দক্ষিণ আফ্রিকা - UK BANGLA News Site Tue, 30 Aug 2022 04:00:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png দক্ষিণ আফ্রিকা - UK BANGLA 32 32 দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী https://ukbangla.live/2022/08/30/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%2597%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/08/30/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac/#respond Tue, 30 Aug 2022 03:52:55 +0000 https://ukbangla.live/?p=14900 দক্ষিণ আফ্রিকায় নিজ বাসায় থেকে শান্তা ইসলাম (২২) নামে প্রবাসী বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার প্রাথমিক আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সুমন মিয়া পলাতক। দেশটির পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গে এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সুমন মিয়ার সঙ্গে বসবাস করতেন শান্তা ইসলাম। সিনথিয়া শিকদার নামে […]

The post দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ আফ্রিকায় নিজ বাসায় থেকে শান্তা ইসলাম (২২) নামে প্রবাসী বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার প্রাথমিক আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী সুমন মিয়া পলাতক।

দেশটির পুমালাঙ্গা প্রদেশের লাইডেনবার্গে এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী সুমন মিয়ার সঙ্গে বসবাস করতেন শান্তা ইসলাম। সিনথিয়া শিকদার নামে এক টিকটক আইডিতে তিনি বেশ সবর ছিলেন।

রোববার (২৮ আগস্ট) ঘরের দরজা ভেঙে শান্তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

জানা গেছে, শান্তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার ফলপাড়া গ্রামে। সুমন মিয়ার বাড়ি একই জেলার বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামে।

নিহত শান্তার এক আত্মীয়ের বরাত দিয়ে কমিউনিটি নেতা শফিকুর রহমান জানান, শান্তা তার বাবা-মায়ের একমাত্র সন্তান। সুমনের সঙ্গে তার মোবাইল ফোনে বিয়ে হয়। এরপর দক্ষিণ আফ্রিকায় সুমনের কাছে চলে আসেন শান্তা।

নিহতের পরিবারের অভিযোগ, দক্ষিণ আফ্রিকা যাওয়ার কয়েক মাস পর থেকেই শান্তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন সুমন। বিভিন্ন সময় শান্তার পরিবার থেকে ব্যবসার জন্য মোটা অংকের টাকা পাঠাতে বাধ্য করেন সুমন। ওই অর্থ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন সুমন।

শফিকুর রহমান বলেন, শান্তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক আত্মীয়কে খোঁজ নিতে পাঠায় তার পরিবার। শান্তার ওই আত্মীয় বাসার দরজা তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে মেঝেতে পড়ে থাকা শান্তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, কী কারণে এ হত্যা তা এখনো স্পষ্ট নয়। ঘটনা উদঘাটনে তদন্ত করছে স্থানীয় প্রশাসন। ঘটনার পর থেকে সুমন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে ধরতে দক্ষিণ আফ্রিকার পুলিশ কাজ করছে।

The post দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকা গিয়ে খুন বাংলাদেশি তরুণী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/30/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac/feed/ 0
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩০০ https://ukbangla.live/2022/04/14/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25ad%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/04/14/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9/#respond Thu, 14 Apr 2022 05:51:23 +0000 https://ukbangla.live/?p=7253 গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে বন্যার কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশের বাসিন্দারা। বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩শ’ ছাড়িয়েছে। এক সরকারী কর্মকর্তা এএফপি’কে এ কথা জানান। খবর রয়টার্সের। এছাড়াও পানিবন্দি হয়ে রয়েছেন আরও কয়েক হাজার মানুষ। অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এ […]

The post দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩০০ first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩০০ appeared first on UK BANGLA.

]]>
গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে বন্যার কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশের বাসিন্দারা।

বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩শ’ ছাড়িয়েছে। এক সরকারী কর্মকর্তা এএফপি’কে এ কথা জানান। খবর রয়টার্সের।

এছাড়াও পানিবন্দি হয়ে রয়েছেন আরও কয়েক হাজার মানুষ। অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ দিকে ভূমিধসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে বন্ধ হয়ে গেছে ট্রেন যোগাযোগ।

বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হওয়ার পাশা পাশি অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র নোনালা এনডলোভু বলেছেন, ১৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত কেজেডএন-এ (কোয়াজুলু-নাটাল প্রদেশ) বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৬ জনে।

The post দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩০০ first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩০০ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/14/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9/feed/ 0
দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৫৯ জনের মৃত্যু https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a7%25ab https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab/#respond Wed, 13 Apr 2022 04:55:35 +0000 https://ukbangla.live/?p=7161 দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬০ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র। এ প্রদেশের সহযোগিতা পরিচালনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রবল বর্ষণের ফলে ৫৯ জনের প্রাণহানি হয়েছে এবং আরও প্রতিবেদন এলে এ সংখ্যা আরও বাড়ার […]

The post দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৫৯ জনের মৃত্যু first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৫৯ জনের মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবান এবং পার্শ্ববর্তী কওয়াজুলু-নাতাল প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬০ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

এ প্রদেশের সহযোগিতা পরিচালনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রবল বর্ষণের ফলে ৫৯ জনের প্রাণহানি হয়েছে এবং আরও প্রতিবেদন এলে এ সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে।’

খবরে বলা হয়, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভূমিধসের কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে ট্রেন সার্ভিস বন্ধ হয়ে গেছে।

বেসরকারি জরুরি ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক প্লাবিত হতে এবং অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে।

কওয়াজুলু-নাতাল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ লোকজনকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে এবং নিচু এলাকায় বসবাস করা লোকদের উচু এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

প্রাদেশিক প্রধানমন্ত্রী সিহলি জিকালা সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এ দুর্যোগে বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক সহযোগিতা বিভাগ জানায়, সেখানে সামরিক বাহিনীর সহযোগিতায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

The post দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৫৯ জনের মৃত্যু first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৫৯ জনের মৃত্যু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/13/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab/feed/ 0
ব্যাটারদের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ https://ukbangla.live/2022/04/10/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/04/10/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa/#respond Sun, 10 Apr 2022 03:37:25 +0000 https://ukbangla.live/?p=6887 বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বোলিং নৈপুন্যের পর পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট করে বাংলাদেশ। তবে নিজেদের ইনিংস শুরু করে বিপদে পড়েছে টাইগাররা। ৫ উইকেটে ১৩৯ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ৩১৪ রানে পিছিয়ে টাইগাররা। বল হাতে ১৩৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে […]

The post ব্যাটারদের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post ব্যাটারদের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের বোলিং নৈপুন্যের পর পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৪৫৩ রানে অলআউট করে বাংলাদেশ। তবে নিজেদের ইনিংস শুরু করে বিপদে পড়েছে টাইগাররা। ৫ উইকেটে ১৩৯ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে এখনও ৩১৪ রানে পিছিয়ে টাইগাররা। বল হাতে ১৩৫ রানে ৬ উইকেট নেন তাইজুল।

তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৫ উইকেটে ২৭৮ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরিনি ১০ ও ওয়াইন মুল্ডার খালি হাতে দিন শেষ করেছিলেন।

আজ খালেদ আহমেদের করা দিনের প্রথম ওভারের শেষ বলে ভেরিনির বিপক্ষে লেগ বিফোর আউটের আবেদন করেছিলো বাংলাদেশ। কিন্তু তাতে আম্পায়ার সাড়া না দিলে, রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু রিভিউতে সফল হতে পারেনি বাংলাদেশ।

দিনের সপ্তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩শ স্পর্শ করে। ঐ ওভারের চতুর্থ বলে ভেরেনিকে দারুন ডেলিভারিতে বোল্ড করেন খালেদ। ৪৮ বলে ২২ রান করেন ভেরেনি।

এরপর উইকেটে এসে বাংলাদেশ বোলারদের উপর চড়াও জন কেশব মাহরাজ। তাইজুলকে পরপর দুই ওভারে ২টি ছক্কাও মারেন তিনি। বাদ যাননি মিরাজও। তার একটি ওভারে একটি করে চার-ছক্কা মারেন মহারাজ। বাংলাদেশের দুই স্পিনারকে সাচ্ছেন্দ্যে খেলেছেন মহারাজ। ১১২তম ওভারে মিরাজকে ছক্কা মেরে ৫০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহারাজ।

মহারাজের হাফ-সেঞ্চুরির মাঝে বাংলাদেশকে উইকেট উপহার দেন তাইজুল। নিজের ৩৯তম ওভারে মুল্ডারকে বোল্ড করেন তাইজুল। ৩৩ রানে থামেন তাইজুল। সপ্তম উইকেটে ১০০ বলে ৮০ রান যোগ করেছিলেন মহারাজ ও মুল্ডার।

রানের গতি ধরে রেখে সেঞ্চুরির পথেই ছিলেন মহারাজ। তবে তার পথে বাঁধা হয়ে দাঁড়ান তাইজুল। ব্যক্তিগত ৮৪ রানে মহারাজকে বোল্ড করেন তাইজুল। তার ৯৫ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিলো। মহারাজকে থামিয়ে টেস্ট ক্যারিয়ারে দশমবারের মত পাঁচ উইকেট নেন তাইজুল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম।
দলীয় ৪১৮ রানে মহারাজের বিদায়ের পর, ৪৫৩তে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের শেষ দুই উইকেট নেন তাইজুল ও মিরাজ।

বাংলাদেশের পক্ষে বল হাতে ৫০ ওভারে ১৩৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। ১০০ রানে ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ। ৮৫ রানে ১ উইকেট নেন মিরাজ।
দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম বলেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় টাইগাররা। খালি হাতে ফিরেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান জয়। এরপর ৭৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার তামিম ইকবাল ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত।

তামিমকে ৪৭ ও শান্তকে ৩৩ রানে থামান মুল্ডার। ৫৭ বলে ৮টি চারে তামিম এবং ৭৪ বলে ৬টি চারে নিজের ইনিংস সাজান শান্ত।

মিডল-অর্ডারে অধিনায়ক মোমিনুল ৬ ও লিটন ১১ রানের বেশি করতে পারেননি। এতে ১২২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তবে ইয়াসির আলিকে নিয়ে দিন শেষ করেছেন মুশফিকুর রহিম। মুুশফিক ৩০ ও ইয়াসির ৮ রানে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকার মুল্ডার ৩টি ও ওলিভিয়ের ২টি উইকেট নেন।

স্কোর কার্ড (টস- দক্ষিণ আফ্রিকা) :
দক্ষিণ আফ্রিকা ইনিংস (আগের দিন ২৭৮/৫, ৯০ ওভার, ভেরিনি ১, মুল্ডার ০) :
এলগার ক লিটন ব তাইজুল ৭০
এরইউ ক লিটন ব খালেদ ২৪
পিটারসেন এলবিডব্লু ব তাইজুল ৬৪
বাভুমা এলবিডব্লু ব খালেদ ৬৭
রিকেলটন ক ইয়াসির ব তাইজুল ৪২
ভেরেনি বোল্ড ব খালেদ ২২
মুল্ডার বোল্ড ব তাইজুল ৩৩
মহারাজ বোল্ড ব তাইজুল ৮৪
হার্মার স্টাম্প লিটন ব তাইজুল ২৯
উইলিয়ামস এলবিডব্লু ব মিরাজ ১৩
ওলিভিয়ের অপরাজিত ০
অতিরিক্ত (লে বা-৩, নো-১, ও-১) ৫
মোট (অলআউট, ১৩৬.২ ওভার) ৪৫৩
উইকেট পতন : ১/৫২ (এরইউ), ২/১৩৩ (এলগার), ৩/১৮৪ (পিটারসেন), ৪/২৬৭ (রিকেলটন), ৫/২৭১ (বাভুমা), ৬/৩০০ (ভেরেনি), ৭/৩৮০ (মুল্ডার), ৮/৪১৮ (মহারাজ), ৯/৪৫৩ (হার্মার), ১০/৪৫৩ (উইলিয়ামস)।
বাংলাদেশ বোলিং :
খালেদ : ২৯-৬-১০০-৩,
মিরাজ : ২৬.২-৪-৮৫-১,
এবাদত : ২৮-৩-১২১-০ (ও-১),
তাইজুল : ৫০-১০-১৩৫-৬ (নো-১),
শান্ত : ৩-০-৯-০।
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল এলবিডব্লু ব মুল্ডার ৪৭
মাহমুদুল হাসান জয় ০
নাজমুল হোসেন শান্ত এলবিডব্লু ব মুল্ডার ৩৩
মোমিনুল হক এলবিডব্লু ব মুল্ডার ৬
মুশফিকুর রহিম অপরাজিত ৩০
লিটন দাস বোল্ড ব ওলিভিয়ের ১১
ইয়াসির আলি অপরাজিত ৮
অতিরিক্ত (বা-৪) ৪
মোট (৫ উইকেট, ৪১ ওভার) ১৩৯
উইকেট পতন : ১/৩ (জয়), ২/৮২ (তামিম), ৩/৮৫ (শান্ত), ৪/১০০ (মোমিনুল), ৫/১২২ (লিটন)।
দক্ষিণ আফ্রিকা বোলিং :
ওলিভিয়ের : ৯-৪-১৭-২,
উইলিয়ামস : ৮-২-৩০-০,
হার্মার : ৭-১-৩১-০,
মহারাজ : ১১-১-৪২-০,
মুল্ডার : ৬-৩-১৫-৩।

The post ব্যাটারদের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post ব্যাটারদের ব্যর্থতায় বিপদে বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/10/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa/feed/ 0
দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন https://ukbangla.live/2022/03/19/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/03/19/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4/#respond Sat, 19 Mar 2022 06:07:23 +0000 https://ukbangla.live/?p=5222 প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই প্রথমবারের মতো তিন ফরম্যাটের ক্রিকেট ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সফররত বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৮ রানে জয়লাভ করে। আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমি শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় জাতীয় […]

The post দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন appeared first on UK BANGLA.

]]>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই প্রথমবারের মতো তিন ফরম্যাটের ক্রিকেট ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সফররত বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৮ রানে জয়লাভ করে।

আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমি শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

The post দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/19/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4/feed/ 0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের https://ukbangla.live/2022/03/19/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%90/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2590 https://ukbangla.live/2022/03/19/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%90/#respond Sat, 19 Mar 2022 01:58:49 +0000 https://ukbangla.live/?p=5176 দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোন জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা […]

The post দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল।

গতরাতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোন জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেল বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করে লিটন দাস-সাকিব আল হাসান ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের। জবাবে প্রোটিয়াদের ২৭৬ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা।

এই জয়ে বিশ্বকাপ সুপার লিগের টেবিলে ১৬ ম্যাচে অংশ নিয়ে ১১ জয় ও ৫ হারে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বাংলাদেশ। আর ১১ ম্যাচে ৩ জয়, ৬ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারনে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে দারুন সূচনা এনে দেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। ২১ দশমিক ৩ ওভার ব্যাট করে ৯৫ রানের জুটি করেন তারা। তবে শুরুটা সাবধানী ছিলো তামিম-লিটনের। ৯১ বল খেলে দলের স্কোর ৫০ স্পর্শ করেন তারা। ১৯তম ওভারে স্পিনার কেশব মহারাজের বলে ১টি ছক্কা ও ২টি চারে ১৬ রান নেন লিটন।

২২তম ওভারে তামিমের আউটে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন স্বাগতিক পেসার আন্দিলে ফেলুকুওয়া। লেগ বিফোর হওয়ার আগে ৬৭ বল খেলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪১ রান করেন তামিম। দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটন-তামিম যে কোন উইকেটে সর্বোচ্চ ৯৫ রান যোগ করেন।

তামিমের আউটের পর ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। হাফ সেঞ্চুরির পুর্ন হওয়ার পরের ডেলিভারিতে মহারাজের বলে বোল্ড হন লিটন। ৬৭ বল খেলে ৫০ রান করেন তিনি। ৫টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান লিটন।

চার নম্বরে নামা মুশফিকুর রহিম, ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১২ বলে ৯ রান করেন তিনি।

দলীয় ১২৪ রানে মুশফিক ফেরার পর দলের রানের চাকা ঘুড়িয়েছেন সাকিব আল হাসান ও ইয়াসির আলি। উইকেটে সেট হয়ে দ্রুত রান তুলেছেন তারা। ৩৮তম ওভারের শেষ বলে ছক্কা মেরে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সাকিব। ৫০তম হাফ-সেঞ্চুরি করতে ৫০ বলই খেলেন সাকিব।

হাফ-সেঞ্চুরির পর মারমুখী হয়ে উঠেন সাকিব। পরের ১৪ বল থেকে ২৭ রান তুলেন তিনি। ব্যক্তিগত ৭৭ রানে সাকিবকে থামান লুঙ্গি এনগিডি। আউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের পথে ৬৪ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কা মারেন সাকিব। ইয়াসিরের সাথে ৮২ বলে ১১৫ রান যোগ করেন সাকিব।

৪২তম ওভারে সাকিবের আউটের আগের বলেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন ইয়াসির। পরের ওভারের প্রথম বলে বোলার রাবাদাকে ক্যাচ দিয়ে আউট হন ইয়াসির। ৪৪ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন ইয়াসির।

সাকিব-ইয়াসিরের পর মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ছোট-ছোট দু’টি ইনিংস খেলেন। এতে দলীয় ৩শ রানের পথ সহজ হয় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৩১৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

৪৯তম ওভারে ছক্কা মেরে বাংলাদেশের স্কোর ৩শতে নেন মেহেদি হাসান মিরাজ। শেষ ওভারেও ১টি ছক্কা হাকান মিরাজ। শেষ পর্যন্ত ১৩ বলে ২টি ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন মিরাজ। ৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। মাহমুদুল্লাহ ১৭ বলে ২৫ ও আফিফ ১৩ বলে ১৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার র্মাকো জানসেন-মহারাজ ২টি করে উইকেট নেন।

ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে শেষবারের মত দেখা হয়েছিলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। ম্যাচে প্রোটিয়াদের জয়ের জন্য ৩৩১ রানের টার্গেট দিয়েছিলো বাংলাদেশ। টার্গেট স্পর্শ করতে পারেনি প্রোটিয়ারা।

এবার ঘরের মাঠের সুবিধা নিয়ে টার্গেট স্পর্শের স্বপ্ন ছিলো দক্ষিণ আফ্রিকার। তবে প্রোটিয়াদের ভালো শুরু করতে দেননি বাংলাদেশের বোলাররা। ৩৬ রানের মধ্যে স্বাগতিকদের তিন ব্যাটারকে ফেরত পাঠান দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ওপেনার কাইল ভেরেনিকে ২১ ও মার্করামকে ০ রানে শিকার করেন তাসকিন। আরেক ওপেনার মালানকে ৪ রানে থামান শরিফুল।

শুরুর ধাক্কাতেই পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে খেলায় ফেরান ডুসেন ও অধিনায়ক তেম্বা বাভুমা। দলের স্কোর শতরান স্পর্শ করেন তারা। জমে যাওয়া এই জুটি ভাঙ্গতে চেষ্টা চালিয়ে যান বাংলাদেশ অধিনায়ক তামিম।

অবশেষে ২৭তম ওভারে তামিমের মুখে হাসি ফোটান শরিফুল। ৫৫ বলে ৩১ রান করা বাভুমাকে আউট করেন শরিফুল।

বাভুমাকে হারালেও, ভড়কে যাননি ডুসেন। ডেভিড মিলারকে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। ওয়ানডে ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরি তুলে নেন ডুসেন।

হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। তবে তার পথে কাঁটা হয়ে দাঁড়ান তাসকিন। ৯৮ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৮৬ রান করা ডুসেন শিকার হন তাসকিনের।

ডুসেনের আউটের পর দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে পুরোপুরিভাবে ছিটকে ফেলেন স্পিনার মিরাজ। ৪২তম ওভারে ফেলুকুওয়াওকে, আর ৪৪তম ওভারেই জানসেন ও রাবাদাকে এবং ৪৬তম ওভারে মিলারকে শিকার করেন মিরাজ। এতে ৪ উইকেটে ১৯১ থেকে ৯ উইকেটে ২৪২ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার। মিরাজের তোপে ৫১ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা।

শেষদিকে বাংলাদেশের জয়কে দীর্ঘায়িত করেন মহারাজ ও এনগিডি। শেষ উইকেটে ২০ বলে ৩৪ রান করেন তারা। শেষ ব্যাটার হিসেবে মহারাজকে বিদায় দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৪৮ দশমিক ৫ ওভারে ২৭৬ রানে থামিয়ে দেন মাহমুদুল্লাহ।

৫৭ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৫৭ বলে ৭৯ রান করে দক্ষিণ আফ্রিকার হার ঠেকাতে পারেননি মিলার। মহারাজ ২৩ ও এনগিডি অপরাজিত ১৫ রান করেন।

বাংলাদেশের মিরাজ ৬১ রানে ৪ উইকেট নেন। তাসকিন ৩৬ রানে ৩টি, শরিফুল ৪৭ রানে ২ উইকেট নেন। ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে উইকেট শুন্য থাকলেও, ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

স্কোর কার্ড : (টস-দক্ষিণ আফ্রিকা)

বাংলাদেশ ব্যাটিং :

তামিম ইকবাল এলবিডব্লূ ব ফেলুকুওয়াও ৪১

লিটন দাস বোল্ড ব মহারাজ ৫০

সাকিব আল হাসান এলবিডব্লূ ব এনগিদি ৭৭

মুশফিকুর রহিম ক মিলার ব মহারাজ ৯

ইয়াসির আলি ক এন্ড ব রাবাদা ৫০

মাহমুদুল্লাহ রিয়াদ ক ডুসেন ব জানসেন ২৫

আফিফ হোসেন ক ডুসেন ব জানেসেন ১৭

মেহেদি হাসান মিরাজ অপরাজিত ১৯

তাসকিন আহমেদ অপরাজিত ৭

অতিরিক্ত (বা-৩, লে বা-৩, নো-২, ও-১১) ১৯

মোট (৭ উইকেট, ৫০ ওভার) ৩১৪

উইকেট পতন : ১/৯৫ (তামিম), ২/১০৪ (লিটন), ৩/১২৪ (মুশফিক), ৪/২৩৯ (সাকিব), ৫/২৪৩ (ইয়াসির), ৬/২৭২ (আফিফ), ৭/২৮৮ (মাহমুদুল্লাহ)।

দক্ষিণ আফ্রিকা বোলিং :

এনগিদি : ১০-১-৭৫-১ (ও-১),

রাবাদা : ১০-০-৫৭-১ (ও-২),

জানসেন : ১০-১-৫৭-২ (ও-২, নো-১),

মহারাজ : ১০-০-৫৬-২,

ফেলুকুওয়াও : ১০-১-৬৩-১ (ও-৬, ও-১)।

দক্ষিণ আফ্রিকা ইনিংস :

ভেরেনি এলবিডব্লু ব তাসকিন ২১

মালান ক মুশফিক ব শরিফুল ৪

বাভুমা ক মুশফিক ব শরিফুল ৩১

মার্করাম ক মিরাজ ব তাসকিন ০

ডুসেন ক ইয়াসির ব তাসকিন ৮৬

মিলার স্টাম্প মুশফিক ব মিরাজ ৭৯

ফেলেকুওয়াও ক লিটন ব মিরাজ ২

জানসেন ক তামিম ব মিরাজ ২

রাবাদা ক এন্ড ব মিরাজ ১

মহারাজ এলবিডব্লু ব মাহমুদুল্লাহ ২৩

এনগিডি অপরাজিত ১৫

অতিরিক্ত (বা-৪, ও-৮) ১২

মোট (অলআউট, ৪৮.৫ ওভার) ২৭৬

উইকেট পতন : ১/১৮ (মালান), ২/৩৬ (ভেরেনি), ৩/৩৬ (মার্করাম), ৪/১২১ (বাভুমা), ৫/১৯১ (ডুসেন), ৬/২০৪ (ফেলুকুওয়াও), ৭/২২৯ (জানসেন), ৮/২৩১ (রাবাদা), ৯/২৪২ (মিলার), ১০/২৭৬ (মহারাজ)।

বাংলাদেশ বোলিং :

সাকিব আল হাসান : ১০-০-৫৪-০,

শরিফুল ইসলাম : ৮-০-৪৭-২,

তাসকিন আহমেদ : ১০-১-৩৬-৩,

মুস্তাফিজুর রহমান : ১০-০-৫০-০ (ও-২),

মেহেদি হাসান মিরাজ : ৯-০-৬১-৪,

মাহমুদুল্লাহ : ১.৫-০-২৪-১।

ফল : বাংলাদেশ ৩৮ রানে জয়ী।

ম্যাচ সেরা : সাকিব আল হাসান (বাংলাদেশ)।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

The post দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/19/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%90/feed/ 0
মধ্যরাতে ঢাকা ছাড়লেন তামিমরা https://ukbangla.live/2022/03/12/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a7%259c%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/03/12/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae/#respond Sat, 12 Mar 2022 04:03:49 +0000 https://ukbangla.live/?p=4572 তিন ভাগে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে প্রথম বহরে শুক্রবার সকালে দক্ষিণ আফ্রিকায় গেছেন চারজন ক্রিকেটার এবং চারজন অন্যান্য সদস্য। এবার দ্বিতীয় ধাপে গতকাল মধ্যরাতে ঢাকা ছেড়েছেন তামিম ইকবালরা। শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ আফ্রিকায় যায় প্রথম দল। প্রথম বহরে ছিলেন আট জন সদস্য। তাঁরা হলেন, চার ক্রিকেটার নাসুম আহমেদ, […]

The post মধ্যরাতে ঢাকা ছাড়লেন তামিমরা first appeared on UK BANGLA.

The post মধ্যরাতে ঢাকা ছাড়লেন তামিমরা appeared first on UK BANGLA.

]]>
তিন ভাগে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে প্রথম বহরে শুক্রবার সকালে দক্ষিণ আফ্রিকায় গেছেন চারজন ক্রিকেটার এবং চারজন অন্যান্য সদস্য। এবার দ্বিতীয় ধাপে গতকাল মধ্যরাতে ঢাকা ছেড়েছেন তামিম ইকবালরা।

শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ আফ্রিকায় যায় প্রথম দল। প্রথম বহরে ছিলেন আট জন সদস্য। তাঁরা হলেন, চার ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন, নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম এবং টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

রাতে দেশ ছাড়ে অধিনায়কসহ বড় বহর। যেখানে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজরা ছিলেন। সবশেষ বহর যাবে আজ সকাল পৌনে ১১টার দিকে।

দক্ষিণ আফ্রিকাতে পৌঁছে শুধু রোববার বিশ্রামে থাকবে বাংলাদেশ। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজ শুরু হবে। তাই মাঝে মাত্র চার দিন অনুশীলন নেওয়ার সুযোগ পাবেন ওয়ানডে দলের সদস্যেরা। সিরিজের বাকি দুই ওয়ানডে ২০ ও ২৩ মার্চ। ওয়ানডে শেষে শুরু হবে টেস্ট সিরিজ। দুটি টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এবং ৮ থেকে ১২ এপ্রিল।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ছয় টেস্ট এবং ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। একটি ম্যাচও জিততে পারেনি দল। এবার কেমন করে সেটিই দেখার বিষয়। তবে, আইসিসি বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

The post মধ্যরাতে ঢাকা ছাড়লেন তামিমরা first appeared on UK BANGLA.

The post মধ্যরাতে ঢাকা ছাড়লেন তামিমরা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/12/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
দক্ষিণ আফ্রিকা গেল টাইগারদের প্রথম বহর https://ukbangla.live/2022/03/11/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%2597%25e0%25a6%25be https://ukbangla.live/2022/03/11/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be/#respond Fri, 11 Mar 2022 06:14:36 +0000 https://ukbangla.live/?p=4500 তিন ভাগে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে প্রথম বহরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লো আটজন। তাদের মধ্যে চারজন ক্রিকেটার এবং বাকি চারজন অন্যান্য সদস্য। শুক্রবার (১১ মার্চ) বেলা পৌনে ১১টার ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। তারা হলেন- চার ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত […]

The post দক্ষিণ আফ্রিকা গেল টাইগারদের প্রথম বহর first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকা গেল টাইগারদের প্রথম বহর appeared first on UK BANGLA.

]]>
তিন ভাগে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে প্রথম বহরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লো আটজন। তাদের মধ্যে চারজন ক্রিকেটার এবং বাকি চারজন অন্যান্য সদস্য।

শুক্রবার (১১ মার্চ) বেলা পৌনে ১১টার ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

তারা হলেন- চার ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন। এছাড়া নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।

প্রথম বহর যাওয়ার ১২ ঘণ্টা পর রাত ১১টার ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর। শেষ বহরে ঢাকা শনিবার বেলা পৌনে ১১টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন টেস্ট দলের স্পেশালিস্টরা।

এর বাইরে আরও একটি ছোট্ট গ্রুপ যাবে দক্ষিণ আফ্রিকা। সে দলে থাকবেন বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, চিকিৎসক দেবাশীষ চৌধুরী এবং নতুন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট।

আগামী ১৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে টাইগারদের। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ৩১ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। টেস্ট দলের গ্যারি কারস্টেনের একাডেমিতে ১০ দিনের বিশেষ অনুশীলন করার কথা রয়েছে।

The post দক্ষিণ আফ্রিকা গেল টাইগারদের প্রথম বহর first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকা গেল টাইগারদের প্রথম বহর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/11/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be/feed/ 0
১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা https://ukbangla.live/2022/02/10/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25a8-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259a-%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25b8 https://ukbangla.live/2022/02/10/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8/#respond Thu, 10 Feb 2022 06:33:03 +0000 https://ukbangla.live/?p=1756 আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ বছর (১২ মার্চ) বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর আগেই ঠিক করা ছিল। তিনটি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ওয়ানডে সুপার লিগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে। ক্রিকেট সাউথ আফ্রিকা বুধবার সিরিজ চূড়ান্ত করেছে। আফগানিস্তানের বিপক্ষে […]

The post ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা first appeared on UK BANGLA.

The post ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা appeared first on UK BANGLA.

]]>
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ বছর (১২ মার্চ) বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর আগেই ঠিক করা ছিল। তিনটি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ওয়ানডে সুপার লিগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে।

ক্রিকেট সাউথ আফ্রিকা বুধবার সিরিজ চূড়ান্ত করেছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর।

১৮ মার্চ সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট।

২০০৩ বিশ্বকাপে এই ভেন্যুতে কানাডার কাছে হেরেছিল বাংলাদেশ। ১৯ বছর পর সেখানে বাংলাদেশ প্রথম খেলবে। ৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে গবেরহার সেন্ট জর্জেস পার্কে।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দশম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৩৯ পয়েন্ট। ১০ ম্যাচে মাত্র তিন জয় তাদের। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা চতুর্থ এবং বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। বছরের শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছে। বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি তাদের মাঠে।

The post ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা first appeared on UK BANGLA.

The post ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/10/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8/feed/ 0
দক্ষিণ আফ্রিকায় বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যা https://ukbangla.live/2022/02/08/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25a3-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25a2 https://ukbangla.live/2022/02/08/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a2/#respond Tue, 08 Feb 2022 07:21:36 +0000 https://ukbangla.live/?p=1511 দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের বেননী এলাকায় বাসায় ঢুকে মীর হোসেন মিরাজ নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, অস্ত্রের মুখে মিরাজের বাসাতে থাকা অন্যান্য সদস্যদের বাথরুমের মধ্যে আটকিয়ে রেখে নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র ও ব্যাংকের কার্ড নিয়ে পালিয়ে […]

The post দক্ষিণ আফ্রিকায় বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যা first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকায় বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যা appeared first on UK BANGLA.

]]>
দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের বেননী এলাকায় বাসায় ঢুকে মীর হোসেন মিরাজ নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অস্ত্রের মুখে মিরাজের বাসাতে থাকা অন্যান্য সদস্যদের বাথরুমের মধ্যে আটকিয়ে রেখে নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র ও ব্যাংকের কার্ড নিয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল বাংলাদেশি তরুণ ব্যবসায়ী মিরাজকে বুকে এবং মাথায় বেশ কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

মিরাজের এক ঘনিষ্ঠ আত্মীয় জানিয়েছেন, মিরাজের কোনো শত্রু ছিলো না। এই হত্যাকাণ্ড পরিকল্পিত। তরুণ ব্যবসায়ী মীর হোসেন মিরাজের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটি।

The post দক্ষিণ আফ্রিকায় বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যা first appeared on UK BANGLA.

The post দক্ষিণ আফ্রিকায় বাসায় ঢুকে বাংলাদেশিকে গুলি করে হত্যা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/08/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a2/feed/ 0