মুন্সীগঞ্জ - UK BANGLA News Site Tue, 21 Jun 2022 08:27:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png মুন্সীগঞ্জ - UK BANGLA 32 32 কী থাকবে পদ্মা সেতু জাদুঘরে https://ukbangla.live/2022/06/21/%e0%a6%95%e0%a7%80-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%98/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a7%2580-%25e0%25a6%25a5%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a7%2581-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2598 https://ukbangla.live/2022/06/21/%e0%a6%95%e0%a7%80-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%98/#respond Tue, 21 Jun 2022 08:27:29 +0000 https://ukbangla.live/?p=11413 মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ স্থাপিত ওই সংগ্রহশালাটির নাম পদ্মা সেতু প্রাণী জাদুঘর। এটি পদ্মা সেতু প্রকল্পেরই অংশ। বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। এই মুহূর্তে জাদুঘরটিতে জনসাধারণের প্রবেশের কোনো সুযোগ না থাকলেও ইতোমধ্যেই সেখানে দুই হাজারের বেশি নমুনা সংরক্ষণ করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ ও পদ্মাপাড়ের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে […]

The post কী থাকবে পদ্মা সেতু জাদুঘরে first appeared on UK BANGLA.

The post কী থাকবে পদ্মা সেতু জাদুঘরে appeared first on UK BANGLA.

]]>
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি বাসস্ট্যান্ড এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ স্থাপিত ওই সংগ্রহশালাটির নাম পদ্মা সেতু প্রাণী জাদুঘর। এটি পদ্মা সেতু প্রকল্পেরই অংশ। বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।

এই মুহূর্তে জাদুঘরটিতে জনসাধারণের প্রবেশের কোনো সুযোগ না থাকলেও ইতোমধ্যেই সেখানে দুই হাজারের বেশি নমুনা সংরক্ষণ করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ ও পদ্মাপাড়ের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংগ্রহশালা গড়ে উঠেছে।

এখানে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে প্রাণিদেহের নমুনা সংরক্ষণ করা হয়েছে। ফলে নমুনাগুলো দৃষ্টিনন্দন ও দীর্ঘস্থায়ীও।

২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। পদ্মা অববাহিকার জেলা শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ অঞ্চলের পশু-পাখি নিয়ে গড়ে তোলা হয়েছে পদ্মা সেতু প্রাণী জাদুঘর।

সেতু বিভাগের কাছে হস্তান্তরের পর জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হবে।

জাদুঘরটিতে এখন পর্যন্ত দেড় সহস্রাধিক প্রজাতির প্রাণীর অন্তত ২ হাজার ৩৫২টি নমুনা আছে। এর মধ্যে ৩৫ প্রজাতির স্তন্যপায়ী, ১৭৭ প্রজাতির পাখি, ৭৫ প্রজাতির সরীসৃপ ও উভচর, ৩২৮ প্রজাতির মাছসহ প্রায় ১ হাজার ৪২০ প্রজাতির প্রাণীর নমুনা ছাড়াও বিভিন্ন প্রাণীর দেহাবশেষ, ডিম, পরিত্যক্ত বাসা, মাছ ধরার সরঞ্জাম, বিভিন্ন ধরনের নৌকা ও বিভিন্ন দুষ্প্রাপ্য প্রাণীর প্রতিরূপ এই সংগ্রহশালাকে সমৃদ্ধ করেছে।

পদ্মা সেতু জাদুঘরে ৩৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর ৯২টি নমুনা রয়েছে। এখানে ১৭৭ ধরনের পাখির ৪৪০টি নমুনা ছাড়াও ৪৭ জাতের সরীসৃপের ১৪৫টি, ২৮টি উভচর প্রজাতির ৫৫টি এবং ৩২৮ প্রজাতির মাছের ৩৪৩টি নমুনা রয়েছে।

এ ছাড়া ৩০৪ প্রজাতির শামুক-ঝিনুকের ৩১১টি নমুনা রয়েছে। ৬৩ প্রজাতির চিংড়ি-কাঁকড়ার ৭০টি এবং ১৮০ প্রজাতির প্রজাপতি ও মথের ২৩১টি নমুনা রয়েছে। ২০৯ ধরনের পোকামাকড়ের ৩৭৩টি নমুনাও রয়েছে। ৪৮ ধরনের অমেরুদণ্ডী প্রাণীর ৬৬টি নমুনা ছাড়াও রয়েছে ১৬ ধরনের কঙ্কাল ও দেহাবশেষের ২২টি নমুনা।

জাদুঘরের দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মু নাইমুল নাসের বলেন, ‘দুর্ঘটনাজনিত কারণে পদ্মা নদীর আশপাশ বা এই অঞ্চলে যেসব প্রাণী মারা গেছে তাদের আমরা এখানে এনে রেখেছি। আমরা কোনো প্রাণীকে মারিনি। সাত বছর ধরে এই সংগ্রহশালা গড়ে উঠেছে।’

তিনি জানান, জাদুঘরে রাখা প্রতিটি প্রাণী নমুনার সঠিক ও নির্ভুলভাবে নাম লেখা আছে। তাদের গোত্র পরিচয়ও উল্লেখ করা হয়েছে। তাই ভবিষ্যৎ প্রজন্ম এবং গবেষকদের জন্য এই জাদুঘরটি শিক্ষণীয় হবে।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প ব্যবস্থাপক রজ্জব আলী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর পরই আমরা জাদুঘরের মূল ভবন নির্মাণকাজে চলে যাব। ডিজাইন ইতোমধ্যে সম্পন্ন। এই ধরনের স্ট্রাকচার বাংলাদেশে আগে কখনও হয়নি, এটাই প্রথম হচ্ছে। আশা করি, ঈদের পর ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করে কাজ করা হবে।’

The post কী থাকবে পদ্মা সেতু জাদুঘরে first appeared on UK BANGLA.

The post কী থাকবে পদ্মা সেতু জাদুঘরে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/21/%e0%a6%95%e0%a7%80-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%98/feed/ 0
দুর্ঘটনায় যুবকের মৃত্যু, বোন হাসপাতালে https://ukbangla.live/2022/02/20/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2598%25e0%25a6%259f%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25ac%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/02/20/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/#respond Sun, 20 Feb 2022 03:41:00 +0000 https://ukbangla.live/?p=2830 মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তামিম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছেন তামিমের মামাতো বোন হিরা আক্তার (২০)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম শ্রীনগরের আটপাড়া ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত আবুল শেখের ছেলে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল […]

The post দুর্ঘটনায় যুবকের মৃত্যু, বোন হাসপাতালে first appeared on UK BANGLA.

The post দুর্ঘটনায় যুবকের মৃত্যু, বোন হাসপাতালে appeared first on UK BANGLA.

]]>
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তামিম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছেন তামিমের মামাতো বোন হিরা আক্তার (২০)।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম শ্রীনগরের আটপাড়া ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত আবুল শেখের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, কামারখোলা এলাকায় এক্সপ্রেস সড়কের ঢাকামুখী লেন হয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন তামিম ও তাঁর মামাতো বোন হিরা। এ সময় একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চালক তামিম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের বেষ্টনীতে ধাক্কা খান। এতে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় আহত হন হিরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

The post দুর্ঘটনায় যুবকের মৃত্যু, বোন হাসপাতালে first appeared on UK BANGLA.

The post দুর্ঘটনায় যুবকের মৃত্যু, বোন হাসপাতালে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/20/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/feed/ 0
মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেডডুবি https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%2598%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25b2%25e0%25a6%259e%25e0%25a7%258d%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be/#respond Thu, 17 Feb 2022 03:27:25 +0000 https://ukbangla.live/?p=2575 মুন্সীগঞ্জের সীমানাসংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বরিশালগামী লঞ্চ সুরভী-৭-এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা ছয় জনের মধ্য পাঁচ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন মোতালেব (৫৫) নামের এক শ্রমিক। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে […]

The post মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেডডুবি first appeared on UK BANGLA.

The post মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেডডুবি appeared first on UK BANGLA.

]]>
মুন্সীগঞ্জের সীমানাসংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বরিশালগামী লঞ্চ সুরভী-৭-এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা ছয় জনের মধ্য পাঁচ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন মোতালেব (৫৫) নামের এক শ্রমিক।

গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ মোতালেব (৫৫) নামের ওই ব্যক্তির বাড়ি ভোলায় বলে জানা গেছে।

লঞ্চটির মালিক রিয়াজুল কবিরের অভিযোগ, অবৈধভাবে রাতে বাল্কহেড চালিয়ে লঞ্চকে ধাক্কা দেওয়া হয়েছে।

এ ঘটনায় সুরভী-৭ লঞ্চের সামনের দিকে পানির ওপরে ফেটে গেছে। তলা ফে‌টে যাওয়ায় এটি চ‌রে নোঙর করেছে। যাত্রীদের কীর্তনখোলা-১০ নামের একটি লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মূলত মানামী, সুরভী ও পারাবাত লঞ্চ নদী‌তে প্রতি‌যো‌গিতার মতো চালা‌চ্ছি‌ল। বাল্কহেডটির দোষের কথা বলা হলেও এমন প্রতিযোগিতা করে লঞ্চ চালানোও কোনোভাবে কাম্য নয়।

পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা জানা গেছে। তবে সকাল ৮টা পর্যন্ত তা শুরু হয়নি।

এদিকে, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

The post মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেডডুবি first appeared on UK BANGLA.

The post মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেডডুবি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%be/feed/ 0