পশ্চিমবঙ্গ - UK BANGLA News Site Thu, 13 Oct 2022 04:27:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png পশ্চিমবঙ্গ - UK BANGLA 32 32 দুর্গাপূজা ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবঙ্গে https://ukbangla.live/2022/10/13/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2582%25e0%25a6%259c%25e0%25a6%25be-%25e0%25a6%2598%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a7%25ab%25e0%25a7%25a6-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/10/13/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 13 Oct 2022 04:27:17 +0000 https://ukbangla.live/?p=16656 দুর্গাপূজা ঘিরে বরাবরই অন্যরকম এক উৎসবে মেতে ওঠে পশ্চিমবঙ্গ। তবে করোনা মহামারির কারণে গত দু’বছর উৎসবে ভাটা পড়েছিল। সেই ধাক্কা কাটিয়ে এবার আগের মতো উৎসব হয়েছে। আর এই উৎসব ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে পশ্চিমবঙ্গে। বুধবার বিকেলে এ কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার পূজা উদ্যোক্তাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব বলছে, অন্যান্য […]

The post দুর্গাপূজা ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবঙ্গে first appeared on UK BANGLA.

The post দুর্গাপূজা ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবঙ্গে appeared first on UK BANGLA.

]]>
দুর্গাপূজা ঘিরে বরাবরই অন্যরকম এক উৎসবে মেতে ওঠে পশ্চিমবঙ্গ। তবে করোনা মহামারির কারণে গত দু’বছর উৎসবে ভাটা পড়েছিল। সেই ধাক্কা কাটিয়ে এবার আগের মতো উৎসব হয়েছে। আর এই উৎসব ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে পশ্চিমবঙ্গে।

বুধবার বিকেলে এ কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার পূজা উদ্যোক্তাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব বলছে, অন্যান্য বছরের ব্যবসার পরিমাণকে ছাড়িয়ে গেছে এবারের পূজা। প্রায় তিন লাখ মানুষের আয় হয়েছে এ উৎসব ঘিরে।

পশ্চিমবঙ্গে এবার প্রায় ৪৫ হাজার পূজা হয়েছে। তার মধ্যে চার হাজারের বেশি হয়েছে কলকাতা ও শহরতলির বুকে। স্পন্সনরশিপ বাবদ এসেছে প্রায় ৫০০ কোটি টাকা। রাজ্য সরকারও পূজা কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছে।

পরপর দু’বছর করোনা সংক্রমণের কারণে আয়োজন ঘিরে নানা বিধি-নিষেধ ছিল। ফলে শুধু প্রতিমা বা প্যান্ডেল নয়, পূজার সঙ্গে যুক্ত সবরকমের ব্যবসায় মন্দা ছিল। কিন্তু এবারের চিত্র ভিন্ন, ফলে গতি ফিরেছে ব্যবসায়। জামাকাপড়, জুতা ও অন্যান্য পোশাক সরঞ্জাম, খুচরা বাজার, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, সিনেমা ও অন্যান্য বিনোদন, পণ্যের প্রচার, বিপণনসহ সর্ব খাতেই ভালো ব্যবসা হয়েছে এবার।

একটি সমীক্ষা অনুযায়ী উৎসব ঘিরে ২০১৯ সালের চেয়ে ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপূজো কেবল আনন্দ-উল্লাসের নয়, এই পূজা ঘিরে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞও হয়।

The post দুর্গাপূজা ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবঙ্গে first appeared on UK BANGLA.

The post দুর্গাপূজা ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবঙ্গে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/13/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
আজ থেকে পশ্চিমবঙ্গে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%259c-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a6%25ac%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%259b https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b/#respond Thu, 03 Feb 2022 07:07:26 +0000 https://ukbangla.live/?p=1153 চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও আক্রন্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কোনভাবেই যেন করোনার লাগাম টানা যাচ্ছে না। এরই মধ্যেই আজ (৩ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে পশ্চিমবঙ্গে। আজ থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করার সুযোগ পাচ্ছে। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও সশরীরে ক্লাস শুরু হবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর […]

The post আজ থেকে পশ্চিমবঙ্গে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় first appeared on UK BANGLA.

The post আজ থেকে পশ্চিমবঙ্গে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় appeared first on UK BANGLA.

]]>
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু ও আক্রন্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কোনভাবেই যেন করোনার লাগাম টানা যাচ্ছে না। এরই মধ্যেই আজ (৩ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে পশ্চিমবঙ্গে।

আজ থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করার সুযোগ পাচ্ছে। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও সশরীরে ক্লাস শুরু হবে।

পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর বিষয়ে পাড়ায় পাড়ায় নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

শ্রেণিকক্ষে পাঠদান শুরুর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের বহু স্কুলে চোখে পড়েছে তৎপরতা। কোচবিহার থেকে মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দুই দিনাজপুর—উত্তরবঙ্গের জেলাগুলির স্কুলগুলিতে এ দিন তুঙ্গে উঠেছিল ক্লাসঘর, বেঞ্চ, চেয়ার-টেবিল জীবাণুমুক্ত করার কাজ। একই ছবি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদ-সহ রাজ্যে বহু স্কুলে। বীরভূমে এ দিন স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুনাশের কাজ সরেজমিনে দেখেন জেলা শিক্ষা ও প্রশাসনের কর্তারা। পশ্চিম বর্ধমানে জেলা শিক্ষা ও স্বাস্থ্য দপ্তর, পুলিশ-প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে ‘ভার্চুয়াল’ বৈঠক করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা) সঞ্জয় পাল।

করোনা-বিধি মানার ব্যাপারে বিশেষ সতর্কতা দেখা গিয়েছে স্কুলে-স্কুলে। হুগলির শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইভি সরকার গণমাধ্যমকে বলেন, করোনা-বিধি মানতে কী-কী করতে হবে, পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও এবং অডিও-বার্তা পাঠিয়ে জানানো হয়েছে। থার্মাল গান দিয়ে ছাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হবে। প্রতিটি বেঞ্চে দুই থেকে তিনজনকে বসানোর সিদ্ধান্ত নিয়েছি।

একে অন্যের থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখতেও নানা স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। পুরুলিয়া শহরের শান্তময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী পাল বলেন, স্কুলের ছাত্রী সংখ্যা বেশি হওয়ায় দুভাগে আসতে বলা হয়েছে। প্রথমদিন অর্ধেক ছাত্রী ও পরদিন বাকিরা আসবে।

পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণাংশু মিশ্র জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদে শিক্ষার্থীরা বেশ খুশি। আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা। শিক্ষার্থীদের উপস্থিতিতে এবারের পূজা বেশ জমবে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, অনেক দিন ধরে বিধিনিষেধ চলছে। যদি সারা বছরই এমন চলতে থাকে তাহলে মানুষের জীবনটাই অন্ধকারে ডুবে যাবে। আর জীবন না চললে জীবিকাই বা কীভাবে চলবে। আর মানুষের যদি কর্মক্ষমতা, ক্রয়ক্ষমতা না থাকে, শিল্প চালু না থাকে, কর্মসংস্থানের সুযোগ না থাকে তবে সবকিছু থমকে যাবে।

The post আজ থেকে পশ্চিমবঙ্গে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় first appeared on UK BANGLA.

The post আজ থেকে পশ্চিমবঙ্গে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9b/feed/ 0