লন্ডন - UK BANGLA News Site Sat, 15 Oct 2022 06:22:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png লন্ডন - UK BANGLA 32 32 লন্ডন বাংলা বইমেলা শুরু https://ukbangla.live/2022/10/15/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%25b6%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2581 https://ukbangla.live/2022/10/15/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81/#respond Sat, 15 Oct 2022 06:22:03 +0000 https://ukbangla.live/?p=16725 যুক্তরাজ্যে এক যুগ ধারাবাহিক আয়োজনের পর এবার বড় পরিসরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম লন্ডন বাংলা বইমেলা। উৎসবের প্রথম দুইদিন ১৫ ও ১৬ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে মেলা বসবে। এছাড়া মেলার তৃতীয় দিনের অনুষ্ঠান হবে যুক্তরাজ্যে বাংলাদেশি অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে। প্রতি বছর এ মেলা যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষি লেখক- সাহিত্যিক-সাংস্কৃতিক ও সাংবাদিকসহ […]

The post লন্ডন বাংলা বইমেলা শুরু first appeared on UK BANGLA.

The post লন্ডন বাংলা বইমেলা শুরু appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যে এক যুগ ধারাবাহিক আয়োজনের পর এবার বড় পরিসরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম লন্ডন বাংলা বইমেলা। উৎসবের প্রথম দুইদিন ১৫ ও ১৬ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে মেলা বসবে।

এছাড়া মেলার তৃতীয় দিনের অনুষ্ঠান হবে যুক্তরাজ্যে বাংলাদেশি অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে। প্রতি বছর এ মেলা যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষি লেখক- সাহিত্যিক-সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বই প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

এ বছরের বইমেলা ও সাংস্কৃতিক উৎসবকে সফল ও উৎসবমুখর করে তুলতে সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও উপস্থিতির আহ্বান জানানো হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং লণ্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা অনুষ্ঠিতব্য এবারের বইমেলা ও সাংস্কৃতি উৎসবে অতিথি হিসেবে বাংলাদেশ ও ব্রিটেনের বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকার পাশাপাশি অনেকগুলো বাংলাদেশি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বিপুলসংখ্যক বই নিয়ে মেলায় অংশ নেবে বলে জানানো হয়েছে।

এছাড়া সাংস্কৃতিক উৎসবকে প্রাণবন্ত করে তুলতে কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, গান এবং শিশু—কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে বলেও জানানো হয়। বিশেষ করে উৎসব মাতিয়ে রাখতে আমন্ত্রিত হয়ে আসছেন কণ্ঠ মৌসুমী ভৌমিক এবং আবৃত্তিকার আহকাম উল্লাহ।

আর অতিথিদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গহর রিজভী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী এম খালিদ এমপি, সাবেক মুখ্যসচিব কবি কামাল চৌধুরী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম, বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

পূর্ব লন্ডনের মাইক্রো—বিজনেস সেন্টারে গত ১১ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের বিস্তারিত কর্মসূরি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন লণ্ডন বাংলা বইমেলা উদযাপন পর্ষদের সদস্যসচিব, ছড়াকার দিলু নাসের।

এছাড়াও তিনি বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সফলে এরই মধ্যে গঠন করা উপদেষ্টা কমিটি, সমন্বয় কমিটিসহ বিভিন্ন উপকমিটিতে থাকা ব্যক্তিদের দীর্ঘ নামের তালিকা প্রকাশ করেন। তাতে দেখা গেছে, ওইসব কমিটিতে বিলেতের বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেলা উদযাপন পর্ষদের প্রধান সমন্বয়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেলা উদযাপন পরিষদের সমন্বয়ক যথাক্রমে কবি মাশূক ইবনে আনিস, সঙ্গীতশিল্পী হিমাংশু গোস্বামী, কবি শামীম শাহান ও কবি হাফসা নূর।

এছাড়া উপস্থিত ছিলেন মেলা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট কবি মুজিবুল হক মনি, মেলা কমিটির সমন্বয়ক যথাক্রমে সাংবাদিক মিসবাহ জামাল, কবি ফয়জুর রহমান ফয়েজ, সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জামাল খানসহ অনেকে।

স্বাগত বক্তব্যে প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা বলেন, বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে ২০১০ সালে লন্ডন বাংলা বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়। যুক্তরাজ্যের বিভিন্ন সাহিত্য—সাংস্কৃতিক সংগঠন, কবি—সাহিত্যিক, সাংস্কৃতিককর্মীসহ নানা পেশার বাঙালিরা এসব উৎসবের আয়োজক ছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে লণ্ডন বাংলা বইমেলা নামে নতুন রূপে এর কার্যক্রম অব্যাহত রয়েছে।

এবার বাংলাদেশ থেকে প্রায় ২০টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেবে উল্লেখ করে তিনি বলেন, মেলার সার্বিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি, বাংলাদেশ হাইকমিশন লন্ডন।

দুই দিনের বিস্তারিত কর্মসূচি এবং সময়—ক্ষণ তুলে ধরে বলা হয়, প্রথম দিন ১৫ অক্টোবর, শনিবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং এবং চলবে রাত ৯টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকেলে। উদ্বোধনী সাংস্কৃতিক উৎসবে অংশ নেবেন প্রখ্যাত কণ্ঠ শিল্পী মৌসুমী ভৌমিকসহ বিলেতের খ্যাতনামা শিল্পীরা।

বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত শিশু—কিশোরদের রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দ্বিতীয় দিন ১৬ অক্টোবর, রোববার মেলা শুরু হবে দুপুর ১২টায় এবং উন্মুক্ত থাকবে রাত ৯টা পর্যন্ত। ওইদিন সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে উদীচী শিল্পীগোষ্ঠী, তাল—তরঙ্গ এবং অংশ নেবেন স্থানীয় বিশিষ্ট সঙ্গীতশিল্পীবৃন্দ।

সাহিত্য সংগঠন গ্রন্থী, শিকড় এবং আবৃত্তি সংগঠন বর্ণনের পরিবেশনায় থাকবে বিশেষ অনুষ্ঠান। এছাড়া রোববার দিনব্যাপী আলোচনাসহ স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পরিবেশনা।

The post লন্ডন বাংলা বইমেলা শুরু first appeared on UK BANGLA.

The post লন্ডন বাংলা বইমেলা শুরু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/15/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81/feed/ 0
লন্ডনে জমজমাট মেজবান: ৪০ ডেকে রান্না, সাড়ে ৩ হাজার লোকের ভোজ https://ukbangla.live/2022/10/11/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%a1/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%259c%25e0%25a6%25ae%25e0%25a6%259c%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%259f-%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%259c%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a7%25aa%25e0%25a7%25a6-%25e0%25a6%25a1 https://ukbangla.live/2022/10/11/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%a1/#respond Tue, 11 Oct 2022 07:43:33 +0000 https://ukbangla.live/?p=16605 সাদা ভাত, গরুর মাংস, কলাই ডাল—এই তিনের গণভোজ হলো মেজবান। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবান যুক্তরাজ্যে পেয়েছে ভিন্নমাত্রা। ‘গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন ইউকে’ গত রোববার যুক্তরাজ্যে চতুর্থবারের মতো মেজবানের আয়োজন করে। পূর্ব লন্ডনের সুপরিসর মেফেয়ার বেঙ্কুয়েটিং হলে আয়োজিত এই মেজবান উপলক্ষে প্রায় ৪০টি ডেকে (বড় পাতিল) রান্না হয়। মেজবানে অংশ নেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। যুক্তরাজ্যের […]

The post লন্ডনে জমজমাট মেজবান: ৪০ ডেকে রান্না, সাড়ে ৩ হাজার লোকের ভোজ first appeared on UK BANGLA.

The post লন্ডনে জমজমাট মেজবান: ৪০ ডেকে রান্না, সাড়ে ৩ হাজার লোকের ভোজ appeared first on UK BANGLA.

]]>
সাদা ভাত, গরুর মাংস, কলাই ডাল—এই তিনের গণভোজ হলো মেজবান। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবান যুক্তরাজ্যে পেয়েছে ভিন্নমাত্রা।

‘গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন ইউকে’ গত রোববার যুক্তরাজ্যে চতুর্থবারের মতো মেজবানের আয়োজন করে।

পূর্ব লন্ডনের সুপরিসর মেফেয়ার বেঙ্কুয়েটিং হলে আয়োজিত এই মেজবান উপলক্ষে প্রায় ৪০টি ডেকে (বড় পাতিল) রান্না হয়। মেজবানে অংশ নেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে মেজবানে হাজির হন অনেক প্রবাসী। পারস্পরিক দেখা-সাক্ষাৎ-কুশল বিনিময়ের পাশাপাশি চলে ভোজন উৎসব।

নাম ‘মেজবান’ হলেও খাবারে ছিল বৈচিত্র্য। আয়োজনে ছিল ভিন্নতা। সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে করে তোলে উপভোগ্য। প্রবাসে নিজস্ব সাংস্কৃতিক আবহে প্রিয়জনদের নিয়ে আনন্দঘন দিন কাটানোর মোক্ষম উপলক্ষ হয়ে ওঠে এই মেজবান।

মেজবানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। একদল খাচ্ছিল, তো আরেক দল দাঁড়িয়ে খাবারের জন্য অপেক্ষা করছিল।

খাবারের জন্য অপেক্ষার এই দৃশ্য দেখে অতিথি কবি হামিদ মোহাম্মদ মজা করে বলে বসেন, ‘খাওয়ার জন্য এঁরা এমন করছেন কেন?’

জবাবে মেজবান তত্ত্বাবধানের দায়িত্বে থাকা একজন বলেন, এটাই চট্টগ্রামের মেজবানের ঐতিহ্য। এটি হাজারো মানুষের ভোজ। এখানে আপ্যায়ন করে বসিয়ে খাওয়ানোর সুযোগ নেই। ফলে সবাই চেয়ার দখলের চেষ্টায় থাকেন।

আয়োজকেরা জানান, এবারের মেজবানে তিন হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত লোকসমাগম সাড়ে তিন হাজারে গিয়ে ঠেকে বলে তাঁদের ধারণা।

বিভিন্ন সম্প্রদায়ের লোকদের কথা মাথায় রেখে মেজবানের খাবারে বৈচিত্র্য আনা হয়। খাবারের তালিকায় ছিল—সাদা ভাত, গরুর মাংস, ভেড়ার মাংস, মুরগির মাংস, নলার ঝোল ও ছানার ডাল।

আয়োজকেরা জানান, এবার একসঙ্গে প্রায় ৬০০ জনের বসে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ভোজন পর্ব। সাংস্কৃতিক পর্ব চলে রাত ১১টা পর্যন্ত।

মেফেয়ার ব্যাঙ্কুয়েটিং হলের স্বত্বাধিকারী ওয়াজিদ হাসান বলেন, ‘আমার এখানে আগে বহু অনুষ্ঠান হয়েছে। কিন্তু এমন আয়োজন আগে কখনো হয়নি। আগের দিন সন্ধ্যা থেকে রান্নার কাজ শুরু হয়। গত রোববার দিনব্যাপী তা চলে। আমরা অন্তত ৪০টি ডেকে (বড় পাতিল) রান্নাবান্না করি।’

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইসহাক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার। সমবেত কণ্ঠ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর চলে বাকি আনুষ্ঠানিকতা।

এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান। সম্মাননা প্রদানের এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হোসেনসহ আট জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। মনোয়ার হোসেনকে দেওয়া হয় আজীবন সম্মাননা।

The post লন্ডনে জমজমাট মেজবান: ৪০ ডেকে রান্না, সাড়ে ৩ হাজার লোকের ভোজ first appeared on UK BANGLA.

The post লন্ডনে জমজমাট মেজবান: ৪০ ডেকে রান্না, সাড়ে ৩ হাজার লোকের ভোজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/11/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%a1/feed/ 0
লন্ডনে জমকালো আয়োজনে এ্যাশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ড সম্পন্ন https://ukbangla.live/2022/10/04/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a7%8d%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%259c%25e0%25a6%25ae%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%2586%25e0%25a7%259f%25e0%25a7%258b%25e0%25a6%259c%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a7%258d%25e0%25a6%25af https://ukbangla.live/2022/10/04/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a7%8d%e0%a6%af/#respond Tue, 04 Oct 2022 05:43:56 +0000 https://ukbangla.live/?p=16328 এ্যাশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ড (আরতা)-এর সূচনা হয়েছিলো লন্ডন ওটু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। জমকালো আয়োজন আর বিনোদনের নানা আকর্ষনের মধ্য দিয়ে রোববার ৩য় অ্যাওয়ার্ডের মাধ্যমে আরতা ফিরে এলো আপন টিকানায়। বৃটেনের বিভিন্ন প্রান্থ থেকে আসা রেস্টুরেটার্স, ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দসহ বিশিষ্টজনের উপস্থিতিতে টেমসপারের দৃষ্টিনন্দন হোটেলে পুরো আয়োজন ছিলো জমজমাট। আরতা ন্যাশনাল চ্যাম্পিয়ান এওয়ার্ড লাভ করেছে ইংল্যান্ডের হার্টফোড শায়ারের […]

The post লন্ডনে জমকালো আয়োজনে এ্যাশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ড সম্পন্ন first appeared on UK BANGLA.

The post লন্ডনে জমকালো আয়োজনে এ্যাশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ড সম্পন্ন appeared first on UK BANGLA.

]]>
এ্যাশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ড (আরতা)-এর সূচনা হয়েছিলো লন্ডন ওটু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। জমকালো আয়োজন আর বিনোদনের নানা আকর্ষনের মধ্য দিয়ে রোববার ৩য় অ্যাওয়ার্ডের মাধ্যমে আরতা ফিরে এলো আপন টিকানায়। বৃটেনের বিভিন্ন প্রান্থ থেকে আসা রেস্টুরেটার্স, ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দসহ বিশিষ্টজনের উপস্থিতিতে টেমসপারের দৃষ্টিনন্দন হোটেলে পুরো আয়োজন ছিলো জমজমাট।

আরতা ন্যাশনাল চ্যাম্পিয়ান এওয়ার্ড লাভ করেছে ইংল্যান্ডের হার্টফোড শায়ারের রুবি রেস্টুরেন্ট। আরতা কর্তৃপক্ষ দাবী করেন এই ট্রফি হচ্ছে ইন্ড্রাস্ট্রির এওয়ার্ড জগতে সবচেয়ে ব্যতিক্রম। ৫০ হাজার পাউন্ড মূল্যের সোনা খচিত ট্রফি হাতে পেয়ে এর ডিরেক্ট আবদুর রহমান আনন্দে উদ্বেলিত। বল্লেন, এই অ্যাওয়ার্ড আমি আমার সুপ্রিয় কাস্টমারদের নিবেদিত করছি। আর আমার এই সাফল্যের পেছনের কারিগর আমার বাবা ও পরিবারকে স্মরণ করছি। এছাড়া নিজেদের ঐতিহ্য বজায় রেখে উন্নত ও বৈচিত্রময় খাবার পরিবেশন করে আমরা কাস্টমারদের মন জয় করছি।

বিবিসি নিউজ প্রেজেন্টার সামান্তা সিমন্দ-এর পাশাপাশি এবার উপস্থাপনায় ছিলেন বিশ্বখ্যাত মেজিশিয়ান পল মার্টিন। পল ইতিমধ্যে প্রয়াত রানী এলিজাবেতসহ পুরো রাজকিয় পরিবারের উপস্থিতিতে উইনসার ক্যাসলে এক অনুষ্ঠানের মাধ্যমে আলাদা খ্যাতি পেয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরতা ফাউন্ডার ও শেফ অন লাইনের সিইও মোহাম্মদ মুনিম সালিক।

অনুষ্ঠানে ন্যাশনাল চ্যাম্পিয়ান অব দ্য চ্যাম্পিয়ান্স ছাড়াও ১৮টি রিজিওয়াল রেস্টুরেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এছাড়া বিভিন্ন রিজিওনে শেফ অব দ্য ইয়ার এবং রিজিওনাল টেকওয়েকেও সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড বিজয়ী রেস্টুরেন্টগুলো হলো, নর্দান আয়ারল্যান্ড-এ নিউ ডেলি, স্কটল্যান্ডে স্পাইস তান্দুরি, ওয়েলস-এর গ্রেন্ড সুলতান, নথ ইস্ট দ্য বাইন ইন্ডিয়ান কুজিন,নর্থ ওয়েস্টে মিলরো বালতি, ইস্ট মিডল্যান্ডে আশিয়ানা ইন্ডিয়ান এন্ড বাংলাদেশী রেস্টুরেন্ট, হাটফোড শায়ারে রুবি, ইস্ট এনগ্লিয়ায় পিপাসা, এসেক্স-এ বৃটিশ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সাউথ ইস্টে তারানা বার এন্ড গ্রিল রেস্টুরেন্ট, সারে রিজিওনে তারানা লিং ফিল্ড,সাউথ সেন্ট্রালে রাধুনি, সাউথ ওয়েস্টে এলকম তান্দুরি, নর্থ লন্ডনে বেলিফ রেস্টুরেন্ট, সিটি এন্ড ইস্ট লন্ডনে বেংগল টাইগার, সাউথ লন্ডনে ইন্ডিয়ান রুম এবং ওয়েস্ট লন্ডনে মাদুস অব মেইফার।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষন ছিলেন বৃটিশ এশিয়ান সুপরিচিত সংগিত শিল্পী নাবিদ কুনদো। এছাড়া বিভিন্ন পর্যায়ের বেশ কিছু সেলিব্রেটিও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সম্প্রতি মৃত্যু বরনকারী বৃটিশ কারী অ্যাওয়ার্ডের ফাউন্ডার ইনাম আলী এমবিই সহ ইন্ড্রাস্ট্রির কয়েকজন প্রয়াত নেতাকে স্মরণ করে বক্তব্য দেন আরতা এম্বেসেডার জাকির খান। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কনফেডারেশন অব বৃটিশ ইন্ড্রাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট লর্ড কিরন বিলোমোরিয়া, ইঊকে বিসিসিআই”র চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলার সাফি আহমদ, স্কটিস পালামেন্ট মেম্বার ফয়সল চৌধুরী এমবিই এবং আরতা অ্যাওয়ার্ডের প্রধানমত সহযোগি ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ব্যারিস্টার লুতফুর রহমান।

আরতা অ্যাওয়ার্ড ফাউন্ডার এবং মোহাম্মদ মুনিম সালিক বলেন, আমরা চেষ্টা করছি ইন্ড্রাস্ট্রির কল্যানে ভূমিকা রাখতে। সাধারন কাস্টমারের সাথে যোগসূত্রতা তৈরীতে উন্নত খাবার ও পরিবেশনের পাশপাশি মার্কেটিং এর বিষয়টি গুরুত্বপূর্ন। আমাদের রিজিওনাল এবং ন্যাশনাল উইনার বা চ্যাম্পিয়ানরা স্থানীয় ও মেইনস্ট্রিম মিডিয়ায় যে কাভারেজ পান-তার মাধ্যমে তারা সেই মার্কেটিং-এ আরো বেশী সুবিধা পাবেন।

অনুষ্ঠানে আরো অংশ নেন আরতা জাজ যথাক্রমে অক্সফোর্ডব্রুক ইউনির্ভার্সিটিরি হসপিটালিটি ডিপাটম্যান্টের চেয়ার চেয়ার ডোনাল সোলন ও এক্সিকিউটিভ শেফ চাদ রহমান, ক্যামব্রিজ রিজিওনাল কলেজের শেফ লেকচারার গ্রাহাম টেইলর, সাবেক এমপি কিথ বাজ, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, এটিন বাংলা”র সিইও হাফিজ আলম বক্স, এনটিভি”র সিইও সাবরিনা হোসেন, আরতা এম্বেসেডার ড: ওয়ালি তসর উদ্দিন ও আরতা কো ফাউন্ডার কদরুল ইসলাম এবং শেফ অন লাইনের মার্কেটিং ডিরেক্টর আখতারুজ্জামান।

অনুষ্ঠানে লর্ড কিরন বলেন, এই কিছুদিন আগেই আমরা করোনার কারনে বিপর্যস্ত ছিলাম। এখন এর পরিবর্তন আমাদের আশা জাগাচ্ছে। আর ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নতিতে আরতা অ্যাওয়ার্ড-এর মতো নানা আয়োজন নানা ভাবে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের চ্যারিটি পার্টনার তাফিদা রাকিব ফাউন্ডেশনকে সবশেষে ১০ হাজার পাউন্ডের চেক তুলে দেন মুনিম সালিক।

The post লন্ডনে জমকালো আয়োজনে এ্যাশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ড সম্পন্ন first appeared on UK BANGLA.

The post লন্ডনে জমকালো আয়োজনে এ্যাশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে অ্যাওয়ার্ড সম্পন্ন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/04/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
রানির প্রতি শ্রদ্ধা জানাতে এখনো লন্ডনের রাস্তায় মানুষের ঢল https://ukbangla.live/2022/09/16/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25a7%25e0%25a6%25be-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/16/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#respond Fri, 16 Sep 2022 04:15:19 +0000 https://ukbangla.live/?p=15655 ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে এখনো হাজার হাজার মানুষ লাইন দিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলের দিকে এগিয়ে যাচ্ছেন। রানির মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টেমস নদী বরাবর মানুষের এই লাইন প্রায় সাত কিলোমিটারের বেশি লম্বা হয়েছে। মধ্য লন্ডন থেকে এই লাইন পূর্ব […]

The post রানির প্রতি শ্রদ্ধা জানাতে এখনো লন্ডনের রাস্তায় মানুষের ঢল first appeared on UK BANGLA.

The post রানির প্রতি শ্রদ্ধা জানাতে এখনো লন্ডনের রাস্তায় মানুষের ঢল appeared first on UK BANGLA.

]]>
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে এখনো হাজার হাজার মানুষ লাইন দিয়ে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলের দিকে এগিয়ে যাচ্ছেন। রানির মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

টেমস নদী বরাবর মানুষের এই লাইন প্রায় সাত কিলোমিটারের বেশি লম্বা হয়েছে। মধ্য লন্ডন থেকে এই লাইন পূর্ব লন্ডনের কাছাকাছি পৌঁছে গেছে।

বহু মানুষ বৃহস্পতিবার ভোর এমনকি বুধবার মধ্যরাত থেকে লাইন দিয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তারা অপেক্ষা করছেন।

রানিকে শ্রদ্ধা জানাতে ব্রিটেনের বিভিন্ন জায়গা এমনকি সারা বিশ্ব থেকে দলে দলে লোক লন্ডনে আসছেন।

অনলাইন বুকিং প্ল্যাটফর্ম হোটেল প্ল্যানার জানিয়েছে, তাদের ওয়েবসাইটে লন্ডনে হোটেলের রিজার্ভেশন ৪০০ শতাংশ বেড়ে গেছে।

রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত বিবরণ এরই মধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে রানির মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে যাওয়া হবে।

রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। তখন সেখানে দুই হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

সোমবার সকাল ১১টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশব্যাপী দুই মিনিটের নীরবতা পালন করা হবে।

ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানির মরদেহ লন্ডনের পশ্চিমে উইন্ডসর কা‌সলে নিয়ে যাওয়া হবে। সেখানে উইন্ডসর কাসলের পাশে সেন্ট জর্জ গির্জায় আরেকটি ছোট প্রার্থনা হবে।

উইন্ডসরের ডিন সেখানে একটি প্রার্থনা পরিচালনা করবেন। প্রায় ৮০০ জন লোক এতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এসব হয়ে যাওয়ার পর সোমবারই রানির পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের জন্য আরেকটি প্রার্থনা সভা হবে।

এরপর রানীর কফিনটি সেন্ট জর্জ গির্জার রয়্যাল ভল্টে সমাহিত করা হবে। এখানেই রানির স্বামী এডিনবার্গের প্রয়াত ডিউকের মরদেহ সমাধিস্থ করা আছে।

The post রানির প্রতি শ্রদ্ধা জানাতে এখনো লন্ডনের রাস্তায় মানুষের ঢল first appeared on UK BANGLA.

The post রানির প্রতি শ্রদ্ধা জানাতে এখনো লন্ডনের রাস্তায় মানুষের ঢল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/16/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/feed/ 0
আগামী কদিন এড়িয়ে চলুন লন্ডন https://ukbangla.live/2022/09/13/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2580-%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%258f%25e0%25a7%259c%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%259a%25e0%25a6%25b2%25e0%25a7%2581%25e0%25a6%25a8-%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d https://ukbangla.live/2022/09/13/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d/#respond Tue, 13 Sep 2022 05:48:59 +0000 https://ukbangla.live/?p=15551 আগামী দিনগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠতে পারে লন্ডন শহর। কারণ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হতে পারে ব্রিটেনের রাজধানীতে। আয়োজন ঘিরে লন্ডনের ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় হতে পারে বলে সতর্ক করেছেন রেল অপারেটররা। এই আয়োজনের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে আছে হোয়াইট হল কর্তৃপক্ষ। তারা বলছে, কমপক্ষে ১০ লাখ মানুষ রানিকে শেষ শ্রদ্ধা […]

The post আগামী কদিন এড়িয়ে চলুন লন্ডন first appeared on UK BANGLA.

The post আগামী কদিন এড়িয়ে চলুন লন্ডন appeared first on UK BANGLA.

]]>
আগামী দিনগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠতে পারে লন্ডন শহর। কারণ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হতে পারে ব্রিটেনের রাজধানীতে। আয়োজন ঘিরে লন্ডনের ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় হতে পারে বলে সতর্ক করেছেন রেল অপারেটররা।

এই আয়োজনের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে আছে হোয়াইট হল কর্তৃপক্ষ। তারা বলছে, কমপক্ষে ১০ লাখ মানুষ রানিকে শেষ শ্রদ্ধা জানাতে লন্ডনে জড়ো হতে পারেন। ২০০৫ সালে পোপ দ্বিতীয় জন পলকে শেষ শ্রদ্ধা জানাতে এত বিপুল মানুষের সমাগম ঘটেছিল।

শেষকৃত্য ঘিরে লন্ডনের ওয়েস্টমিনস্টার হল বুধবার বিকেল ৫টা থেকে আগামী সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত টানা খোলা থাকবে।

অন্ত্যেষ্টিক্রিয়ার দিন সাধারণ মানুষ রানির কফিনটি দেখতে পাবেন, তবে এ জন্য তাদের প্রায় তিন মাইল লম্বা লাইনে অপেক্ষা করতে হতে পারে।

এ কদিনে যারা লন্ডন ভ্রমণ করতে চান, তাদের প্রচণ্ড ভিড় দেখার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন রেল কর্মকর্তারা।

হোটেল চেইনগুলোতে ইতোমধ্যে চাপ বেড়েছে। হোটেল অ্যান্ড হসপিটালিটি কোম্পানি ট্র্যাভেলজ বলছে, লন্ডনে তাদের ৭৮টি হোটেল আছে। গোটা যুক্তরাজ্য থেকে অতিথিরা তাদের হোটেলে রুম পেতে মুখিয়ে আছেন।

এত ভিড়ের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এরই মধ্যে তারা ওয়েস্টমিনস্টারের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া শুরু করেছে।

ট্রান্সপোর্ট ফর লন্ডন বলেছে, সামনের দিনগুলোতে যাত্রীসেবা নিয়ে তাদের বেগ পোহাতে হতে পারে। খুব দরকার না হলে লোকজনকে গাড়ি না বের করার পরামর্শ দিয়েছে তারা।

শেষকৃত্য ঘিরে পুলিশের ব্যস্ততা বেড়ে যাওয়ায় ফুটবল ম্যাচসহ কিছু ইভেন্ট বাতিলের শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপা লিগে আর্সেনাল বনাম পিএসভি আইন্দহোভেনের বৃহস্পতিবারের ম্যাচটি ইতোমধ্যে নিরাপত্তা খাতিরে বাতিল করা হয়েছে।

ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী মিশেল ডোনেলান জানিয়েছেন, ‘ওয়েস্টমিনস্টার হলে লাইনটি ৩০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে। এ জন্য যথাযথ পরিকল্পনা নেয়া হয়েছে।’

১৯৯৭ সালে রানির পুত্রবধূ প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটেছিল। ধারণা করা হচ্ছে, রানির আয়োজনেও এমন সংখ্যক মানুষ উপস্থিত হতে পারেন।

রানির কফিনটি সোমবার সকালে এডিনবার্গের হলিরুড হাউসের প্রাসাদে ছিল। বিকেলে তা সেন্ট জাইলস ক্যাথেড্রালে নেয়া হয়।

কফিনটি মঙ্গলবার লন্ডনে পৌঁছাবে। বুধবার পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনস্টার হলে তা নেয়া হবে। এদিন বিকেল ৫টা থেকে আগামী সোমবার পর্যন্ত মোট চার দিন রানির কফিনে শ্রদ্ধা জানাতে পারবে জনসাধারণ।

The post আগামী কদিন এড়িয়ে চলুন লন্ডন first appeared on UK BANGLA.

The post আগামী কদিন এড়িয়ে চলুন লন্ডন appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/13/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a7%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d/feed/ 0
লন্ডন থেকে চুরি হওয়া বিলাসবহুল গাড়ি করাচিতে উদ্ধার https://ukbangla.live/2022/09/05/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%259a%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%25b9%25e0%25a6%2593%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/05/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/#respond Mon, 05 Sep 2022 08:59:22 +0000 https://ukbangla.live/?p=15248 যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে চুরি হয়েছিল অত্যন্ত ব্যয়বহুল গাড়ি বেন্টলি মুলসান। এরপর সেখানে এই গাড়ির আর কোনো হদিশ পাওয়া যায়নি। তবে অবশেষে সেই গাড়ির খোঁজ মিলেছে, আর সেটি পাকিস্তানের বন্দরনগরী করাচিতে। শনিবার (৩ সেপ্টেম্বর) করাচি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। রোববার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে […]

The post লন্ডন থেকে চুরি হওয়া বিলাসবহুল গাড়ি করাচিতে উদ্ধার first appeared on UK BANGLA.

The post লন্ডন থেকে চুরি হওয়া বিলাসবহুল গাড়ি করাচিতে উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে চুরি হয়েছিল অত্যন্ত ব্যয়বহুল গাড়ি বেন্টলি মুলসান। এরপর সেখানে এই গাড়ির আর কোনো হদিশ পাওয়া যায়নি। তবে অবশেষে সেই গাড়ির খোঁজ মিলেছে, আর সেটি পাকিস্তানের বন্দরনগরী করাচিতে।

শনিবার (৩ সেপ্টেম্বর) করাচি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। রোববার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে চুরি হয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল গাড়ি বেন্টলি মুলসান উদ্ধার করেছে করাচি কর্তৃপক্ষ। চুরি হয়ে যাওয়ার পর ব্যয়বহুল এই গাড়িটি লন্ডন থেকে পাকিস্তানের বন্দর শহরে পাঠানো হয়েছিল।

করাচির কালেক্টরেট অব কাস্টমস এনফোর্সমেন্ট (সিসিই) নিশ্চিত করেছে যে, চুরি হয়ে যাওয়া বেন্টলি মুলসান গাড়িটি করাচির ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে বলে পাকিস্তানি কর্তৃপক্ষকে জানায় যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। এরপরই সেটি উদ্ধার করেন পাকিস্তানের কর্মকর্তারা।

ফেডারেল বোর্ড অব রেভিনিউ’স কালেক্টরেট অব কাস্টমস এক বিবৃতিতে বলেছে: ‘বন্ধুত্বপূর্ণ একটি দেশের জাতীয় সংস্থা থেকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় যে একটি ধূসর রংয়ের বেন্টলি মুলসান গাড়ি করাচি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে। ভি৮ অটোমেটিক এই গাড়িটির ভিআইএন নম্বর SCBBA63Y7FC001375, ইঞ্জিন নম্বর CKB304693।

দ্যা নিউজ বলছে, গাড়িটি চুরির পর এতে সংযুক্ত ট্রেসিং ট্র্যাকার অপসারণ বা বন্ধ করতে ব্যর্থ হয় অপরাধীরা। আর এর ফলে উন্নত ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে গাড়ির সঠিক অবস্থান খুঁজে পায় যুক্তরাজ্য কর্তৃপক্ষ।

এদিকে পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিও নিউজ কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, চুরি যাওয়া গাড়িটি ইউরোপের একটি দেশের কনস্যুলেটের জাল নথিতে পাকিস্তানে আনা হয়েছিল। এফবিইউ কর্মকর্তারা যখন করাচির ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তখন তারা বেন্টলির গাড়ির পেছনে পাকিস্তানি রেজিস্ট্রেশন নম্বরযুক্ত প্লেট দেখতে পায়।

পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত এই গাড়ির চেসিস নম্বরটি যুক্তরাজ্যের কর্তৃপক্ষের দেওয়া চুরি যাওয়া গাড়ির প্রদত্ত বিবরণের সাথে মিলে গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি অন্য একজনের মাধ্যমে কিনেছেন বলে গাড়ির (পাকিস্তানি) মালিক দাবি করেছেন। পাকিস্তানের কাস্টমস এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছে এবং গাড়ির বিক্রয় ও ক্রয়ের সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে বলে দেশটির একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- করাচির ১০নং সাউথ স্ট্রিটের বাসিন্দা শফি আহমেদের ছেলে জামিল শফি এবং খায়াবন-ই-রুমির ১৫৯ নম্বর বাড়ির বাসিন্দা রফিকের ছেলে নাভিদ বিলওয়ানি।

করাচির এক কাস্টমস কর্মকর্তা বলছেন, ‘গাড়িটি কিভাবে করাচিতে এলো তা আমরা তদন্ত করে দেখছি। নিশ্চিতভাবেই, জাল চালান এবং ভুয়া নিবন্ধন ডকুমেন্টেশন নিয়ে করাচিতে পৌঁছেছিল এই গাড়িটি।’

The post লন্ডন থেকে চুরি হওয়া বিলাসবহুল গাড়ি করাচিতে উদ্ধার first appeared on UK BANGLA.

The post লন্ডন থেকে চুরি হওয়া বিলাসবহুল গাড়ি করাচিতে উদ্ধার appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/05/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
লন্ডনের জাদুর ব্রিজের কাহিনি https://ukbangla.live/2022/09/01/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2581%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25be https://ukbangla.live/2022/09/01/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/#respond Thu, 01 Sep 2022 07:35:47 +0000 https://ukbangla.live/?p=15059 লন্ডনের আইকন খ্যাত টাওয়ার ব্রিজ না দেখলে লন্ডন ভ্রমণ মাটি—বুজুর্গরা তেমনটাই বলেন! বহুবার সিনেমা আর স্থিরচিত্রে দেখা টাওয়ার ব্রিজ স্বচক্ষে দেখলে একটা আলাদা শিহরণ জাগে মনে। টেমসের ওপর এই ব্রিজ যেন রাজকীয় লন্ডনের আভিজাত্যের আরেক প্রতীক। দিনের একটি সময় খুলে দেওয়া হয় টাওয়ার ব্রিজ। ব্রিজের রূপ একেক দিক থেকে একেক রকম। বর্তমান সংযোগ সেতুটি পারাপারের […]

The post লন্ডনের জাদুর ব্রিজের কাহিনি first appeared on UK BANGLA.

The post লন্ডনের জাদুর ব্রিজের কাহিনি appeared first on UK BANGLA.

]]>
লন্ডনের আইকন খ্যাত টাওয়ার ব্রিজ না দেখলে লন্ডন ভ্রমণ মাটি—বুজুর্গরা তেমনটাই বলেন! বহুবার সিনেমা আর স্থিরচিত্রে দেখা টাওয়ার ব্রিজ স্বচক্ষে দেখলে একটা আলাদা শিহরণ জাগে মনে। টেমসের ওপর এই ব্রিজ যেন রাজকীয় লন্ডনের আভিজাত্যের আরেক প্রতীক। দিনের একটি সময় খুলে দেওয়া হয় টাওয়ার ব্রিজ।

ব্রিজের রূপ একেক দিক থেকে একেক রকম। বর্তমান সংযোগ সেতুটি পারাপারের জন্য ১৯৭৩ সালে খুলে দেওয়া হয়। এটি মূলত কংক্রিট এবং লোহায় তৈরি একটি বক্স গার্ডার সেতু। আগে এখানে কাঠের তৈরি সেতু ছিল, যেটি লন্ডনের প্রথম রোমান প্রতিষ্ঠাতারা তৈরি করেছিলেন।

টাওয়ার ব্রিজেই ধরে রাখা আছে লন্ডনের ঐতিহ্য ও ইতিহাস। ব্রিটিশ মিউজিয়াম, ওয়েস্ট মিনিস্টার ব্রিজ, লন্ডন আই, লন্ডন ব্রিজ ইত্যাদির মতো টাওয়ার ব্রিজের সৌন্দর্যও প্রতিদিন উপভোগ করেন হাজার হাজার দর্শনার্থী।

টেমস নদীর ওপরে অবস্থিত এই টাওয়ার ব্রিজের মতো এতো সৌন্দর্য ও খ্যাতি আর কোনও দেশের ব্রিজে নেই, যা আপনাকে আর্কষণ করবে অদ্ভুত সৌন্দর্যের টানে।

লন্ডনেরর পাশে টেমস নদীর ওপরে এই ব্রিজের আশপাশে গড়ে উঠেছে অগণিত বাণিজ্যকেন্দ্র। তবে রেস্তোরাঁ ও পানশালার আধিক্যই চোখে পড়ার মতো।

টাওয়ার ব্রিজটি মুলত টেমস নদীর উত্তর পাড়ের আয়রন গেইট ও হর্সলি ডাউন লেনকে যুক্ত করেছে। ব্রিজটির বেশিষত্ব হলো, এটি মাঝ বরাবর আলাদা হয়ে উপরে উঠে যেতে পারে। যাতে করে বড় আকারের কোনো জাহাজ নিচ দিয়ে কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই চলে যেতে পারে।

জানা যায়, একসময় দিনে ৫০ বারও ব্রিজটির মাঝের অংশ ওপরে উঠানো হতো। কিন্তু এখন আর এতবার প্রয়োজন হয় না। এখন দিনে সাত কি আট বার উপরে তুলতে হয়।

The post লন্ডনের জাদুর ব্রিজের কাহিনি first appeared on UK BANGLA.

The post লন্ডনের জাদুর ব্রিজের কাহিনি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/09/01/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/feed/ 0
লন্ডনের আভিজাত্য অক্সফোর্ড স্ট্রিট https://ukbangla.live/2022/08/29/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2586%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%2585%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b8%25e0%25a6%25ab%25e0%25a7%258b%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/08/29/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0/#respond Mon, 29 Aug 2022 06:55:50 +0000 https://ukbangla.live/?p=14859 পৃথিবীর বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে অন্যতম ব্রিটেনের রাজধানী লন্ডন শহর। এ শহরে পুরোনো অভিজাত স্থাপনা যেমন নজর কাড়ে, তেমনি চোখ ধাঁধিয়ে দেয় আধুনিকতাও। বিশ্বের বিভিন্ন জাতি–গোষ্ঠীর মানুষের বাস এখানে। তাই স্বাভাবিকভাবে এখানে আছে বৈচিত্র্যময় খাবারের বিশাল সমাহার। এ শহরের রাতের সৌন্দর্য ভিন্ন ডালি সাজিয়ে হাজির হয়। আলোর ঝলকানি আর বিবিধ আয়োজন এর রূপ যেন পাল্টে দেয়। […]

The post লন্ডনের আভিজাত্য অক্সফোর্ড স্ট্রিট first appeared on UK BANGLA.

The post লন্ডনের আভিজাত্য অক্সফোর্ড স্ট্রিট appeared first on UK BANGLA.

]]>
পৃথিবীর বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে অন্যতম ব্রিটেনের রাজধানী লন্ডন শহর। এ শহরে পুরোনো অভিজাত স্থাপনা যেমন নজর কাড়ে, তেমনি চোখ ধাঁধিয়ে দেয় আধুনিকতাও। বিশ্বের বিভিন্ন জাতি–গোষ্ঠীর মানুষের বাস এখানে। তাই স্বাভাবিকভাবে এখানে আছে বৈচিত্র্যময় খাবারের বিশাল সমাহার। এ শহরের রাতের সৌন্দর্য ভিন্ন ডালি সাজিয়ে হাজির হয়। আলোর ঝলকানি আর বিবিধ আয়োজন এর রূপ যেন পাল্টে দেয়। এ শহরের আরেকটি আভিজাত্য অক্সফোর্ড স্ট্রিট। সেখানে গেলেই বোঝা যায় লন্ডনের কেন অন্যতম ব্রিটেনের রাজধানী লন্ডন।

অক্সফোর্ড স্ট্রিট
লন্ডনের আভিজাত্য অক্সফোর্ড স্ট্রিটে গেলেই বোঝা যায়। উঁচু উঁচু অভিজাত সব ভবন আর স্থাপনা এবং বড় বড় ব্র্যান্ডের দোকান আছে এখানে। পোশাক থেকে শুরু করে খাবারের দোকানসহ সব ধরনের দোকান আছে এখানে। বিশ্বের বিভিন্ন দেশের খাবারের দোকানের জন্য এ এলাকার নামডাক অনেক আগে থেকে।

অক্সফোর্ড স্ট্রিটে আছে সংবাদমাধ্যম বিবিসির কার্যালয়। সন্ধ্যার অক্সফোর্ড স্ট্রিট এক ভিন্ন জগৎ। কিছুটা সন্ধ্যা ঘনিয়ে এলে অক্সফোর্ড স্ট্রিটের অলিগলি ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা বলে বোঝানো যায় না।

দুই-তিন শ বছরের পুরোনো ভবনের নিচের পানশালাগুলো যেন সন্ধ্যার পর গমগম করে। অফিস শেষে মানুষ মধ্যরাত পর্যন্ত আড্ডা মারতে চলে আসে এখানে। এখানকার বড় বড় পোশাকের দোকানে লেখা ‘মেড ইন বাংলাদেশ’ দেখে গর্বে ভরে যাবে আপনার মন। এত বিচিত্র আয়োজন লন্ডনের অন্য কোনো রাস্তায় আর দেখা যায় না।

The post লন্ডনের আভিজাত্য অক্সফোর্ড স্ট্রিট first appeared on UK BANGLA.

The post লন্ডনের আভিজাত্য অক্সফোর্ড স্ট্রিট appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/29/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0/feed/ 0
খরার খড়গে টেমস নদী https://ukbangla.live/2022/08/27/%e0%a6%96%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%9c%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2596%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2596%25e0%25a7%259c%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a6%25b8-%25e0%25a6%25a8%25e0%25a6%25a6%25e0%25a7%2580 https://ukbangla.live/2022/08/27/%e0%a6%96%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%9c%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/#respond Sat, 27 Aug 2022 06:11:43 +0000 https://ukbangla.live/?p=14782 বিশ্বের বিরূপ আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতিতে ধুঁকছে লন্ডন শহরের ভেতরে দিয়ে বয়ে চলা টেমস নদী। কম বৃষ্টিপাত আর জুলাই মাস থেকে শুরু হওয়া তাপদাহে যুক্তরাজ্যে রেকর্ড তাপমাত্রায় নদীটির উৎপত্তিস্থলের অনেকটা জুড়ে পানির চিহ্ন পর্যন্ত নেই। পশ্চিম ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের কেম্বেল ও সোমারফোর্ড কেইনস এলাকায় নদীর তলদেশে শুকনো পাতা আর মরা ডালপালা পড়ে আছে। পাহাড় আর সবুজে […]

The post খরার খড়গে টেমস নদী first appeared on UK BANGLA.

The post খরার খড়গে টেমস নদী appeared first on UK BANGLA.

]]>
বিশ্বের বিরূপ আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতিতে ধুঁকছে লন্ডন শহরের ভেতরে দিয়ে বয়ে চলা টেমস নদী। কম বৃষ্টিপাত আর জুলাই মাস থেকে শুরু হওয়া তাপদাহে যুক্তরাজ্যে রেকর্ড তাপমাত্রায় নদীটির উৎপত্তিস্থলের অনেকটা জুড়ে পানির চিহ্ন পর্যন্ত নেই।

পশ্চিম ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের কেম্বেল ও সোমারফোর্ড কেইনস এলাকায় নদীর তলদেশে শুকনো পাতা আর মরা ডালপালা পড়ে আছে।

পাহাড় আর সবুজে ঘেরা কটসওল্ডস গ্রামীণ এলাকার অংশ সিরেন্সেস্টার থেকে শুরু হয়েছে টেমস নদী। এরপর তা রাজধানী লন্ডনের মাঝ দিয়ে বয়ে চলে গেছে উত্তর সাগরে।

নদী নিয়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে কাজ করা রিভারস ট্রাস্ট সংগঠনটি জানিয়েছে, স্বল্প বৃষ্টিপাত আর খরায় নদীটি উৎপত্তিস্থল থেকে সোমারফোর্ড কেইনস পর্যন্ত ৫ কিলোমিটার নিচের দিকে সরে গেছে। নদীর স্রোত প্রবাহও দুর্বল।

রিভারস ট্রাস্টের অ্যাডভোকেসি ডিরেক্টর ক্রিস্টিন কোলভিন এক বিবৃতিতে বলেছেন, “আইকনিক এই নদীর উৎসস্থলের যে চিত্র দেখতে পাচ্ছি, দুঃখজনকভাবে তা দেশের বর্তমান ও ভবিষ্যতে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তার প্রতীক।

কোলভিন বলেন, “জলবায়ু সংকট খরা ও তাপপ্রবাহসহ আরও বৈরী আবহাওয়া ডেকে আনছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এই পরিস্থিতি নদীসমূহ এবং বিস্তৃত ভূমি এলাকায় গুরুতর হুমকি তৈরি করে।”

ভবিষ্যত জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থিতিশীল ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কোলভিন বলেন, গৃহস্থলী ও প্রধান অবকাঠামোগুলোর সমস্যা খুঁজে বের করা এবং সবুজ অবকাঠামোর অংশ হিসাবে টেকসই নিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।

পানি নিয়ে কাজ করা বেশ কয়েকটি কোম্পানি ইতোমধ্যে দক্ষিণ ইংল্যান্ডের কিছু অংশে হোসপাইপ নিষিদ্ধ ঘোষণা করেছে।

ইউরোপের মূল ভূখণ্ডে ফ্রান্সসহ কিছু দেশ গ্রীষ্মে তৃতীয় তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে এবং মহাদেশটির কিছু অংশ খরায় ভুগছে।

The post খরার খড়গে টেমস নদী first appeared on UK BANGLA.

The post খরার খড়গে টেমস নদী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/27/%e0%a6%96%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%9c%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/feed/ 0
হাইড পার্ক, লন্ডনের একটি রাজকীয় পার্ক https://ukbangla.live/2022/08/22/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a1-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595-%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a6%259f%25e0%25a6%25bf-%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/08/22/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b0/#respond Mon, 22 Aug 2022 06:43:25 +0000 https://ukbangla.live/?p=14489 হাইড পার্কটি মধ্য লন্ডনের একটি গ্রেড আই-তালিকাভুক্ত প্রধান পার্ক। এটি চারটি রয়েল পার্কের মধ্যে বৃহত্তম যা ক্যানসিংটন গার্ডেন এবং হাইড পার্কের মধ্য দিয়ে ক্যানসিংটন প্যালেসের প্রবেশ পথ থেকে বাকিংহাম প্রাসাদের প্রধান প্রবেশপথ পেরিয়ে হাইড পার্ক কর্নার এবং গ্রিন পার্ক হয়ে একটি চেইন তৈরি করে। পার্কটি সর্প এবং লম্বা পানির হ্রদ দ্বারা বিভক্ত। ১৫৩৬ সালে হেনরি […]

The post হাইড পার্ক, লন্ডনের একটি রাজকীয় পার্ক first appeared on UK BANGLA.

The post হাইড পার্ক, লন্ডনের একটি রাজকীয় পার্ক appeared first on UK BANGLA.

]]>
হাইড পার্কটি মধ্য লন্ডনের একটি গ্রেড আই-তালিকাভুক্ত প্রধান পার্ক। এটি চারটি রয়েল পার্কের মধ্যে বৃহত্তম যা ক্যানসিংটন গার্ডেন এবং হাইড পার্কের মধ্য দিয়ে ক্যানসিংটন প্যালেসের প্রবেশ পথ থেকে বাকিংহাম প্রাসাদের প্রধান প্রবেশপথ পেরিয়ে হাইড পার্ক কর্নার এবং গ্রিন পার্ক হয়ে একটি চেইন তৈরি করে। পার্কটি সর্প এবং লম্বা পানির হ্রদ দ্বারা বিভক্ত।

১৫৩৬ সালে হেনরি অষ্টম কর্তৃক পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল, যখন তিনি ওয়েস্টমিনিস্টার অ্যাবেয়ের কাছ থেকে জমি নিয়েছিলেন এবং এটি শিকারের জায়গা হিসাবে ব্যবহার করেছিলেন। ১৬৩৭ সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত হয়েছিল এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষত মে দিবসের প্যারেডগুলির জন্য।

রানী ক্যারোলিনের নির্দেশনায় ১৮ শতকের গোড়ার দিকে বড় ধরনের উন্নতি হয়েছিল। এই সময় হাইড পার্কে বেশ কয়েকটি দ্বন্দ্ব ঘটেছিল, যার প্রায় প্রতিটিতে আভিজাত্য পরিবারের সদস্যরা জড়িত।

১৮৫১ সালে এখানে গ্রেট একজিবিশন অনুষ্ঠিত হয়েছিল, যার জন্য জোসেফ প্যাকসটনের ডিজাইন করা ক্রিস্টাল প্রাসাদটি তৈরি করা হয়েছিল।

উনিশ শতক থেকে নিখরচায় বিক্ষোভগুলি হাইড পার্কের মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। ১৮৭২ সাল থেকে স্পিকারের কর্নার মুক্ত বক্তব্য ও বিতর্কের একটি বিষয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যদিও চারটিস্ট, সংস্কার লীগ, ভুক্তভোগী এবং স্টপ ওয়ার কোয়ালিশন সকলেই সেখানে বিক্ষোভ করেছে।

বিংশ শতাব্দীর শেষের দিকে, পার্কটি বড় আকারের ফ্রি রক মিউজিক কনসার্টের জন্য পরিচিত ছিল, যার মধ্যে গোলাপী ফ্লোয়েড, দ্য রোলিং স্টোনস এবং কুইনের মতো গ্রুপ রয়েছে।

পার্কের প্রধান ইভেন্টগুলি একবিংশ শতাব্দী পর্যন্ত অব্যাহত রয়েছে, যেমন ২০০৫ সালে লাইভ ৪ এবং ২০০৭ সালের বার্ষিক হাইড পার্ক শীতকালীন ওয়ান্ডারল্যান্ড।

The post হাইড পার্ক, লন্ডনের একটি রাজকীয় পার্ক first appeared on UK BANGLA.

The post হাইড পার্ক, লন্ডনের একটি রাজকীয় পার্ক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/08/22/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b0/feed/ 0