লতা মঙ্গেশকর - UK BANGLA News Site Sun, 06 Feb 2022 18:00:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png লতা মঙ্গেশকর - UK BANGLA 32 32 সুরের মায়াজালে বেঁধে কোকিলকণ্ঠীর শেষ বিদায় https://ukbangla.live/2022/02/06/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%2581%25e0%25a6%25a7%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%258b https://ukbangla.live/2022/02/06/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b/#respond Sun, 06 Feb 2022 17:32:05 +0000 https://ukbangla.live/?p=1396 জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। টানা ২৩ দিনের যুদ্ধ রোববার সকালে শেষ হয়েছে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। আজ রোববার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্টজনেরা। মুখাগ্নি করেছেন ভাই হৃদয়নাথ। সন্ধ্যায় হাসপাতাল থেকে শিবাজি পার্কে আনা হয় লতার […]

The post সুরের মায়াজালে বেঁধে কোকিলকণ্ঠীর শেষ বিদায় first appeared on UK BANGLA.

The post সুরের মায়াজালে বেঁধে কোকিলকণ্ঠীর শেষ বিদায় appeared first on UK BANGLA.

]]>
জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। টানা ২৩ দিনের যুদ্ধ রোববার সকালে শেষ হয়েছে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। আজ রোববার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্টজনেরা। মুখাগ্নি করেছেন ভাই হৃদয়নাথ।

সন্ধ্যায় হাসপাতাল থেকে শিবাজি পার্কে আনা হয় লতার মরদেহ। শেষকৃত্যের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকেও।

এর আগে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সচিন টেন্ডুলকার, শাহরুখ খানসহ বিশিষ্টজনরা।

এদিকে নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। হাসপাতাল থেকে বাসভবন, পরে শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের মরদেহ নেওয়ার সময় ২০ জন ডিসিপিসহ প্রায় দুই হাজার ৭০০ জন পুলিশ উপস্থিত ছিলেন।

শিবাজি পার্কে একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়। সেখানে রাখা হয় লতা মঙ্গেশকরের মরদেহ। জনসাধারণ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এর আগে লতা মঙ্গেশকরের বাসভবন প্রভুকুঞ্জে পরিবারের লোকজনসহ বিভিন্ন অঙ্গনের মানুষ এই সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানান।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে এ সংগীতশিল্পীকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, কিছুটা সাড়া দিচ্ছেন লতা। তার বিভিন্ন থেরাপি চলছে। কিন্তু সেখান থেকে আর ফেরা হয়নি এ কোকিলকণ্ঠীর।

ভারতীয় সংগীতের কিংবদন্তি লতা মঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালে ভারতের ইন্দোরে এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরে অভিনয় ও গানের জগতে এলেও মাত্র ১৩ বছর বয়সেই বাবাকে হারান তিনি। ১৯৪২ সালে একটি মারাঠি ছবির গান রেকর্ডের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। মুম্বাই যাওয়ার পর ১৯৪৮ সালে ‘মজবুর’ নামের একটি হিন্দি ছবিতে প্রথম কণ্ঠ দেন তিনি।

১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করার নিরিখে ‘গিনেস বুক’-এ নাম উঠেছিল লতা মঙ্গেশকরের। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারের বেশি গান রেকর্ড করার অনন্য নজির গড়েন প্রায় ৩৬টি ভাষায় গান করা এ শিল্পী। ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। ১৯৮৯ সালে পান দাদাসাহেব ফালকে পুরস্কার।

The post সুরের মায়াজালে বেঁধে কোকিলকণ্ঠীর শেষ বিদায় first appeared on UK BANGLA.

The post সুরের মায়াজালে বেঁধে কোকিলকণ্ঠীর শেষ বিদায় appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/06/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%81%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b/feed/ 0