রাশিয়া - UK BANGLA News Site Tue, 29 Nov 2022 04:50:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png রাশিয়া - UK BANGLA 32 32 ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%2580%25e0%25a6%25a4%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2585%25e0%25a6%25b8%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/#respond Tue, 29 Nov 2022 04:50:24 +0000 https://ukbangla.live/?p=18260 সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়া আসন্ন শীত মৌসুমে সাধারণ ইউক্রেনীয়দের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছে কিয়েভ। এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে অনেকটা একই অভিযোগ এনেছে সামরিক জোট ন্যাটো। জোটটির অভিযোগ, ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য […]

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো appeared first on UK BANGLA.

]]>
সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়া আসন্ন শীত মৌসুমে সাধারণ ইউক্রেনীয়দের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছে কিয়েভ।

এই পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে অনেকটা একই অভিযোগ এনেছে সামরিক জোট ন্যাটো। জোটটির অভিযোগ, ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সোমবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া সম্ভবত ইউক্রেনের পাওয়ার গ্রিড, গ্যাস অবকাঠামো এবং জনগণের জন্য মৌলিক পরিষেবাগুলোতে আক্রমণ চালিয়ে যাবে বলে সোমবার বলেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের সম্মেলনের আগে বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন শীত মৌসুমে প্রবেশ করছি, তখন ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য অবকাঠামোতে রাশিয়ার এই হামলা এটাই প্রমাণ করে যে, প্রেসিডেন্ট (ভ্লাদিমির) পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র হিসাবে শীতকে ব্যবহার করার চেষ্টা করছেন।’

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ জোর দিয়ে বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তার সুবিধার জন্য শীত মৌসুম, তুষার এবং বরফকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং এটা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধেও।

বুখারেস্টে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকের প্রাক্কালে তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এখন শীতকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, এবং এটি ভয়াবহ। আর তাই আমাদের আরও হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ কারণেই ন্যাটোর মিত্ররা ইউক্রেনের প্রতি তাদের সহায়তা বাড়িয়েছে।’

এর আগে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা গণহত্যার সমান বলে দাবি করেছিল ইউক্রেন। দেশটির দাবি, প্রধান প্রধান স্থাপনায় রাশিয়ার এই হামলা ‘সমগ্র ইউক্রেনীয় জাতিকে’ লক্ষ্য করে চালানো হয়েছে এবং এটি কিয়েভকে আত্মসমর্পণ করতে বাধ্য করার একটি প্রচেষ্টা।

সংবাদমাধ্যম বলছে, রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া।

এর মধ্যে গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

বিবিসি বলছে, যুদ্ধ শুরুর পর সম্প্রতি ইউক্রেনে সবচেয়ে ভারী বিমান হামলা চালায় রাশিয়া। ওই হামলায়ও ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

মূলত সম্মুখসারির যুদ্ধে ব্যর্থতার পর রাশিয়ার সাম্প্রতিক এসব হামলা একটি বিস্তৃত কৌশলের অংশ এবং শীত শুরু হওয়ার সাথে সাথে ইউক্রেনে রুশ এই কৌশলের প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হতে শুরু করেছে।

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো first appeared on UK BANGLA.

The post ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
নর্ড স্ট্রিম উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যের নৌবাহিনী: রাশিয়া https://ukbangla.live/2022/10/31/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a1-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25ae-%25e0%25a6%2589%25e0%25a7%259c%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%259b https://ukbangla.live/2022/10/31/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b/#respond Mon, 31 Oct 2022 05:49:03 +0000 https://ukbangla.live/?p=17258 ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরাই গত মাসে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন দুটি উড়িয়ে দিয়েছি বলে অভিযোগ করেছে রাশিয়া। তবে রাশিয়ার এ অভিযোগ উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র। লন্ডন বলছে— ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতা থেকে চোখ সরাতেই মস্কো এখন এমন উল্টোপাল্টা বকছে। খবর রয়টার্সের। শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় নৌবহরের ওপর ইউক্রেনের ড্রোন হামলা বিষয়ে বলতে গিয়েই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ নৌবাহিনীর […]

The post নর্ড স্ট্রিম উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যের নৌবাহিনী: রাশিয়া first appeared on UK BANGLA.

The post নর্ড স্ট্রিম উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যের নৌবাহিনী: রাশিয়া appeared first on UK BANGLA.

]]>
ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরাই গত মাসে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন দুটি উড়িয়ে দিয়েছি বলে অভিযোগ করেছে রাশিয়া। তবে রাশিয়ার এ অভিযোগ উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র। লন্ডন বলছে— ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ব্যর্থতা থেকে চোখ সরাতেই মস্কো এখন এমন উল্টোপাল্টা বকছে। খবর রয়টার্সের।

শনিবার ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় নৌবহরের ওপর ইউক্রেনের ড্রোন হামলা বিষয়ে বলতে গিয়েই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ নৌবাহিনীর বিরুদ্ধে গ্যাস পাইপলাইনে ‘সন্ত্রাসী হামলার’ এ অভিযোগ তোলেন।

স্নায়ুযুদ্ধপরবর্তী সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন সবচেয়ে বাজে, সেই সময় নেতৃস্থানীয় একটি ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধে সংবেদনশীল রুশ স্থাপনায় নাশকতা চালানোর অভিযোগ করলেও এর পক্ষে কোনো প্রমাণ হাজির করেনি মস্কো।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ নৌবাহিনীর যে ইউনিট নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ পাইপলাইন উড়িয়ে দিয়েছে, সেই একই ইউনিটের বিশেষজ্ঞদের নির্দেশনায় ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহরের ওপর ড্রোন হামলা হয়েছে।

রুশ বাহিনী ওই হামলা প্রতিহত করেছে; তবে একটি মাইন সরানোর জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ব্রিটিশ নৌবাহিনীর একই ইউনিটের প্রতিনিধিরাই চলতি বছরের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরে সন্দ্রাসী হামলা চালিয়ে নর্ড স্ট্রিম-১ ও নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে।

The post নর্ড স্ট্রিম উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যের নৌবাহিনী: রাশিয়া first appeared on UK BANGLA.

The post নর্ড স্ট্রিম উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যের নৌবাহিনী: রাশিয়া appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/31/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b/feed/ 0
সাগরে রাশিয়ার নতুন ‘দানব’ https://ukbangla.live/2022/10/31/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2597%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ac https://ukbangla.live/2022/10/31/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac/#respond Mon, 31 Oct 2022 05:21:08 +0000 https://ukbangla.live/?p=17254 ইউক্রেনে চলমান সামরিক অভিযান নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা, এরই মধ্যেই পারমাণবিক যুদ্ধ আতঙ্কের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন একটি কৌশলগত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের পরীক্ষা চালাচ্ছে রাশিয়া। দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলে ইয়েভমেনভ রোববার এক ঘোষণায় এমনটাই জানিয়েছেন। রাশিয়ার নিয়মিত নৌবাহিনী প্রতিষ্ঠার ৩২৬তম বার্ষিকীতে বক্তৃতা দেয়ার সময় তিনি জানিয়েছেন, নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘জেনারেলিসিমো সুভরভের’ পরীক্ষামূলক […]

The post সাগরে রাশিয়ার নতুন ‘দানব’ first appeared on UK BANGLA.

The post সাগরে রাশিয়ার নতুন ‘দানব’ appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে চলমান সামরিক অভিযান নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা, এরই মধ্যেই পারমাণবিক যুদ্ধ আতঙ্কের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন একটি কৌশলগত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের পরীক্ষা চালাচ্ছে রাশিয়া।

দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলে ইয়েভমেনভ রোববার এক ঘোষণায় এমনটাই জানিয়েছেন।

রাশিয়ার নিয়মিত নৌবাহিনী প্রতিষ্ঠার ৩২৬তম বার্ষিকীতে বক্তৃতা দেয়ার সময় তিনি জানিয়েছেন, নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘জেনারেলিসিমো সুভরভের’ পরীক্ষামূলক অপারেশন চলছে। পারমাণবিক শক্তিচালিত এই সাবমেরিন পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম।

সাবমেরিনটি রাশিয়ার সেভেরদভিনস্কের উত্তরাঞ্চলীয় শহরে অবস্থিত দেশটির সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা সেভমাশ এন্টারপ্রাইজে তৈরি করা হয়েছে।

জেনারলিসিমো সুভরভ হলো রাশিয়ার চতুর্থ প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণে সক্ষম সাবমেরিনের ষষ্ঠ জাহাজ। এটি ১৬টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যেগুলো পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম।

১৮ শতকের রুশ জেনারেল আলেকজান্ডার সুভরভের নামানুসারে সাবমেরিনটির নামকরণ করা হয়েছিল, যিনি রাশিয়ার ইতিহাসের অন্যতম সেরা সামরিক নৌ কমান্ডার হিসেবে বিবেচিত হন।

রাশিয়া কৌশলগত এই পারমাণবিক সাবমেরিনের পরীক্ষা এমন সময় চালাচ্ছে যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ ভূখণ্ড রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন। এরই মধ্যে ন্যাটোর নিউক্লিয়ার স্ট্রাইক গ্রুপও পরমাণু হামলা চালানোর মহড়া চালিয়েছে।

The post সাগরে রাশিয়ার নতুন ‘দানব’ first appeared on UK BANGLA.

The post সাগরে রাশিয়ার নতুন ‘দানব’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/31/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac/feed/ 0
ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/#respond Sat, 29 Oct 2022 06:35:07 +0000 https://ukbangla.live/?p=17217 ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে ফের কিয়েভ ও ওয়াশিংটনের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী মস্কো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে টেলিফোন বৈঠক হয়েছে। সেই বৈঠকে ল্যাভরভ মস্কোর এই অবস্থান নিশ্চিত করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ওয়েনবিন। […]

The post ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন first appeared on UK BANGLA.

The post ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে ফের কিয়েভ ও ওয়াশিংটনের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী মস্কো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে টেলিফোন বৈঠক হয়েছে। সেই বৈঠকে ল্যাভরভ মস্কোর এই অবস্থান নিশ্চিত করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ওয়েনবিন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘চীন বিশ্বাস করে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে সেসব কূটনৈতিক আলোচনা, সংলাপ ও রাজনৈতিক তৎপরতার মাধ্যমে দূর করা সম্ভব। তাছাড়া বর্তমানে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে, এটি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে।’

‘বৃহস্পতিবারের টেলিফোন বৈঠকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারটি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানানোর পর তিনিও তা মেনে নেন এবং বলেন, মস্কো কিয়েভ ও ওয়াশিংটনের সঙ্গে ফের শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মস্কোর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন।’

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিৃবতিতে ওয়াং ই বলেন, সাবেক সোভিয়েত আমলে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি বলে রাশিয়ার যে পরিচিতি ছিল, তা ফিরে পেতে মস্কোর প্রতি সবসয়ই ‘দৃঢ় সমর্থন’ থাকবে বেইজিংয়ের।

‘প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্বে রুশ জনগণের একত্রিত হওয়া, যাবতীয় সংকট ও চ্যালেঞ্জ অতিক্রম করে কৌশলগত লক্ষ্য অর্জন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশে রাশিয়ার প্রতি বরাবরই চীনের দৃঢ় সমর্থন থাকবে,’ বিবৃতিতে উল্লেখ করেন ওয়াং ই।

২০১৪ সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া হারানোর পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবির শুরু করে ইউক্রেন। এই নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে প্রতিবেশী এই দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন।

যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর বেলারুশে শান্তি সংলাপ শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে। পরে এই সংলাপ স্থানান্তরিত হয় তুরস্কে; কিন্তু গত জুন মাসে সেই সংলাপ থেমে যায়। এখন পর্যন্ত সেটি স্থবির অবস্থাতেই রয়েছে।

রাশিয়ার অন্যতম ঘনিষ্ট মিত্র চীন গোড়া থেকেই এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে। বেইজিংয়ের দাবি, মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উস্কানির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এবং যুদ্ধ শুরুর পর গত ৯ মাসে ব্যাপক আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধের জন্য কোথাও, কোনো ফোরামে এক বারও রাশিয়ার নিন্দা করেনি চীন। এমনকি জাতিসংঘে ইউক্রেন ইস্যুতে এ পর্যন্ত যত গণভোট হয়েছে—সেসবের প্রত্যেকটিতেই হয় মস্কোর পক্ষে ভোট দিয়েছে চীন, নয়তো ভোটদান থেকে বিরত থেকেছে।

সূত্র : এপি

The post ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন first appeared on UK BANGLA.

The post ইউক্রেনের সঙ্গে ফের সংলাপে বসতে চায় রাশিয়া, জানাল চীন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25ae%25e0%25a7%25a8-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/#respond Sat, 29 Oct 2022 05:29:19 +0000 https://ukbangla.live/?p=17201 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণার পরে রাশিয়া ইউক্রেনে আরও ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানিয়ে বলেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তিন লাখ […]

The post ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের ঘোষণার পরে রাশিয়া ইউক্রেনে আরও ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।

শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ কথা জানিয়ে বলেন, রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর কর্মসূচি শেষ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ওই বৈঠকে পুতিনকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তিন লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে। নতুন কোনো পরিকল্পনা নেই।’

গত সেপ্টেম্বরে পুতিন ইউক্রেনে আংশিক সেনা সমাবেশ করার ঘোষণা দেন। তখন ক্রেমলিন জানায়, নতুন করে তিন লাখ রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হবে।

প্রতিরক্ষামন্ত্রী সোইগু পুতিনকে জানিয়েছেন, তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ১৮ হাজার প্রশিক্ষণ নিচ্ছেন এবং ৮২ হাজার সেনা ইউক্রেনে পাঠানো হয়েছে।

ইউক্রেনে যুদ্ধের জন্য যেসব রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে তাঁদের উদ্দেশে পুতিন বলেন, ‘কর্তব্যের প্রতি তাঁদের আত্মত্যাগ, তাঁদের দেশপ্রেম, আমাদের দেশ রক্ষা, তাঁদের বাড়িঘর, তাঁদের পরিবার, দেশের নাগরিক ও আমাদের জনগণকে রক্ষা করার জন্য তাঁদের যে দৃঢ়সংকল্প এর জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাতে চাই।’

এদিকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, ‘রাশিয়ার কয়েক লাখ রিজার্ভ সেনা রয়েছে। তবে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের জন্য এবার আর রিজার্ভ সেনা না ডেকে বরং সেচ্ছ্বাসেবী এবং পেশাদার সৈনিক নেওয়া হবে।’ এর মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার রিজার্ভ সেনাদের পাঠানোর কর্মসূচির সমাপ্তি ঘটছে বলে ধারণা।

The post ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া first appeared on UK BANGLA.

The post ইউক্রেনে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ae%e0%a7%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি https://ukbangla.live/2022/10/08/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a3%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4 https://ukbangla.live/2022/10/08/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/#respond Sat, 08 Oct 2022 04:19:01 +0000 https://ukbangla.live/?p=16492 রাশিয়ার কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের জন্য তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছেন। পুরো বিশ্বের এখনই সময় তাদের পারমাণবিক হুমকি বন্ধে ব্যবস্থা নেওয়া। শুক্রবার (৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেছেন। যদিও রাশিয়া এ অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে বিশ্বাস করেন না তিনি। জেলেনস্কি বলেন, তারা (রাশিয়া) […]

The post পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি first appeared on UK BANGLA.

The post পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি appeared first on UK BANGLA.

]]>
রাশিয়ার কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের জন্য তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছেন। পুরো বিশ্বের এখনই সময় তাদের পারমাণবিক হুমকি বন্ধে ব্যবস্থা নেওয়া। শুক্রবার (৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেছেন। যদিও রাশিয়া এ অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে বিশ্বাস করেন না তিনি।

জেলেনস্কি বলেন, তারা (রাশিয়া) তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। এটি খুবই বিপজ্জনক। তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত নয়, তবুও এ প্রচারণা ছড়িয়ে দিতে শুরু করেছে। আমি মনে করি, পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলাটাও বিপজ্জনক।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয় পারমাণবিক অস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পথে যেতে পারেন বলে উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, পুতিনের কাছে ইউক্রেনের জনগণের জীবন মূল্যহীন। সেকারণে তিনি এমন পদক্ষেপ নিতেও পারেন।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার হুমকি পুরো বিশ্বের জন্যই ঝুঁকি হয়ে উঠেছে। এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে বিশ্বের প্রতিটি দেশেরই প্রস্তুত থাকা উচিত।

তিনি বলেন, রাশিয়া এরই মধ্যে ইউক্রেইর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করেছে। ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে মস্কো নিজেদের সম্পত্তি বানাতে চাইছে।

জেলেনস্কি বলেন, বিশ্ব জরুরি ভিত্তিতে রুশ দখলদারদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে পারে। এক্ষেত্রে বিশ্ব রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে ও তাদের বিদ্যুৎকেন্দ্রটি ছেড়ে যেতে বাধ্য করতে পারে।

The post পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি first appeared on UK BANGLA.

The post পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/08/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
শান্তির নোবেল গেল ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায় https://ukbangla.live/2022/10/08/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a7%258b%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/08/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/#respond Sat, 08 Oct 2022 03:27:40 +0000 https://ukbangla.live/?p=16480 ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে নাগরিক সমাজের মৌলিক অধিকার আর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠা এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থাকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তির নোবেলজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে। নরওয়েজীয় নোবেল কমিটি বলেছে, বেলারুশের মানবাধিকার কর্মী […]

The post শান্তির নোবেল গেল ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায় first appeared on UK BANGLA.

The post শান্তির নোবেল গেল ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায় appeared first on UK BANGLA.

]]>
ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে নাগরিক সমাজের মৌলিক অধিকার আর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠা এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থাকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তির নোবেলজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে।

নরওয়েজীয় নোবেল কমিটি বলেছে, বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিসকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

কমিটি বলেছে, নোবেল শান্তি পুরস্কারজয়ীরা তাদের নিজ নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করে। তারা অনেক বছর ধরে ক্ষমতাসীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষায় প্রচার চালিয়ে আসছে। যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো নথিভুক্ত করার প্রচেষ্টার জন্যও শান্তির এই নোবেলজয়ীরা প্রশংসিত।

মানবতাবাদী মূল্যবোধ, সামরিকায়নবিরোধী এবং আইনের শাসনের জন্য ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এই বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা দেশে দেশে আলফ্রেড নোবেলের শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার রূপকল্পকে পুনরুজ্জীবিত এবং সম্মানিত করেছেন; যা আজ বিশ্বে সবচেয়ে বেশি প্রয়োজন।

নোবেল কমিটি বলছে, আশির দশকের মাঝামাঝি সময়ে বেলারুশে গণতন্ত্র আন্দোলনের সূচনাকারীদের একজন হলেন ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত অ্যালেস বিয়ালিয়াৎস্কি। নিজ দেশে গণতন্ত্রের প্রচার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন তিনি।

১৯৯৬ সালে ভিয়াসনা (বসন্ত) নামে একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন অ্যালেস বিয়ালিয়াৎস্কি। পরে ভিয়াসনা ব্যাপক বিস্তৃত মানবাধিকার সংস্থা হিসেবে গড়ে ওঠে। রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিপীড়ন-নির্যাতনের ঘটনা নথিভুক্ত এবং এর প্রতিবাদ করে আসছে অ্যালেসের এই সংস্থা।

বেলারুশের সরকারি কর্তৃপক্ষ বারবার অ্যালেস বিয়ালিয়াৎস্কির কণ্ঠ চেপে ধরার চেষ্টা করেছে। ২০২০ সাল থেকে দেশটির কারাগারে বিনাবিচারে আটক রয়েছেন তিনি। প্রচন্ড ব্যক্তিগত দুর্দশা সত্ত্বেও অ্যালেস বিয়ালিয়াৎস্কি বেলারুশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এক ইঞ্চিও ছাড় দেননি।

এবারে শান্তির নোবেলজয়ী রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। সাবেক সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার কর্মীরা এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন; যারা কমিউনিস্ট শাসনের নিপীড়নের শিকারদের কখনই ভুলে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছিলেন।

অতীতের অপরাধ মোকাবিলা নতুনকে প্রতিরোধ করার জন্য অপরিহার্য; এমন ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল মেমোরিয়াল। সংস্থাটি সামরিকায়নের বিরুদ্ধে লড়াই এবং আইনের শাসনের ভিত্তিতে মানবাধিকার ও সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টার অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছে।

চেচেন যুদ্ধের সময় রাশিয়ান এবং রুশপন্থী বাহিনী জনগণের ওপর যে ক্ষমতার অপব্যবহার এবং যুদ্ধাপরাধ সংঘটিত করেছিল, সেসবের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করেছে মেমোরিয়াল। ২০০৯ সালে চেচনিয়ায় মেমোরিয়াল শাখার প্রধান নাতালিয়া এস্তেমিরোভা সংস্থাটির কার্যক্রম পরিচালনা করতে গিয়ে খুন হন।

অন্যদিকে, এ বছর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারজয়ী ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস দেশটিতে মানবাধিকার এবং গণতন্ত্র এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউক্রেনীয় সুশীল সমাজকে শক্তিশালী করা এবং ইউক্রেনকে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রের দেশে পরিণত করার জন্য কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টিকারী এক শক্তি হিসেবে কাজ করছে সংস্থাটি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের জনগণের ওপর রাশিয়ার যুদ্ধাপরাধ শনাক্ত ও নথিভুক্ত করার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে সেন্টার ফর সিভিল লিবার্টিস।

শান্তিতে নোবেলজয়ী নির্বাচনের দায়িত্ব নরওয়েজীয় নোবেল কমিটির। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেওয়া হলেও শান্তি পুরস্কার ঘোষণা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। কাজটি আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী করা হয়।

পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার ভাগাভাগি করে নেবেন শান্তিতে এই নোবেলজয়ীরা। এর আগে, গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সাংবাদিক। তারা হলেন ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা ও রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিজ নিজ দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় তাদের।

১৯০১ থেকে ২০২১ সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ১০২ বার। এর মধ্যে বিশ্বের সংকটপূর্ণ নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫ বার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় বিভিন্ন সংস্থাকে।

নোবেলের ইতিহাসে এখন পর্যন্ত দুবার তিন ব্যক্তি যৌথভাবে শান্তি পুরস্কার পেয়েছেন। এছাড়া এখন পর্যন্ত শান্তির নোবেল পেয়েছেন ১৮ জন নারী। তবে নোবেলে শান্তি পুরস্কার পাওয়ার পর একমাত্র ব্যক্তি হিসেবে অস্বীকৃতি জানিয়েছিলেন লি ডাক থো।

এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয় গত ৩ অক্টোবর (সোমবার)। প্রথমদিন চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিলুপ্ত হোমিনিনের জিন ও মানব বিবর্তনের যুগান্তকরী এক গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানের নোবেল পেয়েছেন সুইডিশ জিনতাত্ত্বিক বিজ্ঞানী সোয়ান্তে প্যাবো।

মঙ্গলবার দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন, ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন পদার্থবিজ্ঞানী জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। নোবেল কমিটি বলেছে, বেল ইনেকুয়ালিটির পরীক্ষায় পাওয়া প্রমাণ ও কোয়ান্টাম অ্যান্টেঙ্গেলমেন্ট গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার ঘোষণা করা হয় রসায়নের নোবেল। ক্লিক রসায়ন এবং বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় এ বছর রসায়নে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ক্যারোলিন আর. বারতোজ্জি, ডেনমার্কের মর্টেন মেলডাল এবং যুক্তরাষ্ট্রের কে. ব্যারি শার্পলেস।

আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট পরিসরে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনো অতিথি উপস্থিত ছিলেন না।

এ বছর তাই নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের অর্থের (১ কোটি সুইডিশ ক্রোনার) পাশাপাশি বিজয়ীদের হাতে সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামের ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক, যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান— প্রতি বছর ৫টি বিষয়ে যারা বিশেষ আবদান রাখবেন তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়। ওই ৫ বিষয় হলো— চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও শান্তি। ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় অনেক পরে ১৯৬৮ সালে। ব্যাংক অব সুইডেন আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই পুরস্কার চালু করে।

The post শান্তির নোবেল গেল ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায় first appeared on UK BANGLA.

The post শান্তির নোবেল গেল ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায় appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/08/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
পুতিনের ঘোষণায় ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ https://ukbangla.live/2022/09/30/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a7%258b%25e0%25a6%25b7%25e0%25a6%25a3%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/09/30/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/#respond Fri, 30 Sep 2022 04:53:46 +0000 https://ukbangla.live/?p=16131 সামরিক অভিযান শুরুর সাত মাসেরও বেশি সময় পর ইউক্রেনের চার অঞ্চলকে – খেরসন, জাপোরিঝিয়া, দোনেতস্ক ও লুহানস্ক – রাশিয়ায় যুক্ত করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এই চার ইউক্রেনীয় ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা করবেন তিনি। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে পুতিন প্রশাসন। এতে করে সাত মাস ধরে চলে আসা এই […]

The post পুতিনের ঘোষণায় ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ first appeared on UK BANGLA.

The post পুতিনের ঘোষণায় ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ appeared first on UK BANGLA.

]]>
সামরিক অভিযান শুরুর সাত মাসেরও বেশি সময় পর ইউক্রেনের চার অঞ্চলকে – খেরসন, জাপোরিঝিয়া, দোনেতস্ক ও লুহানস্ক – রাশিয়ায় যুক্ত করতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এই চার ইউক্রেনীয় ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা করবেন তিনি।

এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে পুতিন প্রশাসন। এতে করে সাত মাস ধরে চলে আসা এই যুদ্ধের তীব্রতা নতুন মাত্রায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাশিয়ান ফেডারেশনে নতুন অঞ্চলগুলোর প্রবেশ’ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শুক্রবার সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাড়াহুড়ো করে মঞ্চস্থ গণভোট শেষ হওয়ার তিন দিনের মাথায় ইউক্রেনীয় এই চার ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা করতে যাচ্ছেন তিনি। দখলকৃত এসব অঞ্চলে রাশিয়ায় যোগদানের পক্ষে ৯৯ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে বলে দাবি করা হয়েছে।

অবশ্য ইউক্রেন এবং পশ্চিমা সরকারগুলো এই ভোটকে জাল, অবৈধ এবং অস্ত্রের মুখে পরিচালিত বলে আখ্যায়িত করেছে। তবে মস্কো বলছে, মানুষ স্বাধীনভাবে তাদের ‘ঐতিহাসিক মাতৃভূমিতে’ ফিরে যাওয়ার পথ বেছে নিয়েছে। আট বছর আগে একইভাবে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া।

রয়টার্স বলছে, রাশিয়ার স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের সেন্ট জর্জ হলে ‘রাশিয়ান ফেডারেশনে নতুন অঞ্চলগুলোর প্রবেশ’ সংক্রান্ত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। কলামযুক্ত এই হলটির সোনায় খোদাই করা মার্বেল ফলক রাশিয়ান সামরিক বীরদের স্মরণ করে থাকে।

বৃহস্পতিবার প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার মস্কোতে ইউক্রেনের চার অঞ্চলের নেতাদের সঙ্গে রাশিয়ায় যোগদান বিষয়ক চুক্তি স্বাক্ষর হবে। পাশপাশি সেখানে ভাষণও দেবেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়াজুড়ে সেই ভাষণ সম্প্রচারের যাবতীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হয়েছে। এছাড়া মস্কোসহ রাশিয়ার ছোট-বড় বিভিন্ন শহরে অসংখ্য বিলবোর্ডও স্থাপন করা হয়েছে। সেসব বিলবোর্ডে লেখা হয়েছে ‘দোনেতস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া, খেরসন— রাশিয়া।’

পুতিনের শুক্রবারের ভাষণে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার অবস্থান ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা থাকবে বলে উল্লেখ করেছেন পেসকভ। এছাড়া এই চার অঞ্চলের যোগদান উপলক্ষে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অবশ্য দোনেতস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের রাশিয়ার সঙ্গে সংযুক্তি মস্কোর আনন্দের হলেও পুতিনের জন্য এটি বিপজ্জনক মুহূর্তে এসেছে। কয়েক মাস ধরে নাকাল, অমানবিক যুদ্ধের পর চলতি মাসে ইউক্রেন উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে রুশ বাহিনীকে পিছু হটিয়ে এলাকাটি দখল করে নেয়।

মূলত পাল্টা হামলায় ইউক্রেনে দখল করা ভূখণ্ডগুলো হাতছাড়া হতেই সামরিক গতিবিধি বাড়ানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি দেশটিতে নতুন যে সামরিক ঘোষণা দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছিল, যাদের সামরিক অভিজ্ঞতা রয়েছে, তাদেরও যুদ্ধে ডাকা হবে। এই পরিস্থিতিতে তরুণ ও যুবক রুশ নাগরিকদের মধ্যে দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে যায়।

এছাড়া যেসব রুশ নাগরিককে যুদ্ধে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের বয়স ৬০ বছরের ওপরে। কেউ আবার গুরুতর অসুস্থও। শিক্ষার্থীরাও রয়েছেন সেসব তালিকায়। এমনকি কট্টর ক্রেমলিন মিত্ররাও এই ঘটনার সমালোচনা করেছে এবং পুতিন নিজেই বৃহস্পতিবার বলেছেন, ‘রিজার্ভ সেনা তলবের ঘটনায় সকল ভুল সংশোধন করতে হবে’।

তবে যাই হোক ইউক্রেনের ওই চার ভূখণ্ড আপাতত রাশিয়ার হতে চলেছে। আর রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ইউক্রেনজুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বলে জানা গেছে। যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও তুরস্ক সেই মিছিলে সমর্থনও দিয়েছে।

The post পুতিনের ঘোষণায় ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ first appeared on UK BANGLA.

The post পুতিনের ঘোষণায় ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/30/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8b%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
রাশিয়ার আংশিক সেনা সমাবেশে যাদের ডাকা হবে https://ukbangla.live/2022/09/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%82%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%2582%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/09/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%82%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/#respond Thu, 22 Sep 2022 04:31:11 +0000 https://ukbangla.live/?p=15830 ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত আংশিক সেনা সমাবেশের বিস্তারিত জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারই প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দেশব্যাপী সংঘবদ্ধতার অধীনে তিন লাখ রিজার্ভ সেনা ডাকার কথা জানিয়েছেন। শোইগু জানিয়েছেন, এই সেনা সমাবেশের ঘটনা বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য প্রযোজ্য হবে না, এমনকি নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও নয়। শুধু যারা সামরিক […]

The post রাশিয়ার আংশিক সেনা সমাবেশে যাদের ডাকা হবে first appeared on UK BANGLA.

The post রাশিয়ার আংশিক সেনা সমাবেশে যাদের ডাকা হবে appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত আংশিক সেনা সমাবেশের বিস্তারিত জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারই প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দেশব্যাপী সংঘবদ্ধতার অধীনে তিন লাখ রিজার্ভ সেনা ডাকার কথা জানিয়েছেন।

শোইগু জানিয়েছেন, এই সেনা সমাবেশের ঘটনা বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য প্রযোজ্য হবে না, এমনকি নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও নয়। শুধু যারা সামরিক বাহিনীতে কাজ করেছেন, তাদেরই ডাকা হবে।

যাদের ডাকা হবে তাদের বিষয়ে তিনি বলেন, ‘এরা এমন লোক নয়, যারা সেনাবাহিনী সম্পর্কে কিছু শোনেনি, এরা তারাই যারা সামরিক বাহিনীতে চাকরি শেষ করেছে, যাদের সামরিক বিশেষত্ব আছে… এবং সামরিক অভিজ্ঞতাও রয়েছে।’

তিনি দাবি করেন, রাশিয়ার ২ কোটি ৫০ লাখ সেনা সমাবেশের সক্ষমতা রয়েছে। সেই হিসাবে যে সেনা সমাবেশ করা হয়েছে তা সক্ষমতার ১ শতাংশের কিছু বেশি।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে আংশিক সমন্বিত সামরিক প্রস্তুতি ঘোষণা করেছেন।

আগে রেকর্ড করা এক টেলিভিশনে আংশিক সামরিক সংহতি ঘোষণা দেয়ার সময় পুতিন অভিযোগ করে বলেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায় এবং এ জন্য ইউক্রেনের জনগণকে তারা কামানের খোসায় পরিণত করার চেষ্টা করছে।

মাতৃভূমি রক্ষায় এই আংশিক সেনা সমাবেশ করা হয়েছে বলে জানিয়েছেন পুতিন।

এ সময় তিনি রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধ শুরু করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি দায় দিয়েছেন।

পুতিন বলেন, ‘যদি আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়, রাশিয়া এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য, আমরা আমাদের হাতে থাকা সব উপায় ব্যবহার করব। এটি কোনো ফাঁকা বুলি নয়।

‘যারা পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তাদের জানা উচিত যে বিরাজমান বাতাস তাদের দিকে ঘুরতে পারে।’

পুতিন ঘোষণায় জানিয়েছেন, রাশিয়ার অস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য তিনি অর্থায়ন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

বুধবার থেকেই আংশিক সমন্বিত সামরিক প্রস্তুতির কার্যক্রম শুরু হবে।

এর মানে হচ্ছে, রুশ ব্যবসাপ্রতিষ্ঠান ও নাগরিকদের যুদ্ধ প্রচেষ্টায় আরও অবদান রাখতে হবে। রিজার্ভ সেনাদের প্রয়োজনে ডাকা হতে পারে।

যেহেতু রাশিয়ার নিরাপত্তা হুমকিতে, সে ক্ষেত্রে এ ঘোষণার আলোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারও করতে পারে রুশ সেনারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা এমন সময় এলো যখন দনবাস অঞ্চলের রুশ স্বীকৃত কর্তৃপক্ষ চলতি মাসেই রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের আয়োজন করতে যাচ্ছে।

এর আগে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুতিন বলেছিলেন, দ্রুত যুদ্ধ শেষ করতে চান তিনি।

ক্রেমলিনের দাবি, নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভূমিকা পালনের ইস্যুতে আলোচনা থেকে বেরিয়ে গেছে কিয়েভই।

The post রাশিয়ার আংশিক সেনা সমাবেশে যাদের ডাকা হবে first appeared on UK BANGLA.

The post রাশিয়ার আংশিক সেনা সমাবেশে যাদের ডাকা হবে appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%82%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন https://ukbangla.live/2022/09/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%2593-%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25ac-%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/09/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/#respond Mon, 19 Sep 2022 05:51:37 +0000 https://ukbangla.live/?p=15756 বিশ্ব নেত্বত্বের আসনে বসার কোন আকাঙ্কা রাশিয়া ও চীনের নেই, যা অন্যান্য দেশের রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রোববার রশিয়া-১ টিভি চ্যানেলকে এমন কথা বলেন। খবর তাস’র। সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাতকারে পেসকভ বলেন, ‘রাশিয়া ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যকর করার চেষ্টা করলেও এক্ষেত্রে তারা কোনভাবেই বিশ্ব চালকের আসনে বসার চেষ্টা করছে না। […]

The post রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
বিশ্ব নেত্বত্বের আসনে বসার কোন আকাঙ্কা রাশিয়া ও চীনের নেই, যা অন্যান্য দেশের রয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্র পেসকভ রোববার রশিয়া-১ টিভি চ্যানেলকে এমন কথা বলেন। খবর তাস’র।

সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাতকারে পেসকভ বলেন, ‘রাশিয়া ও চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যকর করার চেষ্টা করলেও এক্ষেত্রে তারা কোনভাবেই বিশ্ব চালকের আসনে বসার চেষ্টা করছে না। তবে আপনারা জানেন কতিপয় দেশের মধ্যে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।’

রোববার সাক্ষাতকারটি প্রচার করা হয়।

তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের বিরুদ্ধে উস্কানিমূলক বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে ‘একেবারে একই ধরনের মনোভাব দেখানোর’ বিষয়ে মুখপাত্র দৃষ্টি আকর্ষণ করেন। এ ধরনের কাজের মূল হোতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। মস্কো ও বেইজিং ‘এমন অস্থিতিশীলতামূলক অগ্রহণযোগ্য আচরণ’ মূল্যায়নের ক্ষেত্রে একত্রে কাজ করছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত সপ্তাহে সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচানায় মিলিত হন। এছাড়া সেখানে তারা মঙ্গোলিয় প্রেসিডেন্টের অংশগ্রহণে ত্রিপাক্ষিক বৈঠক করেন। তারা এসসিও’র রাষ্ট্র প্রধানদের পরিষদের বৈঠকেও অংশগ্রহণ করেন।

পরে ক্রেমলিন সহকারী উরি উশাকভ জানান, সেখানে গুরুত্বপূর্ণ সকল বিষয়ে আলোচনা হয়। চীনের নেতা জোরদিয়ে বলেন, তার দেশ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদানে রাশিয়ার সাথে একত্রে কাজ করার ব্যাপারে প্রস্তুত রয়েছে।

The post রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন first appeared on UK BANGLA.

The post রাশিয়া ও চীন বিশ্ব চালকের আসনে বসতে চায় না: ক্রেমলিন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/feed/ 0