রাজশাহী বিশ্ববিদ্যালয় - UK BANGLA News Site Thu, 03 Feb 2022 16:57:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png রাজশাহী বিশ্ববিদ্যালয় - UK BANGLA 32 32 আলপনায় হিমেল ‘হত্যার’ প্রতিবাদ https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b2%25e0%25a6%25aa%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/#respond Thu, 03 Feb 2022 16:57:44 +0000 https://ukbangla.live/?p=1190 লাবু হক, রাবি কালো পিচঢালা রাস্তা রঞ্জিত হয়েছে হিমেলের বুকের তাজা রক্তে। লাল, কালো, এবং সাদা রঙের যোজনায় ফুটিয়ে তোলা হয়েছে আলপনা। চারাপাশে বিভিন্ন গ্রাফিতি আর মাঝখানে পিষ্ট মস্তকসহ হিমেলের মরদেহ। মরদেহের চতুর্দিকে ঘিরে রয়েছে তিনটি বাক্য। অংকিত লাশের মাথার উপরে লিখা আছে ‘রাস্তাঘাটে পিষে মরি’। যে কথাটি দিয়ে শিল্পী হয়ত বুঝাতে চেয়েছেন রাস্তাঘাটে পিষ্ট […]

The post আলপনায় হিমেল ‘হত্যার’ প্রতিবাদ first appeared on UK BANGLA.

The post আলপনায় হিমেল ‘হত্যার’ প্রতিবাদ appeared first on UK BANGLA.

]]>
লাবু হক, রাবি

কালো পিচঢালা রাস্তা রঞ্জিত হয়েছে হিমেলের বুকের তাজা রক্তে। লাল, কালো, এবং সাদা রঙের যোজনায় ফুটিয়ে তোলা হয়েছে আলপনা। চারাপাশে বিভিন্ন গ্রাফিতি আর মাঝখানে পিষ্ট মস্তকসহ হিমেলের মরদেহ। মরদেহের চতুর্দিকে ঘিরে রয়েছে তিনটি বাক্য। অংকিত লাশের মাথার উপরে লিখা আছে ‘রাস্তাঘাটে পিষে মরি’। যে কথাটি দিয়ে শিল্পী হয়ত বুঝাতে চেয়েছেন রাস্তাঘাটে পিষ্ট হয়ে এভাবেই মারা যাওয়া হাজারো হিমেলকে।

রক্তাক্ত হিমেলের মরদেহটিকে মাঝে রেখে তার দুইধারে লিখা রয়েছে ‘সৃষ্টিকূলের বাতাসে তোদের শ্বাষ’। এভাবে পিষ্ট হয়ে শহীদ হওয়া হিমেলরা কখনও মরে না এই লিখাটি হয়ত তারই বহিঃপ্রকাশ। আর হিমেলের মরদেহের পায়ের দিকে লিখা ‘ঘাতকেরা তোরা সাবধান থাক’। এর দ্বারা পৃথিবীর সমগ্র ঘাতকদের হয়ত সাবধান করেছেন শিল্পী।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের মূল ফটক সংলগ্ন রাস্তায় এমনই এক আলপনা এঁকে হিমেল ‘হত্যাকান্ডের’ প্রতিবাদ জানান চারুকলা অনুষদের শিক্ষার্থী ও চারুশিল্পী সাইফ, শান্ত এবং ইহসান।

এ বিষয়ে জানতে চাইলে শিল্পীরা বলেন, এই আলপনাটি এদেশে সড়কে পিষ্ট হয়ে প্রাণ হারানো হাজারো হিমেলকে মনে করিয়ে দিবে। এই রাস্তা দিয়ে যখনই কোনো পথচারী বা গাড়িচালক গাড়ি চালিয়ে যাবে এটা দেখে একবার হলেও তারা আমাদের হিমেল ভাইয়ের ‘হত্যাকান্ডের’ কথা মনে করবে। পাশাপাশি তাদের মনে ভিন্ন এক অনুভূতির সঞ্চার হবে। এছাড়া এই আলপনার মাধ্যমে ঘাতকদের সাবধান করা হয়েছে। মূলত এই আলপনার মাধ্যমে বিশ্বের সমগ্র ঘাতকদেন নির্মম ‘হত্যাকান্ডের’ প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে, গত সোমবার রাত সাড়ে ৮টায় রাবির হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেল নির্মমভাবে ভবন নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী বহণকারী এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এ ঘটনার পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচ ট্রাকে আগুন দেওয়াসহ বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি করেন। শিক্ষার্থীরা বিভিন্ন দাবি জানালে তোপের মুখে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাদের সকল দাবি মেনে নেয় এবং ইতোমধ্যে এর কিছু কিছু বাস্তবায়নও করেছেন তিনি। হিমেল ‘হত্যাকান্ডের’ পর থেকে এখনও আলপনা এবং জলরঙে ছবি এঁকেসহ নানাভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

The post আলপনায় হিমেল ‘হত্যার’ প্রতিবাদ first appeared on UK BANGLA.

The post আলপনায় হিমেল ‘হত্যার’ প্রতিবাদ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
মা কি জানেন হিমেল আর নেই! https://ukbangla.live/2022/02/02/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be-%25e0%25a6%2595%25e0%25a6%25bf-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%2586%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%2587 https://ukbangla.live/2022/02/02/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/#respond Wed, 02 Feb 2022 13:20:57 +0000 https://ukbangla.live/?p=1092 কফিনে মোড়ানো হিমেলের নিথর দেহ। তার সামনে চেয়ারে বসে আছেন তার মা মনিরা ইয়াসমিন। অপলক দৃষ্টিতে কি যেন ভাবছেন। মাঝে মাঝে এপাশ ওপাশ করে সবার দিকে চেয়ে দেখছেন। অনেকে তাকে জড়িয়ে ধরে কাঁদছেন কিন্তু তার চোখে পানি নেই। তাঁর যে সন্তান আর বেঁচে নেই! তার সামনেই যে তার সন্তানের কফিন হয়ত সেটা তিনি অনুধাবন করতে […]

The post মা কি জানেন হিমেল আর নেই! first appeared on UK BANGLA.

The post মা কি জানেন হিমেল আর নেই! appeared first on UK BANGLA.

]]>
কফিনে মোড়ানো হিমেলের নিথর দেহ। তার সামনে চেয়ারে বসে আছেন তার মা মনিরা ইয়াসমিন। অপলক দৃষ্টিতে কি যেন ভাবছেন। মাঝে মাঝে এপাশ ওপাশ করে সবার দিকে চেয়ে দেখছেন। অনেকে তাকে জড়িয়ে ধরে কাঁদছেন কিন্তু তার চোখে পানি নেই। তাঁর যে সন্তান আর বেঁচে নেই! তার সামনেই যে তার সন্তানের কফিন হয়ত সেটা তিনি অনুধাবন করতে পারছেন না।

নিহত হিমেলের মামার বাসায় থাকা ভাড়াটিয়া লিটনের কাছ থেকে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে হিমেলের বাবা মাহবুব হাসান হেলাল মারা যায়। এই শোকেই স্ট্রোক করে হিমেলের মা মনিরা মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেলের মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়। এ সময় প্রক্টর লিয়াকত আলী ঘটনাস্থলে আসলে তাকে ধাওয়া করে বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় দুই ঘণ্টা ওই অবস্থায় লাশ পড়ে থাকার পর বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নিয়ে যাওয়া হয়।

এদিন রাতে শিক্ষার্থীরা ৬-দফা দাবি তুলে আন্দোলন চালিয়ে যান। দাবিগুলো হলো- প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, নিহত শিক্ষার্থীর বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঠিকাদারি প্রতিষ্ঠান পাল্টানো এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও হিমেল নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিচার করা। পরে বুধবার প্রথম প্রহরে প্যারিস রোডে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টরিয়াল বডিকে প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বুধবার সকাল সাড়ে ৯টায় নিহত হিমেলের মরদেহ রামেক থেক প্রথমে চারুকলা অনুষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এখানে নিহতের শিক্ষক এবং বন্ধুবান্ধব সকলে হিমেলের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে নিহত হিমেলের কফিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্টিত হয়। এসময় নিহত হিমেলের পরিবারের সারা জীবনের ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলে জানান রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

জানাযা শেষে হিমেলের মরদেহ তার মামার বাসা সংলগ্ন নাটোরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। এখানে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের জনগন তাকে শ্রদ্ধা জানায়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিমেলের মায়ের হাতে তাৎক্ষণিক পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। পরে নাটোর পৌর ঈদগাহ্ ময়দানে হিমেলের দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে নাটোরের গাড়িখানা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

কথা হয় নিহত হিমেলের নানা খন্দকার মনিরউদ্দীন মনির এবং খালা মিলিনা আক্তারের সঙ্গে। তারা দাবি জানিয়ে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাতে আর দ্বিতীয় কোনো শিক্ষার্থীকে ট্রাকের চাকায় পিষ্ট না হতে হয়। প্রশাসন যাতে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি ঘাতক ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।

এদিকে বুধবার দুপরে হিমেলকে চাপা দেওয়া ট্রাকের চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টরকে প্রত্যাহার করার পর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাবুল হককে নতুন প্রক্টরের দায়িত্ব দিয়েছে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। নবনিযুক্ত প্রক্টর গতকাল বুধবার দুপরে তার কর্মস্থলে যোগদান করেছেন।

এছাড়া বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ মাঠে এক উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নিহত হওয়া রাস্তা এবং নির্মানাধীন বিজ্ঞান ভবনের নামকরণ হিমেলের নামে করা হবে বলে জানিয়েছেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।

The post মা কি জানেন হিমেল আর নেই! first appeared on UK BANGLA.

The post মা কি জানেন হিমেল আর নেই! appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/02/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87/feed/ 0
রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক https://ukbangla.live/2022/02/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Wed, 02 Feb 2022 11:47:33 +0000 https://ukbangla.live/?p=1080 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাবুল হক। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে এ দায়িত্ব দেন। নবনিযুক্ত প্রক্টর আজ তার দায়িত্বে যোগদান করেছেন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, ‘দায়িত্বে যোগদানের পরে অধ্যাপক আসাবুল […]

The post রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক first appeared on UK BANGLA.

The post রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক appeared first on UK BANGLA.

]]>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাবুল হক।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে এ দায়িত্ব দেন। নবনিযুক্ত প্রক্টর আজ তার দায়িত্বে যোগদান করেছেন।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়, ‘দায়িত্বে যোগদানের পরে অধ্যাপক আসাবুল হক নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।’

ড. আসাবুল হক ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ বছর গণিত বিভাগে প্রভাষক ছিলেন।

রাবিতে ইতিপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ, বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সদস্য, বিশ্ববিদ্যালয় সিনেটের নির্বাচিত সদস্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান স্টিয়ারিং কমিটিরও সদস্য।

এর আগে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়। বুধবার (২ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে প্যারিস রোডে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টরিয়াল বডিকে প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

উল্লেখ্য, বুধবার হিমেলকে চাপা দেওয়া ট্রাক ড্রাইভার টিটুকে আটক করেছে পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

The post রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক first appeared on UK BANGLA.

The post রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
উপাচার্যের আশ্বাসে হলে ফিরলেন বিক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা https://ukbangla.live/2022/02/02/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2589%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25ab https://ukbangla.live/2022/02/02/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab/#respond Wed, 02 Feb 2022 04:15:38 +0000 https://ukbangla.live/?p=985 রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে চার ঘণ্টা উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার, ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা দায়ের, নিহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি রাবি উপাচার্য মেনে নেওয়ার ঘোষণা দেওয়ায় মঙ্গলবার রাত ২টার দিকে শিক্ষার্থীরা […]

The post উপাচার্যের আশ্বাসে হলে ফিরলেন বিক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা first appeared on UK BANGLA.

The post উপাচার্যের আশ্বাসে হলে ফিরলেন বিক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা appeared first on UK BANGLA.

]]>
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে চার ঘণ্টা উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার, ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় মামলা দায়ের, নিহত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি রাবি উপাচার্য মেনে নেওয়ার ঘোষণা দেওয়ায় মঙ্গলবার রাত ২টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হিমেল এক বন্ধুসহ ক্যাম্পাস থেকে হলে ফিরছিলেন। হিমেলের মৃত্যুর খবরে উত্তেজিত শিক্ষার্থীরা দুর্ঘটনা কবলিত ট্রাকসহ বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক ও নির্মাণ শ্রমিকদের ঘরে আগুন দেয়।

শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-নাটোর মহাসড়ক এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

নিহত মাহমুদ হাবিব হিমেলের বাড়ি বগুড়ায়। হিমেলের বাবার মৃত্যুর পর তাঁর মা দুই সন্তানসহ নাটোরে বাবার বাড়িতে চলে আসেন। হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্‌স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মোটরসাইকেলে হিমেলের সঙ্গে থাকা রায়হান প্রামাণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাত ১২টার পর ক্যাম্পাসে যান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সেখানে উপস্থিত ছিলেন। পরে উপাচার্য শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে অনিরাপদ ও অপরিকল্পিতভাবে নির্মাণকাজ চলছে। যার কারণে এ দুর্ঘটনা। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর প্রক্টরকে জানানো হলে তিনি মিটিংয়ের অজুহাত দিয়ে ঘটনাস্থলে যাননি।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ক্যাম্পাসে সব নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে। চালক গ্রেপ্তার ও ঠিকাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

The post উপাচার্যের আশ্বাসে হলে ফিরলেন বিক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা first appeared on UK BANGLA.

The post উপাচার্যের আশ্বাসে হলে ফিরলেন বিক্ষুব্ধ রাবি শিক্ষার্থীরা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/02/%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ab/feed/ 0
রাবি শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, মধ্যরাতে ৫ ট্রাকে আগুন https://ukbangla.live/2022/02/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/02/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4/#respond Wed, 02 Feb 2022 03:35:19 +0000 https://ukbangla.live/?p=978 রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ইতোমধ্যে পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। […]

The post রাবি শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, মধ্যরাতে ৫ ট্রাকে আগুন first appeared on UK BANGLA.

The post রাবি শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, মধ্যরাতে ৫ ট্রাকে আগুন appeared first on UK BANGLA.

]]>
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ইতোমধ্যে পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, আমি জানতে পেরেছি শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্র নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি কোনোভাবেই কাম্য নয়। কেন এ ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।

এদিকে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে পুলিশের শতাধিক সদস্য জড়ো হন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে পিছু হটতে বাধ্য করান।

ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলেই পাঁচটি ট্রাকে আগুন দিয়েছে। এরপর রাত ১০টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার সেখানে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন।

The post রাবি শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, মধ্যরাতে ৫ ট্রাকে আগুন first appeared on UK BANGLA.

The post রাবি শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, মধ্যরাতে ৫ ট্রাকে আগুন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/02/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4/feed/ 0