ব্রাজিল - UK BANGLA News Site Tue, 29 Nov 2022 03:49:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ব্রাজিল - UK BANGLA 32 32 কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল https://ukbangla.live/2022/11/29/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b0-%25e0%25a6%2597%25e0%25a7%258b%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b7-%25e0%25a6%25b7%25e0%25a7%258b%25e0%25a6%25b2%25e0%25a7%258b%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/11/29/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4/#respond Tue, 29 Nov 2022 03:48:55 +0000 https://ukbangla.live/?p=18256 ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের নক আউটে পোঁছে গেছে ব্রাজিল। টানা দ্বিতীয় জয়ে এমন কৃতিত্ব অর্জন করল সেলেকাওরা। গ্রুপ-এফ এর ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোলটি করেন কাসেমিরো। সুইজারল্যান্ডের বিপক্ষে এটি ছিল বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়। এর আগে দুই দলের দুটি ম্যাচ ড্র হয়েছিল। […]

The post কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল first appeared on UK BANGLA.

The post কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল appeared first on UK BANGLA.

]]>
ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের নক আউটে পোঁছে গেছে ব্রাজিল। টানা দ্বিতীয় জয়ে এমন কৃতিত্ব অর্জন করল সেলেকাওরা। গ্রুপ-এফ এর ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোলটি করেন কাসেমিরো। সুইজারল্যান্ডের বিপক্ষে এটি ছিল বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয়। এর আগে দুই দলের দুটি ম্যাচ ড্র হয়েছিল।

কাতারের নাইন সেভেন্টিফোর স্টেডিয়ামে জয়সূচক গোলের জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় ব্রাজিলিয়ানদের। ম্যাচের ৮৩ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। ইনজুরির কারণে দলের সেরা তারকা নেইমার খেলতে পারেননি। ছিলেন না ডিফেন্ডার দানিলোও।

প্রথমার্ধে বেশ কয়েকবার চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি তারা। অন্যদিকে বেশ কয়েকবার ব্রাজিলের দুর্গে হানা দিয়েছে সুইজারল্যান্ড। তবে গোলের দেখা পায়নি তারাও।

বরাবরের মতো আক্রমণাত্মক শুরু করে ব্রাজিল। ১৯ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে তারাই। লুকাস পাকেতার ফ্লিকে খুব ভালো জায়গায় বল পেয়ে যান রিচার্লিসন। একটুর জন্য তিনি ডি-বক্সে ভিনিসিউস জুনিয়রকে বল পাঠাতে পারেননি। ঠাণ্ডা মাথায় ক্লিয়ার করেন নিকো এলভেদি।

ম্যাচের ২৭তম মিনিটে ভিনিসিয়াস দারুণ চেষ্টা করেন। সুইস গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। তার দুর্বল শট ঠেকিয়ে দলকে নিরাপদে রাখেন সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সমার। ৪৩ তম মিনিটে বক্সের ভেতর রাফিনিয়া হেড করলেও লক্ষ্যভেদ করতে পারেননি। এতে করে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দল দুটি।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ৫৫তম মিনিটে আরও একবার সুযোগ পায় সেলেসাওরা। এবার বল পেয়ে শট নিতে পারেননি রিচার্লিসন। অবশেষে সুইসদের রক্ষণভেদ করে বল জালে জড়াতে সক্ষম হয় ব্রাজিল ৬৩ মিনিটে। কাসেমিরোর পাস থেকে গোল করেন ভিনিসিয়াস।

তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে গেলে আবারও নতুন করে শুরু করতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সুইজারল্যান্ডকে প্রেস করে মাঠের দখল নেয়ার সুফলটা এর কিছুক্ষণের মধ্যে পায় ব্রাজিল।

৮৩তম মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন কাসেমিরো। ভিনিসিয়াসের থেকে বল পেয়ে যান রদ্রিগো। তার বাড়ানো বলে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন কাসেমিরো।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে রদ্রিগোর দুর্বল শট লক্ষ্যভেদ করতে না পারলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তিতের দল। নিজেদের শেষ ম্যাচে শুক্রবার রাত একটায় ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। আর একইদিন সার্বিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

The post কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল first appeared on UK BANGLA.

The post কাসেমিরোর গোলে শেষ ষোলোতে ব্রাজিল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%b7%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%a4/feed/ 0
কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক https://ukbangla.live/2022/11/25/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b2-%25e0%25a6%2586%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%259f https://ukbangla.live/2022/11/25/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/#respond Fri, 25 Nov 2022 06:46:09 +0000 https://ukbangla.live/?p=18169 আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলে তার ডেপুটি ওবায়দুল কাদের, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে একটি বিষয়ে মিল আছে। তারা সবাই ফুটবলে ব্রাজিল দলের সমর্থক। দেশের রাজনীতিকদের মধ্যে বিপুল দ্বন্দ্ব ও মতাদর্শিক বিরোধ থাকলেও ফুটবল দল সমর্থনের ক্ষেত্রে তাদের ঐক্যই […]

The post কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক first appeared on UK BANGLA.

The post কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক appeared first on UK BANGLA.

]]>
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলে তার ডেপুটি ওবায়দুল কাদের, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে একটি বিষয়ে মিল আছে। তারা সবাই ফুটবলে ব্রাজিল দলের সমর্থক।

দেশের রাজনীতিকদের মধ্যে বিপুল দ্বন্দ্ব ও মতাদর্শিক বিরোধ থাকলেও ফুটবল দল সমর্থনের ক্ষেত্রে তাদের ঐক্যই বেশি। তারা প্রায় সবাই লাতিন আমেরিকার ফুটবলের ভক্ত। ব্রাজিল সমর্থকের তালিকায় আছেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননও।

এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের সমর্থন করেন আর্জেন্টিনাকে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানকেরও সমর্থন মেসির দলটির প্রতি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রিয় দল ব্রাজিল।

আর কোনো দলই সমর্থন করেন না এমন নেতাদের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অনেকে।

পছন্দের দল জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ব্রাজিল ফুটবল খেলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। দেশটির আপাদমস্তক মানুষ ফুটবলপ্রেমী। ব্রাজিলের খেলা আমি উপভোগ করি।

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, তিনি নির্দিষ্টভাবে কোনো দল সমর্থন করেন না, তবে তার ছেলে ব্রাজিল সমর্থন করে।

তথ্যমন্ত্রী আরও জানান, লাতিন আমেরিকা ও ইউরোপের কয়েকটি দলই ঘুরেফিরে কাপ নিয়েছে। এবার আফ্রিকা বা এশিয়ার কোনো দল বিজয়ী হলে তিনি খুশি হবেন।

বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলে তিনি কোনো দেশেরই সমর্থক নন, তবে খেলা দেখবেন তিনি এবং এখন পর্যন্ত বিশ্বকাপ ঘরে তুলতে পারেনি এমন একটি দেশ এবার ট্রফি নিয়ে গেলেই তিনি বেশি খুশি হবেন। অবশ্য তার স্ত্রী আর্জেন্টিনার সমর্থক।

ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন জানান, তিনি ব্রাজিলের পুরোনো সমর্থক। আগে পরিবার নিয়ে খেলা দেখতে বসতেন, তবে ছোট দলগুলোর প্রতি দুর্বলতা আছে তার। সব খেলা না দেখলেও ব্রাজিলের খেলা তিনি দেখবেনই। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও ব্রাজিলের সমর্থক।

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের পছন্দের দল ব্রাজিল। ব্যস্ততার মধ্যেও তিনি সময় বের করে ব্রাজিলের খেলাগুলো দেখার চেষ্টা করেন।

The post কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক first appeared on UK BANGLA.

The post কে ব্রাজিল আর কে আর্জেন্টিনার সমর্থক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f/feed/ 0
সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be/#respond Fri, 25 Nov 2022 04:57:34 +0000 https://ukbangla.live/?p=18145 প্রথমার্ধে ঠিক ব্রাজিলকে ‘ব্রাজিলে’র মতো খুঁজে পাওয়া যাচ্ছিল না; কিন্তু দ্বিতীয়ার্ধে সমর্থকদের মন ভরিয়ে দিয়েছেন নেইমার-ভিনিসিয়ুস-রিচার্লিসনরা। দ্বিতীয়ার্ধের ব্রাজিলকে দেখেই মনে হলো এই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। রিচার্লিসনের অসাধারণ জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলকে প্রথমার্ধে গোল পেতে দেয়নি ইউরোপিয়ান দেশ সার্বিয়া। কাতারের […]

The post সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল first appeared on UK BANGLA.

The post সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল appeared first on UK BANGLA.

]]>
প্রথমার্ধে ঠিক ব্রাজিলকে ‘ব্রাজিলে’র মতো খুঁজে পাওয়া যাচ্ছিল না; কিন্তু দ্বিতীয়ার্ধে সমর্থকদের মন ভরিয়ে দিয়েছেন নেইমার-ভিনিসিয়ুস-রিচার্লিসনরা। দ্বিতীয়ার্ধের ব্রাজিলকে দেখেই মনে হলো এই দলটি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। রিচার্লিসনের অসাধারণ জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলকে প্রথমার্ধে গোল পেতে দেয়নি ইউরোপিয়ান দেশ সার্বিয়া। কাতারের লুসাইল স্টেডিয়ামে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি সেলেসাওরা।

ফিফা র‌্যাংকিংয়ে ১ নম্বর দল ব্রাজিল। ২১ নম্বরে সার্বিয়া। কাগজে-কলমে ব্যবধান স্পষ্ট। মাঠের খেলায় প্রথমার্ধে সেই ব্যবধান দেখাতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই ব্রাজিল দেখিয়েছে, তারা কতটা দুর্ধষ।

বল দখলের লড়াইয়ে ৫৯ ভাগ ছিল ব্রাজিলের, ৪১ ভাগ সার্বিয়ার। সার্বিয়ার জাল লক্ষ্যে ৯টি শট নিয়েছে ব্রাজিলিয়ানরা। যার ৮টিই ছিল লক্ষ্যে। সার্বিয়া নিয়েছে ৩টি। এর মধ্যে একটিও লক্ষ্যে ছিল না।

দ্বিতীয়ার্ধে সার্বিয়া খুব কমই বল পেয়েছে। সার্বদের ডিফেন্স ভেদ করে একের পর এ বল নিয়ে প্রবেশের চেষ্টা করে ব্রাজিলিয়ানরা। তবে প্রতিপক্ষের ডিফেন্ডাররাও ছিল তৎপর। ব্রাজিলের মুহুর্মুহু আক্রমণ প্রতিরোধ করেছে তারা। লাতিন আমেরিকান দেশটিরও দুর্ভাগ্য, দুটি শট ফিরে এসেছে তাদের সাইড বারে লেগে।

প্রথমার্ধে শুরুতে খেলার নিয়ন্ত্রণ কিছুটা সার্বিয়ানদের পায়ে ছিলো। তবে সময় গড়ানোর সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ ব্রাজিলিয়ানদের কাছে আসলেও সার্বিয়ার ডি বক্সে বল নিয়ে প্রবেশ করার সাধ্য যেন ছিল না নেইমার-ভিনিসিয়ুসদের। রাফিনহা কয়েকবার সুযোগ পেয়েছিলেন; কিন্তু তার দুর্বল শট ব্রাজিলের পক্ষে গোল পেতে যথেষ্ট হয়নি।

ভিনিসিয়ুস জুনিয়র এবং রিচার্লিসন বল নিয়ে বিপজ্জনকভাবে দু’একবার সার্বিয়ার ডি বক্সে ঢুকে পড়লেও সার্বদের কঠোর ডিফেন্সের সামনে সেগুলো কাজে লাগেনি। যে কারণে এক সময় দেখা গেছে নেইমার এবং ক্যাসেমিরোকে দুর পাল্লার শট নিয়ে লক্ষ্যভেদ করতে। কিন্তু সেগুলোও জালে জড়ায়নি। বরং, কাউন্টার অ্যাটাকে কয়েকবার ব্রাজিলের বক্সেও বল নিয়ে প্রবেশ করতে দেখা গেছে সার্বদের।

কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পুরোপুরি পাল্টে যায়। ব্রাজিল যেন এককভাবেই দ্বিতীয়ার্ধে খেলেছে। সার্বিয়ান ডিফেন্স শুধু ব্রাজিলের আক্রমণ ঠেকানোতেই ব্যস্ত ছিল।

৬২তম মিনিটে প্রথম গোল করে ব্রাজিল। সুযোগ সন্ধানী রিচার্লিসন অসাধারণ এক শটে গোল করে এগিয়ে দেয় ব্রাজিলকে। গোল হজম করে কিছু কাউন্টার অ্যাটাকে উঠে আসে সার্বিয়ানরা।

কিন্তু ৭৩ মিনিটে নেইমার-ভিনিসিয়ুস-রিচার্লিসন কম্বিনেশনে অসাধারণ গোলটি আসার পর সার্বিয়াকে বলতে গেলে ব্রাজিল গোলমুখে আর খুঁজেই পাওয়া যায়নি। ৭৮তম মিনিটে ইনজুরির শঙ্কা নিয়ে নেইমার উঠে যান।

কয়েকজন তরুণ ফুটবলারকে মাঠে নামান কোচ তিতে। তাতে শেষ ১০-১৫ মিনিট খেলার গতি যেন পাল্টে যায়। তিতের সাইড বেঞ্চ যে কতটা দুর্ধর্ষ, তা শেষ মুহূর্তে দেখা গেছে।

১৩ মিনিটেই প্রথম কর্নার আদায় করে নেয় ব্রাজিল। নেইমার শট নিলে গোলরক্ষক মিলিনকোভিক সাভিচ পাঞ্চ করে বল বাইরে পাঠিয়ে দলকে রক্ষা করেন। নেইমারের পরের কর্নার কিকে রাফিনহা লাফিয়ে উঠেছিলেন। কিন্তু তার আগেই বল গোলরক্ষকের হাতে।

২১ মিনিটের সময় পরপর দুই মুহূর্তে অসাধারণ দুটি শট নিয়েছিলে নেইমার এবং ক্যাসেমিরো। নেইমারের শট ফিরে আসে এক ডিফেন্ডারের গায়ে লেগে। ক্যাসেমিরোর শট ফিরিয়ে দেন গোলরক্ষক সাভিচ।

২৬তম মিনিটে সার্বিয়া গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলো। ব্রাজিলিয়ানদের কাছ থেকে বল কেড়ে নেন তাদিচ। মিত্রোভিচকে ক্রস করেন তিনি। কিন্তু ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন লাফ দিয়ে উঠে সেই বল নিজের নিয়ন্ত্রনে নেন।

২৮ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলো ব্রাজিল। থিয়াগো সিলভা বল পাস দিয়েছিলেন বক্সের মধ্যে। ভিনিসিয়ুস জুনিয়র একা ছিলেন। কিন্তু গোলরক্ষক সাভিচ ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করেন।

৩৫তম মিনিটে রাফিনহা দারুণ এক সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার বাম পায়ের দুর্বল শট গোলরক্ষকের হাতে চলে যায়।

৪১তম মিনিটে গোল্ডেন চান্স পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু সার্বিয়ান ডিফেন্ডারদের চার্জের কারণে ভিনিসিয়ুস ভালো শট নিতে পারেননি। বল চলে যায় বাইরে।

প্রথমার্ধে গোলশূন্যভাবেই মাঠ ছাড়ে ব্রাজিল এবং সার্বিয়া। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৬তম মিনিটেই গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন বার্সা তারকা রাফিনহা। সার্বিয়ার এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন তিনি। সামনে ছিলো শুধু গোলরক্ষক। বলটা আলতো টোকা দিলে হয়ে যেতো। কিন্তু তিনি মেরে দেন গোলরক্ষকের শরীরে।

৪৯তম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক আদায় করে নেন নেইমার। শট নেন তিনি। কর্নারের বিনিময়ে রক্ষা করেন সার্ব ডিফেন্ডাররা। কর্নার কিক করেন নেইমার। থিয়াগো সিলভার দুর্দান্ত এক হেড, ঘাড়ে বল লাগিয়ে দলকে রক্ষা করেন সার্ব ডিফেন্ডার।

৫৫ মিনিটে বাম পাশ থেকে বক্সের মধ্যে ক্রস করেন ভিনিসিয়ুস। গোল লক্ষ্যে দুর্দান্ত এক শট নেন নেইমার। কিন্তু দুর্ভাগ্য বলটি চলে যায় সাইড বারের অনেক বাইরে দিয়ে।

৫৮ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক ছিল সার্বিয়ার। কর্নারের বিনিময়ে বলকে রক্ষা করেন অ্যালেক্স সান্দ্রো। ৬০ মিনিটে নিশ্চিত গোলবঞ্চিত হলো ব্রাজিল। বক্সের বাইরে প্রায় ৩০ গজ দুর থেকে বাঁ-পায়ের দুর্দান্ত এক শট নেন আলেক্স সান্দ্রো। কিন্তু বল বামপাশের সাইডবারে লেগে ফিরে আসে।

৬২ মিনিটে গোল করে ব্রাজিল। অনেক কষ্টের পর আসে গোলটি। নেইমার বল নিয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। ডিফন্ডোরের সামনে বাধা পেলে সুযোগ বুঝে গোলে শট নেন ভিনিসিয়ুস। কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন বলটি। ফিরতি বলটিতেই আলতো টোকায় সার্বিয়ার জালে বল জড়িয়ে দেন রিচার্লিসন।

৬৭ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলো ব্রাজিল। কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠ থেকে রাফিনহা বল নিয়ে এগিয়ে আসে সার্বিয়ার বক্সের সামনে। ডিফেন্ডার বাধা দিলে সেই বল নিয়ে কয়েক পা এগিয়ে এসে শট নেন ভিনিসিয়ুস। কিন্তু পোস্ট লক্ষ্যে শটটি রাখতে পারেননি তিনি।

৭৩তম মিনিটে দ্বিতীয় গোল। রিচার্লিসনের এই গোলটি চোখে লেগে থাকার মত। বক্সের বাম প্রান্ত থেকে ডান-পায়ের টোকায় বক্সের মাঝে দাঁড়ানো রিচার্লিসনকে বলটি দেন ভিনিসিয়ুস জুনিয়র। রিচার্লিসন প্রথমে বলটি নিয়ন্ত্রনে নেন। হালকা উপরে উঠে যাওয়া বলটিকে একটু সময় নিয়ে অসাধারণ এক বাইসাইকেল কিকে সার্বিয়ার জালে বল জড়ান তিনি।

৭৭ মিনিটে রিচার্লিসনকে তুলে গ্যাব্রিয়েল হেসুসকে মাঠে নামানো হয়। নেইমার হালকা আহত হলে তাকে তুলে নিয়ে মাঠে নামানো অ্যান্তোনিকে। তার আগেই ভিনিসিয়ুসকে তুলে মাঠে নামানো হয় রদ্রিগোকে।

৮১ মিনিটে রাফিনহার কাছ থেকে বল পেয়ে ক্যাসেমিরো শট নেন। কিন্তু বল ডান প্রান্তে পোস্টের কোনায় লেগে ফিরে আসে। ৮২তম মিনিটে রদ্রিগো দুর্দান্ত এক শট নেন। কিন্তু গোলরক্ষক ফিরিয়ে দেন সেটি। ৮৩ তম মিনিটে বাম পায়ের দুর্দান্ত এক শট নেন লুকাস পাকুয়েতার পরিবর্তে মাঠে নামা ফ্রেড। কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে সেটি রক্ষা করেন।

The post সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল first appeared on UK BANGLA.

The post সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ শুরু করলো ব্রাজিল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/25/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
যে শহর চলে নারীর শাসনে, পুরুষ মানবেতর https://ukbangla.live/2022/10/03/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a6%25b9%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/10/03/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/#respond Mon, 03 Oct 2022 06:18:44 +0000 https://ukbangla.live/?p=16294 ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’- কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় এভাবেই ‘মহান সৃষ্টি’র পেছনে নারী-পুরুষের যৌথ ভূমিকার কথা লিখেছেন। তবে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের ছিমছাম নোইভা দো করদেইরো শহরে নারীরা পুরুষদের একদম পাত্তা দিতে রাজি নন। গোটা বিশ্বে পুরুষ দাপিয়ে বেড়ালেও এই শহর চলে নারীদের নিয়মে। সেই নিয়ম এতটাই […]

The post যে শহর চলে নারীর শাসনে, পুরুষ মানবেতর first appeared on UK BANGLA.

The post যে শহর চলে নারীর শাসনে, পুরুষ মানবেতর appeared first on UK BANGLA.

]]>
‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’- কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় এভাবেই ‘মহান সৃষ্টি’র পেছনে নারী-পুরুষের যৌথ ভূমিকার কথা লিখেছেন।

তবে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের ছিমছাম নোইভা দো করদেইরো শহরে নারীরা পুরুষদের একদম পাত্তা দিতে রাজি নন। গোটা বিশ্বে পুরুষ দাপিয়ে বেড়ালেও এই শহর চলে নারীদের নিয়মে। সেই নিয়ম এতটাই কড়া যে, রীতিমতো মানবেতর জীবনের মধ্যে আছেন পুরুষ।

বিবাহিত পুরুষও সপ্তাহান্তে মাত্র এক দিন স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পান। বয়স ১৮ বছর পেরোলে ছেলে সন্তানদেরও সেখানে স্থায়ী বসবাস নিষিদ্ধ।

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বেলো ভালে শহরের প্রত্যন্ত একটি অংশ নিয়ে গড়ে উঠেছে নারীদের এই ‘স্বর্গরাজ্য’। পর্তুগিজ ভাষায় নোইভা দো করদেইরোর অর্থ সুন্দর উপত্যকা। বাস্তবেও মনোরম শহরটি ছেয়ে আছে নানা ধরনের ফুল-ফলের গাছে।

শহরের অধিবাসীদের প্রায় ৯০ শতাংশই নারী, যাদের অনেকেই জীবনে কোনো পুরুষের সান্নিধ্যে আসেননি। নোইভা দো করদেইরো শহরে পুরুষের এই দুর্বিপাকের জন্য অবশ্য তাদের পূর্বপুরুষেরাই দায়ী। ইতিহাস বলছে, শহরটির পত্তন ঘটান মারিয়া সেনোরিনিয়িা দে লিমা নামে এক তরুণী। মারিয়াকে জোর করে বিয়ে দিয়েছিল পরিবার।

১৮৯১ সালে মারিয়া ব্যভিচারের দায়ে অভিযুক্ত হওয়ার পরে নিজ শহর ছাড়তে বাধ্য হন। তিনিসহ তার পরিবারের পরবর্তী পাঁচ প্রজন্মকে ক্যাথলিক চার্চ থেকে বহিষ্কার করা হয়। বিপর্যস্ত মারিয়া পালিয়ে গিয়ে নোইভা দো করদেইরোতে বসবাস শুরু করেন। সমাজে একইভাবে নিগৃহীত আরও বেশ কয়েকজন নারীও ধীরে ধীরে আশ্রয় নেন সেখানে। এভাবেই গড়ে ওঠে নারীদের এক শহর, যেখানে বসবাসের সব নিয়ম-কানুন তৈরি করেছেন নারীরাই।

পরের প্রায় ৫০ বছর সব কিছু ঠিকঠাক চলছিল। তবে সমস্যা দেখা দেয় ১৯৪০ সালে। সে বছর অ্যানিসিও পেরেইরা নামে একজন ধর্মযাজক শহরের ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করে পুরুষের আধিপত্য প্রতিষ্ঠা করেন। শহরে তিনি গড়ে তোলেন একটি গির্জা, সেই সঙ্গে নারীদের নিয়ন্ত্রণে নেয়া হয় বিভিন্ন পদক্ষেপ। নারীদের মদ্যপান, গান শোনা, চুল কাটা বা গর্ভনিরোধক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়।

নারীদের ওপর এই খবরদারি একটানা চলে ১৯৯৫ সাল পর্যন্ত। ওই বছর অ্যানিসিও মারা গেলে নোইভা দো করদেইরোর অতিষ্ঠ নারীরা সিদ্ধান্ত নেন, তারা আর কখনও পুরুষের কাছে মাথা নোয়াবেন না।

প্রথম পদক্ষেপ হিসেবেই পুরুষের নেতৃত্বে গঠিত ধর্মীয় সংগঠন ভেঙে দেয়া হয়। সেই সঙ্গে জারি হয় শহরে পুরুষদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ রহিত করে আইন।

নোইভা দো করদেইরোতে এখন সব মিলিয়ে ছয় শর মতো নারী আছেন। তাদের বেশির ভাগের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

কিছু নারী আছেন বিবাহিত, তাদের সন্তানও রয়েছে। তবে তাদের স্বামী এবং ১৮ বছরের বেশি ছেলে সন্তানদের সেখানে স্থায়ী বসবাসের অনুমতি নেই। সপ্তাহে মাত্র একবার তারা যেতে পারেন নিজেদের বাড়িতে। বাকি দিনগুলো কাটাতে হয় শহরের বাইরে অন্য কোথাও।

ওই শহরের আইন-কানুন তৈরি করা থেকে শুরু করে কৃষিকাজ, নগর পরিকল্পনা, এমনকি ধর্মীয় রীতিনীতিও পরিচালনা করেন নারীরা।

নোইভা দো করদেইরোর নারীরা বলছেন, নিজেদের মতো থাকতে পেরে তারা ভালোই আছেন। রোজালি ফার্নান্দেস নামে এক নারী বলেন, ‘নারীরা পুরুষের চেয়ে ভালোভাবে করতে পারে এমন অনেক কিছুই আছে। পুরুষেরা যখন ছিল তার চেয়ে আমাদের শহর এখন আরও সুন্দর ও ছিমছাম।

‘নিজেদের মধ্যে কখনও মতভেদ হলে আমরা নিজেদের মতো করে মিটিয়ে নিই। ঝগড়া-ফ্যাসাদের পরিবর্তে ঐকমত্য খোঁজার চেষ্টা করি। আমরা সব কাজ ভাগ করে নিয়েছি। এখানে কেউ কারও সঙ্গে প্রতিযোগিতা করে না।’

তবে এত শান্তির মধ্যেও ইদানীং কিছু নারীর আক্ষেপও দেখা যাচ্ছে। এই আক্ষেপ না থাকার কারণও অবশ্য নেই।

দারুণ রূপবতী নেলমা ফার্নান্দেস ২৩টি বসন্ত পার করে ফেলেছেন, অথচ এখনও কাউকে চুমু খেতে পারেননি।

নেলমা স্বীকার করছেন, শহরের নারীরা অসাধারণ সুন্দরী হলেও পছন্দের জীবনসঙ্গী অনেকেই খুঁজে পাচ্ছেন না। এতসব নিয়ম-কানুন মেনে শহরটিতে পা রাখার মতো সাহসী পুরুষের সংখ্যা নগণ্য।

নেলমা বলেন, ‘এখানে আমরা যারা অবিবাহিত নারী রয়েছি তাদের সঙ্গে যেসব পুরুষের দেখা হয়, তারা হয় বিবাহিত নয়তো কোনো না কোনোভাবে আত্মীয়। আমি জীবনের এতগুলো বছর কাটিয়েও কোনো পুরুষকে চুমু খাওয়ার সুযোগ পাইনি।

‘আমরা সবাই প্রেমে পড়তে চাই, বিয়ে করার স্বপ্ন দেখি। তবে স্বামী খুঁজতে এই শহর ছেড়ে চলে যেতে চাই না। আমরা এমন পুরুষের সান্নিধ্য চাই, যারা এখানকার নিয়ম মেনেই জীবনযাপনে রাজি হবে।’

The post যে শহর চলে নারীর শাসনে, পুরুষ মানবেতর first appeared on UK BANGLA.

The post যে শহর চলে নারীর শাসনে, পুরুষ মানবেতর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/03/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0/feed/ 0
পাত্র নেই, যে গ্রামের সব নারী সুন্দরী ও অবিবাহিত https://ukbangla.live/2022/07/25/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac-%25e0%25a6%25a8%25e0%25a6%25be https://ukbangla.live/2022/07/25/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%be/#respond Mon, 25 Jul 2022 06:20:42 +0000 https://ukbangla.live/?p=13047 ব্রাজিলে এমন একটি গ্রাম রয়েছে যেখানে পুরুষের তুলনায় নারীদের বসবাস বেশি। গ্রামটির নাম নোইভা ডো কোরডোইরো। এটি দক্ষিণ-পূর্ব ব্রাজিলের একটি পাহাড়ে অবস্থিত। মূলত এটি একটি নারী প্রধান গ্রাম। নোইভা ডো কোরডোইরো গ্রামে প্রায় ৬০০ নারী বাস করেন। এদের মধ্যে তিনশোরও বেশি বিবাহযোগ্যা, অবিবাহিতা তরুণী। তাদের বয়স ১৮ থেকে ৩২ বছর। এরা সবাই বিয়ে করতে চান। […]

The post পাত্র নেই, যে গ্রামের সব নারী সুন্দরী ও অবিবাহিত first appeared on UK BANGLA.

The post পাত্র নেই, যে গ্রামের সব নারী সুন্দরী ও অবিবাহিত appeared first on UK BANGLA.

]]>
ব্রাজিলে এমন একটি গ্রাম রয়েছে যেখানে পুরুষের তুলনায় নারীদের বসবাস বেশি। গ্রামটির নাম নোইভা ডো কোরডোইরো। এটি দক্ষিণ-পূর্ব ব্রাজিলের একটি পাহাড়ে অবস্থিত। মূলত এটি একটি নারী প্রধান গ্রাম। নোইভা ডো কোরডোইরো গ্রামে প্রায় ৬০০ নারী বাস করেন। এদের মধ্যে তিনশোরও বেশি বিবাহযোগ্যা, অবিবাহিতা তরুণী। তাদের বয়স ১৮ থেকে ৩২ বছর। এরা সবাই বিয়ে করতে চান। তবে এজন্য পাত্রকে মানতে হবে কয়েকটি শর্ত।

এই নারীরা বিয়ের পর নিজেদের গ্রাম ছেড়ে যাবেন না। স্বামীদের এই গ্রামেই বসবাস করতে হবে। যেসব ছেলে ভালো রান্না জানেন, বিয়ের পর বউকে রান্না করে খাওয়াতে পারবেন, ঘরবাড়ি পরিষ্কার রাখতে জানেন, তিনিই এই গ্রামের তরুণীদের কাছে খাঁটি ‘সুপাত্র’।

জানা যায়, ১৮৯০ সালে মারিয়া সেনহোরিনা ডি লিমা নামের এক তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শ্বশুর বাড়িতে বেশি দিন থাকেননি তিনি। পালিয়ে চলে আসেন এই গ্রামে। তখন থেকে এই গ্রামটি তিনি নিজের মতো করে গড়ে তোলেন। আর সেই থেকেই এই গ্রামের মেয়েরা বিয়ের পরও এখানেই থেকে যান।

প্রায় দেড়শো বছর পরও এই গ্রামের তরুণীরা নিয়মটি মেনে চলেন। তাই ভিন-গ্রামের সুপাত্র পাওয়াটা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বয়স পেরিয়ে গেলেও অবিবাহিত থাকতে হচ্ছে গ্রামের তরুণীদের অনেককে।

The post পাত্র নেই, যে গ্রামের সব নারী সুন্দরী ও অবিবাহিত first appeared on UK BANGLA.

The post পাত্র নেই, যে গ্রামের সব নারী সুন্দরী ও অবিবাহিত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/25/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%a8%e0%a6%be/feed/ 0
ব্রাজিলের আমাজন বন নিধনের নতুন রেকর্ড https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25a8-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25a7%25e0%25a6%25a8%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%87/#respond Sat, 02 Jul 2022 07:35:50 +0000 https://ukbangla.live/?p=12044 ব্রাজিলের আমাজন বনভূমি নিধনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২২ সালের প্রথম ছয় মাসে এ রেকর্ড সৃষ্টি হয়। শুক্রবার আইএনপিই জাতীয় মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র। ওই সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট ৩,৭৫০ বর্গ কিলোমিটার বনভূমি হারিয়েছে। ২০১৬ সালের পর ছয় মাসের এই মেয়াদে সেখানে এটি ছিল সবচেয়ে […]

The post ব্রাজিলের আমাজন বন নিধনের নতুন রেকর্ড first appeared on UK BANGLA.

The post ব্রাজিলের আমাজন বন নিধনের নতুন রেকর্ড appeared first on UK BANGLA.

]]>
ব্রাজিলের আমাজন বনভূমি নিধনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২২ সালের প্রথম ছয় মাসে এ রেকর্ড সৃষ্টি হয়। শুক্রবার আইএনপিই জাতীয় মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

ওই সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট ৩,৭৫০ বর্গ কিলোমিটার বনভূমি হারিয়েছে।

২০১৬ সালের পর ছয় মাসের এই মেয়াদে সেখানে এটি ছিল সবচেয়ে বড় ধরনের বনভূমি নিধন।

আগের বছর সর্বোচ্চ ৩,৬০৫ কিলোমিটার বনভূমি উজাড় হওয়ার ঘটনা ঘটেছিল। নতুন এই সংখ্যার সাথে জুনের শেষ ছয়দিনের বনভূমি নিধনের পরিমাণ যোগ করা হয়নি।

এ বছরের জুনে বিগত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেখানে দাবানলের ঘটনা ঘটে।

এদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলে বনভূমি নিধনের মাসিক রেকর্ড ভঙ্গ হতে দেখা যায়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাধারনত দাবানলের ঘটনা অন্যান্য মাসের তুলনায় কম ঘটে থাকে।

আইএনপিই’র স্যাটেলাইট গত মাসে আমাজন বনভূমিতে আড়াই হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা সনাক্ত করে। ২০০৭ সালের জুনের রেকর্ডের পর এ সংখ্যা সর্বোচ্চ এবং ২০২১ সালের জুনের চেয়ে ১১ শতাংশ বেশি।

এদিকে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত আমাজনে সাড়ে সাত হাজারের বেশি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। ২০২১ সালের তুলনায় তা ১৭ শতাংশ বেশি এবং ২০১০ সালের পর এটি সর্বোচ্চ।

The post ব্রাজিলের আমাজন বন নিধনের নতুন রেকর্ড first appeared on UK BANGLA.

The post ব্রাজিলের আমাজন বন নিধনের নতুন রেকর্ড appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/02/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%87/feed/ 0
ব্রাজিলে সার সরবরাহের নিশ্চয়তা পুতিনের https://ukbangla.live/2022/06/28/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/06/28/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/#respond Tue, 28 Jun 2022 07:06:18 +0000 https://ukbangla.live/?p=11774 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দক্ষিণ আমেরিকার এ কৃষি প্রধান দেশে প্রয়োজনীয় সার সরবরাহ বজায় রাখার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। খবর এএফপি’র। ব্রাসিলিয়ায় বক্তব্য দেওয়ার সময় বোলসোনারো বলেন, এ দুই নেতা টেলিফোনে ‘খাদ্য নিরাপত্তা’ ও ‘জ্বালানি নিরাপত্তাহীনতা’ নিয়ে আলোচনা করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এ […]

The post ব্রাজিলে সার সরবরাহের নিশ্চয়তা পুতিনের first appeared on UK BANGLA.

The post ব্রাজিলে সার সরবরাহের নিশ্চয়তা পুতিনের appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দক্ষিণ আমেরিকার এ কৃষি প্রধান দেশে প্রয়োজনীয় সার সরবরাহ বজায় রাখার ব্যাপারে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। খবর এএফপি’র।

ব্রাসিলিয়ায় বক্তব্য দেওয়ার সময় বোলসোনারো বলেন, এ দুই নেতা টেলিফোনে ‘খাদ্য নিরাপত্তা’ ও ‘জ্বালানি নিরাপত্তাহীনতা’ নিয়ে আলোচনা করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এ ফোনালাপের বিষয়ে নিজেদের দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিন জোরদিয়ে বলেছেন, ব্রাজিলের কৃষকদের রাশিয়ার বাধাহীন সার সরবরাহের নিশ্চয়তার ব্যাপারে রাশিয়ার বাধ্যবাধকতা পালনে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।

ওই বিবৃতিতে আরও বলা হয়, পুতিন খাদ্য পণ্য ও সারের অবাধ বাণিজ্য কর্মকৌশল পুনঃস্থাপনের আহ্বান জানান, যা রাশিয়ার ইউক্রেন অভিযান প্রশ্নে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মুখ থুবড়ে পড়ে।

কৃষি মন্ত্রণালয় জানায়, কৃষিজাত শস্য উৎপাদনের আন্তর্জাতিক শক্তি ব্রাজিল তাদের দেশের জন্য প্রয়োজনীয় সারের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে থাকে।

আর এসব সারের ২০ শতাংশেরও বেশি কেবলমাত্র রাশিয়া থেকে আমদানি করে ব্রাজিল।

The post ব্রাজিলে সার সরবরাহের নিশ্চয়তা পুতিনের first appeared on UK BANGLA.

The post ব্রাজিলে সার সরবরাহের নিশ্চয়তা পুতিনের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/28/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0
তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহী ব্রাজিল https://ukbangla.live/2022/06/16/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25b9-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a7%2583%25e0%25a6%25b7%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%25a3%25e0%25a7%258d%25e0%25a6%25af https://ukbangla.live/2022/06/16/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af/#respond Thu, 16 Jun 2022 05:09:32 +0000 https://ukbangla.live/?p=11083 বাংলাদেশে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহ প্রকাশ করছে ব্রাজিল। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এর সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎকালে বাংলাদেশে ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফে নেতৃত্বে প্রতিনিধিদল এ আগ্রহ প্রকাশ করে। মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ […]

The post তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহী ব্রাজিল first appeared on UK BANGLA.

The post তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহী ব্রাজিল appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহ প্রকাশ করছে ব্রাজিল।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এর সাথে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎকালে বাংলাদেশে ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাবিম নাদজা পপফে নেতৃত্বে প্রতিনিধিদল এ আগ্রহ প্রকাশ করে। মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয়। ব্রাজিলে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদিত হয়-তাই ভবিষ্যতে তুলা আমদানির পরিমাণ আরো বৃদ্ধি করা হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দু’দেশের বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তাও দূর করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, ব্রাজিল আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধু-প্রতীম দেশ। তাই বাংলাদেশের বস্ত্র ও তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য খাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাতে আগ্রহী তারা।

তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উন্নতমানের তুলা রপ্তানি করে ব্রাজিল। এ রপ্তানি তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ব্রাজিল ভবিষ্যতে আরো অধিক পরিমাণে তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি করতে ইচ্ছুক।

সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

The post তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহী ব্রাজিল first appeared on UK BANGLA.

The post তুলাসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানি বাড়াতে আগ্রহী ব্রাজিল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/16/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
ব্রাজিলের অনুশীলনে ভিনি-রিচার্লির হাতাহাতি! https://ukbangla.live/2022/06/06/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a7%2581%25e0%25a6%25b6%25e0%25a7%2580%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/06/06/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/#respond Mon, 06 Jun 2022 05:00:14 +0000 https://ukbangla.live/?p=10553 সোমবার রাতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের অনুশীলন ঘিরে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটেছে। অনুশীলনের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দলটির দুই তারকা ফরোয়ার্ড খেলোয়ার। ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের হাতাহাতির কিছু ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে রোববার নিজেদের ঝালিয়ে […]

The post ব্রাজিলের অনুশীলনে ভিনি-রিচার্লির হাতাহাতি! first appeared on UK BANGLA.

The post ব্রাজিলের অনুশীলনে ভিনি-রিচার্লির হাতাহাতি! appeared first on UK BANGLA.

]]>
সোমবার রাতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের অনুশীলন ঘিরে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটেছে। অনুশীলনের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দলটির দুই তারকা ফরোয়ার্ড খেলোয়ার। ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের হাতাহাতির কিছু ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়িয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে রোববার নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করছিল ব্রাজিল দল। এর মধ্যেই ঘটে এই ঘটনা। অনুশীলনের মাঝে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর এভারটন স্ট্রাইকার রিচার্লিসন তেড়ে এসে রিয়াল উইঙ্গার ভিনিসিয়াসের জার্সির কলার চেপে ধরেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, কিছু একটা নিয়ে তর্ক চলছে ভিনিসিয়াস ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা দুইজনই রেগে যান এবং একে অপরের জার্সি টেনে ধরেন। দুইজনের মধ্যে এভারটনের রিচার্লিসনকে বেশি আগ্রাসী দেখা যায়। রিয়াল তারকা ভিনিসিয়াসের গলা চেপে ধরতেও দেখা যায় রিচার্লিসনকে।

এছাড়াও আরও কিছু স্থিরচিত্রতে দেখা যায় এই দুই তারকার হাতাহাতি থামাতে এগিয়ে আসেন নেইমার, দানি আলভেস ও লুকাস পাকুইতাকে। তবুও আগ্রাসী মনোভাবেই ছিলেন রিচার্লিসন। পরবর্তীতে অবশ্য দুই তারকা দুই দিকে চলে যায়।

ভিনির সঙ্গে অবশ্য রিচার্লির সম্পর্ক খারাপ ছিল না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে রিয়ালকে জেতানোয় ভিনিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি। জাতীয় দলের ক্যাম্পেও ভিনিকে সবার আগে আলিঙ্গনে বাঁধেন এভারটন তারকা। তাদের দুইজনের হাতাহাতি হওয়ার কারণ এখনও জানা যায়নি।

The post ব্রাজিলের অনুশীলনে ভিনি-রিচার্লির হাতাহাতি! first appeared on UK BANGLA.

The post ব্রাজিলের অনুশীলনে ভিনি-রিচার্লির হাতাহাতি! appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/06/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0
ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ https://ukbangla.live/2022/06/01/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25a3%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/06/01/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/#respond Wed, 01 Jun 2022 05:07:11 +0000 https://ukbangla.live/?p=10302 ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা এ কথা জানান। উদ্ধারকারী দলের বরাতে মঙ্গলবার রাতে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ওই রাজ্যে। এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ১৪ জন মাটিচাপা পড়েছেন। বাকি দুজন পানির অতিরিক্ত স্রোতে […]

The post ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ first appeared on UK BANGLA.

The post ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ appeared first on UK BANGLA.

]]>
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।

উদ্ধারকারী দলের বরাতে মঙ্গলবার রাতে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ওই রাজ্যে। এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ১৪ জন মাটিচাপা পড়েছেন। বাকি দুজন পানির অতিরিক্ত স্রোতে ভেসে গেছেন। ছয় হাজারের বেশি বাসিন্দাকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে।

কর্মকর্তারা বলেন, জরুরি উদ্ধার কর্মীরা আরও ক্ষতিগ্রস্থদের উদ্ধারের জন্য সন্ধান অব্যাহত রেখেছে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মঙ্গলবার উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল। নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কার কথা জানিয়ে আগেই সতর্ক করে দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।

পারনামবুকো রাজ্যের ১৪টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী বর্ষণের ফলে পার্শ্ববর্তী অ্যালাগোয়াস রাজ্যের ৩৩টি পৌরসভাতেও জরুর অবস্থা জারি করা হয়েছে, যেখানে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ হাজার বাসিন্দা ঘরছাড়া হয়েছেন। গত সপ্তাহে শুরু হয় বৃষ্টিপাত। সপ্তাহ শেষে তা ভারী বর্ষণে রূপ নেয়।

ভারী বর্ষণের শিকার অঞ্চলগুলোর জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো সোমবার ২১০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

The post ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ first appeared on UK BANGLA.

The post ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/01/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4/feed/ 0