জি-২০ সম্মেলন - UK BANGLA News Site Fri, 08 Jul 2022 05:47:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png জি-২০ সম্মেলন - UK BANGLA 32 32 জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25bf-%25e0%25a7%25a8%25e0%25a7%25a6-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81/#respond Fri, 08 Jul 2022 05:47:35 +0000 https://ukbangla.live/?p=12392 ইন্দোনেশিয়া শুক্রবার ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের নেতৃত্বে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দেশটি এমন আহ্বান জানায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। খবর এএফপি’র। বালিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে এ যুদ্ধ দ্রুত বন্ধ করা। এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা, যুদ্ধ ক্ষেত্রে না।’ তিনি বলেন, […]

The post জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার first appeared on UK BANGLA.

The post জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার appeared first on UK BANGLA.

]]>
ইন্দোনেশিয়া শুক্রবার ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের নেতৃত্বে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে দেশটি এমন আহ্বান জানায়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। খবর এএফপি’র।

বালিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে এ যুদ্ধ দ্রুত বন্ধ করা। এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করা, যুদ্ধ ক্ষেত্রে না।’

তিনি বলেন, বিশ্ব সবেমাত্র কোভিড-১৯ মহামারি থেকে বেরিয়ে আসা শুরু করেছে। আর এই সময় তাদেরকে আরেকটি সংকট ইউক্রেন যুদ্ধের মুখোমুখী হতে হচ্ছে।

তিনি বলেন, এ যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে সারাবিশ্বে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ইতোমধ্যে অনেক বেড়ে গেছে।

এ ধরনের পরিস্থিতির ক্ষেত্রে সর্বদা উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশ গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ইন্দোনেশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মস্কোকে আন্তর্জাতিকত অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে পশ্চিমাবিশ্বকে চাপ সৃষ্টি করা ছাড়াই এ যুদ্ধ বন্ধে এর আগেও আহ্বান জানায়।

The post জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার first appeared on UK BANGLA.

The post জি-২০ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান ইন্দোনেশিয়ার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/08/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81/feed/ 0
জি-২০ সম্মেলনে রুশ প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন অর্থমন্ত্রী https://ukbangla.live/2022/04/20/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25bf-%25e0%25a7%25a8%25e0%25a7%25a6-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a7%2581%25e0%25a6%25b6-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/04/20/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/#respond Wed, 20 Apr 2022 04:20:52 +0000 https://ukbangla.live/?p=7724 রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানভ জি-২০ সম্মেলনে দেশটির প্রতিনিধি দলের প্রধান হবেন। মঙ্গলবার রাশিয়ার অর্থমন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর তাস’র। বিবৃতিতে বলা হয়, ‘অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়াভন জি-২০সম্মেলনে রুশ প্রতিনিধি দলের প্রধান হবেন।’ এ সম্মেলন ২০ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর গুরুত্বপূর্ণ এ সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এর […]

The post জি-২০ সম্মেলনে রুশ প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন অর্থমন্ত্রী first appeared on UK BANGLA.

The post জি-২০ সম্মেলনে রুশ প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন অর্থমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানভ জি-২০ সম্মেলনে দেশটির প্রতিনিধি দলের প্রধান হবেন। মঙ্গলবার রাশিয়ার অর্থমন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর তাস’র।

বিবৃতিতে বলা হয়, ‘অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়াভন জি-২০সম্মেলনে রুশ প্রতিনিধি দলের প্রধান হবেন।’

এ সম্মেলন ২০ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর গুরুত্বপূর্ণ এ সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ইন্দোনেশিয়া।

এর আগে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, ২০ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠেয় এ সম্মেলনে রাশিয়া অংশগ্রহণ করলে মার্কিন অর্থমন্ত্রী জানেট ইলেন জি-২০ সম্মেলনের কিছু অধিবেশন বর্জন করবেন।

রাশিয়ার অর্থমন্ত্রী সিলুয়াভন ভার্চুয়ালি আসন্ন কিছু বৈঠকে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

ইলেন বৈশ্বিক অর্থনীতির জন্য উৎসর্গ করা উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। রাশিয়াও এ অধিবেশনে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

The post জি-২০ সম্মেলনে রুশ প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন অর্থমন্ত্রী first appeared on UK BANGLA.

The post জি-২০ সম্মেলনে রুশ প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন অর্থমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/20/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8/feed/ 0
জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রুডো https://ukbangla.live/2022/04/01/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25bf-%25e0%25a7%25a8%25e0%25a7%25a6-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d https://ukbangla.live/2022/04/01/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/#respond Fri, 01 Apr 2022 05:46:42 +0000 https://ukbangla.live/?p=6227 কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার মিত্রদের সঙ্গে কন্ঠ মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, তিনি এই বছরের জি-২০ সম্মেলনে ভ্লাদিমির পুতিনকে দেখতে চান না। ট্রুডো বলেছেন, তিনি এ বছরের সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে তার অভিমত জানিয়েছেন। তিনি বলেন, পুতিনের উপস্থিতি ‘আমাদের জন্য ‘ভিন্নতর কঠিন জটিলতা তৈরি করবে এবং এটি জি-২০ জন্য […]

The post জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রুডো first appeared on UK BANGLA.

The post জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রুডো appeared first on UK BANGLA.

]]>
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার মিত্রদের সঙ্গে কন্ঠ মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, তিনি এই বছরের জি-২০ সম্মেলনে ভ্লাদিমির পুতিনকে দেখতে চান না।

ট্রুডো বলেছেন, তিনি এ বছরের সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে তার অভিমত জানিয়েছেন।

তিনি বলেন, পুতিনের উপস্থিতি ‘আমাদের জন্য ‘ভিন্নতর কঠিন জটিলতা তৈরি করবে এবং এটি জি-২০ জন্য ফলপ্রসু হবে না।’

অটোয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কানাডাসহ অনেক দেশের জন্য এটি একটি বড় সমস্যা হবে।’

তিনি বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনের লক্ষ্য হচ্ছে ‘আমরা কীভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা এবং প্রবৃদ্ধি জোরদার করবো এর উপায় নির্ধারণ করা।’

ট্রুডো বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বের সকলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যহত হয়েছে এবং আমরা কীভাবে ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটকে মোকাবেলা করবো রাশিয়া সেই গঠনমূলক আলোচনার অংশীদার হতে পারে না।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর গ্রুপ জি-২০ থেকে বাদ দেয়া সমর্থন করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বালিতে অনুষ্ঠিতব্য গ্রুপের শীর্ষ সম্মেলনে পুতিনকে বাধা দেয়া উচিত।

গত সপ্তাহে রাশিয়ার একজন দূত জাকার্তায় বলেছেন,পুতিন জি-২০ সম্মেলনে যোগ দিতে চান। কিন্তু জি-২০ জোটের সকল সদস্য রাষ্ট্র এ ব্যাারে সিদ্বান্ত নিবে।

The post জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রুডো first appeared on UK BANGLA.

The post জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দেখতে চান না জাস্টিন ট্রুডো appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/01/%e0%a6%9c%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0