ফল - UK BANGLA News Site Sun, 13 Feb 2022 06:47:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ফল - UK BANGLA 32 32 কোন বোর্ডে কত পাসের হার https://ukbangla.live/2022/02/13/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a7%258b%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a6%25a4-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/02/13/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 13 Feb 2022 06:47:05 +0000 https://ukbangla.live/?p=2256 এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠান থেকেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানান। এবার এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়। […]

The post কোন বোর্ডে কত পাসের হার first appeared on UK BANGLA.

The post কোন বোর্ডে কত পাসের হার appeared first on UK BANGLA.

]]>
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠান থেকেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানান।

এবার এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৫২ শতাংশ, যশোর বোর্ডে ৯৮ দশমিক ১১ শতাংশ, সিলেট বোর্ডে ৯৪ দশমিক ৮০ শতাংশ, বরিশাল বোর্ডে ৯৫ দশমিক ৭৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৭ দশমিক ৪৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯২ দশমিক ৪৩ শতাংশ, রাজশাহী ৯৭ দশমিক ২৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৯৫ দশমিক ৭১ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৯ দশমিক ৩৯ শতাংশ, মাদরাসা বোর্ডে ৯৫ দশমিক ৪৯ ৯২.৮৫ ও কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

The post কোন বোর্ডে কত পাসের হার first appeared on UK BANGLA.

The post কোন বোর্ডে কত পাসের হার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/13/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
এইচএসসির ফল জানা যাবে যেভাবে https://ukbangla.live/2022/02/13/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%2587%25e0%25a6%259a%25e0%25a6%258f%25e0%25a6%25b8%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25ab%25e0%25a6%25b2-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25ad https://ukbangla.live/2022/02/13/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad/#respond Sun, 13 Feb 2022 02:46:29 +0000 https://ukbangla.live/?p=2209 ২০২১ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি যোগ দিয়ে ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। […]

The post এইচএসসির ফল জানা যাবে যেভাবে first appeared on UK BANGLA.

The post এইচএসসির ফল জানা যাবে যেভাবে appeared first on UK BANGLA.

]]>
২০২১ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি যোগ দিয়ে ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখবে। এরপর তা ১৬২২২ নম্বরে এসএমএস আকারে পাঠাবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরের বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

The post এইচএসসির ফল জানা যাবে যেভাবে first appeared on UK BANGLA.

The post এইচএসসির ফল জানা যাবে যেভাবে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/13/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad/feed/ 0
এইচএসসির ফল প্রকাশ ১৩ ফেব্রুয়ারি https://ukbangla.live/2022/02/10/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%2587%25e0%25a6%259a%25e0%25a6%258f%25e0%25a6%25b8%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25ab%25e0%25a6%25b2-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b6-%25e0%25a7%25a7%25e0%25a7%25a9-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/02/10/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac/#respond Thu, 10 Feb 2022 17:27:55 +0000 https://ukbangla.live/?p=1987 এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি)। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]

The post এইচএসসির ফল প্রকাশ ১৩ ফেব্রুয়ারি first appeared on UK BANGLA.

The post এইচএসসির ফল প্রকাশ ১৩ ফেব্রুয়ারি appeared first on UK BANGLA.

]]>
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২১ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

এর আগে দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিনই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরের বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

শিক্ষা বোর্ড জানিয়েছে, সব জটিলতার অবসান ঘটিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে।

The post এইচএসসির ফল প্রকাশ ১৩ ফেব্রুয়ারি first appeared on UK BANGLA.

The post এইচএসসির ফল প্রকাশ ১৩ ফেব্রুয়ারি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/10/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a7%a7%e0%a7%a9-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac/feed/ 0
এইচএসসি ও সমমানের ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে https://ukbangla.live/2022/02/03/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%ab%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%2587%25e0%25a6%259a%25e0%25a6%258f%25e0%25a6%25b8%25e0%25a6%25b8%25e0%25a6%25bf-%25e0%25a6%2593-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ab%25e0%25a6%25b2-%25e0%25a7%25a7%25e0%25a7%25aa-%25e0%25a6%25ab%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/03/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%ab%e0%a7%87/#respond Thu, 03 Feb 2022 15:09:40 +0000 https://ukbangla.live/?p=1181 ২০২১ সালের এইচএসসি-সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। চলতি সপ্তাহে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে গত সপ্তাহে ঢাকা মাধ্যমিক ও উচ্চ […]

The post এইচএসসি ও সমমানের ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে first appeared on UK BANGLA.

The post এইচএসসি ও সমমানের ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে appeared first on UK BANGLA.

]]>
২০২১ সালের এইচএসসি-সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। চলতি সপ্তাহে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।

সংশ্লিষ্টরা জানান, দেশের বড় এ পাবলিক পরীক্ষার ফল আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন তা প্রকাশ করা হবে।

জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, এইচএসসি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী ৮ ফেব্রুয়ারির পর যেকোনো দিন ফল প্রকাশ করা সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয় যেদিন বলবে সেদিন তা সম্ভব হবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা ১১ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করে ফেলব। এরপর প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। সেটা ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যেই হবে।

The post এইচএসসি ও সমমানের ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে first appeared on UK BANGLA.

The post এইচএসসি ও সমমানের ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%ab%e0%a7%87/feed/ 0