টিকা - UK BANGLA News Site Mon, 18 Jul 2022 05:24:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png টিকা - UK BANGLA 32 32 ২শ’ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলকে ভারত https://ukbangla.live/2022/07/18/%e0%a7%a8%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a8%25e0%25a6%25b6-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%25a1%25e0%25a7%258b%25e0%25a6%259c-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/07/18/%e0%a7%a8%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/#respond Mon, 18 Jul 2022 05:24:15 +0000 https://ukbangla.live/?p=12651 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল (রবিবার) ‘২০০ কোটি’ কোভিড-১৯ টিকার ডোজ প্রদানের মাইলফলক অতিক্রম করায় নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন। আজ দুপুর ১টা পর্যন্ত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সারা দেশে মোট ২,৬৩,২৬,১১১ টি সেশনের মাধ্যমে ২,০০,০০,১৫,৬৩১টি ডোজ প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৮ শতাংশ এপর্যন্ত ন্যূনতম একটি ডোজ পেয়েছে এবং ৯০ […]

The post ২শ’ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলকে ভারত first appeared on UK BANGLA.

The post ২শ’ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলকে ভারত appeared first on UK BANGLA.

]]>
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল (রবিবার) ‘২০০ কোটি’ কোভিড-১৯ টিকার ডোজ প্রদানের মাইলফলক অতিক্রম করায় নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন।

আজ দুপুর ১টা পর্যন্ত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সারা দেশে মোট ২,৬৩,২৬,১১১ টি সেশনের মাধ্যমে ২,০০,০০,১৫,৬৩১টি ডোজ প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৮ শতাংশ এপর্যন্ত ন্যূনতম একটি ডোজ পেয়েছে এবং ৯০ শতাংশ সম্পূর্ণরূপে ডোজ সম্পন্ন করেছে।

এই ‘অসাধারণ’ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের টিকাদান অভিযানকে অতুলনীয় করে তুলতে যারা অবদান রেখেছেন, তাদের জন্য তিনি গর্বিত।

তিনি আজ এক টুইট বার্তায় বলেন, আবার ইতিহাস গড়ল ভারত! ২০০ কোটি টিকা প্রদানের বিশেষ সংখ্যা অতিক্রম করার জন্য সমস্ত ভারতীয়কে অভিনন্দন। ভারতের টিকাদান অভিযানকে ব্যাপকতা ও গতিতে অতুলনীয় করে তুলতে যারা অবদান রেখেছেন তাদের জন্য আমরা গর্বিত। এটি কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে শক্তিশালী করেছে।

এছাড়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়, ভারতে গত ২৪ ঘণ্টা (আজ সকাল ৮টা পর্যন্ত) ২০,৫২৮ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট করোনভাইরাস আক্রান্তের সংখ্যা ৪,৩৭,৫০,৫৯৯। এর মধ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩,৪৪৯ জন।

৪৯ জন নতুন মৃত্যুর সঙ্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,২৫,৭০৯-এ পৌঁছেছে। বার্তমানে আক্রান্তের হার ০.৩৩ শতাংশে দাঁড়িয়েছে আর সুস্থ হওয়ার হার বর্তমানে ৯৮.৪৭ শতাংশ।

The post ২শ’ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলকে ভারত first appeared on UK BANGLA.

The post ২শ’ কোটি ডোজ টিকা দেওয়ার মাইলফলকে ভারত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/18/%e0%a7%a8%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
দেশে আজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য https://ukbangla.live/2022/02/26/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%259c-%25e0%25a7%25a7-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%2593%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/02/26/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0/#respond Sat, 26 Feb 2022 03:53:41 +0000 https://ukbangla.live/?p=3370 দেশের এক কোটি মানুষকে আজ শনিবার করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে চায় সরকার। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র লাগবে না। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। এর মধ্য দিয়ে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি শেষ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে ২৮ হাজার বুথে […]

The post দেশে আজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য first appeared on UK BANGLA.

The post দেশে আজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য appeared first on UK BANGLA.

]]>
দেশের এক কোটি মানুষকে আজ শনিবার করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দিতে চায় সরকার। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র লাগবে না। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। এর মধ্য দিয়ে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি শেষ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সারা দেশে ২৮ হাজার বুথে টিকা দেওয়া হবে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে যুক্ত থাকবেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট ১ লাখ ৪২ হাজার জন। দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল (তাঁরাও টিকা দেবেন) থাকবে। এছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হবে। লোকজনকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে গত কয়েক দিন মাইকিং, গণবিজ্ঞপ্তিসহ বিশেষ প্রচার চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং যারা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই টিকা নেননি। আমরা দেখেছি, যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে মৃত্যুর হার কম। এ অবস্থায় আমরা আহ্বান করছি, দ্রুততম সময়ে সবাই টিকা নিন।’

খুরশীদ আলম আরও বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশে এক দিনে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটি প্রথম ডোজ করোনার টিকা দেওয়া সম্পন্ন হবে। সেখানে আমরা সবাইকে আহ্বান জানাই, যারা এখনও টিকা নেননি, তাঁরা এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে টিকা নিন।’

খুরশীদ আলম বলেছিলেন, ‘২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী একটি ক্যাম্পেইন করতে যাচ্ছি, সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার। সে ক্ষেত্রে যাঁরা এখনও টিকা নেননি, আমরা তাঁদের সবাইকে আহ্বান জানাই এ ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। এর পরে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। কাজেই আর বিলম্ব না করে করোনার টিকা নিন। নিজে সুস্থ থাকুন, দেশকে সুরক্ষিত রাখুন।’

The post দেশে আজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য first appeared on UK BANGLA.

The post দেশে আজ ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/26/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c-%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ লাখ টিকা https://ukbangla.live/2022/02/22/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%2586%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/02/22/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%b0/#respond Tue, 22 Feb 2022 05:27:09 +0000 https://ukbangla.live/?p=3027 বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় আরও ৬২ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটি বাংলাদেশকে মোট অনুদান হিসেবে ৫ কোটি টিকা দিলো। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাস জানায়, যুবসমাজ ও দুর্গম এলাকার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯-এর আরও […]

The post যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ লাখ টিকা first appeared on UK BANGLA.

The post যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ লাখ টিকা appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় আরও ৬২ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটি বাংলাদেশকে মোট অনুদান হিসেবে ৫ কোটি টিকা দিলো।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, যুবসমাজ ও দুর্গম এলাকার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯-এর আরও ৬.২ মিলিয়ন (৬২ লাখ) ডোজ টিকা অনুদান দিয়েছে। আমেরিকার জনগণের পক্ষ থেকে সম্প্রতি এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া মোট টিকার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ মিলিয়নেরও (৫.১ কোটি) বেশি এবং সামনের মাসগুলোতে আরো লাখ লাখ ডোজ টিকা আসার সময়সূচি নির্ধারিত রয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লা ফেইভ বলেন, সম্প্রতি ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়ার মাইলফলক অতিক্রম করায় আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবনরক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে এবং চলতি বছরের মাঝামাঝি নাগাদ দেশের ৭০ শতাংশ মানুষকে পুরো ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করবে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিকা অনুদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে কোভিড-১৯ টিকা কার্যক্রমে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সাত হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়াসহ মজুদ ও পরিবহন ব্যবস্থা গ্রহণে সহায়তা এবং শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে।

The post যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ লাখ টিকা first appeared on UK BANGLA.

The post যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬২ লাখ টিকা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/22/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%b0/feed/ 0
দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে https://ukbangla.live/2022/02/17/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2587-%25e0%25a6%25a1%25e0%25a7%258b%25e0%25a6%259c-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%2593%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/17/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#respond Thu, 17 Feb 2022 06:49:19 +0000 https://ukbangla.live/?p=2618 আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। যেসব শিক্ষার্থী করোনা টিকার দুই ডোজ নিয়েছেন তারা সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবেন। বাকিদের অনলাইন ও টিভিতে ক্লাস করতে হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। […]

The post দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে first appeared on UK BANGLA.

The post দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে appeared first on UK BANGLA.

]]>
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। যেসব শিক্ষার্থী করোনা টিকার দুই ডোজ নিয়েছেন তারা সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবেন। বাকিদের অনলাইন ও টিভিতে ক্লাস করতে হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কতজন শিক্ষার্থী টিকার দুই ডোজ টিকা পেয়েছে, তাও জানান শিক্ষামন্ত্রী।

এছাড়া প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। তবে, মার্চের প্রথম সপ্তাহের দিকে প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাসে আনা যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এ পর্যন্ত ১২ থেকে ১৭ বছর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের এক কোটি ২৮ লাখ শিক্ষার্থীর মধ্যে এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৩৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে পাঠদান পরিচালনা করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, যেহেতু করোনার কারণে গত এক মাস বন্ধ ছিল তাই যেখানে শেষ সেখান থেকে শুরু করা হবে। বর্তমানে আগের চেয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। দ্রুত সময়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে।

দীপু মনি বলেন, বর্তমানে ১২ বছরের নিচে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে ডব্লিউএইচও কাজ করছে। তারা অনুমোদন দিলে আমরাও এসব শিশুকে টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব (চলতি দায়িত্ব) তারিকুল ইসলাম প্রমুখ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

The post দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে first appeared on UK BANGLA.

The post দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/17/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/feed/ 0
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু https://ukbangla.live/2022/02/06/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%2593%25e0%25a6%25ae%25e0%25a6%25bf-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5 https://ukbangla.live/2022/02/06/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/#respond Sun, 06 Feb 2022 07:50:11 +0000 https://ukbangla.live/?p=1381 দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। তাদেরকে দেওয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা। রোববার রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকীয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত […]

The post কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু first appeared on UK BANGLA.

The post কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু appeared first on UK BANGLA.

]]>
দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। তাদেরকে দেওয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা।

রোববার রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকীয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

The post কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু first appeared on UK BANGLA.

The post কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/06/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/feed/ 0
যুক্তরাষ্ট্রে ৫ বছরের কমবয়সী শিশুরাও টিকা পাবে https://ukbangla.live/2022/02/02/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a7%25ab-%25e0%25a6%25ac%25e0%25a6%259b%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/02/02/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae/#respond Wed, 02 Feb 2022 06:49:03 +0000 https://ukbangla.live/?p=1005 করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। কোনভাবেই যেন করোনার লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। এবার করোনা মহামারি প্রতিরোধে ৫ বছরের কমবয়সী শিশুদের জন্য কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এর কয়েকমাস আগে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছিল দেশটি। […]

The post যুক্তরাষ্ট্রে ৫ বছরের কমবয়সী শিশুরাও টিকা পাবে first appeared on UK BANGLA.

The post যুক্তরাষ্ট্রে ৫ বছরের কমবয়সী শিশুরাও টিকা পাবে appeared first on UK BANGLA.

]]>
করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। কোনভাবেই যেন করোনার লাগাম টানা যাচ্ছে না। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। এবার করোনা মহামারি প্রতিরোধে ৫ বছরের কমবয়সী শিশুদের জন্য কোভিড-১৯ টিকার অনুমোদন দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এর কয়েকমাস আগে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছিল দেশটি।

বুধবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ৫ বছরের কমবয়সী শিশুদের জন্য তাদের করোনা টিকার অনুমোদনের জন্য মঙ্গলবার আবেদনের প্রক্রিয়া শুরু করে ফাইজার-বায়োএনটেক। এরপরই বিষয়টি বিবেচনায় নেয় মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। চলতি মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবং তাদের জার্মানভিত্তিক অংশীদার বায়োএনটেক মঙ্গলবার জানায়, ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের শরীরে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন চেয়ে আবেদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) জরুরি জনস্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয়তা পূরণের তাগিদেই এই আবেদন প্রক্রিয়া শুরু করা হয়।

অবশ্য গত ডিসেম্বরে ফাইজার জানিয়েছিল যে, তাদের করোনা টিকা কিশোর ও প্রাপ্তবয়স্কদের মতো ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের শরীরে প্রত্যাশা অনুযায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারেনি। এফডিএ ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) চূড়ান্ত জরুরি অনুমোদন দিলে ফেব্রুয়ারির শেষের দিকে ভ্যাকসিনটির ব্যবহার শুরু হতে পারে।

এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকক জানিয়েছেন, ৫ বছরের কমবয়সী শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর একটি করোনা টিকা পাওয়ার বিষয়টি আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। তিনি আরও বলেন, ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাইজারকে আবেদন জমা দিতে বলা হয়েছিল।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ৫ বছরের কমবয়সী শিশুদের শরীরে প্রয়োগের জন্য টিকার অনুমোদন দেওয়া হবে কি না সে বিষয়ে আলোচনা করতে আগামী ১৫ ফেব্রুয়ারি বৈঠকে বসবেন সংস্থার বাইরের একটি বিশেষজ্ঞ কমিটি। বৈঠকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সিডিসি’র বিশেষজ্ঞরা আলোচনায় বসবেন এবং কিভাবে অল্পবয়সী শিশুদের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেটি নির্ধারণ করবেন।

এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে গত বছরের অক্টোবর মাসের শেষে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দিতে সুপারিশ করে এফডিএ বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সেসময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

এরপরই সপ্তাহখানেকের মধ্যে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার এই দেশটিতে বর্তমানে ৫ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ১৬৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৪ হাজার ১৫৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৬২ হাজার ৬৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জনে।

The post যুক্তরাষ্ট্রে ৫ বছরের কমবয়সী শিশুরাও টিকা পাবে first appeared on UK BANGLA.

The post যুক্তরাষ্ট্রে ৫ বছরের কমবয়সী শিশুরাও টিকা পাবে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/02/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae/feed/ 0