রোহিঙ্গা - UK BANGLA News Site Tue, 08 Nov 2022 09:54:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png রোহিঙ্গা - UK BANGLA 32 32 রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ https://ukbangla.live/2022/11/08/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/11/08/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9/#respond Tue, 08 Nov 2022 09:54:25 +0000 https://ukbangla.live/?p=17554 রোহিঙ্গাদের কাউকে ফেরত পাঠাতে না পারাটা হতাশাজনক বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। কিন্তু রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারে পরিবেশ ফেরাতে এবং তাদের জন্য তহবিল বাড়ানোর জন্য কাজ করার কথাও জানান তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের অ্যাসোসিয়েশন- ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গোয়েন লুইস বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের […]

The post রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ appeared first on UK BANGLA.

]]>
রোহিঙ্গাদের কাউকে ফেরত পাঠাতে না পারাটা হতাশাজনক বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। কিন্তু রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারে পরিবেশ ফেরাতে এবং তাদের জন্য তহবিল বাড়ানোর জন্য কাজ করার কথাও জানান তিনি।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের অ্যাসোসিয়েশন- ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গোয়েন লুইস বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের সসম্মানে ও নিরাপদে ফিরিয়ে নিতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘জাতিসংঘ ও বাংলাদেশ একটি সহযোগিতার ডকুমেন্টস তৈরি করেছে, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।’

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে তার সহযোগিতা অব্যাহত রেখেছে, যা বিশ্বে শান্তি রক্ষায় বিশেষ ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত৷ তারা সহযোগিতা চাইলে করা হবে, এ বিষয়ে জাতিসংঘের নিজস্ব কোনো ম্যান্ডেট নেই।’

গোয়েন লুইস বলেন, ‘নির্বাচন নিয়ে জাতিসংঘ কোনো ধরনের কথা বলতে পারে না। কারণ এটির জন্য জাতিসংঘের কোনো ম্যান্ডেট নেই। এটা সম্পূর্ণ সরকারের বিষয়। তবে রাজনৈতিক সংঘর্ষ না ঘটার বিষয়ে আমরা আহ্বান জানাই।

‘যেকোনো সংকট উত্তরণে ডায়ালগের কোনো বিকল্প নেই। সেটা রাজনীতি বা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, যাই হোক না কেন।’

আর এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, রোহিঙ্গাদের জন্য আসা ৯৩ শতাংশ টাকা তাদের জন্য খরচ হয়।

টকশোতে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য দেন।

The post রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গা ফেরাতে না পারা হতাশার: জাতিসংঘ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/08/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b9/feed/ 0
রোহিঙ্গাদের শঙ্কা ও ভরসায় ‘আরসা’, মাথাচাড়া দিচ্ছে ‘আরএসও’ https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%2593-%25e0%25a6%25ad%25e0%25a6%25b0%25e0%25a6%25b8%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be/#respond Thu, 03 Nov 2022 06:56:35 +0000 https://ukbangla.live/?p=17383 উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে অবস্থানকারী সাড়ে ১১ লাখ রোহিঙ্গার মধ্যে অস্থিরতা তৈরি করতে এক ডজনের বেশি ছোট-বড় অদৃশ্য ‘দুর্বৃত্ত গোষ্ঠী’ উপস্থিত থাকলেও সবচেয়ে বেশি ছেয়ে গেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। এদিকে গত কয়েক বছর কিছুটা ‘আন্ডারগ্রাউন্ড’ থাকলেও আবারও নিজেদের উপস্থিতি জানান দিতে চাচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কর্মরত ব্যক্তিরা বলছেন, ক্যাম্পে অন্য […]

The post রোহিঙ্গাদের শঙ্কা ও ভরসায় ‘আরসা’, মাথাচাড়া দিচ্ছে ‘আরএসও’ first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গাদের শঙ্কা ও ভরসায় ‘আরসা’, মাথাচাড়া দিচ্ছে ‘আরএসও’ appeared first on UK BANGLA.

]]>
উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে অবস্থানকারী সাড়ে ১১ লাখ রোহিঙ্গার মধ্যে অস্থিরতা তৈরি করতে এক ডজনের বেশি ছোট-বড় অদৃশ্য ‘দুর্বৃত্ত গোষ্ঠী’ উপস্থিত থাকলেও সবচেয়ে বেশি ছেয়ে গেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। এদিকে গত কয়েক বছর কিছুটা ‘আন্ডারগ্রাউন্ড’ থাকলেও আবারও নিজেদের উপস্থিতি জানান দিতে চাচ্ছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কর্মরত ব্যক্তিরা বলছেন, ক্যাম্পে অন্য কোনও সংগঠনকে সক্রিয় দেখলেও আপাতত কোনও পাবলিক প্রতিক্রিয়া ব্যক্ত করছে না ‘আরসা’। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গত দুই মাস ধরে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে সংগঠনগুলো ক্যাম্পে ঢুকে পড়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। তবে তাদের অস্তিত্ব অস্বীকার করছে না তারা।

ক্যাম্প এলাকায় সক্রিয় নানা রোহিঙ্গা সংগঠন নিয়ে বরাবরই উদ্বেগের মধ্যে থাকতে হয়েছে স্থানীয় প্রশাসনকে। বিকাল ৪টার মধ্যে ক্যাম্পে সব ধরনের বেসরকারি কর্মকাণ্ড শেষ করে সবাই ক্যাম্প ত্যাগ করলে শুরু হয় সংগঠনগুলোর তৎপরতা। ক্যাম্পে খুন, ধর্ষণ, অপহরণ, গ্রুপে-গ্রুপে গোলাগুলি, আধিপত্য বিস্তার, মাদক, অস্ত্রসহ নানা সহিংসতা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গেলো ৪ মাসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে খুন হয়েছেন অন্তত ১৩ জন রোহিঙ্গা। বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গারা বলছেন, সংগঠনের মধ্যে অন্তর্কলহ এবং এক সংগঠনের সঙ্গে আরেক সংগঠনের বিভেদের কারণে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটছে।

ক্যাম্পের ভেতরে ঘোরাফেরা যাদের!
নব্বই দশকের শুরুতে রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে, তখন থেকে আজ পর্যন্ত ক্যাম্পগুলোতে ‘আরসা’ নামের সংগঠনটি সক্রিয় রয়েছে। এই গ্রুপের নেতারা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছেন। বালুখালি ক্যাম্প-৮ ইস্টের এক রোহিঙ্গা অধিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আরসা’ ঘরে ঘরে ঢুকে গেছে। হয়তো ভাইয়ে-ভাইয়ে কোনও পরিবারে দ্বন্দ্ব আছে, সেই সুযোগ নিয়ে কোনও এক ভাইয়ের হয়ে আরেক ভাইকে আক্রমণের কাজেও ‘আরসা’র সম্পৃক্ত হওয়ার অভিযোগ আছে। আপনি এখানে এসেছেন সেটার খবরও তারা ঠিকই পেয়ে গেছে। সব জায়গায় তাদের লোক আছে। প্রায় ক্যাম্পে যেসব এনজিও কর্মী আসেন, তাদের ছাড়া বাইরের কাউকে দেখলেই খবর পৌঁছে যায়। এই রোহিঙ্গা পুরুষ জানান, আরেকটি সংগঠনের নাম খুব কম হলেও শোনা যায়, তারা হলো ‘আল ইয়াকিন’। যদিও সুস্পষ্ট বিবৃতি না থাকায় ধরেই নেওয়া হয়—এরা ‘আরসা’র সঙ্গে নানা বিষয়ে চুক্তিবদ্ধ এবং সহযোদ্ধা বন্ধু সংগঠন হিসেবে টিকে আছে।

রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়ার বিরুদ্ধে ‘ইসলামি মাহাত’ নামে আরও একটি সংগঠন শরণার্থী ক্যাম্পগুলোতে তৎপর রয়েছে। গত বছরের অক্টোবরে বালুখালির ক্যাম্প-১৮তে ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসায় ঘুমন্ত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিন শিক্ষক ও একছাত্রসহ ৬ জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন। কয়েকজনকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা।

এই ঘটনা উল্লেখ করে ক্যাম্পের ভেতরের এক বাঙালি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মুহিবুল্লাহর হত্যার সঙ্গে ‘আরসা’ জড়িত। ক্যাম্পে তারা যে ত্রাস সৃষ্টি করে রেখেছে, সেটা আমরা দেখতে পাই। কখনও কখনও আমাদের উঠানেও কোনও রোহিঙ্গাকে টেনে এনে পেটানোর দৃশ্য দেখেছি।’

কেন এবং কাদের মারধর, এমন প্রশ্নে ‘আরসা’ থেকে ফেরত বলে চিহ্নিত এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘এই সংগঠন কোনোভাবেই চায় না যে কেউ তাদের বিরুদ্ধে কোনও ধরনের প্রচারণা করুক। কয়েকটি ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা ‘আরসা’র সেই হুমকি উপেক্ষা করে মাদ্রাসাকেন্দ্রিক দল গঠন ও কার্যক্রম চালানোর চেষ্টা করলে, নানা রকমের সহিংসতার ঘটনা ঘটেছে। এখন যারা ‘আরসা’ না, তারাও ক্যাম্পের মধ্যে ‘আরসা’র নাম ভাঙিয়ে খায়। যেহেতু এসব জেনেও অফিসিয়ালি কোনও বিবৃতি দেয় না সংগঠনটি, সেহেতু ধরেই নেওয়া যায়, এমনটা ঘটুক সেটাও তারা চায়।’’

রোহিঙ্গাদের ঘর বিক্রিও হয়
ক্যাম্পের ভেতরে বিভিন্ন সংগঠনের ‘দুর্বৃত্তরা’ আস্তানা গড়তে রোহিঙ্গাদের টাকা দিয়ে তাদের ঘর কিনে নেয় বলে জানা গেছে। একেকটি ঘর দেড় লাখ টাকায় বিক্রি করে দিয়ে ঘরের মালিক অন্য কোথাও স্থানান্তরিত হয়েছেন—এমন খবরও আছে, উল্লেখ করে ক্যাম্প-৯-এর এক বাসিন্দা বলেন, ‘‘আমার পাশের ঘর ছেড়ে দিতে হয়েছে। অনেক সময় ক্যাম্পের লোকদের টাকার দরকার হয়। তখন বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের কাছে তারা ঘর বিক্রি করে দেয়। এই খবর ক্যাম্পের অনেকের জানা। কিন্তু কেউ মুখ খোলে না।’’ তবে ‘আরসা’ তাদের অধিকার রক্ষা করে বলে মনে করেন উল্লেখ করে এই ক্যাম্পেরই এক রোহিঙ্গা বলেন, তারা কোনও খারাপ কাজ করে না। আমাদের হয়ে তারা লড়াই করে।

ক্যাম্পভিত্তিক আধিপত্য সংগঠনগুলোর
এসব ক্যাম্প সরেজমিন জানা গেছে, সব ক্যাম্পে সব সংগঠনের প্রকাশ্য উপস্থিতি নেই। এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে উল্লেখ করে রোহিঙ্গারা বলছে, দুই একটা ক্যাম্প বাদে সব কয়টিতে আরসা প্রকাশে নিজেদের কার্যক্রম চালায়। তারা এতটাই প্রকাশ্য যে অনেককেই তাদের ওপর নির্ভর করতে হয়। ভৌগোলিক কারণে লম্বাশিয়ার ক্যাম্প-১-এর মধ্যে বাস করছেন কয়েক বছর ধরে এমন একজন বাঙালি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্যাম্পে সবাই এখন আরসা। খোঁজ নিয়ে দেখেন কেউ আর অন্য কোনও সংগঠনের নাম বলবে না। ক্যাম্প পরিচালনা করতে রোজ যারা বাইরে থেকে আসেন তারা চারটার দিকে ক্যাম্প ত্যাগ করার পরে আরসার সদস্যদের ঘোরাফেরা করতে দেখা যায়। সবাই চেনে কে কার লোক। এরা অনেক বেশি সংগঠিত। এখন সাধারণ রোহিঙ্গা পরিবারগুলো এদের নিয়ে ভয়ও পায়। কেননা, পারিবারিক নানা ইস্যুতেও আরসা নাক গলানো শুরু করেছে। তবে অনেক ঘটনায় আরসা সম্পৃক্ত না, তাদের নাম ব্যবহার করছে কোনও মহল্লাভিত্তিক দল বলেও অভিযোগ আছে। আরসার যে অফিসিয়াল টুইটার আছে সেখানে সাম্প্রতিক অস্থিতিশীলতা নিয়ে কোন বিবৃতি চোখে পড়ে না।

এখন আরএসও একটু সক্রিয় হওয়ার চেষ্টায় আছে কিনা প্রশ্নে কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়েছুর রহমান রোহিঙ্গারা নানা কায়দায় নিজেদের জানান দেয়। কোনটা আরএসও, কোনটা আরসা বাইরে থেকে আলাদা করা মুশকিল। ওদের নিজেদের মধ্যে অনেক দলীয় উপদলীয় কোন্দল আছে। মাদক ব্যবস্থা নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ থেকে শুরু করে আধিপত্য বিস্তার নিয়ে পরিস্থিতি খারাপের দিকে যায়। এখন আবার প্রত্যাবসনবিরোধী একটা গ্রুপ আবারও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে।

ক্যাম্পে চলমান অস্থিরতা নতুন করে বেড়েছে নাকি আগেও এরকম ছিল প্রশ্নে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, অস্থিরতা বেড়েছে এরকম বলা যাবে না। তবে গত এক মাসে পর পর কয়েকটি ঘটনার কারণে এমনটা মনে হতে পারে। মূলত মিয়ানমারে চলমান অস্থিতিশীলতার কারণে যেসব দুর্বৃত্ত জিরো পয়েন্টে ছিল তারা ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিল। তবে সেটা তারা করতে পারেনি। কয়েকটি ক্যাম্পে ইসলামী মাহাদ বেশি সক্রিয় হয়ে উঠেছে কিনা প্রশ্নে তিনি বলেন, ওদের মধ্যে যে বিভাজনগুলো রয়েছে সেগুলো মিয়ানমারকেন্দ্রিক। তারা এখানে সেটা করার চেষ্টা করে, পারে না। জিরো পয়েন্টেই থাকে সাধারণত, মাঝে মাঝে ঢোকার চেষ্টা করে। রোহিঙ্গারা ক্যাম্পের ঘর সন্ত্রাসীদের কাছে বিক্রি করে থাকার জায়গা করে দিচ্ছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোন তথ্য আমাদের জানা নেই। তবে আমার এখানে আসা খুব বেশি দিন হয়নি।

The post রোহিঙ্গাদের শঙ্কা ও ভরসায় ‘আরসা’, মাথাচাড়া দিচ্ছে ‘আরএসও’ first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গাদের শঙ্কা ও ভরসায় ‘আরসা’, মাথাচাড়া দিচ্ছে ‘আরএসও’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/03/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be/feed/ 0
কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা https://ukbangla.live/2022/10/27/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%2587-%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/10/27/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95/#respond Thu, 27 Oct 2022 05:05:19 +0000 https://ukbangla.live/?p=17132 কক্সবাজারের উখিয়ায় বালুখালীতে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। তারা উভয়ই ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুই রোহিঙ্গা নিহতের বিষয়টি নিশ্চিত করেন। […]

The post কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা first appeared on UK BANGLA.

The post কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা appeared first on UK BANGLA.

]]>
কক্সবাজারের উখিয়ায় বালুখালীতে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। তারা উভয়ই ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুই রোহিঙ্গা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ সব অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। মাদকপাচার ও অস্ত্রপাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে তাদের হত্যা করছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে ।

The post কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা first appeared on UK BANGLA.

The post কক্সবাজারে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/27/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95/feed/ 0
রোহিঙ্গাদের যেতেই হবে: প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/09/29/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%258d https://ukbangla.live/2022/09/29/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/#respond Thu, 29 Sep 2022 04:25:46 +0000 https://ukbangla.live/?p=16072 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের অবশ্যই দেশে ফিরে যেতে হবে। তিনি বলেন, “তাদের (রোহিঙ্গাদের) নিজ দেশে ফিরে যেতে হবে। সবাইকে বুঝতে হবে পরিস্থিতি। আমাদের পক্ষে আর কোনও লোক নেওয়া সম্ভব নয়, রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে।” মঙ্গলবার সম্প্রচারিত […]

The post রোহিঙ্গাদের যেতেই হবে: প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গাদের যেতেই হবে: প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং তাদের অবশ্যই দেশে ফিরে যেতে হবে।

তিনি বলেন, “তাদের (রোহিঙ্গাদের) নিজ দেশে ফিরে যেতে হবে। সবাইকে বুঝতে হবে পরিস্থিতি। আমাদের পক্ষে আর কোনও লোক নেওয়া সম্ভব নয়, রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে।”

মঙ্গলবার সম্প্রচারিত ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকার (ভোয়া) বাংলা সার্ভিসের সাথে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বারবার আহ্বানের কথা উল্লেখ করে
তিনি বলেন, এত বিশাল জনসংখ্যার (সাড়ে ১১ লাখ রোহিঙ্গা প্রায়) দায়িত্ব একা একটি দেশের পক্ষে নেওয়া অসম্ভব। শুধু আশ্রয় দেওয়াই নয়, এত বিশাল জনসংখ্যার জন্য জীবিকার ব্যবস্থা করাও একটি বড় দায়িত্ব, যা কোনো দেশ একা বহন করতে পারে না। তিনি উল্লেখ করেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা এবং চলমান কোভিড-১৯ এর কারণে সমগ্র বিশ্ব এখন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হচ্ছে, যা বিশ্ববাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে।

তিনি বলেন, “যারা (রোহিঙ্গাদের) সাহায্যের জন্য এগিয়ে এসেছিল (স্থানীয় জনগণ), তারা এখন নিজেদের বেঁচে থাকার জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য কতটা আর করতে পারে, কারণ এর বিশাল জনসংখ্যা রয়েছে এবং দেশটিকে তার জনগণের কথাও ভাবতে হবে”।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশু-কিশোররা এখন ঘিঞ্জী বস্তিতে (রোহিঙ্গা ক্যাম্প) লালিত-পালিত হয়ে বড় হচ্ছে, যেখানে মানবিক মূল্যবোধ ও সুস্থ স্বাস্থ্যের সঙ্গে বেড়ে ওঠার সুযোগ খুবই সীমিত।

বাংলাদেশ মিয়ানমার থেকে আর কোনো লোক নেওয়ার অবস্থানে নেই উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান কক্সবাজারের বন ধ্বংস করেছে। প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্টের পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গা স্থানীয়দের চরম দুর্ভোগের কারণ হচ্ছে এবং এলাকার আবাদি জমি ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে।

তিনি বলেন, অনেক রোহিঙ্গা মানব পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালানে জড়িয়ে পড়েছে এবং ক্যাম্পের অভ্যন্তরে তাদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছে।

এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় হত্যা ও ধর্ষণসহ অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীকে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। কাজেই আজকে তারা (বাস্তুচ্যুত রোহিঙ্গারা) যখন একই ধরনের নির্যাতনের শিকার, সে কথা চিন্তা করেই মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দেয়।

তিনি বলেন, “আমরা নিজের চোখে (১৯৭১ সালে) সেই দুর্ভোগ দেখেছি।”

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ১৬ কোটি বাংলাদেশির পাশাপাশি কয়েক লাখ মানুষের (রোহিঙ্গাদের) দায়িত্ব নেওয়ার জন্য তার ছোট বোন শেখ রেহানার আবেদনের কথাও স্মরণ করেন।

শেখ রেহানাকে উদ্ধৃত করে তিনি বলেন, “আপনি ১৬ কোটি লোককে খাওয়াতে পারেন, আর কয়েক লাখ লোকতে খাওয়াতে পারবেন না ?”

প্রধানমন্ত্রী বলেন, তিনি ইতিবাচক জবাবে বলেছেন, প্রয়োজনে বাংলাদেশিরা একবেলা খাবার খেয়ে রোহিঙ্গাদের সঙ্গে আরেক বেলার খাবার ভাগ করবে।

তিনি বলেন, বাংলাদেশি জনগণ, বিশেষ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রচুর খাবার নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে, যখন আন্তর্জাতিক সম্প্রদায় পরবর্তীতে এগিয়ে এসে রোহিঙ্গাদের সাহায্য করতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। এ সফরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেয়াসহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি নেয় ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট ছাড়াও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ও বাংলাদেশি মানবাধিকার সংস্থাগুলোর নানা অভিযোগ, মিডিয়ার স্বাধীনতা ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মধ্য আয়ের দেশে উত্তরণের পথে সম্ভাব্য চ্যালেঞ্জ, গৃহহীনদের জন্য নেয়া আশ্রয়ন প্রকল্পসহ তার সরকারের নেয়া নানা কল্যাণমুখী নীতি ও কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডারদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপ, জিয়া-এরশাদ আমলের সামরিক শাসন, আগামী নির্বাচনসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন।

এছাড়াও বঙ্গবন্ধুর ব্যাপারে তৎকালীন পাকিস্তান গোয়েন্দাদের গোপন রিপোর্ট-এর ওপর ভিত্তি করে প্রকাশিত সিক্রেট ডকুমেন্টস বইটির সম্পাদনা ও প্রকাশনার প্রেক্ষাপট নিয়েও তিনি কথা বলেন। জলবায়ু পরিবর্তন, করোনা পরিস্থিতি, রাশিয়া -ইউক্রেন যুদ্ধ ইত্যাদির ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ কিভাবে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হয়ে উঠতে পারে তা নিয়ে প্রধানমন্ত্রী তার পরিকল্পনা ও স্বপ্নের কথাও তুলে ধরেন।

ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে প্রায় এক ঘন্টাব্যাপী এই সাক্ষাৎকারটি নিয়েছেন শতরূপা বড়ুয়া।

আওয়ামী লীগ মানবাধিকার সংরক্ষণ করে :
মানবাধিকার বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শুধু মানবাধিকার রক্ষা করেনি, মানবাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করেও তা সংরক্ষণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি মানবাধিকার কমিশন রয়েছে এবং তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্ত করে থাকে।
“আমরা সবসময় (অভিযোগের) তদন্ত করছি। কোন মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়, এমনকি এটি আইন প্রয়োগকারী সংস্থার কোন সদস্য দ্বারা সংঘটিত হলেও, যা অতীতে দেখা যায়নি,” তিনি বলেন।

বিএনপির ঢালাও অভিযোগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা অনেক কথা বলার পর ৭০ জনের একটি তালিকা জমা দিয়েছে (কথিতভাবে নিখোঁজ)।

তিনি বলেন, তালিকাভুক্ত বেশিরভাগ লোককে পরবর্তীতে বিএনপির মিছিলে পাওয়া গেছে এবং কেউ কেউ তাদের ব্যক্তিগত কারণে আত্মগোপন করেছে এবং সাতটি ঘটনায় দেখা গেছে তারা মারা গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি শত শত বিমানবাহিনী-সেনা অফিসার ও সৈনিককে হত্যা করেছিলেন।

তিনি বলেন, নিহতদের মৃতদেহ কখনই পাওয়া যায়নি, এমনকি তাদের স্বজনরাও জানতে পারেন নি তাদের কি অপরাধ ছিল।

তিনি বলেন, যারা এখন মানবাধিকার লঙ্ঘনের কথা বলছে, তারা ওই সময় বিচারও চাইতে পারেন নি।

গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে:
শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আমলে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে এবং তারা যা খুশি বলার স্বাধীনতা ভোগ করছে।

“সব কিছু বলার পর কেউ যদি বলে যে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তার উত্তর কী হবে? এটাই আমি জানতে চাই,’ তিনি বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে মাত্র একটি টিভি ও একটি রেডিও স্টেশন ছিল। যেগুলো ছিল সরকারের পরিচালনাধীন।

ক্ষমতায় আসার পর বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়ার উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন অনুমোদিত ৪৪টি টিভি চ্যানেলের মধ্যে ৩২টি বেসরকারি টেলিভিশন চ্যানেল চালু রয়েছে।

লোকজন টেলিভিশন টকশোতে অংশ নিচ্ছে এবং তারা স্বাধীনভাবে কথা বলছে-সত্য বা মিথ্যা এবং তারা সরকারের সমালোচনাও করছে, তিনি বলেন।

প্রধানমন্ত্রী আবারো উল্লেখ করেন, কিন্তু দেশে সামরিক শাসকদের আমলে মানুষের কথা বলা বা চলাফেরার স্বাধীনতাটুকুও ছিল না।

অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্বাধীন ইসি :
শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন (ইসি) যাতে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে তার জন্য তাঁর সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তারা নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করেছেন এবং আইন অনুযায়ী কমিশন গঠিত হয়।
নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ছিল এবং তার সরকার এটিকে তাঁর কর্তৃত্ব থেকে মুক্ত করেছে এবং কমিশনকে আর্থিক স্বাধীনতা দেওয়ার জন্য তাদের জন্য একটি পৃথক বাজেট বরাদ্দ করেছে।

তিনি বলেন, এখন সরকার কমিশনের বাজেট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না এবং এটি তার ইচ্ছামত অর্থ ব্যয় করতে স্বাধীন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁর দল আওয়ামী লীগ আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছে এবং তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কারসাজি করেছিলেন খালেদা জিয়া। তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিজেদের লোক নিয়োগের জন্য প্রধান বিচারপতির বয়স দুই বছর বাড়িয়ে সংশ্লিষ্ট আইন সংশোধন করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার নির্বাচনে কারচুপির লক্ষ্যে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা তৈরি করেছিল।
তিনি বলেন, তারা ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে কোন রাজনৈতিক দল ব্যতীত ভোটারবিহীন নির্বাচন করেছিল এবং খালেদা জিয়া নির্বাচনের দেড় মাসের মাথায় জনগণের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

তিনি বলেন, দেশের নির্বাচনী আইন লঙ্ঘন করে ক্ষমতায় এসে দুই সামরিক স্বৈরশাসক বিএনপি ও জাতীয় পার্টি গঠন করেছে।
সরকার প্রধান বলেন, বিএনপি এবং জাতীয় পার্টি দুটি দলের জন্ম অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারি সামরিক শাসকদের হাত ধরে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সংগ্রামের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে বলে জনগণের ভোটাধিকার নিয়ে তাঁরা কাউকে ছিনিমিনি খেলতে দেবে না।

জনগণ তাদের ভোট দিয়ে তাদের সরকার নির্বাচন করবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে ভোট না দিলে তাঁর বলার কিছু নেই।

The post রোহিঙ্গাদের যেতেই হবে: প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গাদের যেতেই হবে: প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/29/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d/feed/ 0
রোহিঙ্গা : মিয়ানমারকে অভিযোগের জবাব দেয়ার নির্দেশ আইসিজের https://ukbangla.live/2022/07/29/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be-%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2585%25e0%25a6%25ad%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/07/29/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/#respond Fri, 29 Jul 2022 06:44:28 +0000 https://ukbangla.live/?p=13298 রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে অভিযোগের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। আগামী বছরের ২৪ এপ্রিলের মধ্যে মিয়ানমারকে জবাব দিতে হবে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। এদিকে গত ২২ জুলাই মামলা নিয়ে মিয়ানমারের আপত্তি নাকচ করে দেন আন্তর্জাতিক এই আদালত। জানান, মামলাটি বিচার করার এখতিয়ার রয়েছে এ আদালতের। যদিও এর আগেও মামলাটি নিয়ে আপত্তি তুলেছিলো মিয়ানমার […]

The post রোহিঙ্গা : মিয়ানমারকে অভিযোগের জবাব দেয়ার নির্দেশ আইসিজের first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গা : মিয়ানমারকে অভিযোগের জবাব দেয়ার নির্দেশ আইসিজের appeared first on UK BANGLA.

]]>
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে অভিযোগের জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। আগামী বছরের ২৪ এপ্রিলের মধ্যে মিয়ানমারকে জবাব দিতে হবে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।

এদিকে গত ২২ জুলাই মামলা নিয়ে মিয়ানমারের আপত্তি নাকচ করে দেন আন্তর্জাতিক এই আদালত। জানান, মামলাটি বিচার করার এখতিয়ার রয়েছে এ আদালতের।

যদিও এর আগেও মামলাটি নিয়ে আপত্তি তুলেছিলো মিয়ানমার সেই আপত্তিও খারিজ করে দেয় আন্তর্জাতিক আদালত।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। তবে এই ইস্যুতে আইসিজের এখতিয়ার নিয়েই আপত্তি জানায় মিয়ানমার সরকার। গত ২২ জুলাই মিয়ানমারের আনা আপত্তি খারিজ করে দেয় আন্তর্জাতিক বিচার আদালত।

The post রোহিঙ্গা : মিয়ানমারকে অভিযোগের জবাব দেয়ার নির্দেশ আইসিজের first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গা : মিয়ানমারকে অভিযোগের জবাব দেয়ার নির্দেশ আইসিজের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/29/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/feed/ 0
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান https://ukbangla.live/2022/07/25/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a7%2582%25e0%25a6%25b0%25e0%25a7%258d https://ukbangla.live/2022/07/25/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/#respond Mon, 25 Jul 2022 02:55:43 +0000 https://ukbangla.live/?p=13005 বাংলাদেশ ও জাপান উভয় দেশই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো এবং জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিতো আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে […]

The post রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশ ও জাপান উভয় দেশই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়।

জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো এবং জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিতো আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছেন।

‘রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে এবং তারা এখন আমাদের জন্য বোঝা হয়ে উঠেছে,’ তিনি যোগ করেন।

জবাবে জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো বলেন, তাঁরাও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবাসন চান।

তিনি যোগ করেন, ‘জাপান রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় এবং তাঁরা (জাপান) এই ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করছে।’

বাংলাদেশ ও জাপানের উভয় নেতাই দুই দেশের মধ্যকার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

জাপানের নেতা ও জাইকা প্রেসিডেন্ট নিজস্ব অর্থায়নে বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, সেতুটি বাংলাদেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু ও যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলকে দেশের অবশিষ্ট অংশের সঙ্গে যুক্ত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের তিনটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, মহেশখালীতে কয়লাচালিত মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল, যা বাংলাদেশের উন্নয়নে বিশেষভাবে সহায়ক হবে।

জবাবে, জাইকা তিনটি মেগা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহায়তার প্রশংসা করে।

জাপানের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তোরণেরও প্রশংসা করেন।

বাংলাদেশি ও জাপানি উভয় নেতৃবৃন্দই ২০১৪ সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশে সফরের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা শিনজো আবের হত্যাকা-ের নিন্দা করেন এবং তাঁকে বাংলাদেশের একজন মহান বন্ধু হিসেবে বর্ণনা করেন।

জাপানের নেতা বলেন, শিনজো আবের বাংলাদেশ সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালের অক্টোবরে জাপান সফর আজকের বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধু জাপানের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির একজন প্রশংসক ছিলেন এবং তিনি একটি কৃষিভিত্তিক দেশকে শিল্পোন্নত দেশে রূপান্তরের জন্য জাপানি মডেলের অনুকরণ করতে চেয়েছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন।

The post রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় জাপান appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/07/25/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করতে যুক্তরাজ্যকে প্রস্তাব https://ukbangla.live/2022/06/27/%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2596-%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/06/27/%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/#respond Mon, 27 Jun 2022 08:01:28 +0000 https://ukbangla.live/?p=11709 বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গাদের মধ্য থেকে লাখখানেক রোহিঙ্গাকে যুক্তরাজ্যে পুনর্বাসন করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত শুক্র ও শনিবার (২৪ ও ২৫ জুন) রুয়ান্ডার রাজধানী কিগালিতে ২৬তম কমনওয়েলথ সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন প্রস্তাব দেন বলে সোমবার (২৭ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো […]

The post ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করতে যুক্তরাজ্যকে প্রস্তাব first appeared on UK BANGLA.

The post ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করতে যুক্তরাজ্যকে প্রস্তাব appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গাদের মধ্য থেকে লাখখানেক রোহিঙ্গাকে যুক্তরাজ্যে পুনর্বাসন করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গত শুক্র ও শনিবার (২৪ ও ২৫ জুন) রুয়ান্ডার রাজধানী কিগালিতে ২৬তম কমনওয়েলথ সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন প্রস্তাব দেন বলে সোমবার (২৭ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হাইকমিশন জানায়, ড. মোমেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, যুক্তরাজ্য ন্যায়বিচার ও মানবাধিকারের বিশ্বনেতা। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া এক লাখ রোহিঙ্গাকে একটি উন্নত জীবন দিতে পুনর্বাসনের বিষয়ে বিবেচনা করতে পারে যুক্তরাজ্য। এতে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বোঝা কিছুটা হলেও কমবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের দেওয়া বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি ড. মোমেনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেন, যদিও যুক্তরাজ্য এটির দিকে নজর দিতে পারে, তবে রোহিঙ্গা সংকটের সর্বোত্তম সমাধান মিয়ানমারে তাদের স্বদেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন।

মোমেন ট্রুসকে জানান, মিয়ানমার সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির অভাবে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।

মিয়ানমারের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি ড. মোমেনকে আশ্বস্ত করেন যে আসিয়ান এবং জি৭ দেশগুলোর সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়াবেন।

বৈঠকে মোমেন-ট্রুস বর্তমান ইউক্রেনের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে উভয়পক্ষ সম্মত হন। এছাড়া বৈশ্বিক খাদ্য ও শক্তি সরবরাহের চেইন পুনরুদ্ধারে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন তারা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে যত দ্রুত সম্ভব ঢাকা সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

The post ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করতে যুক্তরাজ্যকে প্রস্তাব first appeared on UK BANGLA.

The post ১ লাখ রোহিঙ্গাকে পুনর্বাসন করতে যুক্তরাজ্যকে প্রস্তাব appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/27/%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/06/20/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/06/20/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae/#respond Mon, 20 Jun 2022 04:29:05 +0000 https://ukbangla.live/?p=11312 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা তৈরি করছে কারণ তাদের অনেকেই মাদক ও নারী পাচারে জড়িত। নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস এখানে প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে গতকাল সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত করা ১১ লাখেরও […]

The post রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা তৈরি করছে কারণ তাদের অনেকেই মাদক ও নারী পাচারে জড়িত।

নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলস এখানে প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ কার্যালয়ে গতকাল সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত করা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের জন্য দীর্ঘ সময়ের সমস্যা। বাংলাদেশ কতদিন এত বড় বোঝা বহন করবে।

তিনি আরও উল্লেখ করেন যে, সরকার ভাষানচরে এক লাখের বেশি রোহিঙ্গাকে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে যেখানে তারা আশ্রয়ের উন্নত সুবিধা পাচ্ছে।

কানাডার হাইকমিশনার বলেন, কানাডা সবসময় বাংলাদেশকে সহায়তা প্রদান করবে।

তিনি আরও উল্লেখ করেছেন যে, তার দেশ রোহিঙ্গাদের জন্য দাতব্যের মাধ্যমে একটি অতিরিক্ত তহবিল তৈরি করছে।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনে আনন্দ প্রকাশ করেন।

তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপনেরও ভূয়সী প্রশংসা করেন।

উভয়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন এবং একমত হন যে, যুদ্ধ সর্বদাই জনগণের ভোগান্তির কারণ হয়।

হাইকমিশনার বাংলাদেশে দারিদ্র্য হ্রাসের হার হ্রাসে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

উভয়ে বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও বাড়তে পারে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কানাডার সঙ্গে আরও বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশ উন্মুখ।

এ প্রসঙ্গে তিনি বলেন, কানাডায় প্রবাসী বৃহৎ বাংলাদেশী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে জনগণের যোগাযোগ বাড়াতে ইতিবাচকভাবে অবদান রাখছেন।

নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন যে, হাইকমিশনার দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক জোরদার করার জন্য তার প্রচেষ্টাকে এগিয়ে নেবেন এবং বাংলাদেশে তার দায়িত্ব পালনে তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর থেকে কানাডা বাংলাদেশকে সমর্থন করছে।

তিনি আরও উল্লেখ করেন যে, কোভিড-১৯ চলাকালীন কানাডা সর্বদাই সহায়তা করেছে এবং মহামারীর শুরু থেকেই বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, কানাডার সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে।

তিনি কোভিড-১৯ ভ্যাকসিন এবং সরঞ্জাম প্রদান করার জন্য কানাডাকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী কানাডার প্রশংসা করে বলেন, কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবং কানাডা সরকারকে স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম প্রোগ্রামে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

The post রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গারা বাংলাদেশে সামাজিক সমস্যা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/06/20/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
ভাসানচরের পথে আরও ১৯০৪ রোহিঙ্গা https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%a6%e0%a7%aa-%e0%a6%b0%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%259a%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25a5%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a7%25a7%25e0%25a7%25af%25e0%25a7%25a6%25e0%25a7%25aa-%25e0%25a6%25b0%25e0%25a7%258b https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%a6%e0%a7%aa-%e0%a6%b0%e0%a7%8b/#respond Thu, 17 Feb 2022 07:34:58 +0000 https://ukbangla.live/?p=2632 ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে আরও ১৯০৪ রোহিঙ্গা শরণার্থী। চট্টগ্রাম নৌ বাহিনীর জেটি ঘাট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিট থেকে পর্যায়ক্রমে ৮টি জাহাজে এসব রোহিঙ্গা বহরের যাত্রা শুরু হয়। নৌ গোয়েন্দা বিভাগের চট্টগ্রাম অফিস সূত্র জানায়, নৌবাহিনীর আটটি জাহাজ মোট ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছে। আট জাহাজের দুইটিতে রোহিঙ্গাদের নিত্য […]

The post ভাসানচরের পথে আরও ১৯০৪ রোহিঙ্গা first appeared on UK BANGLA.

The post ভাসানচরের পথে আরও ১৯০৪ রোহিঙ্গা appeared first on UK BANGLA.

]]>
ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে আরও ১৯০৪ রোহিঙ্গা শরণার্থী। চট্টগ্রাম নৌ বাহিনীর জেটি ঘাট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিট থেকে পর্যায়ক্রমে ৮টি জাহাজে এসব রোহিঙ্গা বহরের যাত্রা শুরু হয়।

নৌ গোয়েন্দা বিভাগের চট্টগ্রাম অফিস সূত্র জানায়, নৌবাহিনীর আটটি জাহাজ মোট ১ হাজার ৯০৪ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছে। আট জাহাজের দুইটিতে রোহিঙ্গাদের নিত্য ব্যবহার্য মালপত্র এবং ছয়টিতে মানুষ পরিবহন করা হচ্ছে। নৌ বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক এনডিসি, পিএসসি সকাল ৯ টা ৫২ মিনিটে প্রথম জাহাজকে বিদায় জানানোর মধ্য দিয়ে এ পর্বের প্রত্যাবাসন কার্যক্রম উদ্বোধন করেন। রোহিঙ্গাবাহী জাহাজগুলো দুপুর নাগাদ ভাসানচর পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

টেকনাফ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে পুলিশি পাহারায় প্রথম পর্বে ১৯ বাসে উখিয়া কলেজ মাঠ থেকে সামবার সন্ধ্যায়ও আসেন ট্রানজিট পয়েন্টে। এগারো দফায় দুপুর ও বিকেলে এক হাজার ৯০৪ রোহিঙ্গা কক্সবাজার ত চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হন এক হাজার ১৭ রোহিঙ্গা। বিকাল ৫টার দিকে আরও ১৯ বাসে করে যান ৮৮৭ জন।

এর আগে বিভিন্ন ক্যাম্প থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় উখিয়া কলেজ মাঠে আসেন তারা।

নৌ গোয়েন্দা বিভাগ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছার পর তাদের পতেঙ্গা শাহীন কলেজ মাঠে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়। সকাল থেকে পর্যায়ক্রমে ও শৃঙ্খলার সাথে তাদের জাহাজে তুলে দেয়া হয়।

The post ভাসানচরের পথে আরও ১৯০৪ রোহিঙ্গা first appeared on UK BANGLA.

The post ভাসানচরের পথে আরও ১৯০৪ রোহিঙ্গা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/17/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a7%e0%a7%af%e0%a7%a6%e0%a7%aa-%e0%a6%b0%e0%a7%8b/feed/ 0
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে লুক্সেমবার্গ https://ukbangla.live/2022/02/07/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/02/07/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/#respond Mon, 07 Feb 2022 17:53:06 +0000 https://ukbangla.live/?p=1466 লুক্সেমবার্গ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করার নতুন সুযোগ অন্বেষণের পাশাপাশি রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার প্রতিপক্ষ জেভিয়ার বেটেলের সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় এই আশ্বাস প্রদান করা হয়েছে। […]

The post রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে লুক্সেমবার্গ first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে লুক্সেমবার্গ appeared first on UK BANGLA.

]]>
লুক্সেমবার্গ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও গভীর করার নতুন সুযোগ অন্বেষণের পাশাপাশি রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশকে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার প্রতিপক্ষ জেভিয়ার বেটেলের সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় এই আশ্বাস প্রদান করা হয়েছে।

প্রায় আধা ঘন্টা স্থায়ী কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যেকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও বিস্তৃত ও গভীর করতে নতুন সুযোগ অন্বেষণ করতে সম্মত হন।

শেখ হাসিনা বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রায় লুক্সেমবার্গকে অবিচল সমর্থক ও বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন।

তিনি লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে চলমান টিকাদানের অগ্রগতি এবং কোভিড-১৯ মোকাবেলা সম্পর্কে অবহিত করেন।

তিনি গত বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময় লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের পাঠানো একটি অভিনন্দন বার্তার কথা স্মরণ করেন।

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুক্সেমবার্গের সহায়তা চাইলে জেভিয়ার বেটেল এই বিষয়ে লুক্সেমবার্গের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস (আরআইবিএ) সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত লুক্সেমবার্গের সাহায্যপুষ্ট ‘ফ্রেন্ডশিপ হাসপাতাল’ ভবনটিকে ২০২১ সালের জন্য পুরস্কৃত করায় জেভিয়ার বেটেল তার সন্তুষ্টি প্রকাশ করেন।

ডিজাইনার একজন বাংলাদেশী হওয়ায় শেখ হাসিনা ভবনটির স্থাপত্যেরও প্রশংসা করেন।

কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চুক্তিটি শিগগির সম্পাদন করতে সম্মত হন। লুক্সেমবার্গ অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি কার্গো ফ্লাইট চালু করতে আগ্রহী।

তারা উভয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে তাদের সদিচ্ছা প্রকাশ করেন।

শেখ হাসিনা আর্থিক খাত ব্যবস্থাপনায় লুক্সেমবার্গের দক্ষতার প্রশংসা করেন এবং এর থেকে উপকৃত হওয়ার সুযোগ গ্রহনের আগ্রহ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বেটেল আনন্দের সাথে উল্লেখ করেন যে, তার দেশে এক হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করে এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে।

শেখ হাসিনা জেভিয়ার বেটেলকে জানান যে, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালে জাতিসংঘের এলডিসি পর্যায় থেকে উত্তীর্ণ হবে এবং উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে জিএসপি+ এর মতো বাণিজ্য সুবিধার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে তার সরকারের সহযোগিতা চান।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি আন্তরিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন।

উভয় নেতা অভিন্ন উদ্বেগের বিষয় সংশ্লিষ্ট জলবায়ু পরিবর্তন বিষয়েও আলোচনা করেন। শেখ হাসিনা অবকাঠামো, পানি শোধন, নগর উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে লুক্সেমবার্গের জলবায়ু-স্মার্ট বিনিয়োগকে স্বাগত জানান।

জেভিয়ার বেটেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সুবিধামত সময়ে লুক্সেমবার্গ সফরের আমন্ত্রণ জানান। এ সময় শেখ হাসিনা চলমান আর্থ-সামাজিক অগ্রগতি দেখার জন্য জেভিয়ার বেটেলকে যথাশিগিগির বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শুরুতে দুই নেতা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এবং সর্বত্র বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বজায় রাখার জন্য একে অপরকে অভিনন্দন জানান।

শেখ হাসিনা বাজেটে সহায়তা এবং ভ্যাকসিন দানের মাধ্যমে মহামারী প্রভাব কমাতে বাংলাদেশকে সহায়তা করার জন্য ‘টিম ইউরোপ’কে ধন্যবাদ জানান।

The post রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে লুক্সেমবার্গ first appeared on UK BANGLA.

The post রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে লুক্সেমবার্গ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/07/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/feed/ 0