বান্দরবান - UK BANGLA News Site Sat, 30 Apr 2022 08:40:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png বান্দরবান - UK BANGLA 32 32 পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান https://ukbangla.live/2022/04/30/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%259f%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25a3%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a4-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/04/30/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9/#respond Sat, 30 Apr 2022 08:40:37 +0000 https://ukbangla.live/?p=8534 ঈদ মানেই আনন্দ। আর এ আনন্দ ভাগাভাগি করতে সবাই ছুটেন বিনোদনকেন্দ্রগুলোতে। এবারের ঈদে থাকছে লম্বা ছুটি। নয়নাভিরাম প্রকৃতির জেলা বান্দরবান দেখতে ছুটে আসবেন পর্যটকেরা। হবে পর্যটকের উপচে পড়া ভীড়। মন্দা কাটিয়ে আবারও পাহাড়ের পর্যটন অর্থনীতি চাঙা হবে এমনটাই আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাই হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো প্রহর গুনছে পর্যটকদের স্বাগত জানাতে। এদিকে […]

The post পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান first appeared on UK BANGLA.

The post পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান appeared first on UK BANGLA.

]]>
ঈদ মানেই আনন্দ। আর এ আনন্দ ভাগাভাগি করতে সবাই ছুটেন বিনোদনকেন্দ্রগুলোতে। এবারের ঈদে থাকছে লম্বা ছুটি। নয়নাভিরাম প্রকৃতির জেলা বান্দরবান দেখতে ছুটে আসবেন পর্যটকেরা। হবে পর্যটকের উপচে পড়া ভীড়। মন্দা কাটিয়ে আবারও পাহাড়ের পর্যটন অর্থনীতি চাঙা হবে এমনটাই আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাই হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো প্রহর গুনছে পর্যটকদের স্বাগত জানাতে।

এদিকে পর্যটকদের বরণ করতে চলছে নতুন সাজে সাজানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। আর পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসনও।

অপরূপ সৌন্দর্যের লীলভূমি বান্দরবান জেলা। এ জেলায় রয়েছে পর্যটকদের জন্য নয়ন ও প্রাণজুড়ানো সব দর্শনীয় স্থান। কিন্তু রমজানে পাহাড়ে এখন পর্যটকশূন্য। নেই কোনো কোলাহল। তবে ঈদ উপলক্ষে প্রাণচঞ্চলতায় ভরে উঠবে পর্যটন এলাকা।

প্রতিবছর ঈদ এলে পর্যটকে মুখর হয়ে ওঠে বান্দরবান। টানা ছুটি পেয়ে ঈদের আগে ও পরে বান্দরবানে ভ্রমণ করেন হাজার হাজার পর্যটক। এবারও ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় হবে, এমনটা আশা করছেন ব্যবসায়ীরা।

ইতোমধ্যে হোটেল, মোটেল ও রেস্তোরাঁগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন সাজে, চলছে রঙের কাজ। নেওয়া হচ্ছে রুম বুকিংও।

ঈদের টানা ছুটিতে এবার ভালো ব্যবসার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। আর পর্যটকদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

হোটেল হিলটনের ব্যবস্থাপক এস এম আক্কাস উদ্দীন জানিয়েছেন, পর্যটকদের আগমনকে কেন্দ্র করে পুরো রমজান মাসজুড়ে প্রস্তুতি নিচ্ছি। হোটেলের রুমগুলো ভালোভাবে সাজানো হয়েছে। ঈদের পরের দিন থেকে পর্যটকের চাপ রয়েছে। এরই মধ্যে ৫ থেকে ৬ তারিখ হোটেলের ৮০ ভাগ কক্ষ আগাম ভাড়া হয়ে গেছে।

পর্যটনকেন্দ্র নীলাচলের পথে ফানুস রিসোর্টের ব্যবস্থাপক বলেন, পর্যটকদের জন্য আমাদের রিসোর্ট পুরোটাই পরিস্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এর মধ্যে অনেকে কক্ষের জন্য আগাম বুকিং দিয়ে দিয়েছে। মনে হচ্ছে ছুটিতে এবার প্রচুর পর্যটকের সমাগম ঘটবে।

জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, এবারের ঈদে বান্দরবানে প্রচুর পর্যটক আসবেন, এমনটাই ধারণা করছি আমরা। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।

এদিকে পর্যটকদের কথা মাথায় রেখে যানবাহন বিশেষ করে ভাড়া গাড়ির ব্যবসায়ী ও ট্যুর অপারেটররাও প্রস্তুতি নিচ্ছেন। ফোরহুইলার গাড়ির মালিক ও চালকেরা জানিয়েছেন, জেলা ও উপজেলার তিন শতাধিক পর্যটক গাইড, দুই শতাধিক চাঁদের গাড়ির (ফোরহুইল গাড়ি) চালক অপেক্ষার প্রহর গুনছেন।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের এসপি আব্দুল হালিম জানান, আসন্ন ঈদুল ফিতর ও টানা ছুটিতে বান্দরবানে প্রচুর পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান টুরিস্ট পুলিশের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা ট্যুরিস্ট পুলিশ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে। ছুটি পড়বে টানা ছয় দিনের। তাই এবার অর্ধলক্ষ পর্যটকের সমাগম হতে পারে বান্দরবানে।

The post পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান first appeared on UK BANGLA.

The post পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/30/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9/feed/ 0
বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা https://ukbangla.live/2022/03/16/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25ab-%25e0%25a6%25b8%25e0%25a6%25a6%25e0%25a6%25b8%25e0%25a7%258d https://ukbangla.live/2022/03/16/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d/#respond Wed, 16 Mar 2022 04:19:49 +0000 https://ukbangla.live/?p=4936 বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক কর্মী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চাকমা পূনর্বাসন পাড়া এলাকায় গুলিতে […]

The post বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা first appeared on UK BANGLA.

The post বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা appeared first on UK BANGLA.

]]>
বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক কর্মী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের চাকমা পূনর্বাসন পাড়া এলাকায় গুলিতে নিহত ওই ইউপিডিএফ সদস্যের নাম জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫)। তাঁর বাড়ি বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের তেংলুং পাড়ায়।

ইউপিডিএফ গণতান্ত্রিক জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা জানান, নিহত ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী জলন্ত তঞ্চঙ্গ্যা আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। পাহাড়ে আধিপত্য বিস্তারের জন্য টার্গেট করে তাঁকে হত্যা করা হয়েছে।

স্থানীয় টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মাঙইয়ং ম্রো বলেন, ‘একজনকে গুলি করে হত্যার বিষয়টি পাড়াবাসীরা জানিয়েছে। টংকাবতীতে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে, সন্ত্রাসী গোষ্ঠীরা কারা, তা জানি না।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

The post বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা first appeared on UK BANGLA.

The post বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/16/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
বান্দরবানে গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার https://ukbangla.live/2022/03/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/03/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 06 Mar 2022 06:52:10 +0000 https://ukbangla.live/?p=4074 বান্দরবানের রোয়াংছড়ির সীমান্তে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধারে যাচ্ছে বলে জানা গেছে। বান্দরবানে জেলা পুলিশ সুপার জেরিন আখতার সংবাদমাধ্যমে রোববার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন। রোববার সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মোংবাইপাড়া এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা […]

The post বান্দরবানে গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post বান্দরবানে গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
বান্দরবানের রোয়াংছড়ির সীমান্তে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধারে যাচ্ছে বলে জানা গেছে।

বান্দরবানে জেলা পুলিশ সুপার জেরিন আখতার সংবাদমাধ্যমে রোববার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন।

রোববার সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মোংবাইপাড়া এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার দুপু‌রে রোয়াংছ‌ড়ির তালুকদারপাড়ার কা‌ছে আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমংকে হত্যা ক‌রে লাশ নি‌য়ে যায় আ‌রেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা রা‌তে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গু‌লি চালায়।

তা‌দের লাশ নৌকায় ক‌রে এ‌নে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ায় সাঙ্গু নদীর পা‌ড়ে ফে‌লে যায়। রোববার বেলা ১১টার সময় তা‌দের লাশ দেখতে পায় স্থানীয়রা। প‌রে তারা পু‌লিশ‌কে খবর দেয়।

The post বান্দরবানে গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার first appeared on UK BANGLA.

The post বান্দরবানে গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ জন কারাগারে https://ukbangla.live/2022/02/27/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25ab-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%2581%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc-2 https://ukbangla.live/2022/02/27/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-2/#respond Sun, 27 Feb 2022 02:40:11 +0000 https://ukbangla.live/?p=3445 বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে পাড়াপ্রধানসহ তাঁর পরিবারের পাঁচ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার রাতে জবানব‌ন্দির পর বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের বিচারক নুরুল হক তাঁদেরকে কারাগা‌রে পাঠানোর আদেশ দেন। এর আগে ছয় অজ্ঞাতনামাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারা হলেন- রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং […]

The post বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ জন কারাগারে first appeared on UK BANGLA.

The post বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ জন কারাগারে appeared first on UK BANGLA.

]]>
বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে পাড়াপ্রধানসহ তাঁর পরিবারের পাঁচ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার রাতে জবানব‌ন্দির পর বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের বিচারক নুরুল হক তাঁদেরকে কারাগা‌রে পাঠানোর আদেশ দেন।

এর আগে ছয় অজ্ঞাতনামাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তারা হলেন- রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), ক্রংপং ম্রো (৩৮), পা‌সিং ম্রো (২২), ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), রিংয়ং ম্রো (৩৫), ইজাং ম্রো (২৭), থনলক ম্রো (৩৫), পা‌লে ম্রো (২৫), ক্লাংসাই ম্রো (২০), মেন‌প্রে ম্রো (২০), খং‌প্রে ম্রো, কাইং প্রে ম্রো (১৮), মেনরাও ম্রো (২২), মেনয়া ম্রো (২৬), খনতন ম্রো (৪১), মেনয়ং ম্রো (২৪), চাংরাও ম্রো (৩১), থংওয়াই ম্রো (২৪) ও মেনপং ম্রো (৩৭)।

তাঁরা সবাই রুমার গ্যাম‌লেংগা ইউনি য়‌নের পান্তলা মৌজার আবু পাড়ার বা‌সিন্দা।

এ তথ্য নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, গ্রেপ্তার করা ব্যক্তিরা হত্যার বিষয়টি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

The post বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ জন কারাগারে first appeared on UK BANGLA.

The post বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ জন কারাগারে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/27/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-2/feed/ 0
বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ https://ukbangla.live/2022/02/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25ab-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%2581%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc https://ukbangla.live/2022/02/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/#respond Sat, 26 Feb 2022 04:40:52 +0000 https://ukbangla.live/?p=3379 বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে পাড়াপ্রধানসহ তাঁর পরিবারের পাঁচ জনকে হত্যার ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে রুমা থানার পুলিশ। এর আগে ছয় অজ্ঞাতনামাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারা হলেন- রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), ক্রংপং ম্রো (৩৮), পা‌সিং ম্রো (২২), […]

The post বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ first appeared on UK BANGLA.

The post বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ appeared first on UK BANGLA.

]]>
বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে পাড়াপ্রধানসহ তাঁর পরিবারের পাঁচ জনকে হত্যার ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে রুমা থানার পুলিশ।

এর আগে ছয় অজ্ঞাতনামাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তারা হলেন- রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), ক্রংপং ম্রো (৩৮), পা‌সিং ম্রো (২২), ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), রিংয়ং ম্রো (৩৫), ইজাং ম্রো (২৭), থনলক ম্রো (৩৫), পা‌লে ম্রো (২৫), ক্লাংসাই ম্রো (২০), মেন‌প্রে ম্রো (২০), খং‌প্রে ম্রো, কাইং প্রে ম্রো (১৮), মেনরাও ম্রো (২২), মেনয়া ম্রো (২৬), খনতন ম্রো (৪১), মেনয়ং ম্রো (২৪), চাংরাও ম্রো (৩১), থংওয়াই ম্রো (২৪) ও মেনপং ম্রো (৩৭)।

এদিকে, পুলিশি হেফাজতে থাকা হত্যাকাণ্ডের শিকার পাঁচটি মরদেহ আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

গ্রেপ্তাররা সবাই রুমার গ্যালেংগা ইউ‌নিয়‌নের পান্তলা মৌজার আবু পাড়ার বা‌সিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ তথ্য নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, পাঁচ খুনের ঘটনায় গ্যালেঙ্গা ইউনিয়নের আবুপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকটা ফাঁকা হয়ে পড়েছে পাড়ার রাস্তাঘাট। গ্যালেঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

The post বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ first appeared on UK BANGLA.

The post বান্দরবানে ৫ জনকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ২২ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
বান্দরবানে বাবাসহ ৪ ছেলেকে কুপিয়ে হত্যা https://ukbangla.live/2022/02/25/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%aa-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25b9-%25e0%25a7%25aa-%25e0%25a6%259b%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/02/25/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%aa-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/#respond Fri, 25 Feb 2022 09:04:09 +0000 https://ukbangla.live/?p=3341 বান্দরবা‌নের রুমায় বিরোধের জের ধরে বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম […]

The post বান্দরবানে বাবাসহ ৪ ছেলেকে কুপিয়ে হত্যা first appeared on UK BANGLA.

The post বান্দরবানে বাবাসহ ৪ ছেলেকে কুপিয়ে হত্যা appeared first on UK BANGLA.

]]>
বান্দরবা‌নের রুমায় বিরোধের জের ধরে বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রুমার গ্যালেংগা ইউ‌নিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো ব‌লেন, এলাকাবাসীরা পাড়াপ্রধান ও তার চার ছে‌লে‌কে কু‌পি‌য়ে‌ হত্যা করেছে। ওখা‌নে নেট না থাকায় বিস্তা‌রিত জান‌তে পা‌রি‌নি। আমি ঘটনাস্থ‌লে যা‌চ্ছি।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন, রুমার দুর্গম গ্যালেংগা ইউনিয়নের আবুপাড়ায় পাড়াপ্রধানসহ একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে যাচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় পৌঁছাতে দেরি হচ্ছে। আসার পর বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানানো যাবে।

The post বান্দরবানে বাবাসহ ৪ ছেলেকে কুপিয়ে হত্যা first appeared on UK BANGLA.

The post বান্দরবানে বাবাসহ ৪ ছেলেকে কুপিয়ে হত্যা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/25/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%aa-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ https://ukbangla.live/2022/02/03/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a5%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/03/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Thu, 03 Feb 2022 06:12:10 +0000 https://ukbangla.live/?p=1147 বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনাসদস্য। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেনা কর্মকর্তার নাম হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর […]

The post সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ first appeared on UK BANGLA.

The post সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ appeared first on UK BANGLA.

]]>
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনাসদস্য।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা কর্মকর্তার নাম হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। গুলিবিদ্ধ আহত অপর এক সেনাসদস্যের নাম মো. ফিরোজ। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

এ ছাড়া তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

বান্দরবান সেনা রিজিয়ন সূত্রে জানা যায়, বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোনে নিয়োজিত ২৮তম বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বথিপাড়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় ও অপর সেনাসদস্য ফিরোজের পায়ে গুলিবিদ্ধ হয়। এসময় সেনাসদস্যদের পাল্টা গুলিতে তিন জেএসএস সদস্য নিহত হন। ঘটনাস্থলেই সেনা কর্মকর্তা হাবিবুর রহমান মারা যান। আহত সেনাসদস্য ফিরোজকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের একটি সাব-মিশিনগান, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩টি ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, ৫ রাউন্ড গাদা বন্দুকের গুলি, ৫টি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

The post সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ first appeared on UK BANGLA.

The post সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়, এক সেনাসদস্যসহ নিহত ৪ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0