জীবনানন্দ উৎসব - UK BANGLA News Site Sat, 12 Feb 2022 08:46:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png জীবনানন্দ উৎসব - UK BANGLA 32 32 লন্ডনে সৌধের আয়োজনে জীবনানন্দ উৎসব https://ukbangla.live/2022/02/12/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a7%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a7%259f%25e0%25a7%258b%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%259c%25e0%25a7%2580%25e0%25a6%25ac%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/02/12/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#respond Sat, 12 Feb 2022 08:44:51 +0000 https://ukbangla.live/?p=2121 ইস্ট লন্ডনের রিচমিক্স থিয়েটারে আগামী ২০ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হচ্ছে জীবনানন্দ উৎসব। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য ও একবিংশ শতকে বিশ্ব-সাহিত্য মহলে তার রচনার প্রাসঙ্গিকতা এ উৎসবের মূল বিষয়। বৃটেনে দক্ষিণ-এশীয় শিল্পের শীর্ষতম সংস্থা সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিকের আয়োজনে এই উৎসবে বিভিন্ন ধরণের পরিবেশনায় অংশ গ্রহণ করবেন বিলাতের প্রথিতযশা বাঙালি […]

The post লন্ডনে সৌধের আয়োজনে জীবনানন্দ উৎসব first appeared on UK BANGLA.

The post লন্ডনে সৌধের আয়োজনে জীবনানন্দ উৎসব appeared first on UK BANGLA.

]]>
ইস্ট লন্ডনের রিচমিক্স থিয়েটারে আগামী ২০ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হচ্ছে জীবনানন্দ উৎসব। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য ও একবিংশ শতকে বিশ্ব-সাহিত্য মহলে তার রচনার প্রাসঙ্গিকতা এ উৎসবের মূল বিষয়।

বৃটেনে দক্ষিণ-এশীয় শিল্পের শীর্ষতম সংস্থা সৌধ সোসাইটি অব পোয়েট্রি এন্ড ইন্ডিয়ান মিউজিকের আয়োজনে এই উৎসবে বিভিন্ন ধরণের পরিবেশনায় অংশ গ্রহণ করবেন বিলাতের প্রথিতযশা বাঙালি ও অবাঙালি কবি, লেখক, তাত্ত্বিক এবং সঙ্গীত, নৃত্য ও অভিনয় শিল্পীরা।

রবীন্দ্রনাথ পরবর্তী ভারতবর্ষের অন্যতম প্রধান আধুনিক কবি জীবনানন্দের কালজয়ী সাহিত্য বিশ্বমঞ্চে তুলে ধরে প্রকারান্তরে বাংলা সাহিত্যের সীমাহীন ঐশ্বর্য পরম্পরার প্রচারই এই উৎসবের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সৌধ পরিচালক কবি টি এম আহমেদ কায়সার।

এতে একুশ শতকে জীবনানন্দের কবিতার বিবিধ নির্মাণ, বিনির্মাণ বা পুননির্মাণের সম্ভাবনা নিয়ে কথা বলবেন লিডস ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক, প্রখ্যাত কবি ওজ হার্ডউইক, জীবনানন্দের কবিতায় ইতিহাস চেতনা নিয়ে বলবেন বিশিষ্ট ইতিহাসবিদ, এক্সিটার বিশ্ববিদ্যালয়ের এশীয় ইতিহাসের অধ্যাপক ও এক্সিটার সেন্টারের পরচালক নন্দিনী মুখার্জি। বাংলাভাষায় জীবনানন্দের জীবন নিয়ে জনপ্রিয় ডকুফিকশন ‘একজন কমলালেব’’র ইংরেজি অনুবাদ থেকে পাঠ করবেন পাঠকনন্দিত কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। জীবনানন্দের কবিতার তুলনামূলক পাঠ নিয়ে কথা বলবেন কবি, নাট্যকার ও অনুবাদক জন ফার্নডন। এছাড়া, উর্দুভাষার সমসাময়িক কবি ও জীবনানন্দ নিয়ে কথা বলবেন উর্দু কথাসাহিত্যিক, সমালোচক ড. নূর জহির এবং লাতিন আমেরিকার সাম্প্রতিক কবি ও জীবনানন্দ নিয়ে আলোচনা করবেন মেধাবী বৃটিশ-আর্জেন্টাইন কবি গাবি সাম্বুসিটি।

এতে আরো থাকছে জীবনানন্দের বনলতা সেন কবিতার এক সংক্ষিপ্ত নাট্যরূপ ‘বনলতা সেন- এ সার্চ ফর বিউটি’! বিভিন্ন চরিত্রে ও বিবিধ নেপথ্য সহযোগিতায় থাকছেন অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহী, অভিনেত্রী মারি হ্যামিলটন, কবি সারওয়ার ই আলম, কবি শামীম শাহান, সংস্কৃতিকর্মী জাসমীন চৌধুরী, সুবাস দাস, কবি শায়লা সিমি নূর, কবি জন ফার্নডন প্রমুখ।

জীবনানন্দের কবিতা থেকে পাঠ করবেন কবি শামস উজ-জোহা, সোমা দাস, কবি তানজিনা নূর-ই সিদ্দিক, পপি শাহনাজ এবং মানস চৌধুরী। জীবনানন্দের কবিতার সঙ্গীত রূপায়ন ও পরিবেশনায় থাকছেন মেধাবী সঙ্গীতশিল্পী অমিত দে।

জীবনানন্দর কবিতার নৃত্য রূপায়নে থাকছেন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী মনিদীপা শীল ও শর্মিষ্ঠা পন্ডিত।

আলোকচিত্র দিয়ে বনলতা সেন কবিতার অভিনব দৃশ্য-পাঠ উপস্থাপন করবেন আলোকচিত্রশিল্পী পাবলো খালেদ ও নিশাত আফজা।

সৌধ গত দুবছর ধরেই এটি আয়োজন করে আসছে উল্লেখ করে টি এম আহমেদ কায়সার বলেন, সৌভাগ্যক্রমে আমরা বৃটেনের সাহিত্য মহলে এই উৎসব নিয়ে বিপুল সাড়া লক্ষ্য করেছি। গত বছর করোনার কারণে এটি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয় এবং তাতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ, ভারত ও বৃটেন থেকে শীর্ষ জীবনানন্দ গবেষক, তাত্ত্বিক এবং আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যশিল্পীরা।

তিনি বলেন, জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথ-পরবর্তী বাংলা কবিতায় তো বটেই, বিশ্ব-কবিতার ভুবনেও এক অবিস্মরণীয় নাম। এই আয়োজনের ভেতর দিয়ে আমরা পশ্চাতের কবিতাপ্রেমী মানুষদের কাছে সম্পূর্ণ নতুন এক কবিকে তুলে ধরতে চাই।

উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে দক্ষিণ-এশীয় সাহত্য কাগজ গ্রন্থী ও রাধারমন সোসাইটি।

The post লন্ডনে সৌধের আয়োজনে জীবনানন্দ উৎসব first appeared on UK BANGLA.

The post লন্ডনে সৌধের আয়োজনে জীবনানন্দ উৎসব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/12/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/feed/ 0