মরক্কো - UK BANGLA News Site Wed, 30 Mar 2022 07:38:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png মরক্কো - UK BANGLA 32 32 বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল, পোল্যান্ড ও মরক্কো https://ukbangla.live/2022/03/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25aa-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a6%25bf%25e0%25a6%25a4-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/03/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%b0/#respond Wed, 30 Mar 2022 07:38:15 +0000 https://ukbangla.live/?p=6082 প্লে অফের বাঁধা টপকে কাতার ২০২২ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল ও পোল্যান্ড। গতরাতে অনুষ্ঠিত ইউরো অঞ্চলের প্লে অফে পর্তুগাল ২-০ গোলে উত্তর মেসেডোনিয়াকে এবং পোল্যান্ড একই ব্যবধানে সুইডেনকে পরাজিত করেছে। একই দিনে আফ্রিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে মরক্কো। পর্তুগালের হয়ে দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্দেস। এর মাধ্যমে বলকান অঞ্চলের বিস্ময় সৃস্টি করা […]

The post বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল, পোল্যান্ড ও মরক্কো first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল, পোল্যান্ড ও মরক্কো appeared first on UK BANGLA.

]]>
প্লে অফের বাঁধা টপকে কাতার ২০২২ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল ও পোল্যান্ড। গতরাতে অনুষ্ঠিত ইউরো অঞ্চলের প্লে অফে পর্তুগাল ২-০ গোলে উত্তর মেসেডোনিয়াকে এবং পোল্যান্ড একই ব্যবধানে সুইডেনকে পরাজিত করেছে। একই দিনে আফ্রিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে মরক্কো।

পর্তুগালের হয়ে দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্দেস। এর মাধ্যমে বলকান অঞ্চলের বিস্ময় সৃস্টি করা মেসেডোনিয়াকে বিদায় করে বিশ্বকাপের চুড়ান্ত আসর নিশ্চিত করে পর্তুগাল। গত সপ্তাহেই এই মেসেডোনিয়া ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালীকে ১-০ গোলে হারিয়ে দিয়ে প্লে অফের চুড়ান্ত ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছিল।

ইতালির বিপক্ষে অঘটনের জন্ম দেয়া মেসেডোনিয়ার স্বপ্ন ছিল প্রথমবারের মতো বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। কিন্তু পোর্তোয় অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের সঙ্গে পেরে উঠেনি পুচকে এই দলটি।

এস্তাদিও দো দ্রাগাওয়ে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৩২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বানিয়ে দেয়া বলে দারুন ফিনিশিং টেনে পর্তুগালকে এগিয়ে দেন ফার্নান্দেস। বিরতির পর ৬৫ মিনিটে দিয়োগো জোতার ক্রসের বল জালে জড়িয়ে পুর্তগালকে শংকামুক্ত করেন তিনি।

এই জয়ের ফলে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো পর্তুগাল। আর এই আসরে দেশটির হয়ে পঞ্চমবারের মতো খেলতে যাচ্ছেন ৩৭ বছর বয়সি ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপে রোনালদোর সেরা সাফল্য ২০০৬ আসরের সেমি-ফাইনালে অংশ নেয়া। জার্মানির কাছে হেরে সেমি থেকে বিদায় নেয় তার দল পর্তুগাল।

এদিকে চোরর্জোতে অনুষ্ঠিত আরেক প্লে অফে সুইডেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে রবার্ট লিওয়ানদোস্কির পেনাল্টি থেকে করা গোলে হাফ ছেড়ে বাঁচে স্বাগতিক পোল্যান্ড। ম্যাচে পোলিশদের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন পিতর জিয়েলিনস্কি।

এই জয়ে পোল্যান্ডের নাম অন্তুর্ভুক্ত হলো আগামী সোমবারের বিশ্বকাপ ড্রয়ে। আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর মধ্য প্রাচ্যের দেশ কাতারে বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর।

বিরতি থেকে ফেরারর পরপরই ৪৯ মিনিটে গুরুত্বপুর্ন পেনাল্টিতেই পোল্যান্ডের বিশ্বকাপের দ্বার উন্মুক্ত হয়। মিডফিল্ডার সেবাস্তিয়ান সজাইমানস্কি সতীর্থ বদলী খেলোয়াড় গ্রজেগর্জ ক্রাইচোয়াককে বল দেয়ার সময় তাকে ফাউল করেন জেসপার কার্লস্ট্রম। এতেই বেজে উঠে রেফারির বাঁশি।

পেনাল্টি থেকে সুইডিশ গোল রক্ষকের বাঁ পাশ দিয়ে শটে বল জালে জড়ান লিওয়ানদোস্কি। এটি ছিল পোল্যান্ডের হয়ে তার ৭৫তম আন্তর্জাতিক গোল। তন্মধ্যে এটি ছিল সবচেয়ে গুরুত্বপুর্ন গোলগুলোর একটি। শটে গোল রক্ষক ওলসেনকে পরাস্ত করার সঙ্গে সঙ্গেই বুনো উন্মাদনায় মেতে উঠে স্বাগতিক সমর্থকরা।

ম্যাচের শেষ ১০ মিনট খেলতে বদলী হিসেবে মাঠে নেমেছিলেন সুইডিশ কিংবদন্তী তারকা ইব্রাহিমোভিচ। কিন্তু ৪০ বছর বয়সি ওই তারকা খুব বেশী উজ্জীবিত করতে পারেননি সুইডেনকে। ফলে দলের হয়ে তৃতীয় বারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ থেকেও বঞ্চিত হন তিনি।

গতকালের প্লে অফ ম্যাচের ফলাফলের পর ইউরোপ থেকে এ পর্যন্ত ১২টি দল বিশ্বকাপে অংশগ্রহন নিশ্চিত করলো। গ্যারেথ বেলের ওয়েলসেরও আরেকটি প্লে অফের ফাইনাল খেলার কথা ছিল। কিন্তু ইউক্রেনে যুদ্ধ বেঁধে যাওয়ায় স্কটল্যান্ডে ইউক্রেনীয়দের প্লে অফের সেমিফাইনাল আগামী জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

একই দিন মরক্কোর কাসাবালাঙ্কায় অনুষ্ঠিত ম্যাচে আজেদিন ওনাহির জোড়া গোলে ভর করে আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপের চুড়ান্ত পর্ব নিশ্চিত করেছে মরক্কো। রাজধানী কাসাবলাঙ্কায় অনুষ্ঠিত বাছাইপর্বে কঙ্গো প্রজাতন্ত্রকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট লাভ করে স্বাগতিক মরক্কো।

ম্যাচে স্বাগতিক অ্যাটলাস লায়ন্সদের হয়ে বাকী গোল দুটি করেছেন যথাক্রমে তারিক তিসুদালি ও প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) ফুল ব্যাক আচরাফ হাকিমি। দুই দলের মধ্যে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। ফলে দুই লেগে মিলে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের চুড়ান্ত পর্ব নিশ্চিত করে মরক্কো।

শেষ বাঁশি বাজার ১৩ মিনিট আগে সফরকারী কঙ্গোর হয়ে সান্তনামুলক একমাত্র গোলটি পরিশোধ করেছেন বেন মালাঙ্গো।

The post বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল, পোল্যান্ড ও মরক্কো first appeared on UK BANGLA.

The post বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল, পোল্যান্ড ও মরক্কো appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/03/30/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%b0/feed/ 0
মরক্কোয় বালকের মৃত্যুর পর ২৪৫০ সৌদি কূপ ভরাট https://ukbangla.live/2022/02/09/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a7%259f-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa https://ukbangla.live/2022/02/09/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa/#respond Wed, 09 Feb 2022 05:04:21 +0000 https://ukbangla.live/?p=1562 সৌদি আরব জানিয়েছে, তারা দেশব্যাপী পরিত্যাক্ত হাজার হাজার কূপ ভরাট ও সুরক্ষিত করেছে। মরক্কোতে কুয়ায় পড়ে এক বালকের মৃত্যুর পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র। পাঁচ বছর বয়সী রায়ানকে মরক্কোর রিফ পার্বত্য এলাকায় অবস্থিত তার ইঘরানি গ্রামে সোমবার দাফন করা হয়। সে একটি কূপে পাঁচ দিন আটকা পড়ে ছিল। গত সপ্তাহের এ মর্মান্তিক […]

The post মরক্কোয় বালকের মৃত্যুর পর ২৪৫০ সৌদি কূপ ভরাট first appeared on UK BANGLA.

The post মরক্কোয় বালকের মৃত্যুর পর ২৪৫০ সৌদি কূপ ভরাট appeared first on UK BANGLA.

]]>
সৌদি আরব জানিয়েছে, তারা দেশব্যাপী পরিত্যাক্ত হাজার হাজার কূপ ভরাট ও সুরক্ষিত করেছে। মরক্কোতে কুয়ায় পড়ে এক বালকের মৃত্যুর পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।

পাঁচ বছর বয়সী রায়ানকে মরক্কোর রিফ পার্বত্য এলাকায় অবস্থিত তার ইঘরানি গ্রামে সোমবার দাফন করা হয়। সে একটি কূপে পাঁচ দিন আটকা পড়ে ছিল।

গত সপ্তাহের এ মর্মান্তিক ঘটনার পর সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় রোববার জানায়, সৌদি প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এ মন্ত্রণালয় পরিত্যাক্ত ২ হাজার ৪৫০টি কূপ ভরাট ও সুরক্ষিত করতে সক্ষম হয়েছে।

তারা জানায়, ‘লোকজনের নজরে পড়া বাকি কূপগুলো ভরাটের কাজ চলছে।’

এছাড়া মন্ত্রণালয় যে কোন অনিরাপদ বা লোকচক্ষুর আড়ালে থাকা কূপের ব্যাপারে তথ্য দিতে বাসিন্দাদের আহ্বান জানিয়ে বলেছে ‘আপনাদের দেয়া তথ্য আপনাকে ও অন্যদের রক্ষা করবে।’

রায়ান গত মঙ্গলবার একটি সুরু ৩২ মিটার গভীর (১০০ ফুট) শুষ্ক কূপে পড়ে যায়। পরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করা হয়। কিন্ত শনিবার মর্মান্তিক পরিণতির মধ্যদিয়ে এ অভিযানের পরিসমাপ্তি ঘটে। মরক্কোর রাজ প্রাসাদ সে দিন তার মৃত্যু ঘোষণা করে।

The post মরক্কোয় বালকের মৃত্যুর পর ২৪৫০ সৌদি কূপ ভরাট first appeared on UK BANGLA.

The post মরক্কোয় বালকের মৃত্যুর পর ২৪৫০ সৌদি কূপ ভরাট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/09/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa/feed/ 0
পাঁচ দিন পরে উদ্ধার শিশু রায়ানের মরদেহ https://ukbangla.live/2022/02/06/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%2581%25e0%25a6%259a-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2589%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%2581-%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/02/06/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%b0/#respond Sun, 06 Feb 2022 03:19:19 +0000 https://ukbangla.live/?p=1343 মরক্কোয় গত কয়েকদিন ধরে একটি গভীর কুয়ার ভেতরে আটকা পড়া পাঁচ বছর বয়সি শিশু রায়ানকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে বাঁচানো যায়নি। টানা পাঁচদিন উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেলো না শিশুটিকে। স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হচ্ছিল, এই উদ্ধার অভিযান অত্যন্ত […]

The post পাঁচ দিন পরে উদ্ধার শিশু রায়ানের মরদেহ first appeared on UK BANGLA.

The post পাঁচ দিন পরে উদ্ধার শিশু রায়ানের মরদেহ appeared first on UK BANGLA.

]]>
মরক্কোয় গত কয়েকদিন ধরে একটি গভীর কুয়ার ভেতরে আটকা পড়া পাঁচ বছর বয়সি শিশু রায়ানকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে বাঁচানো যায়নি। টানা পাঁচদিন উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টাতেও বাঁচানো গেলো না শিশুটিকে। স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হচ্ছিল, এই উদ্ধার অভিযান অত্যন্ত জটিল। ভূমিধসের আশঙ্কায় শিশুটিকে উদ্ধারের এই তৎপরতা আরও বেশি বিপদজনক হয়ে ওঠে।

শিশু রায়ানের কূপে পড়ে যাওয়ার ঘটনা নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। অনেকে হ্যাশট্যাগও চালু করেন তার নামে। প্রার্থনা করারও আহ্বান জানান কেউ কেউ।

শনিবার রাতে যখন শিশুটিকে উদ্ধার করা হয় তখন তাকে হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু জানা যায় শিশুটি আর বেঁচে নেই।

রয়্যাল প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, কূপের মধ্যে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। এ ঘটনায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরক্কোর উত্তরাঞ্চলের ছোট্ট শহর তামোরোতে কুয়াটিতে পড়ে যাওয়ার পরপরই গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রায়ানকে উদ্ধারে কাজ শুরু করে দেশটির সিভিল প্রটেকশন ডিরেক্টরেট। এ সময় ভূমিধসের ভয়ে বুলডোজারও ব্যবহার করতে পারেনি উদ্ধারকারী দল। আশপাশ বড়সড় এলাকা ধরে খুড়ে নিচে এগোন তারা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ার ভেতরে নামানো সিসিক্যামেরায় দেখা যায়, আটকা পড়া শিশু রায়ান বেঁচে আছে। এরপর থেকেই শুরু হয় অপেক্ষার প্রহর গোনা।

কয়েকদিনের উদ্ধারকাজে কুয়ার কাছে কয়েকশ মানুষের ভিড় ছিল। মরক্কোসহ বিশ্বের বহু দেশের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির উদ্ধারের আশা প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন। অনেকে ‘সেভরায়ান’ হ্যাশট্যাগও ব্যবহার করেন। কিন্তু শেষমেশ শিশুটিকে জীবিত ফেরানো গেল না।

মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ শিশু রায়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

The post পাঁচ দিন পরে উদ্ধার শিশু রায়ানের মরদেহ first appeared on UK BANGLA.

The post পাঁচ দিন পরে উদ্ধার শিশু রায়ানের মরদেহ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/06/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%b0/feed/ 0