ভারত - UK BANGLA News Site Wed, 30 Nov 2022 06:21:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ভারত - UK BANGLA 32 32 আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b2-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b7%25e0%25a6%25a3-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/#respond Tue, 29 Nov 2022 07:50:15 +0000 https://ukbangla.live/?p=18294 ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভারসাম্য বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে নয়াদিল্লির অনন্য অবস্থানে, রাশিয়া ও পশ্চিমাদের বন্ধু হিসাবে, একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসাবে আবির্ভূত হতে পারে ভারত। গত ২৪ ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয় তখন দিল্লি ইউক্রেনে মানবিক সহায়তার হাত বাড়াতে দেরি করেনি। কিন্তু পরবর্তীতে ভারত জাতিসংঘে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানো থেকে […]

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত first appeared on UK BANGLA.

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভারসাম্য বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে নয়াদিল্লির অনন্য অবস্থানে, রাশিয়া ও পশ্চিমাদের বন্ধু হিসাবে, একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসাবে আবির্ভূত হতে পারে ভারত।

গত ২৪ ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয় তখন দিল্লি ইউক্রেনে মানবিক সহায়তার হাত বাড়াতে দেরি করেনি। কিন্তু পরবর্তীতে ভারত জাতিসংঘে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। একটি ভারসাম্যের নীতি অবলম্বন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন, যা ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে ধরা হয়।

গত নভেম্বরে ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, তিনি ‘অন্যান্যদের’ দাবি পূরণ করার চেষ্টা করছেন না। এখন ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি নিয়ে চলার কথাও উল্লেখ করেন তিনি।

কিন্তু যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য ঘাটতি ভারতকে রাশিয়ার প্রতি তার সীমাবদ্ধ অবস্থান পুনর্মূলায়ন করতে প্ররোচিত করেছিল।

উজবেকিস্তানের সমরখন্দে গত সেপ্টেম্বরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, ‘আমি জানি, আজকের যুগ যুদ্ধের যুগ নয় এবং আমি আপনার সঙ্গে এটা নিয়ে ফোনেও কথা বলেছি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক সপ্তাহ আগে বালিতে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে এই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি আরও বলেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতির উপায় সবাইকেই খুঁজতে হবে। সেই দায়িত্ব আজ আমাদের প্রত্যেকের ওপরই।’

নয়াদিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এর ফেলো বিবেক মিশ্রা আল-জাজিরাকে বলেন, ভারতের অবস্থান একটি পরিবর্তনের মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, ‘গত ১০ মাসে, আমরা যুদ্ধে ভারতের মধ্যস্থতার বর্ণচ্ছটা দেখেছি। নয়াদিল্লি পরোক্ষভাবে মস্কোকে বলেছিল যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে এটি আরও স্পষ্ট হয়ে ওঠে। আগামী বছরে থেকে, ভারত জি-২০-এর নেতৃত্ব দেওয়ার অর্থ, যুদ্ধ সমাপ্তিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে নয়াদিল্লির ভূমিকা আরও বেশি প্রাধান্য পাবে। এটি ভারতের নেতৃত্বের লক্ষণও ধরে নেওয়া যায়।’

আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত জি-২০-র সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে ভারত। বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।

জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনের একজন সহযোগী ফেলো জন-জোসেফ উইলকিন্স বলেন, ‘নতুন দায়িত্বগ্রহণের সঙ্গে ভারত সম্ভবত কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষায় মনোযোগ দেবে।’ তিনি আরও বলেন, ভারতের বিশ্বে একটি ভারসাম্যের পররাষ্ট্রনীতি বজায় রাখার ঐতিহ্য রয়েছে। কিন্তু এ বছর আমরা দেখছি দেশটির পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা সম্ভবত একটি অন্যন্য উচ্চতায় পৌঁছেছে। এর ফলে দিল্লির বিশ্বব্যাপী প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে ভারতের ক্রমবর্ধমান অবস্থান কি রাশিয়ার সঙ্গে চলমান বাণিজ্যকে প্রভাবিত করবে? ভ্লাদিমির পুতিন যুদ্ধ সম্পর্কে ভারতের সাম্প্রতিক উদ্বেগের কথা স্বীকার করেন এবং উজবেকিস্তান বৈঠকে মোদীকে আশ্বস্ত করেন মস্কো ‘যত তাড়াতাড়ি সম্ভব’ যুদ্ধ বন্ধ করার জন্য সবকিছু করবে। যদিও তিনি সংঘাত দীর্ঘায়িত হওয়ার জন্য ইউক্রেনকেই দায়ী করেন। তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে পুতিন বাণিজ্য সম্পর্ক জোরদার করে ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে আগ্রহী।

রুশ প্রেসিডেন্ট পুতিন নরেন্দ্র মোদীকে বলেন, ‘আমাদের বাণিজ্য বাড়ছে, ভারতীয় বাজারে, রাশিয়ার সারের অতিরিক্ত সরবরাহের জন্য ধন্যবাদ, যা আট গুণেরও বেশি বেড়েছে। আমি আশাবাদী এটি ভারতের কৃষিখাতের জন্য সহায়ক।’

উজবেকিস্তান আলোচনার আগে, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত দেনিস আলিপভ ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রশংসা করেন। মস্কোর সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, ‘২০২২ সালের প্রথমার্ধে, আমরা বাণিজ্যিক লেনদের প্রসার দেখেছি। জুলাই মাসে তা ১১ বিলিয়ন ডলারের আরও বেশি হয়েছে। ২০২৫ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের মাত্রা ৩০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জনের সম্ভাবনার কথাও বলেন তিনি।’

স্নায়ুযুদ্ধের পর থেকে ভারত ও রাশিয়ার মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। মস্কো এশিয়ার সবচেয়ে বড় অস্ত্র ও অপরিশোধিত তেল সরবরাহকারী হিসেবে এখনও বিদ্যমান। স্টকহোমের পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য বলছে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে, রাশিয়া ভারতে ৬০ শতাংশ অস্ত্র রপ্তানি করেছে। গত অক্টোবরে মস্কো অপরিশোধিত তেলের ২২ শতাংশ সরবরাহ করে দিল্লিকে। তবে ওআরএফের মিশ্রা বলেন, দিল্লির ক্রমবর্ধমান অবস্থান বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করার সম্ভাবনা কম।

একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভারতের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করতে চায়। তবে দিল্লির লক্ষ্য শুধু ইইউর সঙ্গে নয়, আগামী বছর যুক্তরাজ্য ও কানাডার সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে দেশটির। চলতি বছর অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতের।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ইউক্রেন যুদ্ধ বিশ্ব মঞ্চে ভারতের প্রাধান্য বাড়াতে ভূমিকা রেখেছে। কিন্তু মিশ্রা যুক্তি দিয়েছেন, এই তত্ত্ব ভারতের অর্জনকে ক্ষুণ্ন করে। তিনি বলেন, একটি স্থিতিশীল বাজার হিসেবে ভারতের সম্ভাবনা এটিকে প্ররোচিত করেছে। ভারতের অর্থনীতি সম্প্রতি ব্রিটিশ অর্থনীতিকে ছাড়িয়ে গেছে। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, পশ্চিমা ও রাশিয়ার মিত্র হিসেবে নয়াদিল্লির অনন্য অবস্থানের কারণে ইউক্রেন যুদ্ধ ভারতকে স্পটলাইটে নিয়ে এসেছে।

মিশ্রা আরও বলেন, যদিও ইউক্রেন- রাশিয়ার যুদ্ধ বন্ধের এখনও লক্ষণ নেই, তবে শান্তিপূর্ণ উপসংহারে পৌঁছার জন্য আলোচনা বেড়েছে। ‘সামগ্রিকভাবে, ভারত দুই পক্ষের মধ্যে ‘সেতু’ হয়ে থাকবে। তবে যুদ্ধের অবসান ঘটাতেও একটি ‘ভাল অবস্থানে’ থাকবে।

সূত্র: আল-জাজিরা

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত first appeared on UK BANGLA.

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দর্শনার্থী সৌদি আরবের, দ্বিতীয় ভারত https://ukbangla.live/2022/11/29/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a7%258b%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259a https://ukbangla.live/2022/11/29/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a/#respond Tue, 29 Nov 2022 07:38:18 +0000 https://ukbangla.live/?p=18288 কাতার বিশ্বকাপে এরই মধ্যে মাঠে নেমেছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সসহ সব কয়টি ফেভারিট দল। তাদের ফুটবল দক্ষতা দেখতে সারাবিশ্ব থেকে উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন লাখ লাখ দর্শক। আশ্চর্যজনকভাবে, সবচেয়ে বেশি দর্শনার্থী গেছেন যেসব দেশ থেকে তাদের মধ্যে প্রথম চারটি দেশের কেউই বিশ্বকাপে ফেভারিট নয়। এমনকি, দ্বিতীয় স্থানে রয়েছে যে দেশ, সেটি বিশ্বকাপেই অংশ নিতে পারেনি। কাতারি […]

The post কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দর্শনার্থী সৌদি আরবের, দ্বিতীয় ভারত first appeared on UK BANGLA.

The post কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দর্শনার্থী সৌদি আরবের, দ্বিতীয় ভারত appeared first on UK BANGLA.

]]>
কাতার বিশ্বকাপে এরই মধ্যে মাঠে নেমেছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্সসহ সব কয়টি ফেভারিট দল। তাদের ফুটবল দক্ষতা দেখতে সারাবিশ্ব থেকে উপসাগরীয় দেশটিতে পৌঁছেছেন লাখ লাখ দর্শক। আশ্চর্যজনকভাবে, সবচেয়ে বেশি দর্শনার্থী গেছেন যেসব দেশ থেকে তাদের মধ্যে প্রথম চারটি দেশের কেউই বিশ্বকাপে ফেভারিট নয়। এমনকি, দ্বিতীয় স্থানে রয়েছে যে দেশ, সেটি বিশ্বকাপেই অংশ নিতে পারেনি।

কাতারি সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার খবর অনুসারে, বিশ্বকাপ দেখতে কাতারে সবচেয়ে বেশি মানুষ গেছেন সৌদি আরব থেকে। এরপর রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, মিসর, ইরান, মরক্কো ও সুদান।

সোমবার (২৮ নভেম্বর) সংবাদমাধ্যমটি বলেছে, কাতার ট্যুরিজমের চিফ অপারেটিং অফিসার বার্থহোল্ড ট্রেঙ্কেল রোববার দোহায় এক সংবাদ সম্মেলনের ফাঁকে তাদের এসব তথ্য জানিয়েছেন।

প্রায় এক মাস ধরে চলবে ফিফা বিশ্বকাপের ২২তম এই আসর। এটি দেখতে প্রায় ১২ লাখ দর্শনার্থী কাতারে যাবেন বলে আশা করা হচ্ছে।

ট্রেঙ্কেল বলেছেন, কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে ৫৫ শতাংশই এসেছেন শীর্ষ ১০টি দেশ থেকে। সবচেয়ে বেশি ১১ শতাংশ সৌদি আরব থেকে। এরপর নয় শতাংশ দর্শনার্থী ভারত থেকে, যুক্তরাষ্ট্র থেকে সাত শতাংশ, মেক্সিকো ও যুক্তরাজ্য উভয় দেশ থেকে ছয় শতাংশ, আর্জেন্টিনা থেকে চার শতাংশ এবং মিসর, ইরান, মরক্কো ও সুদান থেকে তিন শতাংশ করে ফুটবলপ্রেমী দর্শনার্থী পেয়েছে কাতার।

টুর্নামেন্টের আগেও সৌদি আরবের দর্শনার্থীরা তালিকার শীর্ষে ছিলেন। কাতার ট্যুরিজমের এ কর্মকর্তা জানান, এক-তৃতীয়াংশ দর্শনার্থী এসেছে জিসিসি-ভুক্ত দেশগুলো থেকে। স্পষ্টতই এতে শীর্ষে সৌদি আরব। ৯৫ শতাংশ দর্শনার্থী সৌদি থেকে স্থলপথে এসেছেন। ওমান থেকে এসেছেন ৫৭ শতাংশ। দেশটি কাতার থেকে স্থলপথে মাত্র ১২ ঘণ্টার দূরত্বে। তালিকায় এরপর সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।

তিনি জানান, তারা পর্যটন শিল্পের পুনরুদ্ধার দেখতে পাচ্ছেন, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। তিনি আশাপ্রকাশ করেছেন, চীনও সীমান্ত খুলে দেবে এবং বাসিন্দাদের ভ্রমণের অনুমতি দেবে। করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় চীনের অধিকাংশ সীমান্ত এখনো বন্ধ।

ট্রেঙ্কল বলেন, কাতার ট্যুরিজম ‘বড় বাজারগুলো’র মধ্যে মধ্য ইউরোপ, অর্থাৎ যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে টার্গেট করেছে। দূরের দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এছাড়া তাদের অগ্রাধিকার বাজারগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও রাশিয়া।

The post কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দর্শনার্থী সৌদি আরবের, দ্বিতীয় ভারত first appeared on UK BANGLA.

The post কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দর্শনার্থী সৌদি আরবের, দ্বিতীয় ভারত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a/feed/ 0
প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়ার সময় এসেছে ভারতের https://ukbangla.live/2022/11/17/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2580%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/17/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 17 Nov 2022 03:51:41 +0000 https://ukbangla.live/?p=17882 আঞ্চলিক রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে চীন-ভারতের প্রতিযোগিতা কারো অজানা নয়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার তুলনামূলক ছোট অর্থনীতির দেশগুলোর ওপর তাদের ব্যাপক প্রভাব রয়েছে। গত দুই দশকে এ ক্ষেত্রে চীনের দাপট চোখে পড়ার মতো হলেও, প্রতিবেশীদের মধ্যে নিজের প্রভাব পুনরুদ্ধার করতে শুরু করেছে ভারত। বিশ্লেষকরা বলছেন, ভয়াবহ রাজনৈতিক-অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের পাশে দাঁড়াতে বেইজিংয়ের […]

The post প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়ার সময় এসেছে ভারতের first appeared on UK BANGLA.

The post প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়ার সময় এসেছে ভারতের appeared first on UK BANGLA.

]]>
আঞ্চলিক রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে চীন-ভারতের প্রতিযোগিতা কারো অজানা নয়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার তুলনামূলক ছোট অর্থনীতির দেশগুলোর ওপর তাদের ব্যাপক প্রভাব রয়েছে। গত দুই দশকে এ ক্ষেত্রে চীনের দাপট চোখে পড়ার মতো হলেও, প্রতিবেশীদের মধ্যে নিজের প্রভাব পুনরুদ্ধার করতে শুরু করেছে ভারত। বিশ্লেষকরা বলছেন, ভয়াবহ রাজনৈতিক-অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের পাশে দাঁড়াতে বেইজিংয়ের ব্যর্থতা দৃশ্যপটে তুলে আনছে দিল্লিকে। এ ছাড়া এ অঞ্চলের অন্য দেশগুলোতেও ধারাবাহিকভাবে সহযোগিতা বাড়াচ্ছে ভারত।

করোনা মহামারি এবং সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে জ্বালানি ও খাদ্যসংকট। ফলে রাজস্ব ঘাটতি, বৈদেশিক ঋণের চাপ ও দুর্নীতি বেড়ে গিয়ে কমেছে রফতানি আয় ও বাণিজ্যিক বৈচিত্র্য, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক নানা দুর্বলতাকে আরও ত্বরান্বিত করেছে।

গুরুতর রাজনৈতিক অস্থিরতার সাক্ষী হওয়া পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও চলমান সংকট কাটাতে আইএমএফের কাছে ঋণ চেয়েছে অনেক দেশ। এ ছাড়া শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি মালদ্বীপ ও ভুটানেও ক্ষোভের সৃষ্টি করেছে; জোরালো হচ্ছে সংস্কারের দাবি।

পুরো অঞ্চলে এমন টালমাটাল পরিস্থিতিতেও বেশ উদাসীন দেখা গেছে বিশ্বের কথিত পরাশক্তিগুলোকে। তবে দক্ষিণ এশিয়ার রাজনীতি-অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে ভারত। সেই আগ্রহও রয়েছে দেশটির। প্রতিবেশী দেশগুলোকে তাদের সংকট থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য সক্রিয়তার দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে দিল্লি।

প্রভাবক্ষেত্র
বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বড় প্রভাব পড়েছে ভারতের প্রতিবেশী অনেক দেশের ওপর, যার সাম্প্রতিক উদাহরণ দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা। সংকটে থাকা এ অঞ্চলের অনেক দেশ এখন অর্থনৈতিক ত্রাণকর্তা হিসেবে বিবেচনা করছে ভারতকে। যার নেপথ্যে রয়েছে নয়াদিল্লির তুলনামূলকভাবে সুপরিচালিত অর্থব্যবস্থা এবং চীনের বিভ্রান্তিকর নিষ্ক্রিয়তা।

এ ছাড়া ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে এতটাই জর্জরিত যে, দেশটির নিজের জন্যই মূলত এখন এক হুমকি।

অন্যদিকে নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় চীনমুখী সরকার প্রতিস্থাপিত হয়েছে, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি তার সমর্থনে অবিচল রয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, আংশিকভাবে অভ্যন্তরীণ রাজনৈতিক উন্নয়নের কারণে এ পরিবর্তন ঘটেছে। মালদ্বীপের কর্তৃত্ববাদী আবদুল্লাহ ইয়ামিনের চীনপন্থি সরকার ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হয় এবং এর তিন বছর পর ভারতবিরোধিতার কারণে নিজ দলেরই রোষানলে পড়ে একই পরিণতির শিকার হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

স্বয়ংসম্পূর্ণ দেশ, গণতন্ত্রের পথে একটি স্বর্গরাজ্য ভুটান। কিছুটা বিচ্ছিন্ন দেশ হলেও ভারতের সঙ্গে তাদের সম্পর্ক স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ। জলবিদ্যুৎ খাত হলো ভারত-ভুটান দ্বিপক্ষীয় সহযোগিতার প্রধান ক্ষেত্র। ভুটান জলবিদ্যুৎ থেকে এত বেশি শক্তি উৎপাদন করে যে তার উদ্বৃত্ত শক্তির প্রায় ৮০ শতাংশ ভারতে রফতানি করা হয়।

সার্বিকভাবে এই সবকিছুর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে অবস্থান আরও সুসংহত হয়েছে ভারতের।

শ্রীলঙ্কার ইউটার্ন
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কার ক্ষেত্রে। গৃহযুদ্ধে জয়লাভের পর চীনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে পরাজিত তামিল সংখ্যালঘুদের সঙ্গে একটি রাজনৈতিক মীমাংসায় আসার জন্য নয়াদিল্লির চাপ প্রত্যাখ্যান করেছিলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। কারণ, চীনা সংস্থাগুলোর সঙ্গে শ্রীলঙ্কার বিলিয়ন ডলারের অবকাঠামো চুক্তিগুলো ছিল আকর্ষণীয়, যে তহবিলের একটি বড় অংশ লুটপাট হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সে সময় ভারতীয় সংস্থাগুলোকে দূরে সরিয়ে দিয়ে তাদের প্রভাব কমিয়ে ফেলা হয়। জাপানের মতো অন্যান্য অংশীদারের জন্যও দরজা বন্ধ করে দেয় শ্রীলঙ্কা। এমনকি তাদের চুক্তি এবং সাহায্য প্রকল্পগুলো অপ্রয়োজনীয়ভাবে হস্তান্তর করা হয়েছিল চীনের কাছে।

কিন্তু বিশ্ব অর্থনীতির আকস্মিক পরিবর্তন সামলাতে না পেরে রাজাপাকসে শাসনের রাজনৈতিক পতন ঘটে। এর মধ্যেই ইউক্রেন যুদ্ধের কারণে দেশটিতে তীব্রভাবে বেড়ে যায় জ্বালানি ও সার আমদানির ব্যয়। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও স্থানীয় মুদ্রার মূল্য হ্রাস এবং আমদানি আরও বেশি ব্যয়বহুল হয়ে বেড়ে যায় মুদ্রাস্ফীতি।

আরও পড়ুন: অবৈধ বাংলাদেশিদের বিষয়ে সতর্ক অবস্থানে ভারত

অর্থনীতির ভিত দুর্বল হওয়ার কারণেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এ ছাড়া দেশদুটির ভূরাজনৈতিক কৌশলও ব্যর্থ হয়েছে। অনেকের মতে, ইসলামাবাদ ও কলম্বো চীনের ওপর বেশি নির্ভরশীল হওয়ার মতো বড় ঝুঁকি নিলেও, সংকটের সময় তাদের কোনো জরুরি আর্থিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও জাপান উভয়ই সাহায্যের জন্য শ্রীলঙ্কার আবেদন প্রত্যাখ্যান করেছে। আর পাকিস্তান তার সম্পর্ক নষ্ট করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।

বাংলাদেশের অবস্থান
দারুণ অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ কাঠামোগত নানা সমস্যা এবং বৈশ্বিক সংকটের প্রভাবমুক্ত নয়। সাম্প্রতিক বছরগুলোতে রফতানি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য এবং সম্পর্কোন্নয়নের ওপর জোর দিয়েছে ঢাকা। কিন্তু অন্য অনেক দেশের মতো করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাণিজ্য ঘাটতি, মুদ্রার অবমূল্যায়ন, জ্বালানি মূল্যস্ফীতি এবং রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বাংলাদেশের।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০ বিলিয়ন থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গেলেও, জ্বালানি সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বাংলাদেশ অন্য অনেকের তুলনায় ভালো কাজ করেছে বলে মত অর্থনীতিবিদদের।

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যও বেড়েছে। দেশদুটির সম্পর্ককে বলা হয় ‘পরীক্ষিত এবং ঐতিহাসিক’। উদাহরণ হিসেবে বলা যায়, কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে দিল্লির এ সংক্রান্ত নীতি থেকে নিজেকে দূরে রেখেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সঙ্গে সাহায্য ও বাণিজ্য অব্যাহত রাখবে ভারত।

সাহায্যকারী
প্রতিবেশী দেশগুলোর যেসব জায়গায় সংকট-শূন্যতা আছে, তা পূরণে এগিয়ে এসেছে ভারত। শ্রীলঙ্কায় প্রায় পাঁচ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি, খাদ্য, সার ও ওষুধ পাঠিয়েছে নয়াদিল্লি। ক্রেডিট লাইনের অধীন এ সহায়তা দেয়া হলেও, এটি এমনভাবে গঠন করা হয়েছে, যাতে শ্রীলঙ্কার এরই মধ্যে তলানিতে থাকা ডলারের রিজার্ভ নতুন করে আর ক্ষতিগ্রস্ত না হয়।

গেল জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে অমীমাংসিত সব বিরোধ মিটিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। সেপ্টেম্বরের শুরুতে ভারত সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু করতে এবং ভারতের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টি বিবেচনা করতে সম্মত হন তিনি।

পাকিস্তানের প্রতি মোদি সরকারের নীতি আদতে অস্পষ্ট হলেও, ভারত থেকে সস্তায় পণ্য আমদানি করতে চায় ইসলামাবাদ। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ হয়েছে। নয়াদিল্লি জুলাই মাসে গম রফতানিতে বিধিনিষেধ চালু করলেও, বেশির ভাগ প্রতিবেশী দেশকে ছাড় দিয়েছিল। এমনকি আফগানিস্তান ও মিয়ানমারেও গম পাঠিয়েছে ভারত।

তবে এসবের অর্থ এই নয় যে, দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। আগামী ১৮ মাসের মধ্যে ভারতের প্রতিবেশী বিভিন্ন দেশ সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাবে, যেখানে প্রথম সারিতে আছে শ্রীলঙ্কা ও নেপাল। ভারতকে প্রধান বহিরাগত অংশীদার হিসেবে মেনে নেয়ার ক্ষেত্রে এ দেশগুলোতে অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্যের অভাব রয়েছে।

উদাহরণস্বরূপ, মালদ্বীপে এবার প্রধান বিরোধী প্রার্থী দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়ামিন। এরই মধ্যে তিনি ‘ইন্ডিয়া আউট’ স্লোগানে একটি প্রচারণা শুরু করেছেন।

এর বিপরীতে চীনের ইমেজও রয়েছে সংকটে। জরুরি প্রয়োজনের সময় শ্রীলঙ্কার পাশ থেকে সরে যাওয়ায় এ সংকট আরও তীব্র হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার অনেক কম সরকারই এখন বেইজিংকে তাদের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখে; এমনকি বেইজিংয়ের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানও। তবে ভারতীয় কূটনীতিকরা মনে করেন, ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে আমলা, রাজনীতিক এবং সামরিক বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে এ অঞ্চলের বিভিন্ন দেশে নিজেদের প্রভাব ধরে রেখেছে চীন।

দৃশ্যকল্প
দক্ষিণ এশিয়ার ছোট অর্থনীতির দেশগুলোকে স্বয়ংক্রিয়ভাবে ভারতনির্ভর করার জন্য আরও বাস্তব ভিত্তি তৈরি করার চেষ্টা করছে মোদি সরকার। বিশেষ করে, কানেক্টিভিটি জোরদার করার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে দিল্লি। যদিও বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারত ও চীন এখন সমান তালে চলছে।

ভারতের আশা, তার সব প্রতিবেশী দেশ অর্থনৈতিক ও নিরাপত্তাসহ যেকোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে নয়াদিল্লির মুখাপেক্ষী হবে। কিন্তু বাস্তবতা এখনও সেখান থেকে অনেক দূরে। যদিও সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, ভারত শ্রীলঙ্কায় তার প্রভাব পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং বাংলাদেশ ও নেপালের সঙ্গে অবস্থান করবে সুসংহত। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসন্ন সাধারণ নির্বাচন যদি নতুন কোনো চমক না নিয়ে আসে, তাহলে চীনের বর্তমান অবস্থানের কারণে আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য অন্তত তিন থেকে চার বছর সময় পাবে ভারত।

বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক সংস্থা হিসেবে সার্ক ব্যর্থ হলেও, দক্ষিণ এশিয়ার সাধারণ সমস্যাগুলো সমাধানের জন্য বিকল্প ভাবতেই হবে। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রিত করার সক্ষমতা ভারতের রয়েছে। আর এ জন্য দেশটির নেতৃত্বকে তাদের গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও ন্যায়বিচারের বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। দুর্বল-সবল সবার সঙ্গে সম্পৃক্ততাই পারে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হিসেবে ভারতের মর্যাদা বাড়িয়ে তুলতে।

তথ্যসূত্র: দ্য ডিপ্লোম্যাট, ডিপ্লোমেটিস্ট, ওআরএফ, ফরেন পলিসি

The post প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়ার সময় এসেছে ভারতের first appeared on UK BANGLA.

The post প্রতিবেশীদের অগ্রাধিকার দেয়ার সময় এসেছে ভারতের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/17/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/#respond Wed, 09 Nov 2022 05:23:41 +0000 https://ukbangla.live/?p=17560 চলতি বছরের ডিসেম্বরে দেশে আসবে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিদ্যুৎ। প্রতিষ্ঠানটি ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় একটি থার্মাল পাওয়ার সেন্টার তৈরি করেছে। ওই সেন্টার থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ করা হবে। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এ বিদ্যুৎ বাংলাদেশে আসবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদন শুরু করলে জাতীয় গ্রিডে […]

The post ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে first appeared on UK BANGLA.

The post ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে appeared first on UK BANGLA.

]]>
চলতি বছরের ডিসেম্বরে দেশে আসবে ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিদ্যুৎ। প্রতিষ্ঠানটি ঝাড়খণ্ডের গোড্ডা এলাকায় একটি থার্মাল পাওয়ার সেন্টার তৈরি করেছে। ওই সেন্টার থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ করা হবে। ট্রান্সমিশন লাইনের মাধ্যমে এ বিদ্যুৎ বাংলাদেশে আসবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি উৎপাদন শুরু করলে জাতীয় গ্রিডে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। সঞ্চালন লাইনের কাজও প্রায় শেষের দিকে।

যথাসময়ে বিদ্যুৎ আনার বিষয়টি নিশ্চিত করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আদানি পাওয়ারের সঙ্গে পিজিসিবির যোগাযোগ রয়েছে। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে আমরা তৎপর। চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আমাদের সঞ্চালন লাইনের কাজও শেষ। উৎপাদন শুরুর পর বিদ্যুৎকেন্দ্র থেকে যতটুকু বিদ্যুৎ পাওয়া যাবে আমরা তা সরবরাহ করতে পারব।

চুক্তি অনুসারে আগামী ২৫ বছর এ কেন্দ্র থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রতি ইউনিট ৬ টাকা ৮৯ পয়সা দরে আদানি পাওয়ারের বিদ্যুৎ কিনতে সম্ভাব্য ব্যয় হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকা।

দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে ভারত-বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সই হয় ২০১১ সালে। ওই চুক্তির আওতায় ২০১৫ সালের ১১ আগস্ট ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ২০১৭ সালের ৫ অক্টোবর আদানির সঙ্গে ক্রয়চুক্তি সই হয়।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় ৮০০x২ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করে আদানি পাওয়ার। ১৪৭ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বগুড়া পর্যন্ত এ বিদ্যুৎ আনা হবে। সঞ্চালন লাইনের ৯০ কিলোমিটার হচ্ছে ভারতে। বাংলাদেশে বসছে ১৪৫ কিলোমিটার লাইন। বিদ্যুৎ আনতে দুই ধাপে নির্মিত হচ্ছে সঞ্চালন লাইন।

পিজিসিবির তথ্য অনুযায়ী, সীমান্ত থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলোভোল্টের (কেভি) একটি সঞ্চালন লাইন বসানো হয়েছে। ব্যয় হয়েছে ২২৬ কোটি টাকা। ইতোমধ্যে এ লাইনের নির্মাণকাজ শেষ হয়েছে। বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে সঞ্চালন লাইন নির্মাণের কাজ এখনও চলমান। বড়পুকুরিয়া থেকে বগুড়া হয়ে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত ২৬০ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হচ্ছে তিন হাজার ৩২২ কোটি টাকা।

বিদ্যুৎ উৎপাদনের জন্য আদানি পাওয়ারের মালিকানাধীন অস্ট্রেলিয়ার কারমিখায়েল খনি থেকে কয়লা আনা হবে। যা উড়িষ্যার ধামরা বন্দরে খালাস হবে। সেখান থেকে বিদ্যুৎকেন্দ্রে কয়লা নেওয়া হবে তাদের নির্মিত ৭০০ কিলোমিটার রেল লাইনের মাধ্যমে।

চুক্তি অনুসারে আগামী ২৫ বছর এ কেন্দ্র থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। প্রতি ইউনিট ৬ টাকা ৮৯ পয়সা দরে আদানি পাওয়ারের বিদ্যুৎ কিনতে সম্ভাব্য ব্যয় হবে এক লাখ ৯০ হাজার কোটি টাকা।

দেশে চলমান বিদ্যুৎ সংকট নিরসনের ক্ষেত্রে আদানির বিদ্যুৎ ভূমিকা রাখবে বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, আদানির বিদ্যুৎকেন্দ্র মূলত কয়লাভিত্তিক। আমদানির ক্ষেত্রে মূল্য কিছুটা বেশি পড়লেও আদানির বিদ্যুৎ আসা শুরু করলে তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া যাবে। ফলে একদিকে অর্থনৈতিকভাবে চাপ কমে যাবে, অপরদিকে বিদ্যুতের যে ঘাটতি চলছে সেটাও কমে আসবে।

অধ্যাপক ইজাজ হোসেন বলেন, চলমান সংকট কমিয়ে আনতে আদানির বিদ্যুৎ ভূমিকা রাখবে। তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চাইতে আদানির বিদ্যুতের মূল্য কম। আমদানি করা এ বিদ্যুৎ দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ ঘাটতির পরিমাণ কমিয়ে আনবে।

২০১৩ সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে সরকার। বর্তমানে দেশটি থেকে এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। আদানির প্রথম ইউনিটের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা গেলে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ দাঁড়াবে এক হাজার ৯৬০ মেগাওয়াটে। বিদ্যুৎকেন্দ্রটির পুরো সক্ষমতা (১৪৯৫ মেগাওয়াট) অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হলে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়াবে দুই হাজার ৬৫৫ মেগাওয়াটে। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ১০ শতাংশ।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৫ হাজার ৭৩০ মেগাওয়াট। যদিও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে চলতি বছরের ১৬ এপ্রিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ সেপ্টেম্বর দিল্লি সফর করেন। ওই সময় তার সঙ্গে সাক্ষাৎ করেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এরপর এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালুর বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি অনুসারে আগামী ২৫ বছর এ কেন্দ্র থেকে এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

The post ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে first appeared on UK BANGLA.

The post ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ মিলবে ডিসেম্বরে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/09/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/feed/ 0
বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের একটি ভারতে https://ukbangla.live/2022/10/29/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25a4%25e0%25a6%25ae-%25e0%25a7%25a7%25e0%25a7%25a6-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/29/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/#respond Sat, 29 Oct 2022 06:24:09 +0000 https://ukbangla.live/?p=17214 বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে অফিসিয়াল এয়ারলাইন গাইড (ওএজি)। ওএজি যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য প্রদানকারী কোম্পানি। তারা চলতি বছরের অক্টোবর মাসের সিট ক্যাপাসিটি বা যাত্রী ধারণ ক্ষমতা এবং ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটের ঘন-ঘন আনাগোনার তথ্য বিবেচনায় নিয়ে ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। তালিকায় ব্যস্ততম ১০ বিমানবন্দরের মধ্যে স্থান হয়েছে ভারতের। ওএজি’র তালিকা অনুযায়ী, […]

The post বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের একটি ভারতে first appeared on UK BANGLA.

The post বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের একটি ভারতে appeared first on UK BANGLA.

]]>
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে অফিসিয়াল এয়ারলাইন গাইড (ওএজি)। ওএজি যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বব্যাপী ভ্রমণের তথ্য প্রদানকারী কোম্পানি। তারা চলতি বছরের অক্টোবর মাসের সিট ক্যাপাসিটি বা যাত্রী ধারণ ক্ষমতা এবং ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটের ঘন-ঘন আনাগোনার তথ্য বিবেচনায় নিয়ে ব্যস্ততম বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। তালিকায় ব্যস্ততম ১০ বিমানবন্দরের মধ্যে স্থান হয়েছে ভারতের।

ওএজি’র তালিকা অনুযায়ী, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের খ্যাতি ছিনিয়ে নিয়েছে হার্ৎসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যা প্রায় ৪৭ লাখ ৪৭ হাজার ৩৬৭ সিটের পরিষেবা প্রদান করেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে প্রায় ৪১ লাখ ২৭ হাজার ৭০৪ সিটের পরিষেবা প্রদান করা হয়েছে। দুবাইয়ের পরেই স্থান পেয়েছে টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে ৩৮ লাখ ৭৭ হাজার ১৬৪ সিটের পরিষেবা দেওয়া হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে ৩৭ লাখ ৫৩ হাজার ৮৫৮ সিটের পরিষেবা প্রদানকারী ডালাসের ডালাস/ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর। পঞ্চম স্থান ছিনিয়ে নিয়েছে ৩৭ লাখ ০৯ হাজার ৩৯৪ সিটের পরিষেবা প্রদানকারী ডেনভার বিমানবন্দর। এরপরের অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে লন্ডন হিথরো বিমানবন্দর।

সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, ইস্তানবুল বিমানবন্দর এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর। তালিকায় দশম স্থানে রয়েছে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর।

The post বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের একটি ভারতে first appeared on UK BANGLA.

The post বিশ্বের ব্যস্ততম ১০ বিমানবন্দরের একটি ভারতে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/29/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
পাকিস্তানের জন্য খুশির খবর যেভাবে দেখছে ভারত https://ukbangla.live/2022/10/22/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%2596%25e0%25a7%2581%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2596 https://ukbangla.live/2022/10/22/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96/#respond Sat, 22 Oct 2022 05:58:28 +0000 https://ukbangla.live/?p=16982 সন্ত্রাসবাদের জন্য অর্থ জোগানদাতাদের ওপর নজর রাখা বৈশ্বিক নজরদারি প্রতিষ্ঠান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ‘ধূসর’ তালিকা থেকে সরতে পারায় পাকিস্তানে আনন্দের বন্যা বইছে। পাকিস্তানের জন্য বিষয়টি আনন্দদায়ক হলেও এতে খুব একটা খুশি নয় ভারত। বরং এ নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ভারত বলেছে, এই তালিকা থেকে পাকিস্তানের সরে যাওয়া বিশ্বের স্বার্থে, তবে উগ্রবাদ ও […]

The post পাকিস্তানের জন্য খুশির খবর যেভাবে দেখছে ভারত first appeared on UK BANGLA.

The post পাকিস্তানের জন্য খুশির খবর যেভাবে দেখছে ভারত appeared first on UK BANGLA.

]]>
সন্ত্রাসবাদের জন্য অর্থ জোগানদাতাদের ওপর নজর রাখা বৈশ্বিক নজরদারি প্রতিষ্ঠান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ‘ধূসর’ তালিকা থেকে সরতে পারায় পাকিস্তানে আনন্দের বন্যা বইছে।

পাকিস্তানের জন্য বিষয়টি আনন্দদায়ক হলেও এতে খুব একটা খুশি নয় ভারত। বরং এ নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। ভারত বলেছে, এই তালিকা থেকে পাকিস্তানের সরে যাওয়া বিশ্বের স্বার্থে, তবে উগ্রবাদ ও এতে অর্থায়নের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, আমরা আশা করব যে পাকিস্তান এশিয়া-প্যাসিফিক গ্রুপের সাথে মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও সন্ত্রাসবিরোধী অর্থায়ন বন্ধে কাজ চালিয়ে যাবে।

তিনি বলেন, এফএটিএফের তদন্তের কারণে পাকিস্তানকে কিছু কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়েছে। এদের মধ্যে কিছু সন্ত্রাসী রয়েছে যারা ২৬/১১-তে মুম্বাইয়ে হামলা চালিয়েছিল।

তিনি আরও বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে এটা স্পষ্ট হয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ বিশ্বের জন্য মঙ্গলজনক এবং পাকিস্তানকে তা চালিয়ে যেতে হবে। পাকিস্তানকে তার নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতে হবেই।

শুক্রবার প্যারিসে এফএটিএফের বৈঠকে এর প্রধান টি রাজা অর্থ পাচার এবং চরমপন্থার বিরুদ্ধে পাকিস্তানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়ে একে স্বাগত জানান।

তিনি বলেন, পাকিস্তান সরকার অর্থ পাচার ও চরমপন্থীদের অর্থায়নের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে উচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি দেখিয়েছে। সংস্থাটি এসব বিষয়েতদন্ত করার জন্য পাকিস্তানে গিয়েছিল এবং সেখান থেকে সন্তুষ্ট হয়ে ফিরেছে। তারপর থেকেই ধারণা করা হচ্ছিল এফএটিএফের ধূসর তালিকা থেকে বাদ পড়তে পারে পাকিস্তান। ২০১৮ সালের জুন থেকে পাকিস্তান এফএটিএফের ধূসর তালিকায় ছিল।

পাকিস্তানে আনন্দের বন্যা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পাকিস্তান ধূসর তালিকা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, এফএটিএফের ধূসর তালিকা থেকে পাকিস্তানের বেরিয়ে আসা সম্ভব হয়েছে আমাদের বহু বছরের প্রচেষ্টায়। আমি দেশের বেসামরিক ও সামরিক নেতৃত্বের পাশাপাশি সেই সমস্ত প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাই যাদের কঠোর পরিশ্রমে আজকের সাফল্য অর্জিত হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

এফএটিএফের এই সিদ্ধান্তের পর পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও টুইট করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তানের জনগণকে অভিনন্দন। এফএটিএফের ধূসর তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হলো পাকিস্তানকে। পাকিস্তান জিন্দাবাদ।

ধূসর তালিকায় নাম থাকলে কী ক্ষতি
কোনো দেশকে ধূসর তালিকায় রাখা বা না রাখার সিদ্ধান্ত এফএটিএফের সংগঠন ইন্টারন্যাশনাল কোঅপারেশন রিভিউ গ্রুপের (আইসিআরজি)।

ধূসর তালিকায় থাকার কারণে আইএমএফ, বিশ্ব ব্যাংক ও এশিয়া উন্নয়ন ব্যাংকের কাছ থেকে সহায়তা পেতে পাকিস্তানের অসুবিধা হচ্ছিল।

ধূসর তালিকায় এমন দেশগুলোর নাম রয়েছে যারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থ পাচার এবং আর্থিক সহায়তা বন্ধ করতে জোরালো পদক্ষেপ নেয় না।

এই তালিকায় আসার কারণে পাকিস্তান প্রতি বছর ১০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির শিকার হয়েছে।

এফএটিএফ কী
এফএটিএফ একটি আন্তর্জাতিক সংস্থা যা ১৯৮৯ সালে জি-৭ দেশগুলোর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। বিশ্বজুড়ে অর্থ পাচার মোকাবিলার জন্য নীতি তৈরি করে এই এফএটিএফ।

২০০১ সালে তারা নিজেদের নীতিমালায় সন্ত্রাসে অর্থায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করে। সংস্থাটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে সঠিক রাখার জন্য নীতি প্রণয়ন করে এবং এর বাস্তবায়নের দিকে কাজ করে। ভারত, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীনসহ মোট ৩৯টি দেশ এর সদস্য।

২০১৮ সালের জুন মাস থেকে বিশ্বজুড়ে অর্থ পাচার পর্যবেক্ষকদের নজরদারিতে রয়েছে পাকিস্তান।

এফএটিএফের পক্ষ থেকে কোনো দেশকে ধূসর তালিকায় রাখা মানে সেই দেশকে সতর্ক করা হচ্ছে। দেশটিকে চরমপন্থী গোষ্ঠীগুলোকে অর্থ পাচার এবং আর্থিক সহায়তা রোধ করতে পদক্ষেপ নিতে বার্তা দেওয়া হয়।

এই হুঁশিয়ারির পরেও কোনো দেশ যদি দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে তাকে কালো তালিকায় ঢুকিয়ে দেয় এফএটিএফ। এফএটিএফের নিয়ম অনুযায়ী কালো তালিকাভুক্ত হওয়া এড়াতে যে কোনো দেশেরই তিন সদস্যের সমর্থন প্রয়োজন।

The post পাকিস্তানের জন্য খুশির খবর যেভাবে দেখছে ভারত first appeared on UK BANGLA.

The post পাকিস্তানের জন্য খুশির খবর যেভাবে দেখছে ভারত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/22/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%96%e0%a7%81%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%96/feed/ 0
কর্ণাটক হিজাবকাণ্ডে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আজ https://ukbangla.live/2022/10/13/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a3%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%2595-%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a3%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/10/13/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4/#respond Thu, 13 Oct 2022 04:05:06 +0000 https://ukbangla.live/?p=16653 কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুসলিম ছাত্রীদের হিজাব পরায় নিষেধাজ্ঞার বিষয়ে বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা আজ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) এর রায় দেবেন ভারতের সর্বোচ্চ আদালত। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে কর্ণাটক হাইকোর্ট রায় দেওয়ার পর আলোচিত মামলাটি ভারতীয় সুপ্রিম কোর্টে পৌঁছায়। গত ২২ সেপ্টেম্বর ১০ম দিনের মতো […]

The post কর্ণাটক হিজাবকাণ্ডে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আজ first appeared on UK BANGLA.

The post কর্ণাটক হিজাবকাণ্ডে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আজ appeared first on UK BANGLA.

]]>
কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুসলিম ছাত্রীদের হিজাব পরায় নিষেধাজ্ঞার বিষয়ে বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা আজ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) এর রায় দেবেন ভারতের সর্বোচ্চ আদালত।

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে কর্ণাটক হাইকোর্ট রায় দেওয়ার পর আলোচিত মামলাটি ভারতীয় সুপ্রিম কোর্টে পৌঁছায়। গত ২২ সেপ্টেম্বর ১০ম দিনের মতো যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণা স্থগিত করেন বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। বেঞ্চের নেতৃত্বে থাকা বিচারপতি গুপ্তা আগামী রোববার (১৬ অক্টোবর) অবসরে যাচ্ছেন। এ কারণে এ সপ্তাহেই মামলাটির রায় ঘোষণা হতে পারে।

সর্বোচ্চ আদালতে যুক্তিতর্ক চলাকালে আবেদনকারীদের পক্ষে উপস্থিত আইনজীবীরা জোর দিয়ে বলেছিলেন, মুসলিম ছাত্রীদের হিজাব পরতে বাধা দেওয়া তাদের শিক্ষাজীবনকে বিপণ্ন করবে। এমন সিদ্ধান্তের কারণে তারা ক্লাসে যাওয়া বন্ধ করে দিতে পারে।

এসময় তারা আরও নানা যুক্তি উত্থাপন করেন। আইনজীবীরা বলেন, কর্ণাটকে রাজ্য সরকারের আদেশ স্কুল-কলেজগুলোতে সাম্য, অখণ্ডতা ও জনশৃঙ্খলাকে বিঘ্নিত করেছে। তারা মুসলিমদের হিজাবকে হিন্দুদের পরিধান করা ঘুনঘাট ও টিপ এবং শিখদের পাগড়ির সঙ্গেও তুলনা করেন। ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এগুলো পরে যাওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই।

তবে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত আইনজীবীরা দাবি করেন, কর্ণাটক সরকারের যে আদেশ বিতর্কের জন্ম দিয়েছে তা ‘ধর্ম নিরপেক্ষ’।

চলতি বছরের ১ জানুয়ারি কর্ণাটকের উদুপির একটি কলেজে কয়েকজন হিজাব পরা শিক্ষার্থীকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভাট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরা শিক্ষার্থীরা ক্লাসে ঢুকতে পারবেন না।

রাজ্যজুড়ে সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। কয়েক জায়গায় হিজাবের পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীরা মুখোমুখি হয়। পুলিশের সঙ্গেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সব স্কুল-কলেজ।

গত ২৬ জানুয়ারি কর্ণাটক সরকার এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। ঘোষণা করা হয়, কমিটি নির্দিষ্ট সুপারিশ করার আগ পর্যন্ত ছাত্রীরা কেবল ইউনিফর্ম পরেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে। হিজাব বা গেরুয়া উত্তরীয় কিছুই পরার অনুমতি নেই।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদুপির কয়েকজন ছাত্রী কর্ণাটক হাইকোর্টে রিট করেন। তারা আদালতে দাবি করেন, হিজাব পরা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কোনোভাবেই তা বাতিল করা যাবে না।

তবে ১০ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতুরাজ অবস্তি, বিচারপতি কেএস দীক্ষিত এবং বিচারপতি জেএম খাজি অন্তর্বর্তী রায়ে বলেন, যতদিন না রায় ঘোষণা হচ্ছে, কর্ণাটকে স্কুল-কলেজ খুলতে পারে। কিন্তু কোনো শিক্ষার্থী ধর্মীয় প্রতীকসম্বলিত কোনো পোশাক পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না।

এই মামলায় শুরু থেকে কর্ণাটক সরকার বলে এসেছে, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক অনুশীলনের মধ্যে পড়ে না। গত ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্টও রাজ্য সরকারের পক্ষেই রায় দেন। সেদিন হাইকোর্টের তিন বিচারপতি বলেন, ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক নয়। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এটি পরা নিষিদ্ধ করার অধিকার রয়েছে স্থানীয় সরকারের।

পরে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন ভুক্তভোগীরা।

সূত্র: এনডিটিভি

The post কর্ণাটক হিজাবকাণ্ডে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আজ first appeared on UK BANGLA.

The post কর্ণাটক হিজাবকাণ্ডে ভারতীয় সুপ্রিম কোর্টের রায় আজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/13/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4/feed/ 0
বাংলাদেশকে ২০ ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেবে ভারত https://ukbangla.live/2022/09/08/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%97%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%a1%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a7%25a8%25e0%25a7%25a6-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a1%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%259c-%25e0%25a6%25a1%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/09/08/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%97%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%a1%e0%a6%bf/#respond Thu, 08 Sep 2022 06:40:46 +0000 https://ukbangla.live/?p=15381 বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সরকারি সফরে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি। সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ রেলসংযোগ উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো টঙ্গী-আখাউড়া লাইনকে ডুয়েলগেজে রূপান্তর, বাংলাদেশ রেলওয়েতে রেলওয়ে রোলিং […]

The post বাংলাদেশকে ২০ ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেবে ভারত first appeared on UK BANGLA.

The post বাংলাদেশকে ২০ ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেবে ভারত appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সরকারি সফরে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি।

সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ রেলসংযোগ উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো টঙ্গী-আখাউড়া লাইনকে ডুয়েলগেজে রূপান্তর, বাংলাদেশ রেলওয়েতে রেলওয়ে রোলিং স্টক সরবরাহ, ভারতীয় রেলওয়ের স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ রেলওয়ের সেবার উন্নতি নিশ্চিতে আইটি-সংক্রান্ত সহযোগিতা প্রদান।

বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে নেওয়া হয়েছে কিছু নতুন উদ্যোগ। এগুলো হলো কাউনিয়া-লালমনিরহাট-মোগলঘাট-নিউ গীতালদহ রেলসংযোগ, হিলি ও বিরামপুরের মধ্যে রেলসংযোগ স্থাপন, বেনাপোল-যশোর রেলপথ ও সিগন্যালিং ব্যবস্থা এবং রেলস্টেশনের মানোন্নয়ন, বুড়িমারী ও চ্যাংড়াবান্ধার মধ্যে রেলসংযোগ পুনঃস্থাপন, সিরাজগঞ্জে একটি কনটেইনার ডিপো নির্মাণ ইত্যাদি।

The post বাংলাদেশকে ২০ ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেবে ভারত first appeared on UK BANGLA.

The post বাংলাদেশকে ২০ ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেবে ভারত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/08/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%97%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%a1%e0%a6%bf/feed/ 0
বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট দেবে ভারত https://ukbangla.live/2022/09/08/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2582%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%259f%25e0%25a7%258d https://ukbangla.live/2022/09/08/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d/#respond Thu, 08 Sep 2022 03:26:46 +0000 https://ukbangla.live/?p=15367 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারত বিনামূল্যে ট্রানজিটের প্রস্তাব দিয়েছে। এখানে জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারত তার ভূখ-ের মাধ্যমে বিশেষ স্থল শুল্ক স্টেশন/বিমানবন্দর/সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির […]

The post বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট দেবে ভারত first appeared on UK BANGLA.

The post বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট দেবে ভারত appeared first on UK BANGLA.

]]>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারত বিনামূল্যে ট্রানজিটের প্রস্তাব দিয়েছে।

এখানে জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভারত তার ভূখ-ের মাধ্যমে বিশেষ স্থল শুল্ক স্টেশন/বিমানবন্দর/সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বিনামূল্যে ট্রানজিট সুবিধার প্রস্তাব দিয়েছে।”

এ বিষয়ে ভারতীয় পক্ষ তৃতীয় দেশে ট্রান্সশিপমেন্টের জন্য বন্দর অবকাঠামো ব্যবহার করার জন্য বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছে।

ভারত নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট প্রদান করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে যে, বাংলাদেশ সদ্য উদ্বোধন হওয়া চিলাহাটি-হলদিবাড়ি রুটের মাধ্যমে ভুটানের সাথে রেল যোগাযোগের অনুরোধ করেছে এবং ভারত তার অনুরোধের বিষয়টি কার্যকারিতা ও সম্ভাব্যতার ভিত্তিতে বিবেচনা করতে সম্মত হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এটি ও অন্যান্য আন্ত:সীমান্ত রেল সংযোগগুলো কার্যকর করার জন্য, ভারত বাংলাদেশকে চিলাহাটি-হলদিবাড়ি ক্রসিংয়ে বন্দর বিধিনিষেধ প্রত্যাহারের অনুরোধ করেছে।

দুই নেতা বিবিআইএন মোটর ভেহিকেল চুক্তি দ্রুত কার্যকর করার মাধ্যমে দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ উন্নত করার প্রচেষ্টা ত্বরান্বিত করতে সম্মত হন।

ভারত পশ্চিমবঙ্গের হিলি থেকে বাংলাদেশের মধ্য দিয়ে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ পযন্ত— একটি মহাসড়কসহ নতুন উপ-আঞ্চলিক সংযোগ প্রকল্প শুরু করার জন্য সহযোগিতার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে এবং এই বিষয়ে একটি বিশদ প্রকল্প প্রতিবেদন তৈরির প্রস্তাব করেছে।

একই চেতনায় ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় হাইওয়ে প্রকল্পের চলমান উদ্যোগে অংশীদার হওয়ার জন্য বাংলাদেশ তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সাম্প্রতিক চূড়ান্তকরণকে স্বাগত জানিয়েছেন। এ সমীক্ষায় সুপারিশ করা হয়েছে যে, ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি উভয় দেশের জন্য কল্যাণকর হবে।

তারা উভয় দেশের বাণিজ্য কর্মকর্তাদের ২০২২ সালের মধ্যে আলোচনা শুরু করতে এবং এলডিসি মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের জন্য যথাসময়ে এগুলি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদি সব ধরণের সন্ত্রাসবাদ নির্মূলে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা এই অঞ্চলে এবং এর বাইরে সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং মৌলবাদের বিস্তার রোধে তাদের সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।

যৌথ বিবৃতিতে সীমান্তে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে সন্তোষজ প্রকাশ করে উভয় পক্ষ এ সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে।

উভয় পক্ষ অস্ত্র, মাদকদ্রব্য ও জাল মুদ্রার চোরাচালানের বিরুদ্ধে এবং বিশেষ করে নারী ও শিশুদের পাচার রোধে দুই সীমান্তরক্ষী বাহিনীর ক্রমবর্ধমান প্রচেষ্টা প্রশংসার সাথে উল্লেখ করেছে।

মঙ্গলবার উভয় প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করার পর প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

দুই নেতা গভীর ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন এবং গণতন্ত্র ও বহুত্ববাদের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দ্বিপাক্ষিক চমৎকার সম্পর্ক বিরাজ করায় সন্তুষ্টি প্রকাশ করেন। এতে সার্বভৌমত্ব, সমতা, আস্থা ও সমঝোতার ব্যাপক ভিত্তিক দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বিশেষ করে একটি কৌশলগত অংশীদারিত্ব প্রতিফলিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

সফরকালে, তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখারের সাথে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি তার সঙ্গে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনার কর্মসূচির মধ্যে রয়েছে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ও গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ জন সদস্যের জন্য “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র বৃত্তি” চালু করা।

তিনি আজ যৌথভাবে ভারতীয় ও বাংলাদেশ ব্যবসায়ী সম্প্রদায় আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তৃতা করেন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী উভয়েই রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও সংযোগ, পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার পুরো বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এতে আরো বলা হয়েছে, তারা পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, আইসিটি, মহাকাশ প্রযুক্তি, পরিবেশ সম্মত জ্বালানি এবং সুনীল অর্থনীতির মতো সহযোগিতার নতুন ক্ষেত্রগুলিতে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।

তারা আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রভাব এবং সরবরাহ শৃঙ্খলে বাধার কথা মাথায় রেখে নেতারা এই অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্ধুত্ব ও অংশীদারিত্বের চেতনায় বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক এবং উপ-আঞ্চলিক রেল, সড়ক এবং অন্যান্য সংযোগ উদ্যোগ বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন।

উভয় পক্ষই চলমান দ্বিপাক্ষিক উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছে, যেমন টঙ্গী-আখাউড়া লাইনের ডুয়েল-গেজে রূপান্তর, রেলওয়ে রোলিং স্টক সরবরাহ, বাংলাদেশ রেলওয়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশ রেলওয়ের উন্নত পরিষেবার জন্য আইটি সমাধান বিনিময় করা ইত্যাদি।

বাংলাদেশ ও ভারত বেশ কিছু নতুন উদ্যোগকেও স্বাগত জানিয়েছে যেমন কাউনিয়া-লালমনিরহাট-মোগলঘাট-নতুন গীতালদহ সংযোগ, হিলি ও বিরামপুরের মধ্যে সংযোগ স্থাপন, বেনাপোল-যশোর লাইন বরাবর ট্র্যাক ও সিগন্যালিং সিস্টেম এবং রেলস্টেশনের আপগ্রেডেশন, বুড়িমারী ও চেংরাবান্ধার মধ্যে সংযোগ পুনঃস্থাপন এবং সিরাজগঞ্জে কনটেইনার ডিপো নির্মাণ ইত্যাদি।

দুই দেশ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অধীনে বিভিন্ন অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্পগুলির অর্থায়ন অন্বেষণ করতে সম্মত হয়েছে।

দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির প্রশংসা করেন, যেখানে ভারত এশিয়ায় বাংলাদেশের জন্য বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে।

বাংলাদেশ ভারত থেকে চাল, গম, চিনি, পেঁয়াজ, আদা এবং রসুনের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অনুমানযোগ্য সরবরাহের জন্য ভারতীয় পক্ষকে অনুরোধ জানিয়েছে।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতের বিদ্যমান সরবরাহের অবস্থার উপর ভিত্তি করে বাংলাদেশের অনুরোধগুলি অনুকূলভাবে বিবেচনা করা হবে এবং এই বিষয়ে সব ধরণের প্রয়াস চালানো হবে।

ভারত-বাংলাদেশ সীমান্তে শান্তিপূর্ণ ব্যবস্থাপনা একটি অভিন্ন অগ্রাধিকার তা স্বীকার করে শান্ত ও অপরাধ মুক্ত সীমান্ত বজায় রাখার লক্ষ্যে দুই নেতা কর্মকর্তাদের ত্রিপুরায় বেড়া নির্মান সহ জিরো লাইনের ১৫০ গজের মধ্যে মুলতুবি থাকা সকল উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেন।

পূর্বের আলোচনার কথা স্মরণ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত অন্তর্বর্তী চুক্তি করার জন্য বাংলাদেশের দীর্ঘদিনের অনুরোধ পুনর্ব্যক্ত করেন, যার খসড়া ২০১১ সালে চূড়ান্ত করা হয়েছিল। উভয় নেতা নদীগুলির দূষণ এবং অভিন্ন নদ-নদীর ক্ষেত্রে নদীর পরিবেশ এবং নদীর নাব্যতা উন্নত করার মতো সমস্যাগুলি সমাধান করার জন্য কমকর্তাদের নির্দেশ দেন।

উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর চেতনায়, দুই নেতা কাটিহার (বিহার) থেকে বাংলাদেশের পার্বতীপুর হয়ে বোরনগর (আসাম) পর্যন্ত প্রস্তাবিত উচ্চ ক্ষমতার ৭৬৫ কেভি ট্রান্সমিশন লাইন সহ দুই দেশের পাওয়ার গ্রিডগুলিকে একযোগে সংযুক্ত করার প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নে সম্মত হন।

উভয় দেশ বিদ্যুৎ খাতে উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মাধ্যমে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির অনুরোধ জানানো হয়। ভারতীয় পক্ষ জানিয়েছে যে, এর জন্য নির্দেশিকা ইতিমধ্যেই ভারতে বিবেচনাধীন রয়েছে।

দুই নেতা ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করেন যা বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে অবদান রাখবে। তারা দ্রুত প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম পণ্যের জন্য তার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সহায়তা করার জন্য ভারতকেও অনুরোধ করেছে এবং ভারত উভয় পক্ষের অনুমোদিত সংস্থাগুলির মধ্যে আলোচনা করতে সম্মত হয়েছে।

উভয় নেতা উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে জোরদার সহযোগিতার প্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য সহজতর করার গুরুত্ব পুনর্ব্যক্ত করে, তারা স্থল শুল্ক স্টেশন/স্থল বন্দরগুলিতে অবকাঠামো এবং স্থাপনাসমূহের উন্নয়ন এবং বিশেষ স্থল শুল্ক স্টেশনগুলিতে বন্দর বিধিনিষেধ এবং অন্যান্য অ-শুল্ক বাধা অপসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

দুই নেতা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক নিবিড়করণে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিরক্ষার জন্য ক্রেডিট লাইনের অধীনে প্রকল্পগুলি দ্রুত চূড়ান্ত করার জন্য সম্মত হন, যা উভয় দেশের জন্য উপকারী হবে।

ভ্যাকসিন মৈত্রী এবং অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে বাংলাদেশে সহযোগিতা প্রেরণ এবং ভারতকে বাংলাদেশের ওষুধ উপহার পাঠানো সহ কোভিড-১৯ মহামারী চলাকালীন দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে স্বাগত জানিয়ে দুই নেতা উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।

উভয় নেতাই বঙ্গবন্ধুর উপর যৌথভাবে নির্মিত চলচ্চিত্র (মুজিব: দ্য মেকিং অফ এ নেশন) এর উদ্বোধনের অপেক্ষায় ছিলেন।

তারা পশ্চিমবঙ্গের নদীয়ায় বাংলাদেশের মুজিব নগর থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ঐতিহাসিক সড়ক “স্বাধীনতা সড়ক” চালু করা এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি তথ্যচিত্র নির্মাণ সহ অন্যান্য উদ্যোগের বাস্তবয়নেও কাজ করতে সম্মত হয়েছেন।

বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরল ভিডিও ফুটেজের যৌথ সংকলনের প্রস্তাব করা হয়েছে।

উভয় পক্ষই সহযোগিতার নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলির সম্ভাবনাকে কাজে লাগানোর গুরুত্ব স্বীকার করেছে এবং উভয় পক্ষের কর্তৃপক্ষকে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার, পরিবেশ সম্মত জ্বালানি, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং অর্থ, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে প্রযুক্তি ভিত্তিক পরিষেবাগুলির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নির্দেশ দিয়েছে।

আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া দশ লাখেরও বেশি মানুষকে আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের উদারতার প্রশংসা করেছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত লোকদের তাদের স্বদেশে নিরাপদ, টেকসই এবং দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রচেষ্টায় উভয় দেশের একমাত্র প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমার উভয়কেই সহায়তার জন্য তার অব্যাহত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে।

দুই পক্ষ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। ভারতীয় পক্ষ বিমসটেক সচিবালয় পরিচালানায় এবং এর অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের অবদানের প্রশংসা করেছে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ার হিসেবে ভারত বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

The post বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট দেবে ভারত first appeared on UK BANGLA.

The post বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট দেবে ভারত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/08/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d/feed/ 0
ভারতের আজ বাঁচা-মরার লড়াই https://ukbangla.live/2022/09/06/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%259c-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2581%25e0%25a6%259a%25e0%25a6%25be-%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b2%25e0%25a7%259c%25e0%25a6%25be%25e0%25a6%2587 https://ukbangla.live/2022/09/06/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/#respond Tue, 06 Sep 2022 05:25:56 +0000 https://ukbangla.live/?p=15288 এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এ ম্যাচ জিতলে ফাইনালে খেলার আশা বেঁচে থাকবে ভারতের। আর হেরে গেলে, ভারতের ফাইনালে খেলার সুযোগ অনেকাংশেই শেষ হয়ে যাবে। আর ভারতকে হারাতে পারলে, ফাইনালে এক পা দিয়ে রাখবে শ্রীলংকা। সুপার ফোরে ভারত ও শ্রীলংকার […]

The post ভারতের আজ বাঁচা-মরার লড়াই first appeared on UK BANGLA.

The post ভারতের আজ বাঁচা-মরার লড়াই appeared first on UK BANGLA.

]]>
এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এ ম্যাচ জিতলে ফাইনালে খেলার আশা বেঁচে থাকবে ভারতের। আর হেরে গেলে, ভারতের ফাইনালে খেলার সুযোগ অনেকাংশেই শেষ হয়ে যাবে। আর ভারতকে হারাতে পারলে, ফাইনালে এক পা দিয়ে রাখবে শ্রীলংকা। সুপার ফোরে ভারত ও শ্রীলংকার মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

গ্রুপ পর্বে চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তান ও হংকংকে হারিয়েছিলো সুপার ফোরে উঠে টিম ইন্ডিয়া। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচেই সেই পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে উঠার পথ নড়বড়ে যায় ভারতের।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই হোচট খায় টিম ইন্ডিয়া। চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে তারা। বিরাট কোহলির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পেয়েছিলো ভারত। ৪৪ বলে ৬০ রানের দারুন এক ইনিংস খেলেন কোহলি।

জবাবে ওপেনার মোহম্মদ রিজওয়ানের দুর্দান্ত লড়াকু ইনিংসের সাথে মিডল-অর্ডারে মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ভারতকে ৫ উইকেটে হারের স্বাদ দেয় পাকিস্তান। রিজওয়ান ৫১ বলে ৭১ ও নাওয়াজ ২০ বলে ৪২ রান করেন। নাওয়াজের ৪২ রানের ইনিংসটিই ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়। শেষদিকে ভারতের আর্শদীপ সিংয়ের হাতে জীবন পেয়ে, ৮ বলে ১৬ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ে ভূমিকা রাখেন আসিফ আলি।

তবে নাওয়াজের ইনিংসটিই ম্যাচের নিষ্পতি করেছে বলে মনে করেন কোহলি, ‘নাওয়াজের ইনিংসটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। নাওয়াজ যদি ১৫-২০ রানের ইনিংস খেলতো, তা হলে কিছু হতো না। কিন্তু সে ৪২ রানের ইনিংস খেলেছে। এ রকম একটা ইনিংস ম্যাচে প্রভাব ফেলতে বাধ্য। বিশেষত এ রকম টানটান ম্যাচে। তার ইনিংস থেকেই আমাদের উপর চাপ শুরু হয়।’

তবে পরের ম্যাচেই ভারত ঘুড়ে দাঁড়াবে বলে মনে করেন কোহলি। তিনি বলেন, ‘পরের ম্যাচেই দল ঘুড়ে দাঁড়াবে। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। শেষ দুই ম্যাচের দারুণ দু’টি জয় পেয়েছে তারা। আমাদের এ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’

অন্য দিকে হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছিলো শ্রীলংকা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছিলো লংকানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে নাটকীয় জয় দিয়ে সুপার ফোরে উঠে শ্রীলংকা। বাংলাদেশের ছুড়ে দেয়া ১৮৪ রানের স্পর্শ করে ফেলে তারা।

সুপার ফোরেও দেখা যায় আত্মবিশ^াসী শ্রীলংকাকে। গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হারের প্রতিশোধ নেয় লংকানরা।

আফগানদের ১৭৬ রানের টার্গেট স্পর্শ করে ৪ উইকেটে জয় পায় শ্রীলংকা। এবার ভারতের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া লংকানরা। দলের স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা বলেন, ‘শেষ দুই ম্যাচের জয় আমাদের দলের মনোবল চাঙ্গা করে দিয়েছে। তাই শক্তিশালী ভারতকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। নিজেদের সেরাটা খেলতে পারলে, জয় অসম্ভব কিছুই না।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৫বার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলংকা। এরমধ্যে ১৭বার জিতেছে ভারত। ৭বার জয় আছে শ্রীলংকার। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিলো দু’দল। ভারতের মাটিতে তিন ম্যাচের ঐ সিরিজে হোয়াইটওয়াশ হয় শ্রীলংকা।

তবে এশিয়া কাপের ভারত-শ্রীলংকার জয়-হার সমান-সমান। ২০ ম্যাচের মধ্যে সমান ১০বার করে জয় পেয়েছে ভারত ও শ্রীলংকা। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া আসরে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছিলো ভারত।

শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসিন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভান্দারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারতেœ, দিলশান মধুশঙ্কা, মাথেশ পাথিরানা, নুয়ান্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, প্রমোদ মধুশান ও নুয়ান থুসারা।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুডা ও যুজবেন্দ্রা চাহাল।

The post ভারতের আজ বাঁচা-মরার লড়াই first appeared on UK BANGLA.

The post ভারতের আজ বাঁচা-মরার লড়াই appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/06/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%9c%e0%a6%be%e0%a6%87/feed/ 0