মার্কিন প্রেসিডেন্ট - UK BANGLA News Site Sun, 19 Jun 2022 04:59:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png মার্কিন প্রেসিডেন্ট - UK BANGLA 32 32 সাইকেল উল্টে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট! https://ukbangla.live/2022/06/19/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%2589%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%259c%25e0%25a7%2587-%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ae%25e0%25a6%25be https://ukbangla.live/2022/06/19/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be/#respond Sun, 19 Jun 2022 04:59:15 +0000 https://ukbangla.live/?p=11285 যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালবেলা সাইকেল নিয়ে বের হন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনও। সাইকেল চালানোর সময় হঠাৎই ঘটে বিপত্তি। সাইকেল চালাতে গিয়ে পড়ে যান প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও কোনও চোট বা আঘাত লাগেনি তার। পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়েন তিনি এবং সবাইকে আস্বস্ত করে ৭৯ […]

The post সাইকেল উল্টে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট! first appeared on UK BANGLA.

The post সাইকেল উল্টে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট! appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালবেলা সাইকেল নিয়ে বের হন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনও। সাইকেল চালানোর সময় হঠাৎই ঘটে বিপত্তি।

সাইকেল চালাতে গিয়ে পড়ে যান প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও কোনও চোট বা আঘাত লাগেনি তার। পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়েন তিনি এবং সবাইকে আস্বস্ত করে ৭৯ বছর বয়সী বাইডেন বলেন, ‘আমি ভালো আছি।’

বাইডেনের সেই সাইকেল থেকে পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হাজার হাজার লাইকও পড়ে তাতে। অনেকে আবার এটাও বলছেন, এ কেমন আচারণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়! কেউ আবার মন্তব্য করেন, এটি পুতিনের কারসাজি!

The post সাইকেল উল্টে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট! first appeared on UK BANGLA.

The post সাইকেল উল্টে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট! appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/19/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
জব্দকৃত আফগানদের অর্থের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের দেবেন বাইডেন https://ukbangla.live/2022/02/12/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a6%2595%25e0%25a7%2583%25e0%25a6%25a4-%25e0%25a6%2586%25e0%25a6%25ab%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/02/12/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0/#respond Sat, 12 Feb 2022 06:17:45 +0000 https://ukbangla.live/?p=2089 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক আফগান সরকারের যে ৭শ’ কোটি মার্কিন ডলার জব্দ করেছেন তার অর্ধেক তিনি ৯/১১ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিয়ে দিতে চান। বাকি অর্ধেক খরচ করতে চান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চরম আর্থিক সংকটে থাকা মানুষের সহায়তায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানদের ওই অর্থ স্থানীয় সময় শুক্রবার এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জব্দ […]

The post জব্দকৃত আফগানদের অর্থের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের দেবেন বাইডেন first appeared on UK BANGLA.

The post জব্দকৃত আফগানদের অর্থের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের দেবেন বাইডেন appeared first on UK BANGLA.

]]>
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক আফগান সরকারের যে ৭শ’ কোটি মার্কিন ডলার জব্দ করেছেন তার অর্ধেক তিনি ৯/১১ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিলিয়ে দিতে চান। বাকি অর্ধেক খরচ করতে চান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চরম আর্থিক সংকটে থাকা মানুষের সহায়তায়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানদের ওই অর্থ স্থানীয় সময় শুক্রবার এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জব্দ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা ওই অর্থ আটকে দেওয়া হয়।

বাইডেনের অর্থ জব্দের সিদ্ধান্তের বিষয়ে সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা জানান, আফগানিস্তানের জব্দ করা অর্থের মধ্যে ৩৫০ কোটি ডলার আফগানদের মানবিক সহায়তার জন্য গঠন করা তহবিলে যুক্ত করার অনুমতি চাইবেন মার্কিন প্রেসিডেন্ট। বাকি অর্থ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য রাখা হবে।

হোয়াইট হাউস থেকেও একই তথ্য জানিয়ে বলা হয়েছে, জব্দ করা আফগান অর্থ নিয়ে মার্কিন আদালতে মামলা চলছে। ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ওই অর্থ দাবি করে মামলাটি করেছিলেন। এ কারণে ৩৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ যুক্তরাষ্ট্রেই রাখা হবে।

উল্লেখ্য, গত আগস্টে রাজধানী কাবুল দখল করে তালেবান। ওই মাসেই আফগানিস্তান ছেড়ে চলে যায় দেশটিতে দীর্ঘ ২০ বছর ধরে অবস্থান করা মার্কিন সেনারা। এরপর তালেবান সরকার গঠন করে। তাদের পূর্বের মানিবাধিকার রেকর্ডের কারনে এখনও কোন দেশ আনুষ্ঠানিকভাবে তাদের স্বীকৃতি দেয়নি।

এছাড়া কাবুলের পতনের পর শুধু যুক্তরাষ্ট্রই আফগানদের অর্থ আটক করেনি,আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তাও স্থগিত হয়ে পড়ে। এতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। কারন দেশটিতে চলছে তীব্র খরা। সব মিলিয়ে চরম আর্থিক সংকটে আছেন আফগানরা।

The post জব্দকৃত আফগানদের অর্থের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের দেবেন বাইডেন first appeared on UK BANGLA.

The post জব্দকৃত আফগানদের অর্থের অর্ধেক ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের দেবেন বাইডেন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/12/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
পূর্ব ইউরোপে আরও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া বললো ‘ধ্বংসাত্মক’ https://ukbangla.live/2022/02/03/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%2582%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ac-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a7%259c https://ukbangla.live/2022/02/03/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c/#respond Thu, 03 Feb 2022 04:21:05 +0000 https://ukbangla.live/?p=1126 ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যে ইউরোপে আরও দুই হাজার সেনা পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এটিকে ‘ধ্বংসাত্মক পদক্ষেপ’ মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেন সীমান্তে মোতায়েন লাখ খানেক সেনা প্রত্যাহারে রাজি হয়নি রাশিয়া। পুতিন বাহিনী যেকোনো সময় সাবেক সোভিয়েত দেশটি আক্রমণ করতে […]

The post পূর্ব ইউরোপে আরও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া বললো ‘ধ্বংসাত্মক’ first appeared on UK BANGLA.

The post পূর্ব ইউরোপে আরও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া বললো ‘ধ্বংসাত্মক’ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যে ইউরোপে আরও দুই হাজার সেনা পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এটিকে ‘ধ্বংসাত্মক পদক্ষেপ’ মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেন সীমান্তে মোতায়েন লাখ খানেক সেনা প্রত্যাহারে রাজি হয়নি রাশিয়া। পুতিন বাহিনী যেকোনো সময় সাবেক সোভিয়েত দেশটি আক্রমণ করতে পারে বলে বারবার আশঙ্কাপ্রকাশ করছে পশ্চিমারা। এ অবস্থায় পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়াতে সেনা পাঠানোর ঘোষণা দেওয়া হলো।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগ সেনানিবাস থেকে দুই হাজার মার্কিন সেনা পোল্যান্ড ও জার্মানিতে যাবে। এছাড়া জার্মানিতে থাকা আরও এক হাজার মার্কিন সেনা রোমানিয়ায় যাবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা মোতায়েনকে ‘ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেছে রাশিয়া।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে পুতিনকে শক্তিশালী বার্তা দেওয়া হচ্ছে। খোলাখুলি বললে—বিশ্ববাসীর প্রতি বার্তা এটাই যে, ন্যাটো যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের কাছে গুরুত্বপূর্ণ।’

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র জানায়, ইউক্রেনে হামলা হলে ইউরোপে পাঠানোর জন্য সাড়ে আট হাজার মার্কিন সেনা প্রস্তুত রয়েছে। তবে, এখন ইউরোপে যে দুই হাজার সেনা পাঠানো হচ্ছে, তা ওই সাড়ে আট হাজারের বাইরে বলে জানা গেছে।

বাড়তি সেনা মোতায়েনের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যতক্ষণ আগ্রাসী আচরণ করবেন, আমরা পূর্ব ইউরোপে আমাদের ন্যাটো মিত্রদের আশ্বস্ত করতে থাকবো যে, যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে।

বাইডেন প্রশাসনের এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার গ্রুশকো সতর্ক করে বলেছেন, এটি দুই পক্ষের সমঝোতার পথ আরও কঠিন করে তুলবে। পূর্ব ইউরোপে বাড়তি মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্তকে ‘ধ্বংসাত্মক পদক্ষেপ’ উল্লেখ করে তিনি বলেন, এতে সামরিক উত্তেজনা বাড়বে ও রাজনৈতিক সিদ্ধান্তের সুযোগ কমে আসবে।

রাশিয়াকে ইউক্রেন আক্রমণ থেকে বিরত রাখতে হুমকি-ধামকির পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে পশ্চিমা দেশগুলো। যদিও মস্কো বারবার বলে আসছে, কেউ বাধ্য না করলে তাদের ইউক্রেন আক্রমণের কোনো ইচ্ছা নেই।

এদিকে, পেন্টাগন মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, পূর্ব ইউরোপে নতুন সেনা পাঠানোর সিদ্ধান্ত ন্যাটোর প্রতি পূর্বপ্রতিশ্রুতির অংশ মাত্র। কোনো মার্কিন সেনা ইউক্রেনে যুদ্ধ করতে যাচ্ছে না। কারণ, তারা এখনো ন্যাটো সদস্য নয়।

তবে পেন্টাগনের এমন কথায় পুতিন ভরসা করবেন বলে মনে হয় না। তিনি বল পশ্চিমাদের কোর্টে ঠেলে গত মঙ্গলবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রই চাচ্ছে রাশিয়া যেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ায়। এর মাধ্যমে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার ইচ্ছা ওয়াশিংটনের।

সূত্র: এনডিটিভি

The post পূর্ব ইউরোপে আরও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া বললো ‘ধ্বংসাত্মক’ first appeared on UK BANGLA.

The post পূর্ব ইউরোপে আরও সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া বললো ‘ধ্বংসাত্মক’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c/feed/ 0