বিএনপি - UK BANGLA News Site Fri, 25 Nov 2022 07:08:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png বিএনপি - UK BANGLA 32 32 সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনই চায় বিএনপি https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a7%2580-%25e0%25a6%25a8%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25a8%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%aa/#respond Fri, 25 Nov 2022 07:07:56 +0000 https://ukbangla.live/?p=18175 বিএনপির দ্বিতীয় পছন্দ অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বরের সমাবেশ করতে দেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে বিরোধী দলটি। তারা নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্তে অটল। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের কাছে বক্তব্য দেয়ার পর রাতে বিএনপির পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় দলটির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি […]

The post সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনই চায় বিএনপি first appeared on UK BANGLA.

The post সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনই চায় বিএনপি appeared first on UK BANGLA.

]]>
বিএনপির দ্বিতীয় পছন্দ অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বরের সমাবেশ করতে দেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে বিরোধী দলটি। তারা নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্তে অটল।

বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের কাছে বক্তব্য দেয়ার পর রাতে বিএনপির পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় দলটির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়নি। নয়াপল্টনের জন্য চেয়েছে।

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করলেও দলটি সবশেষ সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছে, এমন কথা বলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাদের লেটেস্ট দাবি ছিল তারা সোহরাওয়ার্দী উদ্যানে সভা করতে চায়। প্রধানমন্ত্রীও আমাদের বলেছেন যে তারা যেখানেই পারমিশন চেয়েছে সেখানেই যেন দিয়ে দেই।

‘আমিও ডিএমপি কমিশনারকে বলে দিয়েছি বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার পারমিশন দিয়ে দিতে। তাদের সভা করার অনুমতির কথা জানিয়ে দেয়া হবে। তবে বিএনপিকে এই নিশ্চয়তা দিতে হবে যে তারা কোনো ভায়োলেন্স করবেন না, জনদুর্ভোগ সৃষ্টি করবে না।’

এরপর বিএনপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া পাঠানো হয়।

একই দিন সকালে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা নয়াপল্টনে সমাবেশ করতে অনুমতি চেয়েছি। অনুমতি দিলেও ওখানে সমাবেশ করব, না দিলেও সমাবেশ করব সেখানে।’

আগের দিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝামেলা না করে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে পুলিশের প্রতি আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলার পরও বিএনপির নেতার সঙ্গে কথা বলে নিউজবাংলা। সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা সমাবেশে রাজি কি না, এই প্রশ্নে তিনি বলেন, ‘সিদ্ধান্ত হলে জানাব। মিটিং হলে আপনারা জানতে পারবেন।’

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে গত ৮ অক্টোবর থেকে প্রতি শনিবার বিভাগীয় শহরে সমাবেশ করে আসা বিএনপি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় জমায়েত করতে চায়। সেদিন দলটি জড়ো হতে চায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে। ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদনও করেছে তারা।

তবে বিএনপি যে সেখানে অনুমতি পাচ্ছে না, সেটি গত কয়েক দিনে সরকারের বক্তব্যেই উঠে আসে। বিএনপি ১০ লাখ মানুষের জমায়েতের আগাম ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ লাখ মানুষ জমায়েতের মতো জায়গা নেই নয়াপল্টনে। তাই তাদের অন্য জায়গায় সমাবেশ করা উচিত।

এরপর তথ্যমন্ত্রী বিএনপিকে পূর্বাচলে সমাবেশ করার পরামর্শ দিয়ে বলেন, এত মানুষের জমায়েতের মতো আর কোনো জায়গা নেই ঢাকায়।

মন্ত্রী এমনও বলেন, ‘রাস্তায় সমাবেশ করলে গণ্ডগোল করতে সুবিধা হয়। এই দুই উদ্দেশ্যে তারা সেখানে করতে চায়। সরকার তো গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক বক্তব্যে নয়াপল্টনে তাদের সমাবেশ করার কথা বলছেন বেশ জোরেশোরে।

The post সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনই চায় বিএনপি first appeared on UK BANGLA.

The post সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনই চায় বিএনপি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%aa/feed/ 0
বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25b6%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2581-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%2596 https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96/#respond Fri, 18 Nov 2022 09:17:55 +0000 https://ukbangla.live/?p=17935 বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যার জন্য এতো ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনা বেঁচে আছেন এবং এত চক্রান্তের পরও ক্ষমতায় আছেন, এটাই বিএনপির অন্তর্জ্বালা। শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের বক্তব্য […]

The post বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের first appeared on UK BANGLA.

The post বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের appeared first on UK BANGLA.

]]>
বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যার জন্য এতো ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনা বেঁচে আছেন এবং এত চক্রান্তের পরও ক্ষমতায় আছেন, এটাই বিএনপির অন্তর্জ্বালা।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের বক্তব্য দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়। বারবার হত্যার চক্রান্তের পরও মাথা নত করেননি শেখ হাসিনা।

শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা নির্বাচনে টের পাবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর নিয়ে এখন আবার বিএনপির ডিফেন্সিভ মুড কেন? মনে হয় এই তো ক্ষমতায় এসে যাবো- এমন একটা ভাব ছিল! এখন সে ভাব কোথায় গেল? বলেছিল বিজয় মিছিল করবে ঢাকায়। এখন ভিন্ন সুর। জানি না এটা আবার কোন কৌশল!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখে রক্ষণাত্মক, কিন্তু অন্তরে আক্রমণাত্মক শোডাউন। কাজেই আমরা প্রস্তুত আছি। খেলা হবে, ডিসেম্বরেই খেলা হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক বিশ্বাসঘাতকতা না করলে খুনিদের সাহস হতো না সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার।

ওবায়দুল কাদের বলেন, পলাশীর মীরজাফরের মতো ৭৫-এর মোশতাকও তিন মাস ক্ষমতায় থাকতে পারেনি। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

তিনি বলেন, জিয়া খুনিদের বিদেশে পাঠিয়েছে, পুরস্কৃত করেছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। সবচেয়ে বড় অপরাধ করেছে ইমডেমনিটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। এর জবাব বিএনপি নেতারা দিতে পারেন না। প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি, তাদের নেতা জিয়া এর সূচনা করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল এখন বলছেন দেশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্র-চক্রান্তেও দেশ অনিশ্চয়তার দিকে যাবে না; বরং বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।’

The post বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের first appeared on UK BANGLA.

The post বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা: ওবায়দুল কাদের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96/feed/ 0
সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া https://ukbangla.live/2022/11/18/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a0%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%259a%25e0%25a6%25b2 https://ukbangla.live/2022/11/18/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%b2/#respond Fri, 18 Nov 2022 05:12:50 +0000 https://ukbangla.live/?p=17906 সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশের হোটেল ও অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। আর সেখানেই তাদের রান্না-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সরেজমিনে শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দেখা যায়, সমাবেশকে ঘিরে দুই দিন আগেই নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে […]

The post সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া first appeared on UK BANGLA.

The post সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া appeared first on UK BANGLA.

]]>
সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশের হোটেল ও অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করছেন। আর সেখানেই তাদের রান্না-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিনে শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দেখা যায়, সমাবেশকে ঘিরে দুই দিন আগেই নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে রান্না করে সেখানে বসেই খাওয়া-দাওয়া করছেন।

প্যান্ডেলে বসে খাচ্ছিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আসা ছাত্রদল কর্মী তারেকুল ইসলাম বলেন, আমাদের ২০০ জনের একটি টিম গত রাতে সিলেটে এসে পৌঁছেছি। পথে অনেক বাধার সম্মুখীন হয়েছি। রাতে এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আমাদের জন্য দলের পক্ষ থেকে দেওয়া রান্না করা খাবার খাচ্ছি।

মৌলিভীবাজার জেলার জুড়ি ও বড়লেখা উপজেলার বিএনপি নেতা নাছির উদ্দিন আহমদ মিঠুর সৌজন্যে একটি প্যান্ডেলে নেতাকর্মীদের জন্য রান্না করছিলেন বাবুর্চি শাহ আলম। তিনি বলেন, সকালে প্রায় ৩ হাজার লোকের জন্য খিচুড়ি রান্না করেছি। এখন দুপুরের জন্য আরও ৬ হাজার লোকের জন্য রান্না করছি। এরপর রাতেও আবার রান্না করব।

মাঠে অবস্থান করা সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা মাঠে নেমেছি। এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। দিন শেষে আমরাই বিজয়ী হবো।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর শনিবার সিলেটে গণসমাবেশ করবে বিএনপি। এটি হবে বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

The post সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া first appeared on UK BANGLA.

The post সিলেটে সমাবেশের মাঠেই চলছে রান্না-খাওয়া appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%b2/feed/ 0
সিলেটে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, আশা বিএনপির https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25a1%25e0%25a6%25bc-%25e0%25a6%2597%25e0%25a6%25a3%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/#respond Sat, 05 Nov 2022 05:53:24 +0000 https://ukbangla.live/?p=17452 সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিটি করপোরেশনের বিএনপিপন্থী বর্তমান ও সাবেক কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। শুক্রবার রাতে নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। সভায় দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, ২০ নভেম্বর সিলেটে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালীর […]

The post সিলেটে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, আশা বিএনপির first appeared on UK BANGLA.

The post সিলেটে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, আশা বিএনপির appeared first on UK BANGLA.

]]>
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিটি করপোরেশনের বিএনপিপন্থী বর্তমান ও সাবেক কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। শুক্রবার রাতে নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। সভায় দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, ২০ নভেম্বর সিলেটে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী, নজরুল ইসলাম, সৈয়দ তৌফিকুল হাদি ও শাহানা বেগম, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির, মুজিবুর রহমান, সেলিম আহমদ, রাজিক মিয়া, জামাল আহমদ, সালেহা কবির ও কোহিনুর ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।

এদিকে বিভাগীয় গণসমাবেশ সফল করতে মহানগরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিকেল চারটায় নগরের মদিনা মার্কেট এলাকায় প্রচার মিছিল করেন নেতা-কর্মীরা। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান ও সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খানের যৌথ সঞ্চালনায় পথসভায় ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আজমল হোসেন, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব রশিদ, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়া সমাবেশ সফল করতে গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ উপজেলায় গতকাল প্রস্তুতি সভা হয়েছে। গোয়াইনঘাট সদর মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী। সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মহানগরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল বকসের সঞ্চালনায় মদিনা মার্কেট এলাকায় এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী।

The post সিলেটে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, আশা বিএনপির first appeared on UK BANGLA.

The post সিলেটে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, আশা বিএনপির appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
তত্ত্বাবধায়কের রূপরেখা করছে বিএনপি https://ukbangla.live/2022/10/07/%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a7%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a7%259f%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a7%2582%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%2596%25e0%25a6%25be-%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/10/07/%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a7%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95/#respond Fri, 07 Oct 2022 06:47:50 +0000 https://ukbangla.live/?p=16471 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির দাবি জোরালো হচ্ছে। এ দাবি আদায়ে মিত্র রাজনৈতিক দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে দলটি। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপিসহ দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল বিরোধীতা করে আসছে। মাঠের বিরোধীদল বিএনপি দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি […]

The post তত্ত্বাবধায়কের রূপরেখা করছে বিএনপি first appeared on UK BANGLA.

The post তত্ত্বাবধায়কের রূপরেখা করছে বিএনপি appeared first on UK BANGLA.

]]>
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিএনপির দাবি জোরালো হচ্ছে। এ দাবি আদায়ে মিত্র রাজনৈতিক দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে দলটি। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপিসহ দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল বিরোধীতা করে আসছে। মাঠের বিরোধীদল বিএনপি দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি নিয়ে ঐক্যমত পৌঁছানো এবং এ দাবি আদায়ে আন্দোলন নিয়ে আলোচনা করছে। মুলতঃ বিএনপি ১৯৯৬ সালের আদলেই রূপরেখা চূড়ান্ত করার কথা জানিয়েছে বিএনপি। তবে এ বিষয়ে বিস্তারিত এখনই প্রকাশ না করার কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোটের বাইরে বিরোধী রাজনৈতিক দলগুলো সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করবে দলটি।

‘২০১১ সালের ১০মে বাংলাদেশে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়। এছাড়াও বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়।’ এ সময়ে দলীয় সরকারের অধীনে দুইটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে আবার কেন তত্ত্বাবধায়ক সরকার পূন:প্রবর্তন প্রয়োজন হলো তার ব্যাখ্যা দিচ্ছে বিরোধী রাজনৈতিকদলগুলো।

বিএনপির দাবি, ২০১৪ সালে যে নির্বাচন, ২০১৮ সালের নির্বাচনে প্রমান হয়েছে দলীয় সরকারের সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে কারণে দলীয় সরকার নির্বাচনের বিগত দিনের তথ্য উপাত্ত সামনে নিয়ে আসছে দলটি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি ও এনপিপির সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ১৯৯৬ সালের সংবিধানের আলোকেই তত্বাবধায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। সংসদ বিলুপ্ত করে নতুন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। দাবিগুলো চূড়ান্ত করে শিগগিরই যুগপৎ আন্দোলন শুরু করা হবে। তখন সব রূপ রেখা জানতে পারবেন।

সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের ধরন, নির্বাচন পরবর্তী জাতীয় সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ নানা বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সংলাপে।এর আগে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপের তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে আলোচনা হয়।

‘‘সংবিধানের ১২৩(৩) (ক) ধারায় বলা হয়েছে; ‘মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নববই দিনের মধ্যে’ নির্বাচন অনুষ্ঠিত হইবে। এবং (খ) ‘মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নববই দিনের মধ্যে’ নির্বাচন অনুষ্ঠিত হইবে। তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরুপে কার্যভার গ্রহণ করিবেন না।’’

সাংবিধানে নির্বাচনের বিষয়টি ষ্পষ্টভাবে উল্লেখ্য আছে, আবার কেন তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার মনে করেন, আবারও তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া সম্ভব। আওয়ামী লীগ তিন তিন বার ক্ষমতায় আছে। তারা যে প্রক্রিয়ায় সংবিধান পরিবর্তন করেছে, সেই প্রক্রিয়ায় আবারও ফিরে আনা সম্ভব। এই নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো রূপরেখা দেওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন সাবেক স্পিকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বিগত নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অধীনে কেমন নির্বাচন হয়ে তা জাতির সামনে পরিস্কার। দিনের ভোট কিভাবে রাতে নেওয়া হয়েছে। দলীয় প্রশাসন ও নিবার্চন কমিশনকে ব্যবহার করে এটা ভোট চুরি নয়, ভোট ডাকাতি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের সব সময় বলে আসছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। তাই এ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

দলীয় সরকারের অধীনে প্রথম বারের মত ২০১৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এ নির্বাচনে বিএনপিসহ বেশ কিছু নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে বাইরে থেকে যায়। ২০০৮ সালের সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ২০১৮ সালের নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেয়। ফলে সে বিবেচনায় ২০১৮ সালের এই জাতীয় নির্বাচনের একটা ভিন্ন দিক ছিল। এই নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে।

বিগত দুটি নির্বাচনেই নিয়ন্ত্রিত এবং একচেটিয়াভাবে ভোট করার অভিযোগ রয়েছে। দলীয় সরকারের অধীনে ভোট নিয়ে অনেক প্রশ্ন এবং অভিযোগের পাল্লা অনেক ভারী। ফলে আগামী নির্বাচনে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের অংশ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদ পার করছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মাত্র সাতটি আসন পেয়ে বিরোধীদলের মর্যাদা থেকে বঞ্চিত হয়েছে। দ্বিতীয় সর্ব্বোচ আসন পেয়ে জাতীয় পার্টি বিরোধীদলের দ্বায়িত্ব পালন করছে।

The post তত্ত্বাবধায়কের রূপরেখা করছে বিএনপি first appeared on UK BANGLA.

The post তত্ত্বাবধায়কের রূপরেখা করছে বিএনপি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/07/%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a7%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95/feed/ 0
ভোটের আগে সংঘাতময় বাংলাদেশের রাজনীতির মাঠ https://ukbangla.live/2022/09/06/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a7%258b%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2598%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25ae%25e0%25a7%259f-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/09/06/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4/#respond Tue, 06 Sep 2022 05:42:38 +0000 https://ukbangla.live/?p=15291 # ৭ মাসে সহিংসতায় নিহত ৫০, আহত ৩১৬৪# ১০ দিনে বিএনপির ৩ কর্মী নিহত, আহত ২ হাজার# পাড়ায় মহল্লায় হচ্ছে বিরোধী নেতাকর্মীদের তালিকা# প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করার আহ্বান বিশেষজ্ঞদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতময় হয়ে উঠেছে দেশের বাংলাদেশের রাজনীতি। গত ২২ আগস্ট থেকে দেশজুড়ে বিএনপির লাগাতার কর্মসূচি চলছে। গত রোববার পর্যন্ত ৪১টি সমাবেশে […]

The post ভোটের আগে সংঘাতময় বাংলাদেশের রাজনীতির মাঠ first appeared on UK BANGLA.

The post ভোটের আগে সংঘাতময় বাংলাদেশের রাজনীতির মাঠ appeared first on UK BANGLA.

]]>
# ৭ মাসে সহিংসতায় নিহত ৫০, আহত ৩১৬৪
# ১০ দিনে বিএনপির ৩ কর্মী নিহত, আহত ২ হাজার
# পাড়ায় মহল্লায় হচ্ছে বিরোধী নেতাকর্মীদের তালিকা
# প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করার আহ্বান বিশেষজ্ঞদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতময় হয়ে উঠেছে দেশের বাংলাদেশের রাজনীতি। গত ২২ আগস্ট থেকে দেশজুড়ে বিএনপির লাগাতার কর্মসূচি চলছে। গত রোববার পর্যন্ত ৪১টি সমাবেশে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। সংঘর্ষে তিনজন নেতাকর্মী নিহত ও ২ হাজারেরও বেশি আহত হয়েছে বলেও দাবি করেছে দলটি।

এদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, আন্দোলনের নামে বিএনপি সহিংসতার চেষ্টা করছে। তারা পরিস্থিতি উত্তপ্ত করে বাধ্য করছে পুলিশ প্রশাসনকে অ্যাকশনে যেতে। আর পুলিশ বলছে, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সংঘাত সৃষ্টির চেষ্টা করলে, জনগণের জানমাল রক্ষা করতে যা করনীয় তাই করা হবে।

আর বিশ্লেষকরা বলছেন, প্রতিহিংসার রাজনীতি থেকে না বেরিয়ে আসতে পারলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও রক্তক্ষয়ী ও সংঘাতময় হয়ে উঠবে।

সংঘাতময় রাজনীতি
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় দুই নেতা নিহত হওয়ার প্রতিবাদে গত ২২ আগস্ট তৃণমূলে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় বিএনপি। কর্মসূচির প্রথমদিনেই ফেনীতে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাড়িতে হামলার অভিযোগ উঠে। এছাড়া বরিশালের গৌরনদী ও জামালপুরের মাদারগঞ্জে বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

একইদিন ফেনীর পরশুরাম ও পটুয়াখালীর দুমকিতে একই স্থানে দুদলের কর্মসূচি থাকায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ২৪ আগস্ট ঠাকুরগাঁও ও টাঙ্গাইলে সমাবেশে হামলা চালানো হয়। এতে অর্ধশত নেতাকর্মী আহত হন।

২৬ আগস্ট বাঁশখালি, নোয়াখালীসহ দেশের ১০ জেলায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেড় শতাধিক নেতাকর্মী আহত হন। ৩০ আগস্ট ফেনীর দাগনভূঁইয়ায় সমাবেশে যাওয়ার পথে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলা চালানো হয়। ১ সেপ্টেম্বও নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি চলাকালে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এ সময় গুলিতে নিহত হন যুবদলকর্মী শাওন।

৩ সেপ্টেম্বর ঠাকরগাঁও ও কিশোরগঞ্জে ক্ষমতাসীন দলের সঙ্গে সংঘর্ষে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরদিন ৪ সেপ্টেম্বর বরগুনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। একইদিন ফরিদপুরে বিএনপি, পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।

শুধু বিএনপির সঙ্গে নয়, গত কয়েকদিনে ক্ষমতাসীন দলের নিজেদের কোন্দলেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। ৪ সেপ্টেম্বর ক্যাফেটেরিয়ায় তালা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুটি পক্ষ। সংঘর্ষকালে গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিক ছাড়াও দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

একইদিন কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে সংসদ সদস্য জাফর আলমের অনুসারীদের বিরুদ্ধে এক নেতাকে পেটানোর অভিযোগ উঠে। মারধরের শিকার আওয়ামী লীগের নেতার নাম মোহাম্মদ আলমগীর। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৫০, আহত ৩১৬৪
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের (২০২২ সাল) জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে ২৮০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৫০ জন। এসব ঘটনায় ৩ হাজার ১৬৪ জন আহত হন।

এর আগে ২০২১ সালে সারা দেশে ৯৩২টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৫৭ জন নিহত এবং ১০ হাজার ৮৩৩ জন আহত হন। করোনা মহামারীর সময় ২০২০ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনা তুলনামূলক কম ছিল। বছরটিতে ১৫৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৩১ জন মারা যান, আহত হন ১ হাজার ৮৫৯ জন। ২০১৯ সালে ২০৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় মারা যান ৩৯ জন। ২ হাজার ৬৮৯ জন আহত হন। এর আগে ২০১৮ সালে ৭০১টি সহিংসতার ঘটনায় ৬৭ জন নিহত এবং ৭ হাজার ২৮৭ জন আহত হন।

১০ দিনে বিএনপির ৩ নেতাকর্মী নিহত, আহত ২ হাজার
এদিকে গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের কর্মসূচিতে নিহত, আহত, গ্রেফতার ও ভাঙচুরের ঘটনার পরিসংখ্যান তুলে ধরে গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দশদিনে সারা দেশে বিএনপির তিন নেতা-কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি নেতা-কর্মী। গ্রেফতার হয়েছেন দু’শর বেশি নেতা-কর্মী। সারা দেশে চার হাজারের বেশি বিএনপির নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে প্রায় ২০ হাজার।

বিএনপি অ্যাকশনে যেতে বাধ্য করছে, দাবি আ’লীগের
এদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, আন্দোলনের নামে বিএনপি সহিংসতার চেষ্টা করছে। তারা পরিস্থিতি উত্তপ্ত করে বাধ্য করছে পুলিশ প্রশাসনকে অ্যাকশনে যেতে। রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করলে আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রতিরোধ গড়ে তোলা হবে।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমি গায়ে পড়ে আক্রমণ করব না। কিন্তু আমি যদি তাদের দ্বারা আক্রান্ত হই, তখন নিজেকে রক্ষা করতে পাল্টা জবাব দিতে হবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এ জবাব দেবে।’

অন্যদিকে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ থেকে আমরা মাঠে থাকবো। নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের জবাব দেব। বিএনপি যদি জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।’

পাড়ায় মহল্লায় বিরোধী নেতাকর্মীদের তালিকা হচ্ছে
রাজধানীতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা ও গুরুত্বপূর্ণ কর্মীদের তালিকা তৈরি করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকার প্রতিটি থানা ও পাড়া-মহল্লাভিত্তিক নেতা-কর্মীর নাম-ঠিকানা; বিভিন্ন কমিটিতে পদ, পদবি ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে তালিকা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই তালিকা করা হচ্ছে। সরকারবিরোধী আন্দোলনের নামে কেউ যাতে নাশকতা চালাতে না পারে, আবার নাশকতার কোনো ঘটনা ঘটলে যাতে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে জন্যই এই তালিকা করা হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কে এম হাফিজ আক্তার বলেন, কোন থানায় বা পাড়া মহল্লায় কারা বসবাস করেন, সেটা রাজনৈতিক দল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের হালনাগাদ তথ্য নিয়ে তালিকা করতে বলা হয়েছে। অনেক রাজনৈতিক দলের নতুন নতুন কমিটি হচ্ছে। সেসব থানা পুলিশের অবগত থাকা দরকার। এটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রুটিন ওয়ার্ক।

যদিও বিএনপিসহ সরকারবিরোধী দলের নেতারা মনে করছেন, বিরোধী দলকে দমনপীড়ন, নেতা-কর্মীদের ধরপাকড় এবং মামলার আসামি করার জন্য নির্বাচনের আগে এই তালিকা করা হচ্ছে।

প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে
রাজনৈতিক দলগুলোকে প্রতিহিংসা ত্যাগ করার অনুরোধ জানিয়ে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার খোলাকাগজকে বলেন, দেশে যা হচ্ছে এটাকে রাজনীতি বলা যায় না। এটা অপরাজনীতি। বৈশ্বিক যে পরিস্থিতি তা মোকাবেলা করতে এখন রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ও বাহাসে পরিস্থিতি আরও অস্থিতিশীল হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, এখন রাজনীতিতে আমরা প্রতিহিংসার প্রতিফলন দেখতে পাচ্ছি। নির্বাচন যত কাছাকাছি আসবে ততই এটা বাড়তে থাকবে। সংঘাত হলে সাধারণ মানুষ ভুগবে। কিন্তু রাজনীতিবিদরা তো জনগণের কথা ভাবছে না, ভাবলে এ অবস্থার সৃষ্টি হত না। আশা করি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে।

The post ভোটের আগে সংঘাতময় বাংলাদেশের রাজনীতির মাঠ first appeared on UK BANGLA.

The post ভোটের আগে সংঘাতময় বাংলাদেশের রাজনীতির মাঠ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/06/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4/feed/ 0
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ https://ukbangla.live/2022/09/01/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a7%25aa%25e0%25a7%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25ae-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25a0%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/01/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/#respond Thu, 01 Sep 2022 03:18:49 +0000 https://ukbangla.live/?p=15021 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। দেশের অন্যতম বৃহত্তম এই দলটি পা রাখল ৪৫ বছরে। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ সামনে রেখে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি গঠন করেন। টানা তিন দফায় ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা অনেক আগে থেকেই কোণঠাসা। গত জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের […]

The post বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ first appeared on UK BANGLA.

The post বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। দেশের অন্যতম বৃহত্তম এই দলটি পা রাখল ৪৫ বছরে। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ সামনে রেখে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি গঠন করেন।

টানা তিন দফায় ১৫ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা অনেক আগে থেকেই কোণঠাসা। গত জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানের পর বড় আন্দোলন গড়ে তুলতে পারেনি দলটি। তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ের চেষ্টা করছে তারা। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কর্মসূচি চূড়ান্ত করতে পারেনি দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

দীর্ঘ দিন ক্ষমতার বাইরে থাকায় নানা সংকটের মুখে দলটি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলটির নেতাকর্মীরা বিভিন্ন মামলায় বিপর্যস্ত। ফলে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এ দলটিকে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা ‘জাগদল’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই বছরের ১ মে সমমনা দল ও রাজনৈতিক নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। ১৯৭৮ সালের ২৮ আগস্ট ‘জাগদল’ বিলুপ্তির ঘোষণা দেন।

তিন দিন পর ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান নতুন দল হিসেবে বিএনপির গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন। প্রতিষ্ঠার ছয় মাসের মাথায় ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০টি আসন লাভ করে।

বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নয়জন। তাঁদের মধ্যে জিয়াউর রহমান ছাড়া যুক্ত ছিলেন বিচারপতি আবদুস সাত্তার, ব্যারিস্টার নাজমুল হুদা, ব্যারিস্টার মওদুদ আহমদ ও অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

এর আগে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দিয়ে ১৯৭৭ সালের ২২শে মে ‘আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ জেনারেল জিয়া ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মাধ্যমে পথচলা শুরু করে বিএনপি। ১৯৭৮ সালের ২৮ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। জুন মাসে অনুষ্ঠিত সে নির্বাচনে জিয়াউর রহমান ৭৬ দশমিক ৩৩ ভাগ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

আজ বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচি : আজ দুপুর ১২টায় শহীদ জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠান। এরপর বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। কর্মসূচি সফল করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

The post বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ first appeared on UK BANGLA.

The post বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/01/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%aa%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
বিএনপি অপরাজনীতি করে দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়: কাদের https://ukbangla.live/2022/08/12/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%2585%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6 https://ukbangla.live/2022/08/12/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/#respond Fri, 12 Aug 2022 08:48:04 +0000 https://ukbangla.live/?p=14025 বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না। ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। বিএনপি নেতারা তাদের কর্মীদের […]

The post বিএনপি অপরাজনীতি করে দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়: কাদের first appeared on UK BANGLA.

The post বিএনপি অপরাজনীতি করে দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়: কাদের appeared first on UK BANGLA.

]]>
বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না।

ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মত আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগকে অচিরেই রাজপথে দেখা যাবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল মাত্র, এসব তাদের ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন, বিএনপি সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করতে চায়,আবার হাওয়া ভবন তৈরি করে দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে হাঁটতে চায়। জনগণ তাদের সে সুযোগ আর কখনো দেবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধীদল হিসেবে বিএনপি নিজেরাই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশকে সংকটে ফেলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রতি আস্থাহীন এক রাজনৈতিক দল বিএনপি। তাদের রাজনৈতিক মেরুদন্ড অত্যন্ত ভঙ্গুর। বিএনপি ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচনে যেতে ভয় পায়।

তিনি বলেন, বিএনপি মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যাবেন না, আবার অন্যদের সংসদে পাঠাবেন। বিএনপির এমন লাজ-লজ্জাহীনতা তাদের প্রতি মানুষের আস্থাহীনতা তলানিতে গিয়ে ঠেকেছে।

তত্ত্বাবধায়ক সরকার মীমাসিংত ইস্যু, সেটা ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের বলেন, এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই বিএনপির মঙ্গল। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এসব দিবাস্বপ্ন দেখে কোন লাভ নেই।

The post বিএনপি অপরাজনীতি করে দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়: কাদের first appeared on UK BANGLA.

The post বিএনপি অপরাজনীতি করে দেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়: কাদের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/12/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/feed/ 0
সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার করল বিএনপি https://ukbangla.live/2022/08/04/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b2-%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be-%25e0%25a6%25b9%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b2-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/08/04/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/#respond Thu, 04 Aug 2022 07:51:39 +0000 https://ukbangla.live/?p=13619 ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিল। তবে জনভোগান্তি বিবেচনায় সকাল-সন্ধ্যার কর্মসূচি আধাবেলা পালনের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। সেই মোতাবেক দুপুর ১২টার সময় হরতাল প্রত্যাহার করা হয়। জেলা বিএনপির সভাপতি গোলাম […]

The post সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার করল বিএনপি first appeared on UK BANGLA.

The post সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার করল বিএনপি appeared first on UK BANGLA.

]]>
ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিল। তবে জনভোগান্তি বিবেচনায় সকাল-সন্ধ্যার কর্মসূচি আধাবেলা পালনের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। সেই মোতাবেক দুপুর ১২টার সময় হরতাল প্রত্যাহার করা হয়।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর দুপুর ১২টা বাজার ৫ মিনিট আগেই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় ১৩ নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এ হরতাল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, জনগণ বিএনপির হরতাল সমর্থন করে সফল করেছেন। আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করছি।

এদিকে হরতাল সমর্থনে ভোর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করেন। ভোলা সদর রোডের কালীনাথ বাজার এলাকায় দলীয় কর্যালয়ের সামনে অবস্থান নেন নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ঘটনায় বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে নুরে আলমও ছিলেন। বুধবার (৩ আগস্ট) বিকেলে তিনি মারা যান।

The post সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার করল বিএনপি first appeared on UK BANGLA.

The post সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার করল বিএনপি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/04/%e0%a6%b8%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/feed/ 0
বিএনপির সরকার পতনের ডাক পাগলের প্রলাপ: কাদের https://ukbangla.live/2022/07/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a6%2595-%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/07/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%aa/#respond Sat, 30 Jul 2022 09:08:43 +0000 https://ukbangla.live/?p=13392 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। তিনি আজ তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তারা নাকি আবার সরকার পতন ঘটাবে- […]

The post বিএনপির সরকার পতনের ডাক পাগলের প্রলাপ: কাদের first appeared on UK BANGLA.

The post বিএনপির সরকার পতনের ডাক পাগলের প্রলাপ: কাদের appeared first on UK BANGLA.

]]>
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।

তিনি আজ তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তারা নাকি আবার সরকার পতন ঘটাবে- এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।

মানুষকে জেগে ওঠাতে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন। আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীত নিন্দ্রায় চলে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি এখন কুম্ভকর্ণ, সবার আগে তাদের কুম্ভকর্ণের নিন্দ্রা ভাঙ্গানো দরকার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কিছু একটা বলতে হবে তাই এসব হাই সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে, বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি, আন্দোলনের বস্তুগত পরিস্থিতিও বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানে না।

আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে, -বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন ধাক্কা দিয়ে কাকে ফেলে দিবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত ঠুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি।

আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিজেরাই খাদের কিনারায় আছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে আপনাদেরই খাদে পড়ে যেতে হবে।

তিনি বলেন, যারা এদেশে বসে ফরমায়েশি রাজনীতি করে তারা জনপ্রত্যাশা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে এবং তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর।

The post বিএনপির সরকার পতনের ডাক পাগলের প্রলাপ: কাদের first appeared on UK BANGLA.

The post বিএনপির সরকার পতনের ডাক পাগলের প্রলাপ: কাদের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%aa/feed/ 0