post দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সুযোগ নিতে চায় জাপান appeared first on UK BANGLA.

]]>
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকো বলেছেন, তার দেশ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টায় অংশগ্রহণের সুযোগ নিতে আগ্রহী। তিনি এমন এক সময় এ কথা বললেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি এবং রাজনৈতিক বিচক্ষণতার কারণে প্রথম পদ্মা সেতু নির্মিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে তার বাসায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এক সময় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হবে। জাপান সরকার ও জাইকা এই সরকারের নির্মাণ প্রচেষ্টায় অংশগ্রহণের সম্ভাবনা বিবেচনার অবস্থানে থাকবে।’

দূত বলেন, বর্তমানে জাপান সরকারের অবস্থান হচ্ছে ‘আমরা বাংলাদেশ সরকারের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে আমাদের সহযোগিতা প্রস্তাবের সুযোগ নেব।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এটি (পদ্মা সেতু) অত্যন্ত ফলপ্রসূ ও সফল হবে। সুতরাং, দ্বিতীয় পদ্মা সেতু হবে একটি বাস্তবতা।’

ইতো বলেন, এক্ষেত্রে বাংলাদেশে মানসম্মত অবকাঠামো নির্মাণ কাজে অংশগ্রহণের সম্ভাবনা থাকলে টোকিও ভাল প্রযুক্তি দিতে প্রস্তুত রয়েছে। জাপান এ পর্যন্ত সারা বাংলাদেশে ছোট ও বড় ১৩৪টি সেতু নির্মাণে সহযোগিতা করেছে।

পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করায় বাংলাদেশ সরকার ও জনগণকে তার আন্তরিক অভিনন্দন জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি চমৎকার মাইলফলক। আর এটি বাংলাদেশের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে নির্মাণ শেষ হয়েছে।’

তিনি পদ্মা সেতুকে দেশের স্বপ্ন ও গর্ব হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ এর অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য কি করতে পারে এটি তার বড় প্রমাণ। তিনি বলেন, এটি বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধিও আকাক্সক্ষা পূরণ করবে।

দূত বলেন, এ মাসে পদ্মা সেতু এবং এ বছরের শেষ নাগাদ মেট্রো রেলসহ বিভিন্ন মান সম্মত অবকাঠামো উদ্বোধনের নজির সৃষ্টির মাধ্যমে ২০২২ সাল বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা স্মরণ করে নাওকি বলেন, তিনি পদ্মা সেতু ও রূপসা সেতু দু’টি সেতুতে সহযোগিতার জন্য জাপানের কাছে অনুরোধ করেছিলেন।

রাষ্ট্রদূত বলেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি পদ্মা সেতুর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করেছে এবং রূপসা সেতু নির্মাণ করেছে।

তিনি বলেন, ‘এটি সন্তোষজনক বিষয় যে, জাপান একটি সম্ভাব্যতা সমীক্ষায় এই (পদ্মা সেতু) প্রকল্পের অংশ হতে পেরেছিল।’

রাষ্ট্রদূত অবশ্য বলেন, এটা দুর্ভাগ্যজনক যে, জাইকা পদ্মা সেতুতে অর্থায়নের অংশ হতে পারেনি যদিও এটা জাপান সরকারের আগ্রহ ছিল।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, বাংলাদেশ নিজে থেকে কতটা করতে সক্ষম।

তিনি বলেন, জাপান রূপকল্প-২০৪১ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের যাত্রায় জাপান পাশে থাকবে।

রাষ্ট্রদূত বলেন, জাপান একটি শিল্প করিডোর নির্মাণের জন্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিআইজি-বি) উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে বেশ কয়েক’টি মেগা প্রকল্পের উপর দৃষ্টি দিচ্ছে।

তবে, রাষ্ট্রদূত বলেন, তিনি নিশ্চিত যে, জাপানি বিনিয়োগকারীদের জন্য বিআইজি-বি এলাকার বাইরের সম্ভাবনা খোঁজার আরও সুযোগ থাকবে কারণ, এই পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগ বাড়বে।

The post দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সুযোগ নিতে চায় জাপান first appeared on UK BANGLA.

The post দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সুযোগ নিতে চায় জাপান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/22/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/feed/ 0
রাশিয়ার ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন জাপানের https://ukbangla.live/2022/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25a0 https://ukbangla.live/2022/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0/#respond Tue, 12 Apr 2022 07:42:04 +0000 https://ukbangla.live/?p=7098 জাপান সরকার মঙ্গলবার রাশিয়ার ৩৯৮ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণারয়ের ওয়েবসাইট থেকে এ কথা জানা গেছে। খবর তাস’র। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে এবারের নিষেধজ্ঞায় স্টেট ডুমার ডেপুটিরা রয়েছেন। এছাড়া জাপান সরকার ১২ মে থেকে রাশিয়ায় […]

The post রাশিয়ার ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন জাপানের first appeared on UK BANGLA.

The post রাশিয়ার ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন জাপানের appeared first on UK BANGLA.

]]>
জাপান সরকার মঙ্গলবার রাশিয়ার ৩৯৮ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণারয়ের ওয়েবসাইট থেকে এ কথা জানা গেছে। খবর তাস’র।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে এবারের নিষেধজ্ঞায় স্টেট ডুমার ডেপুটিরা রয়েছেন।

এছাড়া জাপান সরকার ১২ মে থেকে রাশিয়ায় নতুন বিনিয়োগে নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংক ও আলফা ব্যাংকের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। বিশেষ অনুমতি সাপেক্ষেই কেবল রাশিয়ায় বিনিয়োগ করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে। এ হামলার প্রতিক্রিয়ায় আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর দফায় দফায় কঠোর অবরোধ আরোপ করে।

The post রাশিয়ার ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন জাপানের first appeared on UK BANGLA.

The post রাশিয়ার ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন জাপানের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/12/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0/feed/ 0
বেলারুশের ৩ ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান https://ukbangla.live/2022/03/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a7%25a9-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d https://ukbangla.live/2022/03/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d/#respond Fri, 11 Mar 2022 06:18:43 +0000 https://ukbangla.live/?p=4503 জাপান বেলারুশের তিন ব্যাংকের সম্পদ জব্দ করবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে দেশটি সমর্থন দেয়ায় মিনস্ক’র ওপর নিষেধাজ্ঞা জোরদার করার ব্যাপারে ইইউ’র দেশগুলো সম্মত হওয়ার কয়েকদিন পর জাপান এ ধরনের ঘোষণা দিলো। বৃহস্পতিবার সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানায়। রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোকে চাপের মুখে […]

The post বেলারুশের ৩ ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান first appeared on UK BANGLA.

The post বেলারুশের ৩ ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান appeared first on UK BANGLA.

]]>
জাপান বেলারুশের তিন ব্যাংকের সম্পদ জব্দ করবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে দেশটি সমর্থন দেয়ায় মিনস্ক’র ওপর নিষেধাজ্ঞা জোরদার করার ব্যাপারে ইইউ’র দেশগুলো সম্মত হওয়ার কয়েকদিন পর জাপান এ ধরনের ঘোষণা দিলো।

বৃহস্পতিবার সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোকে চাপের মুখে রাখতে জাপান তাদের জি৭ অংশীদার দেশের সাথে কাজ করায় বেলারুশের ওপর টোকিও’র সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা আসলো। আগামী ১০ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এরআগে, জাপান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ সপ্তাহের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের হামলায় দেশটির সংশ্লিষ্টতা থাকায় বৈশ্বিক সুইফট বার্তা ব্যবস্থা থেকে বেলারুশের তিন ব্যাংককে বাদ দেয়ার পদক্ষেপ গ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপানে থাকা সম্পদ জব্দ হতে যাওয়া বেলারুশের এ তিন ব্যাংকের নাম হচ্ছে বেলাগ্রপ্রমব্যাংক, ব্যাংক দাব্রাবিত ও ডেভলোপমেন্ট ব্যাংক অব রিপাবলিক অব বেলারুশ।

The post বেলারুশের ৩ ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান first appeared on UK BANGLA.

The post বেলারুশের ৩ ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d/feed/ 0
ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন দিবে জাপানের ধনকুবের মিকিতানি https://ukbangla.live/2022/02/27/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ae-%e0%a7%ad-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a7%25ae-%25e0%25a7%25ad-%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25a8-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/27/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ae-%e0%a7%ad-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87/#respond Sun, 27 Feb 2022 06:07:01 +0000 https://ukbangla.live/?p=3487 জাপানের ধনকুবের হিরোশি ‘মিকি’ মিকিতানি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ’ হিসাবে অভিহিত করে রোববার বলেছেন, তিনি ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার দান করবেন। ই-কমার্স জায়ান্ট রাকুতেনের প্রতিষ্ঠাতা একটি চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে বলেছেন রাশিয়ান সামরিক আগ্রাসনে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য তিনি ১০০ কোটি ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) দান করবেন। মিকিতানি বলেন, তিনি ২০১৯ […]

The post ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন দিবে জাপানের ধনকুবের মিকিতানি first appeared on UK BANGLA.

The post ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন দিবে জাপানের ধনকুবের মিকিতানি appeared first on UK BANGLA.

]]>
জাপানের ধনকুবের হিরোশি ‘মিকি’ মিকিতানি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ’ হিসাবে অভিহিত করে রোববার বলেছেন, তিনি ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার দান করবেন।

ই-কমার্স জায়ান্ট রাকুতেনের প্রতিষ্ঠাতা একটি চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে বলেছেন রাশিয়ান সামরিক আগ্রাসনে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য তিনি ১০০ কোটি ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) দান করবেন।

মিকিতানি বলেন, তিনি ২০১৯ সালে কিয়েভ সফর করেন এবং জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

চিঠিতে তিনি বলেন, “আমার চিন্তাভাবনা আপনি এবং ইউক্রেনের জনগণের সাথে রয়েছে।” আমি বিশ্বাস করি যে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ইউক্রেনকে অন্যায্য শক্তির পদদলিত করা গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ।”

চিঠিতে তিনি লিখেছেন, “আমি আন্তরিকভাবে আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারবে এবং ইউক্রেনের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরে পাবে।

রাশিয়ান আগ্রাসনের জন্য দেশটির (রাশিয়া) বিরুদ্ধে জাপানসহ বিশ্বব্যাপী ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং ইউক্রেনকে সহায়তার জন্য অনুদান চাওয়া হয়েছে।

The post ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন দিবে জাপানের ধনকুবের মিকিতানি first appeared on UK BANGLA.

The post ইউক্রেনকে ৮.৭ মিলিয়ন দিবে জাপানের ধনকুবের মিকিতানি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/27/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ae-%e0%a7%ad-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
জাপানে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশ পাওয়া গেছে, সন্ধান চলছে ২ ক্রুর https://ukbangla.live/2022/02/01/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/02/01/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/#respond Tue, 01 Feb 2022 06:36:46 +0000 https://ukbangla.live/?p=909 জাপানের বিমান ও নৌযানগুলো একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের দুই ক্রুর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। একদিন আগে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের এক মুখপাত্র এ কথা জানায়। সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের জানান, এফ-১৫ যুদ্ধবিমানের একটি অংশ পাওয়া গেছে, তবে কর্তপক্ষ এখনো বিমানের দুই ক্রুর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। মাতসুনো বলেন, যুদ্ধবিমানটি একটি […]

The post জাপানে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশ পাওয়া গেছে, সন্ধান চলছে ২ ক্রুর first appeared on UK BANGLA.

The post জাপানে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশ পাওয়া গেছে, সন্ধান চলছে ২ ক্রুর appeared first on UK BANGLA.

]]>
জাপানের বিমান ও নৌযানগুলো একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের দুই ক্রুর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। একদিন আগে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের এক মুখপাত্র এ কথা জানায়।

সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের জানান, এফ-১৫ যুদ্ধবিমানের একটি অংশ পাওয়া গেছে, তবে কর্তপক্ষ এখনো বিমানের দুই ক্রুর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

মাতসুনো বলেন, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল, সোমবার বিকালে উড্ডয়নের পরপরই রাডার থেকে বিমানটি অদৃশ হয়ে যায়।

এটি জাপান সাগরে মধ্য ইশিকাওয়া অঞ্চলে কোমাতসু বিমান ঘাঁটি থেকে প্রায় ৫ কিলোমিটার (তিন মাইল) পশ্চিম-উত্তর-পশ্চিমে অদৃশ হয়ে যায়।

মাতসুনো বলেন, “ওই এলাকায় যুদ্ধবিমানটির মূল বডির অংশ পাওয়া গেছে এবং বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

মুখপাত্র বলেন, নিখোঁজ ক্রুদের খুঁজে বের করার জন্য সব ধরণের চেষ্টা করা হচ্ছে, সেলফ ডিফেন্স ফোর্সের বিমান এবং জাহাজগুলোর পাশাপাশি কোস্টগার্ডের টহল বোটগুলো ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

The post জাপানে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশ পাওয়া গেছে, সন্ধান চলছে ২ ক্রুর first appeared on UK BANGLA.

The post জাপানে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশ পাওয়া গেছে, সন্ধান চলছে ২ ক্রুর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/01/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae/feed/ 0