বিশ্বকাপ - UK BANGLA News Site Sat, 26 Nov 2022 05:24:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png বিশ্বকাপ - UK BANGLA 32 32 বিশ্বকাপ ফাইনালে যাবে কোন দুই দল? যা বলছেন ব্রাজিলিয়ান জ্যোতিষ https://ukbangla.live/2022/11/26/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa-%25e0%25a6%25ab%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%258b https://ukbangla.live/2022/11/26/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b/#respond Sat, 26 Nov 2022 05:24:17 +0000 https://ukbangla.live/?p=18191 কাতারে ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াই এরই মধ্যে জমে উঠেছে। অঘটন-রেকর্ড-ইনজুরি, সবমিলিয়ে এগিয়ে যাচ্ছে গ্রুপ পর্বের খেলা। স্বাগতিক কাতার এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লেও সবার চোখ বড় দলগুলোর দিকে। আর্জেন্টিনার প্রথম ম্যাচে হেরে যাওয়া, নেইমারের ইনজুরিতে দুই শিবিরে হতাশা থাকলেও আলোচনায় রয়েছে বেশ কয়েকটি দল। কার হাতে উঠবে সোনালী ট্রফি, কে হাসবে শেষ হাসি। […]

The post বিশ্বকাপ ফাইনালে যাবে কোন দুই দল? যা বলছেন ব্রাজিলিয়ান জ্যোতিষ first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপ ফাইনালে যাবে কোন দুই দল? যা বলছেন ব্রাজিলিয়ান জ্যোতিষ appeared first on UK BANGLA.

]]>
কাতারে ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াই এরই মধ্যে জমে উঠেছে। অঘটন-রেকর্ড-ইনজুরি, সবমিলিয়ে এগিয়ে যাচ্ছে গ্রুপ পর্বের খেলা। স্বাগতিক কাতার এরই মধ্যে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লেও সবার চোখ বড় দলগুলোর দিকে। আর্জেন্টিনার প্রথম ম্যাচে হেরে যাওয়া, নেইমারের ইনজুরিতে দুই শিবিরে হতাশা থাকলেও আলোচনায় রয়েছে বেশ কয়েকটি দল। কার হাতে উঠবে সোনালী ট্রফি, কে হাসবে শেষ হাসি।

ফাইনাল নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ খ্যাত ব্রাজিলিয়ান জ্যোতিষ অ্যাথোস সালোম। একের পর এক ভবিষ্যৎ মিলে যাওয়ায় তার বেশ সুনাম। সালোমির বেশ কিছু গণনা তাক লাগিয়ে দিয়েছিল বিশ্ববাসীকে। তার মধ্যে রয়েছে কোভিড-১৯ প্যানডেমিক, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ এবং ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়র মৃত্যুও ফলে গিয়েছে তার নির্ধারিত সময়মতো। সবশেষ বিশ্ব ফুটবলের মহারণ নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফের খবরের শিরোনাম তিনি।

ব্রাজিলের সম্ভাবনা কতটা?
অ্যাথোস বলেছেন, এবারের বিশ্বকাপে ব্রাজিলের কোনো সম্ভাবনা নেই। সেমিফাইনাল কিংবা ফাইনালে উঠতেও পারে। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না। ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না অ্যাথোস। তবে বলছেন, জয়ের সম্ভাবনা নেই।

কারা খেলতে পারে ফাইনালে?
তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনালে যে পাঁচটি দল পা রাখার সম্ভাবনা রয়েছে তারা হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড। ফাইনালে উঠলেও নেইমারদের কাতার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান জ্যোতিষী। ফাইনাল জয়ের সম্ভাবনা তালিকা থেকে বাদ দিয়েছেন ইংল্যান্ড, বেলজিয়ামকেও।

চূড়ান্ত লড়াইয়ে থাকবেন কারা?
কোন দুটি দলের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা? অ্যাথোস জানিয়েছেন, ১৮ ডিসেম্বরের ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। অ্যাথোসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফের একবার ফাইনালে মেসির স্বপ্নভঙ্গ হতে চলেছে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে দেশকে সোনালী ট্রফি উপহার দিতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা। বরং

The post বিশ্বকাপ ফাইনালে যাবে কোন দুই দল? যা বলছেন ব্রাজিলিয়ান জ্যোতিষ first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপ ফাইনালে যাবে কোন দুই দল? যা বলছেন ব্রাজিলিয়ান জ্যোতিষ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/26/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b/feed/ 0
কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক https://ukbangla.live/2022/11/25/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b2-%25e0%25a6%2586%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%259f https://ukbangla.live/2022/11/25/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/#respond Fri, 25 Nov 2022 06:46:09 +0000 https://ukbangla.live/?p=18169 আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলে তার ডেপুটি ওবায়দুল কাদের, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে একটি বিষয়ে মিল আছে। তারা সবাই ফুটবলে ব্রাজিল দলের সমর্থক। দেশের রাজনীতিকদের মধ্যে বিপুল দ্বন্দ্ব ও মতাদর্শিক বিরোধ থাকলেও ফুটবল দল সমর্থনের ক্ষেত্রে তাদের ঐক্যই […]

The post কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক first appeared on UK BANGLA.

The post কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক appeared first on UK BANGLA.

]]>
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলে তার ডেপুটি ওবায়দুল কাদের, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে একটি বিষয়ে মিল আছে। তারা সবাই ফুটবলে ব্রাজিল দলের সমর্থক।

দেশের রাজনীতিকদের মধ্যে বিপুল দ্বন্দ্ব ও মতাদর্শিক বিরোধ থাকলেও ফুটবল দল সমর্থনের ক্ষেত্রে তাদের ঐক্যই বেশি। তারা প্রায় সবাই লাতিন আমেরিকার ফুটবলের ভক্ত। ব্রাজিল সমর্থকের তালিকায় আছেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননও।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের সমর্থন করেন আর্জেন্টিনাকে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানকেরও সমর্থন মেসির দলটির প্রতি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রিয় দল ব্রাজিল।

আর কোনো দলই সমর্থন করেন না এমন নেতাদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অনেকে।

পছন্দের দল জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ব্রাজিল ফুটবল খেলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। দেশটির আপাদমস্তক মানুষ ফুটবলপ্রেমী। ব্রাজিলের খেলা আমি উপভোগ করি।

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, তিনি নির্দিষ্টভাবে কোনো দল সমর্থন করেন না, তবে তার ছেলে ব্রাজিল সমর্থন করে।

তথ্যমন্ত্রী আরও জানান, লাতিন আমেরিকা ও ইউরোপের কয়েকটি দলই ঘুরেফিরে কাপ নিয়েছে। এবার আফ্রিকা বা এশিয়ার কোনো দল বিজয়ী হলে তিনি খুশি হবেন।

বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলে তিনি কোনো দেশেরই সমর্থক নন, তবে খেলা দেখবেন তিনি এবং এখন পর্যন্ত বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি এমন একটি দেশ এবার ট্রফি নিয়ে গেলেই তিনি বেশি খুশি হবেন। অবশ্য তার স্ত্রী আর্জেন্টিনার সমর্থক।

ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন জানান, তিনি ব্রাজিলের পুরোনো সমর্থক। আগে পরিবার নিয়ে খেলা দেখতে বসতেন, তবে ছোট দলগুলোর প্রতি দুর্বলতা আছে তার। সব খেলা না দেখলেও ব্রাজিলের খেলা তিনি দেখবেনই। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও ব্রাজিলের সমর্থক।

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের পছন্দের দল ব্রাজিল। ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে ব্রাজিলের খেলাগুলো দেখার চেষ্টা করেন।

The post কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক first appeared on UK BANGLA.

The post কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/feed/ 0
সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be/#respond Fri, 25 Nov 2022 04:57:34 +0000 https://ukbangla.live/?p=18145 প্রথমার্ধে ঠিক ব্রাজিলকে ‘ব্রাজিলে’র মতো খুঁজে পাওয়া যাচ্ছিল না; কিন্তু দ্বিতীয়ার্ধে সমর্থকদের মন ভরিয়ে দিয়েছেন নেইমার-ভিনিসিয়ুস-রিচার্লিসনরা। দ্বিতীয়ার্ধের ব্রাজিলকে দেখেই মনে হলো এই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। রিচার্লিসনের অসাধারণ জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলকে প্রথমার্ধে গোল পেতে দেয়নি ইউরোপিয়ান দেশ সার্বিয়া। কাতারের […]

The post সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল first appeared on UK BANGLA.

The post সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল appeared first on UK BANGLA.

]]>
প্রথমার্ধে ঠিক ব্রাজিলকে ‘ব্রাজিলে’র মতো খুঁজে পাওয়া যাচ্ছিল না; কিন্তু দ্বিতীয়ার্ধে সমর্থকদের মন ভরিয়ে দিয়েছেন নেইমার-ভিনিসিয়ুস-রিচার্লিসনরা। দ্বিতীয়ার্ধের ব্রাজিলকে দেখেই মনে হলো এই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। রিচার্লিসনের অসাধারণ জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলকে প্রথমার্ধে গোল পেতে দেয়নি ইউরোপিয়ান দেশ সার্বিয়া। কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি সেলেসাওরা।

ফিফা র‌্যাংকিংয়ে ১ নম্বর দল ব্রাজিল। ২১ নম্বরে সার্বিয়া। কাগজে-কলমে ব্যবধান স্পষ্ট। মাঠের খেলায় প্রথমার্ধে সেই ব্যবধান দেখাতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই ব্রাজিল দেখিয়েছে, তারা কতটা দুর্ধষ।

বল দখলের লড়াইয়ে ৫৯ ভাগ ছিল ব্রাজিলের, ৪১ ভাগ সার্বিয়ার। সার্বিয়ার জাল লক্ষ্যে ৯টি শট নিয়েছে ব্রাজিলিয়ানরা। যার ৮টিই ছিল লক্ষ্যে। সার্বিয়া নিয়েছে ৩টি। এর মধ্যে একটিও লক্ষ্যে ছিল না।

দ্বিতীয়ার্ধে সার্বিয়া খুব কমই বল পেয়েছে। সার্বদের ডিফেন্স ভেদ করে একের পর এ বল নিয়ে প্রবেশের চেষ্টা করে ব্রাজিলিয়ানরা। তবে প্রতিপক্ষের ডিফেন্ডাররাও ছিল তৎপর। ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণ প্রতিরোধ করেছে তারা। লাতিন আমেরিকান দেশটিরও দুর্ভাগ্য, দুটি শট ফিরে এসেছে তাদের সাইড বারে লেগে।

প্রথমার্ধে শুরুতে খেলার নিয়ন্ত্রণ কিছুটা সার্বিয়ানদের পায়ে ছিলো। তবে সময় গড়ানোর সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ ব্রাজিলিয়ানদের কাছে আসলেও সার্বিয়ার ডি বক্সে বল নিয়ে প্রবেশ করার সাধ্য যেন ছিল না নেইমার-ভিনিসিয়ুসদের। রাফিনহা কয়েকবার সুযোগ পেয়েছিলেন; কিন্তু তার দুর্বল শট ব্রাজিলের পক্ষে গোল পেতে যথেষ্ট হয়নি।

ভিনিসিয়ুস জুনিয়র এবং রিচার্লিসন বল নিয়ে বিপজ্জনকভাবে দু’একবার সার্বিয়ার ডি বক্সে ঢুকে পড়লেও সার্বদের কঠোর ডিফেন্সের সামনে সেগুলো কাজে লাগেনি। যে কারণে এক সময় দেখা গেছে নেইমার এবং ক্যাসেমিরোকে দুর পাল্লার শট নিয়ে লক্ষ্যভেদ করতে। কিন্তু সেগুলোও জালে জড়ায়নি। বরং, কাউন্টার অ্যাটাকে কয়েকবার ব্রাজিলের বক্সেও বল নিয়ে প্রবেশ করতে দেখা গেছে সার্বদের।

কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পুরোপুরি পাল্টে যায়। ব্রাজিল যেন এককভাবেই দ্বিতীয়ার্ধে খেলেছে। সার্বিয়ান ডিফেন্স শুধু ব্রাজিলের আক্রমণ ঠেকানোতেই ব্যস্ত ছিল।

৬২তম মিনিটে প্রথম গোল করে ব্রাজিল। সুযোগ সন্ধানী রিচার্লিসন অসাধারণ এক শটে গোল করে এগিয়ে দেয় ব্রাজিলকে। গোল হজম করে কিছু কাউন্টার অ্যাটাকে উঠে আসে সার্বিয়ানরা।

কিন্তু ৭৩ মিনিটে নেইমার-ভিনিসিয়ুস-রিচার্লিসন কম্বিনেশনে অসাধারণ গোলটি আসার পর সার্বিয়াকে বলতে গেলে ব্রাজিল গোলমুখে আর খুঁজেই পাওয়া যায়নি। ৭৮তম মিনিটে ইনজুরির শঙ্কা নিয়ে নেইমার উঠে যান।

কয়েকজন তরুণ ফুটবলারকে মাঠে নামান কোচ তিতে। তাতে শেষ ১০-১৫ মিনিট খেলার গতি যেন পাল্টে যায়। তিতের সাইড বেঞ্চ যে কতটা দুর্ধর্ষ, তা শেষ মুহূর্তে দেখা গেছে।

১৩ মিনিটেই প্রথম কর্নার আদায় করে নেয় ব্রাজিল। নেইমার শট নিলে গোলরক্ষক মিলিনকোভিক সাভিচ পাঞ্চ করে বল বাইরে পাঠিয়ে দলকে রক্ষা করেন। নেইমারের পরের কর্নার কিকে রাফিনহা লাফিয়ে উঠেছিলেন। কিন্তু তার আগেই বল গোলরক্ষকের হাতে।

২১ মিনিটের সময় পরপর দুই মুহূর্তে অসাধারণ দুটি শট নিয়েছিলে নেইমার এবং ক্যাসেমিরো। নেইমারের শট ফিরে আসে এক ডিফেন্ডারের গায়ে লেগে। ক্যাসেমিরোর শট ফিরিয়ে দেন গোলরক্ষক সাভিচ।

২৬তম মিনিটে সার্বিয়া গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলো। ব্রাজিলিয়ানদের কাছ থেকে বল কেড়ে নেন তাদিচ। মিত্রোভিচকে ক্রস করেন তিনি। কিন্তু ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন লাফ দিয়ে উঠে সেই বল নিজের নিয়ন্ত্রনে নেন।

২৮ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলো ব্রাজিল। থিয়াগো সিলভা বল পাস দিয়েছিলেন বক্সের মধ্যে। ভিনিসিয়ুস জুনিয়র একা ছিলেন। কিন্তু গোলরক্ষক সাভিচ ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করেন।

৩৫তম মিনিটে রাফিনহা দারুণ এক সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার বাম পায়ের দুর্বল শট গোলরক্ষকের হাতে চলে যায়।

৪১তম মিনিটে গোল্ডেন চান্স পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু সার্বিয়ান ডিফেন্ডারদের চার্জের কারণে ভিনিসিয়ুস ভালো শট নিতে পারেননি। বল চলে যায় বাইরে।

প্রথমার্ধে গোলশূন্যভাবেই মাঠ ছাড়ে ব্রাজিল এবং সার্বিয়া। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৬তম মিনিটেই গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন বার্সা তারকা রাফিনহা। সার্বিয়ার এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন তিনি। সামনে ছিলো শুধু গোলরক্ষক। বলটা আলতো টোকা দিলে হয়ে যেতো। কিন্তু তিনি মেরে দেন গোলরক্ষকের শরীরে।

৪৯তম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক আদায় করে নেন নেইমার। শট নেন তিনি। কর্নারের বিনিময়ে রক্ষা করেন সার্ব ডিফেন্ডাররা। কর্নার কিক করেন নেইমার। থিয়াগো সিলভার দুর্দান্ত এক হেড, ঘাড়ে বল লাগিয়ে দলকে রক্ষা করেন সার্ব ডিফেন্ডার।

৫৫ মিনিটে বাম পাশ থেকে বক্সের মধ্যে ক্রস করেন ভিনিসিয়ুস। গোল লক্ষ্যে দুর্দান্ত এক শট নেন নেইমার। কিন্তু দুর্ভাগ্য বলটি চলে যায় সাইড বারের অনেক বাইরে দিয়ে।

৫৮ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক ছিল সার্বিয়ার। কর্নারের বিনিময়ে বলকে রক্ষা করেন অ্যালেক্স সান্দ্রো। ৬০ মিনিটে নিশ্চিত গোলবঞ্চিত হলো ব্রাজিল। বক্সের বাইরে প্রায় ৩০ গজ দুর থেকে বাঁ-পায়ের দুর্দান্ত এক শট নেন আলেক্স সান্দ্রো। কিন্তু বল বামপাশের সাইডবারে লেগে ফিরে আসে।

৬২ মিনিটে গোল করে ব্রাজিল। অনেক কষ্টের পর আসে গোলটি। নেইমার বল নিয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। ডিফন্ডোরের সামনে বাধা পেলে সুযোগ বুঝে গোলে শট নেন ভিনিসিয়ুস। কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন বলটি। ফিরতি বলটিতেই আলতো টোকায় সার্বিয়ার জালে বল জড়িয়ে দেন রিচার্লিসন।

৬৭ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলো ব্রাজিল। কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠ থেকে রাফিনহা বল নিয়ে এগিয়ে আসে সার্বিয়ার বক্সের সামনে। ডিফেন্ডার বাধা দিলে সেই বল নিয়ে কয়েক পা এগিয়ে এসে শট নেন ভিনিসিয়ুস। কিন্তু পোস্ট লক্ষ্যে শটটি রাখতে পারেননি তিনি।

৭৩তম মিনিটে দ্বিতীয় গোল। রিচার্লিসনের এই গোলটি চোখে লেগে থাকার মত। বক্সের বাম প্রান্ত থেকে ডান-পায়ের টোকায় বক্সের মাঝে দাঁড়ানো রিচার্লিসনকে বলটি দেন ভিনিসিয়ুস জুনিয়র। রিচার্লিসন প্রথমে বলটি নিয়ন্ত্রনে নেন। হালকা উপরে উঠে যাওয়া বলটিকে একটু সময় নিয়ে অসাধারণ এক বাইসাইকেল কিকে সার্বিয়ার জালে বল জড়ান তিনি।

৭৭ মিনিটে রিচার্লিসনকে তুলে গ্যাব্রিয়েল হেসুসকে মাঠে নামানো হয়। নেইমার হালকা আহত হলে তাকে তুলে নিয়ে মাঠে নামানো অ্যান্তোনিকে। তার আগেই ভিনিসিয়ুসকে তুলে মাঠে নামানো হয় রদ্রিগোকে।

৮১ মিনিটে রাফিনহার কাছ থেকে বল পেয়ে ক্যাসেমিরো শট নেন। কিন্তু বল ডান প্রান্তে পোস্টের কোনায় লেগে ফিরে আসে। ৮২তম মিনিটে রদ্রিগো দুর্দান্ত এক শট নেন। কিন্তু গোলরক্ষক ফিরিয়ে দেন সেটি। ৮৩ তম মিনিটে বাম পায়ের দুর্দান্ত এক শট নেন লুকাস পাকুয়েতার পরিবর্তে মাঠে নামা ফ্রেড। কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে সেটি রক্ষা করেন।

The post সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল first appeared on UK BANGLA.

The post সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়নি: কাতার https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a6%2595%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/#respond Thu, 24 Nov 2022 06:09:42 +0000 https://ukbangla.live/?p=18124 বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নেয়ার খবর সঠিক নয় বলে ভারতকে জানিয়েছে কাতার। এ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বুধবার কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কাতার বলছে, সরকারিভাবে আমন্ত্রণ জানিয়ে জাকির নায়েককে অনুষ্ঠানে নেয়া হয়নি। তিনি নিজ উদ্যোগে টিকিট কেটে সেখানে উপস্থিত হয়ে […]

The post বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়নি: কাতার first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়নি: কাতার appeared first on UK BANGLA.

]]>
বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নেয়ার খবর সঠিক নয় বলে ভারতকে জানিয়েছে কাতার।

এ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বুধবার কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কাতার বলছে, সরকারিভাবে আমন্ত্রণ জানিয়ে জাকির নায়েককে অনুষ্ঠানে নেয়া হয়নি। তিনি নিজ উদ্যোগে টিকিট কেটে সেখানে উপস্থিত হয়ে থাকতে পারেন। তৃতীয় কোনো দেশ জাকির নায়েক সংক্রান্ত মিথ্যাচার ছড়িয়ে ভারত-কাতার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করেছে দেশটি।

২০ নভেম্বরের কাতারের দোহারে এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন করা হয়। এতে অনেকের সঙ্গে জাকির নায়েককেও উপস্থিত হতে দেখা যায় বলে একাধিক মাধ্যমে তথ্য এসেছে। তবে জাকির নায়েক উদ্বোধনী মঞ্চে ছিলেন কি না তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি কাতার।

এই খবর নিয়ে সমালোচনার মধ্যেই কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত স্পোর্টস চ্যানেল আলকাসের বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়, জাকির নায়েক ওই দেশে বিভিন্ন অনুষ্ঠানে ইসলাম ধর্ম প্রচার করবেন।

এরপরই ব্যাপক প্রতিক্রিয়া দেখায় ভারত। বলা হয়, যদি সরকারিভাবে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয় তবে ভারতের প্রতিনিধি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ফিরিয়ে আনা হবে।

এছাড়া ফুটবলকে ‘হারাম’ আখ্যা দিয়ে দেয়া জাকির নায়েকের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি এবারের বিশ্বকাপ নিয়ে নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

২০১৬ সালে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ভারত সরকার। বিভিন্ন ধর্মের মধ্যে শত্রুতা, ঘৃণা ও নেতিবাচকতা ছড়ানোর জন্য ওই সংগঠনের সদস্যদের উৎসাহিত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

এক পর্যায়ে মালয়েশিয়ায় পালিয়ে যান জাকির নায়েক। চলতি বছর মার্চে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারত। যুক্তরাজ্য ও কানাডাতেও তার বক্তব্য নিষিদ্ধ করা হয়েছে।

The post বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়নি: কাতার first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপে জাকির নায়েককে আমন্ত্রণ জানানো হয়নি: কাতার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/feed/ 0
মেসির বিশ্বকাপ শুরু আজ https://ukbangla.live/2022/11/22/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%86%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa-%25e0%25a6%25b6%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2581-%25e0%25a6%2586%25e0%25a6%259c https://ukbangla.live/2022/11/22/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%86%e0%a6%9c/#respond Tue, 22 Nov 2022 05:09:14 +0000 https://ukbangla.live/?p=18042 একদিকে লাখো ফুটবলপ্রেমী তাকিয়ে রয়েছে তার দিকে, কেননা দলের মূল ভরসা যে তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সেখানে দেখাতে হবে পারফরম্যান্স। আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসির একই সঙ্গে ধরে রাখতে হবে দলের জয়ের ধারা। সেই চাপের অবস্থানে থেকে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্রান্তিলগ্নে এসে একটি বিশ্বকাপের আশায় […]

The post মেসির বিশ্বকাপ শুরু আজ first appeared on UK BANGLA.

The post মেসির বিশ্বকাপ শুরু আজ appeared first on UK BANGLA.

]]>
একদিকে লাখো ফুটবলপ্রেমী তাকিয়ে রয়েছে তার দিকে, কেননা দলের মূল ভরসা যে তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। সেখানে দেখাতে হবে পারফরম্যান্স। আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসির একই সঙ্গে ধরে রাখতে হবে দলের জয়ের ধারা। সেই চাপের অবস্থানে থেকে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ক্রান্তিলগ্নে এসে একটি বিশ্বকাপের আশায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে সৌদির বিপক্ষে নামবে লিওনেল মেসি অ্যান্ড কোংরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

আন্তর্জাতিক ফুটবলে ২০১৯ সালের জুনে সর্বশেষ হারের মুখ দেখে আকাশী নীলরা। এরপর থেকে তাদের রুখে দেয়ার মতো কোন দল মেসি-দিবালা-দি মারিয়াদের সামনেই দাঁড়াতে পারেননি।

এখন পর্যন্ত ৩৬ ম্যাচে অপরাজিত থাকা দলের সামনে বর্তমানে লক্ষ্য একটাই। ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে তোলা। আর সেই লক্ষ্যে অ্যারাবিয়ান ফ্যালকনসদের বিপক্ষে জয় বাগিয়ে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় স্কালোনি শীষ্যরা।

এদিকে গেল বিশ্বকাপের হতাশা আর্জেন্টাইনদের হারানোর মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে ঘুচাতে চায় সৌদি আরব। গেল বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করা বিশ্বকাপের মিশন সৌদির থেমে গিয়েছিল গ্রুপ পর্বেই।

১৯৯৪ এর বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছিল তারা। সেটিই এখন পর্যন্ত তাদের সেরা পারফরম্যান্স। বিশ্বকাপের চলতি আসরে আসার পথটা খুব একটা ভালো না হলেও কেবল কন্ডিশন নিজেদের অনুকূলে থাকায় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার স্বপ্নজাল ইতোমধ্যেই বোনা শুরু করে দিয়েছেন সৌদি কোচ।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে যদি সৌদি আরবের শেষ ১০ ম্যাচের দিকে তাকানো হয় তাহলে সেখানে দেখা যাবে কেবল একটি জয়। এমনকি বিশ্বকাপের আগে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে একটি ড্র করলেও হারতে হয়েছে অপরটিতে।

যদিও র‍্যাঙ্কিং, হেড টু হেড ম্যাচের পূর্ব ফলাফলে পাল্লাটা বেশ ভারীই আলবিসেলেস্তেদের।

র‍্যাঙ্কিং বিবেচনায় আর্জেন্টিনার থেকে যোজন দূরে সৌদি। আর দুই দলের এখন পর্যন্ত হেড টু হেড চার দেখায় দুইবারই জয় পেয়েছে স্কালোনির দল। তবে ভয়ের জায়গাটি হল বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। সবশেষ ২০১২ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচটিও হয়েছিল ড্র।

তবে সব নেতিবাচক সম্ভাবনা দূরে রেখেই গ্রুপ-সি’র সেরা দল হিসেবে পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরবের উপরে থেকেই প্রথম পর্ব শেষ করতে চায় স্কালোনির দল।

ম্যাচের আগের দিন মেসির ইনজুরি নিয়ে গুঞ্জন উঠলেও সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা যেতে পারে। ক্ষুদে জাদুকর ঠিকঠাক মতোই রয়েছেন এখন পর্যন্ত। তাই তাকে না পাওয়া নিয়ে আশঙ্কার কিছু নেই।

সৌদির বিপক্ষে স্কালোনির মাঝমাঠের দায়িত্বে থাকতে পারেন রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস। মাঝমাঠে এ দুজনকে সঙ্গ দেবেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার।

শুরুর দিকে রক্ষণভাগ সামলানোর মূল দায়িত্ব পড়বে ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস আকুনিয়া ও নায়ুয়েল মোলিনার ওপর। তাদের সঙ্গে থাকবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি।

আক্রমণভাগে লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস তো থাকছেনই।

তবে সৌদি আরবের জন্য সবচেয়ে বড় ধাক্কা হল অভিজ্ঞ স্ট্রাইকার ফাহাদ আল-মুওয়ালাদের দলে না থাকা। বিশ্বকাপের আগে ডোপ পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বিপদ আরও বেড় যায় মিডফিল্ডার রিয়াদ শারাহিলি পেশীর ইনজুরিতে পড়ায়। ইনজুরি দেখে প্রাথমিক অবস্থায় ধারণা করা যাচ্ছে বিশ্বকাপে হয়তো খেলা হবে না এই ফুটবলারের।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নায়ুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও লাউতারো মার্তিনেস।

The post মেসির বিশ্বকাপ শুরু আজ first appeared on UK BANGLA.

The post মেসির বিশ্বকাপ শুরু আজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/22/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%86%e0%a6%9c/feed/ 0
নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%2589%25e0%25a6%25a0%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be/#respond Sat, 19 Nov 2022 04:24:17 +0000 https://ukbangla.live/?p=17953 এবারের কাতার বিশ্বকাপে ফেবারিট কে? অনেকেই বলবে আর্জেন্টিনা। কারণ, দু-বছর ধরে তারা রয়েছে দুর্দান্ত ফর্মে। আবার কেউ বলবে ফ্রান্স। কারণ, তারা বর্তমান চ্যাম্পিয়ন। আবার কারো কারো মতে, এবারের বিশ্বকাপ উঠবে ব্রাজিলের হাতে। তবে যে যাই ভাবুক, মাঠের লড়াইয়ের আগে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না কে জিতবে এবারের বিশ্বকাপ। তবে মাঠের লড়াইয়ের আগে কাতার বিশ্বকাপ […]

The post নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ first appeared on UK BANGLA.

The post নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ appeared first on UK BANGLA.

]]>
এবারের কাতার বিশ্বকাপে ফেবারিট কে? অনেকেই বলবে আর্জেন্টিনা। কারণ, দু-বছর ধরে তারা রয়েছে দুর্দান্ত ফর্মে। আবার কেউ বলবে ফ্রান্স। কারণ, তারা বর্তমান চ্যাম্পিয়ন। আবার কারো কারো মতে, এবারের বিশ্বকাপ উঠবে ব্রাজিলের হাতে। তবে যে যাই ভাবুক, মাঠের লড়াইয়ের আগে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না কে জিতবে এবারের বিশ্বকাপ। তবে মাঠের লড়াইয়ের আগে কাতার বিশ্বকাপ কে জিতবে, তা নিয়ে একটি গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণা অনুযায়ী, এবার বিশ্ব আসরের শিরোপা যাচ্ছে ব্রাজিলে। শুধু অক্সফোর্ডই নয়, লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারেও ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে যাচ্ছে ব্রাজিল।

বিশ্বকাপ খেলার জন্য অধিকাংশ দেশই এরই মধ্যে পৌঁছে গেছে দোহায়। ব্রাজিলের মতো কিছু দেশের আসা এখনও বাকি। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই তা নিয়ে বাজি ধরা, তর্কবিতর্কও শুরু হয়ে গেছে। মেসি কিংবা রোনালদো ট্রফি জিততে পারবেন কি না, তা নিয়ে যেমন লড়াই হচ্ছে, তেমনি নেইমারের ব্রাজিল অথবা এমবাপ্পের ফ্রান্সকেও দাবিদার মনে করছেন অনেকে।

বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীর প্রথাটা অনেক আগে থেকেই চলে আসছে। এর আগে পশু-পাখিরা এমন ভবিষ্যদ্বাণী করলেও এবার তা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে এ গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণামতে, এবারের বিশ্বকাপ উঠবে ব্রাজিলের হাতে।

এদিকে শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতেই নয়, লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারেও নেইমারের ব্রাজিলের হাতেই ১৮ ডিসেম্বর উঠছে বিশ্বকাপ শিরোপা। দুই জায়গাতেই সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে ধরা হয়েছে বেলজিয়ামকে। তৃতীয় স্থানে থাকবে আর্জেন্টিনা।

লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ। বেলজিয়ামের ১৮.৯ শতাংশ। আর্জেন্টিনার সম্ভাবনা ১৩.২ শতাংশ। ২০০২ বিশ্বকাপ থেকে সব দলের সব ম্যাচের ফলাফল বিশ্লেষণ এবং পারফরম্যান্স বিচার করে গাণিতিক পদ্ধতিতে এই বিশ্লেষণ করেছে অ্যালান টুরিং ইনস্টিটিউট।

তবে ফুটবলে অনেক চমক দেখা যায়। তাই আগে থেকে কোনোভাবেই বলা যায় না, কার হাতে ট্রফি উঠতে চলেছে। ফলে ভবিষ্যদ্বাণী করলেও মাঠে খেলা না গড়ানোর আগপর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না এবারের বিশ্বকাপ কার হাতে উঠবে। ব্রাজিলও যেমন এবারের বিশ্বকাপের দাবিদার, তেমনি আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডও।

The post নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ first appeared on UK BANGLA.

The post নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
বিশ্বকাপে ‘খোলামেলা’ পোশাক পরলে যেতে হবে জেলে, হুঁশিয়ারি কাতারের https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%2596%25e0%25a7%258b%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a7%258b%25e0%25a6%25b6 https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6/#respond Fri, 18 Nov 2022 05:23:27 +0000 https://ukbangla.live/?p=17910 আর সব আসরের চেয়ে কাতারের বুকে এবারের বিশ্বকাপটা খানিকটা ভিন্নতা নিয়েই আসছে। রক্ষণশীল দেশ হিসেবে কাতার বিশ্বকাপের অনেক অঘোষিত রেওয়াজেই বাঁধ সেধেছে। দেদারসে মদ পানে নিষেধাজ্ঞা ছিল আগে থেকেই। এবার দর্শকদের নতুন এক হুঁশিয়ারি দিয়েছে কাতার, নারী দর্শকদের বলা হয়েছে ‘অশ্লীল পোশাক’ না পরতে, নাহয় ঠিকানা হবে জেলে। কাতারে নারীরা খোলামেলা পোশাক পরতে পারেন না। […]

The post বিশ্বকাপে ‘খোলামেলা’ পোশাক পরলে যেতে হবে জেলে, হুঁশিয়ারি কাতারের first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপে ‘খোলামেলা’ পোশাক পরলে যেতে হবে জেলে, হুঁশিয়ারি কাতারের appeared first on UK BANGLA.

]]>
আর সব আসরের চেয়ে কাতারের বুকে এবারের বিশ্বকাপটা খানিকটা ভিন্নতা নিয়েই আসছে। রক্ষণশীল দেশ হিসেবে কাতার বিশ্বকাপের অনেক অঘোষিত রেওয়াজেই বাঁধ সেধেছে। দেদারসে মদ পানে নিষেধাজ্ঞা ছিল আগে থেকেই। এবার দর্শকদের নতুন এক হুঁশিয়ারি দিয়েছে কাতার, নারী দর্শকদের বলা হয়েছে ‘অশ্লীল পোশাক’ না পরতে, নাহয় ঠিকানা হবে জেলে।

কাতারে নারীরা খোলামেলা পোশাক পরতে পারেন না। তাদের সব সময় শরীর ঢেকে রাখতে হয়। বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদেরও সেটা মেনে চলতে হবে। কোনো নারী দর্শক খোলামেলা পোশাক পরলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। জেলের পর্যন্ত যেতে হতে পারে।

কাতার বলছে, নারীরা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারেন। তবে ‘খোলামেলা’ পোশাক পরা যাবে না। শুধু স্টেডিয়াম নয়, মিউজ়িয়াম ও অন্যান্য সরকারি দফতরে গেলেও শরীর ঢেকে থাকে, এমন পোশাক পরতে হবে তাদের।

শুধু স্টেডিয়ামের বাইরে নয়, স্টেডিয়ামের ভেতরেও দর্শকদের পোশাকের দিকে নজর রাখা হবে। কাতার বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুলরহিমান বলেছেন, ‘স্টেডিয়ামে আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি। সেই ক্যামেরার সাহায্যে বিশেষ একটি আসনের দিকেও ভাল করে লক্ষ্য রাখা যাবে। পুরো বিষয়টা রেকর্ড করা হবে। তা হলে পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা রেকর্ডিং দেখতে পারব। দর্শকদের পোশাকের দিকে নজর রাখব আমরা।’

ফিফা অবশ্য জানিয়েছে, দর্শকরা চাইলে যে কোনো পোশাক পরতে পারেন। সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে, আয়োজক দেশের আইনের কথা মাথায় রেখে যাতে তারা পোশাক পরেন।

আরো কিছু নিয়ম মাথায় রাখতে হবে দর্শকদের। প্রকাশ্যে কারও সঙ্গে সৌজন্য বিনিময় করার সময় দাঁড়িয়ে করমর্দন করাই ভাল। বিশেষ করে বয়সে বড় কারও সঙ্গে সৌজন্য বিনিময় করার সময় দাঁড়ানো এক রকম বাধ্যতামূলক। কোনো নারীর সঙ্গে সৌজন্য বিনিময় করার সময় নিজে থেকে করমর্দনের জন্য হাত না বাড়ানোই ভাল। বরং সেই নারীর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা উচিত। তিনি করমর্দনের জন্য আগ্রহ দেখালেই শুধু হাত বাড়ানো যেতে পারে। কারণ কাতারের অধিকাংশ নারীই অন্য পুরুষের স্পর্শ এড়িয়ে চলেন। সুতরাং আগ বাড়িয়ে হাত না বাড়ানোই শ্রেয়।

The post বিশ্বকাপে ‘খোলামেলা’ পোশাক পরলে যেতে হবে জেলে, হুঁশিয়ারি কাতারের first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপে ‘খোলামেলা’ পোশাক পরলে যেতে হবে জেলে, হুঁশিয়ারি কাতারের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6/feed/ 0
বিশ্বকাপের দর্শকদের ওমরাহর সুবিধা দিচ্ছে সৌদি সরকার https://ukbangla.live/2022/10/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25b6%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2593%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/#respond Sat, 15 Oct 2022 06:41:37 +0000 https://ukbangla.live/?p=16728 বিশ্বকাপের হায়া ফ্যান কার্ড থাকলেই এবার পাওয়া যাবে ওমরাহ পালনের সুবিধা। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী সাধারণ পরিচালক খালেদ আল শাম্মারি সম্প্রতি আল আখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল শুক্রবার জানিয়েছেন বিষয়টি। সেখানে তিনি বলেছেন, আগামী ১১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, বা বিশ্বকাপের […]

The post বিশ্বকাপের দর্শকদের ওমরাহর সুবিধা দিচ্ছে সৌদি সরকার first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপের দর্শকদের ওমরাহর সুবিধা দিচ্ছে সৌদি সরকার appeared first on UK BANGLA.

]]>
বিশ্বকাপের হায়া ফ্যান কার্ড থাকলেই এবার পাওয়া যাবে ওমরাহ পালনের সুবিধা। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী সাধারণ পরিচালক খালেদ আল শাম্মারি সম্প্রতি আল আখবারিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল শুক্রবার জানিয়েছেন বিষয়টি। সেখানে তিনি বলেছেন, আগামী ১১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, বা বিশ্বকাপের মৌসুমে হায়া কার্ডধারী দর্শকরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তাদের ওমরাহ পালনেও থাকবে না কোনো বাঁধা।

গত মঙ্গলবার সৌদি সরকার হায়া কার্ডধারীদের জন্য তাদের পক্ষ থেকে বাড়তি সুযোগ সুবিধার বিষয়টি জানায়। হায়া কার্ডধারীদের স্বাগত জানিয়েছে রিয়াদ। এর আগে চলতি বছরের আগস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হায়া কার্ডধারীদের ৬০ দিনের জন্য সৌদি প্রবেশে কোনো বাঁধা থাকবে না।

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের টিকিট কেনার পর দর্শকদেরকে এই হায়া কার্ডের জন্য আবেদন করতে হবে। এই কার্ড সঙ্গে থাকলে ম্যাচের দিন টিকিটধারীদের বিনামূল্যে গণপরিবহন ব্যবহারসহ আরও বিভিন্নরকম সুবিধা দেবে আয়োজকরা।

হায়া কার্ড আন্তর্জাতিক দর্শকদের জন্য কাতারের মাটিতে এন্ট্রি পারমিট হিসাবে কাজ করবে। এই কার্ডধারী নিজের সঙ্গে আরও তিনজনকে নিতে পারবেন কাতারে। এখানেই শেষ নয়, ১২ বছরের কম বয়সী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ করে দিতে পারবেন হায়া কার্ডধারী।

এই হায়া কার্ডের জন্য দুটো কেন্দ্র খুলবে বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ। পশ্চিম উপসাগরের আলী বিন হামাদ আল আত্তিয়াহ এলাকা এবং দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে দুটি হায়া কার্ড সেন্টার শিগগির খোলা হবে। সম্প্রতি সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি (এসসি) এর হায়া প্ল্যাটফর্মের নির্বাহী পরিচালক, সাইদ আলি আল-কুওয়ারি সম্প্রতি আল কাস টিভিকে জানিয়েছেন বিষয়টি।

সেখানে জানানো হয়, বিশ্বকাপের টিকিটধারীরা এই কেন্দ্রগুলিতে তাদের হায়া কার্ড পাবেন। যারা বিশ্বকাপ ম্যাচের টিকিট কিনেছেন তারা ওয়েবসাইটে কার্ডের আবেদন করতে পারবেন।

তিনি আরও জানান, যারা টিকিট কিনেছেন এবং হায়া কার্ড পেয়েছেন, তারা ১ অক্টোবর থেকে ভিসা পেতে শুরু করবেন। তাদের ইমেইলে ভিসা পাঠানো হবে। এই হায়া কার্ড আগামী ১ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কাতারের প্রবেশ ভিসা হিসাবে বিবেচিত হবে। এই হায়া কার্ড থাকলে এবার সৌদি আরবে এন্ট্রি ভিসার জন্য আবেদন করা যাবে। যার মাধ্যমে পাওয়া যাবে ওমরাহ পালনের সুবিধা।

The post বিশ্বকাপের দর্শকদের ওমরাহর সুবিধা দিচ্ছে সৌদি সরকার first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপের দর্শকদের ওমরাহর সুবিধা দিচ্ছে সৌদি সরকার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/15/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ https://ukbangla.live/2022/09/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%259f-%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582 https://ukbangla.live/2022/09/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/#respond Sat, 24 Sep 2022 05:28:12 +0000 https://ukbangla.live/?p=15918 ইনিংসের শুরুটা ছিল একেবারেই ধীরগতির। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় সেমি ফাইনালে থাইল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ৫ উইকেটের খরচায় ১১৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল। স্বল্প পুজির সেই ম্যাচে বোলারদের নৈপূণ্যে থাইল্যান্ডকে ১০২ রানেই আটকে দিয়ে বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত করল টাইগ্রেসরা। থাইল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে ১১ রানে জয় পাওয়ায় ২০২৩ সালের নারী […]

The post বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
ইনিংসের শুরুটা ছিল একেবারেই ধীরগতির। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় সেমি ফাইনালে থাইল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ৫ উইকেটের খরচায় ১১৩ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল। স্বল্প পুজির সেই ম্যাচে বোলারদের নৈপূণ্যে থাইল্যান্ডকে ১০২ রানেই আটকে দিয়ে বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত করল টাইগ্রেসরা।

থাইল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে ১১ রানে জয় পাওয়ায় ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হল নিগার সুলতানা জ্যোতির দলের। একইসঙ্গে মূল পর্ব নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ডেরও।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে আইরিশরা। প্রথম সেমি ফাইনালে জিম্বাবুয়েকে তারা হারিয়েছে ৪ রানে। ২৫ সেপ্টেম্বরের ফাইনালে মাঠে নামবে দুই দল।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে টি-টোয়েন্টির স্বাদ এনে দিতে ব্যর্থ হন টাইগ্রেস ব্যাটাররা। দলীয় ৩৪ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও ১০ ওভারে তাদের ব্যাট থেকে আসে মাত্র ৫০ রান।

ইনিংসের সপ্তম ওভারে ১৭ বলে ১১ করে বিদায় নেন ফারজানা হক। এরপর মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা লড়াই শুরু করলেও খুব একটা সুবিধা করতে পারছিলেন না থাই বোলারদের বিপক্ষে।

৩৫ বলে ২৬ করে মুর্শিদা যখন বিদায় নেন দলের বোর্ডে তখন স্কোর ১১.৩ ওভারে ৫২ রান। হাল ধরে রাখতে ব্যর্থ হন নিগারও। তাকেও মাঠ ছাড়তে হয় ১৭ করে।

শেষদিকে রুমানা আহমেদের অপরাজিত ২৪ বলে ২৮ ও ঋতু মণির ১০ বলে ১৭ রানের ইনিংসের সুবাদে ১১৩ রানের পূঁজি নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় টাইগ্রেসরা।

জবাবে ব্যাট করতে নেমে সালমা-মেঘলা-রুমানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি থাই ব্যাটাররা। ১৩ রান তুলতেই তারা হারিয়ে বসে তাদের ৩ টপ অর্ডারকে। যার শুরুটা হয় ম্যাচের তৃতীয় ওভারে দলীয় ৭ রানে।

থাই শিবিরে প্রথম আঘাত হানেন অভিজ্ঞ বোলার সালমা খাতুন। বড় শট খেলতে গিয়ে মিস টাইমিংয়ের শিকার হয়ে ৯ বলে ২ রান করে মাঠ ছাড়তে হয় ওন্নিচা কামচম্ফুকে।

এরপর ব্যাক টু ব্যাক আঘাত হানেন সানজিদা আক্তার মেঘলা। তার দুর্দান্ত এক ডেলিভারিতে স্টাম্প হারিয়ে সাজঘরের পথ ধরতে হয় থাইল্যান্ডের ওপেনার নান্নাপাতকে। এক বল বাদেই রানের খাতা খোলার আগেই এই পেইসারের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়তে হয় নাত্তায়া বুচাথামকে।

দ্রুত ৩ টপ অর্ডারকে হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া থাইল্যান্ডকে ট্র্যাকে ফেরানোর মিশনে নামেন নাত্থাকান চানথাম ও অধিনায়ক নারুমল চারুই। কিন্তু ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে অধিনায়ককে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন নাহিদা আক্তার।

তবে উইকেট আগলে ধরে রেখে লড়াই চালিয়ে যেতে থাকেন চানথাম। কিন্তু তার ৫১ বলে ৬৪ রানের ইনিংসটি কেবল কমিয়েছে পরাজয়ের ব্যবধানটাই। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলতে সক্ষম হয় থাইল্যান্ড।

আর সেই সুবাদে বাংলাদেশ পায় ১১ রানের দুর্দান্ত এক জয়।

The post বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/24/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/feed/ 0
বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa-%25e0%25a6%259a%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/#respond Thu, 30 Jun 2022 07:42:13 +0000 https://ukbangla.live/?p=11929 ফিফা বিশ্বকাপ ২০২২ চলাকালে স্বাগতিক কাতার করোনা মহামারির ঝুঁকি ভালোভাবে সামাল দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বা হু’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, অন্যান্য বড় ইভেন্টের তুলনায় নভেম্বর-ডিসেম্বরের ওই টুর্নামেন্টে মহামারির ঝুঁকি বেশী হবে বলে মনে করার কোন কারণ নেই। হু’র ফেসবুক পেজে সরাসরি আলোচনায় তিনি বলেন, পরিকল্পিত […]

The post বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
ফিফা বিশ্বকাপ ২০২২ চলাকালে স্বাগতিক কাতার করোনা মহামারির ঝুঁকি ভালোভাবে সামাল দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও বা হু’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, অন্যান্য বড় ইভেন্টের তুলনায় নভেম্বর-ডিসেম্বরের ওই টুর্নামেন্টে মহামারির ঝুঁকি বেশী হবে বলে মনে করার কোন কারণ নেই।

হু’র ফেসবুক পেজে সরাসরি আলোচনায় তিনি বলেন, পরিকল্পিত ভাবে পরিচালনা করতে পারলে খুব নিরাপদেই এমন জনসমাবেশ সামলানো সম্ভব। আমরা কাতারী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। বিশ্বকাপ কিভাবে নিরাপদে সম্পাদন করা যায় সে বিষয়ে আমরা তাদেরকে নিয়মিত ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি।

বিশ্বকাপে জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কাতারের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ খুবই তৎপর। সামগ্রিকভাবে ঝুঁকিগুলো খুবই যত্ন সহকারে পরিচালিত হচ্ছে।

টুর্নামেন্টের জন্য ২০ লাখ টিকিট বিক্রি করা হবে এবং ১০ লাখ টিকিট পৃষ্ঠপোষক ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জন্য বরাদ্ধ থাকবে।

রায়ান বলেন, অন্যসব জনসমাবেশের তুলনায় বিশ্বকাপের সমাবেশ বেশী ঝুঁকিপুর্ন হবে বলে আমি মনে করিনা। বিশ্বকাপ টুর্নামেন্ট তারা সফলতার সঙ্গে পরিচালিত করতে পারবে বলে আমার বিশ্বাস রয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জায়গার মধ্যেই ৩২ দলের এই টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে। আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি।

The post বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার: ডব্লিউএইচও appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/feed/ 0